Thread Rating:
  • 19 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
একান্ত গোপনীয়
আমি ওকে বললাম, ‘জানিস তো হঠাৎ শরীরটা যেন কেমন করে উঠলো। মনে হচ্ছে যেন বমি হবে বমি হবে। মুখ দিয়ে একনাগাড়ে জল কাটছে। কেমন একটা বিস্বাদ মুখে।‘ পার্থ উঠে এসে কপালে হাত দিয়ে দেখল, বলল, ‘না, জ্বর নেই। মনে হচ্ছে শরীর গরম হয়ে গেছে। বোকাচোদা দিনভর চা আর সিগারেট খেয়ে বেরাচ্ছ, সারা সাইট টই টই করে ঘুরছ, তোমার হবে না? একটা কাজ কর, তুই বাড়ী চলে যা। বিশ্রাম নে। আমার মনে হয় একটু শুলে ভালো হয়ে যাবে। আর যদি না হয় তাহলে রাতে ডাক্তার দেখিয়ে নিস।‘ ওর বুদ্ধিটা মনে লাগলো। আমি বললাম, ‘সেই ভালো। তুই এদিকটা একটু সামলে নিস। একটা সাপ্লায়ারের আসার কথা আছে। যদি আসে বলে দিস কাল আসতে। কাল পেমেন্ট করে দেব।‘ পার্থ প্রায় ধমক দিল, ‘তুই যা তো এখন। বিশ্রাম নে গিয়ে। এদিকের কথা চিন্তা করিস না।‘ আমি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালাম। বাইরে বেড়িয়ে এসে কাজীকে খুঁজতে একজন বলল ও আজ আসেনি। আমি অবাক হলাম। আসেনি মানে? আসেনি তো আমাকে বলেনি। মুহূর্তে মেজাজ গরম হয়ে গেল। কিন্তু চিৎকার করবো তো কার উপর করবো। শালাকে দিচ্ছি বাড়ী গিয়ে। ওর এতো স্পর্ধা যে আসেনি অথচ আমাকে খবর দেয় নি। গাড়ীতে উঠে বেড়িয়ে পড়লাম। একটা সিগারেট ধরাতে গিয়ে আবার ফিরিয়ে নিলাম প্যাকেটের ভিতর। ভালো লাগছে না। পৌঁছে গেলাম বাড়ীর গলির সামনে। নামতে গিয়ে ড্রাইভার জিজ্ঞেস করলো, ‘কখন আসবো সাহেব?’ আমি বললাম, ‘নাগো, আজ আর এসো না। শরীরটা খারাপ লাগছে বলে চলে এলাম। একটু ঘুমাব গিয়ে। মনে হয় ঠিক হয়ে যাবে।‘ নেমে হাঁটতে লাগলাম বাড়ীর দিকে। বাড়ীর কাছে পৌঁছে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। দরজার বেল বাজাতে যাবো, সেই মুহূর্তে ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, ‘কাজী’। আরে এতো মেয়ের গলা। কাজীর কাছে মেয়ে কি করছে? পুস্পা তো হবেই না, কারন ও কাজীকে কোনদিনই কাজী বলে ডাকে না। ডাকে ভাইয়া বলে। তাহলে কে? বেল বাজাবো? শয়তানি বুদ্ধি মাথায় এলো। এইদিক দিয়ে না গিয়ে যদি পিছন দিক দিয়ে যাই তাহলে? হয়তো পিছনের দরজাও বন্ধ থাকবে। তবু একটা চান্স। দেখি না। যদি বন্ধ থাকে তাহলে নাহয় কিছু ভাবা যাবে। আমি সন্তর্পণে নেমে এলাম সিঁড়ি দিয়ে। ল্যাপটপ কাঁধে ঝুলিয়ে চলে গেলাম পিছনের দিকে। বাড়ীওয়ালা এই বাড়ীতে থাকে না। তাই নিচের তলা ফাঁকাই থাকে। পাশের বাড়ীর পিছন দিকটা আমাদের বাড়ীর দিকে। ওই বাড়ীটাও দোতলা। মাঝে খুব কম জায়গা দুটো বাড়ীর মধ্যে। একটা লোক কোনরকমে যেতে পারে। ঝারুদারের জন্য রাখা মনে হয়। ওইদিকে প্রায় মাঝামাঝি একটা লোহার ঘোড়ানো সিঁড়ি। ছাদে যাবার। কেন রেখেছে কে জানে। কোনদিন আমার এই অবস্থা আসবে সেটা ভেবে রাখেনি নিশ্চয়ই। নিজের জোকসে নিজেই হাসলাম মনে মনে। সিঁড়িতে পা রেখে তাকিয়ে নিলাম চারিদিকে। কেউ যদি দেখতে পেয়ে হেঁকে ওঠে। ভাগ্য সুপ্রসন্ন যে কেউ নেই। আর এই দুপুরে কেই বা থাকবে? সবাই ঘুমোচ্ছে। এই কারনে চুরি হয় মনে হয়। আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরে। ছাদের ওই জায়গায় পাঁচিল নেই। ওঠার বা নামার জন্যই দেয় নি। ছাদে পা রেখে চলে এলাম ছাদের উপর। ভাগ্যের সবচেয়ে কঠিনতম কাজ এখন। ছাদের দরজা খোলা থাকার। পুস্পা কাজ করে যাবার সময় খুলেই যায়। অনেকবার বারন করা সত্ত্বেও ও বন্ধ করে না। জানি না আদিবাসি আজ বন্ধ করবে কিনা। একটা সিগারেট খেয়ে নেব? যদি ঢুকতে পারি তো আর সিগারেট খেতে পারবো না। কিন্তু উত্তেজনায় আমার বুক হাপরের মত উঠছে নামছে। আমি ল্যাপটপটা নামিয়ে রাখলাম। খুব ভারী মনে হচ্ছে। একটা সুবিধে আমার ঘরটা ছাড়া ছাদের দিকে কোন জানলা নেই। আমি আবার দুটো ধাপ সিঁড়ির নেমে গিয়ে একটা সিগারেট ধরালাম। মুখে বেস্বাদ লাগলো। কিন্তু তবু টেনে চললাম। অভ্যেস মাত্র। এখন আমার সিগারেট খাবার চাইতে বেশি প্রয়োজন ভিতরে কি হচ্ছে, গলাটা কার সেটা জানার। আমি চাই কাজীকে হাতেনাতে ধরতে। শালা গোপনে গোপনে আরও কি করে এটা যদি জানতে পারি তাহলে ওগুলোও জানতে পারবো। সিগারেট আর্ধেক খেয়ে ফেলে দিলাম নিভিয়ে দূরে ছুঁড়ে। আবার উঠে এলাম ছাদে। এতো পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে যদি ছাদের দরজা বন্ধ থাকে। আমি ল্যাপটপটা উঠিয়ে আবার চলে এলাম দরজার কাছে। ভগবানের নাম নিয়ে একটু ঠেলা লাগালাম দরজায়। একটা পাল্লা একটু ফাঁক হয়ে গেল। তারমানে খোলা আছে। পুস্পাকে মনে মনে একটা চুমু খেয়ে ধন্যবাদ দিলাম ওকে। পুস্পার ঠোঁট দুটো খুব কালো। চুমু খাবার হলে খেতে পারবো? আবার হাসলাম নিজের জোকসে। একটু ঠেলে দরজা আরও একটু ফাঁক করে ভিতরে চোখ রাখলাম। দরজা দিয়ে ঢুকলেই প্যাসেজ লম্বা। ভিতরের দিকে গিয়ে চওড়া হয়েছে। সেটাতেই আমাদের খাবার টেবিল, টিভি, ফ্রিজ সব রাখা। একটু অন্ধকার। ওই প্যাসেজের একদিকে পরপর তিনটে ঘর। একদম শেষের ঘরের দিকে সদর দরজা। খিল দেওয়া দেখলাম। ছাদের সামনের ঘরটা আমার। তারপরেরটা ফাঁকা থাকে। তারপরে মানে মেন দরজার সামনেরটা কাজীর। ঢুকবো? ঢুকেই আমাকে দৌড় লাগাতে হবে নিজের ঘরে ঢুকতে গেলে।
Like Reply


Messages In This Thread
RE: একান্ত গোপনীয় - by Raj1100 - 04-11-2019, 03:12 PM



Users browsing this thread: