Thread Rating:
  • 12 Vote(s) - 3.42 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery অভিশপ্ত ডায়েরী by subha chatterje completed
#43
তৃতীয় খণ্ডঃ



পর্ব ১- অশরীরীঃ

সুবীর বাবুঃ (কিছুটা গম্ভীর ভাবে) কিরে মানব কেমন আছিস?
মানব বাবুঃ (ফোনের ওপর প্রান্ত হতে) আমি ভালো আছি, তোরা ভালো আছিস তো?
সুবীর বাবুঃ মানব আমাদের এই ফ্ল্যাট টায় খুব অসুবিধা হচ্ছে। রূপসা আর তিলোত্তমা খুব মন খারাপ করছে। ওরা আর ১০-১৫ দিনের ই মধ্যে চলে যাবে। ততদিন যদি তুই...
মানব বাবুঃ ওটা তোর ই বাড়ী সুবীর। আমি চিরকাল ওটাকে তোদের ই বাড়ী ভেবে এসেছি। আমি চাবি নিইনি, ঘরটা খুলে দেখিও নি একবার ও। তোরা আজ ই চলে আয়। আর চিন্তা করিস না, আমি এখন অনেক অনেক দূরে। আমার সাথে হয়ত তোদের কারুর ই আর দেখা হবেনা।
সুবীর বাবুঃ তুই বিশাল উপকার...
ওপাশ থেকে পিপ পিপ করে শব্দ ভেসে আসলো। অর্থাৎ মানব ফোন তা কেটে দিল। সুবীর বাবু চরম হতাশায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন। মালতী দেবী কিছুটা দূর থেকে সব ই দেখছিলেন, উনি এগিয়ে এলেন। সুবীর বাবুর কাঁধে হাত রেখে বললেন
মালতী দেবীঃ সব আমার ই জন্য হোল। জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু সত্যি কেউ আছে যে সবসময় আমার পাশে পাশে ঘোরে। কখনো আমার কোমর টা জড়িয়ে ধরে কখনো আমার গালে চুমু খায়।
সুবীর বাবু অবাক হয়ে তাকিয়ে থাকলেন মালতী দেবীর দিকে। উনি কি বলবেন মালতী দেবীকে উনি নিজেই তো কিছুক্ষন আগে এরকম ই একটা ঘটনার সাক্ষী হয়েছেন। হয়ত ডায়েরি টা চায় যে ওনারা সেলিমতলার সেই পুরনো বাড়ীটায় আবার ফিরে যান। মনে মনে ঠিক করলেন মালতী দেবীকে কিছুই বলবেন না। যা হচ্ছে তা হোক, ঠিক ই একদিন এই অভিশপ্ত অবস্থার বাইরে ওনারা বেড়িয়ে আসবেন। সুবীর বাবু আবার একটা ফোন করেন। মালপত্র সব নিয়ে যেতে হবে, অন্তত ৩ টে গাড়ী চাই। সুবীর বাবু সবার দিকে তাকিয়ে রেডি হয়ে যেতে বলেন। আজ ই ওনারা বাড়ী তা চেঞ্জ করবেন। সময়মত গাড়ী চলে আসে, ওনারা খাওয়া দাওয়া সেরে সমস্ত মালপত্র নিয়ে বেড়িয়ে পড়েন। সেলিমতলার বাড়ীতে পৌছাতে প্রায় বিকেল ৫ টা বেজে যায়। মনিশ বাবুর থেকে বাড়ীর চাবিটা আনতে যান। মনিশ বাবু বলেন
মনিশ বাবুঃ আরে সুবীর বাবু যে। আচ্ছা মানব বাবুর কোনও খবর জানেন? বহুদিন হয়ে গেলো দেখা সাক্ষাত নেই। ফোন করলেও সুইচ অফ বলে।
সুবীর বাবুঃ হ্যাঁ মনিশ বাবু আমাদের নতুন ফ্লাট টা ভালো লাগছিল না। ওটা ভাড়া দেবো ঠিক করলাম। এখানে অনেক ভালো ভাবে থাকা যায়। না আমার তো মানবের সাথে এই কিছুক্ষন আগেই কথা হোল। ও বলল যে অনেক দূরে আছে।
সুবীর বাবু চাবি টা নিয়ে আবার বাড়ীর দিকে আসতে শুরু করেন। রাস্তায় সাইদুলের সাথে মুখোমুখি। প্রচণ্ড ঘেন্না লাগে ছেলেটার প্রতি। গরিবের ছেলে ভেবে ওকে কতই না মায়া দয়া করেছে আর ওই কিনা ওনার স্ত্রী এর দিকে নোংরা চোখে তাকিয়েছে।
সাইদুলঃ আরে দাদা, কবে এলেন। কাল থেকে দুধ দিচ্ছি তাহলে।
সুবীর বাবু শুধু “হ্যাঁ” এই শব্দ টা করে চলে গেলেন। সাইদুল অতকিছু বুঝলনা। ও শুধু এটাই জানল যে সুবীর বাবুরা ফিরে এসেছেন সুতরাং এই মুহূর্তেই রাজুকে খবর টা দেওয়া উচিত। ১-২ মিনিটের মধ্যেই রাজুর কাছে সমস্ত খবর চলে গেলো। রাজু আর সাইদুল আবার সেই দেওয়ালের পেছনের ফাঁক টা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখতে শুরু করল। হ্যাঁ মালতী, রূপসা ও তিলোত্তমা তিন জনেই এসেছে। রাজুরা ওখান থেকে উঠে যায়, ওদের এই মুহূর্তেই নতুন কোনও প্লান বানাতে হবে। এবার আর ব্যর্থ হলে চলবে না।
এক দু ঘণ্টার মধ্যেই বাড়ীতে সব মালপত্র ঢোকানো হয়ে যায়। লেবার রাও টাকা নিয়ে চলে যায়। রূপসা ও তিলোত্তমা যে যার নিজের নিজের রুমে চলে যায়। সুবীর বাবু পরিশ্রান্ত হয়ে উঠোনে দাঁড়িয়ে থাকেন। মাত্র ১২ টা ঘণ্টার মধ্যে ওনার জীবনের প্রতিটি সাজানো গোছানো জিনিস কেমন যেন এলোমেলো হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখেন কালো মেঘ করেছে আকাশে। এক্ষুনি হয়ত ঝড় আসবে। কিন্তু যে ঝড় ওনার জীবনে ও সংসারে আসতে চলেছে তা উনি কি করে মোকাবিলা করবেন। সংসারের অনেক ঘটনাই ওনার অজানা ছিল কিন্তু আজ সত্য বাবুর মুখ থেকে সেই প্রতিটি ঘটনাই উনি জানতে পারেন। যে সুব্রত কে উনি নিজের ছোট ভাইএর মত স্নেহ করতেন সেও কিনা মালতীর শরীরের দিকে কুনজর দিয়েছে। সাইদুল রাজু এদের ও বা সুবীর বাবু কিকরে ভুলে যাবেন। আর মানব, যে কিনা এই পরিবারের ই একটা অঙ্গ ছিল সেই মালতী কে একবার ছোঁয়ার জন্য এতো বড় একটা চক্রান্ত করেছিল। সুবীর বাবুর আসতে আসতে সেই রাতের প্রতিটা কথা মনে পড়ে যায়। মালতী দেবীর উলঙ্গ শরীর তা সুবীর বাবুর সামনেই লুকিয়ে লুকিয়ে দেখা থেকে সুবীর বাবুর সাথে নিজের পোশাক পরিবর্তন করা। কিন্তু মালতী... একবার মনে মনে বলে ওঠেন মালতী কেন সমস্ত ব্যাপারটা আমার থেকে লুকিয়ে গেলো। সমস্ত রাগ গিয়ে পড়ে মালতী দেবীর ই ওপর। এই রাগ সঙ্গত ছিল। কত কষ্ট করে সুবীর বাবু ও মালতী দেবী এই সংসার তা গড়ে তুলেছেন, দুজনের কেউ ই নিজেকে কখনো অসহায় মনে করেনি। কিন্তু আজ সুবীর বাবু প্রচণ্ড অসহায়। কেন মালতী এতটা দূরে সরে গেলো? এই একটাই প্রশ্ন ওনার মনে বারবার করে আসতে লাগলো। পেছন থেকে এসে হথাত মালতী দেবী ওনাকে জাপটে ধরলেন। এই স্পর্শ তা আজ আর সুবীর বাবুর মনে কোনও তৃপ্তি ই দিচ্ছেনা। উনি একবার ও ঘুরে দেখলেন না।
মালতী দেবীঃ কি গো আমার ওপর রাগ করেছ না? আমি জানি আমার ওপর রাগ করেছ। আমি একটাও মিথ্যে কথা বলিনি, আমায় বিশ্বাস কর। সত্যি ওই ফ্ল্যাট টায় ভুত আছে। কেউ আমায় পেছন থেকে জড়িয়ে ধরে, আমার গালে চুমু খায়। সবসময় যেন একটা গভীর ঘন নিশ্বাস আমার কাঁধের ওপর পড়ে।
সুবীর বাবুঃ (প্রচণ্ড গম্ভীর ভাবে) ভুত তুমি দেখনি মালতী। ভুত কি হয় তার আতঙ্ক কি হয় তুমি জাননা।
মালতী দেবীঃ (কিছুটা ইয়ার্কির ছলে) এমনভাবে বলছ যেন তুমি কত ভুত দেখেছ। আমি জানি তুমি বিশ্বাস করতে পারছনা।
সুবীর বাবুঃ (প্রচণ্ড অবজ্ঞ্যার ছলে) বিশ্বাস করতেও চাইনা। তুমি জানো আজ আমায় ঠিক কতটা অপমানিত হতে হোল। মানব আমার ফোন তা কেটে দিল, পুরো কথাটা শুনল ও না। আর কতদিন, আর কতদিন আমি এভাবে অন্যের দয়ায় বাঁচব। লোক আমায় দেখে হাসে মজা করে।
মালতী দেবি কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান। উনি আশাও করেননি যে ওনার স্বামী এরকম ভাবে ওনাকে প্রত্তুত্তরে জবাব দেবেন।
মালতী দেবীঃ ঠিক আছে তুমি বিশ্বাস করোনা। আমিও তোমায় বিশ্বাস করাতে যাবনা। তুমি বাবা হিসেবে একজন গবেষক হিসেবে যতটা ভালো একজন স্বামী হিসেবে ঠিক ততটাই উদাসীন।
সুবীর বাবুর মাথা গরম হয়ে যায়। মাথায় আগুন জ্বলতে থাকে। এক তো মালতী দেবী ওনার থেকে সব ই লুকিয়েছে তার ওপর আবার স্বামী হিসেবে ওনার কর্তব্য বোধ নিয়ে ওনাকে কটাক্ষ করছেন।
সুবীর বাবুঃ স্বামী হিসেবে আমি কেমন তা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। যে চিরকাল শুধু কিকরে একটু সুখ পাওয়া যায় সে কথা ভেবে গেলো, সে কি করে দায়িত্ব কর্তব্য নিয়ে বুঝবে।
কথাটা তো রাগের মাথায় সুবীর বাবু বলে ফেললেন, কিন্তু পরমুহুরতেই বুঝতে পারলেন, বিশাল এক ভুল হয়ে গেছে। এটা বলা সত্যি ই উচিত হয়নি। আজ উনি ও ওনার পরিবার যেখানে দাঁড়িয়ে আছেন তার পেছনে মালতী দেবীর আত্মত্যাগ উনি কিছুতেই অস্বীকার করতে পারেন না। মুহূর্তের মধ্যে বুঝতে পারেন, ভুল করে ফেলেছেন, বিশাল একটা ভুল। পেছন ঘুরে দেখেন মালতী দেবীর চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। সুবীর বাবু আর নিজেকে শান্ত রাখতে পারেন না, মালতী দেবীর দুহাত জড়িয়ে ধরেন।
সুবীর বাবুঃ ভুল হয়ে গেছে মালতী, বিশাল একটা ভুল। আমি কেন এরকম বলে ফেললাম নিজেও জানিনা। আমায় ক্ষমা করে দাও। এটা আমার মনের কথা নয়। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি।
কিন্তু হয়ত অনেক অনেক দেরি হয়ে গেছে। মালতী দেবীর কানে তখন আর কোনও কথাই ঢুকছে না। চোখের সামনে ভেসে উঠছে বিয়ের পর থেকে আজ অবধি ঘটে যাওয়া প্রতিটি ঘটনা। মাথাটা কেমন ঝিম ঝিম করছে। এদিকে সুবীর বাবু নিজের ভুল স্বীকার করেই চলেছেন আর বুঝিয়েই চলেছেন যে ওনার ভুল হয়েছে এটা মনের কথা নয়। বহুকষ্টে মালতী দেবী নিজের চোখের জল মোছেন ও স্বাভাবিক হন।
মালতী দেবীঃ না কোনও ব্যাপার নয়। তুমি ভেতরে গিয়ে বস। এখানে ঠাণ্ডা লেগে যাবে।
সুবীর বাবুঃ ঠিক আছে আমি ভেতরে যাচ্ছি। কিন্তু মালতী তুমি আমায় ভুল বুঝবে না। তুমি আমায় চেন। তুমি জানো এরকম কথা কখনই আমার মুখ দিয়ে বেরতে পারেনা। ভুল মানুষ মাত্রেই হয়, আমার ও হয়েছে।
মালতী দেবী চুপ করে দাঁড়িয়ে থাকেন ওখানে। নারীর অভিমান বড্ড কঠিন ও অনমনীয়। যতই হোক মালতী দেবীও একজন নারী। সুবীর বাবু আসতে আসতে ভেতরের দিকে যেতে থাকেন।
হথাত মালতী দেবী “ওমা” বলে চিৎকার করে ওঠেন। সুবীরবাবু পেছন ফিরে দৌড়ে যান মালতী দেবীর কাছে। মালতী দেবী চোখ বন্ধ করে আছেন। আসতে আসতে উনি আবার চোখ খোলেন
সুবীর বাবুঃ কি হয়েছে মালতী? শরীর খারাপ লাগছে? চলো ভেতরে চলো। আর এখানে দাঁড়াবে না। চলো ভেতরে চলো।
সুবীর বাবু কিছুটা জোর করেই ওনাকে ভেতরে নিয়ে গেলেন। মালতী দেবী নিজেকে শান্ত করে রান্না ঘরে ঢুকলেন। ঠিক কি ঘটে চলেছে ওনার সাথে তা উনি কাউকেই বোঝাতে পারবেন না। সত্যি ই কি কোনও অলৌকিক ঘটনা কোনও আত্মা নাকি শুধুই ওনার মনের ভুল। উনি নিজেও জানেন মানসিক ধাক্কা একটা ওনার লেগেছে, কিন্তু তার জন্যই কি এতকিছু। ফ্ল্যাটে যখন স্নান করার সময় ঘন নিশ্বাস খোলা পিঠের ওপর পড়ছিল উনি একবার পেছন ঘুরে তাকালেন, কিন্তু কেউ ছিলনা। তারপর হথাত করেই পুরো বাথরুম জুড়ে মদের তীব্র গন্ধ ছেয়ে গেলো। এই গন্ধটা ওনার অতি পরিচিত, ঠিক সেই রাতে মানব বাবুর মুখ থেকে বা তার জাস্ট আগেরদিন সুবীর বাবুর মুখ থেকে যে গন্ধটা পেয়েছিলেন ঠিক সেটাই। মালতী দেবীর মনে পড়ে গেলো গতকাল সুবীর বাবুর সাথে সঙ্গমের কথা, হথাত ই সুবীর বাবুকে মানব বাবু মনে করে এক কল্পনা করে ফেলা। তাহলে কি এগুলো শুধুই ওনার মনের ভ্রম, উনি কি শুধু এসব কল্পনা করে চলেছেন। মালতী দেবী গভীর ভাবে ভাবতে শুরু করলেন।
হথাত ই আবার কেউ ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সেই উগ্র মদের গন্ধটা আবার ওনার চারপাশে ভনভন করতে লাগলো। প্রথমে একটু চমকে গেলেও ঠিক করেন এবার আর কোনও আওয়াজ করবেন না। চুপ করে সব সহ্য করবেন আর লক্ষ্য করবেন। একটা কোমল শীতল হাত পেছন থেকে ওনার কোমর টা জড়িয়ে ধরে, আঙুল গুলো আসতে আসতে নাভির কাছে গিয়ে লাট্টুর মত ঘুরতে থাকে। দুটো শুষ্ক কড়া ঠোঁট ঘাড়ের ওপর ক্রমাগত উষ্ণ চুম্বন করতে থাকে। মালতী দেবীর ও শরীরে স্পন্দন শুরু হয়, এই স্পন্দন তীব্র কাম আকাঙ্খার। ঠোঁট গুলো ঘাড় পেরিয়ে ক্রমাগত গালের দিকে ও হাত দুটো ক্রমাগত নাভি ছাড়িয়ে বুকের দিকে হাঁটতে শুরু করে। একটা হাত মালতী দেবীর মুখটা পেছন দিকে আলতো করে ঘোরাতে শুরু করে। মালতী দেবীও সজাগ হয়ে চোখ দুটো খুলে রাখেন, ভয়ে হৃৎপিণ্ডতে কম্পন শুরু হয়। চোখের সামনে ভাসমান হয় সেই অশরীরী, হয়ত মালতী দেবী জোরে চেঁচিয়ে বলতে চেয়েছিলেন “একি মানব দা তুমি” কিন্তু সেই সুযোগ উনি পেলেন না। দুটো ঠোঁট ভীষণ ভাবে ওনার দুই ঠোঁটের ওপর অধিকার গ্রহন করে। যখন ছাড়া পেলেন চোখের সামনে কেউ নেই। শুধু মিষ্টি উগ্র মদের গন্ধ টা সামনে থেকে আসতে আসতে সরে যাচ্ছে। মালতী দেবী নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না, সত্যি ই কি উনি মানব দা কেই দেখলেন নাকি অন্য কেউ নাকি এটা ওনার মনের ভুল। ওখানে দাঁড়িয়ে উনি ভয়ে কাঁপতে লাগলেন। না সুবীর বাবুকে এব্যাপারে কিছুই বলবেন না, কাউকেই কিছু বলবেন না।
[+] 1 user Likes manas's post
Reply


Messages In This Thread
RE: অভিশপ্ত ডায়েরী by subha chatterje completed - by manas - 19-01-2019, 09:21 AM



Users browsing this thread: 1 Guest(s)