11-12-2024, 07:30 PM
(This post was last modified: 23-12-2024, 08:19 PM by চটি পাগলা. Edited 5 times in total. Edited 5 times in total.)
রাত গভীর হতে লাগলো, আকাশে উজ্জ্বল নক্ষত্রের দিকে তাকিয়ে আছি আনমনে। তারা দেখছি এমন না, মনটা একটু খারাপ লাগছে তাই ছাদে বসে সিগারেট টানছি। আগস্ট মাস, ঝাঁঝালো গরম। তাই খালি গায়ে বশে আছি, পরনে একটা কালো ট্রাউজার।
আজ রাতে আমার এক বন্ধুর বিয়েতে থাকার কথা। বন্ধু আমার পছন্দের মেয়েটিকে বিয়ে করছে তাই আর গেলাম না। এমন না যে আমার প্রেমিকাকে বিয়ে করছে। আমি একতরফা প্রেমিক। কখনো বলতে পারিনি। ৪ বছর প্রেম করে বিয়ে করছে তারা।
সিগারেট শেষ, নিচে নেমে আনতে ইচ্ছে করছে না। রাস্তায় কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে । এর বাদে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা।
রাস্তায় শুধুমাত্র আক্কাস মামার চায়ের দোকানটা খোলা। তবে সেখান থেকে সিগারেট কিনলে আমার মামা জানতে পারবে। আর কি আম্মুর কাছে নালিশ করবে।
শিতল ছাদের উপর শুয়ে পরলাম। আকাশের দিকে তাকিয়ে আছি তবে কিছুক্ষণের মধ্যেই এক খন্ড মেঘ তারা গুলো ঢেকে দিল। আমার কপালে এতটুকুও সুখ সহ্য হয় না। নিয়তির এমন নির্মম আচরণ আর নতুন কিছু না।
মোটা থুলথুলে শরীর, লেখা পড়ায় ভালো না, আজ পর্যন্ত কোন গার্লফ্রেন্ড হয়নি, অল্প বয়সে বাবা আবার বিয়ে করে, যে একজনকে পছন্দ করতাম তাঁর বিয়ে হয়ে গেলো। আমার কপালে আর কি কি যে আছে জানি না।
বাবা তার প্রেমিকাকে নিয়ে বিদেশে চলে যায় ১০ বছর আগে। মাথার উপর থেকে বাবার হাত সরে গেলেও দাদু আমাকে খুবই ভালোবাসাতো। কয়েক বছর পর দাদুও মারা গেলো। তবে মরার আগে বাড়ীটা আমার নামে লিখে গেছেন। কাকা, কাকি, ফুপু সবাই অসন্তুষ্ট হলেও আমার মামার কারনে কিছু করতে পারেনি।
আমার মামা সফিক চৌধুরী। বাবা মারা যাওয়ার পর আমাদের সাপোর্ট করে যাচ্ছেন। মামা এস.আই বলে কাকা বেশি একটা আওয়াজ করতে পারেনি।
যাইহোক নিজের ভাগ্যকে কয়েকটা প্রশংসার বানি শুনিয়ে আবার চুপচাপ শুয়ে আছি। হঠাৎ মনে হল আলো, চোখ বুজে গেলো। পরক্ষণেই পুরো শরীরে অভাবনীয় যন্ত্রনা। মনে হচ্ছে আমার পুরো শরীর ফেটে যাবে। তারপর কিছু মনে নেই।
চোখ খুলে দেখি খোলা আকাশে নিচে আমি শুয়ে আছি। চারদিকে কা কা শব্দ। মনে হচ্ছে ভোর হয়ে গেছে। তারপর উঠবো এমন সময় চোখ পরলো আমার জ্বলে যাওয়া ট্রাউজার থেকে বেড়িয়ে থাকা বাড়াটার উপর। আমার মাথা হ্যাং। স্বপ্ন ভেবে আবার শুয়ে পরলাম।
হঠাৎ মনে পড়ল যদি স্বপ্ন না হয় তাহলে তো সর্বনাশ। উঠে দৌড়ে নিচে নিজের রুমে চলে এলাম।
ছোড়া ট্রাউজার খোলতে গেলে পকেট থেকে ঠক করে ফোন পরে যায়। উঠিয়ে দেখছি ফোন ডেড। বাল হোগা মারছে , অনেক ঘসা মাজা করে ফোনটা কিনেছিলাম। আমাদের শহরে ৩ তলা বাড়ী থাকলেও বাড়ি ভাড়া আসে মাত্র ২৫ হাজার। তা দিয়েই চলে সংসার। তাই নতুন ফোন পেতে বহু কাকুতি মিনতি করতে হবে।
তবে আমার মেশিন দেখে মনটা নেচে উঠল। নেতিয়ে থাকলেও প্রায় ৬ ইঞ্চি। আগে তো দাঁড়িয়ে থাকলে পরে ৫ ইঞ্চি হতো। শরীর বেশ হালকা হালকা লাগছে।
আর মনে হচ্ছে কয়েক ইঞ্চি লম্বাও হয়েছি। একি স্বপ্ন নাকি সত্য। তবে স্বপ্ন হলে আমি এই স্বপ্নের দুনিয়ায় চিরকাল থাকতে চায়।
আজ রাতে আমার এক বন্ধুর বিয়েতে থাকার কথা। বন্ধু আমার পছন্দের মেয়েটিকে বিয়ে করছে তাই আর গেলাম না। এমন না যে আমার প্রেমিকাকে বিয়ে করছে। আমি একতরফা প্রেমিক। কখনো বলতে পারিনি। ৪ বছর প্রেম করে বিয়ে করছে তারা।
সিগারেট শেষ, নিচে নেমে আনতে ইচ্ছে করছে না। রাস্তায় কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছে । এর বাদে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা।
রাস্তায় শুধুমাত্র আক্কাস মামার চায়ের দোকানটা খোলা। তবে সেখান থেকে সিগারেট কিনলে আমার মামা জানতে পারবে। আর কি আম্মুর কাছে নালিশ করবে।
শিতল ছাদের উপর শুয়ে পরলাম। আকাশের দিকে তাকিয়ে আছি তবে কিছুক্ষণের মধ্যেই এক খন্ড মেঘ তারা গুলো ঢেকে দিল। আমার কপালে এতটুকুও সুখ সহ্য হয় না। নিয়তির এমন নির্মম আচরণ আর নতুন কিছু না।
মোটা থুলথুলে শরীর, লেখা পড়ায় ভালো না, আজ পর্যন্ত কোন গার্লফ্রেন্ড হয়নি, অল্প বয়সে বাবা আবার বিয়ে করে, যে একজনকে পছন্দ করতাম তাঁর বিয়ে হয়ে গেলো। আমার কপালে আর কি কি যে আছে জানি না।
বাবা তার প্রেমিকাকে নিয়ে বিদেশে চলে যায় ১০ বছর আগে। মাথার উপর থেকে বাবার হাত সরে গেলেও দাদু আমাকে খুবই ভালোবাসাতো। কয়েক বছর পর দাদুও মারা গেলো। তবে মরার আগে বাড়ীটা আমার নামে লিখে গেছেন। কাকা, কাকি, ফুপু সবাই অসন্তুষ্ট হলেও আমার মামার কারনে কিছু করতে পারেনি।
আমার মামা সফিক চৌধুরী। বাবা মারা যাওয়ার পর আমাদের সাপোর্ট করে যাচ্ছেন। মামা এস.আই বলে কাকা বেশি একটা আওয়াজ করতে পারেনি।
যাইহোক নিজের ভাগ্যকে কয়েকটা প্রশংসার বানি শুনিয়ে আবার চুপচাপ শুয়ে আছি। হঠাৎ মনে হল আলো, চোখ বুজে গেলো। পরক্ষণেই পুরো শরীরে অভাবনীয় যন্ত্রনা। মনে হচ্ছে আমার পুরো শরীর ফেটে যাবে। তারপর কিছু মনে নেই।
চোখ খুলে দেখি খোলা আকাশে নিচে আমি শুয়ে আছি। চারদিকে কা কা শব্দ। মনে হচ্ছে ভোর হয়ে গেছে। তারপর উঠবো এমন সময় চোখ পরলো আমার জ্বলে যাওয়া ট্রাউজার থেকে বেড়িয়ে থাকা বাড়াটার উপর। আমার মাথা হ্যাং। স্বপ্ন ভেবে আবার শুয়ে পরলাম।
হঠাৎ মনে পড়ল যদি স্বপ্ন না হয় তাহলে তো সর্বনাশ। উঠে দৌড়ে নিচে নিজের রুমে চলে এলাম।
ছোড়া ট্রাউজার খোলতে গেলে পকেট থেকে ঠক করে ফোন পরে যায়। উঠিয়ে দেখছি ফোন ডেড। বাল হোগা মারছে , অনেক ঘসা মাজা করে ফোনটা কিনেছিলাম। আমাদের শহরে ৩ তলা বাড়ী থাকলেও বাড়ি ভাড়া আসে মাত্র ২৫ হাজার। তা দিয়েই চলে সংসার। তাই নতুন ফোন পেতে বহু কাকুতি মিনতি করতে হবে।
তবে আমার মেশিন দেখে মনটা নেচে উঠল। নেতিয়ে থাকলেও প্রায় ৬ ইঞ্চি। আগে তো দাঁড়িয়ে থাকলে পরে ৫ ইঞ্চি হতো। শরীর বেশ হালকা হালকা লাগছে।
আর মনে হচ্ছে কয়েক ইঞ্চি লম্বাও হয়েছি। একি স্বপ্ন নাকি সত্য। তবে স্বপ্ন হলে আমি এই স্বপ্নের দুনিয়ায় চিরকাল থাকতে চায়।