07-12-2019, 12:13 PM
(07-12-2019, 11:53 AM)boren_raj Wrote: যাক মেনে নিলাম যে অন্য ভাবে ভাবা উচিত কিন্তু মা আর মনি বুড়োর সাথে যা ঘটবে তা যদি ছেলে লুকিয়ে দেখে তা তোহ মানাবে না দাদা। মায়ের ভালো চেয়ে যদি মাকে মায়ের হালে ছেড়ে দেওয়া উচিত এবং সাহায্য করতে পারেন যে তাদের দুজনকে এক করার কিন্তু অজাচার না হলেই হয়। ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য।
সে চেষ্টা তো থাকবেই কিন্তু ওই যে মনের একটা অংশ যে চায় দেখতে সেটা যদি জয় লাভ করে সে ক্ষেত্রে তো অপু নিরুপায় । হোক না তাতে একটু পাপ কারো তো এতে কোন ক্ষতি হচ্ছে না । আর এই গল্পে অনেক বাঁক থাকছে কোন দিকে যায় সেটা পরে দেখা যাবে , গল্পটা এক যায়গায় আটকে থাকবে না নানা যায়গায় ঘুরবে অলি গলি রাজপথ সব জায়গা । তবে একটা জিনিস ঠিক থাকবে অপু আর রুনা দুই মা ছেলের একে অপরের প্রতি ভালবসা বাকি সবাই ক্ষণিক এর পথিক মাত্র । আসবে যাবে কিহুক্ষন পথ চলবে তারপর হারিয়ে যাবে ।