19-01-2019, 09:40 AM
পর্ব ২৩- মালার বনবাসঃ
সুরঙ্গের ভেতরে নেমে মালা ঠিক ততক্ষন ই ওপরের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ ওপরের সামান্য একটা আলোর বিন্দুও ওর চোখে পড়ছিল। নায়েবমশাই ও সুপ্রতীক সুরঙ্গের মুখটায় ভারী পাথরগুলো চাপা দেওয়া অবধি ওপরের দিকে তাকিয়ে থাকে মালা। হথাত চারপাশে ঘন অন্ধকার নেমে আসে, মালার ভীষণ ভয় লাগতে শুরু করে। সামনের দিকে সামান্য কিছু দেখা যাচ্ছিলোনা। ভয়ে মালা বংশীর হাতটা চেপে ধরে। মালাকে একা পাওয়ার আনন্দে যে দাবানল বংশীর শরীরে জ্বলেছিল মালার কোমল স্পর্শে তা চারপাশে ছড়িয়ে পড়ে। বংশী নিজের ডান হাতটা দিয়ে মালার কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই ভেতরের দিকে খুব সন্তর্পণে যেতে শুরু করে। একটার পর একটা সিঁড়ি বেয়ে ওরা যে কতটা নিচে নেমে গেছে তা নিজেরাও বুঝতে পারেনি। হথাত ই সিঁড়ি অদৃশ্য হয়ে যায় তার বদলে আসে মসৃণ সমতল। যদিও অন্ধকারের বিভীষিকা ওদের পিছু ছারেনা। অস্ফুট স্বরে মালা বলে ওঠে “আমার খুব ভয় করছে বংশী” নিজের মুখটা বংশী, মালার কানের কাছে নিয়ে যায়। বংশীর নাকে মালার শরীরের সুগন্ধি আতরের গন্ধ ভনভন করে ভেসে আসে। আর সেই সুগন্ধে পাগল হয়ে গিয়ে বংশী ততধিক অস্ফুট স্বরে বলে ওঠে “ভয়ের কি আছে, আমি আছি তো” কোনও উত্তর দেয়না মালা। ওরা দুজনেই সোজা হাঁটতে থাকে। বেশ কিছুটা যাওয়ার পর দূর থেকে অস্পষ্ট আলোর ছটা ভেসে আসে। ওরা দুজনেই বুঝে যায় ওরা সুরঙ্গের শেষ অংশে এসে উপস্থিত হয়েছে। ধীরে ধীরে এই আলোর ছটা স্পষ্ট আলোকে পরিনত হয়। মালা ও বংশী দুজনেই দেখতে পায় সামনে ধাপে ধাপে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। ওরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকে। বেশ কিছুটা ওঠার পর বংশী লক্ষ্য করে ওদের ঠিক মাথার ই ওপর নারকেল গাছের শুকনো পাতার একটা ঢিবি। ও বুঝতে পারে, জঙ্গলের মধ্যে যে জায়গায় সুরঙ্গের মুখ রয়েছে তা এইভাবে ঢেকে রাখার ব্যাবস্থা করা হয়েছে।
আশ্চর্য হয়ে যায় বংশী। এই জঙ্গল প্রায় ৫ বছর ধরে ওর রাজত্ব ছিল। অথচ ওর ই রাজত্বের মধ্যে যে এরকম একটা সুরঙ্গ ছিল তা ও কোনোদিন ই জানত না। ওরা দুজনেই সুরঙ্গটার ঠিক মুখে এসে ওঠে। বংশী দুহাত দিয়ে মুখ থেকে পাতার ঢিবিটা ঠেলে সরিয়ে দেয়। সূর্যের তীব্র রোদের তেজে মালা এক হাত দিয়ে নিজের মুখ ঢাকা দেয়। বংশী আগে ওপরে ওঠে। তারপর নিজের একটা হাত দিয়ে মালার হাত ও আরেক হাত দিয়ে মালার কোমরটা জড়িয়ে ধরে মালাকে টেনে ওপরে তোলে। ওপরে উঠে মালাও একদম আশ্চর্য হয়ে যায়। ওরা ঠিক জঙ্গলের মাঝে এসে পৌঁছেছে, চারপাশে শুধু শাল আর সেগুনের বিশাল বিশাল গাছের সমারোহ। বংশী চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। এই জঙ্গলকে ও নিজের হাতের তেলোর মত করে চেনে। ও বুঝতে পারে লালডোবার দীঘি থেকে ও খুব একটা দূরে নেই। এই লালডোবার দীঘি ই ছিল একসময়ের ঠাকুর ডাকাতের আস্তানা। গ্রামের গরীব মানুষ জমিদারের ব্যাপারে নিজেদের সমস্ত অভিযোগ নিয়ে এখানেই আসত, মৃত্যুঞ্জয়ের কোনও অনুগামী তাদের ঠাকুর ডাকাতের কাছে নিয়ে যেত। সেই ২০০ বছর আগে থেকেই এই অঞ্চলে মানুষ কোনও বিপদে না পড়লে পা মাড়াত না। হয়ত সেই কারনেই এই লালডোবা দীঘির আস্তানায় কোনও বন্য জানোয়ার ও আসতে ভয় পায়।
বংশী খেয়াল করে আতঙ্কে মালা এখনো ওর হাতটা শক্ত করে ধরে আছে আর ভয়ের সাথে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। বংশী মালার দিকে তাকায়, মালার বুক থেকে শারিটা অনেকটাই সরে গেছে, নীল ব্লাউজটার হুকগুলোকে হার মানিয়ে সাদা মসৃণ স্তনদুটো অনেকটাই বাইরে বেরিয়ে এসেছে। বংশীর নাক দিয়ে গরম লার্ভার মত উত্তপ্ত নিশ্বাস বাইরে বেরতে লাগলো। ওর হৃদয় একটাই কথা বলছে, এই মুহূর্তে বুনো হাতির মত এই জঙ্গলে মালাকে তাড়া করতে ও খানিকটা লুকোচুরি খেলার ছলে ওর শরীর থেকে একের পর এক পোশাক খুলে নিতে। কিন্তু না, এখনো একটা কাজ বাকি, সিলিং সাহেবকে গার্গী ও প্রিয়ার সন্ধান দিয়ে ওর থেকে জমিদারিটা হাতিয়ে নেওয়া। তারপর বনের এই রাজপ্রাসাদ থেকে মালাকে ও একদম শহুরে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে তুলবে। মালাকে ছাড়া জমিদারী ও জমিদারী ছাড়া মালা সম্পূর্ণ অর্থহীন। এতক্ষন অবধি যা হয়েছে তা সব ই বংশীর ইচ্ছে মতই হয়েছে। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। ইচ্ছে না থাকলেও বংশী মালার ওপর থেকে চোখ সরিয়ে নেয়। মালা চারপাশে উদাস দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওরা দুজন সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মালার হাত তখনও বংশীর হাতের মুঠোয়। এতক্ষন দুজনের মুখ দিয়েই কোনও কথা বেরয়নি। এতক্ষন পর মালা কিছুটা ভয়ার্তকণ্ঠে বলে ওঠে
মালাঃ বংশী, আমার একা এখানে থাকতে ভয় করবে। এই জঙ্গলে আমি একা কি করে থাকবো বংশী?
বংশীঃ আপনাকে আমি একা রাখবনা। আমি থাকবো আপনার সাথে। আমি থাকতে আপনার কোনও বিপদ ই হবেনা। আপনি আমার ওপর ভরসা রাখুন।
ওরা দুজনেই সামনের দিকে হাঁটতে থাকে। আবার মালা বলে ওঠে
মালাঃ না জানি উনি কেমন আছেন, কি করছেন। আসার আগে জমিদারবাড়িতে গুলির শব্দ পেয়েছিলাম। ওনার কোনও বিপদ হয়নি তো বংশী।
বংশীঃ আমার সাথীরা থাকতে ওনার কোনও বিপদ হবেনা রানিমা। যদি ওরা বুঝতে পারে, জমিদারবাবুর কোনও বিপদ হয়েছে তাহলে ওনাকে সুরঙ্গ দিয়ে এখানে পাঠিয়ে দেবে।
মালাঃ তাহলে চলনা আমরা সুরঙ্গের সামনেই গিয়ে দাড়াই। উনি তো জঙ্গলে এসে পথ হারিয়ে ফেলবেন।
মালার এই ক্রমাগত আকুতি মিনতিতে বংশী কিছুটা বিরক্তি বোধ করে। বংশী ওখানে দাঁড়িয়ে পড়ে। মালার দিকে তাকিয়ে বলে ওঠে
বংশীঃ আমার ওপর বিশ্বাস রাখুন রানিমা, আগে আমি আপনাকে নিরাপদ আশ্রয়ে রেখে আসি তারপর জমিদার বাবুকে রক্ষা করতে যাবো।
মালা আর কোনও কথা বলেনা। বংশী ও মালা দুজনেই নিশ্চুপ হয়ে সোজা হাঁটতে থাকে। বেশ কিছুটা যাওয়ার পর দেখা যায়, জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা। বংশী অস্ফুট স্বরে বলে ওঠে “রানীমা এই দেখুন এটা আমার রাজ্য, জীবনের অনেকগুলো বছর আমি এখানে কাটিয়েছি” মালা সামনের দিকে তাকিয়ে দেখে। চোখের সামনে যেন একটা স্বপ্ন ভেসে উঠেছে। এতক্ষন জঙ্গলের যে বিভীষিকাকে মালা ভয় পাচ্ছিল এখন যেন ও তার ই প্রেমে পড়ে গিয়েছে। সামনে একটা বৃত্তাকার অঞ্চল, চারপাশ দিয়ে কাঁটাগাছের মোটা বেড়া। এই বেড়ার প্রশস্তি এতো বেশি যে একে অতিক্রম করে একটা সাপ ও ভেতরে প্রবেশ করতে পারবেনা। ভেতরেই একটা দীঘি দেখা যাচ্ছে, দুধের মত পরিস্কার ও স্বচ্ছ তার জল। আর দিঘিটাকে বৃত্তাকারে ঘিরে সার দিয়ে একেকটা কুটীর। ভেতরে একটা সামান্য পাতাও পড়ে নেই। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মালা। মালার মনে এই মুহূর্তে ঠিক কি কি প্রশ্ন ঘোরাফেরা করছে তা বংশী বোঝে। মালার মনের দ্বিধাদ্বন্দ্বগুলোকে পরিস্কার করার জন্য বংশী বলে ওঠে
বংশীঃ রানিমা, একসময় এই ছিল আমার ঘর। আপনি চোখের সামনে যা দেখছেন তা সব ই আমার নিজের হাতে তৈরি। আজ সভ্যসমাজে চলে আসলেও আমি আমার পুরনো আস্তানাকে ভুলতে পারিনি। তাই আমার ই নির্দেশে আমার ২-৩ জন সাথী রোজ সকালে এসে এই স্থানটা পরিস্কার করে, দেখভাল করে। আপনার পছন্দ হয়েছে রানিমা?
মালাঃ অসাধারন বংশী, জঙ্গলের মধ্যে এতো সুন্দর এক জায়গা যে থাকতে পারে তা আমি ভ্রুনাক্ষরেও ভাবতে পারিনি। ইস, যদি তুমি আগে আমায় বলতে তাহলে আমি ওনার সাথে এখানে একবার ঘুরতে আসতাম।
হথাত ই মালার মুখটা শুকিয়ে যায়। মালার যে এই মুহূর্তে আবার সুপ্রতীকের কথা মনে পড়ে গেছে তা বংশীও বুঝতে পারে। বংশীর বুকের মধ্যে আগুন জ্বলতে থাকে। মনে মনে বলে ওঠে বংশী “এই সুপ্রতীক আমার পথের কাঁটা। আমার রাজপ্রাসদে রানীকে আনলাম, কিন্তু তাও কোথাও না কোথাও ও আমার পিছু ছাড়ল না”
মালাঃ বংশী, আমার খুব চিন্তা হচ্ছে, ওনার জন্য। তুমি তাড়াতাড়ি আমাকে এখানে রেখে ওনার কাছে যাও। যদি সামান্য কোনও বিপদের গন্ধ পাও তাহলে ওনাকে সুরঙ্গ দিয়ে সোজা এখানেই নিয়ে চলে আসবে।
বংশীর একদম ইচ্ছে করছিল না, মালাকে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে। অগত্যা ওকে তাই করতে হোল। বাঁশের তৈরি দরজা ঠেলে ওরা ভেতরে এগিয়ে গেলো। ভেতরে ঢুকে মালা বুঝতে পারলো দীঘির চারপাশে মোট কুটিরের সংখ্যা ৭। বংশী তারমধ্যে একটি কুটিরের দরজা ঠেলে খুলে দিল। মালা বুঝল ওর বনবাস জীবনে আশ্রয় এই ছোট্ট কুটিরটি।
বংশীঃ রানিমা, এখানে একটা পিঁপড়ের ও সাহস হবেনা আপনার সামান্য কোনও ক্ষতি করার। মনে রাখবেন আমি এই জঙ্গলের প্রভু, মালিক। এখানে সব কিছু...
মালা, বংশীকে ওর কথা শেষ করতে দিলনা, মালা বলে উঠল
মালাঃ আমাকে নিয়ে চিন্তা করোনা বংশী, আমি ভালোই থাকবো এখানে। তুমি এখন ওনার পাশে গিয়ে দাঁড়াও। আমার মন বলছে ওনার খুব বিপদ। তুমি যেভাবে হোক ওনাকে রক্ষা করে এখানে নিয়ে আসো।
বংশী শুধু মাথা নাড়িয়ে মালাকে আশ্বস্ত করে, ও ওখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে একবার পেছনঘুরে দেখে বংশী। মালা উদাস দৃষ্টিতে ওর ই দিকে তাকিয়ে আছে। কতকিছু ভেবে এসেছিল বংশী। একসাথে এই দীঘিতে দুজনমিলে স্নান করবে, তারপর জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে মালার শরীর থেকে ভিজে কাপড়গুলো এক এক করে টেনে খুলে নেবে। ওদের মিলনের শব্দে বনের সমস্ত পশুপাখি জেগে উঠবে। সবাইকে সাক্ষী রেখে বংশী মালাকে নিজের পৌরুষ উপহার দেবে। বংশীর ও মনটা ভেঙে গেলো, ও নিজেও জানেনা, কিছুক্ষন পর যখন ও জমিদারবাড়ি থেকে ফিরে আসবে, কি করে মালাকে নিজের ভালোবাসা প্রকাশ করবে। ওর মন কিছুতেই চাইছিল না নিজের রানীকে এভাবে রাজপ্রাসাদে একা ফেলে দিয়ে বাইরে চলে যেতে। অগত্যা ওকে যেতেই হোল। জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত যেতে যেতে বংশী প্রায় গ্রামের কাছাকাছি এসে গেলো।
গ্রামের মধ্যে তখন চারপাশে কিছু একটা ব্যাপার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বংশীকে দেখেই সবাই কিরকম চুপ করে যাচ্ছে। বংশী বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটে গেছে এর মধ্যে। বংশী দ্রুত সোজা এগিয়ে যেতে থাকে। কখন যে ও ২ খানা গ্রাম পার করে ফেলেছে তা ওর খেয়াল ও নেই। দূর থেকে লক্ষ্য করে একটা ঘোড়ার গাড়ি ছুটে আসছে। এই গাড়ি বংশী চেনে। বংশী জানে এটা জমিদারবাড়ির ই গাড়ি। বেশ কিছুক্ষন পর বংশী বুঝতে পারে যে গাড়িতে সুপ্রতীক নয় নায়েবমশাই বসে আছে। একদম বংশীর সামনে এসে গাড়িটা দাঁড়ায়। নায়েবমশাই হন্তদন্ত করে গাড়ি থেকে নিচে নেমে আসেন।
নায়েবমশাইঃ বংশী সর্বনাশ হয়ে গেছে। সিলিং সাহেব, জমিদার বাবুকে তুলে নিয়ে গেছেন। উনি জমিদার বাবুকে টমাসের খুনের দায়ে আদালতে তুলবেন। ওনার নাকি ফাঁসি হবে। আমরা কিছুই করতে পারলাম না বংশী। সিলিং সাহেব প্রথমে ভেতরে ঢুকে তন্নতন্ন করে খুঁজে দেখেন। বারবার করে বলছিলেন বাড়ির মহিলারা কোথায়। ভাগ্যিস আমরা তোমার উপদেশ মেনেছিলাম। নয়ত আরও বড় একটা অনটন হয়ে যেত। কোনও মেয়েকে না পেয়ে উনি জমিদারবাবুকেই উঠিয়ে নিয়ে গেলেন। আমি যাচ্ছি লক্ষিকান্তপুরে, বিদ্রোহীদের সাথে দেখা করতে। ওদের হাতে পায়ে ধরে বোঝাবো, ওরা যুদ্ধ করতে রাজি হলেই উনি রক্ষা পাবেন।
প্রায় এক নিঃশ্বাসে নায়েবমশাই নিজের কথা শেষ করলেন। বংশীর সমস্ত শরীরে মাদকতা ছেয়ে গেছে। যদিও মালার ওই বন্য শরীরটা ভোগ করতে এই এতটুকু মাদকীয়তা যথেষ্ট নয়। এই মুহূর্তে বংশীর দরকার এক হাঁড়ী মহুয়া। কোনরকমে নায়েব মশাই এর দিকে বংশী বলে ওঠে
বংশীঃ নায়েবমশাই, আপনি সিপাহীদের সাথে কথা বলুন, আমিও আমার লাঠিয়ালদের তৈরি করি। এদিকে রানিমার ও নিরাপত্তা দিতে হবে। আপনি ফিরে আসুন, তারপর আপনার সাথে আবার কথা হবে।
নায়েবমশাই আর সময় নষ্ট না করে সোজা গাড়িতে চেপে বেরিয়ে যান। এদিকে বংশীও জানে, জমিদারবাড়িতে গিয়ে সময় নষ্ট করে কোনও লাভ নেই। ওর চোখের সামনে ভেসে ওঠে মালার নীল ব্লাউজ চিরে বেরিয়ে আসা সাদা মসৃণ স্তন ও কোমল সুস্বাদু নাভী। বংশীর শরীরের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়ে যায়। এই মুহূর্তে দরকার একটু মহুয়া, প্রায় ৫ বছর নিজেকে এই মহুয়ার থেকে ও দূরে সরিয়ে রেখেছিল। বংশী জানে গ্রামের কোন জায়গায় মহুয়া পাওয়া যায়। বংশী উত্তেজনায় দৌড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে পৌঁছে যায় একটা মাটির বাড়ির সামনে। জামার মধ্যে থেকে ২ কড়ি বার করে ছুঁড়ে দেয়, সামনে বসে থাকা লোকটার দিকে। মুহূর্তের মধ্যে ওর হাতের সামনে চলে আসে মহুয়া ভর্তি একটা হাঁড়ী। দুচোখ বন্ধ করে বংশী এক চুমুকে গোগ্রাসে পুরো হাড়িটা শেষ করে দেয়। পরম তৃপ্তিতে চোখ খুলতেই সামনে দেখে। সামনে তখন একটাই জিনিস, পাতলা ফিনফিনে একটা সাড়ি পড়ে অর্ধনগ্ন মালা। গ্রামের ভেতর দিয়ে সাপের মতন কিলবিল করতে করতে এঁকে বেঁকে সামনে এগিয়ে চলে বংশী। ওর রাজপ্রাসাদে যে ওর প্রিয়তমা ওর জন্য অপেক্ষা করে আছে।
সুরঙ্গের ভেতরে নেমে মালা ঠিক ততক্ষন ই ওপরের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ ওপরের সামান্য একটা আলোর বিন্দুও ওর চোখে পড়ছিল। নায়েবমশাই ও সুপ্রতীক সুরঙ্গের মুখটায় ভারী পাথরগুলো চাপা দেওয়া অবধি ওপরের দিকে তাকিয়ে থাকে মালা। হথাত চারপাশে ঘন অন্ধকার নেমে আসে, মালার ভীষণ ভয় লাগতে শুরু করে। সামনের দিকে সামান্য কিছু দেখা যাচ্ছিলোনা। ভয়ে মালা বংশীর হাতটা চেপে ধরে। মালাকে একা পাওয়ার আনন্দে যে দাবানল বংশীর শরীরে জ্বলেছিল মালার কোমল স্পর্শে তা চারপাশে ছড়িয়ে পড়ে। বংশী নিজের ডান হাতটা দিয়ে মালার কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই ভেতরের দিকে খুব সন্তর্পণে যেতে শুরু করে। একটার পর একটা সিঁড়ি বেয়ে ওরা যে কতটা নিচে নেমে গেছে তা নিজেরাও বুঝতে পারেনি। হথাত ই সিঁড়ি অদৃশ্য হয়ে যায় তার বদলে আসে মসৃণ সমতল। যদিও অন্ধকারের বিভীষিকা ওদের পিছু ছারেনা। অস্ফুট স্বরে মালা বলে ওঠে “আমার খুব ভয় করছে বংশী” নিজের মুখটা বংশী, মালার কানের কাছে নিয়ে যায়। বংশীর নাকে মালার শরীরের সুগন্ধি আতরের গন্ধ ভনভন করে ভেসে আসে। আর সেই সুগন্ধে পাগল হয়ে গিয়ে বংশী ততধিক অস্ফুট স্বরে বলে ওঠে “ভয়ের কি আছে, আমি আছি তো” কোনও উত্তর দেয়না মালা। ওরা দুজনেই সোজা হাঁটতে থাকে। বেশ কিছুটা যাওয়ার পর দূর থেকে অস্পষ্ট আলোর ছটা ভেসে আসে। ওরা দুজনেই বুঝে যায় ওরা সুরঙ্গের শেষ অংশে এসে উপস্থিত হয়েছে। ধীরে ধীরে এই আলোর ছটা স্পষ্ট আলোকে পরিনত হয়। মালা ও বংশী দুজনেই দেখতে পায় সামনে ধাপে ধাপে সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। ওরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকে। বেশ কিছুটা ওঠার পর বংশী লক্ষ্য করে ওদের ঠিক মাথার ই ওপর নারকেল গাছের শুকনো পাতার একটা ঢিবি। ও বুঝতে পারে, জঙ্গলের মধ্যে যে জায়গায় সুরঙ্গের মুখ রয়েছে তা এইভাবে ঢেকে রাখার ব্যাবস্থা করা হয়েছে।
আশ্চর্য হয়ে যায় বংশী। এই জঙ্গল প্রায় ৫ বছর ধরে ওর রাজত্ব ছিল। অথচ ওর ই রাজত্বের মধ্যে যে এরকম একটা সুরঙ্গ ছিল তা ও কোনোদিন ই জানত না। ওরা দুজনেই সুরঙ্গটার ঠিক মুখে এসে ওঠে। বংশী দুহাত দিয়ে মুখ থেকে পাতার ঢিবিটা ঠেলে সরিয়ে দেয়। সূর্যের তীব্র রোদের তেজে মালা এক হাত দিয়ে নিজের মুখ ঢাকা দেয়। বংশী আগে ওপরে ওঠে। তারপর নিজের একটা হাত দিয়ে মালার হাত ও আরেক হাত দিয়ে মালার কোমরটা জড়িয়ে ধরে মালাকে টেনে ওপরে তোলে। ওপরে উঠে মালাও একদম আশ্চর্য হয়ে যায়। ওরা ঠিক জঙ্গলের মাঝে এসে পৌঁছেছে, চারপাশে শুধু শাল আর সেগুনের বিশাল বিশাল গাছের সমারোহ। বংশী চারপাশটা একবার ভালো করে দেখে নেয়। এই জঙ্গলকে ও নিজের হাতের তেলোর মত করে চেনে। ও বুঝতে পারে লালডোবার দীঘি থেকে ও খুব একটা দূরে নেই। এই লালডোবার দীঘি ই ছিল একসময়ের ঠাকুর ডাকাতের আস্তানা। গ্রামের গরীব মানুষ জমিদারের ব্যাপারে নিজেদের সমস্ত অভিযোগ নিয়ে এখানেই আসত, মৃত্যুঞ্জয়ের কোনও অনুগামী তাদের ঠাকুর ডাকাতের কাছে নিয়ে যেত। সেই ২০০ বছর আগে থেকেই এই অঞ্চলে মানুষ কোনও বিপদে না পড়লে পা মাড়াত না। হয়ত সেই কারনেই এই লালডোবা দীঘির আস্তানায় কোনও বন্য জানোয়ার ও আসতে ভয় পায়।
বংশী খেয়াল করে আতঙ্কে মালা এখনো ওর হাতটা শক্ত করে ধরে আছে আর ভয়ের সাথে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। বংশী মালার দিকে তাকায়, মালার বুক থেকে শারিটা অনেকটাই সরে গেছে, নীল ব্লাউজটার হুকগুলোকে হার মানিয়ে সাদা মসৃণ স্তনদুটো অনেকটাই বাইরে বেরিয়ে এসেছে। বংশীর নাক দিয়ে গরম লার্ভার মত উত্তপ্ত নিশ্বাস বাইরে বেরতে লাগলো। ওর হৃদয় একটাই কথা বলছে, এই মুহূর্তে বুনো হাতির মত এই জঙ্গলে মালাকে তাড়া করতে ও খানিকটা লুকোচুরি খেলার ছলে ওর শরীর থেকে একের পর এক পোশাক খুলে নিতে। কিন্তু না, এখনো একটা কাজ বাকি, সিলিং সাহেবকে গার্গী ও প্রিয়ার সন্ধান দিয়ে ওর থেকে জমিদারিটা হাতিয়ে নেওয়া। তারপর বনের এই রাজপ্রাসাদ থেকে মালাকে ও একদম শহুরে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে তুলবে। মালাকে ছাড়া জমিদারী ও জমিদারী ছাড়া মালা সম্পূর্ণ অর্থহীন। এতক্ষন অবধি যা হয়েছে তা সব ই বংশীর ইচ্ছে মতই হয়েছে। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। ইচ্ছে না থাকলেও বংশী মালার ওপর থেকে চোখ সরিয়ে নেয়। মালা চারপাশে উদাস দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। ওরা দুজন সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মালার হাত তখনও বংশীর হাতের মুঠোয়। এতক্ষন দুজনের মুখ দিয়েই কোনও কথা বেরয়নি। এতক্ষন পর মালা কিছুটা ভয়ার্তকণ্ঠে বলে ওঠে
মালাঃ বংশী, আমার একা এখানে থাকতে ভয় করবে। এই জঙ্গলে আমি একা কি করে থাকবো বংশী?
বংশীঃ আপনাকে আমি একা রাখবনা। আমি থাকবো আপনার সাথে। আমি থাকতে আপনার কোনও বিপদ ই হবেনা। আপনি আমার ওপর ভরসা রাখুন।
ওরা দুজনেই সামনের দিকে হাঁটতে থাকে। আবার মালা বলে ওঠে
মালাঃ না জানি উনি কেমন আছেন, কি করছেন। আসার আগে জমিদারবাড়িতে গুলির শব্দ পেয়েছিলাম। ওনার কোনও বিপদ হয়নি তো বংশী।
বংশীঃ আমার সাথীরা থাকতে ওনার কোনও বিপদ হবেনা রানিমা। যদি ওরা বুঝতে পারে, জমিদারবাবুর কোনও বিপদ হয়েছে তাহলে ওনাকে সুরঙ্গ দিয়ে এখানে পাঠিয়ে দেবে।
মালাঃ তাহলে চলনা আমরা সুরঙ্গের সামনেই গিয়ে দাড়াই। উনি তো জঙ্গলে এসে পথ হারিয়ে ফেলবেন।
মালার এই ক্রমাগত আকুতি মিনতিতে বংশী কিছুটা বিরক্তি বোধ করে। বংশী ওখানে দাঁড়িয়ে পড়ে। মালার দিকে তাকিয়ে বলে ওঠে
বংশীঃ আমার ওপর বিশ্বাস রাখুন রানিমা, আগে আমি আপনাকে নিরাপদ আশ্রয়ে রেখে আসি তারপর জমিদার বাবুকে রক্ষা করতে যাবো।
মালা আর কোনও কথা বলেনা। বংশী ও মালা দুজনেই নিশ্চুপ হয়ে সোজা হাঁটতে থাকে। বেশ কিছুটা যাওয়ার পর দেখা যায়, জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গা। বংশী অস্ফুট স্বরে বলে ওঠে “রানীমা এই দেখুন এটা আমার রাজ্য, জীবনের অনেকগুলো বছর আমি এখানে কাটিয়েছি” মালা সামনের দিকে তাকিয়ে দেখে। চোখের সামনে যেন একটা স্বপ্ন ভেসে উঠেছে। এতক্ষন জঙ্গলের যে বিভীষিকাকে মালা ভয় পাচ্ছিল এখন যেন ও তার ই প্রেমে পড়ে গিয়েছে। সামনে একটা বৃত্তাকার অঞ্চল, চারপাশ দিয়ে কাঁটাগাছের মোটা বেড়া। এই বেড়ার প্রশস্তি এতো বেশি যে একে অতিক্রম করে একটা সাপ ও ভেতরে প্রবেশ করতে পারবেনা। ভেতরেই একটা দীঘি দেখা যাচ্ছে, দুধের মত পরিস্কার ও স্বচ্ছ তার জল। আর দিঘিটাকে বৃত্তাকারে ঘিরে সার দিয়ে একেকটা কুটীর। ভেতরে একটা সামান্য পাতাও পড়ে নেই। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মালা। মালার মনে এই মুহূর্তে ঠিক কি কি প্রশ্ন ঘোরাফেরা করছে তা বংশী বোঝে। মালার মনের দ্বিধাদ্বন্দ্বগুলোকে পরিস্কার করার জন্য বংশী বলে ওঠে
বংশীঃ রানিমা, একসময় এই ছিল আমার ঘর। আপনি চোখের সামনে যা দেখছেন তা সব ই আমার নিজের হাতে তৈরি। আজ সভ্যসমাজে চলে আসলেও আমি আমার পুরনো আস্তানাকে ভুলতে পারিনি। তাই আমার ই নির্দেশে আমার ২-৩ জন সাথী রোজ সকালে এসে এই স্থানটা পরিস্কার করে, দেখভাল করে। আপনার পছন্দ হয়েছে রানিমা?
মালাঃ অসাধারন বংশী, জঙ্গলের মধ্যে এতো সুন্দর এক জায়গা যে থাকতে পারে তা আমি ভ্রুনাক্ষরেও ভাবতে পারিনি। ইস, যদি তুমি আগে আমায় বলতে তাহলে আমি ওনার সাথে এখানে একবার ঘুরতে আসতাম।
হথাত ই মালার মুখটা শুকিয়ে যায়। মালার যে এই মুহূর্তে আবার সুপ্রতীকের কথা মনে পড়ে গেছে তা বংশীও বুঝতে পারে। বংশীর বুকের মধ্যে আগুন জ্বলতে থাকে। মনে মনে বলে ওঠে বংশী “এই সুপ্রতীক আমার পথের কাঁটা। আমার রাজপ্রাসদে রানীকে আনলাম, কিন্তু তাও কোথাও না কোথাও ও আমার পিছু ছাড়ল না”
মালাঃ বংশী, আমার খুব চিন্তা হচ্ছে, ওনার জন্য। তুমি তাড়াতাড়ি আমাকে এখানে রেখে ওনার কাছে যাও। যদি সামান্য কোনও বিপদের গন্ধ পাও তাহলে ওনাকে সুরঙ্গ দিয়ে সোজা এখানেই নিয়ে চলে আসবে।
বংশীর একদম ইচ্ছে করছিল না, মালাকে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে। অগত্যা ওকে তাই করতে হোল। বাঁশের তৈরি দরজা ঠেলে ওরা ভেতরে এগিয়ে গেলো। ভেতরে ঢুকে মালা বুঝতে পারলো দীঘির চারপাশে মোট কুটিরের সংখ্যা ৭। বংশী তারমধ্যে একটি কুটিরের দরজা ঠেলে খুলে দিল। মালা বুঝল ওর বনবাস জীবনে আশ্রয় এই ছোট্ট কুটিরটি।
বংশীঃ রানিমা, এখানে একটা পিঁপড়ের ও সাহস হবেনা আপনার সামান্য কোনও ক্ষতি করার। মনে রাখবেন আমি এই জঙ্গলের প্রভু, মালিক। এখানে সব কিছু...
মালা, বংশীকে ওর কথা শেষ করতে দিলনা, মালা বলে উঠল
মালাঃ আমাকে নিয়ে চিন্তা করোনা বংশী, আমি ভালোই থাকবো এখানে। তুমি এখন ওনার পাশে গিয়ে দাঁড়াও। আমার মন বলছে ওনার খুব বিপদ। তুমি যেভাবে হোক ওনাকে রক্ষা করে এখানে নিয়ে আসো।
বংশী শুধু মাথা নাড়িয়ে মালাকে আশ্বস্ত করে, ও ওখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে একবার পেছনঘুরে দেখে বংশী। মালা উদাস দৃষ্টিতে ওর ই দিকে তাকিয়ে আছে। কতকিছু ভেবে এসেছিল বংশী। একসাথে এই দীঘিতে দুজনমিলে স্নান করবে, তারপর জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে মালার শরীর থেকে ভিজে কাপড়গুলো এক এক করে টেনে খুলে নেবে। ওদের মিলনের শব্দে বনের সমস্ত পশুপাখি জেগে উঠবে। সবাইকে সাক্ষী রেখে বংশী মালাকে নিজের পৌরুষ উপহার দেবে। বংশীর ও মনটা ভেঙে গেলো, ও নিজেও জানেনা, কিছুক্ষন পর যখন ও জমিদারবাড়ি থেকে ফিরে আসবে, কি করে মালাকে নিজের ভালোবাসা প্রকাশ করবে। ওর মন কিছুতেই চাইছিল না নিজের রানীকে এভাবে রাজপ্রাসাদে একা ফেলে দিয়ে বাইরে চলে যেতে। অগত্যা ওকে যেতেই হোল। জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত যেতে যেতে বংশী প্রায় গ্রামের কাছাকাছি এসে গেলো।
গ্রামের মধ্যে তখন চারপাশে কিছু একটা ব্যাপার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বংশীকে দেখেই সবাই কিরকম চুপ করে যাচ্ছে। বংশী বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটে গেছে এর মধ্যে। বংশী দ্রুত সোজা এগিয়ে যেতে থাকে। কখন যে ও ২ খানা গ্রাম পার করে ফেলেছে তা ওর খেয়াল ও নেই। দূর থেকে লক্ষ্য করে একটা ঘোড়ার গাড়ি ছুটে আসছে। এই গাড়ি বংশী চেনে। বংশী জানে এটা জমিদারবাড়ির ই গাড়ি। বেশ কিছুক্ষন পর বংশী বুঝতে পারে যে গাড়িতে সুপ্রতীক নয় নায়েবমশাই বসে আছে। একদম বংশীর সামনে এসে গাড়িটা দাঁড়ায়। নায়েবমশাই হন্তদন্ত করে গাড়ি থেকে নিচে নেমে আসেন।
নায়েবমশাইঃ বংশী সর্বনাশ হয়ে গেছে। সিলিং সাহেব, জমিদার বাবুকে তুলে নিয়ে গেছেন। উনি জমিদার বাবুকে টমাসের খুনের দায়ে আদালতে তুলবেন। ওনার নাকি ফাঁসি হবে। আমরা কিছুই করতে পারলাম না বংশী। সিলিং সাহেব প্রথমে ভেতরে ঢুকে তন্নতন্ন করে খুঁজে দেখেন। বারবার করে বলছিলেন বাড়ির মহিলারা কোথায়। ভাগ্যিস আমরা তোমার উপদেশ মেনেছিলাম। নয়ত আরও বড় একটা অনটন হয়ে যেত। কোনও মেয়েকে না পেয়ে উনি জমিদারবাবুকেই উঠিয়ে নিয়ে গেলেন। আমি যাচ্ছি লক্ষিকান্তপুরে, বিদ্রোহীদের সাথে দেখা করতে। ওদের হাতে পায়ে ধরে বোঝাবো, ওরা যুদ্ধ করতে রাজি হলেই উনি রক্ষা পাবেন।
প্রায় এক নিঃশ্বাসে নায়েবমশাই নিজের কথা শেষ করলেন। বংশীর সমস্ত শরীরে মাদকতা ছেয়ে গেছে। যদিও মালার ওই বন্য শরীরটা ভোগ করতে এই এতটুকু মাদকীয়তা যথেষ্ট নয়। এই মুহূর্তে বংশীর দরকার এক হাঁড়ী মহুয়া। কোনরকমে নায়েব মশাই এর দিকে বংশী বলে ওঠে
বংশীঃ নায়েবমশাই, আপনি সিপাহীদের সাথে কথা বলুন, আমিও আমার লাঠিয়ালদের তৈরি করি। এদিকে রানিমার ও নিরাপত্তা দিতে হবে। আপনি ফিরে আসুন, তারপর আপনার সাথে আবার কথা হবে।
নায়েবমশাই আর সময় নষ্ট না করে সোজা গাড়িতে চেপে বেরিয়ে যান। এদিকে বংশীও জানে, জমিদারবাড়িতে গিয়ে সময় নষ্ট করে কোনও লাভ নেই। ওর চোখের সামনে ভেসে ওঠে মালার নীল ব্লাউজ চিরে বেরিয়ে আসা সাদা মসৃণ স্তন ও কোমল সুস্বাদু নাভী। বংশীর শরীরের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়ে যায়। এই মুহূর্তে দরকার একটু মহুয়া, প্রায় ৫ বছর নিজেকে এই মহুয়ার থেকে ও দূরে সরিয়ে রেখেছিল। বংশী জানে গ্রামের কোন জায়গায় মহুয়া পাওয়া যায়। বংশী উত্তেজনায় দৌড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে পৌঁছে যায় একটা মাটির বাড়ির সামনে। জামার মধ্যে থেকে ২ কড়ি বার করে ছুঁড়ে দেয়, সামনে বসে থাকা লোকটার দিকে। মুহূর্তের মধ্যে ওর হাতের সামনে চলে আসে মহুয়া ভর্তি একটা হাঁড়ী। দুচোখ বন্ধ করে বংশী এক চুমুকে গোগ্রাসে পুরো হাড়িটা শেষ করে দেয়। পরম তৃপ্তিতে চোখ খুলতেই সামনে দেখে। সামনে তখন একটাই জিনিস, পাতলা ফিনফিনে একটা সাড়ি পড়ে অর্ধনগ্ন মালা। গ্রামের ভেতর দিয়ে সাপের মতন কিলবিল করতে করতে এঁকে বেঁকে সামনে এগিয়ে চলে বংশী। ওর রাজপ্রাসাদে যে ওর প্রিয়তমা ওর জন্য অপেক্ষা করে আছে।