21-10-2019, 08:22 PM
আমি বললাম, ‘বাজে কথা বলিস না। আমি কি বলেছিলাম যে বাড়ী গিয়ে ফোন করবো। এই ফিরেছি ফ্রেস হয়ে গ্লাস নিয়ে বসেছি, তারপর তোকে ফোন করলাম।‘ স্নেহা ঝাঁজালো গলায় বলল, ‘তোমার সব ঠিক আছে। সাইট আছে। বাড়ী ফেরা আছে, মদ আছে, টিভি আছে, খাওয়া আছে, ঘুম আছে।‘ আমি মজা করে বললাম, ‘আরেকটা জিনিস আছে, ভুলে গেলি বলতে।‘ স্নেহা মজা বোঝেনি, জিজ্ঞেস করলো, ‘আরেকটা কি?’ আমি উত্তর দিলাম, ‘আমার দু পায়ের মাঝে একটা জিনিস আছে।‘ স্নেহা চট করে আমাকে থামিয়ে দিয়ে বলল, ‘ধুর বাবা, মজা করো নাতো। শোন, তুমি একা না তোমার ওই কে কাজী আছে সামনে?’ আমি উত্তর দিলাম, ‘হ্যাঁ, আছে। কেন?’ স্নেহা বলল, ‘তাহলে তুমি এক কাজ করো। ছাদে চলে যাও।‘ আমি কাজীকে বললাম, ‘টিভি তুই দেখ, আমি আসছি।‘ ফোনটা চালু রেখেই আমি ছাদে গেলাম। কাজী জানে আমার স্নেহার, তনুর ব্যাপার, মানে আমাদের পরিচিতি। ও জানে স্নেহা বা তনু আমাকে ফোন করে। আমি ছাদে যাই প্রয়োজনে, যখন তনু সেক্সের কথা বলে। ও খুব আমার বিশ্বস্ত। ছাদে চলে এলাম, ফোনে বললাম, ‘বল এবার কি বলবি?’ স্নেহা বলল, ‘তুমি একদম হুড়োহুড়ি করবে না। আমাকে আস্তে আস্তে বলতে দাও।‘ আমি বললাম, ‘হ্যাঁ বল না। তুই কি একা?’ স্নেহা উত্তর দিল, ‘হ্যাঁ, আমি একা।‘ এরমধ্যে তনুরা আবার সাতারায় ফিরে এসেছে। তনুর বাবা একটু ঠিক আছে। ডাক্তার অবশ্য জবাব দিয়ে দিয়েছে। দাদার কাছে বাবাকে রেখে তনু স্নেহাকে নিয়ে চলে এসেছে। বলে এসেছে দরকার হলেই খবর করতে। ও আবার চলে যাবে। আমি স্নেহাকে জিজ্ঞেস করলাম, ‘মা কি করছে?’ স্নেহা বলল, ‘মা কে একজন এসেছে গল্প করছে। ছাড়ো না ওসব কথা। যেটা বলছি শোন।‘ আমি বললাম, ‘বল তাহলে।‘ স্নেহা বলতে লাগলো ও নাকি রিসেন্টলি অর্কুটে কোন একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে। তা প্রায় মাস ছয়েক হোল। রোজই নাকি অর্কুটে ওর সাথে চাটিং করে। ছেলেটাকে ও ওর মোবাইল নাম্বার দিয়েছিল কিছু না ভেবেই। এসএমএস করবে দুজনে এই জন্য। কিন্তু কয়েকদিন ধরে ছেলেটা ওকে জ্বালাতন করছে। বাজে বাজে সব এসএমএস পাঠাচ্ছে ওর কাছে। ও প্রথমে ছেলেটাকে নাকি বারন করেছিল, কিন্তু ছেলেটা শুনছে না। পাঠিয়েই যাচ্ছে। স্নেহা ওকে প্রথম প্রথম উত্তর দিত, কিন্তু পরের দিকে ছেলেটা এতো বাজে এসএমএস পাঠাতো যে ওর পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় ওই সব এসএমএস এর। ছেলেটা সত্যি করে ওর লাইফ হেল করে ছেড়ে রেখেছে। আমাকে জিজ্ঞেস করলো, ‘কি করবো বলতে পারো?’ আমি বললাম, ‘খুব সহজ কাজ। এইসব ছেলেদের ওইভাবে উত্তর দেওয়া প্রয়োজন যেভাবে ও উত্তর চাইছে।‘ স্নেহা জিজ্ঞেস করলো, ‘মানে? বুঝিয়ে বোলো।‘ আমি উত্তর দিলাম, ‘শোন, এরা হচ্ছে বিকৃত মনের ছেলে। ওরা আশা করে যেসব কথা ওরা জিজ্ঞেস করে তার অসার হোক যাকে জিজ্ঞেস করছে তার মনের উপর। এই যে তুই উত্তর দিচ্ছিস না এতে ও ভেবে নিচ্ছে তুই হয় বিরক্তি বোধ করছিস নাহয় তুই লজ্জা পাচ্ছিস। দুটোতেই ওদের আনন্দ।