Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
প্লাটফর্মে নামার পর সকালের হালকা ঠান্ডা পরিবেশে নিজেকে বেশ তাজা লাগছে পল্লবীর। ট্রেন এ বেশ কিছুক্ষন ভালোই ঘুম হয়েছে, ওর পাশ দিয়ে সেই সিড়িঙ্গে যুবক আড়চোখে তাকাতে তাকাতে চলে গেলো, বুড়োটা কোথায় নেমেছে কে জানে। সকালে আর দেখে নি। পল্লবীর হাসি পেয় গেলো আবার। কাল রাতে ছোকরা খুব ঝটকা খেয়েছে। অনেকদিন ঘটনাটা হয়তো মনে রাখবে।
প্রায় ফাঁকা প্লাটফর্ম। বেশ পরিষ্কার আর নিরিবিলি। এদিক ওদিক তাকাতেই দেখে ছোটু আসছে। ছোটু মাহাতো ওদের সংস্থায় ড্রাইভার। ছোটখাটো সাঁওতাল ছেলেটা বেশ মিশুকে। পল্লবীর কাছে এসে ছোটু দাঁত বের করে হাসে..... " টাইম ঠিক আছে তো দিদি? "
কাল রাতেই ছোটুকে ফোন করে আসতে বলে দিয়েছিলো। এমনিতে ছোটু টাইমের খুব পাকা। তবুও ঠিক টাইমে আসতে বলেছিলো, কারন বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে।
" এক্কেবারে......" পল্লবী হাসে।
ছোটু ওর ব্যাগ নিতে গেলে বাধা দেয় পল্লবী। এইসব ওর পছন্দ হয় না। যেটুকু নিজে বহ্ন করার সামর্থ্য আছে সেটা অন্যকে দিয়ে বওয়ানোর কোন মানে নেই। ও ব্যাগটা পিঠে নিয়ে এগিয়ে যায়। স্টেশোনের বাইরে একটা ফাঁকা জায়গায় ছোটুর বোলেরো গাড়ি দাঁড়িয়ে। পল্লবী পিছনের সিটে উঠে বসে।
" দিদি, সামনে থিকে নতুন ডাক্তার সাহেব উঠবেন, আপনার অসুবিধা নেই তো? "
" নতুন ডাক্তার সাহেব! মানে ডক্টর অনীক.....?? " পলবী বলে।
" হাঁ....দিদি, ডাক্তারসাহেব সোকালে এদিকে আসছিলেন, আমি ওনাকে বলি আমি তো যাচ্ছি দিদিকে আনতে...... " ছোটু বলে।
" না না ভালো করেছিস...... " পল্লবী হেসে বলে।
ছোটু গাড়িতে স্টার্ট দেয়। স্টেশন চত্তর থেকে বেরিয়ে গাড়ি পিচ রাস্তা ধরে এগীতে থাকে। কিছুদূর এগোতেই দেখে রাস্তার ধারে অনীক দাঁড়িয়ে। ছোটু গাড়ী একপাশে নিতেই অনীক সামনের দরজা খুলে উঠতে যায়।
" আরে এখানেই আসুন না..... " পল্লবী হেসে বলে।
অনীক সামান্য হেসে পিছনের দরজা খুলে ওর পাশে বসে। পল্লবী একটু জানালার দিকে চেপে যায়। যদিও জায়গার অভাব কিছু নেই।
" মর্নিং ম্যাডাম, আপনার কাজ ভালোভাবে মিটল? " অনীক বলে।
" মর্নিং..... আর আমি ম্যাডাম নই, আমাকে নাম ধরেই ডাকতে পারেন, " পল্লবী হাসে।
" হ্যাঁ..... সে ডাকতেই পারি তবে সময় লাগবে..... " অনীক ওর দিকে তাকিয়ে বলে।
" এতো সকালে এখানে কোথায় এসেছিলেন? " পল্লবী জিজ্ঞাসা করে।
" আর বলবেন না..... ওটিতে একটা দরকারী ইন্সট্রুমেন্ট ছিলো না, আমি কলকাতা থেকে আনতে দিয়েছিলাম এখানকার এক সাপ্লায়ার কে..... সেটার খোঁজেই আসা। "
" তা আপনার পেশেন্ট দেখা কবে শুরু হবে? এদিকে তো সব রেডি... "
" হুঁ.....ভাবছি চার পাঁচ দিনের মধ্যেই আউটডোর চালু করে দেবো, এমনি ডাক্তার এসেছে শুনে আমার কোয়ার্টারে এর মধ্যেই বেশ কয়েকজন পেশেন্ট এসে দেখিয়ে গেছে....... "
" বাহ..... দারুণ ব্যাপার " পল্লবী বলে।
" একদিন আসুন আমার ওখানে, একসাথে ডিনার করা যাবে..... " অনীক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়।
" হ্যাঁ..... তবে আপনাকেও আমার কুড়ে ঘরে আসতে হবে কিন্তু, " পল্লবী হাসে।
" সে আর বলতে? কবে যাবো বলুন, আমি তো রাজি.... শুধু আপনি বলুন " অনীক উচ্ছ্বসিত ভাবে বলে, " এই দূর্গম পরিবেশে আপনার মত সুন্দরী কলিগের আমন্ত্রণ ছাড়া যায় নাকি? " হেসে ওঠে অনীক, পল্লবীও সাথে যোগ দেয়। অনীক যঠেষ্ট হ্যান্ডসাম, বয়স ৩০/৩২ এরবেশী না। পল্লবীকে পেয়ে কি ফ্লার্ট করার চেষ্টা করছে? কে জানে?
গাড়ীটা এখন ফাঁকা পিচরাস্তা ধরে চলছে। দুই পাশে তরঙ্গায়িত জমি। মাঝে মাঝে গাছপালা, দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে, রাস্তার পাশে বেশ গাছপালা, সব মিলিয়ে দারূন লাগে এখানকার পরিবেশ। লাল মাটির মাঝে সবুজের একটা আলাদা সৌন্দর্য্য আছে। এইসব দিকের বেশীরভাগ মানুষ গরীব আদিবাসী। অতি কষ্টে দিন চলে তাদের। তবে অত্যন্ত সরল সাধাসিধা। এই সকালেই কয়েকটি কজন আদিবাসী মহিলা কাঠ সংগ্রহে বেরিয়ে গেছে।
" একটু চা খেলে হয় না ম্যাডাম? "
পল্লবী চোখ মটকায়, " আবার ম্যাডাম? পল্লবী বলুন। "
অনীক হেসে ছোটুকে একটা চায়ের দোকান দেখে দাঁড়াতে বলে। একটা রাস্তার পাশের চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করায় ছোটু। দোকানটা একটা বড় গাছের নীচে, সামনে খোলা চকচকে পিচরাস্তা..... এই সকালেই দোকানে চায়ের সাথে চপ আর জিলাপী ভাজা... এই দৃশ্য এখানে একেবারে স্বাভাবিক, সকালেই এরা তেলেভাজা দিয়ে ব্রেকফাস্ট সারে। তবে অনীক এসবে অভ্যস্ত না, প্পল্লবীও রাতে জার্নীর পর এসব খাবে না। ওরা তিনটে চা ওর্ডার দেয়। সামনে রাখা কাঠের বেঞ্চ এ পাশা পাশি বসে অনীক আর পল্লবী। পল্লবীর এখনো রাতের সেই সুতির পাজামা আর গায়ে টপ, দুটো পোষাকই ওর গায়ে একেবারে ফিট হয়ে বসেছে যে শরীরের গোপন স্থনগুলোর সঠিক অবস্থান পোষাকের উপর দিয়েই বোঝা যাচ্ছে। এতক্ষণ গাড়িতে বসে থাকায় অনীকের চোখ সেদিকে পড়ে নি, কিন্তু গাড়ি থেকে নামার পর বার বার অবীকের চোখ পল্লবীর শরীরী ভাঁজের দিকে আকৃষ্ট হচ্ছে। পল্লবী খুব ফর্সা নয়, একেবারে অপরূপা সুন্দরীর তালিকা থেকেও হয়তো সবাই ওকে বাদ দিয়ে দেবে.... কিন্তু ওর চেহারা আর চোখে মুখে এমন একটা আকর্ষণ আছে যেটা উপেক্ষা করা কঠিন।
চা শেষ করে অনীক একটা সিগারেট ধরায়। পল্লবীর দিকে তাকিয়ে থমকে গিয়ে বলে, " সরি, আপনাকে অফার করতে ভুলে গেছি.....আসলে এই বদঅভ্যাস আপনার আছে নাকি জানি না....." অনীক প্যাকেট ওর দিকে বাড়িয়ে ধরে।
পল্লবী নিসঙ্কোচে একটা সিগারেট তুলে ঠোঁটে চেপে ধরে।
অনীক লাইটারটা জ্বালিয়ে ওর সিগারেট ধরিয় দেয়। একটা টান্নদিয়ে ধোঁয়া ছেড়ে বলে, " বাড়ি কোথায় আপনার? মানে কোথা থেকে এসেছেন এখানে? "
" কলকাতা "
" বাব্বা..... বাড়িতে তো প্রতি সপ্তাহে যেতে পারেন না নিশ্চই। "
" ইচ্ছাও হয় না..... ওসব পাঠ অনেকদিন চুকিয়ে দিয়েছি. " পল্লবী একটা টান দিয়ে বলে।
থমকে যায় অনীক, কিছু একটা বলতে গিয়েও থেমে যায়, " চলুন এগোনো যাক..... নাকি? "
ওরা বসতেই গাড়ী ছেড়ে দেয়৷ ছোটু। গাড়ী আসতে আস্তে সরু পাহাড়ী রাস্তা ধরে, রাস্তা ক্রমশ চড়াই হয়ে উপরে উঠে গেছে, দুইপাশে ঘন শাল সেগুনের জঙ্গল, তার ফাঁক দিয়ে সকালের সূর্য্যের আলো এসে পড়ছে। এক মন ভালো করা পরিবেশ। এদিকে গ্রাম প্রায় নেই। অনেক দূরে দূরে কয়েকটা ঘর নিয়ে ছোট ছোট বসতি। অনীক বাইরের দিকে তন্ময় হয়ে তাকিয়ে ছিলো। সেটা দেখে পল্লবী বলে, " কেমন লাগছে এদিকের প্প্রিবেশ? "
মুখ না ফিরিয়েই বলে অনীক, " দারূন...... এখানে থেকে শহরের কোলাহলের কথা ভাবতেই অবাক লাগে, " একটু চুপ করে থেকে বলে, প্রথম দেখাতেই আষ্টেপিষ্টে বেঁধে ফেলে রোমাঞ্চে..... ঠিক তার মতো। "
পল্লবী তাকায়, " মানে? .... কার মতো? "
অপ্রস্তুত হয় অনীক...." না না কিছু না.... "
হাসে পল্লবী, " প্রেমিকা না প্রাক্তন প্রেমিকা? "
অনীকও হাসে, " থাক...... পরে একদিন সেসব কথা হবে। "
এখনো অনীকের শরীরে তার রোমাঞ্চ লেগে আছে। সেই বৃষ্টির রাতে কৈশোর অনীকের শরীরে লেপ্টে ছিলো সে। ক্ষণিকের রোমাঞ্চে, সুখে, উচ্ছ্বাসে ভেসে গেছিলো অনীক। নারী দেহের গোপন রহস্য উন্মচোনের উচ্ছ্বাসে একান্ত শান্ত স্বল্পবাক অনীক নিজের স্বভাবের বীপরীতে গিয়েই সেদিন ধরা দিয়েছিলো তার কাছে...... আজ অনেক পথ পেরিয়ে নিজেকে অনেক পরিবর্তন করেছে ও। সেই একরাতের পর তাকে আর দেখে নি, তবুও আজও সেই রাতের স্মৃতি জ্বলজ্বল করে.....।
হঠাৎ প্রবল বেগে ব্রেক কষে দাঁড়িয়ে যায় ছোটু। গাড়ির ইঞ্জিন বন্ধ।
" কি হলো? " সমস্বরে অনীক আর পল্লবী প্রশ্ন করে।
" দিদি...., হাতির পাল..... ওই দেখো। "
পল্লবী সামনে ভাল করে তাকাতেই দেখে ছোট বড় মিলে প্রায় ১৫ টা হাতী রাস্তায় উঠে আসছে। এখানে এতোদিন থেকে হাতি সামনা সামনি দেখে নি ও। যদিও মাঝে মাঝে বনদপ্তরের সতর্কতা নজরে পড়ে। তবুও এই প্রথম হাতীর পাল ওর সামনে। পল্লবী সভয়ে সরে এসে অনীকের গা ঘেঁষে বসে। হাতীর পাল রাস্তায় উঠে থেমে গেছে। দু একটা এদিকে তাকিয়ে গাড়ীটাকেই বোধহয় লক্ষ্য করছে। পল্লবী অনীকের উরু খামচে ধরে ওর বাঁ দিকের স্তনে অনীকের হাত ঠেকছে। সেদিকে খেয়াল নেই পল্লবীর। অনীকের কিন্তু কোন ভাবান্তর নেই। ও নজরে রাখছে হাতির পালের গতিবিধি। ছোটু রেডি হয়ে আছে। এদিকে এগোলেই গাড়ী ব্যাক গীয়ারে ফেলবে।
কিন্তু তার আর দরকার হয় না। হাতীর পাল ওপাশের জঙ্গলে ঢুকে মিলিয়ে যায়। হাঁফ ছেড়ে বাঁচে পল্লবী। এতোক্ষণে ওর খেয়াল হয় যে ও প্রায় অনীকের কোলের ভিতরে চলে গেছে। লজ্জা পেয়ে ও আবার নিজের জায়গায় ফিরে আসে। ছোটু গাড়ি ছেড়ে দেয়। সরু পিচ ঢালা চড়াই উৎরাই পেরিয়ে ওদের প্রোজেক্টের সামনে উপস্থিত হয় গাড়ী।
কাকীমা আধশোয়া হয়ে হাসছে ওর দিকে তাকিয়ে, " কিরে, রাগ করে আছিস আমার উপর? "
কাকীমার পেটের কাছে মাথা রেখে শুয়ে ছিলো রাজু, ও বলে, " কই না তো? " ওর সামনে কাকীমার খোলা পেটের উপর ঢাকা শাড়ী দিয়ে, রাজু শাড়ী সরিয়ে কাকীমার ফর্সা পেট উন্মুক্ত করে, তুলতুলে নরম.... মাঝে নাভির গর্ত।
রাজুর একটা হাত আঁকিবুকি কাটে সেই পেটের উপরে। নাভির থেকে আস্তে আস্তে ঢালু চড়াই শেষ হয়েছে যুগ্ম পর্বতের কাছে.... শুধু ব্লাউজ পরা কাকীমার ভরাট স্তন খাড়া হয়ে আছে, ওর ছেলেমানুষিতে সরে গেছে শাড়ির আঁচল....
রাজু দুই আঙুল হাটি হাটি স্টাইলে নাভি থেকে পৌছে যায় পর্বতের নীচে, ব্লাউজের হুকে হাত প্পড়ে..... কাকীমার হাত দ্রুতোগতিতে চেপে ধরে ওর হাতকে, ..... " খুব দুষ্টু হয়েছিস কিন্তু তুই.... খুব পাকামি শিখেছিস। " কাকিমার কথায় ধমকের থেকে প্রশ্রয় বেশী ছিলো। কিন্তু রাজু আর না এগিয়ে কাকিমার নরম পেটে মুখ গুজে দেয়। ওর স্পর্শে কাকিমার পেটে হালকা কম্পন ধরা পড়ে রাজুর স্নায়ুতে। পেটের রোমকূপ খাড়া হয়ে গেছে কাকিমার...
রাজু নিজের জীভের ডগা বুলাতে থাকে পেটে। মসৃণ পেটে জীভের লালায় হালকা ভিজে দাগ তৈরী হয়। সামান্য একটু দূরে কয়েক ইঞ্চহি মাত্র..... অনামিকার কোমরের শাড়ির গিঁঠ। কাকিমার একটা হাত ওর ঘন চুলের ভিতর দিয়ে বিলি কেটে যাচ্ছে...
রাজু নিজের শরীরে উত্তেজনা টের পাচ্ছে ও। সেই সাথে একটা রোমাঞ্চ। ও কাকিমার নরম পেটে কামড় বসায়,
" উ:......কি দস্যি রে তুই! " অনামিকা ওর চুল খামচে ধরে।
রাজু হাসে। কাকিমা আধশোয়া থেকে উঠে বসে, ওকে টেনে নিজের কাছে নেয়...... একেবারে বুকের মাঝে টেনে নেয় যে কাকিমার বুকের ধুক পুক ও শুনতে পাচ্ছে। সরে যাওয়া আঁচলহীন ব্লাউজ পরা নরম বুকের মধ্যে মাথা গুজে দেয় ও। স্তন্সন্ধির খাঁজে নাক রাখে..... একটা সুন্দর গন্ধে মন ভরে যাচ্ছে।
কাকিমা প্রবল আবেশে ওকে বুকের সাথে চেপে রেখেছেন, তার চোখ বন্ধ......
" এতো দুস্টুমি করিস তুই আমার ভালো লাগে না...... জানিস না আমি হারিয়ে ফেলি নিজেকে..... "
কাকিমার হাত রাজুর পাজামার উপর দিয়ে শক্ত হয়ে আসা লিঙ্গকে চেপে ধরে। কাকিমার হাতের স্পর্শ মাত্রই উত্তেজনার শিখরে আরোহন..... আরো শক্ত হয়ে আসে রাজু...... কাকিমার নরম স্তন ধীরে ধীরে টাইট হয়ে উঠছে..... মুখে হালকা শ্বাস টানার শব্দ.....ও নিজেও কাঠিন্যের সর্বোচ্চ সীমায়.....
দুজনেই চোখ বুজে একে অপরের শরীরকে অনুভব করছে.....
রাজুর মন চাইছে আরো জোরে কাকিমা ওকে চেপে ধরুক। ও কাকিমার হাত টেনে নিজের প্যান্টের ভিতর দিয়ে সোজা কঠিন লিঙ্গে রাখে.... চোখ কটমট করে কাকিমা, " ইশ..... এতো অসভ্য হয়েছিস তুই? বলেই লিঙ্গটা নরম হাতের মধ্যে চেপে ধরে মাথায় আলতো করে আঙুল বোলায়, ....... উফফফ.....এক অবিশ্বাস্য আরামে ভরে উঠছে শরীর, অনাবৃত লিঙ্গের মাথা কামরসের নির্গমনে পিছল, স্বচ্ছ পিছল রস আঙুলের মধ্যে মাখিয়ে আলতো নাড়ায় সেটা।
কাকিমা নিজের বুকে চেপে অনুভব করছে রাজুকে। রাজু ব্লাউজের হুক খুলে দিতেই ফর্সা সুডৌল ভরাট বুক উঁকি মারে.... অসম্ভব সুন্দর, এবার আর বাধা দেয় না অনামিকা.... ওর ছোট বাদামী বোঁটায় রাজুর ভেজা জিভের স্পর্শ, রাজুর মনে হয় রসালো আঙুরদানা.... একটু চুষতেই সাপের মত হিসহিস করে ওঠে অনামিকা, আরো জোরে চেপে ধরে রাজুর লিঙ্গ....
ধুপ..... ধুপ....ধুপ...... রাজু..... রাজু...." কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে। ধড়ফড় করে উঠে বসে রাজু। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে ছে আজ। পল্লবীদির গলা শোনা যাচ্ছে বাইরে থেকে। আজ বোধহয় লালীও ঘুমাচ্ছে। বেচারা বোধহয় কাল রাতে ঘুমায় নি।
উঠতে গিয়ে নিজের শর্ট প্যান্টের উঁচু হয়ে থাকাটা নজড়ে পড়ে ওর। উফফফ......এমন অবস্থা.... কিন্তু কিছু করার নেই, ওভাবেই উঠে এসে দরজা খুলে দেয় ও। ব্যাগ হাতে পল্লবী ঘরে ঢোকে,
ঘরের এক কোনে ব্যাগটা ছুঁড়ে দিয়ে ও চেঁচিয়ে ডাকে লালীকে, " লালীইইইই....."
কাল রাতের ওই ঘটনার পর লালী বোধহয় ভোরের আগে ঘুমায় নি। না হলে এর অনেক আগেই ও ঘুম থেকে উঠে যায়। পল্লবীর ডাকে লালী তড়িঘড়ি ঊঠে আসে। ওর চোখ মুখ ফোলা।
" কিরে শরীর খারাপ নাকি? " পল্লবী লালীর মুখ দেখে বলে।
ম্লান হাসে লালী, " না দিদি..... ওই কাল রাতে নিদ আসছিলো না..... "
" ও :..... শোন, তোর গাঁ গিয়ে একটা ভালো মোরগ নিয়ে আয়, কেটে আনবি কিন্তু। "
" ঠিক আছে দিদি.... মুই ইধারের কামটা লিপ্টায় যাচ্ছি... "
" না না এখনি যা..... কাম পরে লিপ্টাবি.... এই নে টাকা। " পল্লবী ওর হাতে টাকা গুজে দেয়।
লালী টাকাটা নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। ওর গাঁয়ে গিয়ে মুর্গা আনতে আনতে প্রায় ১ ঘন্টা লাগবে। পল্লবী দরজাটা ভেজিয়ে দেয়।
রাজুর ইরেকসন এখনো একি রকম, কি অদ্ভুত..... কেনো যে আজ হঠাৎ কাকিমাকে নিয়ে স্বপ্ন দেখতে গেলো কে জানে? ওর মনের ভিতরে আজও কাকিমা লুকিয়ে আছে। কোথাও যেনো কাকিমার জায়গাটা পুরোটাই আলাদা। কাকিমার কথা মনে পড়লেই ওর শরীর মন সব ভার হয়ে আসে। কেনো এখানে আয়ায়ার পর কাকিমাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে ও নিজের মন থেকে? উত্তর নিজের কাছেই অজানা। কিন্তু হাজার চেষ্টাতেও সেটা যে সম্ভব হয় নি সেতো দেখাই যাচ্ছে।
পল্লবী নিজের পাজামা আর প্যান্টি খুলে ফেলেছে। শুধু একটা টপ ছাড়া আর কিছু নেই শরীরে। উর্ধাঙ্গ আবৃত আর নিম্নাঙ্গ অনাবৃত। আজকাল কেউ না থাকলে রাজুর সামনে নিজেকে আড়াল করে না পল্লবী। যেমন একজন স্ত্রী নিজেকে স্বামীর সামনে আড়াল করে না তেমনি। রাজুই মাঝে মাঝে চোখ সরিয়ে নেয়। অপরূপা না হলেও নগ্ন পল্লবীর শরীরি বিভঙ্গ এতোটাই দৃষ্টিমধূর যে চুম্বকের মত চোখ আটকে যায়। এমনিতেই নিজের ইরেকসান নিয়ে রাজু অস্বস্তিতে তার উপরে সামনে উলঙ্গ পল্লবীর শরীর....... ও বাথরুমের দিকে পা বাড়ায়।
পল্লবী টপ আর ব্রাটাও খুলে এক জায়গায় গাদা করে। রাজু ওর পাশ দিয়ে বেরোতে গেলে ওর হাত টেনে ধরে। রাজু থমকে যায়। নীচে ওর ফুলে থাকা প্যান্ট নজড় এড়ায় না পল্লবীর।
কোন কথা না বলে রাজুর হাত দুটো টেনে নিজের দুই নিতম্বে রাখে ও। চোখের দৃষ্টি কামঘন, কাল রাতের উত্তেজনা সাময়িক স্তিমিত হলেও আবার প্রবল হয়ে ফিরে এসেছে, ওর চোখের ভাষা পড়তে পারছে রাজু, ওর নিজের শরীরও স্বপ্নের ঘোর এখনো কাটাতে পারে নি। তবুও ও বলে, " তুমি টায়ার্ড...... ফ্রেশ হয়ে রেস্ট নাও। "
" কে বললো আমি টায়ার্ড? আর ফ্রেশ হতেই তো চাইছি....... নিজেকে শান্ত না করে কিভাবে.... "
পল্লবীর নগ্ন শরীর রাজুর আরো কাছ ঘেঁষে আসে। রাজুর খোলা বুকে স্পর্শ করে পল্লবীর নরম বুক, পল্লবীর শরীর থেকে একটা পারফুমের সাথে ঘামের গন্ধ মিশে অদ্ভুত কামত্তেজক সংমিশ্রণ তৈরী হয়েছে। রাজুর গলায়, ঘাড়ে পল্লবীর উষ্ণ ঠোঁট ঘষছে.... ওর দুই হাত রাজুর প্যান্টের ইলাস্টিক ধরে সেটাকে টেনে নামিয়ে দেয়। পায়ের পাতার কাছে গুটিয়ে পড়ে রাজুর একমাত্র লজ্জাবস্ত্র। ওর পুরুষাঙ্গ উর্ধমুখী... লোহার মত শক্ত। পল্লবীর হাতের মধ্যে সেটা কেঁপে ওঠে, আলতো ভাবে রাজুর মাঝারী লিঙ্গের অগ্রভাগের চামড়া সরিয়ে সেখানে আঙুল বোলায় ও। আঙুলে পিচ্ছিল রস লাগে, সের রস আঙুলে করে পুরো লিঙ্গাগ্রভাগে মাখিয়ে নেয়...
একটু আগে রাজুর স্বপ্নে কাকিমাও একই ভাবে ওর লিঙ্গের সাথে খেলায় মেতেছিলো। অদ্ভূত সামঞ্জস্য। পল্লবীর উত্তেজনার সামনে রাজু স্থানুর মত দাঁড়িয়ে আছে শুধু, তাড়া দেয় পল্লবী.....
" কিরে হাঁ করে দাঁড়িয়েই থাকবি শুধু? কাল রাত থেকে এই একটুকু সময়ের জন্য অপেক্ষা করে আছি...... " ওর একটা হাত নিজের স্তনে রাখে পল্লবী। ক্রমশ ও ফাজুর শরীর অজগরের শিকারের মত করে আরো দৃঢ় ভাবে জাপ্টে ধরছে......।
রাজু পল্লবীর স্তনে চাপ দেয়। ওর হাতের মুঠোয় ভর্তি হয়ে যায় পল্লবীর মাঝারী স্তন। সামান্য জোরে চাপ দিতেই পল্লবীর মুখ থেকে " উফফ......সসসস.....আহহহ" ধ্বনি নির্গত হয়। পল্লবীর হাতের মুঠোয় সঞ্চালিত হচ্ছে রাজুর লৌহকঠিন লিঙ্গ.... রাজুর স্তন মর্দনের বেগ বাড়ার সাথে সাথে পল্লবীর হস্ত চালনার বেগও বাড়ছে...।
পল্লবীর শরীর যেনো তৈরী হয়ে আছে আগে থেকেই। দুটি নগ্ন শরীরের ঘর্ষণ যত বাড়ছে উত্তেজনার মাত্রা ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে....
রাজু অবাক হয়ে যায়, ওর হাত প্রবল শক্তিতে পল্লবীর স্তন আর নিতম্ব কচলাচ্ছে কিন্তু পল্লবীর চোখে মুখে কোথাও বেদনার বিন্দুমাত্র চিহ্ন নেই। যেনো ওকে মেরে ফেল্লেও সেটাই এখন চরম সুখ পল্লবীর কাছে।
দুই হাতে পল্লবীর নগ্ন শরীরটা তুলে খাটের ধারে বসায় রাজু। পল্লবী নিজের দুই পা দুদিকে ছড়িয়ে খুলে দেয় গোপন দরজা, পল্লবীর দুই উরুর মাঝে দাঁড়িয়ে ওর যোনীতে প্রবেশ করে রাজু। পল্লবীর দুই পা কাঁচির মত জড়িয়ে ধরে রাজুর কোমর। পল্লবীর পিছল ভেজা সুড়ঙ্গ পথে রাজুর লিঙ্গ অবলীলায় গভীর পর্যন্ত পৌছে যায়।
দুটি কামবিহ্বল শরীরের সুখ অন্বেষনে সময় ফুৎকারে উড়ে যায়। রাজুর ছন্দবদ্ধ ধাক্কার সাথে সাথে পল্লবীর মৃদূ শীৎকারে ভরে ওঠে ঘরের কোনা কোনা......দুজনের কারো যেনো নিজেকে শেষ করার দিকে কোন আগ্রহ নেই। রাজু বেশ কয়েকবার অর্গ্যাজমের মুখ থেকে আবার নতুন উদ্যম নিয়ে ফিরে আসে। ওর লৌহকঠিন লীঙ্গের আঘাতে উল্লসিত পল্লবীর যোনী নিজেকে উজাড় করেও করতে পারে না আরো সুখের অন্বেষনের আশায়।
অবশেষে শেষ হয় পল্লবী..... নিজের ঘামে ভেজা শরীর রাজুর বুকে চেপে ধরে নিমাঙ্গ ঠেলে ধরে রাজুর সাথে প্রবলভাবে। থর থর করে কেঁপে ওঠে ও.....
নিজের শেষ বীর্য্যবিন্দু পল্লবীর যোনীতে ঢেলে রাজু ওর লিঙ্গ বাইরে বের করে....... এখনো পল্লবীর ঠোঁট কাঁপছে, চোখ আধা বন্ধ.....
দড়াম শব্দে দুজোনেই চমকে তাকায়। দরজায় ছিটকিনি তোলার কথা কারো মনে নেই। সেখানে দাঁড়িয়ে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে আছে লালী, পল্লবী এদিক ওদিক তাকিয়ে নিজেকে ঢাকার মত কিছু না পেয়ে খাট থেকে নেমে দৌড়ে চলে যায় বাথরুমের দিকে....
নিজের বিহ্বলতা কাটতেই লালী বেরিয়ে যায় ঘর থেকে। এমন দৃশ্যের সামনে পড়তে হবে সেটা বোধকরি ও ভাবে নি। এভাবে ঘরে ঢুকে অন্যায় করেছে কিনা সেটা ওর মাথায় আসে না। ওর চোখে শুধু ভাসে রাজু আর পল্লবীর মৈথুনরত নগ্ন শরীর...... লালী লজ্জা পাবে, ভয় পাবে নাকি অবাক হবে সেটাই বুঝতে পারছে না..... দিদি কি রাজুদার ভালবাসার মানুষ আছেন? নিজের দুক্ষ কষ্ট ভুল গিয়ে একটা লজ্জাবোধ ঘিরে ধরে লালীকে..... ইশ...... এখন ও দিদির সামনে যাবে কিভাবে, হাতে ধরা মাংসের থলির দিকে তাকিয়ে আবার দরজার দিকে তাকায় লালী। কি করবে কিছুই মাথায় আসছে না। চুপ করে অনেক্ষণ দাঁড়িয়ে থাকে ও...... দিদি যদি ডাকে তাহলে তো ভিতরে যাওয়া যায়, না হলে কিভাবে যায় ও?
ভিতর থেকে ডাক ভেসে আসে, " লালী..... ভিতরে আয়। "
মাথা নীচু করে ঘরে ঢুকেই রান্না ঘরের দিকে চলে যায় লালী। দিদির মুখের দিকে তাকাতে শরম লাগছে ওর। কিন্তু পল্লবীর এখন আর কোন ভাবান্তর নেই। সে সহজ ভাবেই লালীকে ডাকে। সেক্স নিয়ে কখনোই কোন হীন মন্যতায় ভোগে নি পল্লবী..... আজও না... নিজের সুখের জন্যই তো সেক্স করে মানুষ, তা হলে এতো রাখঢাক করেই বা কি হবে?
এখন লালীর অপ্রস্তুত মুখটা ভেবে ওর নিজেরই হাসি পাচ্ছে
মোবাইলটা খুলতেই টুং করে একটা ম্যাসেজ আসে, ডক্টর অনীকের, ........ যাহ... বাবা এ আবার কখন ওর নাম্বার পেলো?...... ম্যাসেজটা খোলে পল্লবী... " কাল সন্ধ্যায় আমার ছোট্ট কুটিরে আপনার পদধুলি পড়তে পারে কি? পড়লে খুশী হবো.......। "
আর একটা ম্যাসেজ, " আপনার অজান্তে নম্বরটা ছোটুর কাছ থেকে নিলাম, এই অপরাধের জন্য আশা করি রাগ করবেন না "
ফোনটা বন্ধ করে পল্লবী। ডক্টর অনীক কি ওকে পছন্দ করতে শুরু করেছে? নাকি এটাই ওর স্বভাব? পল্লবীর সাথে এখনো সেভাবে কোন ঘনিষ্ঠতা না হলেও হয়তো এই পান্ডব বর্জিত জায়গায় নিসঙ্গতা থেকেই ওর সঙ্গ আশা করছেন। তাই কি? ....... উত্তর সময়ই দেবে.....
তীব্র শারীরিক চাহিদা মেটানোর পর নিজেকে অস্বাভাবিক শান্ত লাগে। এখনো লাগছে নিজেকে......
Deep's story
The following 11 users Like sarkardibyendu's post:11 users Like sarkardibyendu's post
• ajrabanu, alokbharh, Atonu Barmon, batmanshubh, chitrangada, dipankarmunshidi, fatima, ojjnath, PramilaAgarwal, xanaduindia, zahira
Posts: 103
Threads: 0
Likes Received: 326 in 123 posts
Likes Given: 571
Joined: Jun 2021
Reputation:
76
(12-11-2025, 04:39 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
প্লাটফর্মে নামার পর সকালের হালকা ঠান্ডা পরিবেশে নিজেকে বেশ তাজা লাগছে পল্লবীর। ট্রেন এ বেশ কিছুক্ষন ভালোই ঘুম হয়েছে, ওর পাশ দিয়ে সেই সিড়িঙ্গে যুবক আড়চোখে তাকাতে তাকাতে চলে গেলো, বুড়োটা কোথায় নেমেছে কে জানে। সকালে আর দেখে নি। পল্লবীর হাসি পেয় গেলো আবার। কাল রাতে ছোকরা খুব ঝটকা খেয়েছে। অনেকদিন ঘটনাটা হয়তো মনে রাখবে। ১) রাজুর স্বপ্ন বড় জীবন্ত হয়েছে। শঙ্খ ঘোষের পাঁজরে দাঁড়ের শব্দের কথা মনে পড়ে।
২) পল্লবীর অনায়াস নগ্ন হওয়া বড় স্বাভাবিক ধরা হয়েছে।
৩) তাদের উদ্দাম রমণাভিলাষের দুরন্ত বর্ণনা হয়েছে।
৪) তবে আপনার সব গল্পেই পুরুষরা যেন সত্যিকারের পুরুষ নয় কেউ। বড় হ্যাংলা। চরিত্রের দার্ঢ্য নেই। অনীক, দীপ্ত তাদের হ্যাংলামো চোখে পড়ে। সমাজে কিন্তু সত্যিকারের লাজুক, সম্ভ্রমশীল, ও কমবেশি সংযমী পুরুষই বেশি। যদিও তারা নিখাদ আলফা নন কেউই। নিখাদ আলফার দেখা পাওয়া ভার - তাদের কাছে আলফা রমণীরা সব বর্জন করে ঝাঁপিয়ে পড়েন। অনীক কি জানেও না যে নারীর অসম্মান হয় তাকে মুখের উপর সুন্দরী বললে? ট্রাম্পের মত শোভিনিস্টও সেটা জানে।
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
(12-11-2025, 06:02 PM)PramilaAgarwal Wrote: ১) রাজুর স্বপ্ন বড় জীবন্ত হয়েছে। শঙ্খ ঘোষের পাঁজরে দাঁড়ের শব্দের কথা মনে পড়ে।
২) পল্লবীর অনায়াস নগ্ন হওয়া বড় স্বাভাবিক ধরা হয়েছে।
৩) তাদের উদ্দাম রমণাভিলাষের দুরন্ত বর্ণনা হয়েছে।
৪) তবে আপনার সব গল্পেই পুরুষরা যেন সত্যিকারের পুরুষ নয় কেউ। বড় হ্যাংলা। চরিত্রের দার্ঢ্য নেই। অনীক, দীপ্ত তাদের হ্যাংলামো চোখে পড়ে। সমাজে কিন্তু সত্যিকারের লাজুক, সম্ভ্রমশীল, ও কমবেশি সংযমী পুরুষই বেশি। যদিও তারা নিখাদ আলফা নন কেউই। নিখাদ আলফার দেখা পাওয়া ভার - তাদের কাছে আলফা রমণীরা সব বর্জন করে ঝাঁপিয়ে পড়েন। অনীক কি জানেও না যে নারীর অসম্মান হয় তাকে মুখের উপর সুন্দরী বললে? ট্রাম্পের মত শোভিনিস্টও সেটা জানে।
অনেক ধন্যবাদ ম্যাডাম......... আপনার কথাগুলো অবশ্যই মনে থাকবে।
Deep's story
•
Posts: 80
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 6
Joined: Jul 2025
Reputation:
0
Posts: 64
Threads: 0
Likes Received: 55 in 41 posts
Likes Given: 179
Joined: Jun 2022
Reputation:
6
(12-11-2025, 04:39 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
কাকীমা আধশোয়া হয়ে হাসছে ওর দিকে তাকিয়ে, " কিরে, রাগ করে আছিস আমার উপর? "
কাকীমার পেটের কাছে মাথা রেখে শুয়ে ছিলো রাজু, ও বলে, " কই না তো? " ওর সামনে কাকীমার খোলা পেটের উপর ঢাকা শাড়ী দিয়ে, রাজু শাড়ী সরিয়ে কাকীমার ফর্সা পেট উন্মুক্ত করে, তুলতুলে নরম.... মাঝে নাভির গর্ত।
রাজুর একটা হাত আঁকিবুকি কাটে সেই পেটের উপরে। নাভির থেকে আস্তে আস্তে ঢালু চড়াই শেষ হয়েছে যুগ্ম পর্বতের কাছে.... শুধু ব্লাউজ পরা কাকীমার ভরাট স্তন খাড়া হয়ে আছে, ওর ছেলেমানুষিতে সরে গেছে শাড়ির আঁচল....
রাজু দুই আঙুল হাটি হাটি স্টাইলে নাভি থেকে পৌছে যায় পর্বতের নীচে, ব্লাউজের হুকে হাত প্পড়ে..... কাকীমার হাত দ্রুতোগতিতে চেপে ধরে ওর হাতকে, ..... " খুব দুষ্টু হয়েছিস কিন্তু তুই.... খুব পাকামি শিখেছিস। " কাকিমার কথায় ধমকের থেকে প্রশ্রয় বেশী ছিলো। কিন্তু রাজু আর না এগিয়ে কাকিমার নরম পেটে মুখ গুজে দেয়। ওর স্পর্শে কাকিমার পেটে হালকা কম্পন ধরা পড়ে রাজুর স্নায়ুতে। পেটের রোমকূপ খাড়া হয়ে গেছে কাকিমার... উঃ পারা যাচ্ছে না!
Posts: 44
Threads: 0
Likes Received: 33 in 27 posts
Likes Given: 272
Joined: Aug 2021
Reputation:
6
Welcome back, finally you are back to help us complete the story. Bravo.
Posts: 78
Threads: 0
Likes Received: 83 in 55 posts
Likes Given: 159
Joined: Jul 2022
Reputation:
9
(12-11-2025, 06:02 PM)PramilaAgarwal Wrote: ১) রাজুর স্বপ্ন বড় জীবন্ত হয়েছে। শঙ্খ ঘোষের পাঁজরে দাঁড়ের শব্দের কথা মনে পড়ে।
২) পল্লবীর অনায়াস নগ্ন হওয়া বড় স্বাভাবিক ধরা হয়েছে।
৩) তাদের উদ্দাম রমণাভিলাষের দুরন্ত বর্ণনা হয়েছে।
৪) তবে আপনার সব গল্পেই পুরুষরা যেন সত্যিকারের পুরুষ নয় কেউ। বড় হ্যাংলা। চরিত্রের দার্ঢ্য নেই। অনীক, দীপ্ত তাদের হ্যাংলামো চোখে পড়ে। সমাজে কিন্তু সত্যিকারের লাজুক, সম্ভ্রমশীল, ও কমবেশি সংযমী পুরুষই বেশি। যদিও তারা নিখাদ আলফা নন কেউই। নিখাদ আলফার দেখা পাওয়া ভার - তাদের কাছে আলফা রমণীরা সব বর্জন করে ঝাঁপিয়ে পড়েন। অনীক কি জানেও না যে নারীর অসম্মান হয় তাকে মুখের উপর সুন্দরী বললে? ট্রাম্পের মত শোভিনিস্টও সেটা জানে।
ভাল বলেছেন।
Posts: 78
Threads: 0
Likes Received: 83 in 55 posts
Likes Given: 159
Joined: Jul 2022
Reputation:
9
(12-11-2025, 04:39 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
প্লাটফর্মে নামার পর সকালের হালকা ঠান্ডা পরিবেশে নিজেকে বেশ তাজা লাগছে পল্লবীর। ট্রেন এ বেশ কিছুক্ষন ভালোই ঘুম হয়েছে, ওর পাশ দিয়ে সেই সিড়িঙ্গে যুবক আড়চোখে তাকাতে তাকাতে চলে গেলো, বুড়োটা কোথায় নেমেছে কে জানে। সকালে আর দেখে নি। পল্লবীর হাসি পেয় গেলো আবার। কাল রাতে ছোকরা খুব ঝটকা খেয়েছে। অনেকদিন ঘটনাটা হয়তো মনে রাখবে। প্রতিটি যুবক যেন গায়ে ঢলে পড়ছে কথায় কথায়। মেয়েদের হলে তাদের ঢলানি বলা হত। যৌন সঙ্গমের বর্ণনা ভারী রমণীয়।
Posts: 80
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 6
Joined: Jul 2025
Reputation:
0
•
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
।। এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান ।।
এখানে দুপুর বড়ো জ্বলাময়। চারিদিকে খটখটে রদ্দুর, লাল ল্যাটেরাইট মাটির তাপে বেশীক্ষণ টিকে থাকা যায় না, তবে দীপ্তর বাড়িটা বেশ ঠান্ডা আর ছায়াময়। স্টেশনের গিঞ্জি পরিবেশ থেকে বেশ কিছুটা দুরে একেবারে ঝাঁ চকচকে পিচ রাস্তার পাশে দীপ্তর ভাড়া বাড়ি। মালিক বোধহয় মাঝে মাঝে থাকবে বলে বানিয়েছিলো কিন্তু আসা হয় না দেখে ভাড়া দিয়ে দিয়েছ। একতলা বাড়িতে তিনটে ঘর, বাথরুম, কিচেন সবই নতুন আর চকচকে। অনামিকা দুপুরে ঘুরে ঘুরে বাড়টা দেখিছিলো। দীপ্ত এখন অফিসে। আসতে আসতে বিকাল হয়ে যাবে। এই নিসঙ্গ সময়টা বড়ই ভাবায় অনামিকাকে। আজ চারদিন হয়ে গেলো ও বাড়ি থেকে চলে এসেছে। সরোজ একবারের জন্যেও ওকে ফোন বা ম্যাসেজ করে নি। অবশ্য তাতে ভালোই হয়েছে। নিজের আত্মসম্মান নিয়ে বেরিয়ে এসেছে ও, শত অনুরোধেও সেখানে ফিরে যাওয়া মানে পক্ষান্তরে নিজের জীবনকে আবার সরোজের সংসারের জোয়ালে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু না, কিন্তু এখানেও বেশীদিন থাকা যায় না..... যদিও দীপ্ত চায় ও এখানেই থেকে কিছু করুক, কিন্তু হাজার হলেও দীপ্ত ব্যাচেলার, আজ না হয় কাল ওর মা বা দাদারা জানবে, তখন তাদের প্রতিক্রিয়া খুব একটা ভালো নাও হতে পারে, আর এভাবে কারো অধীনে পাকাপাকি ভাবে থেকে যাওয়ার কোন ইচ্ছা আর অনামিকার নেই। হতে পারে দীপ্ত ভালো, উদার মনষ্ক, কিন্তু কোন পুরুষের অধীনে থাকা মানেই পক্ষান্তরে তার দাসত্ব বরণ করে নেওয়া।
সেদিন দীপ্তর একপ্রকার জেদাজেদীতেই শেষ পর্যন্ত এখানে আসতে রাজী হয় অনামিকা। তবে প্রানচঞ্চল দীপ্ত খোলামেলা স্বভাবের হলেও এখনো অনামিকার ব্যাক্তিগত বিষয় নিয়ে একটাও প্রশ্ন করে নি। অনামিকা নিজে থেকে না বললে যে সেটা শালীনতা লঙ্ঘন করে সেটা দীপ্ত ভালো ভাবেই জানে। অনামিকাও বিস্তারিত কিছু জানায় নি..... কে জানে যদি দীপ্তও যদি অনামিকার এই অসম বয়সী প্রেমের গভীরতা বুঝতে ব্যার্থ হয়?
এই তিনদিন অনামিকা মানসিক ভাবে বিপর্যস্ত ছিলো,,তাই সেভাবে বাড়ি ঘরের দিকে নজর দেয় নি। আজ দীপ্ত বেরিয়ে যাওয়ার পর নিছক সময় কাটাতে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে।
এই বাড়িতে দুটো বেডরুম। একটাতে দীপ্ত থাকে। আর একটাতে অনামিকা আপাতত আশ্রয় নিয়েছে। মাঝে একটা বসার ঘর কাম ডাইনিং...... বাড়ির সামনে বেশ কিছুটা খোলা জায়গার পরে রাস্তা। চারিদিকে অস্বাভাবিক রকমের নির্জন। বেশ কিছু দূরে দূরে কয়েকটা বাড়ি আছে। একটা কারখানা তৈরী হচ্ছে সেটা কিসের অনামিকা জানে না। মাঝে মাঝে বাইক আর চারচাকা গাড়ী হুস করে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোন আওয়াজ নেই।
দীপ্ত নিজেই রান্না করে খায়। তবে অনামিকা আসার পর এই দুইদিন ও দীপ্তকে কিছু করতে দেয় নি। আজকেও সকালে রান্না ও করেছে। দীপ্ত অনেক নিষেধ করেছিলো কিন্তু ও শোনে নি।
এই চারদিনেই মনে হচ্ছে যেনো যুগ যুগান্ত হয়ে গেছে ও সরোজকে ছেড়ে এসেছে। এখন কি করছে বা কি ভাবছে সরোজ সেই বিষয়ে ওর বিন্দুমাত্র ভাবনা নেই। আচ্ছা রাজু যদি জানে যে অনামিকা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে? কি করবে? ও কি বুঝতে পারবে যে অনামিকা ওর কারণেই গৃহত্যাগী? একটা বার কি ও পারে না সব অভিমান ভুলে অনামিকাকে ফোন করতে? নাকি ওর মন থেকে মুছে গেছে অনামিকার সব স্মৃতি..... সব ভালোলাগা..... সব অভিমান? যদি তাই হয় তবে অনামিকা কার কথা ভেবে জীবনে এতো বড় একটা ঝুঁকি নিলো? একবার কি পল্লবীকে ফোন করে খোঁজ নেবে রাজুর?
ভাবনার মধ্যেই পল্লবীকে ডায়াল করে অনামিকা, একবার.... দুইবার.... তিনবার.... রিং হয়ে গেলেও ওই প্রান্ত থেকে কোন সাড়া আসে না,....... কি ব্যাপার! পল্লবী ওর ফোন ধরছে না কেনো? তবে কি অনামিকার এই গভীর প্রেমকে ও অনাবশ্যক আদিখ্যেতা মনে করছে? কাউকে ফোন করার পর প্রত্যাখ্যাত হলে ব্যাপারটা খুব একটা সম্মানের হয় না। পল্লবী যদি কাজের মধ্যে থাকে তাহলে অন্তত একটা ম্যাসেজ করে রিপ্লাই দিতে পারে...... কিন্তু অনেক্ষণ কেটে গেলও ওই প্রান্ত থেকে কোন ফিরতি কল আসে না..... না আসে কোনো ম্যাসেজ। ব্যাপারটা ভালো লাগে না অনামিকার।
সন্ধ্যার পর দীপ্ত আর অনামিকা চায়ের কাপ হাতে ছাদে বসে। সরোজের বাড়িতে থাকার সময়েও ছাদ অনামিকার সব চেয়ে প্রিয়ো জায়গা ছিলো, এখানেও ছাদটা ওর অসম্ভব ভালো লাগছে। উপরে পরিষ্কার আকশে হাজার হাজার তারা.... শান্ত বাতাস গায়ে লাগছে হু হু করে...... অনামিকা দূরে তাকিয়ে ছিলো, এখানে অনেক দূর পর্যন্ত ফাঁকা অসমতল মাঠ দেখা যায়, ধু ধু মরুভূমি যেনো..... সেদিকে তাকিয়ে ভাবনার জালে জড়িয়ে ছিলো অনামিকা।
" আবার বলছি অনুদি..... কিছুদিন এখানেই থেকে যাও, তারপর না হয় কোথাও যেও। " দীপ্তর কথায় ভাবনার জাল ছিঁড়ে যায় ওর।
" না রে...... বেশীদিন থাকবো না, আমাকে এভাবে আটকাস না, জীববটাকে সামনে থেকে দেখার জন্য কারো উপরে নির্ভর করা ঠিক না....... নিজে বাস্তবের মাটিতে না দাঁড়ালে কিছু করতে পারবো না..... সারাটা জীবন অপরের উপরেই নির্ভর করে যেতে হবে " অনামিকা বলে।
" দেখছো তো, একাকী জীবন, তুমি থাকলে তবুও ভালো লাগে...... না হলে এই সন্ধ্যার পর একা কাটাতে কাটাতে বোর হয়ে যাই। " দীপ্তর মুখে অন্ধকার।
" একাকীত্ব কাটানোর উপায়, বিয়ে করে নে......সবসময় পাশে কেউ থাকলে একাকীত্ব দূর হবে, " অনামিকা হাসে, " কেউ কি আছে তেমন? "
" না গো..... এটাই তো আর হলো না, কত জনাই আসলো আর গেলো কিন্তু বাঁধাধরা কেউ তো থাকলো না.... " গলার স্বর গাঢ় হয়ে আসে।
" কেনো থাকলো না? তুই কতটা চেষ্টা করেছিলি রাখার?........ তেমন বিশেষ কাউকে? " অনামিকা বলে।
দীপ্ত চোখ সরিয় দূরের দিকে তাকায়, " করেছিলাম তো, মন প্রাণ দিয়ে করেছিলাম.....তবুও ছেড়ে গেলো। "
" কেনো ছেড়ে গেলো সেটা বলে নি? "
" হুঁ" দীপ্ত মুখ দিয়ে আওয়াজ করে, অনেক্ষণ চুপ করে থাকার পর ধীরে বলে, " আমার নাকি সমস্যা আছে। "
কৌতুহল হয় অনামিকার, " তোর সমস্যা!...... কি সেটা? "
" থাক.... ছাড়ো ওসব। " দীপ্ত আর এগোতে চায় না।
" দেখ ব্যাপারটা যদি ব্যাক্তিগত হয় তবে বলিস না, কিন্তু আমার কাছে লজ্জা পেয়ে যদি না বলিস তাহলে বলবো তুইই বলেছিস যে আমরা বন্ধু...... আর প্রায় সমবয়সী, তাই লজ্জার কোন স্থান নেই এখানে। "
" ধুর..... তোমার কাছে ব্যাক্তিগত বলে কিছু নেই আমার অনুদি....... তবে..... " আবার থেমে যায় দীপ্ত, তারপর একটু পরে বলে, " আচ্ছা..... অনুদি, শরীরই প্রেমের প্রথম শর্ত তাই না? মন দিয়ে যদি গভীর ভাবে ভালোবাসা যায় তাহলে সেটা ভালোবাসা না? "
অবাক হয় অনামিকা, একথা কেনো বলছে দীপ্ত। এতো কঠিন কথা তো গভীর চোট না পেলে দীপ্তর বয়সী ছেলের মুখ থেকে বের হয় না। ও কি শারীরিক কোনো ত্রুটিতে ভুগছে? যার কারণে ওর প্রেমিকা ওকে ছেড়ে গেছে? আবছা আলোয় দীপ্তর দিকে ভালো করে তাকায় ও। মাসলম্যান না হলেও মোটামুটি ছিপছিপে পেশীবহুল চেহারা দীপ্তর, অনাবশ্যক মেদের কোন চিহ্ন নেই কোথাও, এককথায় যথস্ট হ্যান্ডসাম বলাই চলে..... বাইরে থেকে দেখে কোন সমস্যা আছে কিনা বোঝা যাচ্ছে না।
" তুই কি কোনো শারীরিক সমস্যায় ভুগছিস? " দীপ্তর প্রশ এড়িয়ে জিজ্ঞাসা করে অনামিকা......" দেখ তেমন হলে কিন্তু এসব এখন জলভাত..... খুব ভালো.... "
" তার মানে শরীরই প্রেমের প্রধান শর্ত, তাই তো? " অনামিকাকে মাঝপথে থামিয়ে তীক্ষ্ণভাবে প্রশ্ন ছুঁড়ে দেয় দীপ্ত।
অপ্রস্তুত হয় অনামিকা, " আমি কিন্তু সেটা বলি নি...... নারী পুরুষের ভালোবাসায় মনের পাশাপাশি হয়তো শরীরও সমান ভাবে দায়ী থাকে........ শারীরিক চাহিদার পূরোন মনের বাঁধন দৃঢ় করে..... একে অপরের পরিপূরক বলতে পারিস। "
" হুঁ........হয়তো তুমি ঠিক, বা আমি ঠিক.... জানি না। " উদাস ভাবে বলে দীপ্ত।
" দেখ তোর সমস্যাটা কি ধরণের সেটা আগে জানতে হবে? "
" থাক ওসব প্রসঙ্গ....... আমার সমস্যা অদ্ভুত, কিছুটা শারিরীক আবার কিছুটা হয়তো মানসিক...... ছাড়ো.... " দীপ্ত থেমে যায়।
অনামিকার মনে হচ্ছে দীপ্ত কিছু লুকাচ্ছে। খুব গভীর কোনো গোপনীয় জিনিস। সেটা কি অনামিকা জানে না। কিন্তু দীপ্তর চোখমুখের ভাবের বহি: প্রকাশ অন্য কথা বলছে।
সকালে ঘুম থেকে উঠে মাথাটা খুব ভার লাগে অনামিকার।। চারদিন এখানে আছে ও। প্রতিদিনই ভালো ঘুম হচ্ছে। মানে শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাচ্ছে ও, এক ঘুমে রাত পার.... তবে সকালে ওঠার পর বেশ কিছুক্ষণ মাথা ভার হয়ে থাকে। আজও ভার কাটাতে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে চা বসায় ও। দীপ্ত সকালে ছাদে এক্সেরসাইস করে। অনামিকার অনেক আগেই ও উঠে পড়ে। আজোও অনামিকার চা করার সময় সিঁড়ি দিয়ে নেমে আসে দীপ্ত। একটা শর্টপ্যান্ট পরে খালি গায়ে আছে ও, ঘাড়ের উপরে একিটা তোয়ালে, সারা গা ঘেমে চপচপ করছে.... অনাবৃত বুকের ঘন লোম ওর ফর্রসা বুকে খুব বেশী করে চোখে বাঁধছে। অনামিকা তাকাতেই ঝকঝকে হাসে দীপ্ত..... " গুড মর্নিং অনুদি...... "
অনামিকা হাসে, " বাব্বা ঘেমে চান করে গেছিস তো..... যা গায়ে জল ঢেলে আয়, আমি চা বসিয়েছি। "
"জাস্ট ফাইভ মিনিট..... " দীপ্ত তোয়ালে হাতে বাথরুমে ঢুকে যায়। কে বলবে যে এই ছেলের শারিরীক সমস্যা আছে? আদৌ শারিরীক না মানসিক সেটা দেখার বিষয়।
সকালের খাবার খেয়ে অফিসে বেরিয়ে যায় দীপ্ত। এরপর অনামিকার নিঝুম সময়। একাকী পড়ে থাকে এই ফাঁকা বাড়িতে। আজও দীপ্ত বেরিয়ে যাওয়ার একাকীত্ত্ব কাটাতে টেবিলে পড়ে থাকা পুরোনো খবরের কাগজটা তুলে নেয় ও। দুদিন আগের কাগজ। এখন খবরের কাগজ পড়ার চল প্রায় উঠে গেছে। স্মার্টফোনে দিনরাত খবরের ডিটেইলস পেয়ে যাচ্ছে, কে আর কষ্ট করে কাগজ পড়ে?
একটা স্থানীয় দৈনিক পেপার। যত সব আজে বাজে খবরে ভর্তি। অনামিকা পাতা উলটে ভিতরের পেজ এ যায়। একটা কোনায় ছোট একটা বিজ্ঞাপন, ' REQUIRES TEACHER'S ON AN URGENT BASIS FOR PATHARDUNGRI TRIBAL ACADEMY, QUALIFICATION : H.S / ABOVE, SALARY: 6000 P.M, CONT :9064××××××
থমকে যায় অনামিকা। বরাবর পড়াশোনায় ভালো অনামিকা হায়ার সেকেন্ডারীর বেশী পড়তে পারে নি বিয়ে হয়ে যাওয়ায়, হায়ার সেকেন্ডারীতেও ভালো ফলাফল ছিলো ওর। কিন্তু একটা বিয়ে ওর জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়.....শখ, আহ্লাদ, খুশী, ক্যারীয়ার সব। আজ নতুন করে সব শুরু করার ইচ্ছা জাগিছে। এখানে মায়না একেবারেই কম তবে শুরুটা এভাবে করা যেতেই পারে। ওর যোগ্যতায় এর থেকে বেশী আশা করা ঠিক না। আর ওকে যে এতো কম কোয়ালিফিকেশনে ওরা চাকরী দেবে তারই বা নিশ্চয়তা কোথায়? এখন তো খুবই প্রতিযোগীতার বাজার।
অনামিকা ফোনটা নিয়ে ডায়াল করে। ওপাশে রিং হচ্ছে, অনামিকার বুক ধুক পুক করছে, এর আগে কোনদিন কোথাও ইন্টারভিউ এর জন্য যায় নি ও।
" হ্যালো..... " একটা পুরুষ কন্ঠ ধরে ফোনটা।
অনামিকা উত্তেজিত, " হ্যালো, আমি দৈনিক লালমাটি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখে ফোন করছি। "
ওপারের কন্ঠ বলে, " হা..... বোলিয়ে, ক্যায়া জাননা চাহতে হ্যায়? "
" আসলে ইন্টারভিউ কিভাবে দেবো সেটাই আমি জানতে চাইছিলাম ... "
" দেখিয়ে ম্যাডাম, হামারী সংস্থা ট্রাইবাল ডেভেলপমেন্ট কে লিয়ে কাম করতা হ্যায়... য়াহা পর হামনে হস্পিটাল অউর কলেজ বানায়া...... ছোটে বাচ্চো কে লিয়ে কলেজ, লেকিন আপকো য়াহা রেহকার কাম করনা হোগা.... কিউ কি কলেজ কে অলাবা ভি বহত কুছ কাম হ্যায়..... ক্যায়া আপ কর সকতি হ্যায়? "
" হ্যাঁ..... না পারার কোন কারন নেই, আমি রাজী। " অনামিকা উত্তেজিত হয়ে বলে।
" ঠিক হ্যায় আভি ম্যায় এক লিংক ভেজ রাহা হুঁ....আপ উস লিঙ্ককে থ্রু আপনি ডিটেইলস ভেজ দিজিয়ে হামে.... এক ঘন্টা বাদ ভিডিও কলকে থ্রু আপকি ইন্টারভিউ লি জায়েগী ... "
অনামিকা ধন্যবাদ দিতেই কল কেটে যায়। একটু পরেই একটা ম্যাসেজ ঢোকে। সেটা খুলতেই একটা ফর্ম বের হয়,, সেখানে অনামিকা নিজের খুব সাধারন কিছু ডিটেলস দিয়ে সাবমিট করে দেয়।
প্রায় ২ ঘন্টা বাদে ওর ফোনে একটা ভিডিও কল।আসে। অনামিকা ভিডিও কল রিসিভ করতেই দেখে ওই প্রান্তে টাকমাথা একটা লোক, আগের লোকটা হিন্দিভাষী হলেও এই লোকটা বাঙালী, বয়েস প্রায় ৫০ এর কাছাকাছি, চোখে দামী চশমা......।
অনামিকাকে দেখেই লোকটা হেসে বলে, " নমষ্কার, আপনি অনামিকা মিত্র?
লোকটার ক্যাজুয়াল ভঙ্গিতে ভয় কেট গেছে অনামিকার। ও সহজ ভাবে বলে, " হ্যাঁ..... স্যার। "
" ওকে.... আমি পুলকেশ বসু, অরগানাইজেশনের এই জোনের কালচারাল ম্যানেজার, ... "
অনামিকা হাত জোড় করে নমষ্কার করে। পুলোকেশ প্রত্যুত্তর দিয়ে বলে, " দেখুন ম্যাডাম আমরা উপজাতিদের মধ্য স্বাস্থ্য আর শিক্ষার প্রসার ঘটাতে কাজ করছি, আমাদের কলেজের ছোট ছোট বাচ্চাদের শিক্ষার সাথে সাথে তাদের অন্যান্য দিকেও যেমন মানসিক বিকাশ, খেলাধুলা, সামাজিকতা ইত্যাদির দিকে নজর দিতে হবে..... তাই শুধু নির্দিষ্ট কলেজ টাইমের শিক্ষক না আমরা চাই একজন প্রকৃত শিক্ষাদাতা বা শিক্ষাদাত্রী......আপনার প্রথাগত ট্রেনিং না থাকলেও হবে তবে বাচ্চাদের জন্য কাজ করার ইচ্ছাটা থাকতে হবে, বাকিটা আমরা শিখিয়ে নেবো, এখানে থেকেই আপনাকে কাজ করতে হবে, সপ্তাহে দুদিন লীভ নিয়ে বাড়ি যেতে পারবেন..... আপনি কি রাজী? "
এমনই চাইছিলো অনামিকা, ওর দ্বিমতের কোনো কারণ নেই, " হ্যাঁ.... স্যার আমি রাজী.... "
পুলোকেশ সহাস্য মুখে কিছু প্রশ্ন করার পর নিশ্চিন্ত হয়ে বলে, " তাহলে আমি আপনাকে এক বছরের কন্ট্রাক লেটার পাঠিয়ে দিচ্ছি, আপনি সেটা পড়ে সই করে আমাকে পাঠাবেন..... কেমন? "
অনামিকা ঘাড় নাড়ে। এতো সহজে যে একটা চাকুরী পাওয়া যাবে সেটা ও আশা করে নি। হোক না সামান্য মাইনা...... এমন কি বা খরচ আছে ওর? বাচ্চাদের নিয়ে দিন কাটবে এর থেকে বেশী আর কি পাওনা থাকতে পারে? ৬০০০ টাকা মানে দিনে প্রায় ২০০ টাকা, পাহাড়ি আদিবাসী অঞ্চলে বহু মানুষ দিনে ১০০ টাকাও রোজগার করে না.....।
পুলোকেশ আবার বলে, " ম্যাডাম, আপনার থাকার ব্যাবস্থা এখান থেকেই করা হবে তবে বাকিটা আপনাকেই করতে হবে..... আশা করি সমস্যা হবে না। "
অনামিকা বলে, " না.... স্যার, আমি আগ্রহী.... আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। "
পুলকেশ হেসে কল ডিসকানেক্ট করে। ফোন রেখে একটা স্বস্তির নিশ্বাস ফেলে অনামিকা। এই কদিন কোথায় যাবে, কি করবে সেই ব্যাপারে খুব টেনসনে ছিলো..... আপাতত সেই চিন্তা দূর হলো বলা যেতে পারে। তবে এই পাথরডুংরী গ্রামটা কোথায় সেটা তো জানা হলো না.....?
দুপুরে খাওয়ার পর হালকা ঘুম এসেছিলো অনামিকার। কিন্তু তলপেটে প্রচণ্ড ব্যাথায় ঘুম ভেঙে যায়। উঠে বাথরুমে গিয়ে শাড়ী উঠিয়ে প্যান্টি নামিয়ে বসতেই চমকে ওঠে ও। খেয়াল ই ছিলো না যে ওর পিরিয়ডের সময় আসন্ন। বাথরুমের মেঝেতে রক্তের ফোঁটা ওর প্রস্রাবের সাথে ধুয়ে যাচ্ছে..... এই পান্ডব বিবর্জিত জায়গায় স্যানিটারী ন্যাপকিন কোথায় পাবে ও? বাজার কত দূরে সেটাই তো জানে না..... ছোট থেকেই স্যানিটারী প্যাড ব্যাবিহারে অভ্যস্ত অনামিকা, এখন কিছুই মাথায় আসছে না ওর।
কোনোমতে ঘরে এসে নিজের একটুকরো কাপড় দিয়ে যোনীমুখ বন্ধ করে ঘরে আসে। অভ্যাসহীনতায় অত্যন্ত অস্বস্তি হচ্ছে।
দীপ্ত কে কি বলা যায় ন্যাপকিন আনতে? এমনিতে ওর আর দীপ্তর মধ্যে তেমন কোনো গোপনীয়তা নেই, তবুও মুখের আলগা কথা আর ওর পিরিয়ডের গোপনীয়তা কি এক? শারীরিক ভাবে ঘনিষ্ঠ কাউকে ছাড়া কি পিরিয়ডের কথা বলা যায় কাউকে? অনামিকা প্রাচীনপন্থী না, কিন্তু শারীরিক গোপনীয়তা নামে একটা জিনিস তো থাকেই নারীর.... সেটা সহজে ছুঁড়ে ফেলার জিনিস তো না।
কিন্তু কিছু করার নেই। এই অজানা অচেনা জায়গায় একমাত্র দীপ্তই ওকে সাহায্য করতে পারে.....গোপনীয়তা রক্ষা সবসময় সহজ হয় না।
দুবার রিং হতেই ওপাশ থেকে দীপ্ত ফোন ধরে, " বলো অনুদি। "
অনামিকা কোন ভনিতা না করে সোজা বলে, " শোন আসার সময় একটা স্যানিটারী ন্যাপকিনের প্যাড আনিস তো। " আসলে কথাটা বাড়িয়ে বললেই ব্যাপারটা বেশী অস্বস্তিকর হয়ে যায়। সামান্য কথাতেই সারা ভালো।
" কিসের?? " দীপ্ত সামান্য থমকে যায়, এর আগে এই জিনিস কেউ আনতে বলে নি ওকে। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি বলে, " ও.... আচ্ছা.... ঠিক আছে। "
হাঁফ ছেড়ে বাঁচে অনামিকা। উফফফ..... কি কঠিন কাজ। আচ্ছা দীপ্ত কি কল্পনাপ্রবন? তাহলে ও এই মুহূর্তে নিশ্চই অনামিকার গোপন অঙ্গের কাল্পনিক চিত্র ভাবছে....... ব্যাপারটা খুবই অস্বস্তিকর.... কি সব ভাবছে ও। আগাগোড়া সরোজ ওকে প্যাড এনে দিতো। আজ সেই দায়িত্বভার দীপ্তর উপরে।
Deep's story
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
14-11-2025, 05:13 PM
(This post was last modified: 14-11-2025, 05:16 PM by sarkardibyendu. Edited 1 time in total. Edited 1 time in total.)
।। এক নিষিদ্ধ প্রেমের উয়াখ্যান.।।
অনীকের দরজায় বেল বাজানোর আগেই দরজা খুলে গেলো। পল্লবী অবাক হয়ে যায়। অনীক কি রাস্তার দিকে তাকিয়ে বসে ছিলো? না হলে বুঝল কি করে যে অনামিকা এসেছে?
ডাক্তারদের থাকার জন্য আলাদা কোয়ার্টার করা হয়েছে। সেখানেই আছে অনীক। হাসপাতালের প্রায় লাগোয়া এই কোয়ার্টার। এর এগে একদিন আসলেও ভিতরে যায় নি পল্লবী।
" আসুন....গুড ইভিনিং .ম্যাডাম, আপনার অপেক্ষাতেই ছিলাম। " ঝকঝকে হেসে অভ্যরথনা জানায় অনীক। একটা হাফ স্লিভ ডার্ক টী শার্টের সাথে এশ কালারের ট্রাউজার পরা অনীকের। বেশ ভালোই মানিয়েছে ওকে। পল্লবী বেশী সাজগোজ কখনোই করে না, আজও একটা বেগুনী কুর্তি পাজামা পরে এসেছে, মুখে হালকা মেক আপ, আর লিপ্সটিক ছাড়া আর কিছু নেই।
" গুড ইভিনিং " প্রত্তুত্তর দিয়ে ঘরে পা রাখে পল্লবী। মাঝারী মাপের দুটী ঘর সাথে কিচেন আর বাথরুম। এখনো সেভাবে কোন আসবাব নেই। কটা প্লাস্টিকের চেয়ার, একটা টেবিল আর একটা বইপত্রের জন্য র্যাক ছাড়া আর কিছু নেই সামনের ঘরে।
একটা চেয়ার এগিয়ে দিয়ে অনীক বলে, " বসুন.... " তারপর পল্লবীর চোখ অনুসরণ করে বলে, " এখনো কিছুই সেভাবে গোছাতে পারি নি, তবে বেশী কিছু তো আর লাগে না.... একা মানুষ, বুঝতেই পারছেন। "
পল্লবী কিছু না বলে হাসে। ও একটা চেয়ারে বসার পর অনীক একটা চেয়ার টেনে সামনে বসে।
"মাসী..... সরবত নিয়ে আসো। " অনীক উঁচু স্বরে বলে। একটু পরে ভিতর থেকে একজন আদিবাসী পৌড়া ট্রেতে দুটো কাঁচের গ্লাসে সরবত নিয়ে ঢোকে। সামনে টেবিলে নামিয়ে রেখে ভিতরে চলে যায়।
" ইচ্ছা করলে তো শহরে প্রাকটিস করতে পারতেন, এই প্রত্যন্ত এলাকায় এলেন কেনো? " পলবী প্রশ্ন করে।
" আপনি কেনো এলেন? " অনীক প্রশ্নের জবাব না দিয়ে সরাসরি জিজ্ঞাসা করে।
" হয়তো এইসব এলাকা, মানুষজন আমার ভালোলাগে তাই " পল্লবী মৃদু হাসে।
" আর আমি শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি চাই..... একা মানুষ চলে যাওয়ার মতো মায়না এখানে পাবো, এর বেশী কিছু চাই না। " অনীক একটু গম্ভীর হয়ে যায়।
" বাবা..... মা....? " পল্লবী জানতে চায়।
" নেই.... সবাই বিদায় নিয়েছে, কোনো পিছুটান নেই আমার... " হাসে অনীক।
" ও....সরি.... " পল্লবী একটু বিব্রত হয়। এভাবে বলাটা ঠিক হয় নি।
" আপনিও তো বাবা মার উপরে রাগ করে এখানে পড়ে আছেন। "
" না ঠিক রাগ করে নয়...... রাগ জিনিসটা ভালোবাসা থেকে আসে, আসলে আমার প্রতি তাদের কোন ভালোবাসা নেই, না আমার আছে তাদের প্রতি..... তাই তাদের উপরে রাগ করে এখানে আছি সেটা ঠিক না। "
এর মধ্যেই ওই পৌড়া একটা প্লেটে কিছু স্থানীয় মিস্টি আর সিঙারা রেখে যায়।
" নিন.... একটু মিস্টিমুখ করুন। " অনীক প্লেট এগিয়ে দেয়।
" সরবত টা ঠিক আছে তবে আর কিছু আমার চলবে না.... সরি কিছু ভাববেন না। " পল্লবী হেসে বলে।
" প্রথম বার আমার বাড়ি এলেন আর মিস্টিমুখ করবেন না? "
" সরি ডক্টর....... এভাবে ফরমালিটির প্রয়জোন নেই, আমি খুব ক্যাসুয়াল.... আমি তাদের সাথেই ফ্রী যারা আমার মতই ক্যাসুয়াল..... মিস্টি না খাওয়ালে আমি নিজেকে বিশাল অপমানিত বোধ করিতাম না। " হেসে ওঠে পল্লবী।
অনীকও হাসিতে যোগ দেয়, " যাক বাঁচালেন.....আসলে লোক দেখানো রিতিনীতি আমারো পছন্দ না, আপনার সাথে আমার জমবে ভালো।"
সরবত শেষ করে অনীক বলে, " চলুন আমরা ছাদে গিয়ে দাঁড়াই..... মাসী এদিকে রান্নাটা শেষ করুক। "
অনীকের কোয়ার্টারের ছাদের একপাশে দুজনে দাঁড়ায়। এখান থেকে হাসপাতালের আলো ঝলমলে বিল্ডিং দেখা যাচ্ছে। অনীক একটা সিগারেট এগিয়ে দেয় পল্লবীর দিকে, নিজেও একটা ধরায়। প্পল্লবী ছাদের কার্নিসে ঝুঁকে রাস্তার দুকে তাকিয়ে ছিলো। ওর ফিটিংস কুর্তিতে শরীরের বক্রতা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। কেউ কেউ আছে যাদের সব ধরনের পোষাকে ভালো লাগে। পল্লবী সেই ক্যাটাগরীর মেয়ে। সরু কোমরের সাথে চওড়া ও ভারী নিতম্ব আবার চওড়া কাঁধ ওকে আলাদা বৈশিষ্ট প্রদান করেছে।
" মেয়ে হয়ে এভাবে প্রত্যন্ত জায়গায় একা পড়ে থাকতে ভালো লাগে? মানে একটা সঙ্গী তো দরকার.....? " অনিক ধোঁয়া ছেড়ে বলে।
" ছেলেরা পারলে মেয়েরা কেনো পারবে না? আর সঙ্গীর তো অভাব নেই, এখানে আমার সাথে কাজ করা প্রত্যেকেই আমার সঙ্গী..... এদের নিয়েই কেটে যায়..... " পল্লবী একটু গাঢ় স্বরে বলে। অনীকের কথার মানে ও ধরতে পেরেছে।
অনীকও বোধহয় বুঝেছে যে প্রশনটা সঠিক হয় নি। ও তাড়াতাড়ি বলে, " সরি.... আমি কিন্তু অন্যভাবে কিছু মীন করি নি.....ভুল ভাববেন না।"
" না না...... তা, আপনি বিয়ে করেননি কেনো? এখানে কিন্তু আপনার যোগ্য মেয়ে পাওয়া যাবে না। " হাসে পল্লবী।
" প্রেম, বিয়ে, এগুলোর উপর টান থাকলে তো শহরেই থাকতাম, নিজেকে এগুলো থেকে দূরে রাখবো বলেই তো এখানে চলে এসেছি......নিজের মত করে জীবনটা কাটাতে চাই। "
নীচ থেকে ডাক আসে খাওয়ার জন্য। ওরা দুজনেই নীচে নেমে আসে। খাওয়ার আগে একটু বাথরুমে না গেলে হয় না পল্লবীর, অনীককে বলতেই ও বাথরুমটা দেখিয়ে দেয়। একেবারে নতুন চকচকে বাথরুম, ভিতরে একটা পুরুষালি গন্ধ...... পল্লবী ছোট বাথরুম সেরে লেগিংসটা আবার ঠিক করে পরে নেয়, হাত মুখ ধুয়ে বাইরে এসে খাওয়ার টেবিলে বসে। অনীকও একসাথেই বসেছে।
খাওয়ার আয়োজন খুব বেশী না হলেও খারাপ না.....কষা মাংস, আলু মটর পনীরের একটা পদ, রাইস, আর একটা সব্জী..... সাথে স্যালাড, চাটনী আর মিস্টি....।
খাওয়ার দেখে হাসে পল্লবী, " বাবা, এতো বিয়েবাড়ির পদ রান্না করে ফেলেছেন.... এতো কিছু খাওয়া যায়? "
" না না.... এখানে তো সেভাবে কিছু পাওয়া যায় না, তাই সামান্যই.... " অনীক বলে।
খেতে খেতে হঠাৎ থমকে যায় পল্লবী। তলপেটে ব্যাথা করছে। এই ব্যাথা ওর চেনা, মুহূর্তের মধ্যে ওর চোখমুখ লাল হয়ে আসে, যন্ত্রনায় বিকৃত হয়ে আসে মুখ..... পেট চেপে টেবিলেই মাথা রেখে যন্ত্রনায় গোঙিয়ে ওঠে ও।
অনীক খাওয়া রেখে তাড়াতাড়ি উঠে এসে ওকে ধরে।
" কি সমস্যা পল্লবী? ...... "
পল্লবী কথা বলার অবস্থায় নেই। ও অনীকের হাত চেপে ধরে কিছু বলতে গিয়েও পারে না।
অনীক ওকে তুলে পাঁজাকোল করে ভিতরের ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। তখনো যন্ত্রনায় কাতর পল্লবী। পেটে হাত দিয়ে চেপে আছে। মুখ লাল হয়ে গ্বছে।
অনীক দ্রুতো নিজের ব্যাগ খুলে একটা ডিক্লোফেনাক ইঞ্জেক্সন বের করে ওর হাতের মাসলে দেয়।
একটু বাদে ব্যাথা সামান্য করে আসে পল্লবীর। অনীক তখন ওর কুর্তি পেটের উপরে তুলে পেট আলগা করে দিয়েছে, সারা পেটে হালকা চাপ দিয়ে ও জিজ্ঞেস করে, " ঠিক কোন জায়গায় ব্যাথা বলুন? "
ব্যাথা একটু কমে আসায় পল্লবী ধাতস্থ হয়েছে। ওর পেটে অনীকের হাত, শরীরে একটা অস্বস্তি হয় ওর। অনীক ওর নাভির চারপাশে হাত দিয়ে আলতো চাপ দিচ্ছে..... কিন্তু পল্লবী ব্যাথার সঠিক জায়গাটা বুঝতে পারছে না।
অনীক ওর হআত নাভির যত নীচে নামায় তত লজ্জায় লাল হয়ে আসে পল্লবীর মুখ। নাভির প্রায় চার পাঁচ আঙুল নীচে অনীক হাত রাখে। সেখানে হালকা চাপ দিতেই ব্যাথা টের পায় পল্লবী..... এলহন ব্যাথা প্রায় কমে গেছে, তাই স্পর্শকাতর জায়গায় অনীকের হাত ওলে স্বস্তি দিচ্ছে না, কিন্তু বলার কিছু নেই....... অনীক একজন ডাক্তার আর এখানে লজ্জা পেয়ে লাভ নেই।
অনীক ভালো করে পল্লবীর পেট পরীক্ষা করে। পল্লবীর স্কিন টাইট লেগিংস এমন ভাবে শরীরে আটকে আছে যে ওর নাভীর নীচের ত্রিকোন জায়গাটা অতি স্পষ্ট, নীচে প্যান্টি না থাকলে হয়তো চেরা জায়গাটাও ধরা পড়ে যাতো....ওর প্যান্ট থাইএর সাথে একেবারে সেঁটে আছে।
অনীক কি ইচ্ছা করে দেরী করছে। পল্লবী উসখুস করে। ওর কুর্তি বুকের পাঁজর পর্যন্ত গোটানো...... মসৃন সমতল পেট একেবারে খোলা..... মাঝখানে অপার সৌন্দর্য্য নিয়ে তাকিয়ে আছে নাভির গর্ত।
এতোক্ষন পল্লবীকে পরীক্ষা করতে গিয়ে ওর এই সৌন্দর্য্যের দিকে খেয়াল পড়ে নি অনীকের। পরীক্ষা শেষ করতেই চোখ আটকে যায় নিম্নাঙ্গের অপার সৌন্দর্য্যময় তরঙায়িত অংশে...... দ্রুতো চোখ সরিয়ে পল্লবীর কুর্তি নামিয়ে দেয় ও। পল্লবীর খোলা পেটের ক্ষণিকের সৌন্দর্য্য অনীকের চিন্তাধারাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। শরীরে একটা শিরশিরে অনুভুতি জাগে।
" চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি " অনীকের প্রস্তাবে আর না বলে না পল্লবী। ওর বাড়ি এখান থেকে প্রায় পনের মিনিটের হাঁটা পথ। রাস্তায় আলো কোথাও নেই। এই রাতে প্রায় ফাঁকা জনবসতিহীন রাস্তায় বিপদ হতেই পারে। সাহসী হলেও পল্লবী সাধারণত একা রাতে বাইরে বেরোয় না।
দুজনে রাস্তায় পা রাখে। এখন আর ব্যাথাটা নেই, তবে এভাবে অনীকের সামনে বিব্রত হয়ে পড়বে সেটা ভাবে নি পল্লবী।
" টেস্ট গুলো করিয়ে নেবেন..... আর একটু বেশী করে জল পান করতে হবে কিন্তু। "
পল্লবী মাথা নেড়ে সম্মতি জানায়। এখানে রাস্তা একেবারে শুনসান, একপাশে ফাঁকা ধু ধু মাঠ, আর একপাশে শাল গাছের জঙ্গল.... তবে কৃষ্ণপক্ষ হলেও আকাসে সামান্য আলো আছে। হাসপাতালের বিল্ডিং ছাড়িয়ে আরো এগিয়ে আসে ওরা। অনীকের হাতে একটা টর্চ। ওরা ক্রমশ চড়াই ভেঙে উপরে উঠছে, পল্লবীর প্রায় গা ঘেঁশেই হাঁটছে অনীক, মাঝে মাঝে ওর হাতে স্পর্শ করছে অনীকের হাত। কারো মুখেই কোন কথা নেই। অনীক দুই একবার কথা শুরু করলেও পল্লবী চুপ থাকায় ও নিজেও চুপ করে গেছে।
হঠাৎ পিছনে গাড়ীর লাইটের আলো চোখে পড়ে। একটা বাইক চড়াই ভেঙে উঠে আসছে। ওরা রাস্তার পাশের দিকে সরে যায়। বাইকটা ওদের সামান্য সামনে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে যায়। দুজন আরোহী। পল্লবী চিনতে পারে, গয়ারাম আর আনসারী।
গয়ারাম বাইক চালাচ্ছে আর আনসারী পিছনে বসে। ওকে দেখে গুঠখা খাওয়া দাঁত বের করে হাসে আনসারী, " কা মাডাম? ....... রাত তো ঘুমনে নিকলে? সাহাব ভি হ্যায়? ...... বড়িয়া.... বড়িয়া.... "
গা জ্বলে যায় পলবীর। এরা দুজনেই স্থানীয় মস্তান। এই প্রজেক্ট এর থেকে কমিশন চায়, এখানে প্রজেক্ট করার জন্য এদেরকে সিকিউরিটি মানি দিতে হবে......পল্লবীর কাছে এর আগেও এসেছে কয়েকবার, কিন্তু পল্লবী উপরমহলের সাথে কথা বলবে বলে ভাগিয়ে দিয়েছিল, আসলে এদেরকে টাকা দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ওদের সংস্থা অলাভজনক কাজ করে, এখানে কেনো টাকা দিতে হবে? কদিন আগে সেই কথাই এদের কে বোঝায় কিন্তু কোনো ফল হয় না..... টাকা না পেলে ভালো হবে না বলে শাশিয়ে যায়।
এই ব্যাপারে ও স্থানীয় প্রভাবশালী দু একজনের সাথেও কথা বলে। তারা মুখে ব্যাপারটা দেখার আশ্বাস দিলেও বাস্তবে এদেরকে ভয় পায় বলেই ধারণা পল্লবীর। কিন্তু এই অন্যায়ের সাথে আপোশ ও অন্তত করবে না।
পল্লবী ওদেরকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। অনীক কিছু বুঝতে পারছে না। ও পল্লবীর সাথে সাথে এগোয়।
এবার ওরা বাইক নিয়ে রাস্তা গার্ড করে আঁড়ায়।
" কা.... ম্যাডাম আপ হামে ভাও হি নেহী দেএ রহে হ্যায়? হাম রোকে আপসে হালচাল পুছনে ওউর আপ বিনা বাত করে যা রহি হ্যায়? "
এবার অনীক বুঝতে পারে এ এরা সুবিধার লোক না। ও পল্লবীর হাত চেপে ধরে বলে, " আপনারা নিজের রাস্তায় যান..... ওনার শরীর খারাপ, এভাবে অসভ্যের মত রাস্তা গার্ড করে কেনো দাঁড়ালেন। "
এবার গয়ারাম কোমর থেকে একটা দেশী রিভলবার বের করে, " কা, ডাক্তার সাহেব, বহত চর্বি জম গায়ে কা? গান্ড মে ইতনা গোলি ভর দেঙ্গে কি হাগনা বন্ধ হো জায়েগা...... হামসে পাঙ্গা মত লিজিয়ে। "
পল্লবী আর থাকতে পারে না, ও বলে, " আপ লোগো কি আউকাত হ্যায় তো দিন মে অফিস আকে সবকে সামনে বাত করনা..... রাত কে আন্ধেরে মে রাস্তা আটাক কর ক্যায়া মর্দাঙ্গি দিখা রাহে হো?
" আরে মাডাম, মর্দাঙ্গি আপনে দেখি কাহা? চলিয়ে মেরে সাথ.......ইতনা মর্দাঙ্গি দিখায়েঙ্গে কে আপ খুশ হো জাওগে.... খি খি খি খি. " আনসারীর অশ্লীল ইঙ্গিতে মাথায় আগুন ধরে যায় পল্লবীর, অনীকের হাত ছাড়িয়ে ও সাঁটিয়ে একটা চড় মারে আনসারীকে।
ওরা এতোটা সাহস বোধহয় ভাবে নি। ঘটনায় বিস্ময়ের ঘোর কাটতেই চেঁচিয়ে ওঠে আনসারী, " শালী রেন্ডী..... হাম পর হাথ উঠাতী? আজ তেরি ইজ্জত না উতারি তো মেরা নাম আনসারী নেহী। "
অনীক বিপদ বুঝে পল্লবীকে পিছনে ঠেলে দিয়ে নিজে সামনে দাঁড়ায়। গয়ারামের রিভলবার অনীকের মাথায় ঠেকায়, " ক্যা রে? তেরা রাখেল লাগতা হ্যায় কা? শালী কো আজ নাঙ্গা করকে চুত মারেঙ্গে....ক্যা কর লেগা তু?
আনসারী গালে হাত বুলাতে বুলাতে বলে, " এয়সে তো মাল বহত বড়িয়া হ্যায়..... আগের রুপিয়াকে বদলে চোদনে দে তো ভি চলেগী...... হি হি হি হি.... "
গয়ারামের একটা ঘুসী অনীকের মুখে পড়তেই ও ছিটকে পড়ে। আনসারী এসে পল্লবীর হাত চেপে ধরে। শক্তিতে আনসারী অনেক্ বেশী, পল্লভী চেষ্টা করেও ছাড়াতে পারে না নিজেকে। এদিকে অনীক মাটিতে পড়ে যেতেই গয়ারাম তাকে তিন চারটে লাথি কষায়।
এমন সময় একটা বাইকের আওয়াজ আসে। দুজন লোক বাইকে এদিকেই আসছে। গয়া আর আনসারী ওদের ছেড়ে বাইকে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে যায় দ্রুতো। পল্লবী দেখে হাসপাতালের সিকিউরিটি গার্ড উধম সিং আর লখাই।
ওরা কোনমতে বাইক স্ট্যান্ড করে নেমে আসে। উধম সিং উত্তেজিত গয়ে বলে, " ক্যায়া মাডাম, বো লোগ সাহাব কো পিটা? ...... ভাগ নেহী যাতা তো উসকা আজ খের নেহী থা। "
মাটিতে পড়ে আছে অনীক। বোধহয় জ্ঞান নেই। ওর পেট আর প্যান্টের উপর দিকে রক্তের দাগ।
লখাই ভালো করে দেখে বলে, " মাডাম, উনকে জুতে কে নীচে কাঁটে জ্যাইসা কুছ হ্যায়..... ইসিলিয়ে সাহাব কো জখম আয়া.... "
ওরা তিনজনে মিলে অনীককে তুলে আবার নেমে আসে অনীকের বাড়ির দিকে। অনীক তখনো অচৈতন্য।
এখনো হাসপাতাল চালু হয় নি। ডাক্তার বলতে অনীক একাই। সেখানে নিয়ে কিছু হবে না। ওরা ধরাধরি করে বাড়িতেই বিছানায় শুইয়ে দেয়৷ অনীকের বাড়িতে কোথায় কি আছে সেটা না পল্লবী, কাজের মাসীও জানে না। পল্লবী উধমকে বলে, " তোমরা আমার বাড়ি গিয়ে বেটাডিন লোশন, আর তুলো নিয়ে এসো..... তাড়াতাড়ি। "
ওরা বেরিয়ে যায়। পল্লবী অনীকের দিকে তাকায়। পেট আর তলপেটে লাথি মেরেছে বেশ কয়েকটা, সেখানেই আঘাত টা লেগেছে। কতটা সেটা বোঝা যাচ্ছে না।
ভয়ে আর ব্যাথায় জ্ঞান হারিয়েছে অনীক। পল্লবী ওর চোখেমুখে হালকা জলের ঝাপটা দেয়। অনীক একটু তাকিয়ে আবার চোখ বুজে ফেলে৷ নিজের অভিজ্ঞতা থেকে ওর পালস দেখে পলবী, সামান্য বেশী। এখান থেকে হাসপাতাল অনেক দূর। যদি তেমন সিরিয়াস কিছু হয় তাহলে সেখানে নেওয়া ছাড়া আর উপায় নেই। আপাতত ওর আঘাত কতটা সেটা দেখতে হবে।
পল্লবী অনীকের টি শার্ট তুলে দেয়। নাভীর কাছে লম্বা লম্বা চেরা দাগ, বেশী গভীর না তবে রক্ত বেরোচ্ছে সামান্য, এবার একটু ইতস্তত করে পল্লবী, এর নীচে কতটা আঘাত আছে জানে না..... কিন্তু কিছু করার নেই, পল্লবীর কুর্তি ওঠানোর সময়ও অনীক লজ্জা সরিয়ে রেখেছিল.....।
পল্লবী অনীকের প্যান্টের হুক খুলে সেটাকে টেনে নামায়, ভিতরে জাঙিয়া পরা। অপেক্ষা না করে সেটাকেও নামিয়ে হাঁটুর কাছে আনে...... অনীকের বুক পেট থেকে যৌনাঙ্গ পর্যন্ত পাতলা লোমে ঢাকা। ওর শান্ত শিথিল লিঙ্গ কাত হয়ে আছে, সামান্য ডার্ক ওর লিঙ্গ চেহারার থেকে। একেবারে ইঁদুরের মত লাগছে। এমন শিথিল লিঙ্গ এর আগে সেভাবে দেখে নি পল্লবী, ওর কাছে বেশ অদ্ভুত লাগছে। ভালো করে দেখে লিঙ্গের গায়েও আঘাতের চিহ্ন, পুরুষাঙ্গের উপরের দিকে তলপেটে বেশ ভালো আঘাত.... মূলত ছড়ে যাওয়ার মত কাটা।
পল্লবী মাসীকে জল গরম করতে বলে। এর মধ্যে উধম আর লখাই ওষুধ নিয়ে ফিরে এসেছে। পল্লবী ওদের বাইরে অপেক্ষা করতে বলে গরম জলে বেটাডিন মিশিয়ে আগে ভালো করে ক্ষতগুলো পরিষ্কার করে। তারপর বেটাডিন লাগাতে যাবে এমন সময় অবীকের জ্ঞান পুরো ফিরে আসে।
নিজেকে পল্ললবীর সামনে এই অবস্তায় দেখে সব ভুলে ত্বড়াতাড়ি প্যান্ট তুলতে যায়। বাধা দেয় পল্লবী, মুখ গম্ভীর করে ও বলে, " লজ্জার কিছু নেই...... আপনার প্যান্টে রক্তের দাগ দেখে ভয় করছিলো যে আঘাত গভীর কিনা...... তাই বাধ্য হয়ে এটা খুলতে হয়েছে। "
অনীক তবুও প্যান্ট টেনে উপরে তুলে নিতে চায়, " আচ্ছা.... বাকিটা আমি নিজেই করে নেবো, " ওর চোখমুখ লজ্জায় লাল হয়ে আছে।
" আপনি না ডাক্তার! এভাবে লজ্জা পেলে ডাক্তারী করবেন কিভাবে? এখন আপনি আহত, এখানে লজ্জার কোন ব্যাপার নেই...... ছাড়ুন হাত। "
পল্লবীর ধমকে অনীক হাত ছেড়ে দেয়। পল্লবী যত্ন করে সব ক্ষত জায়গায় অষুধ লাগিয়ে দেয়, ওর লিঙ্গে হাত দিয়ে ওষুধ লাগানোর সময় অনীক চোখ বুজে ফেলে।
" শুনুন...... আপনাকে উপদেশ তো দিতে পারি না, তবুও বলছি প্যান্ট ছেড়ে পাতলা লুঙ্গী জাতীয় কিছু পরুন না হলে কষ্ট হবে পরে....। " পল্লবী বেরিয়ে আসে ঘর থেকে।
" উধম সিং, ছোটুকো বুলাও..... একবার ইন্সপেক্টার সাহাব সে মিলকে আতে হ্যায়।
Deep's story
The following 11 users Like sarkardibyendu's post:11 users Like sarkardibyendu's post
• alokbharh, Atonu Barmon, batmanshubh, chitrangada, dipankarmunshidi, fatima, ojjnath, pradip lahiri, rubisen, xanaduindia, zahira
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
(13-11-2025, 08:37 PM)ajrabanu Wrote: প্রতিটি যুবক যেন গায়ে ঢলে পড়ছে কথায় কথায়। মেয়েদের হলে তাদের ঢলানি বলা হত। যৌন সঙ্গমের বর্ণনা ভারী রমণীয়।
ধন্যবাদ ম্যাডাম, অনীকের ক্ষেত্রে আপনার অভিযোগের সত্যতা আমি মানি, কিন্তু দীপ্তর ব্যাপারটা ওমন না..... দেখবেন একসাথে বড় হওয়া বন্ধুস্থানীয় ছেলেমেদেএ মধ্যে এই ধরনের কথা কমন, এর মানে এটা না যে তারা মেয়েদের উপরে ঢলে পড়ছে, সে হয়তো খুবই ভালো ছেলে কিন্তু প্রাপ্তবয়ষ্কদের ক্ষেত্রে এই ধরনের আড্ডা একেবারেই সাধারন ব্যাপার, বিষেশ করে সমমনষ্ক পরিচিতদের মধ্যে আর এই ধরনের ছেলেদের অনেকে পছন্দও করে, এরা মুখে অনেক কিছু বল্লেও তাদের মন সাধারণত পরিষ্কার হয়।
আর ট্রেনের যুবকের কথায় আসি....... এই ধরণের ঘটনা ট্রেন এ কমন, রেগুলার ট্রেন এ যাতায়াতের সুত্রে এই সিড়িঙ্গে ছোকরার মত বহু লোক আপনি পাবেন, যারা লোলুপ ভাবে মেয়েদের দিকে গাকায়, যেনো জীবনে মেয়ে দেখে নি..... এটাও আমি নিজের অভিজ্ঞতাতেই দেখেছি।
Deep's story
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
(13-11-2025, 02:39 PM)batmanshubh Wrote: Welcome back, finally you are back to help us complete the story. Bravo.
Thank u.......
Deep's story
•
Posts: 234
Threads: 7
Likes Received: 1,032 in 165 posts
Likes Given: 409
Joined: Jul 2025
Reputation:
400
পাঠকবৃন্দের কাছে অনুরোধ, ভালো লাগলে একটা লাইক অন্তত দেবেন তাতে লেখার উৎসাহ বাড়বে, সব পর্বে হয়তো সেক্স আসবে না কারণ এটা শুধু যৌনতাভিত্তিক গল্প না, উপযুক্ত জায়গায় অবশ্যই যৌনতা পাবেন।
Deep's story
Posts: 48
Threads: 0
Likes Received: 66 in 43 posts
Likes Given: 143
Joined: May 2022
Reputation:
5
(14-11-2025, 05:13 PM)sarkardibyendu Wrote: ।। এক নিষিদ্ধ প্রেমের উয়াখ্যান.।।
অনীকের দরজায় বেল বাজানোর আগেই দরজা খুলে গেলো। পল্লবী অবাক হয়ে যায়। অনীক কি রাস্তার দিকে তাকিয়ে বসে ছিলো? না হলে বুঝল কি করে যে অনামিকা এসেছে?
ডাক্তারদের থাকার জন্য আলাদা কোয়ার্টার করা হয়েছে। সেখানেই আছে অনীক। হাসপাতালের প্রায় লাগোয়া এই কোয়ার্টার। এর এগে একদিন আসলেও ভিতরে যায় নি পল্লবী। ভারি সুন্দর স্বাভাবিক হয়েছে এবারের পর্ব। কথাবার্তা, মার্জিত ভঙ্গি সব যেন খুবই চেনা। তবে একজন নারী নিজের ঋতুর তারিখ নিয়ে খুবই সচেতন থাকে। আকস্মিক স্রাব বলে কিছু হয় না। শরীর অনেক আগেই জানান দেয় - স্রাব যদি অনিয়মিত হয়, তবুও। তাই অনামিকার ঋতুস্রাব শুরু হওয়ায় অবাক হওয়াটা একটু বেমানান।
Posts: 63
Threads: 0
Likes Received: 68 in 40 posts
Likes Given: 124
Joined: Aug 2022
Reputation:
7
(14-11-2025, 08:40 PM)rubisen Wrote: ভারি সুন্দর স্বাভাবিক হয়েছে এবারের পর্ব। কথাবার্তা, মার্জিত ভঙ্গি সব যেন খুবই চেনা। তবে একজন নারী নিজের ঋতুর তারিখ নিয়ে খুবই সচেতন থাকে। আকস্মিক স্রাব বলে কিছু হয় না। শরীর অনেক আগেই জানান দেয় - স্রাব যদি অনিয়মিত হয়, তবুও। তাই অনামিকার ঋতুস্রাব শুরু হওয়ায় অবাক হওয়াটা একটু বেমানান।
এই ছোট্ট বিষয়টি আমারও চোখে পড়েছে।
Posts: 63
Threads: 0
Likes Received: 68 in 40 posts
Likes Given: 124
Joined: Aug 2022
Reputation:
7
বিশেষ করে নজরে পড়েছে, অন্যান্য পাঠক পাঠিকাদের মন্তব্য থেকে লেখকের গ্রহণ। তাই এই পর্বে দেখছি পুরুষেরা অনেক মার্জিত।
Posts: 64
Threads: 0
Likes Received: 55 in 41 posts
Likes Given: 179
Joined: Jun 2022
Reputation:
6
ei porbota bisesh sundor hoyeche.
Posts: 80
Threads: 0
Likes Received: 19 in 16 posts
Likes Given: 6
Joined: Jul 2025
Reputation:
0
Posts: 111
Threads: 0
Likes Received: 67 in 49 posts
Likes Given: 337
Joined: Mar 2023
Reputation:
8
galpotai important. sex to sab galpei achhe
|