01-11-2019, 02:21 PM
তনুর ব্যাপারটা ওকে বললে ও কি রিয়াক্ট করতে পারে? বললাম, ‘না এমন কোন প্রব্লেম নয়। তবে কি জানিস, কোন মানুষের চাহিদা যখন হতে থাকে, তখন সেটা কমার দিকে থাকে না, উত্তরোত্তর বাড়তে থাকে। আর যার চাহিদা সে ভুলে যায় কোথায় থামতে হয়।‘ পার্থ বলল একমুখ ধোঁওয়া টেনে, ‘একদম ঠিক বলেছিস। মানুষের চাহিদার কোন শেষ নেই। তাই আমার মনে হয় কি জানিস একটা মানুষের যখন চাহিদার ইচ্ছে আসে মনে তখনই তাকে বিনাশ করা উচিত।‘ আমি একটা সিগারেট ধরিয়ে বললাম, ‘সেটা ঠিক। কিন্তু ক’জন মানুষ বোঝে সেটা? চাহিদাটা আর কিছু নয় ভিতরের নোংরা মনকে বাইরে নিয়ে আসে। যাকে তুই খুব সুন্দর করে দেখতি তখন তাকে দেখে নিজেকে আশ্চর্য মনে হয় যে কি করে এটা পারলাম, এই মানুষটাকে আমি সুন্দর ভেবেছিলাম।‘ পার্থ জিজ্ঞেস করলো, ‘কার সাথে কি হোল বলবি? যদি আমি কিছু বলতে পারি।‘ আমি মনে মনে ভাবলাম তুই আর কি বলবি। আর তোর বউয়ের সম্বন্ধে আমি কি তোকে বলবো? কিন্তু বললাম, ‘ আরে ওই লেবার অফিসার। বাঞ্চোদের টাকা খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে। আবার চেয়ে বসেছে।‘ পার্থ বলল, ‘এই শুয়োরগুলো খুব হারামি হয়। মনে হয় সব ওর বাপের কোম্পানি। টাকা চাইলেই দিতে হবে।‘ ভাবলাম ঘরে যদি তনু আবার আমার চেন চাওয়ার কথা পার্থকে বলে দেয় তাহলে তো পার্থ দুই আর দুয়ে চার করে নেবে। তারপরেই মনে হোল তনুর চাইবার হলে পার্থর সামনেই চাইত। এমন করে আমাকে একা ডেকে নিয়ে সেক্সের সুড়সুড়ি দিয়ে চাইত না। আমাকে ভাবতে দেখে পার্থ বলল, ‘আরে এইসব ভেবে তুই আর মন খারাপ করিস না। এগুলো সব হবেই।‘ আমি আবার মনে মনে বললাম, আরে শুয়োরের বাচ্চা এটা তোর বউরে। কতবার যে ওর চাহিদার সামনে পড়তে হবে তুই যদি জানতিস। জিজ্ঞেস করলাম পার্থকে, ‘তুই পার্সোনাল লাইফে কখন চাহিদার সামনে পরেছিস?’ পার্থ আমার দিকে তাকিয়ে হেসে বলল, ‘পরেছি মানে, আলবাত পরেছি। বারবার পরি।‘ আমি বললাম, ‘তাই নাকি?’ পার্থ বলল, ‘হ্যাঁরে। তনুর ব্যাপারটা দ্যাখ। এইযে ছোড়দিকে ও পছন্দ করে না। তুই না করিস না কর। আমাকে বাধ্য করিস কেন?’ আমি বললাম, ‘দাঁড়া, ব্যাপারটা ঠিক বুঝলাম না। খুলে বল।‘ পার্থ বলল, ‘হ্যাঁরে, ছোড়দিকে নিয়ে আমার সাথে তনুর প্রায়ই লাগে। তুই তো জানিস আমি খুব একটা কিছু তনুকে বলি না বা বলতে পারি না। তার সুযোগটাই নেয় কিনা কে জানে। এমনিতে ওকে আমি খুব ভালবাসি। কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যে ও সেটা কেন বুঝতে চায় না। ও তো ছোড়দির বাড়ীতে যাবেই না, আমাকেও যেতে দেবে না।‘ আমি ওকে বাঁধা দিয়ে বললাম, ‘বাট অজয় তো ছোড়দির ছেলে। ওর সাথে তো তনুর ভালো সম্পর্ক। তনু তো মাঝে মাঝে যায় ওদের বাড়ী। আর ছোড়দিও তো আছে।‘ পার্থ মুখটা বেঁকিয়ে বলে, ‘আরে গেলে কি হবে। জয়ার সাথে কথা বলে, অজয়ের সাথে কথা বলে। কিন্তু ছোড়দির সাথে কথা বলে না। ছোড়দি মাঝে মাঝে আমার কাছে দুঃখ করে ওর কথা না বলা নিয়ে। আমাদের ঘরে আমি একমাত্র ছেলে। তারমানে ও একমাত্র বউ। সে যদি ফ্যামিলির সাথে কথা না বলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায় বলতে পারিস? আর এগুলো যখন ওকে বলি তখন ওর হয়ে যায় রাগ। আমাকে সরাসরি না করে দেয় ছোড়দির বাড়ীতে আমি যেন না যাই। সেটা হয় বলতো? এখানে ছোড়দি আছে আর আমি যাবো না?’ এতোটা পার্থ কোনদিন তনুর ব্যাপারে আমাকে খুলে বলে নি। আজ কেন বলছে ভেবে আশ্চর্য লাগছে আমার। পার্থ সবসময় দেখিয়ে এসেছে ও তনুকে খুব ভালবাসে। সেদিনও তো কত ফাজলামি ইয়ার্কি হোল যখন ওদের ঘরে রাত কাটিয়েছিলাম আমি। তনুকে উলঙ্গ করে কোলে বসিয়েছিলাম এই পার্থর সামনে। ও কত স্পোর্টিংলি নিয়েছিল।