29-06-2024, 06:11 PM
বন্ধুকে বউ উপহার
পর্ব - ১২
" তা ঠিক। কিন্তু এলেক্সা ভাবির সাথে আমার সম্পর্কটা তো এতটাও ফ্রাঙ্ক নয় যে আমি সব সমস্যা খুলে বলতে পারি। " জ্যাক বলে।"তার জন্য তুইই দায়ী। তু্ই অনেক বেশি ইন্ট্রোভার্ট মানে আত্মমুখী। দেবর ভাবির মধ্যে কতো ইয়ার্কি ফাজলামি হয়। তুই কি সেরকম কিছু করিস? ভাবির পিছনে একটু সময়ও দিতে হয়। তু্ই কি দিস? " পিটার জিজ্ঞেস করে।
"কি বলছিস এসব পিটার? " জ্যাক জিজ্ঞেস করে।
"কি এমন বললাম? যেটা ঠিক সেটাই তো বললাম।" পিটার বলে।
"তুই জানিস তো আমি কতটা এলেক্সাকে রেস্পেক্ট করি। তার সাথে কি করে ফাজলামি করি।" জ্যাক বলে।
সাইড থেকে একথা শুনে এলেক্সার পিটারের প্রতি সমীহতা, আনুগত্য, ভালোবাসা ও দুর্বলতা অনেক বেড়ে যায়। এলেক্সা অনেক খুশি হয়, আর মনে মনে ভাবে এরকম সৎ একটা ছেলেকে নিংড়ে ভালোবাসা আর সুখ দেওয়া যায়, সেখানে কোনো কার্পণ্য করা যায়না। জেনি এরকম একটা হীরের টুকরো ছেলেকে কিভাবে উপেক্ষা করতে পারে।
"দেবর ভাবির মধ্যে ইয়ার্কি ফাজলামি হলে রেস্পেক্ট কমে যায়না। গাধা কোথাকার!" এই বলে পিটার জ্যাককে একটু উস্কে দেয়।
"বলছি এলেক্সা আমাদের কোনো কথা শুনতে পায়নি তো?" জ্যাক জিজ্ঞেস করে।
"তা কেন, আমি এলেক্সার সঙ্গে সব কথা শেয়ার করেছি।" পিটার বলে।
"কি,.... ই.... ই...." জ্যাক অনেকটা অবাক হয়। আবার জিজ্ঞেস করে, "কি কি শেয়ার করেছিস?"
পিটার বলে, " তোর সব সমস্যার কথা, জেনির সঙ্গে তোর সম্পর্কের অবনতি, সব শেয়ার করেছি। " জ্যাক বলে।
"সব...? তার মানে তোরা দুজনে মিলেই ঐ মেয়েটাকে আমার জন্য ঠিক করেছিস না?" জ্যাক জানতে চায়।
"বলতে পারিস অনেকটা তাই।"পিটার বলে।
"তোরা পারিসও বটে। লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। আমি আর এলেক্সার কাছে মুখ দেখাবো কি করে?" জ্যাক বলে।
"মুখ তো তোকে দেখাতে হবেই। আর সেটা কালই।"পিটার বলে।
"মানে?" জ্যাক জিজ্ঞেস করে।
"আসলে যে মেয়েটার সাথে তোর সেটাপ করার কথা, সেটা এলেক্সাই করতে পারে, আমি নয়।" পিটার বলে।
"কিন্তু মেয়েটা কে?" জ্যাক জানতে চায়।
"সেটাও এলেক্সাই বলবে। আমি না।" পিটার বলে।
"তাহলে মেয়েটা কে আমি এখন জানতে পারবোনা?" জ্যাক জানতে চায়।
"সেটা আমি বলতে পারবো না। এটা এলেক্সার সাসপেন্স। তু্ই যদি জানতে চাস তাহলে তু্ই নিজেই এলেক্সাকে জিজ্ঞেস করে নে। তাহলে আমি এলেক্সাকে ঘুম থেকে তুলি? কি বলিস?
" না না থাক। এলেক্সাকে আর ঘুম থেকে তুলতে হবেনা। ও ঘুমোচ্ছে ঘুমাক। " জ্যাক বলে।
আসলে জ্যাক অনেকটা ঘাবড়ে গেছে। ওর নিজের মুখে এলেক্সাকে জিজ্ঞেস করার সাহস নেই।
"তাহলে তোর ঘুমের কি হবে? তু্ই তো সাসপেন্স নিয়ে ঘুমোতে পারিসনা? " পিটার জানতে চায়।
এদিকে এলেক্সা দুই বন্ধুর কথা শুনে মুচকি মুচকি হাসতে থাকে, মজা নিতে থাকে।
"আমি ঠিক ম্যানেজ করে নেবো। তোকে ভাবতে হবেনা। এলেক্সাকে ঘুম থেকে জাগিয়ে ডিসটার্ব করার দরকার নেই। রাখছি।" জ্যাক বলে ফোনটা কাটতে যায়।
" আরে থাম থাম, কাটিসনা ফোনটা। কথা এখনো শেষ হয়নি। কাল তোর অফিসে যাওয়ার দরকার নেই। তু্ই রেডি হয়ে আমার বাসায় চলে আসবি। আমি অফিস সামলে নেবো। " পিটার বলে।
"তোর ওখানে কেন যাবো? " জ্যাক জিজ্ঞেস করে?
"এতক্ষন তোর সাথে কি কথা হলো। এলেক্সা তোকে বলবে তোর সেই কাঙ্খিত মেয়েটি কে। তাই তোকে কাল আমার বাসায় আসতে হচ্ছে। ওকে?" পিটার কনফার্ম করতে চায়।
"কালই? কিছুদিন বাদ দিয়ে গেলে হয়না?" জ্যাক একটু ঘাবড়ে গিয়ে উত্তর দেয়।
"না হয়না। শুভস্য শীঘ্রম। আর এক রাত ঘুম কামাই হলে অসুবিধা নেই, কিন্তু আমি চাইনা সাসপেন্স এ তোর অনেকগুলো রাত্রির ঘুম নষ্ট হোক। এতে শরীরের উপর ব্যাড এফেক্ট পড়বে। ঐ কথাই রইলো। কাল তু্ই অফিসে যাচ্ছিসনা। আমার বাড়িতে আসছিস।" পিটার বলে।
"তুই থাকবিনা, আর আমি যাবো, ব্যাপারটা কেমন দেখায়না?" জ্যাক জানতে চায়।
"কেমন আবার দেখায়। আর তোদের দেবর ভাবির মাঝে আমার কাবাবে হাড্ডি হওয়ার কোনো দরকার কি আছে? তাহলে ঐ কথাই রইলো। রাখলাম।" বলে ফোনটা কেটে দেয় পিটার।
এদিকে পিটারের মুখে এইসব কথা শুনে এলেক্সাতো রীতিমতো অবাক। সে ভীষণ লজ্জা পায়। সে ভাবতেই পারেনি পিটার এতো তাড়াতাড়ি সবকিছু করবে আর খুব চালাকির সাথে নিজের বলটা এলেক্সার কোর্টে ঠেলে দেবে। তাই যখনি পিটার জ্যাককে কালই আসার কথা বলে, এলেক্সা লজ্জায় পিটারকে গুঁতো দিতে থাকে।
"তুমি এটা কি করলে?" এলেক্সা পিটারকে জিজ্ঞেস করে।
"কি করলাম?" পিটার জানতে চায়।
"তুমি জ্যাককে আমার নামটা বললে না কেন? আবার কালকেই আসতে বললে।" এলেক্সা বলে।
"কেন তোমার নাম তো ওকে বলেছিলাম। কিন্ত জ্যাকই তো ব্যাপারটা অন্য দিকে ঘুরিয়ে দিল।" পিটার বলে।
" আসলে জ্যাক ভাবতেই পারেনি তুমি আমাকে ওর জন্য চুজ করেছো। আর ভাববার কোথাও নয়। আমার মনে হয় এই দুনিয়াতে একমাত্র ব্যতিক্রম যে নিজের বউকে বন্ধুর চাহিদা পূরণ করার জন্য ঠেলে দিচ্ছ। " এলেক্সা বলে। " কিন্ত তুমি জ্যাককে পুরো ব্যাপারটা খুলে বলতে পারতে। ওতো সেই সাসপেন্স এ থেকেই গেলো।
" কেন আমি তো ওকে বলেছিলাম তোমাকে জিজ্ঞেস করতে, কিন্তু জ্যাকই তো রাজি হলোনা।
" সে তো আমি ঘুমোচ্ছিলাম বলে। " এলেক্সা বলে।
" মোটেই না। ও অনেকটা ঘাবড়ে গিয়েছিলো। ওর তোমাকে জিজ্ঞেস করার সাহস হয়নি। তাই ও তাড়াতাড়ি ফোনটা কেটে দিতে চাইছিলো। " পিটার বলল।
"সেটা আমিও বুঝতে পেরেছি। আমিও অতটা বোকা নই। তবে বেশ বদ। বন্ধুকে মানসিক টর্চার ভালোই করতে পারো।" এলেক্সা বলে।
একথা শুনে পিটার গর্বের হাসি হাসতে থাকে।
পিটার এবার বলে, " তবে জানো এলেক্সা, আমি তোমার নাম বলে দিলে জ্যাককে কিন্তু আমাদের বাসায় আনা যেতোনা। ও কিন্তু তোমাকে খুবই সমীহ করে। আবার তোমার সামনে খুবই লজ্জা পায়। "
"সেটাই তো ভাবছি। কাল কিভাবে আমি জ্যাককে ম্যানেজ করবো। কিভাবে আমি বলবো যে তুমি যে মেয়ের নাম জানতে এসেছো সে আর কেউ নয় আমিই। ব্যাপারটা ভেবে দেখেছো পিটার?" এলেক্সা পিটারকে জিজ্ঞেস করে।
"এতো চাপ নিচ্ছ কেন এলেক্সা? ব্যাপারটাকে একটু হালকা ভাবে নাও। " পিটার পরামর্শ দেয়।
"চাপ নেবোনা? ব্যাপারটা ভেবে দেখেছো? তুমি নিজেই তোমার সব চাপ আমার দিকে ঠেলে দিয়েছো। আর এখন জিজ্ঞেস করছো চাপ কেন নিঝি, অদ্ভূত তুমি। ব্যাপারটা ভেবে দেখেছো আমি কোথা থেকে শুরু করবো।" এলেক্সা পিটারকে বলে।
"বললাম তো এতো চাপ নেবার কিছুই নেই।" পিটার বলে।
" তাহলে তুমিই বুদ্ধি দাও কিভাবে শুরু করবো " এলেক্সা পিটারকে জিজ্ঞেস করে।
"আজ সারাদিন জ্যাককে নিয়ে ঘুরবে। সি বিচে যাবে কিংবা পার্কে যাবে, একান্তে কিছুটা সময় কাটাবে, কোনো রেস্তেরাঁতে লাঞ্চ সারবে, সন্ধ্যেয় সিনেমা কিংবা অপেরাতে যাবে। তাহলে তোমাদের সম্পর্কটা অনেকটা ইজি হয়ে যাবে, জ্যাকও কমফোর্ট ফিল করবে। তারপর..." পিটার কথা শেষ করেনা তার আগেই এলেক্সা কথার জের ধরে নেয়।
"তারপর কি??" এলেক্সা জিজ্ঞেস করে।
"তারপর আবার কি? তুমি বুদ্ধিমতী এলেক্সা, সেটা নিশ্চই আমাকে বলে দিতে হবেনা। তুমি জানোই কিভাবে ঝোপ বুঝে কোপ মারতে হয়।"
" তোমাকে যতটা বোকা ভেবেছিলাম, ততটা বোকা তুমি নও পিটার। তোমার মাথায় বেশ বুদ্ধি আছে, শুধু বুদ্ধি নয়, দুস্টু বুদ্ধি আর দুরবুদ্ধিও আছে ভালোমতোই। " এলেক্সা বলে।
"সবই তোমারই ভালোবাসার কৃতিত্ব।" পিটার মজা করে বলে।
"যতসব আদিখ্যেতা। নাও এবার ঘুমোও।" এই বলে এলেক্সা পিটারকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে।
চলবে....