18-01-2019, 11:49 AM
পর্ব ৩- মনের কলঙ্কঃ
সুবীর বাবুর পেট এমনিতেই ভরে ছিল। তাই বেশি কিছু না খেয়ে উনি উঠে পড়লেন। হাত ধুয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করতে শুরু করলেন। দ্রুত নিজের জামা প্যান্ট তা ছেড়ে দিয়ে গেঞ্জি আর বারমুন্দা পড়ে শোয়ার জন্য রেডি হয়ে গেলেন। আজ সুবীর বাবুর মনে আগুন জ্বলছে। যেভাবে হোক আজ মালতী দেবীর মন ঠিক করে ওনাকে আনন্দ দিতে হবে। সুবীর বাবু বাথরুম এর কাছটায় এসে দাঁড়ালেন। মালতী দেবী তখন বাসন মাজতে ব্যস্ত, ওনার হলুদ সাড়ী আর সবুজ ব্লাউজ তা হাঁটুর অনেকটাই ওপরে ওঠানো। এক দর্শনেই সুবীর বাবুর শরীর তা ভেতর থেকে গুলিয়ে উঠল, ইচ্ছে করল এক্ষুনি গিয়ে পিছন থেকে জাপটে ধরে ওই ফর্সা নধর শরীর টা চটকে লাল করে দিতে। কিন্তু না ঘরে মেয়েরা আছে। এইভেবেই উনি নিজেকে শান্ত করলেন।
সুবীর বাবুঃ মালতী প্লিজ বেশি দেরি করোনা আমার তোমার সাথে অনেক কথা আছে।
মালতী দেবী পেছন ঘুরে দেখলেন একবার, সেই সাদা গেঞ্জি আর নিল বারমুন্দা টা দেখে ওনার মাথাটা হথাত করেই ঘুরে গেলো। কোনরকমে নিজেকে সামলে নিয়ে উনি একটু হেসে জবাব দিলেন
মালতী দেবীঃ আমার জাস্ট ৫ টা মিনিট লাগবে। বাস বাসন গুলো একটু ধুয়ে দি আমি আসছি। তুমি গিয়ে সুয়ে পর আমি আসছি।
সুবীর বাবুঃ প্লিজ মালতী একটু তাড়াতাড়ি কর। তুমি সব ই বোঝো। প্লিজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর।
মালতী দেবি শুধু একটু হেসে সম্মতি জানালেন। সুবীর বাবু আবার ভেতরে ঢুকে গেলেন আর মালতী দেবী আবার বাসন মাজায় মন দিলেন। সুবীর বাবু ভেতরে যাওয়ার পর ওনার মাথাটা আবার ঘুরতে শুরু করল। মালতী দেবী চোখ টা বন্ধ করে নিলেন। হথাত ওনার কানের সামনে একটা দীর্ঘশ্বাস, মদের তিব্র গন্ধ... ঠিক যেন পুরুষ মানুষের শরীরের উত্তেজনা। উনি কোনরকমে চোখ টা খুললেন। মালতী দেবী নিজেও খুব ভালো করে জানেন শত চেষ্টা করেও উনি সেই রাতের কথাটা কিছুতেই ভুলতে পারছেন না। আসল কথাটা প্রকৃত কষ্ট টা উনি কাউকেই বোঝাতে পারছেন না। উনি নিজেকে বহুবার বুঝিয়েছেন, মানব বাবুর ব্যাপারে মনে একটা চরম ঘ্রিনা নিয়ে এসেছেন। কিন্তু উনিও জানেন না কেন ঠিক শুতে যাওয়ার আগে বা বাড়ীতে একা থাকলে বা বাথরুম এ স্নান করার সময় উনি সেই ১০ টা মিনিটের প্রতিটি স্পর্শ কে অনুভব করতে পারেন। যতবার ই এরকম হয় উনি নিজের মনের প্রতি ঘ্রিনা বোধে আর পাপ বোধে নিজেকে চরম ভাবে বিদ্ধ করেন। ওনার মনে প্রতিটি মুহূর্তে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কেন এরকম হচ্ছে? আমার তো সমস্ত ব্যাপার টা ঘ্রিনার চোখে দেখা উচিত অথচ কেন আমার শরীরে শিহরন হয়। মালতী দেবীর ও আর বাসন মাজতে ইচ্ছে করছিলনা। উনি বাথরুম এর সামনে থেকে উঠে এসে বারান্দায় দাঁড়ালেন, জানলা দিয়ে তখন ফুরফুর করে দক্ষিনের হাওয়া আসছিল।
মালতী দেবী জানলার পাশে দাঁড়িয়ে একবার নিচের দিকে দেখলেন। ওনার মনে পড়ে গেলো সুবীর বাবুর কথা। মনে মনে একবার বললেন সত্যি ওই সরল মানুষ টা তো কারুর কোনও ক্ষতি করেনি। কেন ওই লোক টা কষ্ট পাচ্ছে। মালতী দেবীর মনটা মুহূর্তের মধ্যে কেঁদে উঠল। একদম নিচেই একটা ফুটপাথে একটা ফামিলি থাকে। মালতী দেবী একবার রাস্তার ওপর তাঁবু খাটানো ঘরটার দিকে তাকালেন। ৪ জোড়া পা তখন সাপের মত একে অপরকে জড়িয়ে ধরছে। ওই মেয়েটার সাথে মালতী দেবী একদিন কথা বলেছেন, ওর নাম চাঁপা, ওর বর রোজ মদ খেয়ে আসে, প্রথমে খুব মারে তারপর আদর করে। মালতী দেবী তা জানেন, উনি রোজ ওখান থেকে তা দেখেন। মালতী দেবীর শরীরে কাপুনি শুরু হোল। উনি জানেন এই কাপুনি শরীরের খিদে আর কিছুই নয়। জোরে শ্বাস নিতে নিতে একবার বুক থেকে কাপড় তা সরালেন আর দু তিন পাক ঘুরিয়ে কাপড় তা খুলে ওখানেই ফেলে দিলেন। নিচের দিকে তাকিয়ে হয়ত নিজের বুকটার দিকে একবার দেখে নিলেন। একটা দুটো এভাবে ব্লাউজের সব গুলো হুক খুলে কাধের দুপাশ দিয়ে ব্লাউজ তা খুলে নিচে ফেলে দিলেন। আসতে আসতে সায়ার দড়ি তা খুলে সায়া তা এক হাত দিয়ে ওপরের দিকে তুলে আলতো করে ধরে থাকলেন। মালতী দেবীর চোখ তখন ও নিচের ওই তাবুর দিকে, ভীষণ ভাবে চাঁপা ও ওর বরের শরীর তা এদিক অদিক হচ্ছে। মালতী দেবী জানেন কিছুক্ষন বাদে ঠিক চাপার বরের মত ওনার বর ও ওনাকে ওই একিভাবে আদর করবে। তাই হয়ত কিছুটা মনের ই ভুলে ফিক করে একবার হেসে ফেললেন। আর ওই জানলার সামনে না দাঁড়িয়ে থেকে উনি শোয়ার ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে ঢোকার মুখেই দেওয়ালে একটা আয়না। একবার নিজেকে দেখলেন। মালতী দেবী সাধারনত একটু ছোট সাইজের সায়া পরেন, ওনার দু থাই সম্পূর্ণ ভাবে দেখা যাচ্ছে। নিজের শরীর তা আয়নায় দেখে নিজেই থমকে গেলেন আর কিছুটা লজ্জাই পেয়ে গেলেন। মনে মনে একবার বলে নিলেন তোমায় আজ পাগল করে দেব।
দরজা তা ভেতর থেকে ভেজানো ছিল। মালতী দেবী দরজায় একটা আলতো করে ঠেলা দিলেন, ভেতর তা ঘুটঘুটে অন্ধকার। মনে মনে একবার বলে নিলেন তুমি সত্যি অদ্ভুত এক মানুষ, আলো টাও জালাওনি। মালতী দেবী ভেতরে ঢুকে আগে দরজা তা লক করলেন। এই ঘরটা ওনার কাছে একদম নতুন। উনি জানেন দরজার বাঁদিক টায় সুইচ বোর্ড আছে। কিন্তু এখনো ঠিক করে অভ্যস্ত না হয়ায় উনি দেওয়ালে হাতড়াতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে সুবীর বাবু ওনাকে পিছন থেকে জাপটে ধরলেন, মালতী দেবীর মুখ থেকে সায়ার কাপড় তা খসে গেলো। এখন মালতী দেবীর পুরো শরীর তাই সুবীর বাবুর কন্ট্রোল এ। প্রচণ্ড উত্তেজনায় সুবীর বাবু প্রায় মালতী দেবীর ঘাড়ের ওপর ই চড়ে গেলেন। প্রচণ্ড জন্ত্রনায় মালতী দেবী একটু আওয়াজ করে বোঝাতে চাইলেন। হয়ত সুবীর বাবু তা বুঝলেন ও। উনি মালতী দেবী কে কোলে উঠিয়ে সোজা বিছানায় নিয়ে গিয়ে ফেললেন। পুরো ব্যাপার তা এক মিনিটের ও কম সময়ে ঘটে গেলো। মালতী দেবীর সায়াটা এখন কোমরের ও নিচে নেমে গেছে। প্রচণ্ড ভয়ে মালতী দেবীর বুক টা কাঁপতে লাগলো। ভয়ের কারন টা সুবীর বাবুর কাছে প্রচণ্ড অজানা, আর মালতী দেবী কখনও টা ওনাকে বুঝিয়ে বলতে পারবেন ও না। বাথরুম এর সামনে যখন মালতী দেবীর মাথাটা একটু ঘুরে গেছিল, সেই মদের গন্ধ, ঘন ঘন নিস্বাস শরীর টাকে কামড়ে ধরছিল তখন ও হয়ত উনি এতটা বুঝতে পারেন নি। এই অন্ধকার ঘরটায় উনি একবারের জন্য ও সুবীর বাবুকে ভাবতে পারছেন না। যখন ই ওনার শরীরে সেই অতি পরিচিত পৌরুষের ছোঁয়া লাগছে তখন ই মনে পড়ে যাচ্ছে সেই রাতে চিত হয়ে শুয়ে থাকা মানব দার শরীর টা। কিছুটা ঘেন্না তো রয়েইছে কিন্তু হয়ত তার চেয়েও বেশি যা রয়েছে টা হোল নিষিদ্ধ ভালবাসার উত্তেজনা। আর সেই কারনেই হয়ত সমস্ত ব্যাপার তাই মালতী দেবীর চোখে জলের মত স্পষ্ট হয়ে উঠছে। একবার চোখ টা বন্ধ করে উনি মনে মনে বলেন ভগবান আজ আমায় এতটাই শক্তি দাও যেন কোনরকমেই আমি এই এত বড় পাপ টা না করি। ভগবান হয়ত আছে বা হয়ত নেই, কিন্তু বিধির বিধান কারুর পক্ষেই ভেঙ্গে ফেলা সম্ভব নয়, না মালতী দেবী না সুবীর বাবু কেউ ই নয়। এই ২-৩ তে মিনিট মালতী দেবী বহুকষ্টে চোখ টা বন্ধ করে শুধু নিজের মন টাকে শক্ত করার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন শরীর কে হারিয়ে মন যেন জয়ী হয়। আর সগ্যানে ফিরে যখন উনি আবার নিজের ই সাথে লড়াই এ অবতীর্ণ হলেন ততক্ষনে ওনার সায়া টা শরীর থেকে সরে গিয়ে মাটিতে পড়ে গেছে। একটা শরীর ততক্ষনে ওনার ওপর ঝাঁপিয়ে পড়ে মালতী দেবীর ৫ খানা রিপুকে জাগিয়ে তুলতে চেষ্টা করছে। আর মালতী দেবীর লড়াই এই রিপুর ই সাথে, দাতে দাত চিপে শুধু এটাই উনি বলে যাচ্ছেন একবার যদি আমার মন দুর্বল হয়ে যায় তাহলে আমি বিশাল একটা পাপ করে ফেলব।
এদিকে সুবীর বাবু ১ টা বছর ধরে অভুক্ত। কথায় আছে মুনি ঋষি রা যখন নিজেদের তপস্যা শেষ করে নিজ রমনীর সাথে সঙ্গম লাভ করতেন তখন ভুমিকম্প ও তুফানের জন্ম হত। সুবীর বাবুর আত্মত্যাগ ও কোনও ঋষির চেয়ে কম নয়। একটা ভয় ওনার মধ্যে সবসময় কাজ করত টা হোল এত দিন উনি যৌন জীবন যাপনে অভ্যস্ত ছিলেন না, মালতী দেবী কে ঠিক করে সুখ দিতে পারবেন তো। কিন্তু ওনার নিজের এই ভুল আজ ভেঙ্গে গেছে। উনি জানেন এই মুহূর্তে ওনার শরীরে ঠিক কি পরিমান বল রয়েছে। সুবীর বাবু নিজের সমস্ত জোর দিয়ে মালতী দেবীর মুখ টা একবার এদিক একবার অদিক করে আদর করতে লাগলেন। ওনার দুহাত মালতী দেবীর সুন্দর দুটো দুধ কে প্রচণ্ড জোরে জোরে দলতে লাগলো, মালতী দেবীর একটা থাই কে ওপরের দিকে তুলে নিজের কোমরের ওপর দিয়ে আরেকপাশে রেখে দিলেন। আর বেচারা অসহায় মালতী দেবী লড়েই গেলেন নিজের সাথে। কিন্তু এই অসম লড়াই থামতেই হত। মালতী দেবী হেরে গেলেন। পারলেন না নিজের রিপুগুলোকে আটকাতে। যতই হোক ওনার শরীর ও মানুষের ই আর উনিও অভুক্ত।
মালতী দেবী শুধু চোখ টা বুজে চেষ্টা করলেন প্রতিটা স্পর্শ প্রতিটা আদর কে ভালো ভাবে অনুভব করতে। আর চোখটা বন্ধ হতেই ভেসে উঠল সেই শরীর টা, মানব দার শরীর। এদিকে কোনও এক পুরুষের উত্তপ্ত স্পর্শ ওনার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে তার সাথে যোগ হচ্ছে সেই রাতের স্মৃতি। চোখ টা বন্ধ থাকলেই যা ভেসে উঠছে। মালতী দেবী জানেন ওনার শরীর ও সাড়া দিচ্ছে, হয়ত মনের বিরুদ্ধে গিয়েই, মালতী দেবীর দুই পা একবার ওপরে একবার নিচে ঠিক পাখার মত নড়তে লাগলো, হাত দুটো নিজের অজান্তেই পুরুষ স্পর্শ পাওয়ার জন্য সুবীর বাবুর পিথ টা জড়িয়ে ধরল। মালতী দেবীর মাথাটা তখন ও ঘুরে চলছে। এরকম কখনই হয়নি ওনার সাথে শরীর টা রয়েছে স্বামীর কেনা নতুন এই অভিজাত ফ্ল্যাট টায় কিন্তু মনটা পড়ে রয়েছে সেই সেলিমতলার ছোটো বাড়ী টায়। চোখ বন্ধ করে উনি অনুভব করতে পারছেন সেই রাতের প্রতিটি মুহূর্ত। আসতে আসতে মালতী দেবীর দুই চোখ ঢলে এলো। উনি আর এই জগতে থাকলেন না, শুধু শরীর তাই পড়ে রইল। সকালে যখন ঘুম ভাঙল ওনার উনি সুবীর বাবুর বুকে মাথা গুঁজে শুয়ে আছেন। ওনার খুব ভোরে প্রায় ৪ তের সময় ওঠা অভ্যাস। কতরাতে ঘুমিয়েছেন জানেন না, তাই বহু চেষ্টা করেও কিছুতেই উথতে পারলেন না। তখন ও ওনার শরীরে ভালবাসা পাওয়ার ইচ্ছে টা মরে জায়নি। জিভ টা বার করে সুবীর বাবুর বুকের কাছে নিয়ে গেলেন। জিভ দিয়ে আলতো করে একবার বুকটায় উষ্ণ স্পর্শ করে বলে উথলেন “ওহ মানব দা, তোমার এত কষ্ট, এত একাকিত্ব আমায় একবার বলবে তো। তুমি কি আমার পর মানব দা”। ঠোঁট ও জিভ দিয়ে ক্রমশ আদর করতে করতে আবার বলে উথলেন “কি গো মানব দা কি হয়েছে? বুঝেছি তুমি ওর কথা ভাবছ তো? আচ্ছা আমি যদি রূপসা কে একদিন বেশি ভালবাসি তিলোত্তমা কি রাগ করবে বা তিলোত্তমাকে যদি একদিন বেশি ভালবাসি তাহলে কি রূপসা রাগ করবে? ওরা কখনই রাগ করবে না। ওরা জানে আমি ওদের দুজন কেই সমান ভাবে ভালবাসি। তুমি আর ও তোমরাও তো দুই ভাই। আমি তোমাদের কেও সমান ভাবে ভালবাসি” বলে একটু নিজের অজান্তেই হেসে উথলেন। মুখটা সুবীর বাবুর মুখের কাছে নিয়ে গিয়ে ভালো করে ওনাকে একটা কিস করলেন তারপর চোখ বন্ধ করেই বলে উথলেন “তোমার যখন ই আমায় ভালবাসতে ইচ্ছে করবে চলে আসবে। তোমার বন্ধু কখনও রাগ করবে না। আমি বলছি রাগ করবেনা” হাসি হাসি মুখ করে কিছুটা জোর করেই চোখ টা খুলে একবার মানব দার মুখের দিকে তাকালেন। পাশের জানলা টা দিয়ে তখন ভোরের আলো ভেতরে ঢুকে পড়েছে। মালতী দেবীর আর বুঝতে কোনও অসুবিধা রইলনা যে আজ উনি জীবনের সবচেয়ে বড় পাপ টা করে ফেলেছেন। পাপের চেয়েও বড় হয়ে যেটা ওনার মনে দেখা দিল তা হোল ভয়। বহুক্ষন ধরে উনি সুবীর বাবুর মুখটার দিকে চেয়ে থাকলেন। ভালো করে বোঝার চেষ্টা করলেন যে সত্যি উনি ঘুমাচ্ছেন কিনা, নিজের মন কে এই বলে আস্বস্ত করলেন যে সুবীর বাবু কিছুই শোনেন নি। কোনরকমে নিজেকে সামলে নিয়ে টলতে টলতে বিছানা থেকে নিচে নেমে এলেন। দরজাটা আবার পেছন দিকে বন্ধ করে সোজা পাশের আয়নার সামনে দাঁড়ালেন।
মালতী দেবীর সারা মুখ জুড়ে লাল সিঁদুর ভর্তি। হয়ত কেউ জানবেনা হয়ত সুবীর বাবুও নয়, এই সিঁদুর এর দাগ এই কলঙ্ক কখনই সুবীর বাবুর করা নয় এটা মানব দার ভালবাসা। মানব দার বিশাক্ত, নোংরা একটা ভালবাসার চিহ্ন মালতী দেবীর সারা মুখ জুড়ে ভর্তি। মালতী দেবীর গাল বেয়ে টপ টপ করে চোখের জল পড়তে লাগলো। একবার শুধু ভাবার চেষ্টা করলেন, কেন এরকম হোল। ভাববার চেষ্টা করলেন ঠিক কখন থেকে ওনার মন এই পাপ কাজে লিপ্ত হোল।
সুবীর বাবুর পেট এমনিতেই ভরে ছিল। তাই বেশি কিছু না খেয়ে উনি উঠে পড়লেন। হাত ধুয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করতে শুরু করলেন। দ্রুত নিজের জামা প্যান্ট তা ছেড়ে দিয়ে গেঞ্জি আর বারমুন্দা পড়ে শোয়ার জন্য রেডি হয়ে গেলেন। আজ সুবীর বাবুর মনে আগুন জ্বলছে। যেভাবে হোক আজ মালতী দেবীর মন ঠিক করে ওনাকে আনন্দ দিতে হবে। সুবীর বাবু বাথরুম এর কাছটায় এসে দাঁড়ালেন। মালতী দেবী তখন বাসন মাজতে ব্যস্ত, ওনার হলুদ সাড়ী আর সবুজ ব্লাউজ তা হাঁটুর অনেকটাই ওপরে ওঠানো। এক দর্শনেই সুবীর বাবুর শরীর তা ভেতর থেকে গুলিয়ে উঠল, ইচ্ছে করল এক্ষুনি গিয়ে পিছন থেকে জাপটে ধরে ওই ফর্সা নধর শরীর টা চটকে লাল করে দিতে। কিন্তু না ঘরে মেয়েরা আছে। এইভেবেই উনি নিজেকে শান্ত করলেন।
সুবীর বাবুঃ মালতী প্লিজ বেশি দেরি করোনা আমার তোমার সাথে অনেক কথা আছে।
মালতী দেবী পেছন ঘুরে দেখলেন একবার, সেই সাদা গেঞ্জি আর নিল বারমুন্দা টা দেখে ওনার মাথাটা হথাত করেই ঘুরে গেলো। কোনরকমে নিজেকে সামলে নিয়ে উনি একটু হেসে জবাব দিলেন
মালতী দেবীঃ আমার জাস্ট ৫ টা মিনিট লাগবে। বাস বাসন গুলো একটু ধুয়ে দি আমি আসছি। তুমি গিয়ে সুয়ে পর আমি আসছি।
সুবীর বাবুঃ প্লিজ মালতী একটু তাড়াতাড়ি কর। তুমি সব ই বোঝো। প্লিজ একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর।
মালতী দেবি শুধু একটু হেসে সম্মতি জানালেন। সুবীর বাবু আবার ভেতরে ঢুকে গেলেন আর মালতী দেবী আবার বাসন মাজায় মন দিলেন। সুবীর বাবু ভেতরে যাওয়ার পর ওনার মাথাটা আবার ঘুরতে শুরু করল। মালতী দেবী চোখ টা বন্ধ করে নিলেন। হথাত ওনার কানের সামনে একটা দীর্ঘশ্বাস, মদের তিব্র গন্ধ... ঠিক যেন পুরুষ মানুষের শরীরের উত্তেজনা। উনি কোনরকমে চোখ টা খুললেন। মালতী দেবী নিজেও খুব ভালো করে জানেন শত চেষ্টা করেও উনি সেই রাতের কথাটা কিছুতেই ভুলতে পারছেন না। আসল কথাটা প্রকৃত কষ্ট টা উনি কাউকেই বোঝাতে পারছেন না। উনি নিজেকে বহুবার বুঝিয়েছেন, মানব বাবুর ব্যাপারে মনে একটা চরম ঘ্রিনা নিয়ে এসেছেন। কিন্তু উনিও জানেন না কেন ঠিক শুতে যাওয়ার আগে বা বাড়ীতে একা থাকলে বা বাথরুম এ স্নান করার সময় উনি সেই ১০ টা মিনিটের প্রতিটি স্পর্শ কে অনুভব করতে পারেন। যতবার ই এরকম হয় উনি নিজের মনের প্রতি ঘ্রিনা বোধে আর পাপ বোধে নিজেকে চরম ভাবে বিদ্ধ করেন। ওনার মনে প্রতিটি মুহূর্তে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কেন এরকম হচ্ছে? আমার তো সমস্ত ব্যাপার টা ঘ্রিনার চোখে দেখা উচিত অথচ কেন আমার শরীরে শিহরন হয়। মালতী দেবীর ও আর বাসন মাজতে ইচ্ছে করছিলনা। উনি বাথরুম এর সামনে থেকে উঠে এসে বারান্দায় দাঁড়ালেন, জানলা দিয়ে তখন ফুরফুর করে দক্ষিনের হাওয়া আসছিল।
মালতী দেবী জানলার পাশে দাঁড়িয়ে একবার নিচের দিকে দেখলেন। ওনার মনে পড়ে গেলো সুবীর বাবুর কথা। মনে মনে একবার বললেন সত্যি ওই সরল মানুষ টা তো কারুর কোনও ক্ষতি করেনি। কেন ওই লোক টা কষ্ট পাচ্ছে। মালতী দেবীর মনটা মুহূর্তের মধ্যে কেঁদে উঠল। একদম নিচেই একটা ফুটপাথে একটা ফামিলি থাকে। মালতী দেবী একবার রাস্তার ওপর তাঁবু খাটানো ঘরটার দিকে তাকালেন। ৪ জোড়া পা তখন সাপের মত একে অপরকে জড়িয়ে ধরছে। ওই মেয়েটার সাথে মালতী দেবী একদিন কথা বলেছেন, ওর নাম চাঁপা, ওর বর রোজ মদ খেয়ে আসে, প্রথমে খুব মারে তারপর আদর করে। মালতী দেবী তা জানেন, উনি রোজ ওখান থেকে তা দেখেন। মালতী দেবীর শরীরে কাপুনি শুরু হোল। উনি জানেন এই কাপুনি শরীরের খিদে আর কিছুই নয়। জোরে শ্বাস নিতে নিতে একবার বুক থেকে কাপড় তা সরালেন আর দু তিন পাক ঘুরিয়ে কাপড় তা খুলে ওখানেই ফেলে দিলেন। নিচের দিকে তাকিয়ে হয়ত নিজের বুকটার দিকে একবার দেখে নিলেন। একটা দুটো এভাবে ব্লাউজের সব গুলো হুক খুলে কাধের দুপাশ দিয়ে ব্লাউজ তা খুলে নিচে ফেলে দিলেন। আসতে আসতে সায়ার দড়ি তা খুলে সায়া তা এক হাত দিয়ে ওপরের দিকে তুলে আলতো করে ধরে থাকলেন। মালতী দেবীর চোখ তখন ও নিচের ওই তাবুর দিকে, ভীষণ ভাবে চাঁপা ও ওর বরের শরীর তা এদিক অদিক হচ্ছে। মালতী দেবী জানেন কিছুক্ষন বাদে ঠিক চাপার বরের মত ওনার বর ও ওনাকে ওই একিভাবে আদর করবে। তাই হয়ত কিছুটা মনের ই ভুলে ফিক করে একবার হেসে ফেললেন। আর ওই জানলার সামনে না দাঁড়িয়ে থেকে উনি শোয়ার ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরে ঢোকার মুখেই দেওয়ালে একটা আয়না। একবার নিজেকে দেখলেন। মালতী দেবী সাধারনত একটু ছোট সাইজের সায়া পরেন, ওনার দু থাই সম্পূর্ণ ভাবে দেখা যাচ্ছে। নিজের শরীর তা আয়নায় দেখে নিজেই থমকে গেলেন আর কিছুটা লজ্জাই পেয়ে গেলেন। মনে মনে একবার বলে নিলেন তোমায় আজ পাগল করে দেব।
দরজা তা ভেতর থেকে ভেজানো ছিল। মালতী দেবী দরজায় একটা আলতো করে ঠেলা দিলেন, ভেতর তা ঘুটঘুটে অন্ধকার। মনে মনে একবার বলে নিলেন তুমি সত্যি অদ্ভুত এক মানুষ, আলো টাও জালাওনি। মালতী দেবী ভেতরে ঢুকে আগে দরজা তা লক করলেন। এই ঘরটা ওনার কাছে একদম নতুন। উনি জানেন দরজার বাঁদিক টায় সুইচ বোর্ড আছে। কিন্তু এখনো ঠিক করে অভ্যস্ত না হয়ায় উনি দেওয়ালে হাতড়াতে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে সুবীর বাবু ওনাকে পিছন থেকে জাপটে ধরলেন, মালতী দেবীর মুখ থেকে সায়ার কাপড় তা খসে গেলো। এখন মালতী দেবীর পুরো শরীর তাই সুবীর বাবুর কন্ট্রোল এ। প্রচণ্ড উত্তেজনায় সুবীর বাবু প্রায় মালতী দেবীর ঘাড়ের ওপর ই চড়ে গেলেন। প্রচণ্ড জন্ত্রনায় মালতী দেবী একটু আওয়াজ করে বোঝাতে চাইলেন। হয়ত সুবীর বাবু তা বুঝলেন ও। উনি মালতী দেবী কে কোলে উঠিয়ে সোজা বিছানায় নিয়ে গিয়ে ফেললেন। পুরো ব্যাপার তা এক মিনিটের ও কম সময়ে ঘটে গেলো। মালতী দেবীর সায়াটা এখন কোমরের ও নিচে নেমে গেছে। প্রচণ্ড ভয়ে মালতী দেবীর বুক টা কাঁপতে লাগলো। ভয়ের কারন টা সুবীর বাবুর কাছে প্রচণ্ড অজানা, আর মালতী দেবী কখনও টা ওনাকে বুঝিয়ে বলতে পারবেন ও না। বাথরুম এর সামনে যখন মালতী দেবীর মাথাটা একটু ঘুরে গেছিল, সেই মদের গন্ধ, ঘন ঘন নিস্বাস শরীর টাকে কামড়ে ধরছিল তখন ও হয়ত উনি এতটা বুঝতে পারেন নি। এই অন্ধকার ঘরটায় উনি একবারের জন্য ও সুবীর বাবুকে ভাবতে পারছেন না। যখন ই ওনার শরীরে সেই অতি পরিচিত পৌরুষের ছোঁয়া লাগছে তখন ই মনে পড়ে যাচ্ছে সেই রাতে চিত হয়ে শুয়ে থাকা মানব দার শরীর টা। কিছুটা ঘেন্না তো রয়েইছে কিন্তু হয়ত তার চেয়েও বেশি যা রয়েছে টা হোল নিষিদ্ধ ভালবাসার উত্তেজনা। আর সেই কারনেই হয়ত সমস্ত ব্যাপার তাই মালতী দেবীর চোখে জলের মত স্পষ্ট হয়ে উঠছে। একবার চোখ টা বন্ধ করে উনি মনে মনে বলেন ভগবান আজ আমায় এতটাই শক্তি দাও যেন কোনরকমেই আমি এই এত বড় পাপ টা না করি। ভগবান হয়ত আছে বা হয়ত নেই, কিন্তু বিধির বিধান কারুর পক্ষেই ভেঙ্গে ফেলা সম্ভব নয়, না মালতী দেবী না সুবীর বাবু কেউ ই নয়। এই ২-৩ তে মিনিট মালতী দেবী বহুকষ্টে চোখ টা বন্ধ করে শুধু নিজের মন টাকে শক্ত করার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন শরীর কে হারিয়ে মন যেন জয়ী হয়। আর সগ্যানে ফিরে যখন উনি আবার নিজের ই সাথে লড়াই এ অবতীর্ণ হলেন ততক্ষনে ওনার সায়া টা শরীর থেকে সরে গিয়ে মাটিতে পড়ে গেছে। একটা শরীর ততক্ষনে ওনার ওপর ঝাঁপিয়ে পড়ে মালতী দেবীর ৫ খানা রিপুকে জাগিয়ে তুলতে চেষ্টা করছে। আর মালতী দেবীর লড়াই এই রিপুর ই সাথে, দাতে দাত চিপে শুধু এটাই উনি বলে যাচ্ছেন একবার যদি আমার মন দুর্বল হয়ে যায় তাহলে আমি বিশাল একটা পাপ করে ফেলব।
এদিকে সুবীর বাবু ১ টা বছর ধরে অভুক্ত। কথায় আছে মুনি ঋষি রা যখন নিজেদের তপস্যা শেষ করে নিজ রমনীর সাথে সঙ্গম লাভ করতেন তখন ভুমিকম্প ও তুফানের জন্ম হত। সুবীর বাবুর আত্মত্যাগ ও কোনও ঋষির চেয়ে কম নয়। একটা ভয় ওনার মধ্যে সবসময় কাজ করত টা হোল এত দিন উনি যৌন জীবন যাপনে অভ্যস্ত ছিলেন না, মালতী দেবী কে ঠিক করে সুখ দিতে পারবেন তো। কিন্তু ওনার নিজের এই ভুল আজ ভেঙ্গে গেছে। উনি জানেন এই মুহূর্তে ওনার শরীরে ঠিক কি পরিমান বল রয়েছে। সুবীর বাবু নিজের সমস্ত জোর দিয়ে মালতী দেবীর মুখ টা একবার এদিক একবার অদিক করে আদর করতে লাগলেন। ওনার দুহাত মালতী দেবীর সুন্দর দুটো দুধ কে প্রচণ্ড জোরে জোরে দলতে লাগলো, মালতী দেবীর একটা থাই কে ওপরের দিকে তুলে নিজের কোমরের ওপর দিয়ে আরেকপাশে রেখে দিলেন। আর বেচারা অসহায় মালতী দেবী লড়েই গেলেন নিজের সাথে। কিন্তু এই অসম লড়াই থামতেই হত। মালতী দেবী হেরে গেলেন। পারলেন না নিজের রিপুগুলোকে আটকাতে। যতই হোক ওনার শরীর ও মানুষের ই আর উনিও অভুক্ত।
মালতী দেবী শুধু চোখ টা বুজে চেষ্টা করলেন প্রতিটা স্পর্শ প্রতিটা আদর কে ভালো ভাবে অনুভব করতে। আর চোখটা বন্ধ হতেই ভেসে উঠল সেই শরীর টা, মানব দার শরীর। এদিকে কোনও এক পুরুষের উত্তপ্ত স্পর্শ ওনার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে তার সাথে যোগ হচ্ছে সেই রাতের স্মৃতি। চোখ টা বন্ধ থাকলেই যা ভেসে উঠছে। মালতী দেবী জানেন ওনার শরীর ও সাড়া দিচ্ছে, হয়ত মনের বিরুদ্ধে গিয়েই, মালতী দেবীর দুই পা একবার ওপরে একবার নিচে ঠিক পাখার মত নড়তে লাগলো, হাত দুটো নিজের অজান্তেই পুরুষ স্পর্শ পাওয়ার জন্য সুবীর বাবুর পিথ টা জড়িয়ে ধরল। মালতী দেবীর মাথাটা তখন ও ঘুরে চলছে। এরকম কখনই হয়নি ওনার সাথে শরীর টা রয়েছে স্বামীর কেনা নতুন এই অভিজাত ফ্ল্যাট টায় কিন্তু মনটা পড়ে রয়েছে সেই সেলিমতলার ছোটো বাড়ী টায়। চোখ বন্ধ করে উনি অনুভব করতে পারছেন সেই রাতের প্রতিটি মুহূর্ত। আসতে আসতে মালতী দেবীর দুই চোখ ঢলে এলো। উনি আর এই জগতে থাকলেন না, শুধু শরীর তাই পড়ে রইল। সকালে যখন ঘুম ভাঙল ওনার উনি সুবীর বাবুর বুকে মাথা গুঁজে শুয়ে আছেন। ওনার খুব ভোরে প্রায় ৪ তের সময় ওঠা অভ্যাস। কতরাতে ঘুমিয়েছেন জানেন না, তাই বহু চেষ্টা করেও কিছুতেই উথতে পারলেন না। তখন ও ওনার শরীরে ভালবাসা পাওয়ার ইচ্ছে টা মরে জায়নি। জিভ টা বার করে সুবীর বাবুর বুকের কাছে নিয়ে গেলেন। জিভ দিয়ে আলতো করে একবার বুকটায় উষ্ণ স্পর্শ করে বলে উথলেন “ওহ মানব দা, তোমার এত কষ্ট, এত একাকিত্ব আমায় একবার বলবে তো। তুমি কি আমার পর মানব দা”। ঠোঁট ও জিভ দিয়ে ক্রমশ আদর করতে করতে আবার বলে উথলেন “কি গো মানব দা কি হয়েছে? বুঝেছি তুমি ওর কথা ভাবছ তো? আচ্ছা আমি যদি রূপসা কে একদিন বেশি ভালবাসি তিলোত্তমা কি রাগ করবে বা তিলোত্তমাকে যদি একদিন বেশি ভালবাসি তাহলে কি রূপসা রাগ করবে? ওরা কখনই রাগ করবে না। ওরা জানে আমি ওদের দুজন কেই সমান ভাবে ভালবাসি। তুমি আর ও তোমরাও তো দুই ভাই। আমি তোমাদের কেও সমান ভাবে ভালবাসি” বলে একটু নিজের অজান্তেই হেসে উথলেন। মুখটা সুবীর বাবুর মুখের কাছে নিয়ে গিয়ে ভালো করে ওনাকে একটা কিস করলেন তারপর চোখ বন্ধ করেই বলে উথলেন “তোমার যখন ই আমায় ভালবাসতে ইচ্ছে করবে চলে আসবে। তোমার বন্ধু কখনও রাগ করবে না। আমি বলছি রাগ করবেনা” হাসি হাসি মুখ করে কিছুটা জোর করেই চোখ টা খুলে একবার মানব দার মুখের দিকে তাকালেন। পাশের জানলা টা দিয়ে তখন ভোরের আলো ভেতরে ঢুকে পড়েছে। মালতী দেবীর আর বুঝতে কোনও অসুবিধা রইলনা যে আজ উনি জীবনের সবচেয়ে বড় পাপ টা করে ফেলেছেন। পাপের চেয়েও বড় হয়ে যেটা ওনার মনে দেখা দিল তা হোল ভয়। বহুক্ষন ধরে উনি সুবীর বাবুর মুখটার দিকে চেয়ে থাকলেন। ভালো করে বোঝার চেষ্টা করলেন যে সত্যি উনি ঘুমাচ্ছেন কিনা, নিজের মন কে এই বলে আস্বস্ত করলেন যে সুবীর বাবু কিছুই শোনেন নি। কোনরকমে নিজেকে সামলে নিয়ে টলতে টলতে বিছানা থেকে নিচে নেমে এলেন। দরজাটা আবার পেছন দিকে বন্ধ করে সোজা পাশের আয়নার সামনে দাঁড়ালেন।
মালতী দেবীর সারা মুখ জুড়ে লাল সিঁদুর ভর্তি। হয়ত কেউ জানবেনা হয়ত সুবীর বাবুও নয়, এই সিঁদুর এর দাগ এই কলঙ্ক কখনই সুবীর বাবুর করা নয় এটা মানব দার ভালবাসা। মানব দার বিশাক্ত, নোংরা একটা ভালবাসার চিহ্ন মালতী দেবীর সারা মুখ জুড়ে ভর্তি। মালতী দেবীর গাল বেয়ে টপ টপ করে চোখের জল পড়তে লাগলো। একবার শুধু ভাবার চেষ্টা করলেন, কেন এরকম হোল। ভাববার চেষ্টা করলেন ঠিক কখন থেকে ওনার মন এই পাপ কাজে লিপ্ত হোল।