10-05-2025, 03:20 AM
|
Misc. Erotica তার ছিঁড়ে গেছে কবে
|
|
10-05-2025, 03:20 AM
10-05-2025, 03:28 AM
(This post was last modified: 10-05-2025, 03:28 AM by পোস্ট বক্স. Edited 1 time in total. Edited 1 time in total.)
আর একটা পার্ট নাহয় দিতেন
এই গল্পটা পড়ার জন্য এই টাইম পর্যন্ত জেগে থাকি জানেন আমি ছোট বেলা থেকেই বই পড়তে ভালোবাসি সেই খাতিরেই আমি হুমায়ন আহমেদ স্যারের একজন অসম্ভব রকমের ভক্ত। তার কোন নতুন বই বের হলে এক বসাই শেষ করে উঠতাম। আপনার গল্পটা আমার সেই নেশার কথা মনে করে দিচ্ছে। আপনার লেখার হাত অসাধারণ। আশা করি আমার এই অভ্যাস টা আপনার মাধ্যমে আবার ফিরে আসবে প্রতিনিয়ত।
10-05-2025, 03:39 AM
অতীব সুন্দর... শব্দাতীত... চালিয়ে যাও।
10-05-2025, 09:39 AM
Very nice
10-05-2025, 11:27 AM
ABAR BOLI-- ASADHARON.
10-05-2025, 11:52 AM
বাক্যহারা জাস্ট বাক্যহারা। জীবনে কোনদিন ভুলেও কল্পনা করিনি যে একটা এডাল্ট ফোরামে কোনো সেক্স স্টোরি পড়তে পড়তে চোখের জলে ভাসব।
সাধারণত এই ফোরামের গল্প আমাদের পাঠক/পাঠিকাদের শরীর অশান্ত করার কাজ করে। কিন্তু এই প্রথম এই ফোরামে এমন একটা গল্প পড়লাম যা আমাদের মন শান্ত করার কাজ করলো।
চালিয়ে যাও ছোটন, লেখা থামিয়ো না। তোমার লেখা আরো অনেক নতুন নতুন গল্প পড়তে চাই।
11-05-2025, 12:44 AM
(10-05-2025, 11:52 AM)prshma Wrote:Sotti tai 1ta adult forum a amon 1 ta story bhaba jay na.
12-05-2025, 12:21 AM
সম্পূর্ণ গল্পটি পড়লাম। পড়ে প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলেছি। আরো অনেক গল্প লিখুন এবং তাহলে আমরাও পড়ার সুযোগ পাবো।
12-05-2025, 12:33 AM
D:)
13-05-2025, 01:06 AM
Update please
13-05-2025, 01:54 AM
আপডেট দিন দাদা
13-05-2025, 04:56 PM
ছোটন তুমি কোথায় হারিয়ে গেলে ? তাড়াতাড়ি পরবর্তী আপডেট দাও। কুট্টি, মুট্টি, ইশিতা আর গুঞ্জার কি হল জানতে যে আর তর সইছে না।
13-05-2025, 05:47 PM
দূর্ভাগ্য আমাদের ইনিও হারিয়ে গেলেন।
14-05-2025, 03:21 AM
(13-05-2025, 04:56 PM)prshma Wrote: কম্পিউটারটা দেহ রেখেছে, একেবারে। হার্ডডিস্ক জ্বলে গেছে। ফলে বহু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে গত মাস পাঁচেক ধরে যে গল্পটার খসড়া তৈরি করে লিখতে শুরু করেছিলাম, সেটা প্রায় পুরোটাই গত হয়েছে। আর এই মুহূর্তে একটা নতুন কম্পিউটার কেনা বা পার্টস কিনে অ্যাসেম্বল করার মতো ট্যাঁকের জোর নেই। প্লট-থিম যা-ই বলুন, সেই গল্পটার সবটাই মাথায় রয়েছে, কিন্তু নতুন করে হাজার তিরিশ শব্দ আবার লিখে গল্পের ধরতাইতে আসা বেশ চাপের। ভেবেছিলাম, আর লিখব না। এমনিই র’ সেক্সের বর্ণনা আমি বিশেষ দিতে পারি না। তার উপর লেখায় অনেক বেশি চারপাশের বাস্তব ঘটনাগুলো বা নিজের নানা পড়া-জানা ঘটনার প্রভাব পড়ে। ফলে আপনারা কয়েকজন আমাকে প্রশংসায় ভরিয়ে দিলেও আমি নিজে জানি, লেখাটা মোটেই জমেনি বা জমছে না। ‘ভীতুর ডিম’ অল্প লোকেরই ভাল লেগেছে। এটারও তাই। খুব বেশি লোক পছন্দও করেন না এই ধরনের ফোরামে ওই রকম লেখা। কিন্তু আপনি এবং আপনার মতো কয়েক জনের প্রশংসার পাশাপাশি ফের লেখার নির্দেশ বা আদেশ যা-ই বলুন, সেটা না মেনে চলা আমার পক্ষে কঠিন। ‘তার ছিঁড়ে গেছে কবে’ এমনিই প্রায় শেষ। একটা দুঃখ, প্রথম থেকে আমাকে প্রশংসা করা ‘প্রিয়া’দেবী নিরুদ্দেশ!!! জানি না, আপনার সঙ্গে যেমন হয়েছিল, তেমনই কিছু ঘটেছে নাকি ফোরামের কোনও নীতিতে তিনি আটকে গেছেন বা সময় করতে পারছেন না। এখন মন পড়ে হারানো লেখাটায়। আজ একটি বিশেষ ঘটনা গল্পটা শুরু করার জন্য ভিতর থেকেই তাগাদা দিয়েছে। ফলে একটু দেরি হলেও নতুন গল্পটা দিন কয়েক পর থেকে দিতে শুরু করব। এটুকু বলতে পারি, রুদ্রর ছায়া এতেও থাকবে। থাকবে আরও অনেক কিছু। যদিও সেটা কবে থেকে ফোরামে দিতে পারব, জানি না। আগাম ক্ষমাপ্রার্থী।
14-05-2025, 03:31 AM
আগের পর্বটা পুরোটা দেওয়া হয় নি। আজ ওই পর্বটার বাকিটা দিলাম। পরের পর্ব কাল রাতে দিতে চেষ্টা করব।
সে দিন রাতে কেউ আর বিশেষ কিছু খেল না। সবাই মিলে চা আর বিস্কুট আর কয়েকটা মিষ্টি খেল। তার পর কুট্টি-মুট্টিকে জোর করেই শুতে পাঠাল জয়তী এবং সুভদ্রা। ঈশিতা অবাক হয়ে দেখল, মামন আর পিসির কোলে মাথা রেখে বেশ কিছুক্ষণ শুয়ে গুডনাইট বলে চলে গেল। ঈশিতা যে ওখানে আছে, সেটা যেন দেখলই না! ওরা চলে গেলে জয়তী একটা কথাই বলল, ‘‘বড় কঠিন পাহাড়, ভাঙবে কি না জানি না। তবু দেখতে হবে।’’ দুচোখে জল নিয়ে ঈশিতার মনে পড়ল, সৌমাভর মনে অভিমানের পাহাড় টের পেয়েও তা ভাঙার চেষ্টা মন থেকে ও কোনওদিনই করেনি। কিন্তু এই দুটো পাহাড় ওকে যে করেই হোক ভাঙতে হবে। না হলে আবার নিজের কাছে নিজে তো হারবেই, প্রমাণ হয়ে যাবে, সেদিনের পর থেকে ওর দিকে তোলা সকলের সবক’টা অভিযোগই সত্যি। অর্থাৎ ও সৌমাভকে প্রথম থেকে ঠকিয়েছে শুধু রাহুলের সঙ্গে শোবে বলে এবং ওই রকম ভয়ঙ্কর শরীরি উৎসবে মেতে উঠবে বলেই। এবং ওর শরীরের খিদে এতটাই যে, সংসার-স্বামী-সন্তান সব হারানোর পরেও চল্লিশের দোড়গোড়ায় দাঁড়িয়েও নতুন করে অন্য একটা অপরিচিত লোকের সঙ্গে বিছানায় যাওয়ার কথা ভাবতেও ওর অসুবিধা হয়নি। আর পাঁচটা কামুক, ব্যাভিচারী, দেহসর্বস্ব মেয়ের সঙ্গে ওর কোনও ফারাকই থাকবে না। বড়জোর চাকরি, শিক্ষার দৌলতে ও নিজের তো বটেই চেনাজানা সকলের কাছেই পরিচিত হবে একটা শিক্ষিত হাইফাই বেশ্যা হিসেবে! যার ‘ক্লায়েন্ট’রা সমাজের তথাকথিত নিচু শ্রেনীর নয়, একটু উঁচু শ্রেনীর। তবে বেশ্যা পরিচয়ই সেঁটে যাবে সরাবরের মতো। নিজের ভিতরেই যেন কেঁপে উঠল ঈশিতা! রাতের দিকে ঈশিতার হাত ধরে জয়তী বারান্দায় টেনে বসিয়ে অনেকক্ষণ গল্প করল। অনেক পরামর্শ দিল। মাঝেমাঝে সুভদ্রাও কয়েকটা কথা বলল, যা বারবার ঈশিতাকে কাঁদাল। কুট্টি-মুট্টির প্রথম হাঁটা, প্রথম কথা বলা, মা মা বলে ডাকা, পায়ে পায়ে বড় হওয়া, দুরন্তপনা, আদর-আব্দার, পড়তে বসে বা দুষ্টুমি করার জন্য সুভদ্রার হাতে মারধর খাওয়া— টুকরো টুকরো বহু ঘটনার ঝাঁপি খুলে বসল সুভদ্রা। মাঝেমাঝে ওকে ‘ওটা বল’, সেই যে সেটা, বল বল’ বলে মনে করিয়ে দিল জয়তী। আদো বুলিও না ফোটা দুটো কাদার তাল আজ কি করে ১৮ বছর বয়সে গানে-কবিতায়-ছবিতে হাজারখানেক লোককে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো জায়গায় এসেছে, মা হিসেবে তার ছিঁটেফোঁটাও দেখার সুযোগ হয়নি ঈশিতার। গর্ভে ধারণ না করলেও ওদের এই বেড়ে ওঠার পর্বটা সবটাই সুভদ্রার কোলেপিঠে। জয়তীও অনেক কিছুর সাক্ষী। শুধু তার মধ্যে কোথাও ঈশিতার নামগন্ধ নেই। একটা মায়ের কাছে এরচেয়ে বড় মানসিক যন্ত্রণার কিছু হয় না। এবং সবটাই যে ওর নিজেরই দোষে, ঈশিতার চেয়ে ভাল কেউ জানে না। ও ফুঁপিয়ে কেঁদে উঠলেও তাকে পাত্তাই দিল না জয়তী। বলল, ‘‘তোর সঙ্গে যদি সৌমাভদার কলকাতায় ফেরার পর থেকে ওই রকম দূরত্ব তুই নিজে তৈরি না করতিস, শারিরীক এবং মানসিক ভাবে তুই আন্দামানের মতো জায়গায় নিজেকে রাখতে পারতিস, সৌমাভদার বুকে লেপ্টে থাকতে পারতিস, অন্তত ছেলেমেয়ে হওয়ার পরেও, এমনকী ঠিক করে কথা বলতিস, তার শরীর-মন নিয়ে প্রশ্ন করতিস, আদর করতিস, আব্দার করতিস, একসঙ্গে গান গাওয়ার জেদ করতিস, রাতে বুকে উঠে খুনসুটি করতিস— মানে আর পাঁচটা স্বামী স্ত্রী যা করে থাকে, তা হলেও একরকম হত। তাতে তোর সংসারটাও বাঁচত, আর এগুলো তোরই সারাজীবনের সম্পদ হয়ে থেকে যেত। তা হলে সেদিন তুই রাহুলকে দরজা থেকেই ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতিস। ঘরে ঢুকতে দেওয়া তো দূর। কিন্তু তুই নিজেই সৌমাভদার থেকে দূরত্ব বাড়াচ্ছিলি, কারণ তোর নিজের মধ্যেই পাপ ছিল। এখন যাই সাফাই দে, তুই নিজেও জানিস, তোর মধ্যে রাহুলের প্রতি টানটা বেশি ছিল। সে কারণেই ওকে ঢুকতেও দিয়েছিলি, ওই সব করতেও বাধা দিসনি। যে কারণে এমনিই তোর আর সৌমাভদার সম্পর্কটা খাদের কিনারায় দাঁড়িয়েছিল, তার উপর ওই একটা ঘটনা সম্পর্কটাকেই শেষ করে দিয়েছে। আজ তো লোকটাই চলে গেল! কিছুই করতে পারলি না। শেষবার যখন ছুঁলি, তখন শরীর ঠান্ডা হয়ে গেছে। তার শরীরের উষ্ণতাটাই তোর আর কোনওদিন পাওয়া হবে না। এ সব অবান্তর হলেও আমি বলে ফেললাম। কারণ লোকটার ওই যন্ত্রণার একমাত্র সাক্ষী ছিলাম আমি। তুই ওই একটা দিনে যেমন সৌমাভদাকে বরাবরের মতো হারিয়ে ফেলেছিস, তেমনই কুট্টি-মুট্টিদের বড় হওয়ার ওই দিনগুলো, একটা মা হিসেবে দুটো শিশুকে জন্ম দেওয়ার পরে নিজের বুকের দুধ খাইয়ে তাদের বড় করে তোলার ওই আনন্দগুলো তুই আর হাজার চেষ্টা করলেও কোনওদিন ফিরে পাবি না।’’ এর পরে একটু থেমে বলল, ‘‘ওদের ১৮ বছর হওয়ার দিন সৌমাভদা প্রচুর আয়োজন করেছিল, নিজে রান্নাও করেছিল। আজ মনে হয় জানিস, যে লোকটা ছেলেমেয়ের অন্নপ্রাশন, প্রথম জন্মদিন, পাঁচ বছরের জন্মদিন বা দশ বছরের জন্মদিনও পালন করেনি, সেই লোকটা ওইদিন অমন করেছিল কেন, তার একটা ব্যাখ্যা আমি আমার মতো করে করেছি। তোকে একবার বলেছিলাম মনে কর, সৌমাভদা গন্ধ পেত, অনেক কিছু আগাম আঁচ করত। বোধহয় বুঝেছিল, ওদের পরের জন্মদিনটা আর পালন করতে পারবে না। তাই ও রকম পাগলের মতো আয়োজন করেছিল। খাব আমরা ছ’টা প্রাণী, আয়োজন অন্তত পঞ্চাশ জনের! কেউ করে? চোখের জল আর মোছার চেষ্টা করছে না ঈশিতা। তবে তার মধ্যেই নিজে নিজেকে বারবার বলে চলেছে, যে করেই হোক, ছেলে মেয়ের অভিমানের পাহাড় ওকে ভাঙতে হবেই। একবার সবার কাছে হেরেছে, আর ও হারবে না।
14-05-2025, 03:48 AM
(30-04-2025, 02:42 AM)Choton Wrote: হ্যাঁ ম্যাডাম। এটা 90's এর ঘটনা থেকে শুরু। তবে শেষ হবে নতুন শতকে। ভালো লাগছে কিনা জানাবেন প্লিজ। আমার আগের গল্পটার কয়েকজন পাঠক, যাদের উৎসাহে এটা শুরু করেছি, তাদের অনেকে এটা পড়ছেন না হয়তো। বা ভালো লাগছে না তাদের। কেন জানি না তাদের খুব মিস করছি। আবার আপনাদের মত পাঠকদের উৎসাহ ভালো লাগছে। ভালো থাকবেন সবাই। আপনার অনেক দিন সাড়াশব্দ নেই, সব ঠিক আছে তো?
14-05-2025, 04:39 AM
জানিনা কুট্টি মুট্টি'র অভিমানের পাহাড় ভাঙার প্রতিজ্ঞা ঈশিতা রাখতে পারবে কিনা....
নাকি পুনরায় ওর জীবনে "দুবের" প্রত্যাবর্তন ঘটবে আর ঈশিতাও ভুলে যাবে পাহাড়, পর্বত, ভাঙা-গড়া, সঙ্কল্প, প্রতিজ্ঞা'র কথা। যেমনটা অতীতে বারবার হয়েছে। তবে যেটাই ঘটে থাকুক, আমরা পাঠক/পাঠিকারা সবাই অপেক্ষায় আছি পরবর্তী আপডেটের জন্যে। কিন্তু লেখকের প্রতি কোন চাপ দিতে চাই না। এমনিতেই এই ফোরামে কোন গল্পের একটা আপডেটের পর সপ্তাহ/মাস/এমনকি বছর অবধি অপেক্ষা করে থাকাটা পাঠকদের জন্যে সাধারণ ব্যাপার। আর গল্প পাঠকপ্রিয় হলে তো কথাই নেই। সেখানে ছোটন'দা আমাদের প্রতিদিন নিয়মিত আপডেট দিয়ে ধন্য করেছেন। তাই তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
14-05-2025, 10:29 AM
সুন্দর মনোগ্রাহী লেখা।
clp); clp);
14-05-2025, 12:33 PM
দেখা যাক নিজের সন্তানদের মনে নিজের প্রতি জমে থাকা পাহাড়প্রমাণ অভিমান ও ক্ষোভ ঈশিতা কতদূর দূর করতে সফল হয়। এই প্রতিজ্ঞা সফল করতে সত্যি সত্যিই ঈশিতাকে অসাধ্যসাধন করতে হবে কারণ নিজেদের বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা, জ্ঞ্যান, অনুশাসন ও মূল্যবোধ কুট্টি মুট্টির চরিত্রকে এতটাই উচ্চ স্তরে পৌঁছে দিয়েছে যে সেখানে পৌছনো ঈশিতার মতন দুর্বল ও কামুক চরিত্রের মেয়ের পক্ষে খুবই কঠিন।
সহজ ভাষায় বলতে গেলে কুট্টি মুট্টির অভিমান ও মূল্যবোধ যেন মালদিনি, ক্যানাভারো, বারেসি ও বারগোমি সমৃদ্ধ জমাট ডিফেন্স ও তা ভেঙে গোল (এক্ষেত্রে কুট্টি মুট্টির মন) খুজে পেতে তার সামনে স্ট্রাইকার হিসেবে ঈশিতা যেন কলকাতা ময়দানের নিরাপদ মণ্ডল।
|
|
« Next Oldest | Next Newest »
|