Thread Rating:
  • 12 Vote(s) - 3.42 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery অভিশপ্ত ডায়েরী by subha chatterje completed
#53
পর্ব ১১- সাজানো বাগানের রুপকথাঃ

কথায় আছে মানুষের এক শরীরে একের বেশি মানুষ লুকিয়ে থাকে। সুপ্রতীকের ও একটাই শরীরের মালিক হলেও ওর মধ্যে দুখানা আলাদা আলাদা মানুষ লুকিয়ে ছিল। একজন যে কঠোর দক্ষ ও সুচতুর প্রশাসক, অন্যজন যে শুধুই উন্মত্ত প্রেমিক। জমিদার হিসেবে যে সুপ্রতীক ছিলেন দোর্দণ্ডপ্রতাপ, সেই সুপ্রতীক ই ছিলেন অন্দরমহলে একান্তই অনুগত দাস। তাজমহল বানানোর সামর্থ্য সুপ্রতীকের ছিলনা। হয়ত ভালোবাসা একটা কি দুটো তাজমহল দিয়ে প্রকাশ ও করা যায়না। তবুও প্রেমিকের মন নিজের হৃদয়কে মনের মানুষের সামনে ভূলুণ্ঠিত করার জন্য কোনও না কোনও তাজমহলের আশ্রয় নিয়েই থাকে। হয়ত তাজমহলের চেয়েও বেশি সুন্দর এক সৃষ্টি সুপ্রতীক নিজের হাতেই করে ফেলেছিলেন। জমিদারবাড়ির অন্দরমহলে বিশাল পরিমান জায়গা নিয়ে এক উদ্যান তৈরি হয়েছিল। সেখানে জুঁই, চাঁপা, রজনীগন্ধা, গোলাপ ও আরও বহু সুগন্ধি ফুলের গাছের সমারোহ ঘটেছিল। এই উদ্যান সুপ্রতীকের নিজের ই হাতে গড়া। এই উদ্যানের প্রতিটি ফুল, প্রতিটি পাতা, মাটির সোঁদা গন্ধ, হাল্কা মৃদুমন্দ হাওয়ায় গাছের পাতার খসখস শব্দ সব ই ছিল সুপ্রতীকের ভালোবাসার প্রতিমূর্তি। নিজের হাতে এই উদ্যানটি বানাতে সুপ্রতীকের প্রায় ৬ মাস লেগে গিয়েছিল।
সুপ্রতীকের বুককে একটা ছুরি দিয়ে যদি কেটে দেওয়া হয় তাহলে ওতে একটা টকটকে লাল রঙের হৃদয় পাওয়া যাবে, যে হৃদয়ে প্রতিটি খাঁজে খাঁজে শুধু একটি ই নাম মালা, সুপ্রতীকের প্রিয়তমা মালা। মালা ঠিক কতটা ফুল ভালবাসতেন তা সুপ্রতীক আগে থেকে জানতেন না, উনি শুধু এটাই জানতেন কিছু গোলাপ, কিছু জুঁই আর কিছু রজনীগন্ধা এছাড়া বোধহয় মালা সম্ভব নয়। মালার সাথে বিবাহের পূর্ব হতেই উনি নিজে হাতে এই উদ্যান তৈরি করে যেন এটাই বোঝাতে চেয়েছেন যে মালা তুমি আমার ই, তোমার শরীর মনের প্রতিটি ফুল আমার ই হাতে তৈরি। সুপ্রতীকের ভালোবাসা এই ফুলগুলির ই মত নিষ্পাপ। মালা একবারের জন্য সুপ্রতীকের দিকে নিজের মমতা ভরা দুই চোখ দিয়ে তাকালে যেন এক ফাল্গুনে শিরশিরে বাতাস সুপ্রতীকের ওপর দিয়ে বয়ে যায়। এই উদ্যান মালার নিজের প্রানের চেয়েও প্রিয়। মালাকে কেউ কখনো বলে দেয়নি এই উদ্যান শুধুই মালার জন্য। আসলে হৃদয়ের ও এক ভাষা আছে আর সেই ভাষা বড়ই বধির। মালা কান পাতলেই সুপ্রতীকের হৃদয়ের স্পন্দন শুনতে পায়, ওর প্রতি মুহূর্তের সঙ্কোচ লজ্জা সব ই অনুভব করতে পারে। আর মালার হৃদয় ও একি ভাষায় উত্তর দেয় “প্রিয়তম কিসের এতো সঙ্কোচ কিসের এতো লজ্জা। যে ফুল নিজের হাতে তুমি সাজিয়ে দিয়েছ তাকে মালা নিজের শরীরে ধারন করেছে” সাধারনত জমিদারীর কাজ সেরে সুপ্রতীক ঠিক ১২ ঘটিকায় অন্দরমহলে প্রবেশ করেন। এর প্রায় আধ ঘণ্টা আগে থেকেই মালা উদ্যানে দাঁড়িয়ে থাকে। ফুলের সাথে, পাখির সাথে গাছের পাতার সাথে কথা বলে, ও অধীর অপেক্ষা করে কখন আসবে ওর হৃদয়ের শাহজাদা। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কোনও এক ফুলের পাপড়িতে নিজের আদ্র নরম ওষ্ঠ স্পর্শ করে বলে “যা না রে ডেকে নিয়ে আয় আমার প্রিয়তমকে” আর ঠিক সেই মুহূর্তেই বাগানের ধার দিয়ে মুখে এক তৃপ্ত হাসি মেখে ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করেন সুপ্রতীক।
এতো ছিল রোজকার ঘটনা। ওদের দুজনার ভালোবাসা ইতিহাসে স্থান পায়নি। কেনই বা পাবে ইতিহাস তো শুধুই তাদের জন্য যারা নিজের ভালবাসাকে দম্ভরুপে পৃথিবীর কাছে পরিবেশন করতে জানে। সেদিন জমিদারবাড়ি একটু অধিক ই কোলাহলপূর্ণ ছিল। অন্দরমহলেও সেই কোলাহল পৌঁছে গেছিল। কোকিলের কুহুডাক, ঘুঘুর মিষ্টি সুরেলা আওয়াজ সেদিন কেমন যেন হারিয়ে গেছিল। তারবদলে জমিদারবাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছিল এক গভীর মেঘের গর্জন। মালার কেন জানিনা মনে হচ্ছিল এই কালোমেঘ ভেঙে নেমে আসবে তীব্র বর্ষণ। আর তারপর এক এক করে গোলাপের পাপড়ি গুলো এক এক করে সব ঝরে পড়ে যাবে। সাজানো এই বাগানের স্থলে অভিষেক হবে এক মরুভুমির, ধুধু সর্বনাশা মরুভুমি। মালা তখন বাগানেই দাঁড়িয়ে সুপ্রতীকের অন্দরমহলে প্রবেশ করার প্রহর গুনছিল। বাইরে তখন গরীব চাষিদের হাহাকার। ফিরিঙ্গী সাহেবদের হাতে বাড়ীর মা বোনের ইজ্জত যাওয়ার লজ্জার ক্রন্দন। সুপ্রতীক অত্যন্ত বলিষ্ঠভাবে সকলকে আশ্বস্ত করার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মালার এসব ভালো লাগেনা। বারবার মন বলে কেমন হত যদি ওরা এই জমিদারবাড়ির বদলে গ্রামের কোনও মাটির বাড়ীতে থাকতো। রোজ দুপুরে ভাতের থালা নিয়ে নিজের প্রিয়তমর জন্য অপেক্ষা করে থাকতো। কোনও এক সময় হয়ত মনের মানুষটি ঘরে প্রবেশ করতেন, মালা হাতে একটা ঘটি নিয়ে ছুটতে বাইরে বেড়িয়ে আসত। নিজের হাতে নিজের ই প্রভুর দুই পা ধুইয়ে দিয়ে ভেতরে তাকে আমন্ত্রন জানাত। এই জমিদারবাড়ি এবং জমিদারির দায়িত্ব যেন মালাকে কিছুতেই সুপ্রতীকের একান্ত আপন হতে দেয়না।
মালার মনে পড়ে যায় প্রভাতকালে অন্দরমহল থেকে বিদায় নেওয়ার আগে সুপ্রতীক ওর দিকে একখানা চিঠি ছুঁড়ে দিয়েছিলেন। সেই চিঠি মালার অন্তত শতাধিক বার পড়া হয়ে গিয়েছে। যতবার পড়েছে লাল বেনারসি সাড়ীর আচলে মুখ লুকিয়ে হেসেছে আর লজ্জায় নিজের দুই গাল লাল করেছে। মালা জানে আজ ওর প্রিয়তমর আসতে কিছুটা দেরি ই হবে। মালা সাড়ীর আচল থেকে আবার একবার চিঠিটা নিয়ে পড়তে শুরু করে।
প্রিয়তমা,
বেশ কয়েকদিন যাবত আমি লক্ষ্য করছি যে তুমি আমার জমিদারির ব্যাস্ততা নিয়ে অত্যাধিক চঞ্চল। আমি জানি তুমি দাসিদের থেকে প্রতিমুহূর্তে খোঁজখবর নাও আমি কি অত্যাধিক দুশ্চিন্তা করছি কিনা সে ব্যাপারে। প্রিয়তমা আমি আজ সকালে দাসীদের ডেকে আলাদা করে বলে দিয়েছি ওরা যেন তোমায় কিছু না জানায়। জানি তোমার অভিমান হোল আমার ওপর। তোমার এই চঞ্চলতা, আমাকে নিয়ে চিন্তা করা এসব দেখে আমিও বিগলিত হয়ে যাই। কোন পুরুষ না চায় তার মনের মালকিন তাকে নিয়ে চিন্তা করুক ভাবুক। কিন্তু মালা চিন্তা করলে যে তোমার মুখের ওই হাসিটা মিলিয়ে যাবে। জানো ওই হাসিটা মিলিয়ে গেলে কি হবে? কোকিলগুলো আর কু কু করে ডাকবে না, ফুলগুলো তোমার দিকে তাকিয়ে হাসবেনা, এমনকি তোমার মাথার ওই লম্বা চুলের গোছা যে সবসময় তোমায় মিষ্টি গালের ওপর পড়ে তোমায় বিরক্ত করে সেও থমকে যাবে। নিজের একটা ক্ষুদ্র আনন্দের জন্য আমি যে এতোগুলো প্রানিকে কষ্ট দিতে পারিনা মালা। জানি সারাদিন তোমার খুব একা লাগে। তুমি বাগানে ফুলের সাথে কথা বল, পাখির সাথে গান কর, আমি ঠিক এসে যাবো। তুমি কিন্তু নিজের হাতে আমায় খাইয়ে দিয়ো।
ইতি- তোমার হৃদয় ও মনের একান্ত অনুগত তোমার প্রিয়তম”
মালা চিঠিটা আবার স্বস্থানে অর্থাৎ নিজের শাড়ির আঁচলে লুকিয়ে রাখে। সামনেই একটা হলুদ গোলাপের কুঁড়ি মাথা তুলে দাঁড়িয়ে ছিল। ওর দিকে তাকিয়ে মালা বলে ওঠে “প্রিয়তম ফুল ছাড়া কি আর মালা বাঁচে। তুমি শীঘ্র ফিরে আসো। আমি তোমার অপেক্ষায় রয়েছি। এই নাও তোমার পুরস্কার” মালা নিজের লাল নরম দুই ওষ্ঠ কুঁড়িটার সদ্য জন্ম নেওয়া পাপড়িগুলোর ওপর রাখে। ও জানে এই চুম্বন এতক্ষনে ওর শাহজাদার হৃদয়ে পৌঁছে গেছে। মালা অপেক্ষা করতে থাকে সুপ্রতীকের। সময় পেরিয়েই চলে, কিন্তু বাইরের কোলাহল আরও বাড়ে। এবার কিছুটা দুশ্চিন্তাই হয় মালার। এক এক করে সব দাসীদের কাছে ডেকে জিজ্ঞেস করে বাইরে কি হচ্ছে, মহারাজ কোথায়? কিন্তু কেউ ই ওনাকে উত্তর দেয়না। মনেমনে বলে ওঠে মালা “রাজা আজ তোমার সাথে আমার আড়ি। তুমি রাজা কিন্তু তাই বলে এক স্ত্রীর মনের উদ্বেগ, আশঙ্কাগুলোর ওপর রাজত্ব করতে পারনা” সময় ক্রমশ গড়িয়েই যায়, কিন্তু রাজাবাবুর আর অন্দরমহলে ফেরা হয়না। মালার প্রচণ্ড রাগ হতে শুরু হয় সুপ্রতীকের ওপর। কোন সকালে খাওয়া দাওয়া করে বেড়িয়েছেন উনি, এতক্ষনে হয়ত ওনার শরীর ক্ষুধা ও তৃষ্ণায় ছটপট করছে। আর থাকতে পারেনা মালা। বাগান থেকে বেড়িয়ে এসে অন্দরমহল ও বৈঠকখানার মাঝে যে প্রশস্ত বারান্দা রয়েছে সেখানে চলে আসে।
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পাহারা দেয় বংশী। এর আগেও মালা দু তিনবার বংশীকে রাজাবাবুর ব্যাপারে জিজ্ঞেস করেছে। মালাকে কিছুটা উদ্বিগ্ন হয়ে ওখানে আসতে দেখে বংশী উঠে দাঁড়ায়। হাতের মোটা লাঠিটা দেওয়ালে হেলান দিয়ে রেখে ধীরে ধীরে মালার দিকে এগিয়ে যায়।
বংশীঃ রানীমা, কোনও আজ্ঞা করবেন আমায়? ভৃত্যের প্রান আপনার চরনেই রয়েছে। আমি আপনার আজ্ঞার অপেক্ষায় রয়েছি।
বংশীর এই অত্যাধিক প্রভুভক্তি মালাও খুব একটা ভালো নজরে দেখেনা। কিন্তু মালাও নিরুপায়, রাজাবাবুর মানসিক অবস্থা জানার জন্য ওনার মন এই মুহূর্তে আনচান করে উঠছে। সঠিক উত্তরটা বংশী ছাড়া আর কেউ ই যে দেবেনা তা উনিও জানেন।
মালাঃ বংশী বাইরে এতো কোলাহল কিসের? ওরা কারা, ওরা কাদছে কেন কারুর কোনও বিপদ হয়নি তো?
বংশীঃ মহারানী, মহারাজের কঠোর নির্দেশ আছে জমিদারীর কথা আপনাকে জানিয়ে বিব্রত না করার। কিন্তু আপনার একান্ত অনুগত ভৃত্যেরও আপনার এই বিচলন সহ্য করা সম্ভব নয়। রানিমা বেশ কিছুদিন যাবত ফিরিঙ্গীদের অত্যাচার বেড়ে গেছে। ওরা গরীব চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করছে। এমনকি ওরা এখন গরীব চাষিদের বাড়ীর মা বোনের দিকেও হাত বাড়িয়েছে। আজ চাষিরা মহারাজের কাছে নিজের নালিশ জানাতে এসেছে।
মালা গভীর চিন্তায় পড়ে যায়। তাহলে কি মহারাজ এবার প্রবল শক্তিশালী ইংরেজদের সাথে যুদ্ধের কথা ভাবছেন। মালার বাবা ছিলেন বিদগ্ধ পণ্ডিত। মালা বাবার থেকে শুনেছে যে ইংরেজরা প্রায় সমগ্র পৃথিবীকে হারিয়ে আমাদের এই বঙ্গদেশে এসেছে। খুব দ্রুত আমরাও ওদের দাসে পরিনত হব। ছোটবেলা থেকেই মালার ইংরেজদের প্রতি প্রবল ভয়। মালা মনে মনে ঠিক করে সুপ্রতীক যত রাগ করার করুক, মালা আজ ওনাকে বলবেন যে ইংরেজদের সাথে যুদ্ধ না করতে। মালার কপালে চিন্তার ভাঁজ দেখে কামুক বংশী আরও এক ধাপ এগিয়ে যায়।
বংশিঃ রানিমা, আপনি কোনও চিন্তা করবেন না। ইংরেজরা যতই শক্তিশালী হোক না কেন মহারাজকে রক্ষা করতে আমাদের মত বীররা সদাজাগ্রত আছে।
এবার মালা কিছুটা বিরক্তি ই প্রকাশ করে। নিজের মুখে আবার কেউ নিজেকে বীর বলে সম্ভাষণ করে নাকি। বংশীর দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে মালা, ও আবার অন্দরমহলে প্রবেশ করে। বংশী নিজের কামাতুর দৃষ্টির সাথে তাকিয়ে থাকে নরম তুলতুলে দোদুল্যমান নিতম্বের দিকে। বংশীর তলপেট শিরশির করে ওঠে, নিজের পৌরুষের সিংহটা গর্জন করে ওঠে। বংশী জানে সময় ওর ই পক্ষে, সবকিছুই ধীরে ধীরে সুপ্রতীকের বিরুদ্ধে চলে যাচ্ছে। বংশী ততক্ষন মালার দিকে তাকিয়ে থাকে ঠিক যতক্ষণ মালাকে দেখা যায়। এদিকে উদ্বিগ্ন মালা একবারের জন্য ও এই কুনজর খেয়াল করেনি, যদি খেয়াল করত তাহলে ঠিক ই বুঝে যেত ওর ই বাড়ীর মধ্যে লুকিয়ে আছে কোনোএক মীরজাফর।
মালার কিছুতেই আর বাগানে থাকতে মন চায়না। হথাত ই যেন বাগানের সতেজ ফুলগুলো শুকিয়ে যায়, বাগান ছেড়ে সমস্ত পাখি নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। মালা অন্দরমহলের ভেতরের ঘরে একটা আরাম কেদারা নিয়ে বসে পড়ে। বাইরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। মালা বোঝে তার মনের রাজকুমারের ভেতরে প্রবেশ করার সময় হয়েছে। আজ মালা অভিমান দেখাবে রাগ দেখাবে, ও জানে সেই অধিকার ওর আছে। সুপ্রতীক রাজা গোটা পৃথিবীর কাছে কিন্তু মালার কাছে শুধুই প্রেমিক প্রিয়জন। মালা দরজার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকায়। সুপ্রতীক অন্দরমহলে প্রবেশ করছে। অন্দরমহলে প্রবেশপথেই প্রথমে পরে মালা ও সুপ্রতীকের নির্ভেজাল প্রেমের প্রতীক ওই সাজানো সুন্দর বাগানটা। ভেতরে প্রবেশ করেই সুপ্রতীক বাগানের দিকে তাকায়, মুখের সেই মিষ্টি হাসি, মনের মধ্যে তৈরি হওয়া সুতীব্র প্রেমের গহন কোথায় যেন হারিয়ে যায়। সুপ্রতীকের মুখটা প্রচণ্ড ফ্যাকাশে হয়ে ওঠে। মালার ও হৃদয়টা কেঁদে ওঠে, প্রিয়তমর এই কস্তটা মালার পক্ষে সহ্য করা খুব ই কঠিন ছিল। মালা যেন মনে মনে বলে ওঠে “পাও তুমি যত ইচ্ছে কষ্ট পাও, তবু আমি তোমায় ফিরিঙ্গীদের সাথে যুদ্ধ করতে দেবনা”
কি সুবীরবাবু রুপকথা মনে হচ্ছে তাইতো? সুবীরবাবু কারুর জীবন ই রুপকথা হয়না। আপনার আর মালতী দেবীর জীবন ও নয়। সুবীর বাবু কোনও উত্তর দেন না, শুধু একাগ্র মনে সত্য বাবুর গল্প শুনতে থাকেন।
[+] 1 user Likes manas's post
Reply


Messages In This Thread
RE: অভিশপ্ত ডায়েরী by subha chatterje completed - by manas - 19-01-2019, 09:28 AM



Users browsing this thread: 1 Guest(s)