19-01-2019, 12:49 AM
৭)
একটা সিগাল আমার এক হাত দুরত্বের মধ্যে ডানা ঝাপটে উড়ে যাওয়াতে আমার সম্বিত ফিরল। দিগন্তের বুক চিড়ে সোনালী সূর্যের অপূর্ব ছটা আটলান্টিক এর জলে ছবি একে দিয়েছে যেন। ঢেউ এর সাদা ফেনা, স্বছ জল আর বালি মিশে সে এক অপরূপ ক্যানভাস। ইস পূর্বা জানেওনা যে ও কি মিস করছে। বীচে গুটিকয় লোক এসে জড় হয়েছে এদিক ওদিক। কিছু লোক এখুনি জলে নেমে সার্ফিং শুরু করে দিয়েছে। আমি প্যান্ট থেকে বালি ঝেরে উঠে দাঁড়ালাম। হাঁটা শুরু করার আগেই টং টং করে এসএমএস এল।
ঘরে ঢুকে দেখলাম পূর্বা কম্বল এর তলা থেকে শুধু মুখ টা বের করে আমার দিকে পিট পিট করে তাকিয়ে আছে।
“জাস্ট ল্যান্ডেড”, অনেক গুলো স্মাইলি দেওয়া ম্যাসেজ অ্যালান এর। ওর ফ্লাইট এসে গেছে। আর আধ ঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে এসে যাবে রিসোর্ট এ। আমি রিপ্লাই তে আমাদের রুম নাম্বার টা দিয়ে আবার জগ করা শুরু করলাম। পূর্বা কে ঘুম থেকে তুলে রেডি করাতে হবে। ওর আগামি সাত দিনের মালিক এসে গেছে ওর কাছে আরও গভীর আলাপচারিতার জন্যে।