07-11-2025, 11:59 PM
(07-11-2025, 05:25 PM)sarkardibyendu Wrote:এটাও যেন তড়িঘড়ি করেই শেষ হল। অনেক জটের অতিসরল সমাধান হল। কোনও সূত্র যেন খুললই না। সুধাময়ের হঠাত চরিত্র পরিবর্তন লক্ষণীয়। প্রায় অস্বাভাবিক। কিশোর বয়সের ছেলেমানুষের মত। আনপ্রেডিক্টেবল।।। সমাপ্তি পর্ব।।
সন্ধ্যার মুখে নদীর পাড়ে বসে ছিলো সুধা আর সুধাময় পাশাপাশি। আজ মায়ের বিসর্জন। আবার লেখা আর নুটু নতুন জীবন শুরু করলো, তাই আজ সুধার মন বেশ প্রফুল্ল। সূর্য্য অস্ত চলে গেছে। জায়গাটা একেবারে ফাঁকা, এখানে নদীর পাড় ভাঙা। খাড়া পাড়ে বসে নদীর ঘুর্নী জলের দিকে তাকিয়ে সুধাময় বলে, " জানো বৈষ্ণবী ওই যে ঘুর্ণি দেখছো, ওখানে অতি বড়ো সাঁতার জানা মানুষও ডুবে যাবে। "
সুধা হেসে বলে, " তাহলে চল দুজনে একসাথে ডুবি। "


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)