16-11-2019, 02:07 AM
আমি বলছি না যে খারাপ লিখছে সুধু বলতে চাচ্ছিলাম চরিত্রের মানটা বজায় রাখার চেয়ে উনি যে ভাবে প্রকাশ করছে তাতে করে চরিত্রটা ঐভাবে ফুটে উঠছে না। তাতে করে এই গল্পটার যে মান থাকার কথা ঐটা আমার মতে নেই। একজনের মজার জন্য আরেকজনকে সাজা দিবেন তাহলে তোহ মানায় না, দুদিকেই ব্যালেন্স রাখা জরুরি।