14-01-2026, 01:09 AM
#তরঙ্গ
১ম পর্ব
------
কড়া মেকাপের মাঝে আয়নার সামনে বসে নিজেকে আড়াল রাখার চেষ্টা করছে মিসেস শায়লা খান।
আজ বাড়িতে বিশাল পার্টির ব্যবস্থা করেছেন খান সাহেব।
সমস্ত বিদেশি Clients আর ফটো-সাংবাদিকরা থাকবে। নামকরা বিশেষ গণ্যমান্য অতিথিও থাকবেন।
নিজের চেহারাটা তাই সবসময় সুখী সুখী করে রাখতে হবে শায়লা কে। ফটোসেশনে সারাক্ষণ হাসিমুখে খান সাহেবের পাশে সুখী ভাব করে ছবি তুলতে হবে।
পার্টি, মদ্যপান, সোসাইটি মেইনটেইন করতে করতে শায়লা বড়ই ক্লান্ত।
আর পারেনা এই অভিনয় করতে।
সে শুধু খান সাহেবকেই চেয়েছিল এই এক জীবনে। এতো ঐশ্বর্য এতো টাকা-পয়সা, এতো নামযশ সে কখনোই চায়নি, সে চেয়েছিলো সুন্দর সুখী জীবন। সেই জীবনে সন্তান থাকবে, স্বামীর ভালবাসা থাকবে।মাঝেমধ্যে ঝগড়া থাকবে, আবার দিনের শেষে রাতে আচমকা ভালবাসার টানে মিল হবে।
এর নামই তো জীবন। অথচ আজ ১২ বছর হলো তাদের বিয়ের বয়স। ঘর আলো করে কোন সন্তান আসলো না। এই নিয়ে শায়লা আড়ালে চোখের পানি ফেলেলও খান সাহেবের সন্তান নিয়ে কোন মাথা ব্যাথা নেই। মাসে বিশ দিনই সে পড়ে থাকে বিদেশে, সফর সঙ্গি থাকে খান সাহেব এর বিশেষ পিএ। বিশেষ পিএ'রা দুমাস পরপর চেঞ্জ হয়। প্রথম প্রথম মুখ খুলেছে শায়লা, কেদেঁছে। কোন লাভ হয়নি। খান সাহেবের কড়া জবাব, দিস ইজ মাই লাইফ মাই ডিসিশন।
এর মধ্যেই থাকতে হবে। তুমিও তোমার মতন জীবন বেছে নাও।
সমাজের চোখে মিসেস শায়লা আর খান সাহেব বেস্ট কাপল।
দিনের শেষে রাতে ওরা দুই মেরু তারা।
~~~~~~~~~~~
শায়লা এখন বড়ই ক্লান্ত এই সোসাইটিতে। সে কার সাথে বিছানায় যাবে এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই খান সাহেবের।
সব কিছুই মেইনটেইন করতে হয় সামাজিক নিয়মে। তাকে তাই সব সময় সেরা অভিনেত্রীটিই হতে হয়। একটা শোপিস এর মতন পাশে থাকতে হয় খান সাহেবের।
ইদানীং নিজের জীবন বেছে নিয়েছে শায়লা।
ঢাকা শহরে ইদানীং পুরুষ প্রস্টিটিউট ভাড়া পাওয়া যায়। তাদের বলে জিগোলো। শায়লা তাদের দুই একজনকে চেনে। ইদানীং তারাই তার শয্যাসঙ্গী হয়। তাদের মোটা অংকে শায়লা Pay করে।
মাঝে মধ্যে ক্লাব থেকে আসার পথে রাস্তা থেকে পিক করে। কিংবা কলে।
একজন জিগোলোর সাথে শায়লার ভাল আন্ডারস্ট্যান্ডিং।
সে প্রফেসনাল জিগোল না। পড়াশুনা করে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। কি কারনে এই প্রফেসনে এসেছে তাকে কখনো প্রশ্ন করেনি শায়লা। তবে এই জিগোলোকে তার বেশ পছন্দ। ওর নাম দীপ।
আসল নাম নাকি নকল নাম তা-ও কখনো প্রশ্ন করা হয়নি।
খুব এলোন শায়লা।
আজ পার্টিতে চমক লাগাতে বলছে খান সাহেব। তার নিজের কোন পছন্দের কাপড় পার্টিতে পরতে পারেনা। খান সাহেবের চয়েসের ফিনফিনে শাড়ি পরেছে। প্রথম জীবনে পরতে খুব অসুবিধা হতো, এখন মানিয়ে নিয়েছে। সাজানোর জন্য এক্সপার্ট সেলুন থেকে বাসায় লোক আসে। সবচেয়ে সেরা লুক যেনো তার হয়।
ফরেনার ক্লায়েন্টরা আজ তার শয্যাসঙ্গী হতে চাইলে সে যেনো বাধা না দেয়।
খান সাহেবের এমন বহু পার্টিতে অন্যের সাথে নাচতে হয়, মদ খেতে হয়। তারপরে পার্টি শেষে Suit এ যেতে হয়।
এখন রাত ৮টা বাজে। নিচে হল রুমে পার্টি জমে উঠেছে। খান সাহেব আজ শায়লা কে দেখে জড়িয়ে ধরে চুমু খেলো। তোমাকে অসম্ভব সেক্সি লাগছে ডার্লিং। আশা করছি তোমার এই আবেদনময়ী শরীর দিয়ে তুমি আমার ক্লায়েন্টকে আটকাতে পারবে। তুমিতো আমার স্বর্গে উঠার সিঁড়ি ডার্লিং।
রাত যতো বাড়ছে পার্টি জমে উঠেছে। মদ্যপান মাতলামি ততই বেড়েছে। কার ওয়াইফ কার সাথে এই নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই এই আপার লেভেল সোসাইটির।
(চলবে)
১ম পর্ব
------
কড়া মেকাপের মাঝে আয়নার সামনে বসে নিজেকে আড়াল রাখার চেষ্টা করছে মিসেস শায়লা খান।
আজ বাড়িতে বিশাল পার্টির ব্যবস্থা করেছেন খান সাহেব।
সমস্ত বিদেশি Clients আর ফটো-সাংবাদিকরা থাকবে। নামকরা বিশেষ গণ্যমান্য অতিথিও থাকবেন।
নিজের চেহারাটা তাই সবসময় সুখী সুখী করে রাখতে হবে শায়লা কে। ফটোসেশনে সারাক্ষণ হাসিমুখে খান সাহেবের পাশে সুখী ভাব করে ছবি তুলতে হবে।
পার্টি, মদ্যপান, সোসাইটি মেইনটেইন করতে করতে শায়লা বড়ই ক্লান্ত।
আর পারেনা এই অভিনয় করতে।
সে শুধু খান সাহেবকেই চেয়েছিল এই এক জীবনে। এতো ঐশ্বর্য এতো টাকা-পয়সা, এতো নামযশ সে কখনোই চায়নি, সে চেয়েছিলো সুন্দর সুখী জীবন। সেই জীবনে সন্তান থাকবে, স্বামীর ভালবাসা থাকবে।মাঝেমধ্যে ঝগড়া থাকবে, আবার দিনের শেষে রাতে আচমকা ভালবাসার টানে মিল হবে।
এর নামই তো জীবন। অথচ আজ ১২ বছর হলো তাদের বিয়ের বয়স। ঘর আলো করে কোন সন্তান আসলো না। এই নিয়ে শায়লা আড়ালে চোখের পানি ফেলেলও খান সাহেবের সন্তান নিয়ে কোন মাথা ব্যাথা নেই। মাসে বিশ দিনই সে পড়ে থাকে বিদেশে, সফর সঙ্গি থাকে খান সাহেব এর বিশেষ পিএ। বিশেষ পিএ'রা দুমাস পরপর চেঞ্জ হয়। প্রথম প্রথম মুখ খুলেছে শায়লা, কেদেঁছে। কোন লাভ হয়নি। খান সাহেবের কড়া জবাব, দিস ইজ মাই লাইফ মাই ডিসিশন।
এর মধ্যেই থাকতে হবে। তুমিও তোমার মতন জীবন বেছে নাও।
সমাজের চোখে মিসেস শায়লা আর খান সাহেব বেস্ট কাপল।
দিনের শেষে রাতে ওরা দুই মেরু তারা।
~~~~~~~~~~~
শায়লা এখন বড়ই ক্লান্ত এই সোসাইটিতে। সে কার সাথে বিছানায় যাবে এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই খান সাহেবের।
সব কিছুই মেইনটেইন করতে হয় সামাজিক নিয়মে। তাকে তাই সব সময় সেরা অভিনেত্রীটিই হতে হয়। একটা শোপিস এর মতন পাশে থাকতে হয় খান সাহেবের।
ইদানীং নিজের জীবন বেছে নিয়েছে শায়লা।
ঢাকা শহরে ইদানীং পুরুষ প্রস্টিটিউট ভাড়া পাওয়া যায়। তাদের বলে জিগোলো। শায়লা তাদের দুই একজনকে চেনে। ইদানীং তারাই তার শয্যাসঙ্গী হয়। তাদের মোটা অংকে শায়লা Pay করে।
মাঝে মধ্যে ক্লাব থেকে আসার পথে রাস্তা থেকে পিক করে। কিংবা কলে।
একজন জিগোলোর সাথে শায়লার ভাল আন্ডারস্ট্যান্ডিং।
সে প্রফেসনাল জিগোল না। পড়াশুনা করে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। কি কারনে এই প্রফেসনে এসেছে তাকে কখনো প্রশ্ন করেনি শায়লা। তবে এই জিগোলোকে তার বেশ পছন্দ। ওর নাম দীপ।
আসল নাম নাকি নকল নাম তা-ও কখনো প্রশ্ন করা হয়নি।
খুব এলোন শায়লা।
আজ পার্টিতে চমক লাগাতে বলছে খান সাহেব। তার নিজের কোন পছন্দের কাপড় পার্টিতে পরতে পারেনা। খান সাহেবের চয়েসের ফিনফিনে শাড়ি পরেছে। প্রথম জীবনে পরতে খুব অসুবিধা হতো, এখন মানিয়ে নিয়েছে। সাজানোর জন্য এক্সপার্ট সেলুন থেকে বাসায় লোক আসে। সবচেয়ে সেরা লুক যেনো তার হয়।
ফরেনার ক্লায়েন্টরা আজ তার শয্যাসঙ্গী হতে চাইলে সে যেনো বাধা না দেয়।
খান সাহেবের এমন বহু পার্টিতে অন্যের সাথে নাচতে হয়, মদ খেতে হয়। তারপরে পার্টি শেষে Suit এ যেতে হয়।
এখন রাত ৮টা বাজে। নিচে হল রুমে পার্টি জমে উঠেছে। খান সাহেব আজ শায়লা কে দেখে জড়িয়ে ধরে চুমু খেলো। তোমাকে অসম্ভব সেক্সি লাগছে ডার্লিং। আশা করছি তোমার এই আবেদনময়ী শরীর দিয়ে তুমি আমার ক্লায়েন্টকে আটকাতে পারবে। তুমিতো আমার স্বর্গে উঠার সিঁড়ি ডার্লিং।
রাত যতো বাড়ছে পার্টি জমে উঠেছে। মদ্যপান মাতলামি ততই বেড়েছে। কার ওয়াইফ কার সাথে এই নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই এই আপার লেভেল সোসাইটির।
(চলবে)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)