24-10-2019, 08:17 AM
মধুমিতাকে এগিয়ে আসতে দেখে, মিনতি ভিজে, প্রায় বিবস্ত্র গায়ে আরো একটু সিঁটিয়ে গেল। মধুমিতা লক্ষ্য করল, মিনতির ফর্সা বালিমাটি রঙের সায়ার নীচে বের হয়ে থাকা পায়ের গোছ দুটোয় হালকা রোমগুলো জল লেগে চামড়ার সঙ্গে লেপ্টে রয়েছে। কাঁধ থেকে দুটো হাতের পুরোটাই দৃশ্যমান; তাতে পুরুষ্টু ডান হাতের দাবনায় একটা রুপোর তাবিজ বাঁধা। দুটো হাতের কব্জিতেই মিনতির শাঁখা-পলা-নোয়া’র বালাতে সধবা-চিহ্ন প্রকট ভাবে বর্তমান। কিন্তু যতই সে দুটো হাত অড়ষ্টের মতো বুকের কাছে চেপে থাকুক না কেন, তার বগলের খাঁজে ডিপ ব্রাউনিশ কোঁকড়ানো চুলের রেখা, আর ভেজা সায়ার তলায় উত্তেজনায় খাড়া হয়ে যাওয়া পীনোন্নত বুকের স্পষ্ট আভাস মধুমিতার চোখ এড়ালো না।
মিনতি আড়ষ্ট গলায় বলল: “আপনি আবার কষ্ট করে উঠে এলেন কেন বউদি? আসলে এই ঘরে আলো নেই তো, তাই সাবান-জল যে পড়েছিল, সেটা দেখতে পাইনি। তার উপর ডাক্তার বলেছে, আমার নাকি চোখে পাওয়ার এসেছে…”
মধুমিতা এগিয়ে গেল মিনতিকে মেঝে থেকে তুলতে। সে ফিল করল, এই ভিজে সায়াটুকু ছাড়া এই মুহূর্তে মিনতির শরীরে আর কোনো আবরণ নেই। তাই বোধহয় মিনতি তাকে দেখে একটু বেশীই সিঁটিয়ে যাচ্ছে। তাছাড়া মধুমিতা গ্রামে শিক্ষকতা করতে গিয়ে জেনেছে, একটু উচ্চ জাতের * -ফ্যামিলিতে মেয়েদের এখনো লজ্জা-শরমের ব্যাপারটা খুব টনটনে। শ্বশুর-দেওর-ভাসুরের সামনে ঘোমটা টানার রীতির এখনও কোথাও-কোথাও বেশ ভালোই চল আছে। সেদিক থেকে দেখলে, মিনতিরাও বেশ আপার-গ্রেডের সিডিউল্ড-কাস্ট; হালদার। সেই জন্যই বোধহয় এতো লজ্জা মেয়েটার।
মধুমিতা মিনতির আড়ষ্টতা অগ্রাহ্য করে, তার তাবিজওয়ালা ডান হাতের দাবনাটা ধরল: “উঠতে পারবে এবার?”
মিনতি খুব কষ্ট করে লেংচে, অথচ দাঁত দিয়ে নিজের সায়াটাকে প্রাণপণে বুকে জাপটে উঠে দাঁড়ালো। সেদিকে খেয়াল করে মধুমিতা বলল: “চোখে পাওয়ার, তো চশমা পড়ো না কেন?”
মিনতি কোনোমতে একটা দরজার পাল্লা ধরে, টাল সামলে চোখ নীচু করে লাজুক হাসল: “আপনাদের সামনে চশমা পড়তে কেমন জানি লজ্জা করে!”
মধুমিতা অবাক হল: “ও মা! এতে লজ্জার কী আছে? চশমা কী গয়না নাকি!… যাইহোক, চলো এখন আমার সঙ্গে। তোমাকে এখন একটা ব্যাথার ট্যাবলেট দি, আর পা-এর ওই যায়গাটায় ভলিনি-স্প্রে একটু দিয়ে দি। এতেও যদি যন্ত্রণা না কমে, তাহলে ডাক্তার দেখিয়ে এক্স-রে করাতে হবে; যদি হাড়ে ফ্র্যাকচার হয় কিছু…”
মিনতি তবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল: “না না, ওসবের দরকার নেই বউদি…”
মধুমিতা চোখ পাকালো: “দরকার নেই মানে!” বলে জোর করে ধরে মিনতিকে নিজের বেডরুমে নিয়ে গেল।
মধুমিতার ঘরের দরজা পর্যন্ত কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে, চৌকাঠের মুখে দাঁড়িয়ে পড়ল মিনতি: “আপনি ওষুধটা হাতে দিয়ে দেন বউদি… এই ভিজে অবস্থায় আর ঘরে ঢুকব না।”
মধুমিতা তবু হাত ধরে মিনতিকে ঘরের মধ্যে টেনে আনল: “আসবে না মানে! আমি বাঘ না ভাল্লুক! আমি কী তোমাকে খেয়ে ফেলব!” বলে, মধুমিতা আলমারি থেকে ওষুধপত্র বের করতে পিছন ফিরল। ঘরের মধ্যিখানে সায়ার খুঁটটা বুকের কাছে ধরে, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল মিনতি।
মিনতি আড়ষ্ট গলায় বলল: “আপনি আবার কষ্ট করে উঠে এলেন কেন বউদি? আসলে এই ঘরে আলো নেই তো, তাই সাবান-জল যে পড়েছিল, সেটা দেখতে পাইনি। তার উপর ডাক্তার বলেছে, আমার নাকি চোখে পাওয়ার এসেছে…”
মধুমিতা এগিয়ে গেল মিনতিকে মেঝে থেকে তুলতে। সে ফিল করল, এই ভিজে সায়াটুকু ছাড়া এই মুহূর্তে মিনতির শরীরে আর কোনো আবরণ নেই। তাই বোধহয় মিনতি তাকে দেখে একটু বেশীই সিঁটিয়ে যাচ্ছে। তাছাড়া মধুমিতা গ্রামে শিক্ষকতা করতে গিয়ে জেনেছে, একটু উচ্চ জাতের * -ফ্যামিলিতে মেয়েদের এখনো লজ্জা-শরমের ব্যাপারটা খুব টনটনে। শ্বশুর-দেওর-ভাসুরের সামনে ঘোমটা টানার রীতির এখনও কোথাও-কোথাও বেশ ভালোই চল আছে। সেদিক থেকে দেখলে, মিনতিরাও বেশ আপার-গ্রেডের সিডিউল্ড-কাস্ট; হালদার। সেই জন্যই বোধহয় এতো লজ্জা মেয়েটার।
মধুমিতা মিনতির আড়ষ্টতা অগ্রাহ্য করে, তার তাবিজওয়ালা ডান হাতের দাবনাটা ধরল: “উঠতে পারবে এবার?”
মিনতি খুব কষ্ট করে লেংচে, অথচ দাঁত দিয়ে নিজের সায়াটাকে প্রাণপণে বুকে জাপটে উঠে দাঁড়ালো। সেদিকে খেয়াল করে মধুমিতা বলল: “চোখে পাওয়ার, তো চশমা পড়ো না কেন?”
মিনতি কোনোমতে একটা দরজার পাল্লা ধরে, টাল সামলে চোখ নীচু করে লাজুক হাসল: “আপনাদের সামনে চশমা পড়তে কেমন জানি লজ্জা করে!”
মধুমিতা অবাক হল: “ও মা! এতে লজ্জার কী আছে? চশমা কী গয়না নাকি!… যাইহোক, চলো এখন আমার সঙ্গে। তোমাকে এখন একটা ব্যাথার ট্যাবলেট দি, আর পা-এর ওই যায়গাটায় ভলিনি-স্প্রে একটু দিয়ে দি। এতেও যদি যন্ত্রণা না কমে, তাহলে ডাক্তার দেখিয়ে এক্স-রে করাতে হবে; যদি হাড়ে ফ্র্যাকচার হয় কিছু…”
মিনতি তবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল: “না না, ওসবের দরকার নেই বউদি…”
মধুমিতা চোখ পাকালো: “দরকার নেই মানে!” বলে জোর করে ধরে মিনতিকে নিজের বেডরুমে নিয়ে গেল।
মধুমিতার ঘরের দরজা পর্যন্ত কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে, চৌকাঠের মুখে দাঁড়িয়ে পড়ল মিনতি: “আপনি ওষুধটা হাতে দিয়ে দেন বউদি… এই ভিজে অবস্থায় আর ঘরে ঢুকব না।”
মধুমিতা তবু হাত ধরে মিনতিকে ঘরের মধ্যে টেনে আনল: “আসবে না মানে! আমি বাঘ না ভাল্লুক! আমি কী তোমাকে খেয়ে ফেলব!” বলে, মধুমিতা আলমারি থেকে ওষুধপত্র বের করতে পিছন ফিরল। ঘরের মধ্যিখানে সায়ার খুঁটটা বুকের কাছে ধরে, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল মিনতি।