22-11-2019, 08:06 PM
পূর্বরাগ
একটি বিশেষ কারণে আমার বহূলচর্চিত থ্রেড “সেক্টর ফাইভের সেক্স” সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হলাম। সেই বিষয়ে এই থ্রেডে আলোচনা করতে রাজী নই।
পরীক্ষামূলক ভাবে আমার প্রিয় পাঠকবন্ধুদের জন্য রইলো একটি ছোট্ট উপহার। আমার নতুন গল্প “এস টি সেক্স”। যারা আমার কলমকেলির সঙ্গে সামান্যও পরিচিত তারাই জানেন, আমার কাহিনীর স্থান: কলকাতা শহরের "আইটি হাব" বলে পরিচিত, সল্টলেক সেক্টর ফাইভ, যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আদর করে “নবদিগন্ত” নাম দিয়েছিলেন; পাত্র: সেক্টর ফাইভের বিভিন্ন সংস্থায় কর্মরত মানুষজন।
এই কাহিনীও তার ব্যতিক্রম নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশানুযায়ী নবদিগন্ত হতে পেরেছে কি না জানি না, তবে কলকাতা শহরের একপ্রান্তের এই জনপদ যে এক ব্যতিক্রমী দিগন্ত, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। ঝাঁ-চকচকে বাতিদানের নীচেই যে অন্ধকারের কালিমা লুকিয়ে আছে, সে গল্পই আপনাদের শোনাবো।
আশা করি “সেক্টর ফাইভের সেক্স-এর মতোই এই কাহিনীও আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে, রেপ দিয়ে উংসাহিত করলে, দ্রুত আপডেট পাওয়া যাবে।
বিধিসম্মত সতর্কীকরণ: এই কাহিনীর সব চরিত্র কাল্পনিক
- KAMDEV
একটি বিশেষ কারণে আমার বহূলচর্চিত থ্রেড “সেক্টর ফাইভের সেক্স” সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হলাম। সেই বিষয়ে এই থ্রেডে আলোচনা করতে রাজী নই।
পরীক্ষামূলক ভাবে আমার প্রিয় পাঠকবন্ধুদের জন্য রইলো একটি ছোট্ট উপহার। আমার নতুন গল্প “এস টি সেক্স”। যারা আমার কলমকেলির সঙ্গে সামান্যও পরিচিত তারাই জানেন, আমার কাহিনীর স্থান: কলকাতা শহরের "আইটি হাব" বলে পরিচিত, সল্টলেক সেক্টর ফাইভ, যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আদর করে “নবদিগন্ত” নাম দিয়েছিলেন; পাত্র: সেক্টর ফাইভের বিভিন্ন সংস্থায় কর্মরত মানুষজন।
এই কাহিনীও তার ব্যতিক্রম নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশানুযায়ী নবদিগন্ত হতে পেরেছে কি না জানি না, তবে কলকাতা শহরের একপ্রান্তের এই জনপদ যে এক ব্যতিক্রমী দিগন্ত, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। ঝাঁ-চকচকে বাতিদানের নীচেই যে অন্ধকারের কালিমা লুকিয়ে আছে, সে গল্পই আপনাদের শোনাবো।
আশা করি “সেক্টর ফাইভের সেক্স-এর মতোই এই কাহিনীও আপনাদের ভালো লাগবে। কমেন্ট করে, রেপ দিয়ে উংসাহিত করলে, দ্রুত আপডেট পাওয়া যাবে।
বিধিসম্মত সতর্কীকরণ: এই কাহিনীর সব চরিত্র কাল্পনিক
- KAMDEV