(22-01-2019, 08:32 PM)Nilpori Wrote: আমি যা দেখি তার সবই কি
সাদা কালো মানুষের স্বপ্ন
ছুঁয়ে থাকা জৈবিক দেহের মমি
জীবন্ত অন্ধকারে জীবন স্বপ্নে।
যদি সময়ের জানালা ধরে,
আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
তুমি আছো ভাবনাতে পুরোটাই
আজ হঠাৎ কেন প্রানে অকারণ এ শিহরণে।
আবার দীপ্তমান আমাদের bourses দাদা ।
ফাগুনের মাঝরাতে এসে
কে তুমি ঘুম ভাঙাও,
টোকা দিয়ে কাঁচের জানালায়?
ডাক দিয়ে বল এসো
হারিয়ে যাই উতল হাওয়ায়।
আহ! মাঝরাতের বাদল ফোঁটা,
কোন অপ্সরী, স্বর্গচ্যূত প্রিয়তমা তুমি?
শীতল শিহরণে উতলা কর
কামনার আহবানে ব্যাকুল কর
তোমার স্পর্শ ক্ষুধায়।
কেন এই বিজর রাতের কোলে
ঝুম ঝুম বিউগলে
সুদূর অতীতেরে আন ডাকি,
মলিন স্মৃতির মোড়কে যেথা
পড়ে আছে ছুঁড়ে ফেলা রাখি।
বহুদিন আগে যে গিয়েছে চলে
ডাকিনি তাহারে শ্রাবন চোখে
এই ফাগুন রাতে কেন তার ছায়া
জানালার শার্শিতে দোলে উঠে তবে!
যদি একগুঁয়ে শয্যা ফেলে
এই মাঝরাতের খিড়কি দুয়ার ছেড়ে
ছুটে যাই তোমার জলধি বুকে, বলো
ফেরাবে নাতো আমায় বজ্রাঘাতে?
বুকের সমস্ত ব্যথা ধুয়ে মুছে
নিয়ে যাবে কি আমায় এক স্নিগ্ধ ভোরে
আম্র মুকুলের গন্ধ মাতাল
শুষ্ক জীবন মরুর সুফলা ওপারে!
------------------------------------------
ধন্যবাদ পাশে থাকার জন্য...
Rating Added with tonnnnnns of love...