14-11-2019, 01:27 PM
পরের দিন কোনো মেসেজ হলো না আমি করলাম না বনি কিছু বললো। আসলে গত রাতের মেসেজের জন্য বেশ লজ্জা লাগছিল। বনি হয়তো বিরক্ত হয়ে হবে আমার উপর। তাই সাহস হয়নি কিছু লেখার। রাতেও কোনো কথা হলোনা। নিজের ওপর রাগ হতে শুরু করলো। হাজার হোক বউয়ের সাথে প্রতারণা করছি তার ওপর আদেখালার মতো অসম্ভব প্রস্তাব দিয়ে বসলাম। রাগে দুই দিন টুইটার ওপেন করলাম না।
পরের দিন দেখি ফেসবুকে নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রোফাইল পিকচার দেখে বুঝলাম বনি। এখানেও মানানসই শাড়ি পরে কোনো এক পাহাড়ের সামনে দাঁড়িয়ে তোলা ছবি। আবার সেই না বলা ভালো লাগা আমার ভালো মানুষ সেজে থাকা মন কে গ্রাস করলো।
একসেপ্ট করলাম। টুইটারে শুধু একটাই ছবি এখানে প্রচুর। ইচ্ছে হলো সব গুলোতে লাইক দি। পাচ্ছে নিজের দুর্বলতা এবং অদেখলাপনা লুকিয়ে ফেসবুক বন্ধ করলাম। আমার টুইটার একাউন্ট টা যতো নোংরামিতে ভরা কিন্তু ফেসবুক পরিস্কার। পরিবার ও বন্ধু বান্ধব ছাড়া কেউ নেই। আসলে এক কোথায় বলা যায় আমার টুইটার ফেক। আমি নিজে কিন্তু তা মনে করিনা। আসলে মানুষের ভেতরে দুটো চরিত্র কাজ করে। 1) ভালো সেজে থাকা বা ভালো হওয়ার চেষ্টা করা 2) সামাজিক ভাষায় খারাপ কাজ গুল করে আনন্দ পাওয়া। 1 নম্বর সব সময়ে 2 এ কর্তৃত্ব করে। তাই আমি দুটো চরিত্র আলাদা ভাবে বাচি।
আমি বুঝলাম বনি আমায় টুইটারে না পেয়ে এখানে খুঁজছে। টুইটার ওপেন করতে পেলাম ওর মেসেজ
হই
হ্যালো
কি করছো
কি ব্যাপার!
তুমি কি টুইটার ছেড়ে দিলে!
হ্যালো!
?
বিভিন্ন সময়ে পাঠানো।
টুইটারে উত্তর দিলাম " না বনি শরীর ভালো নেই তাই অন হয়নি অফিস ছুটি নিয়েছি।"
একটু পরে ফেসবুকে মেসেজ
রাগী মুখে ইমোজি
একটা হাসি মুখের ইমোজি পাঠিয়ে লিখলাম টুইটার এ মেসেজ করো।
পরের দিন দেখি ফেসবুকে নিউ ফ্রেন্ড রিকোয়েস্ট। প্রোফাইল পিকচার দেখে বুঝলাম বনি। এখানেও মানানসই শাড়ি পরে কোনো এক পাহাড়ের সামনে দাঁড়িয়ে তোলা ছবি। আবার সেই না বলা ভালো লাগা আমার ভালো মানুষ সেজে থাকা মন কে গ্রাস করলো।
একসেপ্ট করলাম। টুইটারে শুধু একটাই ছবি এখানে প্রচুর। ইচ্ছে হলো সব গুলোতে লাইক দি। পাচ্ছে নিজের দুর্বলতা এবং অদেখলাপনা লুকিয়ে ফেসবুক বন্ধ করলাম। আমার টুইটার একাউন্ট টা যতো নোংরামিতে ভরা কিন্তু ফেসবুক পরিস্কার। পরিবার ও বন্ধু বান্ধব ছাড়া কেউ নেই। আসলে এক কোথায় বলা যায় আমার টুইটার ফেক। আমি নিজে কিন্তু তা মনে করিনা। আসলে মানুষের ভেতরে দুটো চরিত্র কাজ করে। 1) ভালো সেজে থাকা বা ভালো হওয়ার চেষ্টা করা 2) সামাজিক ভাষায় খারাপ কাজ গুল করে আনন্দ পাওয়া। 1 নম্বর সব সময়ে 2 এ কর্তৃত্ব করে। তাই আমি দুটো চরিত্র আলাদা ভাবে বাচি।
আমি বুঝলাম বনি আমায় টুইটারে না পেয়ে এখানে খুঁজছে। টুইটার ওপেন করতে পেলাম ওর মেসেজ
হই
হ্যালো
কি করছো
কি ব্যাপার!
তুমি কি টুইটার ছেড়ে দিলে!
হ্যালো!
?
বিভিন্ন সময়ে পাঠানো।
টুইটারে উত্তর দিলাম " না বনি শরীর ভালো নেই তাই অন হয়নি অফিস ছুটি নিয়েছি।"
একটু পরে ফেসবুকে মেসেজ
রাগী মুখে ইমোজি
একটা হাসি মুখের ইমোজি পাঠিয়ে লিখলাম টুইটার এ মেসেজ করো।