20-01-2019, 10:03 AM
হৃদয়ভাঙা কাঁচবৃষ্টি শেষে করাল মৃত্যুর মত এমনই এক
পরিত্যক্ত পাথর বিকেলের বিষণ্ণ ছায়াপথ মাড়িয়ে
চঞ্চল মৃগয়া শরীরের উপহার নিয়ে বহুজন্ম পরে
তুমি আবার ফিরে এলে আমার শীতলতার বাহুডোরে…
শব্দ যেথা কথ্যহীন,
অর্থ যেথা কায়াহীন।
সৃষ্টি যেথা অন্তহীন,
শ্রদ্ধা সেথা অন্তরে বিলীন।
নীলপরির বিনম্র নিবেদন
পরিত্যক্ত পাথর বিকেলের বিষণ্ণ ছায়াপথ মাড়িয়ে
চঞ্চল মৃগয়া শরীরের উপহার নিয়ে বহুজন্ম পরে
তুমি আবার ফিরে এলে আমার শীতলতার বাহুডোরে…
শব্দ যেথা কথ্যহীন,
অর্থ যেথা কায়াহীন।
সৃষ্টি যেথা অন্তহীন,
শ্রদ্ধা সেথা অন্তরে বিলীন।
নীলপরির বিনম্র নিবেদন
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।