21-10-2019, 08:22 PM
আমি হাত নেড়ে বাই করে বেড়িয়ে এলাম ওদের এলাকা থেকে। ট্যাক্সি ছুটে চলল হাওড়ার দিকে। ট্রেনে বসে মনে পড়লো ওহো, তনুকে তো জিজ্ঞেস করা হোল না পার্থর আমাদের কোম্পানিতে জয়েন করার ব্যাপারটা। ভুল হয়ে গেল। যাক পরে জিজ্ঞেস করে নেব। এরপরে আর জিজ্ঞেস করা হয় নি। ভুলে মেরে দিয়েছিলাম ঘটনাটা। তনুদের সাথে ফোন রোজই হয়, বিশেস করে স্নেহার সাথে। স্নেহা জানি না রোজই আমাকে ফোন করে যেটা ও আগে করতো না। করতো তবে মাঝে মধ্যে। ওর সাথে ঘোরার পর থেকে ওর মনে কোন চেঞ্জ এসেছে কিনা বলতে পারবো না। তবে তনুর থেকে বেশি ওই ফোন করে। আমি তো ওর সাথে মজা করি খুব। বলি, ‘তোর সাথে ঘোরার সময় অ্যাই ওয়াস সো হরনি ফর ইওর বুবস।‘ ও বলে, ‘ধ্যাত। অসভ্য একটা।‘ ভালো লাগে ওর মুখ থেকে অসভ্য শব্দটা শুনতে। তনুর স্নেহার নামে অভিযোগ বেড়ে গেছে এবং বেড়ে চলছে দিনকে দিন। প্রায়ই বলে, ‘স্নেহার পড়াশুনার দিকে একদম মন নেই। সারাদিন মোবাইল নিয়ে এসএমএস করে কাকে কে জানে। আর বন্ধুদের সাথে কথা তো লেগেই আছে দিনভর।‘ স্নেহাকে জিজ্ঞেস করলে একদম উড়িয়ে দ্যায় মায়ের অভিযোগ। বলে, ‘আরে মা বাজে কথা বলে।‘ স্নেহা অবশ্য স্বীকার করেছে ইদানিং ওর ছেলে বন্ধু খুব বেড়েছে। আমি ওকে সাবধান করি যেন বেশি মেলামেশা না করে। ছেলেদের বিশ্বাস নেই। কখন কি করে ফেলবে জানাই যাবে না। স্নেহা বলে, ‘আরে আমি জানি। সবাই তো তোমারই গ্রুপে। সুযোগের অপেক্ষায়।‘ আমি রাগ করে বলি, ‘কি বললি, আমি সুযোগ নেবার জন্য বসে আছি? ছিঃ, এমন কথা বলতে পারলি?’ স্নেহা আমাকে স্বান্তনা দেবার মত করে বলে, ‘আরে তুমি রাগ করছ কেন? আমি কি তোমায় বলেছি? আমি ছেলেদের কথা বললাম।‘ এইভাবে সময় কেটে যেতে লাগলো। একদিন স্নেহা আমাকে ফোন করে বলল, ‘তুমি আমায় একটু সময় দিতে পারো ডি?’ আমি উত্তর দিলাম, ‘এখন বলবি না আমি যখন ঘরে যাবো তখন বলবি? এখন আমি সাইটে, কেউ এসে গেলে ডিস্টার্ব হতে পারি।‘ স্নেহা বলল, ‘ঠিক আছে তুমি ঘরে গিয়ে আমাকে ফোন করো।‘ আমি কাজে মন লাগালাম। মাঝে মাঝে মনে পড়তে লাগলো কি এমন কথা স্নেহার যে ও এখন বলল না পরে বলব বলল। সাইট শেষে বাড়ী ফিরে গেলাম। ফ্রেস হয়ে কাজীকে বললাম, ‘ড্রিংকস দে কাজী, সাথে একটু চাট।‘ আমি সাধারনত ছোলা ভাজা খাই মদের সাথে। তাতে সকালে পেটটা ক্লিয়ার হয়ে যায়। টিভি চালিয়ে দিতে মনে পড়লো স্নেহার কথা। ও আমাকে ফোন করতে বলেছিল। স্নেহাকে ফোন লাগালাম। ও যেন ওয়েট করছিল আমার জন্য। একবার রিং বাজতেই স্নেহা ফোন তুলে বলল, ‘আরে এতো দেরি হয় নাকি? সেই কখন তোমাকে বলেছিলাম ফোন করতে।‘


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)