07-11-2019, 07:31 PM
(07-11-2019, 06:43 PM)sairaali111 Wrote:সে নাহয় বুঝলুম,তবে উঠে যদি নাইবা নামলেন তবে ওঠার সার্থকতাটা প্রশ্নবিদ্ধ নয় কি? আর বার ওঠা নামার থ্রিলটা আপনি অস্বীকার করতে পারেন না।এর জবাব তো নাম-না-জানা মানুষটিই দিয়ে গেছেন - ''তারে ধরি ধরি করি ... ধরতে গেলেই আর পেলেম না...'' - এ-ও তাই-ই জনাব । পর্বত-চূড়ায় ওঠার পরে রাস্তা তো একটিই । নামার । - ''ওঠা'' তারচে বেটার নয় ? - তবু - দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় । ( আর হ্যাঁ - '' পিপিং টম অ্যানি '' একটু নেড়েচেড়ে দেখছেন তো ? ওটা কিন্তু নিছক কল্পিত কাহিনি নয় । ব্যক্তি-অভিজ্ঞতার আলোয় মানুষের বিচিত্র যৌন আচরণের বিবরণ-বিকলণ । ) - প্রীতি-সালাম ।
নতুন রণসাজে সজ্জিত হয়ে উদ্দামতাপূর্ন এ খেলায় কিন্তু ওই গাঁথাগাঁথির লড়াইটাই আসল।