Thread Rating:
  • 19 Vote(s) - 2.95 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
একান্ত গোপনীয়
তনু আগ বাড়িয়ে বলতে গেছিল, ‘আরে না না, তোকে চেপে যাবো কেন?’ পার্থ ওকে থামিয়ে দিল। আমাকে বলল, ‘বলতে দে আমাকে। আসলে কি জানিস তুই তোর এই কোম্পানি ছেড়ে যে কোম্পানিতে জয়েন করেছিলি সেই কোম্পানিতে আমিও জয়েন করেছিলাম। তোদের কোম্পানিতে দেরি হচ্ছিল দেখে আমার ভালো লাগছিল না। প্রথমত বাইরে থাকা। জয়েন করার পর তোকে খবর দিই নি এই কারনে হয়তো তুই ভাবতে পারিস যে আমি তোর দেখাদেখি জয়েন করেছি। কিন্তু ওই কোম্পানিতে যেভাবে কাজ হয় তাতে ভালো লাগে নি আমার ওই কোম্পানিতে থাকতে। সুযোগ খুঁজছিলাম অন্য কোথাও যাওয়া যায় কিনা, ইতিমধ্যে তোর কোম্পানি থেকে ডাক দিল। হয়েও গেল। ভাবলাম বললে এ কথা ও কথায় এই কোম্পানির ব্যাপারটা বেড়িয়ে পরবে, তাই ওই ভয়ে তোকে আর খবর দিই নি। ভেবেছিলাম যখন তুই জানতে পারবি তখন কষে খিস্তি দিয়ে নিস। তাহলে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি দীপ তোকে খবর না দিতে পারার কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছিল। এখন অনেক হালকা জানিস?’ আমি তনুর দিকে তাকিয়ে বললাম, ‘এই একটা মেয়ে যে আমাকে কোন কিছু লুকিয়ে রাখে নি সেও পর্যন্ত চেপে গেছে খবরটা। এটাই আমার খুব খারাপ লেগেছিল। আরও খারাপ লেগেছিল এটা ভেবে যদি প্রেসিডেন্ট জিজ্ঞেস করতো যে আমি জানি কিনা, আমাকে বলতে হতো যে না আমি জানি না। তখন উনি যদি বলতেন একি তোমার বন্ধু, তুমি বললে অথচ ওরা তোমায় বলল না, এটা আবার কি ধরনের বন্ধুত্ব? যাই হোক সেরকম কিছু হয় নি বলে বেঁচে গেছি।‘ তনু মাথা ঝেরে বলল, ‘নারে দীপ সত্যি আমার খুব বাজে লাগছে।‘ আমি বললাম, ‘তাহলে শাস্তি নে।‘ তনু আবার এক পেগ করে সবার গ্লাসে ঢেলে বলল, ‘বল কি শাস্তি দিবি?’ আমার কি সাহস বেড়ে গেল, আমি বললাম, ‘তাহলে আমাকে চুমু খা।‘ তনু ঘাবড়ে বলল, ‘যাহ্*, এটা আবার কি শাস্তি?’ পার্থ বলল, ‘শুয়োর, ওটা আমার বউ রে। তোর কি নেশা হয়ে গেছে?সত্যি বোধহয় আমার নেশা হয়ে গেছিল। আমি উত্তর দিলাম, ‘শালা, নেশা মাড়াচ্ছ। এই দ্যাখ তোর বউয়ের গায়ে হাত দিলাম।‘ বলে তনুর হাত কাঁটা নাইটির বগলে হাত দিয়ে তনুকে আমার কোলে টেনে নিলাম। তনুর বগলের চুল ঘামে ভেজা। গরম তো পরেইছিল, তার উপর মদের গরম। বগল তো ভেজা থাকবেই। তনু কাত হয়ে আমার কোলে পরে গেল। হাসতে হাসতে বলল, ‘দেখ পার্থ, দীপ ব্যাটার মনে হচ্ছে নেশা হয়ে গেছে।‘ পার্থ মুখে মদের গ্লাস উল্টে দিয়ে বলল, ‘শালা দীপের নেশা হয়েছে। আর তোমার? দীপ টানল, তুমি উল্টে পরে গেলে?’ তনু আমার কোলেই শুয়ে রইল। হাসি ঠাট্টার মধ্যে কখন আমরা পুরো বোতল শেষ করে দিয়েছি জানি না। আমি তখনও একটু বাস্তবের মধ্যে রয়েছি। জানি স্নেহা না খেয়ে রয়েছে। আমি ওদের বললাম, ‘এই ওঠ, খাবি না?’ পার্থ বিছানার উপর গা এলিয়ে দিয়ে জড়ানো গলায় বলল, ‘আমার খিদে নেই। তোরা খেয়ে নে।‘ তনুর দিকে তাকাতে তনু বলল, ‘আমারও খিদে নেই। আয় শুয়ে পড়ি।‘ আমি বললাম, ‘আরে কি আশ্চর্য। স্নেহা না খেয়ে রয়েছে। ওকে তো খেতে দিবি?’ তনু বলল, ‘আমার ওঠার ক্ষমতা নেই। তুই পারলে দিয়ে দে।‘
Like Reply


Messages In This Thread
RE: একান্ত গোপনীয় - by Raj1100 - 25-10-2019, 04:10 PM



Users browsing this thread: