Thread Rating:
  • 13 Vote(s) - 3.46 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery অভিশপ্ত ডায়েরী by subha chatterje completed
#61
পর্ব ১৯- বর্বরতাঃ

সুপ্রতীকের ইশারায় প্রিয়া ও গার্গী দ্রুত ভেতরে প্রবেশ করে যায়, বাহিরমহলের মুখে দাঁড়িয়ে ছিল মালা। কোনরকমে মুখে একটু হাসি হাসি ভাব করে মালা ওদেরকে কাছে টেনে নিয়ে অন্দরমহলে প্রবেশ করে। এতক্ষন বংশী একদৃষ্টিতে তাকিয়ে ছিল এই দুই সদ্যআগত রুপসীর দিকে। এক গ্রাম্য যুবকের আকস্মিক আক্রমনে তারা ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছে। বংশী তাকায় সুপ্রতীকের দিকে, সুপ্রতীক বংশীর ই দিকে তাকিয়ে ইশারা করছে। বংশী বুঝে যায়, সুপ্রতীক ঠিক কি বোঝাতে চেয়েছে ওকে। সুপ্রতীক একটু পেছনে চলে আসে। বংশী সামনে এগিয়ে গিয়ে সমবেত সমস্ত মানুষের দিকে তাকিয়ে বলে ওঠে
বংশীঃ জমিদারবাড়ি যুগে যুগে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করে এসেছে আজ ও এই সংকটময় মুহূর্তে আমাদের জমিদারবাড়ির ওপর ই নির্ভরশীল হতে হবে।
বংশী হয়ত আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই সুযোগ বংশী পেলনা। ওদের মধ্যে থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এসে বলে উঠলেন
“তাই নাকি। জমিদারবাড়ি চিরকাল আমাদের কল্যান করে এসেছে। তাহলে তুমি নিজের গ্রাম, ঘরবাড়ি ছেড়ে দিয়ে হথাত ই ডাকাত হতে কেন গিয়েছিলে”
নিজের ইতিহাস নিয়ে যে হথাত ই এরকম অপ্রস্তুত অবস্থার মধ্যে বংশীকে পড়তে হবে তা ও ভ্রুনাক্ষরেও ভাবেনি। সেই ভদ্রলোক আবার ও বলে উঠলেন
“ঠাকুর ডাকাত মানে মৃত্যুঞ্জয়ের ইতিহাসটা কি বানানো? জমিদারবাড়িকে আমরা কখনোই শ্রদ্ধার চোখে দেখিনি। শুধু শ্রদ্ধা করেছিলাম এই মানুষটাকে”
সুপ্রতীক লজ্জায় মাথা হেঁট করে নেয় কারন ও জানে ইঙ্গিতটা ওর ই দিকে। বংশী হয়ত কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেই সুযোগ ও পেলনা। ওদের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল
“আর নয় অনেক হয়েছে, এবার আমরা নিজেরাই নিজের ভালটা বুঝে নেবো”
ওরা আর একমুহূর্ত ওখানে অপেক্ষা না করে এক এক করে সকলেই প্রস্থান করল। জমিদার হিসেবে অভিষেক হওয়ার পর এতো বড় অপমান ও অবজ্ঞা হয়ত সত্যি ই সুপ্রতীকের সাথে কখনোই হয়নি। বেশ কিছুক্ষনের জন্য বাকরুদ্ধ অবস্থায় প্রত্যেকে নিজের ই স্থানে দাঁড়িয়ে থাকলেন। বংশী জানে এই অবস্থায় সুপ্রতীক আরও বেশি করে ওর ওপর নির্ভরশীল হয়ে যাবে। আর ঠিক তাই হোল
সুপ্রতীকঃ বংশী, তুমি এক্ষুনি ভেতরে আসো, তোমার সাথে আমার কিছু জরুরি আলোচনা আছে। নায়েব মশাই আপনিও আসুন।
নিজের কথা শেষ করে সুপ্রতীক ভেতরে প্রবেশ করে গেলো, বংশী আর নায়েব মশাই একে অপরের দিকে তাকিয়ে থাকলেন। নায়েব মশাই ই প্রথম ভেতরে প্রবেশ করলেন। ওনার দেখাদেখি বংশীও ওনার পেছন পেছন ভেতরে প্রবেশ করে গেলো। বাইরে বাগানের কাছ দেখে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রিয়া ও গার্গী প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে মালাকে কিছু জিজ্ঞেস করে চলেছে, মালাও নিজের সাধ্যমত ওদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে। জমিদারবাড়ির এই চরম উদ্বেগ দেখে বংশীর হৃদয়ে লুকিয়ে থাকা প্রতীক্ষার চরম যন্ত্রণা যেন কোথায় হারিয়ে গেলো। মনে মনে একবার বলে ওঠে বংশী “সব ই আমার পক্ষে, সময় ও আমার ই পক্ষে, বংশী রাজা হওয়ার জন্য তৈরি হয়ে যাও” নায়েবমশাই ভেতরে প্রবেশ করে সোজা যেতে শুরু করলেন। বংশী বুঝে গেলো আর কয়েক ঘণ্টা আগে যে স্থানে ও মালার সাথে কথা বলেছে সেখানেই ওকে আবার যেতে হবে। নায়েব মশাই ওর থেকে অনেকটাই এগিয়ে ছিল তাই নায়েব মশাই হয়ত খেয়াল করেন নি, কিন্তু বংশী খেয়াল করেছে যে শোয়ার ঘরের ওখান থেকে বারান্দার দিকে নুপুরের ঝুম ঝুম শব্দ ভেসে আসছে। বংশী জানে ওদের কথা শোনার জন্য মালা এদিকেই আসছে। বংশী, আরও একবার মালার শরীরটা দেখার জন্য অধীর আগ্রহে বারান্দার কাছেই দাঁড়িয়ে গেলো। মালা প্রায় দৌড়াতে দৌড়াতে আসছিল তাই হয়ত খেয়াল করেনি, হথাত করেই সামনে বংশীকে দেখে ও কিছুটা থমকে যায়। তারপর হাত নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে ওকে ইশারা করে কিছু বোঝাতে চায়। কিন্তু কামত্তেজনায় পাগল বংশীর মাথায় তখন সত্যি ই সেসব কিছু নেই। ওর নজর সোজা শাড়ির ফাঁক দিয়ে বেড়িয়ে আসা গোল নাভির দিকে। বংশীর অভিপ্রায়টা খানিকটা এরকম যে যদি সামনেই নায়েবমশাই না থাকতো ও হয়ত হাঁটু গেড়ে বসে নিজের মুখটা ওই নরম সুস্বাদু স্থানে গুঁজে দিয়ে, মালার শরীর থেকে সমস্ত রস শুষে নিত। দুহাত দিয়ে স্ফীত দুই নিতম্বকে জড়িয়ে ধরত আর মালার শীৎকারে সমস্ত জমিদারবাড়িতে এক অদ্ভুত প্রতিধ্বনির সৃষ্টি হত। হথাত ই নায়েব মশাই এর গলা ভেসে আসে
“বংশী, জমিদারবাবু এখানে আছেন। তাড়াতাড়ি এখানে আসো, উনি তোমায় ডাকছেন”
দ্রুত বংশী স্বপ্ন থেকে বাইরে বেড়িয়ে আসে। সামনের দিকে তাকায়, নায়েব মশাই ওর ই দিকে তাকিয়ে রয়েছেন। নিজের ই অজান্তে বংশী আরও একবার মালার দিকে তাকায়, মালা নিজের তর্জনী দুই ঠোঁটের কাছে এনে ওকে চুপ করে যাওয়ার ইশারা করে। বংশী আর দাঁড়ায় না ওখানে, সোজা নায়েব মশাইএর দিকে এগিয়ে যায়। নায়েব মশাইকে অনুসরন করে ও সোজা একটা বড় ঘরের মধ্যে প্রবেশ করে। সেখানে একটা আরাম কেদারায় অনেক আগে থেকেই সুপ্রতীক বসে ছিল। বংশীর দিকে তাকিয়ে সুপ্রতীক বলে ওঠে
সুপ্রতীকঃ ভেতরে এসে বস বংশী, কিছু জরুরি কথা আছে। (নায়েব মশাই এর দিকে তাকিয়ে) নায়েব মশাই এই মুহূর্তে রাজকোষের অবস্থা কিরকম।
সুপ্রতীকের মুখে রাজকোষের ব্যাপারে প্রশ্ন শুনে বংশী বুঝে যায় যে সুপ্রতীক চরমতম সিদ্ধান্তটা নিতে চলেছে। হয়ত বংশীর পরিকল্পনা এই সিদ্ধান্তটা কে কেন্দ্র করেই রচিত হয়েছিল।
নায়েব মশাইঃ ভালো নয় জমিদারবাবু। এই মাসে এখনো খাজনা আদায় করা হয়নি, আর মনে হয় এমাসে খাজনা আদায় করা খুব ই কঠিন হয়ে দাঁড়াবে।
সুপ্রতীকঃ দেখুন নায়েব মশাই, আপনাকে সব কথা খুলে বলি। প্রজাদের ছাড়া জমিদারী চলেনা, আমি আমাদের পূর্বপুরুষদের মানসিকতা নিয়ে চলিনা। এই মুহূর্তে প্রজাদের মনে ইংরেজদের নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে। এতক্ষন বাইরে যা দেখলেন তা শুধুই ওদের হতাশার বহিঃপ্রকাশ।
হয়ত নায়েব মশাই ও কিছুটা আঁচ করে উঠতে পেরেছেন। উনি কোনও উত্তর না দিয়ে চুপ করে থাকলেন।
সুপ্রতীকঃ আমি নিজে কাল সকালে বিদ্রোহীদের সাথে সাক্ষাত করব। আমি নিশ্চিত যে ওরা আমায় বিশ্বাস করবে। এই মুহূর্তে এদেশে ইংরেজদের অবস্থা ভালো নয়। ওদের নিজেদের সেনারাই বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। আমি বাংলার সমস্ত জমিদার ও রাজাদের একত্রিত করতে চাই।
বংশী বুঝল ওর পরিকল্পনা ১০০ শতাংশ সফল। আগুনে একটু ঘি ঢেলে দেওয়ার জন্য ও বলে উঠল
বংশীঃ জমিদারবাবু ইংরেজদের সাথে লড়াই করা দুঃসাহসিকতার পরিচয় হবেনা? ওরা প্রচণ্ড শক্তিশালী, মুঘলদের, নবাবদের পরাস্ত করেছে। আমরা কি পারব ওদের সাথে লড়তে?
সুপ্রতীকঃ কেন পারবোনা বংশী, এই মুহূর্তে যদি আমরা সবাই একত্রিত হতে পারি তাহলে ওরা পরাস্ত হবেই। সৈন্যবলটা কিন্তু বিদ্রোহীদের হাতেও আছে। আমাদের এখন একটাই কাজ যেভাবে হোক বিদ্রোহীদের কাছে নিজেদের গ্রহনযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রমান করা। নায়েব মশাই, অন্তত ৪০-৫০ টা বন্দুক ও তার কার্তুজ কেনার উপযুক্ত অর্থ কি আমাদের কাছে রয়েছে?
কিছুটা আমতা আমতা করে নায়েব মশাই উত্তর দেন
নায়েব মশাইঃ আজ্ঞে চেষ্টা করলে হয়ে যাবে, কিন্তু কোষাগারে একটা বেশ বড় ধরনের শুন্যতা সৃষ্টি হবে এতে। এরপর শুধুই আমাদের প্রজাদের দেওয়া খাজনার ওপর নির্ভর করে থাকতে হবে। এই অবস্থায় মেদিনীপুরের ও বর্ধমানের ওই জমিগুলো বিক্রি করাও তো আমাদের পক্ষে সম্ভব নয়। অন্তত যতদিন না চারপাশটা একটু শান্ত হচ্ছে।
সুপ্রতীকঃ আপনি কোনও চিন্তা করবেন না। আপনি অর্থের ব্যাবস্থা করুন কাল ই আমি লোক পাঠাচ্ছি, বন্দুক ক্রয় করার জন্য। ঠিক আছে আপনারা উঠুন এবার রাত অনেক হোল।
বংশী ওখান থেকে উঠে পড়ে। সুপ্রতীকের মুখে রাত অনেক হোল শুনে ওর মনে পড়ে যায় আজ ঠিক ৯ টায় ও টমাসকে জমিদারবাড়ির পেছনের মাঠে ডেকেছে এবং টমাস ই হতে চলেছে ওর সেই সিঁড়ি যা ওকে ক্ষমতার রাজপ্রাসাদে পৌঁছে দেবে। বংশী সোজা হাঁটতে থাকে, বারান্দার কাছে এসে একবার বাঁদিকে তাকায়, না মালা ওখানে নেই। বংশী জানে মালা এতক্ষন ওখানেই ছিল আর সব কথাই মালা শুনেছে। বংশী আর দোনোমনা না করে সোজা বাহিরমহলের কাছে চলে যায়। একবার তাকায় বাইরের দিকে। অদ্ভুতভাবেই বাইরেটা তখন একদম ফাঁকা। বংশী জানে ও যে বাইরে যাচ্ছে একথা কেউ না জানলেই বেশি ভালো হয়। হন্তদন্ত করে বংশী ওখান থেকে বেড়িয়ে যায়। জমিদারবাড়ি থেকে বেড়িয়ে যে রাস্তায় নীলকুঠি যেতে হয়, সেখানেই ডান দিকে একটা বিশাল মাঠ পড়ে। জমিদারবাড়ি সংলগ্ন বলে এলাকার লোকের কাছে এটা জমিদারবাড়ির মাঠ নামেই পরিচিত। হাতে মোটা লাঠিটা শক্ত করে ধরে বংশী সেদিকেই এগিয়ে চলে। ছোট থেকে এই লাঠির খেলায় ওর গ্রামের মধ্যে এক বিশাল সুনাম ছিল। সেই সুনাম ই ওকে একদিন ডাকাত দলের সর্দার ও পড়ে জমিদার বাড়ির লাঠিয়াল বাহিনির প্রধান বানায়। আজ ও নিজের সমস্ত পরিকল্পনাকে সফল করে তুলতে ওর ভরসা ওই লাঠি। বংশী মাঠের একদম সামনে এসে পৌছায়। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, দূর থেকে কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছিল। এই মাঠটা বংশীর কাছে নিজের বাড়ির চেয়েও বেশি পরিচিত। এই মাঠের ই অন্ধকারে যে বংশী ডাকাত থাকা অবস্থায় কত মানুষের প্রান নিয়েছে তার কোনও হিসেব স্বয়ং ভগবানের কাছেও নেই।
সন্তর্পণে বংশী ভেতরে প্রবেশ করে যায়। বেশ কিছুটা চলার পর একটু নিচু হয়ে হাত দিয়ে নিচেটা একবার দেখে নেয়। এইসব জায়গায় সাপ ও শেয়াল এই দুই জীবের প্রচণ্ড উৎপাত। বসার জায়গার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর বংশী ওখানে বসে পড়ে। ও জানে টমাস আসবেই, ভারতবর্ষের গুপ্তধনের সম্বন্ধে যে রুপকথা ও শুনেছে, তার লোভ ওকে এখানে টেনে আনবেই। কিন্তু ঠিক কখন যে টমাস ওখানে আসবে তা সত্যি ই বংশী জানেনা। মনে মনে ভাবতে থাকে এতো কিছু নাটকীয় ঘটনার পর কি সিলিং সাহেবের নীলকুঠি থেকে টমাস বাইরে বেরতে পারবে? এইসব ভাবতে ভাবতেই ওর মনে পড়ে যায়, মালার সেই আঙুল ঠোঁটের কাছে ছুঁইয়ে ইশারা করার কথা। মনে মনে বলে “মালা, তুমি ঠিক ই বুঝবে আমি শুধু যৌনতা মেটাবার জন্য এতকিছু করছিনা। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার শরীরের প্রতিটা কম্পন, সৌন্দর্য এ শুধুই আমার মত কোনও ক্ষুরধার পুরুষের জন্য। দেখো আমি তোমায় যে সুখ দেবো তা তুমি স্বর্গে গিয়েও কখনো লাভ করতে পারবেনা। আমার বহুদিনের ইচ্ছে আমার রাজপ্রাসাদে অর্থাৎ জঙ্গলের সেই ঝুপড়ি ঘরে তোমার সাথে যৌনলীলায় আমি মেতে উঠবো। জঙ্গলের সমস্ত জীবজন্তু সাক্ষী থাকবে আমাদের ভালোবাসার” এইসব ভাবতে ভাবতেই বংশীর কাঁধের ওপর একটা নরম হাতের ছোঁয়া। কিছুটা চমকে গিয়েই বংশী পেছন ফিরে দেখে টমাস। পূর্ণিমার আলোয় টমাসের মুখটা বংশীর কাছে এক টুকরো পরশ পাথরের মতই ছিল। বংশী জানে এই পাথরের টুকরো ও যেখানে ছোঁয়াবে তাই সোনা হয়ে যাবে। বংশীর মুখে ফুটে ওঠে প্রচণ্ড তৃপ্তির এক হাসি। ওর এই হাসির জবাবে নির্মল কৈশোরে ভেজা এক নিষ্পাপ হাসি ওকে পুরস্কার দেয় টমাস।
বংশীর এই হাস্যময় মুখটার দিকে তাকিয়ে হয়ত টমাস এটাই বলতে চেয়েছিল “কোথায় আমার গুপ্তধন?” কিন্তু বংশী ওকে সেই সুযোগ দিলনা। ততক্ষনে বংশী নিজের কোমরে গোঁজা কালো কাপড়টা বার করে ফেলেছে। টমাস কিছু বোঝার আগেই বংশী, টমাসের মুখটা পেছন থেকে ভালো করে বেঁধে দেয়, ও নিজের পা দিয়ে জড়িয়ে ওকে মাটিতে ফেলে দেয়। এরপরের কাজটার জন্যই হয়ত বংশী এই অঞ্চলে এতো কুখ্যাত।
....................................
বেশ কিছুক্ষন চুপ করে থাকার পর বংশী মাটির দিকে ঝুঁকে নিজের দুই আঙুল টমাসের নাকের কাছে নিয়ে যায়, না ওর নাক দিয়ে এক ফোটাও নিশ্বাস ও অনুভব করলনা। মাঠের শেষপ্রান্তে একটা পুকুর আছে। নিজের কাজ শেষ করে এর আগেও ও এই পুকুরের জলেই নিজেকে পরিস্কার করত। বংশী পুকুর থেকে জল নিয়ে ভালো করে নিজের মুখে ঝাপটা দিল তারপর লাঠিটা ভালো করে ধুয়ে নিয়ে আবার জমিদারবাড়ির দিকে রওনা হোল।
একটা তাজা প্রান, নিষ্পাপ জীব অকালে এই পৃথিবী থেকে ঝরে গেলো। শুধুই পড়ে থাকল বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র। কিন্তু ইতিহাস বার বার এটাই শেখায় যে বেইমানদের ও একটা সমাপ্তি ঘটে, প্রচণ্ড নিষ্ঠুর একটা সমাপ্তি।
[+] 3 users Like manas's post
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: অভিশপ্ত ডায়েরী by subha chatterje completed - by manas - 19-01-2019, 09:37 AM



Users browsing this thread: 4 Guest(s)