Posts: 103
Threads: 0
Likes Received: 118 in 73 posts
Likes Given: 209
Joined: Aug 2022
Reputation:
14
(14-11-2025, 05:13 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উয়াখ্যান.।।
অনীকের দরজায় বেল বাজানোর আগেই দরজা খুলে গেলো। পল্লবী অবাক হয়ে যায়। অনীক কি রাস্তার দিকে তাকিয়ে বসে ছিলো? না হলে বুঝল কি করে যে অনামিকা এসেছে?
ডাক্তারদের থাকার জন্য আলাদা কোয়ার্টার করা হয়েছে। সেখানেই আছে অনীক। হাসপাতালের প্রায় লাগোয়া এই কোয়ার্টার। এর এগে একদিন আসলেও ভিতরে যায় নি পল্লবী। ফুটবলের কাঁটা লাগান জুতো তো আর হয় না। তবে এবারের পর্ব বড় সুন্দর হয়েছে। বেশ যথাযথ।
Posts: 108
Threads: 0
Likes Received: 78 in 57 posts
Likes Given: 276
Joined: Oct 2022
Reputation:
5
ei galpo uponyas hoye daracche dhire dhire. dhonyobad.
Posts: 3,118
Threads: 0
Likes Received: 1,387 in 1,234 posts
Likes Given: 45
Joined: May 2019
Reputation:
34
Posts: 70
Threads: 0
Likes Received: 123 in 69 posts
Likes Given: 236
Joined: May 2022
Reputation:
18
(14-11-2025, 05:13 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উয়াখ্যান.।।
অনীকের দরজায় বেল বাজানোর আগেই দরজা খুলে গেলো। পল্লবী অবাক হয়ে যায়। অনীক কি রাস্তার দিকে তাকিয়ে বসে ছিলো? না হলে বুঝল কি করে যে অনামিকা এসেছে?
ডাক্তারদের থাকার জন্য আলাদা কোয়ার্টার করা হয়েছে। সেখানেই আছে অনীক। হাসপাতালের প্রায় লাগোয়া এই কোয়ার্টার। এর এগে একদিন আসলেও ভিতরে যায় নি পল্লবী। চমৎকার সংবেদনশীল রচনা
Posts: 32
Threads: 0
Likes Received: 26 in 17 posts
Likes Given: 34
Joined: Nov 2022
Reputation:
2
আপনার কাছে অনুরোধ দয়া করে পল্লবী ও রাজু মাঝে যৌনতা ও সম্পর্কে রাখবেন বাকি লেখকের মর্জি
Posts: 17
Threads: 0
Likes Received: 21 in 13 posts
Likes Given: 68
Joined: Jul 2022
Reputation:
2
এটা উপন্যাস হিসেবেই পড়ছি - কারণ বহু চরিত্রের আগমন হয়েছে, এবং হতে চলেছে বলেই মনে হয়। প্রতিটির প্রতি সুবিচার করা কঠিন কাজ - কারণ তাতে দীর্ঘ উপন্যাস হয়। তেমনই বৃহদ্দাকার উপন্যাসের অপেক্ষায় আছি।
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান।।
ভেবে দেখো অনুদি, ........ এই প্রত্যন্ত এলাকায় থেকে এই সামান্য মাইনেতে চাকরী করতে পারবে তুমি? "
আবার
অবিশ্বাসের চোখে তাকায় দীপ্ত। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে অনামিকা সত্যি কাজটা চায়। পরনির্ভরশীলতা কাটিয়ে একার একটা জীবন ও বেছে নিয়েছে। সেখানে প্রতুকূলতা যে থাকবে সেটাই তো স্বাভাবিক।
" তুই কি জানিস দীপ্ত, এখানে বেশীরভাগ স্থানীয় মানুষ মাসে ২০০০ টাকাও আয় করে না? " অনামিকা প্রশ্ন ছুঁড়ে দেয়।
একটু থমকায় দীপ্ত, পঞ্চায়েতে কাজ করার সুবাদে এইসব দিকের মানুষের অবস্থা ওর ভালো করেই জানা। এই বিষয়ে অনুদি একশ শতাংশ সঠিক। তবুও ও বলে।...
" কিন্তু তারা ছোট থেকেই এভাবেই জীবন যাপনে অভ্যস্ত। "
" আর আমি না হয় এই বয়সে এসে অভ্যাস করবো..... ক্ষতি কি? এখানে তো কোন চাহিদা নেই..... দুবেলা দুটো খাওয়ার বাইরে আর চাহিদা তো সামান্যই। " অনামিকা হাসে।
কথাটা মন:পুত হয় না দীপ্তর। আসলে ও অনুদিকে যেতে দিতে চায় না৷ ওর একাকী একঘেঁয়ে জীবনে অনুদি রোমাঞ্চকর সপ্নের মত। যতদিন আসে নি চলে গেছে, আজ একবার এসে আবার চলে যাবে এটাই ও মেমে নিতে পারছিলো না। অনুদি স্বপ্নের মত...... অনুদি একটা ভালোলাগা..... অনুদি জীবন্ত পরী..... সেই ছোটবেলা থেকে অনুদিকে দেখার পর লেগে থাকা ঘোর আজও একই ভাবে ওকে আচ্ছন্ন করে রাখে। কোথায় যেনো দীপ্তর মনে লুকিয়ে থাকা আদর্শ নারীর প্রতিচ্ছবির সাথে অনুদির মিল আছে.......
দীপ্ত কিছু না বলে চুপ করে থাকে। অনুদিকে তার সিদ্ধান্ত থেকে সরানো যাবে না। এটা জানার পরেও বার বার একটা কথাই ও বলে আসছে। আর প্রতিবারেই অনামিকা ওকে প্রত্যাখ্যান করে আসছে।
আজ এখানে আসার কথা বলতেই দীপ্তও সাথে আসার জন্য জেদ করে।
" শুধু শুধু তুই অফিস কামাই করবি? আজ তো শুধু দেখেই চলে আসবো...... কিছু কাগজে সই করতে হবে জাস্ট...... " অনামিকা ওকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু দীপ্ত নারাজ,
" উফ.....তুমি তো জানো অফিসে আমার তেমন কোনো চাপ নেই..... একদিন না গেলে কিছু হবে না.... যাই আমি তোমার সাথে। "
আর না করে নি অনামিকা। যাক, এতো দূরের রাস্তা, তবুও একটা সঙ্গী পাবে......।
খুব সামান্য কয়েকটি পোষাক নিয়েই ঘর ছেড়েছিলো অনামিকা। তার থেকেই একটা কালো তাঁতের শাড়ি পরে ও। সামান্য প্রসাধন করে দীপ্তর সামনে আসতেই থমকে যায় দীপ্ত। চুম্বকের মত আটকে যায় ওর চোখ..... একেবারে সাধারণ সাজেও কালো শাড়িতে অবামিকাকে অসামান্য লাগছে। ওর কাঁচা সোনার মত গায়ের রঙ যেনো আরো উজ্জ্বল হয়ে উঠেছে।
" কিরে, কি হল? হাঁ করে কি দেখছিস? ভালো লাগছে না? " অনামিকা হাসে।
লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয় দীপ্ত। এভাবে তাকানোটা ঠিক হয় নি। ও প্রসঙ্গ এড়িয়ে বলে, " এই গরমে কালো শাড়ি পরলে? আরো গরম।লাগবে তো.... "
" থাক...... তেমন আর কিছু পেলাম না রে.... " অনামিকা হেসে বলে।
সেই খুব সকালের বাস ধরতে হয়। বাস থেকে নেমে একটা গাড়ী করে পৌছায় অনামিকার কর্মস্থলে। ছোট বড়ো অনেক পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ঘুরে একটা জায়গায় দাঁড় করায় ওদের। এতো নিরালা নির্জন জায়গা অনামিকা আগে দেখে নি। এখানে কাছে দূরে অনেক ছোট বড় পাহাড় আর জঙ্গল বেশী। ওরা যেখানে নামে সেখানে একপাশে পাহাড়ের ঢালে শাল সেগু পলাশ মহুয়া গাছের সারি....... আর একদিকে ওদের অফিস, পিছনেই খাড়া ঢাল নেমে গেছে নীচের দিকে। একবারে নতুন ঝাঁ চকচকে কিন্তু খুবই সাধারন একটা বিল্ডিং। একপাশে অফিস আর তার লাগোয়া কলেজ বিল্ডিং। এখনো সেখানে কিছু কাজ চলছে।
পুলোকেশ বসু ভারী অমায়িক লোক। এই সংস্থার কালচারাল ম্যানেজার হলেও ওনার কথাবার্তায় কোন অহংকার নেই। একেবারে ছিমছাম অফিসে বসেই উনি কাজ করেন। কিছু দরকারী কাগজে সই করানোর পর উনি নিজেই সাথে করে কলেজ ঘুরিয়ে দেখালেন। সাথে অনামিকার থাকার জায়গা। সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ছিমছাম।
" আমাকে কবে থেকে জয়েন করতে হবে? " অনামিকা প্রশ্ন করে।
" আর চার পাঁচদিনের মধ্যেই কাজ শেষ হয়ে গেলে একটা ওপেনিং সেরিমনী করে কলেজ চালু করে দেএয়া হবে...... আপনাকে ওই দিন থেকেই থাকতে হবে। " পুলোকেশ উত্তর দেয়।
অনামিকার জায়গাটা বেশ পছন্দ হয়েছে। ও বেশ উৎফুল্ল কাজে যোগদান নিয়ে কিন্তু আগোচরে দীপ্তর মুখে কালো মেঘের ঘনঘটা অনামিকার নজরের আড়ালে থেকে যায়।
পুলোকেশ আবার বলে, " এখনো প্রায় ত্রিশ জন বাচ্চা কে আমরা পেয়েছি...... আপনি আসলে সেটা আরো বাড়বে আশা করি.... "
" অবশ্যই স্যার...... আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করবো..... "
" দেখুন মিসেস মিত্র...... আমি মানুষ চিনি.....ইন্টারভিউতে আপনাকে দেখে এবং কথা শুনে মনে হয়েছে শুধু কাজ হিসাবে আপনি এটাকে দেখবেন না..... একটা সামাজিক দায়বদ্ধতার নিয়ে কাজ করবেন, এই কারণেই আপনাকে আমার পছিন্দ। " পুলোকেশ অনামিকার দিকে তাকিয়ে বলে।
অনামিকার মন ভরে ওঠে, একটা সংস্থার ম্যানেজার ওর উপর এতোটা আস্থা রেখে কাজটা দিচ্ছে সেটাকে অর্থের মাপকাঠিতে মাপা ঠিক না..... ও আপ্লুত পুলোকেশের কথায়।
" ওকে মিসেস মিত্র...... সী ইউ সুন.... আমার বেশ কিছু কাজ আছে, আমায় এবার যেতে হবে। " পুলোকেশ হাত বাড়িয়ে করমর্দন করে বিদায় চায়।
বাড়ি ফেরার সময় বিপদে পড়ে অনামিকা আর দীপ্ত। এখানে গাড়ী সেভাবে পাওয়া যায় না। ওরা যে গাড়ীতে এসেছিলো সেটা ছেড়ে দিয়েছে। আর এখন এখান থেকে গাড়ী পাওয়া দুস্কর। সমস্যা সমাধানে এগিয়ে আসে পুলোকেশ....
" আমার একটা গাড়ী সামনে লোকাল হাটে যাবে। আপনারা ওই গাড়ীতে চলে যান। তবে হাটের কাছে নেমে দশ মনিট হাঁটলেই বাস রাস্তায় পৌছে যাবেন। "
প্রস্তাবে রাজী হয়ে যায় অনামিকা। আর কিছু করার নেই। ও গাড়ীকে একেবারে বাস রাস্তায় পৌছে দিতে বলতে পারে না। উনি নিজে যে এটুকু সাহায্য করছেন এটাই অনেক।
ওদের মনের কথা বুঝেই বোধহয় পুলোকেশ আবার বলে, " আসলে আমার গাড়ী আপনাদের বাস রাস্তায় পৌছাতে পারতো কিন্তু ওর অনেক দেরী হয়ে গেছে, এরপর হাট বন্ধ হয়ে গেলে ওর কাজ হবে না..... আর শেষ রাস্তাটুকু এতো খারাপ যে গাড়ীর গিয়ে ফিরে আসতে সময় লাগবে....... হেঁটেই তাড়াতাড়ি পৌছাবেন।"
" না না...... এই টুকুই যথেষ্ট স্যার..... আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এইটুকু উপকার করার জন্য। অনামিকা লজ্জিত হয়ে বলে।
পুলোকেশের গাড়ীতে চারিদিকের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে হাটের কাছে পৌছে যায় ওরা। প্রায় বিরল বসতিযুক্ত পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট গ্রামগুলি যেনো তুলিতে আঁকা। মসৃণ মাটির দেএয়ালের উপর রঙ দিয়ে এতো সুন্দর চিত্র যেনো বিশাল অট্টালিকাকেও সৌন্দর্য্যেকেও হার মানাবে। অনামিকার ইচ্ছা করছিলো গ্রামগুলোতে দু দন্ড দাঁড়াতে। প্রান ভরে তদের এই নিপুণ শিল্পকলা দেখতে..... এই অর্ধনগ্ন অর্ধপেট খাওয়া সরল মানুষগুলোর সাথে কিছু সময় কাটাতে। কিন্তু এখন সেটা সম্ভব না। ড্রাইভারের তাড়া আছে।
হাট বলতে একটা ছোট বাজার মত। সামান্য কিছু দোকান পাট, সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিসের সমাহার। এখান থেকেই বাজার করে নিয়ে যেতে হয় এদের। লোকাল সাধারন মানুষের ভরসা এই হাট। এখন হাটে লোক হাতে গোনা....... ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে হাটে চলে যায়।
হটের সামনে থেকে একটা রাস্তা চড়াই হয়ে উঠে গেছে, সেই চড়াই পার করলেই আর ১ কিমি গেলেই বাস রাস্তা। কিন্তু ভয় ধরে আকাশ। হাটে নেমে চড়াইএর পথে উঠতেই ওরা খেয়াল করে আকাশ জুড়ে কালো মেঘ।ঘন গাছপালার ফাঁকে কালো মেঘের ঘনঘটা চোখে পড়ছে। এখানে আশে পাশে বাড়ি ঘরের চিহ্নও নেই। শুধু দুই পাশে গাছের সারি। এমনিতেই প্রায়ুন্ধকার জায়গাটা, তার উপরে আকাশ কালো করে আসায় মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে। দ্রুতো পা চালিয়েও লাভ হয় না। প্রবল বেগে বৃষ্টি নেমে আসে চারিদিক সাদা করে দিয়ে। অনামিকা ব্যাগ থেকে ছাতা বের করে। ছাতা সাথেএ নেওয়াটা দীপ্তর অভ্যাস নেই একেবারে। ও অনামিকার ছাতার বাইরে হাঁটতে থাকে। যদিও এই তুমুল বৃষ্টি ছাতাতে মানার মত না। মুহূর্তেই দুজনে ভিজে একসা হয়ে যায়।
অনামিকা দীপ্তকে ধমক দেয়, " কিরে, ছাতার বাইরে হাঁটছিস যে বড়ো? আয় ছাতার নীচে। "
অনামিকার ছাতা ওকেই ঢাকতে পারছে না, সেখানে দীপ্ত কি করবে ওর মাথায় ঢোকে না..... কিন্তু অনামিকার জোরাজুরীতে ছাতার নীচে আসতে হয়।
দীপ্ত হাত সোজা করে অনামিকার ছাতার তলায় পাশাপাশি যেতে চেষ্টা করে, কিন্তু এভাবে হাঁটাটা বেশ কষ্টকর সেটা বোঝা যাচ্ছে।
" আহহ..... তুই এতো লজ্জা পাচ্ছিস কেনো বলতো? অনুদি বলে ডাকিস আবার লজ্জাও পাবি এটা কি? বাঁ হাতটা পিছন দিয়ে আমার কোমরে রাখ..... " অনামিকা আবার ধমকের সুরে বলে।
দীপ্ত লজ্জা পেয়ে যায়। যতই মুক্তমনা হোক, না চাইতে কোন যুবতী নারীর কোমর জড়িয়ে হাঁটা যায় না, অনুদির কাপড় এর মধ্যেই ভিজে গেছে..... দীপ্ত নিজের হাত অনামিকার পিছন দিক দিয়ে কোমরে রাখতেই ওর শীতল ত্বকের স্পর্শ পায়। এতো কাছে এভাবে অনুদিকে ও এর আগে স্পর্শ করে নি। নিজের অজান্তেই দীপ্তর মন অদ্ভুত এক রোমাঞ্চে ভরে ওঠে। ছাতা থাকা সত্বেও দুজনে ক্রমাগত ভিজে যাচ্ছে। বৃষ্টির ফোঁটা কনকনে ঠান্ডা। শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। কিন্তু তার মধ্যেই ওরা দুজনে এগিয়ে চলেছে।
দীপ্তর চোখে পড়ছে অনামিকার খোলা কাঁধে জলের ফোঁটা..... ফর্সা মসৃন ত্বক বেয়ে গড়িয়ে পড়ছে তারা নীচের দিকে। কালো ব্রা এর স্ট্যাপ ব্লাউজের ভিতর থেকে সামান্য বাইরে দৃশ্যমান। দীপ্ত অনামিকার থেকে বেশ খানিকটা লম্বা..... তাই কাঁধ থেকে নেমে সামনের দিকে অনামিকার উত্তল বুকের ঢাল আর বক্ষবিভাজিকা বার বার ওর চোখে ধরা পড়ছে..... অনামিকার গায়ের থেকেও স্তন এ আরো উজ্জ্বল তার আভাস পাওয়া যাচ্ছে।
নিজের অজান্তেই দীপ্তর চোখ চলে যাচ্ছে সেদিকে। বাধ্য হয়ে দীপ্ত সামনের দিকে তাকিয়ে নিজেকে অন্যমনষ্ক করার চেষ্টা করে।
হঅঠাৎ অনামিকা হাঁটার বেগ কমিয়ে দেয়, সামনের দিকে তাকিয়ে বলে, " কি অপূর্ব দেখ দীপ্ত...... মনে হচ্ছে সারা পৃথিবীতে আমরা দুইজনেই আছি "
সত্যি তাই, এখানে দু পাশের ঘন জঙ্গল রাস্তাটাকে সুড়ঙ্গে পরিনত করেছে। চারিদিকে শুধু গাছের পাতায় বৃষ্টির ফোঁটার শব্দ..... দীপ্ত অনামিকার দিকে তাকায়......অনামিকার দুই চোখে মুগ্ধতা, চারিদিকে ঘন্নসবুজের মাঝে এক ঝিরি ঝিরি শব্দ মনে তোলপাড় উঠিয়ে দিচ্ছে। হঠাৎ অনামিকা ছাতাটা বন্ধ করে দেয়, দীপ্তর দিকে তাকিয়ে বলে, " থাক না...... দরকার নেই, এমন নিঝুম বৃষ্টিভেজা অরণ্যে আবার কবে ভিজতে পারবো কে জানে.... ঠান্ডা লাগে একটু লাগুক। "
দীপ্তর চোখেও মুগ্ধতা। ছাতা সরয়ে দেওয়ায় অনামিকার সম্পূর্ণ শরীর মূহূর্তে ভিজে গেলো, অনামিকা দীপ্তর একটা হাত ধরে কিছুটা বাচ্চা মেয়েদের মত উল্লাসে মেতে ওঠে...... এখানে অনামিকার ছেলেমানুষী দেখার কেউ নেই দীপ্ত ছাড়া,........
" ওই যে একটা দোকান....... " অনামিকার চেঁচিয়ে ওঠাতে ঘোর কাটে দীপ্তর। সামনে একটা ছোট দোকান দেখা যাচ্ছে৷ চারিদিকে পাকা দেওয়াল, আর উপরে টালির চাল দেওয়া দোকান...... চা কাম মুদিখানা ধরনের, তবে মালপত্র খুবই সামান্য। দোকানের ভিতরেই একটা কাঠের বেঞ্চ পাতা। অনামিকা দোকানে ঢুকে ছাতা বন্ধ করে৷ দোকানী এক আদিবাসী আধ বুড়ো লোক।
" আইয়ে মাজি, অন্দর বেঠিয়ে..... আপলোগ তো পুরা ভিগ গয়ে..... " * স্তানী দোকানী সাদরে ডাকে ওদের।
নিজের খুব পছন্দের মানুষের সংস্পর্শে আসার মধ্যে ভালো লাগার মতই একটা উৎকন্ঠাও কাজ করে। একটা দোকান পাওয়াতে দীপ্তর আচ্ছন্নতা কাটে। দোকানটা নিতান্তই ছোট। চায়ের দোকানের সাথে কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস আছে। সামনে বয়ামে কিছু সাধারন বিস্কুট। দোকানীর বোধহয় খরিদ্দার খুব বেশী হয় না, তাই ওরা আসাতে খুশী হয়েছে। নিজেই একটা গামছা দিয়ে বেঞ্চটা ভাল করে মুছে দেয়।
দীপ্ত অনামিকার দিকে তাকায়। শরীর প্রায় ভেজা অবামিকার। গলায় বুকে জলের ফোঁটা ব্লাউজ আর শাড়ী ভেজা..... এই বৃষ্টিতে ভেজা অনামিকার রূপ যে নো আরো খুলেছে..... ভিজে গিয়ে ঠান্ডায় তিরতির করে কাঁপছে অনামিকার ঠোঁট..... কিন্তু চোখে মুখে খুশীর ছোঁয়া।
দোকানী ওদের দিকে অনেক আশা নিয়্যে তাকিয়ে আছে। সেটা দেখে খারাপ লাগে দীপ্তর। বোধ হয় সেটা অনামিকাও উপলব্ধি করে। তাই সে দুটো চা আর সাথে কিছু বিস্কুট দিতে বলে.... এছাড়া নেওয়ার মত কিছুই নেই এখানে। দোকানী চা বানাতে ব্যাস্ত হয়ে পড়ে। বাইরে বৃষ্টি একই বেগে হয়ে চলেছে। দীপ্ত ঘড়ি দেখে, চারটে বাজে.........
জনমানবহীন এক অরণ্যে দীপ্ত আর অনামিকা একাকী এক গুমটি দোকানে বসে আছে। যেনো পৃথিবীর শেষ প্রান্তে আছে ওরা...... দীপ্ত মাঝে মাঝে স্বপ্নে দেখে, কোন এক নিরালা নিঝুম অরণ্যের মাঝে ও আর ওর একান্ত প্রিয় মানুষ, দীপ্ত আকুল হয়ে সন্তর্পণে স্পর্শ করে তার প্রিয় মানুষকে..... সেখানে কেউ নেই, কোথাও কোন জনপ্রানীরও চিহ্ন নেই....
সেই একাকী অরণ্যে বিশাল বনানীকে সাক্ষী রেখে ও নিজের প্রিয়তমার শরীরের আবরণ উন্মোচন করে। সদ্য পাঁপড়ি মেলা লাজুক ফুলের কুঁড়ির মত লজ্জায় গুটিয়ে যায় ওর প্রিয়তমা....... সামনে আদিম পোষাকে দাঁড়িয়ে থাকা দীপ্ত আর ওর উত্থিত দন্ড দেখে কামঘন হয়েও চোখ ঢাকে লজ্জায়..... দীপ্তর গোপন স্পর্শে কেঁপে কেঁপে ওঠে ওর শরীর....
প্রানচঞ্চল দীপ্ত ছোট থেকেই কল্পনাবিলাসী। একেবারে নিখুঁত হ্যান্ডসাম যুবক দীপ্তর আশেপাশে কলেজ লাইফ থেকেই মেয়ে কম ছিলো না। তবে দীপ্তর ভালোবাসা আর কাম নিয়ে চিন্তাভাবনা বরাবর আলাদা...... সেখানে উশৃঙ্গখলতা নেই, সেখানে উদ্দামতা নেই...... একেবারে শান্ত সরবরের মত, ...........ওর প্রথম যৌনতা হবে কাব্যিক, আবেগে ভরপুর, সেখানে থাকবে পরস্পরের প্রতি ভালবাসা........ অজানাকে জানার গভীর আগ্রহ আর সলজ্জ উদ্দীপনা....... নিজের মত করে নিজের যৌনজীবন তৈরী করকটাই দীপ্তর ফ্যান্টাসী ছিলো......
এক অনুষ্ঠানে প্রথন দেখা হয় নন্দিতার সাথে। প্রানচঞ্চল সুন্দরী নন্দিতা সহজেই মনের গভীরে জায়গা করে নেয় ওর। দীপ্তর ধারনা ছিলো প্রতিটা মেয়েঈ নিজের প্রথম শারীরিক সম্পর্ক নিয়ে ওর মতই আবেগ প্রবন....... তাই পার্কে, রেস্টুরেন্ট এ দুজনে অনেকবার দুজনকে স্পর্শ করলেও কখনো শারিরীক সমপর্ক হঠাৎ করে করার কথা ভাবে নি। দীপ্তও কখনো নন্দিতাকে বলে নি শারিরীক ঘনিষ্ঠতার কথা........... ঘনিষ্ঠতাটাকে বাঁচিয়ে রেখেছিলো, ইচ্ছা ছিলো একদিন ঠিক সেই স্বপ্নের মত করে মিলিত হবে দুজনা.....
কিন্তু সেই ইচ্ছা কখনো পূর্ণ হওয়ার ছিলো না। নন্দিতার উদ্যোগেই ওর দুই ফ্রেন্ড কাপল আর দীপ্ত নন্দিতা বেড়াতে যায় ডুয়ার্সে। এই প্রথম বার নন্দিতার সাথে কোথাও বেড়াতে যাওয়া তাও ডুয়ার্সের গহীন অরন্যে....দীপ্ত আর না করে নি..... কিন্তু তখনো জানতো না নন্দিতার আসল চেহারা.....
নিজের প্রথম যৌনতাকে স্বপ্নের মত করে সাজাতে চেয়েছিলো ও। কিন্তু নন্দিতা সেটা পারে নি....... ওদের সাথে প্রবীর -স্নিগ্ধা, আলোক- নিরঞ্জনা নামে আরো দুজন কাপল গেছিলো....... তিনটে কটেজ নেওয়া হয়েছিলো, সন্ধ্যার পর ওদের নাচ গান আর মদ্যপানের আসর চলে রাত পর্যন্ত। দীপ্ত কখনো মদ খায় নি, নন্দিতাকে নিসংকোচে ওদের সাথে যোগ দিতে দেখে অবাক হয়েছিলো ও। সেই উদ্দামতার পর যে যার কটেজে চলে যায়। এই প্রথম নন্দিতাকে অচেনা লাগে দীপ্তর....... এমন উশৃঙ্খলতা ও নন্দিতার কাছ থেকে আশা করে নি..... কিন্তু তবুও কিছু মনে করে নি......সব মানুষ যে ওর মত করেই চলবে তার নিশ্চয়তা কোথায়?
কিন্তু কটেজে ঢুকে নেশাগ্রস্ত নন্দিতা ঝঁপিয়ে পড়ে দীপ্তর উপর। ওর বাধা সত্ত্বেও খুলে দেয় দীপ্তর শার্ট.....পাগলের মত দীপ্তর ঠোটে চুম্বন করতে থাকে, নন্দিতার মুখ থেকে আসা আলকোহলের গন্ধে অস্বস্তি লাগছিলো দীপ্তর..... ও দুই হাতে বাধা দিতে গেলেও পারে না...
দীপ্তর স্বপ্নকে চুরমার করে নিজেই নিজের পোষাক খুলে নগ্ন হয়ে যায় নন্দিতা....কালো ব্রা খুলতেই বেরিয়ে আসে ওর ২৫ বর্ষীয় সামান্য অবনত কিন্ত ফর্সা মাঝারী স্তন........ কোমরের দুই দিকে আঙুল ঢুকিয়ে নামিয়ে আনে ওর প্যান্টি...... রেগুলার শেভ করা ঝকঝকে নির্লোম যোনীপ্রদেশ......নন্দিতার আগুন ঝরানো নগ্ন রূপ, নিজের স্তনবৃন্ত দীপ্তর মুখে গুজে দিয়ে জড়ানো গলায় বলে, " চোষো...... "
দীপ্ত যেনো কলের পুতুল, ও আবেগহীন ভাবে নন্দিতার স্তনবৃন্ত মুখে নেয়। নন্দিতার হাত ওর ট্রাকশুটের ইলাস্টিক গলে সাপের মত ওর শিথিল লিঙ্গ খাবলে ধরে...... নিজের গোপন অঙ্গে প্রথম কোন নারী স্পর্শে একফোঁটাও অনুভূতির বদল হয় না দীপ্তর..... ওর কোন উত্তেজনা জাগছে না,........ এ কোন নন্দিতা? একে তো ও চেনে না? সেই রুচীশীল, আবেগী...... কোথায় সে?
নন্দিতার ক্রমাগত আগ্রাসনের সামনে নিজেকে আরো গুটিয়ে নেয় দীপ্ত।
ওকে ধাক্কা মেরে শুইয়ে নন্দিতা ওর ট্রাকশুট খুলে নগ্ন করে দেয়।
" প্লীজ..... নন্দিতা, এটা কোরো না....আমার ভালো লাগছে না.... " বাধা দিতে যায় দীপ্ত।
ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বলে নন্দিতা..... " আজ আমি যা চাইবো তাই করবে....... "
নিজের কামঘন চোখের মদির দৃষ্টি দিয়ে ও দীপ্তকে দেখে৷
সামনে নন্দিতার সম্পূর্ণ নগ্ন শরীর। ওর পীনদ্ধত স্তন, ভরাট ভারী নিতম্ব........ একেবারে নির্লোম যোনী.... কোন কিছুই দীপ্তকে বিন্দুমাত্র উত্তেজিত করে না, বরং চোখের সামনে নিজের প্রথম যৌনতার স্বপ্নকে খন্ড বিখন্ড হতে দেখে শীতল হয়ে যায় ও..... এই ভাবে তো ও চায় নি, এভাবে ঝড়ের মত উত্তাল হয়ে নন্দিতাকে ভোগ করার স্বপ্ন দেখে নি ও.......
কিন্তু নন্দিতা অপ্রতিরোধ্য..... দীপ্তর শিখিল লিঙ্গ নিজের মুখে নিয়ে অনেক্ষণ নাড়াচাড়া করে তাকে জাগাতে চায় নন্দিতা, কিন্তু নন্দিতার এই উদ্দামতা দীপ্তর পুরুষাঙ্গকে জাগাতে ব্যার্থ হয়...... অবাক চোখে মুখ থেকে দীপ্তর পৌরুষ বের করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, ওর যেনো বিশ্বাস হচ্ছিলো না যে নন্দিতাকে স্বল্প পোষাকে দেখেই কত ছেলের রক্ত সঞ্চালন বেড়ে যায়, হাতের মধ্যে তার নগ্ন শরীর পাওয়ার পরেও দীপ্ত এতো শিথিল? লাফিয়ে ওঠে নন্দিতা.....দীপ্তর দিকে অবিশ্বাসে চোখে তাকিয়ে বলে....
" তুমি ইরেক্টাইল ডিসফাংশানে ভুগছো? ....... আমার কখনো বলনি তো? ....... কে এতো সাহস দিয়েছে আমার জীবন নিয়ে খেলা করার? ....... " কামত্তেজনা ছাড়িয়ে নিজের বিরক্তি আর ঘৃণা ঢাকতে পারে না নন্দিতা।
নন্দিতার চিৎকারে কেঁপে ওঠে ঘর। প্যান্ট টেনে নিজের লজ্জা ঢেকে ওকে থামাতে যায় দীপ্ত, " আমার কথা শোন...... আমার কোন রোগ নেই..... "
নেশাগ্রস্ত নগ্ন নন্দিতা এক ঝটকায় দূরে চলে যায়, রাগী বিড়ালের মত জ্বলজ্বলে চোখে তাকিয়ে বলে, " এতোগুলি দিন একটা নপুংসকের জন্য নষ্ট করলাম আমি? ...... ছি:.... ভাবতেই গা গোলাচ্ছে আমার, ..... "
দীপ্ত উঠে আসে নন্দিতার কাছে, " আমার কথা শোন..... আমাকে বোঝার চেষ্টা করো নন্দিতা...... "
" দূরে থাকো আমার থেকে..... আর আজকের পর আর আমার কাছে আসার চেষ্টা করবে না...." নিজের পোষাক গায়ে গলিয়ে নেয় নন্দিতা, তারপর দড়াম করে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সেদিন নিজেকে বড়ো অসোহায় লাগছিলো দীপ্তর..... বিচ্ছেদের থেকেও নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনা কুরে কুরে খাছিলো ওকে। কাউকে কিছু না জানিয়ে একাই ডুয়ার্স থেকে ফিরে আসে ও। আর কখনো নন্দিতা ওর সাথে যোগাযোগ করে নি। দীপ্ত বার কয়েক ফোনে ওর সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলে নি.....
এরপর থেকে যৌনতার কথা ভাবলেই সেই অভিশপ্ত রাতের কথা মনে হত ওর। জাগতে গিয়েও আবার ঘুমিয়ে পড়তো ওর পৌরুষ। নিজেকে বড় অসহায় বোধ করতো ও। সময়ের সাথে সাথে মিলিয়ে যায় নন্দিতার দেওয়া ঘা...... তবে কোন কোনায় সেটা চাপা পড়ে ছিলো, আজ অনামিকার সাথে সামান্য স্পর্শ ওকে কঠিন করে তুলেছে সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছে। আবার সেই চেনা ছন্দ অনুভূত হচ্ছে......
" কি রে কি ভাবছিস? ........ অনামিকার প্রশ্নে ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে আসলে দীপ্ত। ভেজা শরীরে সামান্য কাঁপছে অনামিকা।
দোকানদার দুই গ্লাস গরম চা হাতে ধরিয়ে দিতেই সেটা ঠোঁটে ছোঁয়ায়, " আহহ...." একটা সুখানুভুতি বেরিয়ে আসে গলা থেকে।
হঠাৎ দীপ্তর হাতে হাত রাখে অনামিকা, " কিরে রাগ করছিস? "
" কেনো? .... " না তাকিয়ে বলে দীপ্ত।
" না...... এভাবে চলে যাচ্ছি বলে? "
কোন উত্তর দেয় না দীপ্ত। রাগ অভিমান এসব করে কি হবে? অনুদি তুমি জানতেও পারবে না কোনদিন তুমি এই কদিনে কিভাবে আমার হারানো স্বপ্নকে বাঁচাতে সাহায্য করেছ। আমি ভেবেছিলাম আমার স্বপ্নের নারী বোধহয় বাস্তব হয় না...... কিন্তু হয়, সেটা তুমি...... এটা জানার পর তোমাকে হারাতে আমি কত ভয় পাই সেটা বোঝাতে পারবো না, যেমন পারবো না আমার মনের কথাগুলো বলতে।
" শোন...... নিজের মত করে জীবনকে বেছে নেওয়ার সুযোগ কজন পায় বল তো? ......... আমার কাছে তো তোর জন্য দরজা সবসময় খোলা, ছুটি পেলেই ছুটে আসবি....... আর অভিমান করে থাকিস না.... " অনামিকা দীপ্তর কাছে ঘেষে আসে।
দীপ্ত মুখে বলতে পারছে না যে, আমার এতো কাছে এসো না অনুদি....... অনেকদিন পর আবার আমার ভুলে যাওয়া স্বপ্ন জেগে উঠেছে তোমাকে কাছে পেয়ে......... একে থামাবো কিভাবে?
অনেক রাতে বাড়ি ফিরে আসে ওরা। একটা বৃষ্টিভেজা রোমাঞ্চকর দিনের স্মৃতি বুকে নিয়ে ঘুমাতে যায় দীপ্ত।
Deep's story
Posts: 80
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 6
Joined: Jul 2025
Reputation:
0
Darun dada aro update din
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
19-11-2025, 02:55 PM
(This post was last modified: 19-11-2025, 03:45 PM by sarkardibyendu. Edited 1 time in total. Edited 1 time in total.)
।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
পল্লবী কাজে বেরিয়ে যাওয়ার পর আজ রাজু মোবাইলে কলেজের সন্ধান করছিলো। বাবা মা চলে যাওয়ার পর ওর জীবনটা একেবারে স্বাধীন হয়ে গেছে। কিন্তু সেই সাথ ছন্নছাড়াও। ব্যাংকে অঢেল টাকা......কলকাতার বাড়ি সবেরই একমাত্র মালিকানা ওর, চাইলে এভাবেই বসে বসে জীবন কাটিয়ে দিতে পারে, তাতে বাধা দেএয়ারও কেউ নেই..... কিন্তু প্রথম প্রথম ভালো লাগলেও যত দিন যাচ্ছে নিজের প্রতি বিরক্তি তত বাড়ছে। এই কদিনে এখানকার মানুষের অভাবী জীবন্যাপন ওর চোখ খুলে দিয়েছে। এভাবে যে মানুষ বেঁচে থাকে সেটা কলকাতায় বসে কেউ ভাবতেই পারবে না। এখানে কদিনে রাজু নিজেকে অনেক পরিবর্তিত করে নিয়েছে। পল্লবী দি একদিন ঠিক বলেছিলো, জীবনকে জানতে হলে, তাকে সঠিক ভাবে উপভোগ করতে হলে এখানে আসতে হবে........তবে আর কলকাতা নয়, এবার এখানেই কাছাকাছি কোথাও নিজের গ্রাজুয়েশন শেষ করে এখানকার বাসিন্দা হয়েই কাটাবে ও.......
মোবাইল রেখে বাইরে আসে রাজু। বাড়ির পিছনে। পিছনে একটা সিমেন্টের চাতাল মত আছে, সেখানে জামা কাপড় কাচাকাচি করছে লালী। দুই পায়ের পাতায় ভর দিয়ে উবু হয়ে বসছে। শাড়ী হাঁটু পর্যন্ত। পায়ের মাসল ফুলে আছে লালীর...... কালো মসৃন নিটোল পেশীবহুল পা........ কোমরের শাড়ী আর ব্লাউজের মাঝের খোলা অংশ দেখা যাচ্ছে...... একেবারে নিটোল গোল উদ্ধত বুক দুটো সামনে ঝুলে আছে , লালীর দুই হাতের ক্রমাগত কাপড় থাবড়ানোর সাথে সাথে সেগুলো কাপছে।
দূরে দাঁড়িয়ে ওকে লক্ষ্য করে রাজু। সেদিনের পর থেকে ও নিজেও লালীকে দেখে লজ্জা পেয়েছে। আর লালীও ওকে দেখেই চোখ সরিয়ে নিয়েছে। সেদিন পল্লবীর যোনী থেকে সদ্য বের করা কামরসে ভেজা উত্থিত লিঙ্গ সরাসরি লালীর চোখে পড়ে, নিজেকে ঢাকার সময়টুকুও পায় নি রাজু।
এমন না যে লালীকে পছন্দ করে বা ভালোবাসে রাজু। কিন্তু তবুও কোথায় যেনো রাজুর নিজেকে অপরাধী মনে হচ্ছে। লালী সেদিন ওদের সঙ্গমরত অবস্থায় দেখে না ফেললে হয়তো এটা হতো না, ভালোবাসা না থাকলেও একটা সহানুভূতি বরাবর কাজ করে লালীর প্রতি। সেই হাসিখুশী উজ্জ্বল আদিবাসী মেয়েটাকে আর পায় না। রাজুর কাছে অনাবশ্যক আবদার করে ফেলায় বোধহয় লালী নিজেও অনুতপ্ত। সেদিনের ঘটনার পর ও নিজেকে আরো গুটিয়ে নিয়েছে।
" লালী.... "
রাজুর ডাকে মুখ তুলে তাকায় লালী। ওর কপালে ঘামের ফোঁটা চকচক করছে, চোখে প্রশ্ন.....।
এগিয়ে আসে রাজু ওর কাছে। লালীর পাশে হাঁটু মুড়ে বসে। লালী আবার কাপড় কাচায় মন দিয়েছে। রাজুর থেকে চোখ সরিয়ে নিয়েছে।
" রাগ করেছিস..... আমার উপর? "
লালী মাথা নাড়ে, না। মুখে কিছু বলে না।
" তাকা আমার দিকে........ " রাজু জোরের সাথে বলে।
লালী তবুও চোখ না তুলে কাজ করে যায়।
" তাকাবি না? ........ আমাকে তোর খারাপ ছেলে মনে হয়? "
কেনো লালীর অভিমান ভাঙাতে চায় সেটা রাজু নিজেও জানে না। কাজের লোক কি ভাবলো সেটা ভাবার বিষয় তো না। কিন্তু কোথাও মনের কোনে একটা সুক্ষ্ণ অনুভূতি আছে। আগের হাসিখুশী লালীকে দেখার সেই ইচ্ছা। সেই সরল।সাদা সিদা অকপট মেয়েটাকে আবার ফিরিয়ে আনার ইচ্ছা।
" আচ্ছা...... কথা বলিস না, আমি এখান থেকে চলে গেলে তুই খুশী তো? এমনিতেও তো আর বেশীদিন এখানে থাকবো না..... " রাজু অভিমানের সুরে বলে।
কাপড় কাচা থামিয়ে চোখ তোলে লালী। ওর দুইচোখে জলে ভেজা।
" ইটা তুই কি বলছিস দাদাবাবু....... আমি একটা কাজের মেয়ে আছি, আমার জন্যে তুই ঘর ছেড়ে চলে যাবি? আমি কথা না বললে কি হবে? "
উঠে দাঁড়ায় রাজু। লালীর হাত ধরে টেনে তোলে..... " তুই আমার বন্ধু না? এভাবে রাগ করে থাকলে কষ্ট হয় না আমার? "
" আমি তোর কাছে বাচ্চা চেয়ে ঠিক করি নাই.....তাই তো শরম লাগছে আমার...... তুই আমাকে খারাপ মেয়েছেলে ভাবিস..... " লালী কেঁদে ফেলে।
" ধুরর...... ওসব আমার মনেই নেই, তোকে কষ্ট পেতে দেখলে আমার খারাপ আগে সেটা জানিস না? " রাজু লালীর দুই গালে হাত রাখে।
" আমাদের মত মেয়ের জীবনটাই কষ্টের রে দাদাবাবু..... ভগবান আমাকে বাচ্চা দিলে না, আমার মরদ আমাকে ছেড়ে পরদেশে পড়ে আছে........ মরদের সোহাগও পাই না আমি...... গাঁয়ের লোক আমাকে বাঁজ বলে গাল দেয়..... মা বাপও ডাকে লা কাছে....... তুই আর দিদি ভালো মানুষ আছিস বলে আমাকে এতো ভালোবাসিস.... " লালীর গলা ধরে আসে।
রাজুকে জড়িয়ে ধরে লালী......" আমাকে মাফ করে দে দাদাবাবু......."
লালী যুবতী বিবাহিতা নারী। সরলতার সাথেই ও রাজুর কাছে মাফ চেয়েছে। এর মধ্যে কোথাও ছলনা নেই। আর ও একবারের জন্যেও সেদিনের রাজু আর পল্লবীর সঙ্গমের প্রসঙ্গ তোলে নি.....
লালীর শরীর রাজুর সাথে মিশে আছে। রাজুর কাঁধে মাথা রেখে কাঁদছে ও। লালীর বুক লেপ্টে আছে রাজুর বুকে..... রাজু অনুভব করে লালীর বুক পল্লবীর তুলনায় অনেক কঠিন আর উঁচু.....
কালো শরীরের লালীর মুখের মধ্যে একটা কোমলতা বিরাজ করে। শান্ত টানা চোখ, একটু মোটা ঠোঁট আর সুন্দর সাদা ঝকঝকে দাঁত.....হাসলে লালীকে ভারী মিস্টি লাগে। মাথার চুলে সাধারন সুগন্ধী তেল দিয়ে টেনা খোঁপা করে বাঁধা......।
রাজু ওর কাঁধ ধরে, " ধুর বোকা, মাফ আবার কি? এসব কথা ভাববি না....।"
চোখের জল মুছে লালী রাজুর কাছ থেকে সরে, " তুই দাঁড়া..... আমি কাজটা সেরে নি....বড়ো দেরী করাই দিলি তুই.... "
" ধুর..... সারাদিন কাজ করে কি হবে? "
লালী চোখ বড়ো করে, " ইটা ভালো কথা বললি বটে তুই..... দিদি আমাকে বকা দিবে না,........ এখনো রান্নাটা বাকি আছে। "
" কেউ বকবে না তোকে...... পল্লবীদি তো সেই সন্ধ্যায় ফিরবে..... আমি ঘরে বসে বোর হচ্ছি, তুই একটু ঘুরিয়ে আন আমাকে.... " রাজু বলে।
লালী একটু ভাবে, তারপর বলে..... " চল তুকে লিয়ে ভালু ঝোরা ঘুরিয়ে লিয়ে আসি...... খুব সুন্দর জায়গা আছে....."
রাজু জানে না ভালু ঝোরাটা কি আর কোথায়, কিন্তু ঘরে একেবারেই মন টিকছিলো না.... তাই মাথা নেড়ে হাঁ করে দেয়।
লালী বাচ্চা মেয়ের মত লাফিয়ে উঠে, " দাঁড়া..... মুই কাপড়টা পরিষ্কার করে লি আগে..... "
ভালু ঝোরা একটা পাহাড়ী ঝর্ণা। জল অতি অল্প। খুব বৃষ্টি হলে তখন জল বাড়ে। এই এলাকায় এমন বহু৷ ঝর্ণা বা ঝোরা আছে। শীতকালে এদের অস্তিত্ব থাকে না, বৃষ্টি হলে তখন বোঝা যায়।
জায়গাটা খুব সুন্দর। চারিদিকে ঘন বনের মাঝে একপাশে পাহাড়ের গা থেকে জল পড়ছে, নীচে বেশ কিছুটা জায়গায় একটা ছোট জলাশয় মত তৈরী হয়েছে, সেখানে কিছু বড় ছোট পাথর.......
রাজু একটা পাথরে বসে। জায়গাটা খুব ঠান্ডা আর ছায়াঘেরা..... আশেপাশে ত্রিসীমানায় মানুষের কোন অস্তিত্ব নেই। পল্লবীর বাড়ি থেকে জায়গাটা খুব বেশী দুরেও না। মাত্র দশ থেকে পনের মিনিটের হাঁটাপথ। লালী বেশ খুশী হয়ে জলে নেমে যায়...... হাঁটু সমান জলের মধ্যে দিয়ে হেঁটে ঝোরার কাছে পৌছে যায়।
সেখানে দাঁড়িয়ে রাজুকে ডাকে.... " এখানে আয়.... "
রাজু হাত তুলে না করে, এই পাথরের জল খুব ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা গরম লেগে গেলে বিপদ।
লালী কোমরে হাত দিয়ে চোখ বড় করে, " ইটা তুই ঠিক করলি? আমি একা নাহাবো? ........ একবার এসে দেখ কত ভালো লাগবে। "
রাজু হাসে কিন্তু জলে নামে না। লালী বাধ্য হয়ে ঝোরার নীচে দাঁড়ায়। ঝোড়ার জলে ওর গা মাথা ভিজে যেতে থাকে। টাইট করে জড়ানো শাড়ী ভিজে গিয়ে ওর পাথর কুঁদে বানানো শরীরে আরো লেপ্টে যায়। বুক, কোমর আর নিতম্বের ভাঁজ আর খাঁজ স্পষ্ট হয়ে পড়ে। লালী বাচ্চা মেয়্ব্র মত দুই হাত নাচিয়ে স্নানে মেতে ওঠে। রাজুর ব্বশ ভালো লাগছিলো, যাক মেয়েটা আবার স্বাভাবিক হয়েছে..... আসলে এরা বড় সরল, একটু আবেগেই গলে যায়।
একটু পরে লালী উঠে আসে.... রাজু হাসে, " কিরে এতো তাড়াতাড়ি স্নান ক্লহয়ে গ্বলো? "
" ধুর একা একা মজা আসে বুঝি? ....... " ও কৃত্তিম রাগ দেখায়।
ওরা আবার উঠে আসে। ঝোরাটা অনেক নীচে, একটু খাড়া চড়াই বেয়ে উঠে পায়ে চলার রাস্তা, দুই পাশে গাছের সারি। ভেজা গায়ে লালী আগে আগে চলেছে, পিছনে রাজু। লালীর উন্নত গোল নিতম্বের সাথে ভেজা শাড়ী সেঁটে গিয়ে তার আকৃতি পরিস্ফুট করে তুলেছে। লালীর হাঁটার তালে তালে সামান্য ছন্দে দুলছে ওর ভারী নিতম্ব।
হঠাৎ দাঁড়িয়ে পড়ে লালী। ওর চোখ বামদিকে..... সেখান্ব একটা গাছের তলায় একটা বুড়ো বসে আছে। মাথায় জটা, গলায় বড় বড় পাথর আর রুদ্রাক্ষের মালা, পরনে একটা মলিন ধুতি...... পাশে রাখা একটা বড় ঝোলা।
রাজু সেদিকে তাকিয়ে বলে, " কিরে দাঁড়ালি কেন? "
লালী বুড়োটার দিকে ইশারা করে বলে, " সাধু বাবা..... "
" হুঁ..... তো কি হয়েছে? " রাজু তাচ্ছিল্য করে।
" আহহ.....তুই কিছুটী জানিস লাই..... ইদের কাছে বহুত তরিকার ওষধ থাকে..... যদি কুনো ওষুধে আমার বাচ্চা আসে.....? ...... আয় ঘুরে আসি। "
বলা মাত্রই এগিয়ে যায় লালী। রাজুর এইসব ভন্ড সাধু একেবারেই পছন্দ হয় না.... কিন্তু তবু লালীকে অনুসরন করে ও এগিয়ে যায়।
একটা ঝুড়ি নামা বিশাল বটগাছের নীচে বসে আসে সাধু। লালী গিয়ে সাষ্টাঙ্গে প্রনাম করতেই চোখ খুলে তাকায়। দেখেই বোঝা যাচ্ছে নেশা করে আছে। কোনমতে হাত তুলে আশীর্বাদের ভঙ্গী করে...... " বল বেটি..... ক্যা তকলিফ হ্যায়? "
লালী গলে যায় একেবারে, " বাবা..... আমার মরদের কমতি আছে, ইস লিয়ে আমার বাচ্চা হচ্ছে না..... "
সাধু হাসে ঠোঁট বেঁকিয়ে, তারপর হাত বাড়ায়, " পচাশ রুপিয়া...... এইসা দাওয়া দুঙ্গা কে তেরা মরদ ঘোরে জাইসা দৌড়েগা "
রাজুর হাসি পায়। লালীর মরদের স্পার্ম কাউণ্ট কম, আর এই ব্যাটা ভাবছে দাঁড়ায় না। কিন্তু লালী আপ্লুত। ওর চোখে মুখে সরল বিশ্বাস। ওর সাথে টাকা নেই, ও রাজুর দিকে তাকায়। রাজু জানে ওকে নিষেধ করে লাভ নেই। না পেলে ওর মন খারাপ হয়ে যাবে। থাক, সন্তানলাভের জন্য মানুষ কত কি করে আর এতো সামান্য পঞ্চাশ টাকার ব্যাপার।
রাজু পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করে সাধু বাবার হাতে দেয়। সাধু টাকাটা ট্যাকে গুজে ঝোলা ঘেঁটে একটা স্বচ্ছ প্লাস্টিকের শিশি বের করে। তার ভিতরে ঘন সবুজ একটা তরল দেখা যাচ্ছে। সেটা লালীর হাতে দিয়ে বলে, " ইসকি পাঁঞ্চ বুন্দ রাত কো খানে কে বাদ পিলা দেনা....... য়াদ রহে, সির্ফ পাঁঞ্চ বুন্দ, নেহি তো গড়বড় হো জায়েগা। "
লালী শিশিটা হাতে নিয়ে সাধুকে আবার একটা পেন্নাম ঠুকে হাসি মুখে উঠে আসে। যেনো বিশ্বজয় করে ফেলেছে।
" তোর মরদ তো নেই..... কি করবি? " রাজু হাসে।
" যব লোটেগা তব পিলায়েঙ্গে...... " লালী গম্ভীর হয়ে বলে।
" ধুর ওই নেশাখোর সাধু তোকে রঙ মেশানো জল দিয়ে গেছে। " রাজু ব্যাঙ্গ করে।
" হাঁ তুই সব জানিস বটে? সাধুবাবার বহত জোশ আছে...... দাওয়া ঝুঠা নেহী হ্যায়। লালী মুখ ঝামটি দেয়।
রাজু ওর হাত থেকে শিশিটা কেড়ে নেয়, প্যাচের ঢাকনা খুলে নাকের কাছে ধরে, একটা উগ্র ঝাঁঝালো গন্ধ, মাথা ঝিম ঝিম করে ওঠে ওর। দেখে মনে হচ্ছে রঙ মেশানো আছে...... সিরাপ জাতীয় কিছু।
লালী হাঁ হাঁ করে ওঠে, " ইটা তুই কি করছিস বটে? আগর মুখে চলে যাবে তো বিপদ হয়ে যাবে। "
" তোর মাথা হবে..... এটা খেলে কিছুই হবে না..... তোকে ঠকিয়েছে ব্যাটা সাধু। " রাজু হাসে।
" তুই বড় সমঝদার আছিস নাকি? সাধু বাবা ঝুঠা নেহি হ্যায়। " লালী ওর বিশ্বাসে অটল।
রাজুর রাগ হয়, " তাই? ...... দেখবি তুই? আমি এটা এখনি অর্ধেক খাবো কিন্তু কিছুই হবে না? "
লালী ওর হাত থেকে শিশি ছিনিয়ে নিতে আসে, " কোনো দরকার টা নেই...... তুই ইটা আমাকে দে। "
তার আগেই রাজু ওই তরল অর্ধেক গলায় ঢেলে আবার শিশির মুখ আটকে ওর হাতে দেয়।
ওর মুখে হাসি, " দেখলি? তোর সাধু বাবার ভন্ডামী? "
লালী অবাক হয়ে রাজুর মুখের দিকে তাকিয়ে আছে। ক্রাজুর কাণ্ডে হতবাক ও।
" চল.... চল...." রাজু লালীর হাত ধরে টানে।
" তুই ইটা কি করলি? ........ বাবা পাঞ্চ বুন্দ সে জাদা খানে সে মানা কিয়া থা..... আর তুই পুরা আধা শিশি খেয়ে নিলি? " লালী আর্তচিৎকার করে ওঠে।
রাজু ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। একটু এগোতেই ওর পেট মোচড় দিয়ে ওঠে। থমকে যায় রাজু, পেটে বীভৎশ মোচড়ে হড় হড় করে বমি করে দেয়, ঘুরে ওঠে মাথা, চোখ ঝাপসা হয়ে ওঠে...... মনে হচ্ছে সারা গা দিয়ে আগুনের তাপ বেরোচ্ছে..... কোনমতে একটা গাছের ডাল ধরে নিজেকে সামলায় ও। সারা পৃথিবী বনবন করে ঘুরছে....।
লালী দৌড়ে এসে ওকে চেপে ধরে কান্নার স্বরে বলে, " আমার কথাটা শুনলি না তুই...... এখন শরীলডা খারাপ হলে দিদিকে কি জবাব দেবো আমি? "
ও রাজুর মাথা আর বুকে মালিস করতে থাকে। রাজুর কানে কিছু ঢুকছে না। চারিদিক অন্ধকার হয়ে ও ওখানে লুটিয়ে পড়ে।
জ্ঞান হারাতে গিয়েও হারায় না, কিছু সময় শুয়ে থাকার পর মনে হয় মাথা ঘোরানো একটু কমেছে, কিন্তু চোখ এখনো ঘোলা...... সেই সাথে অনুভব করে ওর লিঙ্গ লোহার মত শক্ত হয়ে গেছে, সারা শরীরে আগুন বেরোচ্ছে....... সামনে থেকেও লালীর কোন কথা মাথায় ঢুকছে না।
উঠে বসে রাজু। নীচের দিকে প্যান্ট ফুলে তাবুর মত খাড়া হয়ে আছে। এতো কঠিন অবস্থা এর আগে কখনো হয় নি ওর৷ যেনো এখনি বিস্ফোরন ঘটবে..... গায়ে জামা কাপড় অসহ্য লাগছে। ওর মাথা কোন কাজ করছে না।
একটানে নিজের জামা আর প্যান্ট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ হয়ে যায় ও। তারপর দৌড়ে নেমে যায় সেই ঝোরার দিকে..... নগ্ন অবস্থায় জল ঠেলে ঝোরার নীচে দাঁড়ায়। ঝোরার শীতল জল মাথায় পড়তেই একটু আরাম বোধ করে..... নীচের দিকে তাকিয়ে নিজের লিঙ্গ দেখে নিজেই ভয় পেয়ে যায়। এতো কঠিন যে শিরা উপশিরাও যেনো ফেটে পড়বে...... উন্মুক্ত লিঙ্গাগ্রভাগ একেবারে রক্তাভ লাল, রাজু হাত দিয়ে সেটাকে সামান্যোও অবনত করতে পারে না...... সআরা শরীরের রক্ত যেনো ওর লিঙ্গে এসে জমা হয়েছে।
রাজুর পিছে পিছে লালী সেখানে এসে দাঁড়ায়। ওর চোখে মুখে ভয়ের চিহ্ন। সভয়ে রাজুর খাড়া লিঙ্গের দিকে তাকিয়ে আছে ও। কিনকরা উচিত কিছুই মাথায় আসছে না ওর। রাজুর সামনে নীচু হয়ে লিঙ্গের সামনে মুখ নিয়ে ভয়ের দৃষ্টিতে তাকায় ও। ওর মরদের লিঙ্গ দেখেছে ও কিন্তু এমন অবস্থায় না......
রাজুর দুই চোখ ঘোলা, শরীরে যেনো সুনামী বইছে.... ও লালীকে টেনে আনে নিজের লিঙ্গের কাছে..... লালী কি করবে সেটা ভেবে পায় না....... ভয়ে ভয়ে রাজুর লিঙ্গের অগ্রভাগ মুখে নিয়ে দুই হাতে গোড়া চেপে ধরে...... আরাম না, কোনভাবে রাজু অর্গ্যাজম ঘটাতে চাইছিলো, নাহলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না.....
লালীর মুখকেই কাল্পনিক যোনী মনে করে ও ভিতরে চেপে ধরে...... লালীর মুখের ভিতরে লালা আর জীভের স্পর্শে ঝড় উঠে যায়, কিছুক্ষণ পর লালী লিঙ্গের ভিতরে থর থর কম্পন টের পায়...... সভয়ে ও মুখ থেকে রাজুর লিঙ্গ বাইরে আনা মাত্র তীরের বেগে সাদা বীর্য্য ওর মুখে ছিটকে পড়ে, এতো বীর্য্য রাজু এর আগে কোনদিন বের করে নি..... যেনো ওর শরীরের শেষ বিন্দু বীর্য্যও বাইরে বেরিয়ে আসে, লালীর কালো শরীরে সাদা ঘন থকথকে বীর্য্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে...... হতবাকের মত রাজুর লিঙ্গ ধরে কিছু সময় বসে থাকে ও। তারপর ছেড়ে দিয়ে ঝোরার জলে নিজেকে পরিষ্কার করে নেয়।
বীর্য্যপাত ঘটে যাওয়ায় আর শীতল জলের স্পর্শে রাজু আগের থেকে স্বস্তি বোধ করে। তবে লিঙ্গের তখনো নমনীয় হওয়ার কোন লক্ষণ দেখা যায় না। এতোক্ষণে কি ঘটে গেলো সেটা এবার রাজুর বোধগম্য হয়। লালীর সামনে নগ্ন হয়ে ওর শরীরেই বীর্য্যপাত করেছে ও।
লালী কোন কথা না বলে উঠে দৌড়ে চলে যায়। একটু পরে হাতে কিছু পাতা নিয়ে ডলতে ডলতে ফিরে আসে।
রাজুর লজ্জা করছিলো এভাবে ওর সামনে। কিন্তু লালীর মুখে লজ্জার কোন চিহ্ন নেই। ও সেই পাতা রাজুর হাতে দিয়ে বলে, " এটা চিবিয়ে খেয়ে লে..... "
তারপর কিছুটা পাতার রস ওর তখনো উত্থিত হয়ে থাকা পুরুষাঙ্গে মাখিয়ে দেয়। রাজু পাতাটা মুখে দিয়ে চিবিয়ে খায়। কেমন একটা বুনো স্বাদ। লালীর হাত ওর লিঙ্গ ভালো করে মালিশ করে দেয়।
কিছুক্ষন পরেই রাজুর লিঙ্গ ধীরে ধীরে নরম।হয়ে আসে। স্বাভাবিক হয়ে আসে ও। লালীর হাত ধরে জল থেকে উঠে আসে পাড়ে। লালী ওর জামা প্যান্ট এগিয়ে দেয়। ওর মুখে এতোক্ষণে হাসি দেখা যাচ্ছে।
রাজু লজ্জায় ওর দিকে তাকাতে পারছে না।
লালী হেসে বলে, " কি ডরই না লাগছিলো আমার...... তুই বাচ্চা আছিস রে দাদাবাবু..... "
রাজু কথা না বলে জামা প্যান্ট পরে বাড়ির দিকে হাঁটা দেয়।
" উ..... এখন শরম লাগছে তোর, আর আমি যখন দাওয়াটা খেতে মানা করলাম আমার কথাটা শুনলি না? "
একটা কথাই বলে রাজু, " পল্লবীদিকে কিছু বলিস না লালী...... বুঝলি। "
লালী থমকে গিয়ে একটু করুন হেসে বলে, " না রে দাদা বাবু...... মুই এতো খারাপ মেয়েমানুষ না...... "
বাড়ি ফিরে সোজা বাথুরুমে ঢুকে যায় অনামিকা। ভেজা জামা কাপড় গায়েই অর্ধেক শুকিয়ে গেছে। একে একে শাড়ী ব্লাউজ শায়া ব্রা প্যান্টি ছেড়ে একটা বালতিতে রেখে শাওয়ারের নীচে দাঁড়ায়। নগ্ন শরীর ধুয়ে যাচ্ছে জলের ধারায়। অনেকদিন পর আজ শরীরে উত্তেজনা বোধ করছে ও। হঠাৎ করে মনে আসে রাজুর কথা। উন্মুক্ত ছাদে জ্যোৎনায় ধারায় স্নান করে পরস্পরকে ছুঁয়েছিলো ওরা....... অনামিকার শরীরের গোপন স্থানে রাজুর আনাড়ী হাতের স্পর্শ...... পাগলের মত উষ্ণ চুম্বনে চুম্বনে দুইজনে ভরে যাওয়া.....
মাথা থেকে গা বেয়ে দুটি যুবতী বুক ভিজিয়ে জলের ধারা নেমে যাচ্ছে দুই উরুর মাঝখান দিয়ে...... নিজের স্তনে হাত রাখে অনামিকা। সিক্ত বোঁটা দুটো খাড়া হয়ে আছে..... সামান্য চাপ দেয়, একটা সুখানুভুতিতে ভরে আসছে শরীর।
আগে কখনো স্বমেহন করে নি অনামিকা। আজ ওর খুব খুব ইচ্ছা করছে...... চোখ বন্ধ করে ডানহাতের দুটি আঙুল নামিয়ে আনে যোনীর খাঁজে। ভেজা যৌনকেশ এবিলি কেটে নেমে যায় খাদের ভিতরে। জলের সাথে সাথে কামরসেও সিক্ত ওর যোনীদেশ..... ক্লিটে সামান্য স্পর্শ করতেই শরীর কেঁপে ওঠে, দুই বুক আর পাছা ভার হয়ে আসছে.....।
নিজের অজান্তেই যোনীখাতে আঙুল চালায় অনামিকা, এতো সুখ....... এতো উত্তাল হয়ে উঠছে যে থামতে ইচ্ছা করছে না.....
" বাথরুমের দরজার বাইরে সজোরে হাঁচির শব্দে ঘোর ভাঙে অনামিকার। নিজের কাজে লজ্জা হয়। ইশ..... বাইরে বেচারা দীপ্ত ভেজা গায়ে বসে আছে আর ও এখানে যৌনসুখ উপভোগ করছে। তাড়াতারী গা মুছে শুকনো কাপড় টেনে নেয়। সেগুলো পড়ে বাইরে আসে।
দীপ্তর অবস্থা দেখে মায়া হয়। বেচারাকে আজ ওর কারণে ভিজতে হয়েছে। নির্ঘাৎ সর্দি লেগে গেছে। দীপ্ত ওলে দেখে হাসে.…..." চিন্তা নেই...... এবার তিনদিন বিছানায় পড়ে থাকবো আর তোমার সেবা নেবো। "
অনামিকা তাড়া দেয় ওকে, " যা..... তাড়াতাড়ি শুকনো হয়ে আয়, আমি আদা লবঙ্গ দিয়ে একটু চা বানাচ্ছি।"
Deep's story
Posts: 80
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 6
Joined: Jul 2025
Reputation:
0
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
19-11-2025, 04:25 PM
(This post was last modified: 19-11-2025, 05:30 PM by sarkardibyendu. Edited 1 time in total. Edited 1 time in total.)
আপডেট কি কারো ভালো লাগছে না? দয়া করে জানাবেন....
পাঠকের উৎসাহই লেখার সম্বল, অন্যথায় ছেদ পড়ে যাবে।
Deep's story
Posts: 80
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 6
Joined: Jul 2025
Reputation:
0
Darun lagche aro update din
•
Posts: 103
Threads: 0
Likes Received: 326 in 123 posts
Likes Given: 571
Joined: Jun 2021
Reputation:
76
(19-11-2025, 02:55 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
পল্লবী কাজে বেরিয়ে যাওয়ার পর আজ রাজু মোবাইলে কলেজের সন্ধান করছিলো। বাবা মা চলে যাওয়ার পর ওর জীবনটা একেবারে স্বাধীন হয়ে গেছে। কিন্তু সেই সাথ ছন্নছাড়াও। ব্যাংকে অঢেল টাকা......কলকাতার বাড়ি সবেরই একমাত্র মালিকানা ওর, চাইলে এভাবেই বসে বসে জীবন কাটিয়ে দিতে পারে, তাতে বাধা দেএয়ারও কেউ নেই..... কিন্তু প্রথম প্রথম ভালো লাগলেও যত দিন যাচ্ছে নিজের প্রতি বিরক্তি তত বাড়ছে। এই কদিনে এখানকার মানুষের অভাবী জীবন্যাপন ওর চোখ খুলে দিয়েছে। এভাবে যে মানুষ বেঁচে থাকে সেটা কলকাতায় বসে কেউ ভাবতেই পারবে না। এখানে কদিনে রাজু নিজেকে অনেক পরিবর্তিত করে নিয়েছে। পল্লবী দি একদিন ঠিক বলেছিলো, জীবনকে জানতে হলে, তাকে সঠিক ভাবে উপভোগ করতে হলে এখানে আসতে হবে........তবে আর কলকাতা নয়, এবার এখানেই কাছাকাছি কোথাও নিজের গ্রাজুয়েশন শেষ করে এখানকার বাসিন্দা হয়েই কাটাবে ও....... কুশলী আপডেট। রাজুর ঔষধ সেবন ও লিঙ্গোত্থান পর্বটি বেশ ফ্যান্টাসি। তারপরের ঘটনাটাও। মানুষ জটিল চরিত্রের, এত সরলরৈখিক বোধহয় না। লালীর থেকে রাজু কম বয়সী হবে। তবুও সে বয়োজ্যেষ্ঠ আচরণ করছে। কেন? শহুরে উন্নাসিকতা? লালী উলঙ্গ রাজুর সামনে গেল কেন? নন্দিতা পঁচিশ বছরের? এখানে কিছু ডিটেলের প্রয়োজন ছিল। কি করত ও? কেমন করে তাদের দেখা হয়েছিল? দীপ্তই বা কি করত তখন। তাহলে চরিত্রটি বসত। এখানে মনে হচ্ছে কেবলে দীপ্তের রোম্যান্টিক পবিত্রতা দেখানর জন্যেই নন্দিতা আগমন ও প্রস্থান। তাকে আঁকাও হয়েছে - সাদা কালোয়। মানুষ সাদা কালো নয় - রঙিন।
Posts: 48
Threads: 0
Likes Received: 66 in 43 posts
Likes Given: 143
Joined: May 2022
Reputation:
5
(19-11-2025, 08:03 PM)PramilaAgarwal Wrote: কুশলী আপডেট। রাজুর ঔষধ সেবন ও লিঙ্গোত্থান পর্বটি বেশ ফ্যান্টাসি। তারপরের ঘটনাটাও। মানুষ জটিল চরিত্রের, এত সরলরৈখিক বোধহয় না। লালীর থেকে রাজু কম বয়সী হবে। তবুও সে বয়োজ্যেষ্ঠ আচরণ করছে। কেন? শহুরে উন্নাসিকতা? লালী উলঙ্গ রাজুর সামনে গেল কেন? নন্দিতা পঁচিশ বছরের? এখানে কিছু ডিটেলের প্রয়োজন ছিল। কি করত ও? কেমন করে তাদের দেখা হয়েছিল? দীপ্তই বা কি করত তখন। তাহলে চরিত্রটি বসত। এখানে মনে হচ্ছে কেবলে দীপ্তের রোম্যান্টিক পবিত্রতা দেখানর জন্যেই নন্দিতা আগমন ও প্রস্থান। তাকে আঁকাও হয়েছে - সাদা কালোয়। মানুষ সাদা কালো নয় - রঙিন।
প্রমীলাদির মন্তব্য প্রণিধান যোগ্য।
Posts: 17
Threads: 0
Likes Received: 13 in 9 posts
Likes Given: 36
Joined: Aug 2022
Reputation:
0
নারী সাহচর্য সত্ত্বেও লিঙ্গ শৈথিল্য? একটু বাড়াবাড়ি লাগছে। পুরুষাঙ্গ ধরে নাড়ালেই তা কঠিন হবে - পেশী মাত্র। প্রকৃত পুরুষ যা করবে তা হল - নারীকে সবলে দূরে সরিয়ে দেবে। তার পৌরুষ আছে তা নিয়ে আত্মরক্ষার চেষ্টা করবে না।
Posts: 77
Threads: 0
Likes Received: 61 in 41 posts
Likes Given: 11
Joined: Jan 2020
Reputation:
1
অপর্ব, খুব ভালো লাগলো, বুঝতে পারছি না গল্প কোন দিকে মোড় নেবে।
Posts: 76
Threads: 0
Likes Received: 80 in 52 posts
Likes Given: 90
Joined: Mar 2020
Reputation:
5
Posts: 24
Threads: 0
Likes Received: 25 in 17 posts
Likes Given: 51
Joined: Oct 2022
Reputation:
6
(19-11-2025, 02:55 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
পল্লবী কাজে বেরিয়ে যাওয়ার পর আজ রাজু মোবাইলে কলেজের সন্ধান করছিলো। বাবা মা চলে যাওয়ার পর ওর জীবনটা একেবারে স্বাধীন হয়ে গেছে। কিন্তু সেই সাথ ছন্নছাড়াও। ব্যাংকে অঢেল টাকা......কলকাতার বাড়ি সবেরই একমাত্র মালিকানা ওর, চাইলে এভাবেই বসে বসে জীবন কাটিয়ে দিতে পারে, তাতে বাধা দেএয়ারও কেউ নেই..... কিন্তু প্রথম প্রথম ভালো লাগলেও যত দিন যাচ্ছে নিজের প্রতি বিরক্তি তত বাড়ছে। এই কদিনে এখানকার মানুষের অভাবী জীবন্যাপন ওর চোখ খুলে দিয়েছে। এভাবে যে মানুষ বেঁচে থাকে সেটা কলকাতায় বসে কেউ ভাবতেই পারবে না। এখানে কদিনে রাজু নিজেকে অনেক পরিবর্তিত করে নিয়েছে। পল্লবী দি একদিন ঠিক বলেছিলো, জীবনকে জানতে হলে, তাকে সঠিক ভাবে উপভোগ করতে হলে এখানে আসতে হবে........তবে আর কলকাতা নয়, এবার এখানেই কাছাকাছি কোথাও নিজের গ্রাজুয়েশন শেষ করে এখানকার বাসিন্দা হয়েই কাটাবে ও....... দীপ্তের চরিত্রায়ন বেশ সুন্দর হয়েছে। অনামিকা তার ঘরে থাকছে - তেমন দেখা যায়না গ্রামে। স্বভাব উৎসুক গ্রামের লোকেদের কি বলছে দীপ্ত সেটা যেন এড়িয়ে যাওয়া হয়েছে।
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
(19-11-2025, 03:41 PM)Suryadeb Wrote: Darun aro update din
thank you.....
Deep's story
•
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
(19-11-2025, 08:03 PM)PramilaAgarwal Wrote: কুশলী আপডেট। রাজুর ঔষধ সেবন ও লিঙ্গোত্থান পর্বটি বেশ ফ্যান্টাসি। তারপরের ঘটনাটাও। মানুষ জটিল চরিত্রের, এত সরলরৈখিক বোধহয় না। লালীর থেকে রাজু কম বয়সী হবে। তবুও সে বয়োজ্যেষ্ঠ আচরণ করছে। কেন? শহুরে উন্নাসিকতা? লালী উলঙ্গ রাজুর সামনে গেল কেন? নন্দিতা পঁচিশ বছরের? এখানে কিছু ডিটেলের প্রয়োজন ছিল। কি করত ও? কেমন করে তাদের দেখা হয়েছিল? দীপ্তই বা কি করত তখন। তাহলে চরিত্রটি বসত। এখানে মনে হচ্ছে কেবলে দীপ্তের রোম্যান্টিক পবিত্রতা দেখানর জন্যেই নন্দিতা আগমন ও প্রস্থান। তাকে আঁকাও হয়েছে - সাদা কালোয়। মানুষ সাদা কালো নয় - রঙিন।
ধন্যবাদ...... আসলে ইচ্ছা করেই আমি নন্দিতার ডিটেইলস এ যাই নি, আর একটা ক্যারেক্টার কে কিভাবে ন্ববে সেটা নিয়ে সন্দেহ ছিলো........ আর একটু ফ্যান্টাসী ইচ্ছাকৃত আমদানী, আসলে রাজুর পাগলের মত আচরনে লালী ভয় পেয়েই তার সামনে গেছে।
Deep's story
•
|