22-10-2019, 04:02 PM
আসলে পার্থর খবরটা এইভাবে পেতে মেজাজ হারিয়ে ফেলেছিলাম। ঠিক রাখতে পারি নি নিজেকে। এখনও বিশ্বাস করতে পারছি না পার্থ জয়েন করে ফেলেছে অথচ আমাকে খবর দিচ্ছে এখন। খেতে খেতে রান্নার ভূয়সী প্রশংসা করলাম কাজীর, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। বলেও ফেললাম, ‘মনে কিছু করিস না রে কাজী। মনটা খারাপ ছিল বলে ধমকে দিয়েছি।‘ কাজী হাসি মুখ করে বলল, ‘ও স্যার আমি জানি, আপনি কোন কারন না থাকলে আমাকে বকতে পারেন না। শুধু এইটা ভাবছিলাম বউদির কোন অসুবিধে তো হয় নি যার জন্য আপনার মন খারাপ।‘ আমি বললাম, ‘নারে, ওদিকে সব ঠিক আছে। তুই খেয়ে নে। আমি একটু ছাদে ঘুরি।‘ এখন তিন পেগ খেলে মাথাটা একটু ঝিমঝিম করে। তাই একটু ঠাণ্ডা হাওয়ায় ঘুরতে লাগলাম। অনেকক্ষণ পরে ভালো লাগাতে চলে এলাম ঘরে। কাজী লাইট নিভিয়ে শুয়ে পরেছে। ওকে সকালে উঠতে হয়। টিফিন বানায়, চা করে, একটু রান্নাও করে রাখে, তারপরে আবার সাইটে যায়। ছেলেটার উপর আমি খুব নির্ভরশীল হয়ে পড়ছি ধীরে ধীরে। দরজা বন্ধ করে বিছানাতে এসে বসলাম। মোবাইল খুলে স্নেহার পাঠানো এসএমএসগুলো দেখতে দেখতে আবার মনটা ভালো হতে লাগলো। ছেলেটার এলেম আছে বলতে হবে। চেনে না জানে না একটা মেয়েকে এই ধরনের এসএমএস পাঠানো, সাহস থাকতে হয়। তবে এরা খুব বেশিদিন টেকে না। যেমন আসে তেমনি হারিয়ে যায়। আমি ঘড়িতে দেখলাম সাড়ে বারোটা। কখন স্নেহা ফোন করবে কে জানে। হয়তো তনু এখনও মদ খাচ্ছে, কিংবা টিভি দেখছে। আর স্নেহা যতক্ষণ না মা শুয়ে পরে ততক্ষণ ইচ্ছে থাকলেও ফোন করতে পারবে না। প্রায় একটা নাগাদ স্নেহার ফোন এলো। হ্যালো বলতেই স্নেহা ফিসফিস করে বলে উঠলো, ‘ঘুমিও না। মা শুতে যাচ্ছে।‘ আবার ফোন রেখে দিল। আরও প্রায় পনেরো মিনিট বাদে স্নেহা মিস কল দিল। আমি ফোন ব্যাক করলাম। স্নেহা এবারে পরিস্কার গলায় বলল, ‘মা শুয়ে পরেছে। নাও এবারে বোলো কি করবে তুমি? এসএমএসগুলো পড়ে ফেলেছ?’ আমি জিজ্ঞেস করলাম, ‘তুই পড়েছিস কি?’ স্নেহা বলল, ‘আরে পড়েছি বলেই তো তোমাকে পাঠালাম। কি স্পর্ধা বোলো ছেলেটার। কি বাজে বাজে কথা লিখেছে দেখ।‘ আমি উত্তর দিলাম, ‘কেন, যখন অর্কুটে চ্যাট করতে তখন খেয়াল ছিল না?’ স্নেহা বলল, ‘বুদ্ধির ঢেঁকি একটা। তখন বুঝবো কি করে যে ও এইরকম এসএমএস পাঠাবে? যাকগে, তুমি কিছু করো।‘ আমিঃ ‘করবো তো বটে। আমি তো করার জন্য বসে আছি। (মানেটা কি সেই ভাবে বললাম?) তোকে তো অনেক কিছু করতে হবে।‘ স্নেহাঃ ‘কালকের মত আবার কিছু করতে বোলো না। আর পারবো না।‘ আমিঃ ‘তাহলে এখানেই বন্ধ হোক এই আলোচনা। তুই কিছু করবি না অথচ আমাকে করতে হবে সেটা হয় না। আমি তোকে আগেই মানে কালকে বলেছি।‘ স্নেহাঃ ‘ভালো লাগে না ডি তোমার সাথে ওইভাবে কথা বলতে। বিশ্বাস করো। অ্যাই ফিল সো ব্যাড।‘ আমিঃ ‘তুই কিন্তু তোর বন্ধুর সাথে কথা বলছিস, নট ইওর কাকু। মনে রাখিস।‘ স্নেহাঃ ‘আরে মনে রাখলেই কি মনে করা যায়। উফফ মাগো, বোলো কি করতে হবে।‘আমিঃ ‘জিজ্ঞেস করবো, প্রশ্নের উত্তর দিবি।‘ স্নেহাঃ ‘জানি, বোলো মানে জিজ্ঞেস করো।‘ আমি(একটু ইতস্তত করে) ‘ওকে, টেল মি দু ইউ হ্যাভ হেয়ার দেয়ার?’ স্নেহাঃ ‘দেয়ার মিনস?’ আমিঃ ‘ইন বিটুইন ইওর লেগস?’ স্নেহাঃ ‘মাই গড। ইয়েস অফ কোর্স।‘