08-12-2019, 03:50 PM
হোটেলে উপস্হিত সুন্দরী নায়িকার অবস্থা অনেকটা উপরে বর্ণিত নায়িকা দের মতো। ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া খেতাব জেতার পর সিনেমায় নামে সুন্দরী। অভিনয় টা খুব না পারলেও নিজের সৌন্দর্য , খোলামেলা দেহ প্রদর্শন আর ডিরেক্টর / প্রোডিউসার দের সঙ্গে এই ল্যাংটো হয়ে শুয়ে বসে বেশ চালিয়ে যাচ্ছিলো। বিপদটা এলো বেশ কয়েক বছর পর মাধুরী দীক্ষিত নামে আর একটা নতুন মেয়ে আসার পর। হোটেলে উপস্হিত সুন্দরী আর মাধুরী অনেকটা একই টাইপের নায়িকা। ২ জনেই দেখতে সুন্দরী , নাচেও ভালো। আর মাধুরীরও নিজের দেহ প্রদর্শন এর ব্যাপারে কোনো এলাৰ্জি নেই , বরং একটা ব্যাপারে মাধুরী আমাদের হোটেল সুন্দরীর চেয়ে অনেক এগিয়ে ছিল সেটা হলো অভিনয়। তাই অনেক প্রোডিউসার / ডিরেক্টর আমাদের হোটেল সুন্দরী কে ছেড়ে মাধুরী কে সাইন করাতে শুরু করে। এতে আমাদের হোটেল সুন্দরীর ফিল্মের সংখ্যা কমতে শুরু করে। কয়েক বছর পর মাধুরী দীক্ষিত ফিল্ম হিট শুরু হতেই সবাই আমাদের হোটেল সুন্দরী কে ছেড়ে সবাই মাধুরীর পিছনে ছুটতে লাগলো। আমাদের হোটেল সুন্দরী একটা শেষ চেষ্টা করেছিল ,নিজের রেটটা কমিয়ে কিছু ফিল্ম পাবার কিন্তু কিহু b /c গ্রেড ফিল্ম পেলেও সুন্দরীর লাভ কিছু হয়নি। আস্তে আস্তে সুন্দরী বলিউডের এর জগৎ থেকে হারিয়ে গেলো।.