30-11-2019, 07:04 PM
(This post was last modified: 06-12-2019, 09:58 PM by meenu16. Edited 5 times in total. Edited 5 times in total.)
একটা চুমু দাও না সোনা . এক পুরুষ কণ্ঠ শোনা গেলো। না প্লিজ এখানে নয় ,সবাই আমাদের দেখছে , এক মহিলা কন্ঠের কাতর কণ্ঠ শোনা গেলো। জায়গাটা এক ৫ ষ্টার হোটেল একটা রেস্টুরেন্ট। একটু ফাকা ফাকি আছে। সমাজের ওপর স্থলের লোকেরা সঙ্গী সঙ্গিনী দের একটু একান্তে টাইম কাটাতে এখানে আসে। কেউ কাউকে অত লক্ষ্য করেনা কিন্তূ কোনো সেলেব্রিটি যদি তার মহিলা সঙ্গিনী কে নিয়ে উপস্থিত হলে অন্য লোকের তো চোখ পরবেই, আবার সে সঙ্গিনী যদি নিজেও একজন সেলিব্রিটি হয়.সেলেব্রেটি সঙ্গিনীর পরণে একটা কালো রঙের বডি tight সি থ্রু স্লীভলেস ফ্রক। ফ্রকটা এসে থেমেছে ঠিক মসৃন ফরসা থাই এ। .একটা ৫/৬ বছরের বছরের বাচ্চা মেয়ে হলে দেখতে ভালোই লাগতো কিন্তু একটা ৩০/৩২ বছরের ডবকা মেয়ে ছেলে সবারই চোখে পড়বে আবার সেই মেয়েছেলে যদি এক সময় এর নামকরা নায়িকা হয়।তাই সবাই এর নজরটা ওই যুগল এর উপর ই পড়বে তা বলাই বাহুল্য। আর তাছাড়া একটা কথা বলা দরকার এক সময়ের নাম করা নায়িকা হলেও বর্তমানে তাকে ঠিক নায়িকার পর্যায়ে বলা যাবেনা ,হাতে ২/৩ টের বেশী পূর্বের সই করা সিনেমা হাতে আছে ,হ্যা হ্যা মাঝে মাঝে ৬ মাস অন্তর দেখা যায় নায়িকা টার ছবি কোনো পত্র প্রতিকায় ছাপা হয়েছে ,খবর হচ্ছে যে আবার একটা ফিল্মে সাইন করলো কিন্তূ ফিল্মের সঙ্গে যুক্ত সবাই জানে যে এই ফিল্ম কোনো দিনই রিলিজ করবে না , রিলিজ তো দূরের কথা এক রীল শ্যুটিং হবে কিনা সন্দেহ। শুধূ নায়িকা কে মাঝে মাঝে প্রচারের আলোয় রাখার জন্য এই সব নাটক করা হতো। এখন মজার ব্যাপার নায়িকা যদি সিনেমাই না করবে ,তাহলে আর প্রচারের দরকার কি ? এখানেই রহস্য।