01-12-2019, 09:39 AM
ডাঃ সুধীর রাও - মায়িল (৪১)
কলেজে ফিরে ওরা একেবারে বদলে যায়।
যতক্ষণ ক্লাস চলে ক্লাসেই থাকে। ক্লাসের
পরে মায়িলও সুধীরের সাথে লাইব্রেরী যাওয়া
শুরু করে। রাত্রে শুধু নিজেরা স্বামী স্ত্রীর
মত থাকে। মায়িলের সেক্সের বন্ধুরা ওকে
অনেকবার ডাকে কিন্তু মায়িল তাতে সাড়া দেয় না।
মঞ্জু আর নুপুরও অনেকবার সুধীরের কাছে
আসতে চায়। সুধীর কারো সাথে খারাপ ব্যবহার
করে না। শুধু ওদের সাথে সম্পর্ক গল্প করার
মধ্যেই সীমাবদ্ধ রাখে। কারো গায়েও হাত
দেয় না।
তানিও বেশ ভালো কাজ করছিলো। ওর রান্না
খেয়ে সব ছাত্ররাই খুশী। মাঝে মাঝে তানি
খেতে দিতেও যায়। সেদিন ছেলেরা আরও
বেশী খুশী হয়। প্রায় প্রতি রাত তানি বালার সাথেই
কাটায়। কিন্তু তানির রক্তে কানিমলির রক্ত আছে।
সুধীর যতই বলুক না কেন সে বদলায় না। বালা ছাড়াও
আরও অনেকের সাথে রাত কাটায়। বালাও ধোয়া
তুলসী পাতা ছিল না। তবে তানি আর সুধীরের
মধ্যে সেক্স বন্ধ হয়ে যায়। শুরুতে তানি দু
একবার সুধীরকে সেক্সের কথা বললেও
সুধীর মানা করে দেয়। তাই তানিও আর কিছু বলে
না।
বাড়ির কাজের জন্যে সুধীর প্রায় প্রতি সপ্তাহেই
বাড়ি যায়। দোতলার কাজ প্রায় শেষ হয়ে এলে
একদিন গণেশ রাও ছেলেকে ডাকেন।
গণেশ রাও – দোতলার কাজ তো প্রায় শেষ
হয়ে এলো, এবার একদিন বৌমা মানে তিন্নি কে
নিয়ে আয়।
সুধীর – কেন বাবা
গণেশ রাও – ওর জন্যে ঘর হচ্ছে, ও একটু
দেখে নিক
সুধীর – বাবা আমি ওর বাড়ি গিয়েছিলাম। তিন্নির যে
বাড়িতে থাকার অভ্যেস আমরা কোনদিন সেইরকম
বানাতে পারবো না।
গণেশ রাও – কেন পারবে না। ওর বাবা ডাক্তার
হয়ে এইসব করেছেন। তুমিও ডাক্তার হবে তুমি
কেন পারবে না।
সুধীর – বাবা আমি পাস করে গ্রামেই থাকবো।
পয়সা আয়ের জন্যে শহরে যাবো না।
গণেশ রাও – ঠিক আছে। ওনার মত না হলেও কিছু
তো হবে
সুধীর – এখন ঘর বানানোর জন্যে তিন্নির পছন্দ
মত বানানোর কোন দরকার নেই।
কঞ্জরি দেবী – তুই এখনও তোর তিন্নিকে
চিনতে পারিস নি বাবা। তুই নিয়ে আয়। আমার মেয়ে
আমার যা ক্ষমতা সেই হিসাবেই পছন্দ করবে।
সুধীর – তুমি কি করে জানলে?
গণেশ রাও – তোর মা মায়ের চোখে
দেখেছে। মায়ের চোখ অনেক না দেখা
জিনিস বুঝতে পারে।
কঞ্জরি দেবী – ওর যদি পয়সার গরম থাকতো
তবে তোর সাথে এখানে এসে থাকতো না।
সুধীর – ঠিক আছে সামনের সপ্তাহে ওকে
নিয়ে আসবো।
পরের সপ্তাহে সুধীর আর মায়িল ওদের গাড়ি
নিয়ে বাড়ি যায়। বাড়ি যাবার পথে ওদের বিয়ের
জায়গায় দাঁড়াতে ভোলে না। বাড়ি পৌছাতেই কঞ্জরি
দেবী এগিয়ে এসে মায়িলকে জড়িয়ে ধরেন।
কঞ্জরি দেবী – মাকে ছেড়ে থাকতে তোর
ভালো লাগে?
মায়িল – তোমাকে তো এই দেড় মাস আগে
দেখে গেলাম।
কঞ্জরি দেবী – আমার তো মনে হচ্ছিল এক
বছর দেখিনি তোকে
মায়িল – এবার থেকে পনের দিন পর পর
আসবো।
কঞ্জরি দেবী – খুব ভালো হবে। কবে যে
ছেলেটা পাস করবে আর তোকে ঘরের
লক্ষ্মী বানিয়ে নিয়ে আসবো।
গণেশ রাও – আমার মনে হয় তুমি মেয়েকে
এখন থেকেই রেখে দিতে পারো। আমি কিছু
বলবো না।
কঞ্জরি দেবী – কিন্তু তিন্নির বাবা সেটা কেন
মেনে নেব
মায়িল – আমার বাবা মেনে নিয়েছেন। আমি এখানে
আসলে বা থাকলে বাবা কিছু বলবে না।
কঞ্জরি দেবী – আর তোমার মা?
মায়িল – আমার মা তো নেই, তোমাকে তো
আগেই বলেছি।
কঞ্জরি দেবী – ও হ্যাঁ, বলেছিলি। ঠিক আছে
এখন হাত মুখ ধুয়ে নে, পরে কথা বলবো।
সুধীর আর মায়িল ফ্রেস হয়ে খেয়ে জলখাবার
খায়। তারপর গণেশ রাও ওদের দোতলায় নিয়ে
যান। মায়িলের খুব পছন্দ হয়। বাথরুম বা বেডরুমে
কোথায় কি করলে ভালো লাগবে সে নিয়ে কথা
বলে।
গণেশ রাও – তোমার পছন্দ হয়েছে তো মা?
মায়িল – হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে
গণেশ রাও – সুধীরের কাছে যা শুনেছি তাতে
তোমাদের মতন কিছু বানাতে পারবো না
মায়িল – আপনার পায়ে পড়ি বাবা আমাকে পর করে
দেবেন না। সুধীরের বাড়ি যেমনই হোক না
কেন আমি ওর সাথেই থাকবো। ও যেভাবে
থাকবে আমাকেও সেই ভাবেই থাকতে হবে।
এখানে যদি বাথরুম নাও বানাতেন তবুও আমি এসে
থাকতাম।
কঞ্জরি দেবী – দেখো তোমাকে বলেছি
না আমার মেয়ে অন্য রকম। ওর সাথে এই ভাবে
কথা বলবে না।
পরে মায়িল সুধীরকে একটা কথা বলে।
মায়িল – আমি একটা কথা বলছি তুমি প্লীজ রাগ
করো না
সুধীর – কি বলো
মায়িল – আমি মনের থেকে তোমার এখানে
থাকতে পারবো। মনের থেকে মানিয়ে নিতে
আমার কোন অসুবিধা হবে না। ঐশ্বর্যের মধ্যে
থেকে থেকে আমার বিতৃষ্ণা এসে গেছে।
কিন্তু শরীরের হয়ত মানিয়ে নিতে একটু সময়
লাগবে।
সুধীর – তোমার কি চাই বলো
মায়িল – তুমি আমাদের আর বাবা মায়ের সবার ঘরে
এসি লাগানোর ব্যবস্থা কোরো
সুধীর – এটা আমি কি করে বাবাকে বলি
মায়িল – এখুনি নয়। আমি আর তুমি মিলে যদি কিছু আয়
করার ব্যবস্থা করি তবে সেই পয়সায় এসি কেনা
যাবে।
সুধীর – সেটা করা যেতে পারে।
মায়িল – আর না হলে আমাকে আমার বাবা যে খরচ
দেয় তার থেকেও কিনতে পারি
সুধীর – না মনা রাগ কোরো না, আমি ওনার পয়সায়
কিছু নেবো না
মায়িল – আমি জানি তাই প্রথমে নিজেদের আয়ের
কথা বলেছি। কিন্তু আমি এসি লাগাতে বললাম বলে
তুমি কি রাগ করলে?
সুধীর – না মনা, এটুকু আমি বুঝি। কিছু ব্যবস্থা
করবো।
মায়িল – তবে বাবাকে বলে দিও এসির জন্যে জায়গা
রাখার জন্যে
সুধীর – আমি এখন বাবাকে কিছু বলবো না। আমি
মিস্ত্রীকে বলে রাখবো। ও ওইটুকু দেয়াল
সহজে ভাঙ্গার মত করে রাখবে।
কলেজে ফিরে ওরা একেবারে বদলে যায়।
যতক্ষণ ক্লাস চলে ক্লাসেই থাকে। ক্লাসের
পরে মায়িলও সুধীরের সাথে লাইব্রেরী যাওয়া
শুরু করে। রাত্রে শুধু নিজেরা স্বামী স্ত্রীর
মত থাকে। মায়িলের সেক্সের বন্ধুরা ওকে
অনেকবার ডাকে কিন্তু মায়িল তাতে সাড়া দেয় না।
মঞ্জু আর নুপুরও অনেকবার সুধীরের কাছে
আসতে চায়। সুধীর কারো সাথে খারাপ ব্যবহার
করে না। শুধু ওদের সাথে সম্পর্ক গল্প করার
মধ্যেই সীমাবদ্ধ রাখে। কারো গায়েও হাত
দেয় না।
তানিও বেশ ভালো কাজ করছিলো। ওর রান্না
খেয়ে সব ছাত্ররাই খুশী। মাঝে মাঝে তানি
খেতে দিতেও যায়। সেদিন ছেলেরা আরও
বেশী খুশী হয়। প্রায় প্রতি রাত তানি বালার সাথেই
কাটায়। কিন্তু তানির রক্তে কানিমলির রক্ত আছে।
সুধীর যতই বলুক না কেন সে বদলায় না। বালা ছাড়াও
আরও অনেকের সাথে রাত কাটায়। বালাও ধোয়া
তুলসী পাতা ছিল না। তবে তানি আর সুধীরের
মধ্যে সেক্স বন্ধ হয়ে যায়। শুরুতে তানি দু
একবার সুধীরকে সেক্সের কথা বললেও
সুধীর মানা করে দেয়। তাই তানিও আর কিছু বলে
না।
বাড়ির কাজের জন্যে সুধীর প্রায় প্রতি সপ্তাহেই
বাড়ি যায়। দোতলার কাজ প্রায় শেষ হয়ে এলে
একদিন গণেশ রাও ছেলেকে ডাকেন।
গণেশ রাও – দোতলার কাজ তো প্রায় শেষ
হয়ে এলো, এবার একদিন বৌমা মানে তিন্নি কে
নিয়ে আয়।
সুধীর – কেন বাবা
গণেশ রাও – ওর জন্যে ঘর হচ্ছে, ও একটু
দেখে নিক
সুধীর – বাবা আমি ওর বাড়ি গিয়েছিলাম। তিন্নির যে
বাড়িতে থাকার অভ্যেস আমরা কোনদিন সেইরকম
বানাতে পারবো না।
গণেশ রাও – কেন পারবে না। ওর বাবা ডাক্তার
হয়ে এইসব করেছেন। তুমিও ডাক্তার হবে তুমি
কেন পারবে না।
সুধীর – বাবা আমি পাস করে গ্রামেই থাকবো।
পয়সা আয়ের জন্যে শহরে যাবো না।
গণেশ রাও – ঠিক আছে। ওনার মত না হলেও কিছু
তো হবে
সুধীর – এখন ঘর বানানোর জন্যে তিন্নির পছন্দ
মত বানানোর কোন দরকার নেই।
কঞ্জরি দেবী – তুই এখনও তোর তিন্নিকে
চিনতে পারিস নি বাবা। তুই নিয়ে আয়। আমার মেয়ে
আমার যা ক্ষমতা সেই হিসাবেই পছন্দ করবে।
সুধীর – তুমি কি করে জানলে?
গণেশ রাও – তোর মা মায়ের চোখে
দেখেছে। মায়ের চোখ অনেক না দেখা
জিনিস বুঝতে পারে।
কঞ্জরি দেবী – ওর যদি পয়সার গরম থাকতো
তবে তোর সাথে এখানে এসে থাকতো না।
সুধীর – ঠিক আছে সামনের সপ্তাহে ওকে
নিয়ে আসবো।
পরের সপ্তাহে সুধীর আর মায়িল ওদের গাড়ি
নিয়ে বাড়ি যায়। বাড়ি যাবার পথে ওদের বিয়ের
জায়গায় দাঁড়াতে ভোলে না। বাড়ি পৌছাতেই কঞ্জরি
দেবী এগিয়ে এসে মায়িলকে জড়িয়ে ধরেন।
কঞ্জরি দেবী – মাকে ছেড়ে থাকতে তোর
ভালো লাগে?
মায়িল – তোমাকে তো এই দেড় মাস আগে
দেখে গেলাম।
কঞ্জরি দেবী – আমার তো মনে হচ্ছিল এক
বছর দেখিনি তোকে
মায়িল – এবার থেকে পনের দিন পর পর
আসবো।
কঞ্জরি দেবী – খুব ভালো হবে। কবে যে
ছেলেটা পাস করবে আর তোকে ঘরের
লক্ষ্মী বানিয়ে নিয়ে আসবো।
গণেশ রাও – আমার মনে হয় তুমি মেয়েকে
এখন থেকেই রেখে দিতে পারো। আমি কিছু
বলবো না।
কঞ্জরি দেবী – কিন্তু তিন্নির বাবা সেটা কেন
মেনে নেব
মায়িল – আমার বাবা মেনে নিয়েছেন। আমি এখানে
আসলে বা থাকলে বাবা কিছু বলবে না।
কঞ্জরি দেবী – আর তোমার মা?
মায়িল – আমার মা তো নেই, তোমাকে তো
আগেই বলেছি।
কঞ্জরি দেবী – ও হ্যাঁ, বলেছিলি। ঠিক আছে
এখন হাত মুখ ধুয়ে নে, পরে কথা বলবো।
সুধীর আর মায়িল ফ্রেস হয়ে খেয়ে জলখাবার
খায়। তারপর গণেশ রাও ওদের দোতলায় নিয়ে
যান। মায়িলের খুব পছন্দ হয়। বাথরুম বা বেডরুমে
কোথায় কি করলে ভালো লাগবে সে নিয়ে কথা
বলে।
গণেশ রাও – তোমার পছন্দ হয়েছে তো মা?
মায়িল – হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে
গণেশ রাও – সুধীরের কাছে যা শুনেছি তাতে
তোমাদের মতন কিছু বানাতে পারবো না
মায়িল – আপনার পায়ে পড়ি বাবা আমাকে পর করে
দেবেন না। সুধীরের বাড়ি যেমনই হোক না
কেন আমি ওর সাথেই থাকবো। ও যেভাবে
থাকবে আমাকেও সেই ভাবেই থাকতে হবে।
এখানে যদি বাথরুম নাও বানাতেন তবুও আমি এসে
থাকতাম।
কঞ্জরি দেবী – দেখো তোমাকে বলেছি
না আমার মেয়ে অন্য রকম। ওর সাথে এই ভাবে
কথা বলবে না।
পরে মায়িল সুধীরকে একটা কথা বলে।
মায়িল – আমি একটা কথা বলছি তুমি প্লীজ রাগ
করো না
সুধীর – কি বলো
মায়িল – আমি মনের থেকে তোমার এখানে
থাকতে পারবো। মনের থেকে মানিয়ে নিতে
আমার কোন অসুবিধা হবে না। ঐশ্বর্যের মধ্যে
থেকে থেকে আমার বিতৃষ্ণা এসে গেছে।
কিন্তু শরীরের হয়ত মানিয়ে নিতে একটু সময়
লাগবে।
সুধীর – তোমার কি চাই বলো
মায়িল – তুমি আমাদের আর বাবা মায়ের সবার ঘরে
এসি লাগানোর ব্যবস্থা কোরো
সুধীর – এটা আমি কি করে বাবাকে বলি
মায়িল – এখুনি নয়। আমি আর তুমি মিলে যদি কিছু আয়
করার ব্যবস্থা করি তবে সেই পয়সায় এসি কেনা
যাবে।
সুধীর – সেটা করা যেতে পারে।
মায়িল – আর না হলে আমাকে আমার বাবা যে খরচ
দেয় তার থেকেও কিনতে পারি
সুধীর – না মনা রাগ কোরো না, আমি ওনার পয়সায়
কিছু নেবো না
মায়িল – আমি জানি তাই প্রথমে নিজেদের আয়ের
কথা বলেছি। কিন্তু আমি এসি লাগাতে বললাম বলে
তুমি কি রাগ করলে?
সুধীর – না মনা, এটুকু আমি বুঝি। কিছু ব্যবস্থা
করবো।
মায়িল – তবে বাবাকে বলে দিও এসির জন্যে জায়গা
রাখার জন্যে
সুধীর – আমি এখন বাবাকে কিছু বলবো না। আমি
মিস্ত্রীকে বলে রাখবো। ও ওইটুকু দেয়াল
সহজে ভাঙ্গার মত করে রাখবে।