13-12-2019, 12:32 AM
বিদিশা যখন হাত ফুসকে বের হয়ে গেছে তাহলে ওদের দুজনকে মিল না দিলে ও চলবে। অর্জুনকে ওর মেয়েকে দিয়ে দুরে পাঠিয়ে দিন আর জাবাদের সাথে বিদিশার নতুন জীবন শুরু করুক। দুজনেই সাজা পাবে যেমন বিদিশা মেয়ে ও অর্জুনকে হারিয়ে সাজা পাবে তেমনি অর্জুন তার ভালোবাসাকে হারিয়ে সাজা পাবে। প্লিস দাদা যদি কাহানীর কোনো মোড় নেই তাহলে বিদিশা ও জাবেদের সাথে অর্জুনকে রাখিয়েন না। অর্জুন ওলরেডি অনেক সাজা পেয়েছে। অর্জুন তার মেয়ে কে অনেক দুরে চলে যাক তাহলেই ভালো হবে। আগামী আপডেট দাদা একটু বড় করে দিয়েন আর একটু পারলে বিস্তারিত তুলে ধরিয়েন।