Posts: 260
Threads: 7
Likes Received: 1,157 in 180 posts
Likes Given: 467
Joined: Jul 2025
Reputation:
447
সম্মুখসমরে মন্দিরা ও শূলপাণি
মন্দিরা অন্ধকারের মধ্যে উঠে বসে। কোথাও আলোর কোন রেখাও নেই। ঠান্ডা পাথরের মেঝেতে শুয়ে ছিলো ও। পোষাক না থাকায় ঠান্ডা আরো বেশী অনুভব হচ্ছে। চারিপাশ হাতড়ে নিজের পোষাক খোঁজাড় চেষ্টা করে, কিন্তু কোথাও পোষাক পায় না। এদিকে অন্ধকারে কাছ থেকেই কান্নার শব্দ এক্কটানা শোনা যাচ্ছে। মনে হচ্ছে যে ওর শরীরে হাত দিয়েছিলো সে ভালো আহত হয়েছে। মন্দিরার রাগ হয়। হাজার হলেও মহারানী সে, কথাকার কে সাহস পায় কি করে তাকে উলঙ্গ করে তার গোপন স্থানে হাত রাখার?
" এই কেরে তোরা? তাড়াতাড়ি বল? এতো দু: সাহস তোদের এই রাজ্যের মহারাণীর সাথে দুর্ব্যাবহার করিস? " মন্দিরার গলার স্বরে রাগ ঝরে পড়ে।
এবার কান্নার আওয়াজ থেমে যায়,একটু পরে নাকি সুরে কেউ বলে, " ক্ষঁমা কঁরবেন মঁহারাণি, আঁমরা বুঁঝতে পাঁরি নিঁ। "
একি ভূত প্রেত নাকি? এমন নাকি গিলা কেনো? মন্দিরা আবার বলে " আগে আলো জ্বালা, আমি দেখতে চাই তোদের। "
মন্দিরার কথা শেষ হতেই ফস করে দেওয়ালের কোনে একটা মশাল জ্বলে ওঠে। তার আলোয় আলোকিত হয়ে ওঠে সমস্ত জায়গা। একটা ভেজা স্যাঁতস্যাতে পাথরের কক্ষ। কোথাও কোন জানালা নেই। কক্ষের মেঝে আলোর অভাবে ঠান্ডা হয়ে আছে। আর এই ঘরের দেওয়াল ঘেষে দাঁড়িয়ে আছে দুজন বামন চেহারার মানুষ। এমন মানুষ এর আগে ও দেখে নি। এদের চেহারা দেখে হাসি পায় মন্দিরার। একেবারে নিরীহ মুখ, উচ্চতায় মন্দিরার কোমরও পার হবে না। দুজনের মুখেই ভয়ের ছাপ, প্রায় একি রকম চেহারা।
" কি নাম তোদের? "
একজন বলে, " আঁজ্ঞে..... আঁমার নাঁম শুঁম্ভ আঁর ওঁর নাঁম নিঁশুম্ভ.... "
মন্দিরা কড়া চোখে ওদের জরিপ করে। এদেরকে ভয় পাওয়ার কিছু নেই। এক থাপ্পড়েই মারা যেতে পারে এরা। দেখে মায়া হচ্ছে।
" এখানে কি করছিলি তোরা? "
" আঁজ্ঞে..... আঁমরা ছোঁট থঁকেই এঁখানে থাঁকি, বাঁিরে গেঁলে মাঁনুষ আমাদের তাঁড়া কঁরে তাঁই খুঁব প্রঁয়জোন ছাঁড়া বাঁইরে যাইঁ না। "
ওরা দুজনে জুলজুল করে মন্দিরার দিকে তাকিয়ে আছে। মন্দিরার খেয়াল হয় যে ওর শরীরে কোন পোষাক নেই, এরা ওর দুই পায়ের মাঝে যোনীর দিকে তাকিয়ে আছে। একটু আগেই ওদের একজন এখান্বি হাত দিয়ে ঘাটছিলো আর সেখানে নিজের লিঙ্গ প্রবশ করাতে চাইছিলো। এখনো ওরা ওর শরীরের মায়া ছাড়তে পারে নি। শুম্ভ নিশুম্ভর নিজেদের শরীরেও কোন পোষাক নেই। ওদের ক্ষুদ্র লিঙ্গ ভয়ে আরো ক্ষুদ্রাকৃতি হয়ে গেছে। দেখেই হাসি পায় মন্দিরার। এতো ছোট লিঙ্গ কোন প্রাপ্তবয়ষ্কদের দেখে নি ও। একেবারে বাচ্চাদের মতো। অবশ্য চেহারাটাও বাচ্চাদের মতই এদের।
মন্দিরা কঠোর ভাবে জজ্ঞাসা করে, " আমার পোষাক কোথায়? আর তোরা আমার সাথে দুর্ব্যাবহার কেনো করছিলি। "
এবার শুম্ভ এগিয়ে এসে মন্দিরার পা জড়িয়ে ধরে, " আঁমরা জাঁনিতাম নাঁ আঁপনি মঁহারাণি..... আঁসলে আঁমরা কোঁনোদিন নাঁরী শঁরীর দেঁখি নিঁ...... তাঁই স্বাঁদ পুঁরণ কঁরছিলাম....... আঁমাদের খঁমা কঁরে দিঁন। "
নিশুম্ভ দৌড়ে মহারানীর পোষাক নিয়ে আসে। সেটা পরে মন্দিরা ওদের বলে, " মহারানীর সাথে অশালীন আচিরণ করার জন্য তোদের গর্দান যাওয়া উচিৎ তবে তোরা আমাকে এখান থেকে বাইরে নিরাপদে বের করে নিয়ে যেতে পারলে আমি তোদের প্রাণভিক্ষা দেবো আর সব ইচ্ছা পূরোণ করবো। "
শুম্ভ নিশুম্ভ নিজেদের মুখ চাওয়া চায়ি করে, তারপর বলে, " সব ইচ্ছা মানে? "
মন্দিরা হাসে, " মানে তোরা যাতে কামসুখ লাভ করিস তার ব্যাবস্থা করে দেবো...... "
শুম্ভ আর নিশুম্ভর মুখে হাসি দেখা যায়...." এঁতো সোঁজা কাঁজ..... আঁপনি আঁসুন আঁমাদের সাঁথে.....। "
মন্দিরা তীক্ষ্ণ চোখে তাকায় ওদের দিকে, " ঠিক নিয়ে যাবি তো? বেইমানী করবি না তো? "
নিশুম্ভ জিভ কাটে, " নাঁ জেঁনে আঁমরা অঁপরাধ করেছি এঁটা ঠঁক কিঁন্তু আঁমিরা বেঁইমান নাঁ মঁহারানী..... আঁপনি নিঁর্ভয়ে আঁমাদের সাঁথে যাঁতে পাঁ্রেন।"
মন্দিরা উঠে দাঁড়ায়, " ঠিক আছে চল তাহলে, এবারের মত তোদের ক্ষমা কর দিলাম। "
শুম্ভ আর নিশুম্ভ মন্দিরাকে নিয়ে এগিয়ে যায়।
যেতে যেতে শুম্ভ বলে " এঁই পঁথ জঁঙ্গলে সঁরোবরের পাঁশে শেঁষ হঁয়েছে...... সেঁখানে কোঁন বিঁপদ নেঁই..... আঁপনি নিঁ্রভয়ে আঁসুন। "
বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা সরোবরের পাশে ওরা বেরিয়ে আসে। মন্দিরা শুম্ভ আর নিশুম্ভকে বলে, " এখন তোরা যা..... পরে আমি তোদের ডেকে পাঠালে আসবি। "
ওরা ওকে প্রণাম করে আবার সুড়ঙ্গে প্রবেশ করে। মন্দিরা সরোবরের টলটলে জল দেখে সেখানে গিয়ে প্রথমে আঁজলা ভরে জলপান করে। হঠাৎ যশোদার কথা মনে পড়ে ওর। বেচারী ওকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো। অজান্তেই কয়েক ফোঁটা জল সরোবরের জলে পড়ে। সাথে সাথে সেখানে দেখা দেয় সোনালি মাছ। অবাক হয়ে যায় মন্দিরা। যশোদার কাছে এই মাছের কথাই শুনেছে ও।
" বলুন মহারাণী, আপনাকে কি সাহায্য করতে পারি আমি। "
" তুমি কিভাবে জানলে আমি মহারানী? " অবাক হয় মন্দিরা।
" আমি সব জানি মহারাণী..... আমাকে আদেশ করুন। "
" আমি কিছুই চাই না নিজের জন্য, শুধু চাই আমার এই রাজ্য যেনো আবার সুখের দিন ফিরে আসে...... আর আমার পুত্রের সাথে আমার দেখা হয়। "
" আপনার পুত্র খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে আর সেই এই রাজ্যেকে আবার সুখে সম্পদে পূর্ণ করে তুলবে, আপনার জৈষ্ঠ পুত্র রূপেন্দ্র। "
মন্দিরা আনন্দে আত্মহারা হয়ে যায়....সোনালি মাছ অদৃস্য হওয়ার আগে বলে, " আগামী সাতদিন আপনার ঘোর বিপদ মহারাণী..... সাবধানে থাকবেন....আর আপনি না চাইতেও বিপদের দিনে আপনাকে একটা ক্ষমতা আমি দিচ্ছি, এই ক্ষমতা বলে আপনি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠিবেন.....বিদায় মহারানী। "
মন্দিরার পলায়নের সংবাদ কানে যেতেই শূলপাণির মাথায় আগুন জ্বলে যায়। মন্দিরার কারাগারে পাহারারত প্রহরী ভয়ে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে ছিলো। শূলপাণি নিজের তরবারির হাতল শক্ত করে চেপে ধরে, অগ্নিচক্ষুতে তাকায় প্রহরীর দিকে, " কিভাবে সে পালাতে পারে এখান থেকে? "
প্রহরীর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। সে নিজে যে প্রলভনের শিকার হয়ে ওদের পলায়নেত জন্য দায়ী সেটা জানালে এখনী মৃত্যু হবে ওর তাই ও বলে, " আজ্ঞে মহাম্মন্ত্রী...... কেউ তাদেরকে সাহায্য করেছে পলায়ন করতে, রাতের অন্ধকারে কেউ তাদের কক্ষের তালা খুলে পালাতে দেয়, আমি বাধা দিতে গেলে তারা আমাকে আঘাত করে....... "
" যাও এখনী চারিদিকে খোঁজ শুরু কর..... কাল সকালের মধ্যে মন্দিরাকে পাওয়া না গেলে তোমাকে শিরচ্ছেদ করার আদেশ দেবো "
প্রহরী ভয়ে কাঁপতে কাঁপতে শূলপাণিকে প্রনাম করে প্রস্থান করে।
রাগে শূলপাণি কক্ষের মধ্যে পদচালনা করতে থাকে। কিছুতেই এটা মেনে নিতে পারছে না সে। তার কতো সাধ তিলে তিলে মন্দিরাকে ভোগ করবে সে, তারপর হত্যা করে প্রতিশোধ নেবে।
" মহামন্ত্রীর জয় হোক...... রাজিদাসী রম্ভা আপনার দর্শনপ্রার্থী। "থমকে যায় মহামন্ত্রী। রম্ভা এখানে কি উদ্দেশ্যে?
হাতের ঈশারায় ওকে ভিতরে পাঠাতে বলে। একটু পরেই দ্বারের কাছে মুখ ঢাকা এক নারী মূর্তি উদয় হয়। ভিতরে এসে নিজের মুখের ঢাকা সরায় রম্ভা।
" কি উদ্দেশ্য আমার কাছে এসেছো রম্ভা? তোমার জীবন বাঁচাতে? " শূলিপাণি ক্রুড় হাসে।
রম্ভা মাথা নামিয়ে প্রনাম করে বলে, " আমাকে আপনি এখনী হত্যা করতে পারেন, কিন্তু তার আগে জেনে রাখুন সেনাপতি বিশালবাহু আপনার ভোগ্যতে নজর দিয়েছে, তার চাতুরীতেই মহারানী পলায়ন করেছে। সেনাপতি মহারানীরকে ভোগ করতে চায় আর মহারানীও তাকে কথা দিয়েছেন নিজের শরীর দেওয়ার জন্য....... সেনাপতি বহুদিন ধরেই মহারানীকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে আছে। "
চমকে ওঠে মহামন্ত্রী, " কি বলছো রম্ভা? ওই ক্ষুদ্র সেনাপতিকে আমি বিপুল সম্পদের অধিকারী করেছি আর সে আমার পিঠে ছুরি বসাচ্ছে? "
" হ্যাঁ মহামন্ত্রী......মহারাণির পর তার নজর এই রাজ্যের রাজ সিংহাসনের দিকে। "
রাগত মুখে শূলপাণি বলে, " আমি বিশ্বাসঘাতকদের ক্ষমা করি না, তার এই চক্রান্তের সাজা সে পাবে " তারপর রম্ভার দিকে তাকিয়ে বলে, " আমি তোমার উপর খুশী হয়েছি রম্ভা, এবার একটা কাজ তোমাকে করতে হবে, আজ মধ্যরাতে দেবী ভবানীর মন্দিরে তাকে তুমি ছলাকলায় ভুলিয়ে নিয়ে আসবে, সেখানেই তার শেষ করবো আমি। "
রম্ভা মাথা নাড়ায়, তার পরিকল্পনা সঠিক দিকেই এগোচ্ছে। মহামন্ত্রীর হাতেই সেনাপতিকে হত্যা করার পর মহামন্ত্রীকেও শেষ করতে হবে..... তবেই এই রাজ্য আবার সুরক্ষিত হবে।
" এখন আমাকে যাওয়ার অনুমতি দিন মহামত্রী। " রম্ভা বলে।
মন্ত্রী হাত তুলে তাকে যেতে আদেশ করে।
রাত দ্বিপ্রহর। আকাশ কালো মেঘে ঢাকা। মুহুর্মূহ বজ্রপাতে কেঁপে উঠছে চারদিক, মূষল ধারে বৃষ্টী নেমেছে। বিচিত্রপুরের দক্ষিণে মহাকাল পর্বতের উপরে দেবী ভবানীর মন্দির। এই রাজ্যের প্রধান দেবী তিনি। একেবারে ঘন জঙ্গলে ঘেরা বিশাল মন্দিরের সামনের বিশাল চাতালে রম্ভা আর বিশালবাহু উপস্থিত, রম্ভার কথাতেই বিশালবাহু সেখানে উপস্থিত হয়েছে মন্ত্রীর গোপন যড়যন্ত্র দেখার জন্য। রম্ভা তাকে বলেছে যে মহারাণি আর মন্ত্রী চক্রান্ত করে তাকে হত্যা করতে চায় আর তার প্রমাণ এখানেই পাওয়া যাবে।
রম্ভা আর বিশালবাহু দুজনেই ভিজে গেছে। তারা সেখানে দাঁড়াতেই আড়াল থেকে শূলপাণি বেরিয়ে আসে, তার হাতে খোলা তরবারি, তার পিছনে আরো দশজন সসস্ত্র প্রহরী, প্রত্যেকের হাতেই অস্ত্র। শূলপানীর পরনে লাল কটিবস্ত্র, খোলা গা, কপালে লাল টিকা, গলায় রুদ্রাক্ষের মালা...... বিদ্যুৎ চমকের আলোয় তার ভয়াল রূপ দেখে বুক কেঁপে ওঠে রম্ভার। শূলিপানীর সাথে আসা লোকজন মন্দিরের চারিপাশে একাধিক মশাল জ্বেলে দেয়, চারদিক আলোকিত হয়ে ওঠে। সেই আলোয় ওদের দিকে এগিয়ে আসে শূলপাণি, সেনাপতি কিছুই বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছে। শূলপানী তার খোলা তরবারি শূলপানীর কাঁধে রেখে আকাশ কাঁপিয়ে হাসে, " কি বিশালবাহু, আমার বিরুদ্ধে যড়যন্ত্র করে বেঁচে যাবে. আজ তোমাকে এখানেই বলি দেবো। "
" কি বলছেন মহামন্ত্রী? বলি তো আমাকে নয় এই রম্ভার হবে...... আমাদের মধ্যে বিভেদ তৈরী করে রাজ্য উদ্ধার করবে ভেবেছিলো.... হা হা হা হা। "
চারিদিক কাঁপিয়ে হেসে ওঠে বিশালবাহু। তার সাথে শূলপানী আর বাকিরাও যোগ দেয়। অবাক হয়ে বিশালবাহুর দিকে তাকায় রম্ভা। তার মানে ওরা আগেই ওর প্প্রিকল্পনা বুঝে গেছিলো? হে ঈশ্বর, কি ভুল করেছে সে, এবার সাক্ষাৎ মৃত্যু ছাড়া আর পথ নেই। রম্ভা নিজের চোখ বন্ধ করে। এদিকে উল্লাসে মেতেছে ওড়া সবাই।
গর্জন করে ওঠে শূলপানি, " আজ রম্ভার রক্তে দেবী ভবানীর পূজা সম্পন্ন হবে......যাও এর পোষাক খুলে একে স্নান করিয়ে এনে বলির বেদীতে শুইয়ে দাও.....হা হা হা হা... " পৈশাচিক উল্লাসে হেসে ওঠে সবাই।
দুজন প্রহরী এসে রম্ভার হাত চেপে ধরে, আর একজন একে একে ওর শরীর থেকে সব পোশাক খুলে নিয়ে ওকে নগ্ন করে দেয়।
" আহা এমন খাসা শরীরকে বলি দেবেন মহামন্ত্রী? তার আগে একবার শেষবারের মত ভোগ করে নিলে হত না? " সেনাপতি তার জীভ চাটে। সবার চোখ রম্ভার নগ্ন বক্ষ, উত্তল নিতম্ব আর ঘন কেশে ঢাকা যোনীর দিকে।
" না না...... এখন একে ভোগ করলে আর বলি দেওয়া যাবে না.....যাও একে স্নান করাও। "
দুজন তিন কলস জলেনে রম্ভার মাথায় ঢেলে দেয়, তারপর ওর উলঙ্গ শরীর টেনে নিয়ে যায় চাতালের মাঝে একটা উঁচু বেদীর উপর, সেখানে ওকে চিৎ করে শুইয়ে দেয়। নরবলী দেখার আগ্রহে সবাই মেতে ওঠে।
শূলপাণি চিৎকার করে বলে, " এর খন্ডিত মুন্ড প্রাসাদের সিংহদ্বারে ঝুলিয়ে দেবে আর নগ্ন শরীর কাক চিলের খাদ্য হবে.... "
রম্ভা নিশ্বাস বন্ধ করে থাকে। মরতে সে ভয় পায় না, কিন্তু এই রাজ্য এক দুর্বৃত্বের হাতে চলে গেলো এটাই দু:খ। ও নিশ্বাস বন্ধ করে নিজের জীবনে কথা, রূপেন্দ্রর কথা মনে করে। মন্ত্রীর হাতের বিশাল ভারী খাড়া আলোয় ঝকঝক করে ওঠে। সে দুইহাতে খাড়া তুলে আনে রম্ভার গলা লক্ষ্য করে।
রম্ভা চেয়ে থাকে। মৃত্যুকে সে চোখ খুলেই দেখতে চায়। ভয়ে চোখ বুজে না। মহামন্ত্রীর প্রবল চিৎকারের সাথে খাড়া নেমে আসে ওর গলা লক্ষ্য করে......কিন্তু গলায় পড়ার আগেই সেটা ছিটকে যায়, মন্ত্রীর হাত এফোঁড় ওফোঁড় বয়ে গেছে একটা তীর, সে যন্ত্রনায় কাতরাতে কাতিরাতে সেখানে বসে পড়ে, অন্ধকার থেকে জাহঁকে ঝাঁকে তীর ছুটে আসে সব সেনাদের লক্ষ্য করে, মূহুর্তের মধ্যে দশজন সেনা মৃত্যুবরণ করে। মন্ত্রী মেঝেতে পড়ে ছটফট করছে....... বিশালবাহু একা চারিদিকে তাকিয়ে হতবম্ভ হয়ে গেছে, সে নিজেকে বাঁচাতে দ্রুতো অন্ধকারে ঢাকা দেয়......।
রম্ভা কিছু বুঝতে পারে না। কে ওর জীবন বাঁচালো। ও উঠে বসে চারিদিক তাকিয়ে তার জীবনদানকারীকে খোঁজে। তখনী অন্ধকার থেকে সেখানে বেরিয়ে আসে মহারানী মন্দিরা। পরনে তার যুদ্ধের পোষাক, হাতে তীর ধনুক, কোমরে তরবারি। অবাক চোখে তার দিকে দেখে রম্ভা, " মহারানী!! আপনি?? "
মৃদু হেসে রম্ভাকে জড়িয়ে ধরে মহারানী, " তোমার মত এতো অনুগত সঙ্গীকে এইভাবে মরতে দিতে পারি না রম্ভা...... " রম্ভা আনন্দে কেঁদে ফেলে।
সেখানে তখনো শূলপানী মেঝেতে পড়ে আছে, মন্দিরা তার কাছে গিয়ে নিজের কোমরের তরবারি বের করে, " তোমার আর বেঁচে থাকার প্রয়জোন নেই শূলপানী...... "
শূলপানী ক্রুড় হাসি হেসে ওঠে, " সেটা করলে নিজের স্বামী আর সন্তানের কোন খোঁজ জীবনেও পাবে না তুমি, তারা একসময় ধিরে ধিরে মারা যাবে...... একমাত্র আমিই জানি তাদের খোঁজ..... হা হা হা। "
মন্দিরা থমকে যায়, শূলপাণিকে হত্যা করা মানে মহারাজ আর সৌরাদিত্যকে হারানো, না এখন একে হত্যা করা যাবে না....... মন্দিরাকে নিরস্ত হতে দেখে শূলপাণি উঠে দাঁড়ায়, নিজের হাতের থেকে তীর একটানে বের করে ক্ষতস্থান চেপে ধরে। তারপর মন্দিরর দিকে তাকিয়ে বলে, " আমার কথামত না চললে মহারাজ আর যুবরাজের জীবন অন্ধকারেই শেষ হয়ে যাবে..... হা হা হা। "
" কি চাও তুমি? " মন্দিরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওর দিকে।
মন্দিরার শরীরে চোখ বুলিয়ে শূলিপানী বলে, " এবার তোমাকে সবার সামনে উলঙ্গ হয়ে নৃত্য পরিবেশন করতে হবে, সবাই দেখবে তোমার শরীর, মহারানী মন্দিরার নগ্ন শরীর, স্তন.... বক্ষ.... যোনী.... হা হা হা হা ....... আর ওই ছলনাময়ী রম্ভাকে সবার সম্মুখে ওর সাথে কামক্রীড়ায় মাতবে আমার ঘনিষ্ঠ দুই পালোয়ান...... বজ্রবাহু আর চক্রবাহু..... বল রাজী? তাহলে আমি জীবন ভিক্ষা দেবো মহারাজের। "
অপমানে আর লজ্জায় চোখ মুখ লাল হয়ে আসে মন্দিরার, রম্ভার তার পিছনে নগ্ন শরীরে কাঁপছে..... ধীরে বলে মন্দিরা, " তাই হবে.... তবে রম্ভা নয়, আমাকেই ভোগ ক্ক্রবে ওরা, রম্ভাকে যেতে দিতে হবে। "
চারিদিক কাঁপিয়ে হাসে শূলিপানী, " তাই হবে...... সর্বসম্মুখে মহারানী মন্দিরাকে ভোগ করবে ওরা..... বাহ.... এর থেকে ভালো কিছু হয় না আমার জ্বলা জুড়ানোর জন্য। "
বিচিত্রপুর রাজপ্রাসাদের সামনে বীস্তীর্ণ খোলা প্রাঙ্গন, সেখানে শত শত মানুষ উপস্থিত সন্ধ্যার পর। চারিদিকে মশালের আলোয় আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণ নাগরিকেরা দম বন্ধ করে তাকিয়ে আছে মাঝখানে একটা গোল বেদীর দিকে। সুন্দর করে সাজানো সেটী। তার চারিপাশে বাদ্যযন্ত্র নিয়ে বসে আছেন বাদকেরা, একটু দূরে মহারাজের সিংহাসনে এসে বসে শূলপানী, তার চোখে মুখে উৎসাহ, পাশে আর একটা সিংহাসনে বিশালবাহু...... মহারাণী মন্দিরার নগ্ন নৃত্য দেখবে আজ সারা রাজ্যের মানুষ, আর এই দৃশ্য শূলপাণির অন্তরের ক্ষত পূরণ করবে...... আর সবুর সয় না শূলপাণির, সে হাতের ঈশারা করে বাদকদের দিকে তাকিয়ে.... তাদের হাতের বাদ্যযন্ত্র সুর তুলে বেজে ওঠে, একটু পরেই প্রাসাদের দিক থেকে সাদা পোষাকে সজ্জিত মন্দিরা উদয় হয়, তাকে দেখেই শূলিপানীর শরীরে রক্ত উতলে ওঠে, ....... এতোদিনে আমায় করা অপমানের সঠিক প্রতিশোধ নিতে পারছি মন্দিরা.... সে ভাবে।
মনিরা ধীর পায়ে সেই বেদীর উপরে ওঠে, তারপর কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। শূলপানীর আর সবুর সইছে না, সে চিৎকার করে ওঠে, " তোমার পোষাক খোল মন্দিরা...... সবাই তোমার উদ্ধত যৌবন দেখতে চায়।"
মন্দিরা ধীর হাতে একে একে তার সব পোষাক খুলে ফেলে, তার উদ্ধত স্তন, ভারী সুগঠিত নিতম্ব দুলে ওঠে বাদ্যযন্ত্রের তালে তালে..... ছন্দে ছন্দে ঢেউ তুলে নিজের নগ্ন শরীর কম্পন তুলে নৃত্য পরিবেশনে মেতে ওঠে ও। মন্দিরার নির্লোম উরুসন্ধি আলোয় ঝকঝক করে উঠছে, উপস্থিত সব পুরুষের শরীরে রক্তচাপ বেড়ে যাচ্ছে, সবার দৃষ্টি মন্দিরার গোপন অঙ্গের দিকে.... নৃত্যের তালে তালে তার বক্ষদ্বয় দুলে উঠছে, পায়ের ওঠানামাতে দৃশ্যমান হয়ে উঠিছে তার কোমল যোনীখাদ, এ যেনো কোন স্বর্গের রুপসী অপ্সরী..... চোখে মুখে তীব্র আবেদন মন্দিরার.....
বাদকেরা সামনে থেকে মন্দিরার নগ্ন নৃত্য দেখে নিজেদের উচ্ছ্বাস সামলাতে পারছে না। মন্দিরার উদ্ধত যৌবনকে নিজের বাহুর মাঝে কল্পনা করে তাদের সবার কামউত্তেজনা জাগ্রত হয়ে গেছে, আর সেটা সামলাতে তারা বারবার ভুল করছে ছন্দে.....
মসৃণ নগ্ন শরীর থেকে আলো ছিটকাচ্ছে মন্দিরার। আলো আঁধারীর মাঝে প্রকট হয়ে উঠছে তার শরীরী উত্তল অবতল বাঁক.... গভীর অংশ, কোনদিকে মন নেই মন্দিরার, কয়েক শত কামুক চক্ষুর সামনে যে ও নিজের নগ্ন শরীর মেলে দিয়ছে সেটা সে মনে রাখতে চাইছে না, নিজের জানা সব কটি মুদ্রায় সে নৃত্য ক্ক্রে চলেছে, যদিও সবাই তার নৃত্যের থেকে তার শরীরের বিশেষ অংশ গুলির দিকে বেশী মনযোগী।
উত্তেজনার বশে শূলপানী মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছে। তীব্র কামনায় তার লিঙ্গ উত্থিত, ইচ্ছা করছে এখনী সবার সম্মুখে সে মন্দিরাকে সদ্ভোগ করে..... বিশালবাহু তার মনের কথা বুঝে হাত ধরে টেনে বসিয়ে দিয়ে নিরস্ত করছে বারংবার।
হঠাৎ উপস্থিত জনতার মাঝে একটা অস্থিরতা দেখা যায়, সবাই নিজের চোখ ডলছে, বাদকেরা বাদ্য থামিয়ে নিজের চোখ ডলতে ব্যাস্ত...... শূলপানী অনুভব করে যে তার চোখ ঝাপসা হয়ে আসছে, কিছুই দেখতে পারছে না সে আর সেই সাথে জ্বালা করছে.... চিৎকার করে ওঠে শূলপাণি, কিন্তু কে শোনে তার কথা, চারিদিকে সবার অবস্থাই একি রকম....... চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়, কয়েকশ অন্ধ মানুষ দৌড়াদৌড়িতে আহত হতে থাকে, শূলপানী আর বিশালবাহুর গলায় কেউ ধারালো অস্ত্র ধরে তাদের উঠিয়ে নিয়ে যায়.......
Deep's story
Posts: 861
Threads: 0
Likes Received: 394 in 327 posts
Likes Given: 1,598
Joined: Feb 2022
Reputation:
15
Posts: 105
Threads: 0
Likes Received: 65 in 43 posts
Likes Given: 253
Joined: Jul 2022
Reputation:
11
(03-11-2025, 06:21 PM)sarkardibyendu Wrote: সম্মুখসমরে মন্দিরা ও শূলপাণি
সেখানে তখনো শূলপানী মেঝেতে পড়ে আছে, মন্দিরা তার কাছে গিয়ে নিজের কোমরের তরবারি বের করে, " তোমার আর বেঁচে থাকার প্রয়জোন নেই শূলপানী...... "
শূলপানী ক্রুড় হাসি হেসে ওঠে, " সেটা করলে নিজের স্বামী আর সন্তানের কোন খোঁজ জীবনেও পাবে না তুমি, তারা একসময় ধিরে ধিরে মারা যাবে...... একমাত্র আমিই জানি তাদের খোঁজ..... হা হা হা। "
মন্দিরা থমকে যায়, শূলপাণিকে হত্যা করা মানে মহারাজ আর সৌরাদিত্যকে হারানো, না এখন একে হত্যা করা যাবে না....... মন্দিরাকে নিরস্ত হতে দেখে শূলপাণি উঠে দাঁড়ায়, নিজের হাতের থেকে তীর একটানে বের করে ক্ষতস্থান চেপে ধরে। তারপর মন্দিরর দিকে তাকিয়ে বলে, " আমার কথামত না চললে মহারাজ আর যুবরাজের জীবন অন্ধকারেই শেষ হয়ে যাবে..... হা হা হা। "
" কি চাও তুমি? " মন্দিরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওর দিকে।
মন্দিরার শরীরে চোখ বুলিয়ে শূলিপানী বলে, " এবার তোমাকে সবার সামনে উলঙ্গ হয়ে নৃত্য পরিবেশন করতে হবে, সবাই দেখবে তোমার শরীর, মহারানী মন্দিরার নগ্ন শরীর, স্তন.... বক্ষ.... যোনী.... হা হা হা হা ....... আর ওই ছলনাময়ী রম্ভাকে সবার সম্মুখে ওর সাথে কামক্রীড়ায় মাতবে আমার ঘনিষ্ঠ দুই পালোয়ান...... বজ্রবাহু আর চক্রবাহু..... বল রাজী? তাহলে আমি জীবন ভিক্ষা দেবো মহারাজের। "
এটা আবার কি হল। যার কাছে গোপন তথ্য থাকে তাকে বন্দী করে অত্যচার করাটাই তো নিয়ম। এতো উলটো হয়ে গেল!
Posts: 745
Threads: 0
Likes Received: 356 in 338 posts
Likes Given: 694
Joined: Jan 2024
Reputation:
10
Posts: 260
Threads: 7
Likes Received: 1,157 in 180 posts
Likes Given: 467
Joined: Jul 2025
Reputation:
447
(04-11-2025, 01:17 AM)IndronathKabiraj Wrote: এটা আবার কি হল। যার কাছে গোপন তথ্য থাকে তাকে বন্দী করে অত্যচার করাটাই তো নিয়ম। এতো উলটো হয়ে গেল!
ব্যপারটা হলো, শূলপাণি গোপন্নস্থানে মহারাজ ও যুবরাজকে লুকিয়েছে সেটা মন্দিরা জানে না, এখন শূলপাণিকে হত্যা করলে বা তার কথার অবাধ্য হলে তাদের জীবন সংশয় হতে পারে, তাই মন্দিরার কাছে তার কথা মেনে নেওয়া ছাড়া এই মূহুর্তে কোন প্পথ খোলা নেই।
Deep's story
Posts: 296
Threads: 3
Likes Received: 357 in 179 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
বেশ ইন্টারেস্টিং বাসন্তী এখন কুত্তাদের সামনে নাচবে ,হা হা
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
Posts: 71
Threads: 0
Likes Received: 124 in 70 posts
Likes Given: 239
Joined: May 2022
Reputation:
18
04-11-2025, 07:39 PM
(This post was last modified: 04-11-2025, 07:42 PM by chitrangada. Edited 4 times in total. Edited 4 times in total.)
(04-11-2025, 11:26 AM)sarkardibyendu Wrote: ব্যপারটা হলো, শূলপাণি গোপন্নস্থানে মহারাজ ও যুবরাজকে লুকিয়েছে সেটা মন্দিরা জানে না, এখন শূলপাণিকে হত্যা করলে বা তার কথার অবাধ্য হলে তাদের জীবন সংশয় হতে পারে, তাই মন্দিরার কাছে তার কথা মেনে নেওয়া ছাড়া এই মূহুর্তে কোন প্পথ খোলা নেই।
এই যুক্তি ইন্দ্রনাথের যুক্তির থেকে দুর্বল।
আহত শূলপাণিকে বন্দী করে দীর্ঘদিন ধরে অত্যাচার করলে, সে সব কথা বলে দিতে বাধ্য। মন্ত্রীদের বুদ্ধি অনেক হলেও অত্যাচার সহ্য করার ক্ষমতা না হওয়াই স্বাভাবিক। একটি একটি করে নখ উপড়ে নিলে, বা একটি চোখ গেলে দিলে, কিংবা একটি হাত কেটে নিলে সে সব গোপন কথা সুড়সুড় করে বলে দিত।
Posts: 1,632
Threads: 1
Likes Received: 1,592 in 1,006 posts
Likes Given: 5,483
Joined: Jan 2019
Reputation:
201
গল্প সুন্দর ভাবে এগিয়ে চলেছে।
লাইক ও রেপু দিলাম।
সাথে আছি।
Posts: 260
Threads: 7
Likes Received: 1,157 in 180 posts
Likes Given: 467
Joined: Jul 2025
Reputation:
447
।। শেষ পর্ব।।
আমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মাঝে চন্দরপুর নগর থেকে দূরে একটা গোপন গুহার আস্তানার বাইরে খুন সন্তর্পণে পা টিপে টিপে এগোচ্ছে চারটি ছায়া মূর্তি। রুপেন্দ্র, রাহু, কেতু আর সুগন্ধা। নগরপালক মৃগদেবের গোপন আস্তানা এটা। এখানেই তারা কেতকীকে তৈরী করছে শেষ বলি হিসাবে। আজ কেতকীকে সমর্পণের পর নরপিশাচের কৃপা লাভ ক্ল্রবে মৃগদেব। আর সেই কৃপায় সে বিপুল ধনসম্পদের অধিকারী হবে। এরপর আর তাকে আটকানো যাবে না। যে কোন মূল্যে কেতকীকে সমর্পণ করা আটকাতে হবে আর সেই সাথে নরপিশাচকেও হত্যা করতে হবে। দীর্ঘ গত কয়েকদিন সব খুঁটিনাটি ভালো করে জেনে আজ ওরা অভিযানে অগ্রসর হয়েছে।
রূপেন্দ্র সহ তিনজনার হাতেই ধারালো তরবারি। সুগন্ধা নিজের ইচ্ছায় এই অভিযানের অংশ হয়েছে। চারিদিকে ঘন গাছপালার মধ্যে অন্ধকারে ওরা অনেক কষ্টে গুহার মুখ খুঁজে পায়। মৃগদেব জানে যে এই গুহা সম্পূর্ণ অজ্ঞাত, কেউ এর খবর জানে না। তাই সেভাবে পাহারা নেই, শুধু দ্বারের কাছে একজন রক্ষী দাঁড়িয়ে হাতে খোলা তরবারি।
রূপেন্দ্রর হাতের খোলা তরবারী অন্ধকারে ঝলসে ওঠে, এক কোপেই ধড় থেকে মুন্ড আলাদা হয়ে যায় ওই প্রহরীর। সামান্য আওয়াজ করার সুযোগটুকুও পায় না সে। ধড়বিহীন দেহ কাটা কলাগাছের মত মাটিতে আছড়ে পড়ে। ওরা চারজনে অন্ধকার গুহার ভিতর প্রবেশ করে এগোতে থাকে। খুব নীচু ছাদ হওয়ায় মাথা নীচু করে হাঁটতে হচ্ছে....... বেশ কিছুটা এগোনোর পর বেশ একটা খোলা জায়গা আসে, সেখানে তাকিয়ে দেখে অনেকটা নীচে একটা বিশাল নীচু স্থান, সেখানে চারিদিকে মশালের আলোয় আলোকিত। একপাশে একটা উঁচু বেদীর উপর বিশাল আকারের ভয়াবহ মূর্তি, সেই মূর্তির চোখ ভাঁটার মত, দাঁত আর জীভ বাইরে বের করা, ছটা হাত তার...... দেখলেই বুক কেঁপে ওঠে। ওরা আফালে লুকিয়ে নীচের দিকে নজর দেয়।
নীচে খুব বেশী লোক নেই, মৃগদেব নীজে উপস্থিত আছে, আর আছে দুজন প্রহরী আর একজন পুরোহীত গোত্রীয় লোক...... মৃগদেব মূর্তির সামনে ধ্যানের মত আসনে বসে ছিলো, এবার সে হাত নাড়াতেই গুহার অন্যপাশ থেকে দুজন মহিলা কেতকীকে ধরে নিয়ে আসে, সারা শরীর একটা কাপড়ে ঢাকা ওর।
মৃগদেব সেদিকে তাকিয়ে বলে, কাপড় সরাও। মহিলা দুজন কেতকীর গা থেকে কাপড় খুলে দেয়। কেতকী ভয়ে কাঁপছে। ও নিজের দুই হাতে উরুসন্ধি আর স্তন ঢেকে দাঁড়ায়।
মৃগদেব উঠে আসে ওর কাছে। কেতকীর হাত সরিয়ে ওর স্তন দেখে তারপর বলে এই উঁচু বেদীতে বসে দুই পা ছড়িয়ে দাও, তুমি কুমারী কিনা সেটা পরীক্ষা করে দেখা হবে। কেতকি তবুও আঁড়িয়ে থাকে, মৃগদেব এবার আর অপেক্ষা না করে নিজেই কেতকীকে দুই হাতে তুলে উঁচু বেদীতে বসিয়ে দিয়ে তার দুই পা দুদিকে ছড়িয়ে দেয়। তারপর যোনীদ্বার ফাঁকা করে ভালো করে পরীক্ষা করে উচ্ছ্বসীত হয়ে ওঠে, " বা :..... এতো নির্ভেজাল কুমারী।"
পুরীহিতের আদেশে ওই মহিলারা দুই কলস জল কেতোকীর মাথায় ঢেলে দেয়, তারপর ওকে ভালো করে স্নান করায়,
স্নান করিয়ে মুছিয়ে ওর গায়ে সুগন্ধী প্রলেপ লাগিয়ে দেয়, ওর যোনী ফাঁকা করে সেখানেও সুগন্ধী লেপন করে, এদিকে পুরোহিত মন্ত্রচ্চারন করে চলেছে, এরপর কেতকীর হাতে পায়ে মাথায় ফুলের মালা দিয়ে ওকে সাজানো হয় কিন্তু কোন বস্ত্র পরিধান করানো হয় না। অনেক সময় ধরে সাজানো সম্পূর্ণ হলে মৃগদেব কেতকীকে বলে,
" এসো কন্যা..... এবার তোমাকে নরপিশাচের কাছে সমর্পণ করার সময় হয়েছে। আজ রাতের জন্য সেই তোমার স্বামী..... সে যেভাবে চায় তোমাকে ভোগ করবে, তারপর তোমাকে মুক্তি দিয়ে সে তোমায় পরম শান্তি দেবএ.....এসো আর দেরী করো না। "
কেতকী জানে যে কি হতে চলেছে, তার জীবন যে এখানে আজ শেষ সেটা সে বুঝতে পারছে...... সে একপাও এগোচ্ছে না। মৃগদেব চোখ রাঙিয়ে তাকে গেনে হিচড়ে সেই মূর্তির সামনে নিয়ে শুইয়ে দেয়। দুই হাত আর পা ছড়ানো।
রাহু ফিসফিস করে বলে, " নরপিশাচ ভোগ করা নারী গ্রহন করে না, তার আগে যদি কেতকীকে কেউ ভোগ করে ফেলে মানে তার কুমারীত্ব হরণ করে তাহলে কেতকী কে সে গ্রহন করবে না..... "
রূপেন্দ্র অবাক চোখে তাকায়, " কিন্তু এখন আর সেটা সম্ভব না, নরপিশাচের আসার সময় হয়ে গেছে। "
সুগন্ধা বলে, " হ্যাঁ, তবুও একবার চেষ্টা করা যেতেই পারে, তুমি যদি কেতকীর কুমারীত্ব হরণ করতে পারো তাহলে সে বেঁচে যাবে। "
এদিকে কেতকীকে সেখানে শুইয়ে রেখে মৃগদেব তার সাথীদের নিয়ে গুহার অন্যপ্রান্তে অপেক্ষা করে। কেতকি ভয়ে একেবারে নিশ্চল হয়ে শুয়ে আছে, তার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিন্তু কিছুই করার নেই।
একটু পরেই দূরে গর্জন শোনা যায়, কেউ খুব গম্ভীর গলায় গর্জন ক্ল্রতে করতে এগিয়ে আসেছে।
" ওই আসছে নরপিশাচ, একটা কথা বলে দি, নরপিশাচের লিঙ্গেই লুকিয়ে আছে ওর পৌরুষত্ত, সেটাকে ছেদ করলে ও এমনি মারা যাবে কিন্তু উত্তেজিত না হলে ওর বিশাল লিঙ্গ ঘন লোমের আড়ালে ঢাকা পড়ে থাকে..... একমাত্র চরম উত্তেজনার সময়তেই ওকে হত্যা করত হবে।
গুহার খোলাদ্বারে মুখে আবির্ভূত হয় নরপিশাচ, মানুষ না বানর সেটা বোঝা দায়। বিশাল চেহারা, দেহ ঘন কালো লোমে ঢাকা, অনেকটা বানরের মত হলেও মানুষের মত ঠোট নাক চোখ , মানুষের মতই দুই পায়ে হাটে, কথা বলে...... চেহারাতে কোন মানুষের প্রায় দ্বিগুন, হাতগুলো এতো বিশাল এ একহাতে কোন মানুষকে চেপে মেরে ফেলতে পারে.....বেদীর দিকে তাকিয়ে হেসে ওঠে নরপিশাচ, তার লোভাতুর চোখ কেতকীর নগ্ন শরীরকে ভালো করে দেখে, তারপর আরো এগিয়ে যায় ওর দিকে। মৃগদেব সহ তার সঙ্গীসাথীরা অনেক দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে। আর কিছুক্ষনের মধ্যেই কেতকীকে ভোগ করার প্র মৃগদেব নরপিশাচের অনুগ্রহ লাভ করবে আর অধিকারী হবে বিশাল সম্পদের। সেই আশায় তার হৃদয় প্রফুল্ল হয়ে আছে। সে ব্যাকুল ভাবে নরপিশাচের কামক্রীড়া দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে।
নগ্ন নারী দেখেই উত্তেজনায় নরপিশাচের লিঙ্গ কঠিন হয়ে ঘন লোমের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে, সে কি বিশাল লিঙ্গ.... ঘন কালো বর্ণ, মাথায় টকটকে লাল, এই লিঙ্গ কেতকীর যোনীতে কিভাবে প্রবেশ করবে? রূপেন্দ্র ভেবে পায় না...। এতো সাধারণ মানুষ না, সাক্ষাৎ মৃত্যুদূত।
নরপিশাচের চেহারা দেখেই চিৎকার করে ওঠে কেতকী। ওর পায়ের দিক থেকে এগিয়ে আসছে নরপিশাচ, তার কঠিন ভয়ালদর্শণ পুরুষাঙ্গ যেনো মুগুরের মত, কেতকীর পায়ে কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ওর দুই পা তুলে যোনীর কাছে চোখ নামিয়ে আনে...... শুদ্ধ কুমারী যোনী দেখে উল্লাশে গর্জন করে ওঠে, তারপর নিজের লকলকে জীভ বের করে কেতকীর যোনী লেহন করা শুরু করে, এদিকে কেতকী ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে কিন্তু নরপিশাচের হাত ওর দুই পা শক্ত করে ধরে আছে....
কেতকীর মনে হচ্ছে ওর যোনী থেকে সব রস শুষে নিচ্ছে নরিপিশাচ..... নরিপিশাচ কুমারী যোনীর ভক্ত, সে মহানন্দে কেতকীর কুমারী যোনীরস পান করছে..... আর ক্ষণে ক্ষণে তার লিঙ্গ আরো বিশালাকার ধারণ করছে, সে নিজেকে প্রস্তুত করছে কেতকীর কুমারী যোনীতে প্রবেশের জন্য।
রূপেন্দ্র নিজের তরবারি শক্ত হাতে চেপে বলে, " আমি এগোলাম, তোমরা সব দিক খেয়াল রেখো। "
মাথা নাড়ে রাহু আর কেতু। রূপেন্দ্র পাথরের দেওয়াল বেয়ে খুব সন্তর্পণে নীচে নেমে যেতে থাকে.... যতটা পারে নিজেকে আড়াল করে রাখে ও।
এদিকে নরিপিশাচ পূর্ণ উত্তেজনায় কেতকীর যোনী ভেদ করতে উদ্যত হয়, তার বিশালাকার লিঙ্গ উত্তেজনায় কাঁপছে, আর কেতকী ভয়ে নীল হয়ে গেছে..... ওর দুই চোখ বিস্ফারিত.... হাতে পায়ে আর জোর পাচ্ছে না।
মুখ দিয়ে বিশাল চিৎকার করে কেতকীর যোনীতে প্রবেশ করতে যাবে নরপিশাচ ঠিক তখনি রূপেন্দ্রর খোলা তলয়ার ঝলসে ওঠে..... এক কোপে নেমে যায় নরপিশাচের লীঙ্গ...... তীব্র বেগে ছিটকে বেরোনো রক্ত কেতকীর সারা শরীর ভিজয়ে দেয়, একটা আর্ত চিৎকার করে সেখানেই পড়ে যায় নরপিশাচ..... একটু কেঁপে স্থির হয়ে যায় তার বিশাল দেহ।
নিজের সফলতার এতো কাছে এস এই বিফলতা মেনে নিতে পারে না মৃগদেব। সে অস্ত্র হাতে ছুটে আসে রূপেন্দরর দিকে। কিন্তু ওদের চারজনের সম্মিলিত লোড়াইয়ে হার মানে তারা, মৃগদেবের নিথর দেহ সেখানে ফেলে রেখে রূপেন্দ্র বলে, " এবার সেই সম্পদের ভান্ডারের সন্ধান পেতে হবে আমাদের। "
কেতু হেসে ওঠে, " আমরা সেই হদিস অনেকদিন থেকেই জানি, শুধু উদ্ধার করতে পারবো না বলে কাউকে জানাই নি..... এই গুহার পিছনেই প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ, তার রাজসিংহাসন এখনো অটুট। আর সেই সিংহাসনের নীচে একটা গোপন সুড়ঙ্গে লুকানো আছে সব সম্পদ।
সুগন্ধা কেতকীর শরীর থেকে রক্ত মুছে ওকে কাপড়ে জড়িয়ে দেয়। তারপর সবাই মিলে সেই প্রাচীন রাজপ্রাসাদে এসে উপসস্থিত হয়। প্রায় ভাঙা রাজপ্রাসাদে এখনো বিশাল রাজসিংহাসন একি ভাবে আছে, সেটা সরাতেই নীচে সুড়ঙ্গের মুখ দেখা যায়..... সেখানে থরে থরে সাজানো রাশি রাশি ধন রত্ন।
সব ধন রত্ন দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেয় রূপেন্দ্র। তারপর বলে, " আমার কাজ শেষ, এবার বিদায় নেওয়ার পালা...... আপনাদের মধ্যেই কাউকে আমি এই রাজ্যের রাজা ঘোষনা করে দিতে চাই, যে আপনাদের উন্নতি চায়..... আর তিনি হলেন..... "
সামনে জনতার বিশাল ভিড়ের র দিকে হাত বাড়ায় রূপেন্দ্র। ভীড় ঠেলে এগিয়ে আসে রুদ্রনাথ, রাহু কেতু আর রূপেন্দ্র অনেক খুঁজে তাকে আবার ফিরিয়ে এনেছে এই নগরে, সবাই আনন্দে চিৎকার করে ওঠে। রুদ্রনাথের হাতে রাজ্যের ভার দিয়ে রূপেন্দ্র বলে এবার আমাকে ফিরে যেতে হবে, জানি না কিভাবে যাবো, তবে পক্ষীরাজ থাকলে ভালো হতো....।
রূপেন্দ্রর কথা শেষ হওয়ার কিছু সময় পরেই আকাশ থেকে নেমে আসে পক্ষীরাজ। অবাক হয়ে যায় রূপেন্দ্র।
পক্ষীরাজ তাকে বলে, " আপনি আমাকে স্মরণ করবেন আর আমি আসবো না এটা কি হয়? আসুন আমি আপনাকে বিচিত্রপুরে পৌছে দিচ্ছি। "
পুস্পা, সুগন্ধার চোখে জল, ওরা এসে রূপেন্দ্রর কাছে কেঁদে পড়ে.... ওদের সান্তনা দিয়ে রূপেন্দ্র বলে, " এই রাজত থেকে একটা জিনিস আমি নিয়ে যেতে চাই, আর সেটা হলো কেতকী...... একসময় আমি রাজকুমারী মেঘনার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার উদ্দেশ্যে এই অভিজানে নামি, কিন্তু এতোদিন পর বুঝেছি যে কেতকীকে আমি ভালোবেসে ফেলেছি, তাই বাকি জীবন তাকে নিয়েই কাটাতে চাই। "
কেতকী ভিড়ের মধ্য দাঁড়িয়ে ছিলো, লাজুক মুখে সে এগিয়ে আসে, রূপেন্দ্র তার হাত ধরে পক্ষীরাজের পিঠে বসে, সবার কাছ থেকে বিদায় নেয়। উড়ে যায় পক্ষীরাজ চন্দ্রপুর ছেড়ে।
পথে সুবর্ণ নগরীতে নামে তারা, সেখানে এখন সব কিছু স্বাভাবিক। তিন রাজকুমারী সুখে শান্তিতে রাজ্য চালাচ্ছে। নতুন রূপে রূপেন্দ্রকে দেখে অবাক হয়ে যায় তারা। সব কিছু শোনার পর রূপেন্দ্রকে সাদরে অভ্য্র্থনা জানিয়ে তার হাতে ওষধির পাত্র তুলে দেয় সুনেত্রা, চিত্রা আর মিত্রা...... আর অশনী বুড়ি। আবার রওনা দেয় পক্ষীরাজ। উড়ে চলে বিচিত্রপুরের দিকে।
রম্ভার জড়িবুটি ওষধীর ধোঁয়ার কারণে সাময়িক ভাবে সবাই অন্ধ হয়ে গেছিলো। সেই ফাঁকে রম্ভা মন্দিরার কাছে এসে উপস্থিত হয়। তার হাত ধরে কেঁদে ফেলে রম্ভা, " মহারাণী, এদের কথা শুনে আর লাভ নেই, বিশ্বাস ঘাতক শূলপানী আর বিশালবাহূ মহারাজ আর সৌরাদিত্যকে বিরাট লোহার বাক্সে বন্দী করে সরবরের জলে ফেলে দিয়েছে, তাদের মৃত্যু আসন্ন...... তারা আমাদেরও হত্যা করবে, তাই চলুন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। "
মন্দিরার চোখে আগুন জ্বলে ওঠে, " না রম্ভা, এদেরকে শেষ না করে আমি যাবো না...... "
" কিন্তু মহারাজ? " রম্ভা ধরা গলায় বলে।
চোখ ভিজে আসে মন্দিরার, " তাকে বাঁচানোর কোন উপায় তো নজরে আসছে না, "
" মহারানী, প্রতিশোধ আমরা পরেও নিতে পারবো, আগে মহারাজ ও যুবরাজের প্রাণ বাঁচানো প্রয়োজন। "
রম্ভার কথায় মন্দিরার ঘোর কাটে। প্রতিশোধের আগে তাদের জীবন বাঁচানো দরকার। বস্ত্র পরিধান করে রম্ভার হাত ধরে সেখান থেকে পালাতে উদ্যত হয় মন্দিরা। চারিদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন ধীরে ধীরে সবার দৃষ্টি আবার ফিরে আসছে। আর অপেক্ষা করলে আবার ধরা পড়ে যেতে হবে।
চারিদিকে ছন্নছাড়া ভিড়ের মধ্যে দিয়ে ফাঁক গলে বেরতে যায় ওরা দুজনে। কিন্তু একটু এগোতেই একটা হাত সাঁড়াসির মত মন্দিরার হাত চেপে ধরে। বিশালবাহু!..... সভয়ে তাকায় মন্দিরা, কিন্তু সাথে সাথেই ওর মহারাজের কথা মনে পড়তেই রাগ মাথায় চেপে বসে, নিজের হাত ছাড়িয়ে বিশালবাহুকে আঘাত করতে উদ্যিত হয়, কিন্তু ব্যার্থ হয়...... চারিদিক থেকে সেনারা ঘিরে ফেলে ওদের, দুজনকে বন্দী করে প্রাঙ্গনের মাঝে বসিয়ে দেয়।
শূলপাণির বিভৎস চীৎকারে ছত্রভঙ্গ জনতা শান্ত হয়ে যায়, এগিয়ে আসে শূলপানী, " রম্ভা আর মন্দিরা...... তোমাদের আর বাঁচিয়ে রাখা মানেই আমার বিপদ, তাই এই মূহূর্তে তোমাদের মুন্ডচ্ছেদ করার আদেশ দিচ্ছি। "
শূলপাণির আদেশে এগিয়ে আসে জল্লাদ। তার হাতে বিরাট তরবারি, মন্দিরা আর রম্ভা হাঁটু গেড়ে মাথা নীচু করে বসে আছে। জল্লাদ তার তরবারি প্রথমে রম্ভার গলা লক্ষ্য করে ওঠায়, সাথে সাথে আকাশ থেকে উড়ে আসে তীর, জল্লাদের গলায় ঢুকে যায়, সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে পক্ষীরাজের পীঠে এক সুপুরুষ যোদ্ধা আর এক সুন্দরী নারী। রূপেন্দ্রর তীরের আঘাতে একে একে সেনারা লুটিয়ে পড়তে থাকে..... এবার নীচে নেমে আসে রূপেন্দ্র,। নিজের সেনাদের এই অবস্রগা দেখে বিশালবাহু আর শূলপাণি খোলা তরবারি হাতে এগিয়ে আসে হুঙ্কার দিয়ে। শুরু হয় রূপেন্দ্র বনাম শূলিপানী আর মন্দিরা বনাম বিশালবাহুর লড়াই। সোনালি মাছের কৃপায় মন্দিরা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে..... অল্প সময়ের মধ্যেই তার তরবারি বিশালবাহুর হৃৎপিন্ড উপড়ে নেয়, আর রূপেন্দ্রর তরবারির আঘাতে ছিন্ন হয় শূলপাণির মুন্ড।
রক্তমাখা তরবারি রম্ভার পায়ের কাছে রেখে তার পায়ে লুটিয়ে পড়ে রূপেন্দ্র। রম্ভা অবাক হয়ে যায়, কে এই সুদর্শন পুরুষ? তার পায়ের কাছে? সে একটু সরে গিয়ে বলে, " কে আপনি? আমাদের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হলেন? "
রূপেন্দ্র একটু হেসে বলে, " আমি রূপেন্দ্র মা, ....... বাকি কথা পরে গৃহে ফিরে বলবো, সে অনেক বড় কাহিনী। "
রম্ভার চোখে জল চলে আসে, কদাকার রূপেন্দ্র আজ এতো সুপুরুষ? সে চোখের জল মুছে মন্দিরার হাত রূপেন্দ্রর হাতে ধরিয়ে বলে, " রাণীমা, এই তোমার জ্যোষ্ঠ পুত্র..... "
রূপেন্দ্র অবাক বিস্ময়ে তাকায় একবার রানীর দিকে আর একবার রম্ভার দিকে, " জ্যোষ্ঠ পুত্র মানে? আমি তোমার ছেলে নই? "
" সে অনেক কথা বাবা, সব বলবো, তুই আগে তোর পিতা আর ভ্রাতাকে বাঁচা..... এই দুষ্ট শূলপানী তাদের বাক্সবন্দী করে সরবরের জলে ফেলে দিয়েছে। দেরী হলে তারা মারা যাবে যে।
" অবশ্যই মা, আমি এখনী তাদের উদ্ধার করতে যাচ্ছি। "
মহারাজ আর সৌরাদিত্য উদ্ধার পায়। সোনালি মাছকে পক্ষীরাজের পিঠে চেপে সমুদ্রে ছেড়ে দিয়ে আসে রূপেন্দ্র। মাছ অনেক অনেক আশীর্বাদ করে ওদের। ঔষধ খেয়ে মহারাজ সুস্থ হয়ে রূপেন্দ্রকে রাজ্যের পরবর্তী রাজা ঘোষণা করে। আর রাজা হওয়ার আগে রূপেন্দ্র বিবাহ করে কেতকীকে। সেই উপলক্ষে সারা রাজ্যে অনুষ্ঠানের আয়োজন করেন মহারাজ। সারা রাজ্যের লোক সাতদিন ধরে নিমন্ত্রন খায়। সবার আসগীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করে কেতকী আর রূপেন্দ্র।
আবার এক জ্যোৎস্নাস্নাত রাতে প্রথম একসাথে হয় কেতকী আর রূপেন্দ্র। রূপেন্দ্রর বাসর ঘর বিশাল জানালা দিয়ে আগত চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। হলুদ পোষাকে সজ্জিত কেতকী লাজুক ভাবে রূপেন্দ্রর সামনে বসে আছে। প্রথম পুরুষের স্পর্শের আকাঙ্খায় তার হৃদস্পন্দন বেড়ে গেছে। শরীর ভারী হয়ে আসছে।
রূপেন্দ্র ওগিয়ে এসে ওর কপালে চুম্বন করে। গায়ে কাঁটা দিয়ে ওঠে কেতকীর। ঠোঁট কাঁপে উত্তেজনায়। রূপেন্দ্রর হাত ওর পিঠের খোলা অংশে। কেতকীর ভেজা ঠোঁটে ঠোঁট রেখে তার উর্ধাঙ্গের বস্ত্র খুলে দূরে সরিয়ে দেয় রূপেন্দ্র। ঠোঁট থেকে গলা বেয়ে রূপেন্দ্রর কামুক ঠোট নেমে আসে ওর মাঝারী গোল স্তনে...... আদরের আতিশয্যে চোখ বন্ধ করে দেয় কেতকী, র্যপেন্দ্রর লালায় ভিজে ওঠে স্তনবৃন্ত, তিরতির করে কাঁপে সেগুলো.... নিজের বুকের মাঝে সজোরে রূপেন্দ্রর মাথা চেপে ধরে কেতকী.... মুখ দিয়ে বেরিয় আসে সামান্য শীৎকার।
শুয়ে পড়ে দুজনে। পাগলের মত একে অপরকে আদরে ভরিয়ে দিতে থাকে। ক্রমশ উধাউ হয় কেতকীর নিম্নাঙ্গের বস্ত্র, লাজলজ্জার মাথা খেয়ে সে নিজের উরুসন্ধিতে ঠেসে ধরে রূপেন্দ্রকে। নির্লোম ভেজা যোনীদ্বারে মুখ রাখতেই এক অপূর্ব আবেশে ভরে ওঠে কেতকী, প্রতিটা রোমকূপ জেগে ওঠে ওর, শ্বাস হয় ঘন...... রূপেন্দ্রর ঠোঁট আর জীভ ওর ভগাঙ্কুর লেহন করে চলেছে,
জীবনে প্রথম কোন পুরুষের গোপন দণ্ডে হাত রাখে ও। গরম লৌহকঠীন দন্ড....... নারীর তৃপ্তির চাবিকাঠী, নিজের যোনীখাদে সেই বিশাল লিঙ্গের অবাধ প্রবেশ একটা যংরনার মাঝেও চরম সুখ এনে দেয়। কেতকী নির্বাক হয়ে চোখ বুজে নিজের দুই অয়া প্রসারিত করে প্রতি ধাক্কার সাথা সাথে একটা সীমাগীন তৃপ্তি লাভ করছে...... ওর যোনীতে যে এতো রস মজুত ছিলো সেটা ওর নিজেরই ধারনার বাইরে ছিলো, পিচ্ছিল ভেজা রসালো যোনীর ভিতরে রূপেন্দ্রর লিঙ্গের অবাধ যাতায়াতের হালকা মিস্টি শব্দে রাতে নিস্তব্ধতাও যেনো খানখান হয়ে যাচ্ছে.....
কেতকীর দাঁতে দাঁত চেপে হালকা স্বরে নির্গত শীৎকার ধ্বনিত হচ্ছে কক্ষের কোনায় কোনায়।
দুটি কামে আপ্লুত নগ্ন শরীর পরস্পরকে জড়িয়ে শেষবিন্দু পর্যন্ত উজাড় করে দিচ্ছে। তখন প্রাসাদের এক গোপন কক্ষে সব হারানোর বেদনা বুকে নিয়ে হতাস সৌরাদিত্য একাকী বসে আছে।
" সমাপ্ত "
Deep's story
Posts: 296
Threads: 3
Likes Received: 357 in 179 posts
Likes Given: 224
Joined: Jul 2025
Reputation:
48
গল্পটা রূপকথার মতই শেষ করলেন ।আশা ছিলো আরো বড় হবে , রুপেন্দ্রর রূপকথা । কিন্তু দুঃখ বিশেষ নেই । প্রতিটা পর্ব পড়েই বেশ আনন্দ পেয়েছি ।ঠিক যেমন আনন্দ রূপকথার গল্প পড়ে পাওয়া উচিৎ , বড়দের রূপকথা ।
কিছু প্রশ্নের উত্তর নেই,
তবু প্রশ্নগুলো বেঁচে থাকে,
ঠিক আমার মতো —
অর্ধেক জেগে, অর্ধেক নিঃশব্দ।
Posts: 197
Threads: 1
Likes Received: 84 in 72 posts
Likes Given: 170
Joined: Sep 2024
Reputation:
7
ভালো ছিল
ধন্যবাদ
পুরোটা শেষ করার জন্য বাকিদের মত ঝুলিয়ে বা ডিলিট করে না যাওয়ার জন্য।
Posts: 260
Threads: 7
Likes Received: 1,157 in 180 posts
Likes Given: 467
Joined: Jul 2025
Reputation:
447
(06-11-2025, 01:27 PM)gungchill Wrote: গল্পটা রূপকথার মতই শেষ করলেন ।আশা ছিলো আরো বড় হবে , রুপেন্দ্রর রূপকথা । কিন্তু দুঃখ বিশেষ নেই । প্রতিটা পর্ব পড়েই বেশ আনন্দ পেয়েছি ।ঠিক যেমন আনন্দ রূপকথার গল্প পড়ে পাওয়া উচিৎ , বড়দের রূপকথা ।
অনেক ধন্যবাদ পুরো গল্পে সাথে থাকার জন্য....।
Deep's story
Posts: 260
Threads: 7
Likes Received: 1,157 in 180 posts
Likes Given: 467
Joined: Jul 2025
Reputation:
447
(06-11-2025, 01:33 PM)রাত জাগা পাখি Wrote: ভালো ছিল
ধন্যবাদ
পুরোটা শেষ করার জন্য বাকিদের মত ঝুলিয়ে বা ডিলিট করে না যাওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ.....।
Deep's story
Posts: 745
Threads: 0
Likes Received: 356 in 338 posts
Likes Given: 694
Joined: Jan 2024
Reputation:
10
Posts: 260
Threads: 7
Likes Received: 1,157 in 180 posts
Likes Given: 467
Joined: Jul 2025
Reputation:
447
(06-11-2025, 05:03 PM)Saj890 Wrote: Outstanding
ধন্যবাদ, পুরো গল্পে পাশে থাকার জন্য।
Deep's story
Posts: 293
Threads: 0
Likes Received: 202 in 179 posts
Likes Given: 166
Joined: Dec 2021
Reputation:
0
Posts: 1,632
Threads: 1
Likes Received: 1,592 in 1,006 posts
Likes Given: 5,483
Joined: Jan 2019
Reputation:
201
সুন্দর গল্পটি শেষ করার জন্য ধন্যবাদ।
লাইক ও রেপু দিলাম।
সম্ভব হলে একবার পড়ে দেখবেন ও বানান গুলো ঠিক করবেন। কারণ আরও অনেকেই গল্পটি পড়বেন।
অনেক ধন্যবাদ।
Posts: 71
Threads: 0
Likes Received: 124 in 70 posts
Likes Given: 239
Joined: May 2022
Reputation:
18
বড় তড়িঘড়ি সমাপ্তি। তবে ভীষণই তৃপ্তিদায়ক।
Posts: 569
Threads: 29
Likes Received: 573 in 320 posts
Likes Given: 413
Joined: Jun 2022
Reputation:
52
রূপকথা রূপকথার মতো করে শেষ হয়ে গেল,
আসা করছি আরো পাবো এমন রূপকথার গল্প।
===========================
পড়তে থাকুন চটি গল্প এ-র পাশা-পাশি ভিন্ন ধরনের গল্প ✒।
Keep reading chatty stories as well as different types of stories✒.
( Post By- Kam Pagol)
Posts: 23
Threads: 0
Likes Received: 19 in 15 posts
Likes Given: 104
Joined: Apr 2024
Reputation:
0
এতো বড় গল্পের শেষটা হলো ছোটগল্পের মতো। ধন্যবাদ সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
|