22-10-2019, 02:32 PM
(22-10-2019, 01:52 PM)mlover69 Wrote: আপনার লেখা নেশার মত পড়তেই মন চায়
কিন্তু বিশেষ সাড়া-শব্দ তো পাই না ! আপনাকে শুধু ধন্যবাদ-ই নয় , সালাম-প্রীতিও জানাচ্ছি । আগেও বলেছি , আবার বলছি - এই ''পিপিং টম অ্যানি'' লেখা-টি সম্পূর্ণ ঘটনা-নির্ভর । সত্য-আধারিত । লেখার প্রয়োজনে আর প্রিভেসীর কারণে একটু পরিশীলন আর তথ্য-আড়াল করতে হয়েছে । - বাকিটুকু ভেজালহীন সত্যি । - সুমি আর তার ব্যাচেলর ভাসুরকে দিয়ে শুরু হয়ে ঘটনা পরম্পরা অনেক চরিত্রই এসেছে , তার মধ্যে ''অ্যানি'' নিজেও আছে অবশ্যই । পারম্পর্য রক্ষিত হয়তো হয়নি সর্বত্র । সে গলতি কলমচির । বন্ধুরা সহনশীল হবেন এই মোনাজাৎ । - সালাম ।