Posts: 29
Threads: 1
Likes Received: 188 in 29 posts
Likes Given: 0
Joined: Sep 2020
Reputation:
62
09-03-2024, 07:28 PM
(This post was last modified: 30-03-2024, 06:44 PM by রতিদেবী. Edited 3 times in total. Edited 3 times in total.)
আয়ুষ – সকালের পর থেকে অনেকটা সময়ই এর মধ্যে কেটে গেছে। এখন সময়ের হিসেবে দুপুর। সারা বাড়িতে এখন ও সম্পূর্ণ একা। এই সময়ে ও সাধারণত বাড়িতে থাকে না। কলেজে থাকে। কিন্তু আজ কলেজে যায়নি বলে বাড়িতে রয়েছে। তাও আবার একা। এখন ও যা খুশী তাই করতে পারে। কিন্তু কিছুই করতে ইচ্ছে করছে না। সকাল থেকে একবারও তিতিরের সঙ্গে কথা হয়নি ওর। এরকম দিন ওর জীবনে প্রায় আসেই না বলতে গেলে। কারণ তিতির যেমন ওর সঙ্গে কথা না বলে থাকতে পারে না, ঠিক তেমনই ও নিজেও তিতিরের সঙ্গে কথা না বলে থাকতে পারে না। কিন্তু এই তিতিরটা কে? তিতির হল ওর একমাত্র বন্ধু। বা বান্ধবীও বলা চলে। একমাত্র কারণ কলেজে তিতির ছাড়া অন্য কারোর সঙ্গে ওর ঠিক জমে না। আসলে ওর মত লাজুক আর ইন্ট্রোভার্ট ছেলে যে আজকের এই ডিজিটাল যুগে একেবারেই অচল, সেটা ও নিজেও ভালো করেই জানে। কিন্তু তাও ওর কিছু করার নেই। আসলে ও চট করে কারোর সঙ্গে গায়ে পড়ে বন্ধুত্ত্ব করতে পারে না। কেউ যদি যেচে ওর সাথে কথা বলতে চায়, বা বন্ধুত্ব করে তবে ও তার সঙ্গে মেশে, কথা বলে এবং বন্ধুত্বও করে। যদিও সেই বন্ধুত্ব খুব বেশী দিন টেকে না, সেটা আলাদা কথা। যেমন এর আগে কলেজে ওর দু তিনজন বন্ধু ছিল। কিন্তু আজ তারা কোথায়, কোন কলেজে পড়ে ও সেসব কিছুই জানে না। তার কারণ খোঁজ রাখেনি। ও চুপচাপ নিজের মধ্যে থাকতেই বেশী পছন্দ করে। খুব বেশী হট্টগোল, হাসি ঠাট্টা এসব পছন্দ করে না। আর ওর মত সিরিয়াস ছেলেকে কেউই বিশেষ পাত্তা দেয় না। মেয়েরা তো নয়ই। অবশ্য এসব নিয়ে ওর খেদ কোনোকালেই ছিল না। নিজেকে নিয়েই থাকতো। সেই অভ্যেসটা হোঁচট খেল কলেজের প্রথম দিনেই। সেই দিনটার কথা ওর বেশ ভালো করেই মনে আছে। নিজের অভ্যেস মতো শেষের দিকের একটি বেঞ্চে একলা বসেছে। ওর পাশে এসে বসার মতন উদারতা তখনও পর্যন্ত কেউই দেখায়নি। এতে অবশ্য ওরই লাভ হয়েছে। ক্লাস শুরু হতে আর অল্পক্ষণই বাকী আছে। নীচু হয়ে ব্যাগ থেকে পেন আর নোটবুকটা বের করছিল, হঠাৎ করে প্রায় কানের গোড়ায় একটা কণ্ঠস্বর শুনতে পেল। গলাটা মেয়েলী বলেই ও হয়তো চমকে উঠেছিল প্রথমে। পাশ ফিরে দেখল বেঞ্চের ঠিক পাশে রোগা আর লম্বা মতন একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখল মেয়েটার চোয়াল নড়ছে। দেখে মনে হল কিছু চিবোচ্ছে। সম্ভবত চুয়িংগাম। ও মেয়েটির দিকে তাকিয়ে বলল, “তুমি কি আমায় কিছু বললে?” একমুহুর্তের জন্য চোয়ালটা থেমে গেল। তারপর আবার আগের মত নড়তে শুরু করে দিল। সেই গতির মধ্যেই জবাব এল, “হ্যাঁ।”
- “কি?” ভদ্রতার খাতিরে অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞাসা করল।
- “বলছি, একটু সরে বসো। আমি বসবো এখানে।” আগের মতই চোয়াল নড়ছে।
- “কেন?” প্রশ্নটা করেই বুঝতে পারল নিতান্তই বোকার মত প্রশ্নটা করে ফেলেছে। তার জবাবটা ও পরের কথাতেই টের পেল।
- “কেন আবার কী? বেঞ্চে বসবো না তো কোথায় বসব। তোমার কোলে?” গলায় বিরক্তির সাথে মজাটাও লুকিয়ে আছে সেটা প্রথমে বুঝতে পারেনি।
- “আমি সেটা বলতে চাইনি...” এই প্রথম কাউকে জবাবদিহি করতে চাইল, কিন্তু পারল না।
- “তাহলে কি বলতে চেয়েছিলে?” মেয়েটা ওকে প্রায় চুপ করিয়ে দিয়ে পাল্টা প্রশ্ন করল।
- “আমি বলতে চেয়েছিলাম। তুমি এখানে বসবে কেন? অন্য কোথাও বসো।” ঠান্ডা মাথায় জবাব দিল।
- “কেন এখানে বসলে কি হবে?” আবার পাল্টা প্রশ্ন।
- “বসলে কিছু হবে না, বাট...” এবারেও কথা শেষ করতে পারল না।
- “তাহলে আমি এখানেই বসবো।” বলে মেয়েটা নিজের ব্যাগপত্র নিয়ে ওর পাশেই গ্যাঁট হয়ে বসে পড়ল। প্রতিবাদ করার তিলমাত্র সুযোগও পেল না।
এরপরেই একজন স্যার এলেন। এবং ক্লাস নিতে শুরু করলেন। ও মনোযোগ দিয়ে ক্লাস শুনছে এবং নোটস নিচ্ছে হঠাৎ ঘাড় ঘুরিয়ে টের পেল মেয়েটি দিব্বি ওর পাশে বসে ফোনে চ্যাট করে যাচ্ছে। আবার মাঝে মাঝে মুখ টিপে টিপে হাসছে। ও কিছু বলল না। কিন্তু মেয়েটি বলল, “আমার দিকে তাকিয়ে না থেকে, সামনে স্যারের দিকে তাকাও। তা নাহলে স্যার ভাববে লাস্ট বেঞ্চে বসে তুমি আমার সাথে প্রেম করছো।” কথাটা বলল বটে, তবে একবারের জন্যেও চোখদুটো ফোন থেকে সরালো না। তাহলে কিভাবে টের পেল যে ও ওর দিকেই তাকিয়ে রয়েছে। রহস্যভেদ করার চেষ্টা করল না। নিজেকে সামলে নিয়ে আবার ক্লাসে মন দিল। কিন্তু সেটাও বেশীক্ষণ পারল না। হঠাৎ ওর কানে এল মেয়েটা বলছে, “অ্যাই, ক্লাস শেষ হয়ে গেলে তোমার নোটসগুলোর ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিওতো। আমার নম্বরটা টুকে নাও। নাইন এইট সেভেন সিক্স....” গড়গড় করে নিজের ফোন নম্বরটা বলে গেল মেয়েটা। ও তো যাকে বলে অবাক। এতটাই যে, নম্বরটা টুকতেও ভুলে গেল। মেয়েটা একবার আড়চোখে ওর দিকে তাকিয়ে দেখল। তারপর নিজেই ওর নোটবুকটা টেনে নিয়ে পিছনের পাতায় খসখস করে নিজের ফোন নম্বরটা লিখে দিল। তারপর নোটবুকটা আবার ওর দিকে ঠেলে দিল। ও তাকিয়ে দেখল নম্বরের ঠিক উপরে নিজের অটোগ্রাফটাও মেয়েটি দিয়ে দিয়েছে। ‘তিতির’। দেখেই মনে হচ্ছে ডাক নাম। কারণ তিতির কারোর ভালো নাম হতে পারে না। হলেই বা দোষ কি? অযাচিত ভাবে অন্য কারোর কথা ভাবছে ও, তাও একটা মেয়ের বিষয়ে? নিজের মনকেই কষে ধমক লাগালো। তারপরেই শুনতে পেল মেয়েটা অর্থাৎ তিতির ওকে উদ্দেশ্য করেই বলছে, “তুমি কি সারাক্ষণই এরকম বিড়বিড় করে বকো, নাকি এখন কিছু স্পেশাল।” ও তাকিয়ে দেখল মেয়েটা ওর দিকে তাকিয়ে ঠোঁট টিপে মুচকি হাসছে।
দুপুরে খাওয়া দাওয়া সেরে ও নিজের ঘরে এল। বুবলা অর্থাৎ ওর বোন একটু আগেই কোথাও বেরিয়ে গেল। কোথায় গেল জানে না। জানতে চায়ও না। নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে বসল। যদিও এই মুহুর্তে বাড়িতে ও ছাড়া দ্বিতীয় কোনো জনপ্রাণী নেই, তবুও সাবধানতা বশত দরজাটা বন্ধ করেই দিল। বিছানার উপরে ফোনটা পড়ে আছে। তিতিরকে একবার ফোন করা দরকার। তা না হলে পরে ঝাড় খেতে হবে। মেয়েটা সত্যিই একটা পাগলী। কিন্তু এই পাগলী মেয়েটাকে ওর খুব ভালো লাগে। দুবছরের সম্পর্কে ওরা দুজনেই তুমি থেকে তুইতে নেমে এসেছে। কিন্তু আজও ও তিতিরের ভালো নাম জানে না। জানতে চায়ওনি কোনোদিন। কি হবে জেনে? ও বরং ওর কাছে তিতির হয়েই থাকুক না। ক্ষতি কি? এরই নাম কি ভালোবাসা? ও জানে না। হবে হয়তো। কোনোদিন এসব নিয়ে ভাবে নি। তিতিরও নিশ্চয়ই ভাবে না। আসলে তিতির কিছু নিয়েই বড়ো একটা ভাবে না। কোনো কিছু নিয়েই ও সিরিয়াস নয়। আর এই জন্যেই হয়তো ওকে ওর এত বেশী ভালো লাগে। ফোনটা হাতে তুলে নিয়ে তিতিরের নম্বরটা ডায়াল করল। এনগেজ টোন আসছে। নিশ্চয়ই কারোর সাথে ভাট বকছে। বকতে পেলে তো আর কিচ্ছু চায় না মেয়েটা। কলটা কেটে দিল। পরে একবার ট্রাই করবে। বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। সকাল থেকেই কেমন একটা আলস্য অনুভব করছে। শুয়ে পড়ে ফোনটাকে রাখতে গিয়েও রাখল না। কি মনে হতে দ্রুত আঙুল চালিয়ে অ্যাপটাকে খুলে ফেলল। ইউজার নেম আর পাসওয়ার্ডটা টাইপ করল। অনেক ভেবে ইউজার নেমটা রেখেছে। Baphomet34। ছাগল মুখো এই দানবটিকে অনেকে শয়তান বলেও উল্লেখ করে থাকে। অনেক খুঁজে এই নামটিই ওর পছন্দ হয়েছে। সেই সঙ্গে ভয়াল দর্শন একটি ছবিকে প্রোফাইল পিকচার করেছে। আজ সারাটা সকাল ধরে বসে বসে নিজের প্রোফাইলটিকে তৈরী করেছে। অবশ্য তার জন্য গাদাগুচ্ছের মিথ্যে কথাও লিখতে হয়েছে ওকে। ওর বয়স, হাইট, ইত্যাদি তো আছেই। বেশীর ভাগ প্রশ্নে অনেক ভেবেচিন্তে অপশন চুজ করেতে হয়েছে। Dominant অপশনটা অবশ্য ইচ্ছে করেই রেখেছে। লোকেশনটা কলকাতাই রেখেছে। প্রথমে ভেবেছিল ফেসটা ব্লারড করবে না। তারপর অনেক ভেবে Yes করে দিয়েছে। কিন্তু Interested in অপশনে কেবল women টাতেই ক্লিক করেছে। অনেকটা সময় নিয়েই নিজের প্রোফাইলটা তৈরী করেছে। যাতে অ্যাট্রাকশনটা বজায় থাকে। এখন অ্যাপটা খুলতেই অটোমেটিক্যালি কিছু সাজেশন চলে এল। বলা বাহুল্য সবগুলোই মহিলাদের প্রোফাইল। প্রায় খান আষ্টেক তো হবেই। সময় নিয়ে এক এক করে সব কটা প্রোফাইল খুঁটিয়ে খুঁটিয়ে অবসার্ভ করল ও। এর মধ্যে বেশীর ভাগটাই যে ফেক প্রোফাইল তাতে কোনো সন্দেহ নেই। হয়তো সবগুলোই। কিন্তু তার মধ্যেও দুটো প্রোফাইল ওর চোখে পড়ল। এবং দুটোতেই কিছু না কিছু অসঙ্গতি আছে। কেমন যেন আনাড়ি হাতে তৈরী প্রোফাইল। এই অ্যাপে খুব বেশী লোকের সাথে মিশবে না, এটা আগে থেকেই ঠিক করে রেখেছিল। হাতে গোণা কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব পাতবে। এই দুটো প্রোফাইলই ওর কাছে পারফেক্ট বলে মনে হল। কারণ এই অসঙ্গতিগুলোর কারণেই ওর মনে হল এইগুলো জেনুইন প্রোফাইল হলেও হতে পারে। এই প্রোফাইলগুলোর মালিক বা মালকিন এসব জিনিসে খুব একটা বেশী অভ্যস্থ নয়। তাই এই অসঙ্গতিগুলো রয়ে গেছে। প্রথম নামটা ওর মনে ধরল। Lilith99। ছবি দেখে বোঝার কোনো উপায় নেই। নেট থেকে যে ডাউনলোড করা সেটা বোঝাই যাচ্ছে। প্রোফাইলটাও যেন একটু এলোমেলো। Slave শব্দটাও ওর নজর এড়ালো না। বয়স লেখা আছে ২৫। সঠিক বা ভুল হতেই পারে। কিন্তু বাকী অপশনগুলো একটু খাপছাড়া। বেশী কিছু না ভেবে ও send partner request অপশনটাতে ক্লিক করল। ও আশা করেনি এতটা চটজলদি জবাব পাবে। প্রায় সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন এল Lilith99 accepts your request. Now you can chat with HER. লিলিথের প্রোফাইলটা দ্বিতীয়বার খুলল ও। এতক্ষণে চ্যাট অপশনটাও এনেবল হয়ে গেছে। লিলিথের নামের পাশে একটা মাঝারী সবুজ রঙের বৃ্ত্ত জ্বলজ্বল করছে। তারমানে সে এখন অ্যাকটিভ আছে। ও চ্যাট অপশনটা খুলল। তারপর এক লাইন টাইপ করল। Hi sexy, this is Baphomet. Wanna chat with you. সেন্ড অপশনটাতে আঙুল বোলাতেই চ্যাটটা চলে গেল প্রাপকের কাছে। কিন্তু কোনো জবাব এলো না। তার বদলে নামের পাশের বৃত্তটা নিভে গেল মুহুর্তের মধ্যে। তার মানে ওর চ্যাটটা পাওয়ার পরেই লিলিথ ইনঅ্যাকটিভ হয়ে গেল। ও কি একটু হলেও তাড়াহুড়ো করে ফেলল? বুঝতে পারল না। যাক। এরপর ও দ্বিতীয় প্রোফাইলটায় নজর দিল। এই প্রোফাইলটার নাম Aphrodite24। বয়স – ২৪। তবে Dominant। Favourite Sex Position অপশনে NA লেখা রয়েছে। বাদবাকী সেক্স রিলেটেড কোশ্চেনগুলোতেও কেমন যেন সব খাপছাড়া গোছের উত্তর। কিছু একটা দিলেই হলো এরকম একটা ব্যাপার। ও বুঝতে পারল, এই প্রোফাইলের মালিক হয় এই সব প্রশ্নের সঠিক উত্তর দিতে চায় না, অথবা এই সব প্রশ্নের সঠিক উত্তর তার জানা নেই। তাই কোনো না কোনো একটা অপশনে ক্লিক করেছে। এখানেও অসঙ্গতি। তাই আগের মত এই প্রোফাইলেও send partner request অপশনটাতে ক্লিক করল। ও জানে এর উত্তর এখনই পাবে না। কারণ নামের পাশের বৃত্তটি নিষ্প্রভ হয়ে আছে। তবে ও অপেক্ষা করতে রাজী। আরো কিছুক্ষণ অ্যাপটা ঘেঁটে দেখার ইচ্ছে ওর ছিল, কিন্তু সেই সুযোগ পেল না। কারণ ওর ফোনটা ততক্ষণে পূর্ণস্বরে বাজতে শুরু করে দিয়েছে। স্ক্রিণে তিতিরের নামটা দেখতে পেয়ে আর দেরী করল না। তাড়াতাড়ি কলটা রিসিভ করল।
সারাটা দিন কেটে যাওয়ার পরেও একটা প্রোফাইল কিন্তু অ্যাকটিভ হল না। সন্ধ্যের দিকে একবারের জন্য Aphrodite24 প্রোফাইলটা অ্যাকটিভ হয়েছিল। কিন্তু তা খুবই অল্প সময়ের জন্য। কেবলমাত্র ওর partner request টা accept করল। আর তার অল্পক্ষণ পরেই সেটা ইনঅ্যাকটিভ হয়ে গেল। ও আবার লিলিথের প্রোফাইলটা খুলল, কিন্তু সেটাও ইনঅ্যাকটিভ হয়ে পড়ে আছে। একটু পরে মা কলেজ থেকে ফিরল। প্রথমে কলিং বেলের শব্দ, তারপর মায়ের গলার আওয়াজ পেয়ে বাইরে এসে দরজাটা খুলল। মা ওকে একপ্রকার ঠেলা মেরে ঘরের ভিতরে ঢুকল। ডাইনিং টেবিলে নিজের কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল। মা ঘেমে নেয়ে চান করে গেছে প্রায়। কপাল আর গলায় জমে ওঠা ঘামের বড়ো বড়ো ফোঁটাগুলোকে এত দূর থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছিল। ও জানে মা সবার আগে বাথরুমে ঢুকে গা ধোবে। তাইই হল। মা তোয়ালেটা নিয়ে সটান বাথরুমে ঢুকে গেল। তবে যাওয়ার আগে ওর দিকে তাকিয়ে বলল, “ব্যাগে তোমার জন্য ফিস ফ্রাই আছে। বের করে খাও। তা নাহলে ঠান্ডা হয়ে যাবে।” মা বাথরুমে ঢুকে পড়তেই ও আর সময় নষ্ট করল না। ব্যাগ থেকে ফিস ফ্রাইগুলো বের করে সদগতি করতে লেগে গেল। সারাটা সন্ধ্যে কেটে গেলেও লিলিথ বা অ্যাফ্রোডাইট কেউই অ্যাকটিভ হল না। হাল ছেড়ে দিয়ে বই আর ল্যাপটপ নিয়ে পড়তে বসে গেল। তা নাহলে মা কুরুক্ষেত্র করবে। আর ও সেটা একেবারেই চায় না। ন’টার বেশ খানিকটা পরে ফোনের নোটিফিকেশন টোনটা একবার বেজে উঠল। বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর ফোনটা হাতে নিয়ে অ্যাপটা খুলে ফেলল। ওর চ্যাট বক্সে একটা চ্যাট এসেছে। দেখল লিলিথ ওকে চ্যাট পাঠিয়েছে। নামের পাশের বৃত্তটাও আবার আগের মত জ্বলজ্বল করছে। ও তাড়াতাড়ি চ্যাটটা খুলল। দেখল এক লাইন লেখা আছে। “Hi, this is Lilith”. উত্তরে কি লেখা যায় প্রথমে সেটা বুঝে উঠতে পারল না। বোকার মত লিখল, “Are you active now?” উত্তর এল অল্প একটু পরে। “Yes” এরপর কি লেখা যায় চট করে ওর মাথায় এলো না। একটু সময় নিয়ে ও লিখল, “Are you Bengali?” আবার অল্পক্ষণের বিরতি। তারপর উত্তর এল, “Yes. But why?” মুচকি হেসে কি বোর্ডে ঝড়ের মত আঙুল চালাতে শুরু করল আয়ুষ।
Posts: 2,157
Threads: 24
Likes Received: 3,936 in 1,156 posts
Likes Given: 5,118
Joined: Sep 2023
Reputation:
858
একটা নতুন ধরনের গল্প পেতে চলেছি মনে হচ্ছে। ডেটিং অ্যাপ নিয়ে আমার নিজের কোন আইডিয়া নেই। সুতরাং, গল্পটা ভালই হবে আশা করি।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 555
Threads: 7
Likes Received: 651 in 352 posts
Likes Given: 2,689
Joined: Nov 2019
Reputation:
66
খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যাও।
Posts: 29
Threads: 1
Likes Received: 188 in 29 posts
Likes Given: 0
Joined: Sep 2020
Reputation:
62
দূর্নিবার – গতকাল অনেক রাত অবধি জেগে ছিল ও। কারণ অন্য কিছু নয়, ঘুম আসেনি। কিন্তু ঘুম না আসার অবশ্য একটা সলিড কারণ আছে। আর সেটা হল তনিমা। অনেক রাত অবধি কেবল মেয়েটার কথাই মনে এসেছে ওর। না, না, কোনো খারাপ কথা বা চিন্তা নয়। ওর বলা কথাগুলোই কেবল ঘুরেফিরে ওর মনটাকে স্ট্রাইক করেছে। মেয়েটা সত্যিই খুব সাহসী। কথাগুলো ও ঠিকই বলেছে। একই লাইফ পার্টনারের সঙ্গে জীবনটাকে একই খাতে বইয়ে দেওয়াটা একপ্রকার মূর্খামী। ওর বয়সের অর্ধেক একটি মেয়ে ওর চোখ খুলে দিয়েছে। ঠিকই তো। আজ ইতুর সঙ্গে প্রায় পঁচিশ বছর কাটিয়ে দিল। এক ভাবে। কমিটেড। এক ছেলে আর এক মেয়ে। তারাও বর্তমানে কলেজে পাঠরত। বয়স কুড়ি একুশ হবে। কিন্তু আজ পর্যন্ত কি পেয়েছে ও? বউয়ের কাছে আজ পর্যন্ত একটা মিষ্টি কথা শুনতে পায়নি। তাহলে কিসের মোহে এই পঁচিশটা বছর একসাথে, একভাবে কাটিয়ে দিল? জানে না। মাথাটা কেমন গরম লাগছে। সিগারেট আর দেশলাইয়ের প্যাকেটটা সাথে নিয়ে বেডরুম লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়াল। এক চিলতে ব্যালকনি। কোণে বেশ কয়েকটা পাতাবাহারী গাছের টব। সবই ওর বউয়ের শখ। পারেও বটে। পিছন ফিরে একবার তাকাল। ইতু পাশ ফিরে ঘুমাচ্ছে। এখন ওর মাঝরাত। সিগারেটের প্যাকেটটা থেকে একটা সাদা কাঠি বের করে ধরাল। তারপর লম্বা একটা টান দিয়ে আয়েশ করে ধোঁয়ার কুণ্ডলীটাকে ভাসতে দিল বাতাসে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আরো একবার তনিমার কথা মনে এল ওর। এরকম বোল্ড আর ইন্টিমেট কথা এর আগে কখনো বলেনি মেয়েটা। সব শুনতে শুনতে ওর নিজের কানগুলো পর্যন্তও গরম হয়ে উঠেছিল। মনে হচ্ছিল কোনো পর্ণ অডিও স্টোরি শুনছে। কিন্তু একবারের জন্যও তনিমাকে থামায়নি। ইন্টারাপ্টও করেনি। এক মনে প্রত্যেকটা শব্দ শুনে গেছে চুপচাপ। মেয়েটাও প্রতিটা কথা ডিটেলসে বলে যাচ্ছিল। কথাগুলো সত্যি নাকি মিথ্যে তা ও জানে না। জানার প্রয়োজনও মনে করে না। সব কথা বলার পর যখন তনিমা অল্প একটু থেমেছে তখন প্রথম প্রশ্ন করেছিল, “তাহলে বলছো ঐ অ্যাপে লাইভ সেক্স করা বা দেখা যায়?”
- “অবশ্যই। তবে তার আগে আপনাকে আপনার পার্টনারকে রিকোয়েস্ট করতে হবে। যদি সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তবে আপনি লাইভ সেক্স দেখতে পারবেন।” তার বিখ্যাত ঠোঁটচাপা হাসিটা হেসে বলল তনিমা। তারপর অল্প কিছুটা থেমে বলল, “অবশ্য ফ্রিতে দেখতে পাবেন না, তার জন্য কিছুটা গ্যাঁটের কড়ি খসাতে হবে আপনাকে।”
- “কিরকম?” কৌতুহলী স্বরে জিজ্ঞাসা করেছিল।
- “কিরকম জানেন। লাইভ সেক্স দেখার আগে আপনাকে আপনার পার্টনারকে কিছু টিপস্ সেন্ড করতে হয়।”
- “টিপস্?!”
- “হ্যাঁ। আমি আপনার বোঝার সুবিধার জন্য টিপস্ বলছি, তবে অ্যাপে আছে স্টার। তবে ব্যাপারটা একই। আপনাকে অ্যাপের নিজস্ব স্টোর থেকে এই স্টার কিনতে হবে। যত বেশী স্টার আপনি খরচা করবেন তত বেশী এঞ্জয় করতে পারবেন।” ব্যাপরটা খোলসা করে বলল তনিমা।
- “এতে তার লাভ কি?”
- “ধরুন আমি আপনাকে সার্ভিস দিলাম। মানে আমার সেক্স আপনাকে লাইভ দেখতে দিলাম। তার বদলে আপনি আমাকে স্টার সেন্ড করলেন। সেই স্টার আমার প্রোফাইলে জমা হয়ে রইল। আমি পরে সেইগুলো অন্য কাউকে সেন্ড করতে পারবো। আমাকে পয়সা খরচা করে কিনতে হবে না। ধরুন এই স্টারই হল অ্যাপটার কারেন্সী। যার কাছে যত বেশী স্টার, সে তত বেশী বড়লোক।”
এতক্ষণে পুরো বিষয়টা ক্লিয়ার হল ওর কাছে। তনিমা অল্প একটু থেমে আবার বলল, “তবে চ্যাটটা বিনামূল্যে করতে পারবেন। ভিডিও কলটাও ফ্রি। তবে ঐটুকুই। বাদবাকী দেখতে গেলে স্টার কিনতে হবে।” ছোট্ট একটা শ্বাস ফেলে ও বলল, “বুঝেছি। এই দুনিয়ায় ফ্রিতে কিছুই হয় না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়।”
- “হক কথা।”
- “তা তোমার কত স্টার জমেছে আজ পর্যন্ত।”
- “তা প্রায় হাজার দেড়েক।” মুচকি হেসে বলল তনিমা। “আসলে আমরা মানে আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনেই প্রতি রাতে লাইভ পারফর্ম করে থাকি। তবে ভাববেন না যে শুধুই স্টার জমাই আমরা। অন্যের পিছনে খরচাও করে থাকি।”
- “তার মানে তোমরা অন্যের লাইভ সেক্সও দেখো!!” কিছুটা অবাক হয়েই জিজ্ঞাসা করল।
- “অবশ্যই দেখি। তা নাহলে বাকীরা আমাদের শো দেখবে কেন?”
- “শো?!!”
- “আমরা শো বা পারফর্মই বলে থাকি। বাকিরাও সেটাই বলে।”
- “তাহলে তোমাদের কাছে সেক্স কেবলই একটা পারফর্মেন্স। এর মধ্যে কোনো ইন্টিমেসি নেই?”
- “কে বলল নেই? সেইজন্যেই তো আমরা এই অ্যাপটা ব্যবহার করি। লাইভ পারফর্মের সময় আমাদের পার্টনাররা এমন এমন রিকোয়েস্ট করে, সব আপনাকে বললে আপনি হার্ট ফেল করবেন। সেইসব রিকোয়েস্ট রেখে আমাদের পারফর্ম করতে হয়। সবাই তাইই করে।”
- “তার মানে এককথায় সেক্সের খোলা বাজার। তাই তো?”
- “ঠিক ধরেছেন। এখানে কোনো সেন্সরশিপের বালাই নেই। সবই খুল্লামখুল্লা। আর সবথেকে সেফেস্ট বিষয় হচ্ছে এখানে না কেউ আপনাকে চেনে। না আপনি অন্য কাউকে চেনেন। এখানে আপনি বাকীদের মতোই কেবল একজোড়া চোখ। এখানে আপনি কাউকে জাজ করতে পারবেন না। কারণ এখানে সবাই সমান। সব্বাই। আপনিও।”
কথাটা তনিমা ঠিকই বলেছিল। এখানে সবাই সমান। সে নিজেও। যখন থেকে এই অ্যাপে লগ ইন করেছে তখন থেকেই ও জাজ করার অধিকার হারিয়ে ফেলেছে। ও তো সব জেনেশুনেই এখানে এসেছে। তাহলে কাউকে জাজ করাটা অনর্থক। যাই হোক। আজ বিকালে কাজের ফাঁকে এই কথাগুলোই বারবার মনে আসছিল ওর। ফোনটা হাতে তুলে নিয়ে অ্যাপটাকে খুলল। নিজের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করল। Himeros07। নামটা গতকালই ঠিক করেছিল। হিমেরস হচ্ছে একজন গ্রীক দেবতা। তবে সেক্সের। বেছে বেছে এই নামটাকেই পছন্দ করেছে। তনিমারও যে নামটা পছন্দ হয়েছে সেটা তো ও আজকেই বলেছে। অ্যাপটাতে লগইন করে বেশ কিছুটা ঘাঁটাঘাঁটি করল। প্রোফাইলটা অবশ্য ওকে তৈরী করতে হয়নি। ওটা তনিমাই করে দিয়েছে। জবাবগুলোও বেছে বেছে দিয়েছে। মেয়েটার এই বয়সেই এই বিষয়ে এরকম জ্ঞান দেখে অবাক হয়ে গেল। Interested in অপশনে ও কেবল women টাকেই চুজ করেছে। কোনো ছেলের সাথে সময় নষ্ট করার মানসিকতা ওর নেই। অ্যাপটা খুলেই তনিমার সাজেশন মতো চলে গেছে partner Suggestion অপশনে। একসঙ্গে অনেকগুলো অপশন একের পর এক আসতে শুরু করল। প্রথমেই যে নামটা সামনে এল সেটা হচ্ছে Eisheth26। নামটা বেশ আনকমন লাগল ওর কাছে। ও প্রোফাইলটা খুলল। খুব বেশী ইনফর্মেশন পাওয়া গেলনা। কেবল বয়স – ২৬ আর Dominant এই দুটো জিনিসই ওর চোখে পড়ল। কি মনে করে ঐ প্রোফাইলটায় partner Request সেন্ড করে দিল। তারপর আরো বেশ কয়েকটা প্রোফাইলে সেন্ড করল রিকোয়েস্ট। আরেকটা প্রোফাইল খুলল। সেটার নামটা বেশ ইউনিক। বেশ মিষ্টিও বটে। Lilith99। লিলি ফুলের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি? বুঝতে পারল না। লিলিথের প্রোফাইলটা অ্যাকটিভ ছিল। একটু পরেই সে ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল। কিন্তু এইসেথের প্রোফাইলটা ইনঅ্যাকটিভ ছিল। কিন্তু কেন জানিনা এই প্রোফাইলটাই ওর আকর্ষণ টেনে নিচ্ছিল বারবার। মনের মধ্যে কেমন যেন একটা টান অনুভব করতে পারছিল। কাজের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবারই ফোনটা হাতে নিয়ে নিয়ে দেখছিল। কিন্তু প্রতিবারেই হতাশ হতে হচ্ছিল ওকে। অবশেষে হাল ছেড়ে দিল। ঘরে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেল ওর। অন্যদিন আটটার মধ্যে ঢুকলেও আজ ঢুকতে ঢুকতে ন’টা পেরিয়ে গেল। ঘরে ঢুকে দেখল ডাইনিংয়ে বসে ইতু একমনে কিছু করছে। এইসময়টা ও ব্যস্তই থাকে। হয় নোটস তৈরী করে। কখনো আবার সেমিস্টারের খাতা চেক করে। আজও দেখল একমনে মোবাইলে কিসব করছে। চারপাশে একগাদা খাতাপত্র ছড়িয়ে রয়েছে। ওকে ঢুকতে দেখে ইতু ফোন রেখে বলল, “আজ এতো দেরী হল যে।” জুতো খুলতে খুলতে ও উত্তর দিল, “কাজের চাপ তো বোঝোই।” আসলে বউয়ের মুডটা আঁচ করার চেষ্টা করতে লাগল। সকালের মতই কি গরম আছে? কিন্তু দেখে যেটুকু বুঝল যে, না, আবহাওয়া বড়ই মনোরম। ফোন রেখে কিচেনের দিকে যেতে যেতে ইতু বলল, “তুমি জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে এসো। আজ ফিস ফ্রাই এনেছি। গরম করে দিচ্ছি। খাও।” ফিসফ্রাই!! তাহলে আবহাওয়া সত্যিই মনোরম। জামাকাপড় ছেড়ে এসে দেখল টেবিলে ধোঁয়া ওঠা ফিসফ্রাইয়ের সাথে চা থেকেও ধোঁয়া উঠছে। তাড়াতাড়ি সেসবের সদব্যবহার করতে লাগল। দেখল ইতু আবার মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা করছে। মাঝে মাঝে খাতায় কিছু টুকেও রাখছে। মনে হয় নোটস। খেতে খেতে জিজ্ঞাসা করল, “বুবান কোথায়?” ফোন থেকে মাথা না তুলেই ইতু জবাব দিল, “ওর ঘরে। অ্যাসাইনমেন্ট করছে।”
- “আর বুবলা?” মেয়ের কথাটাও জিজ্ঞাসা করল।
- “সে মহারানী রাজকার্য সেরে ফেরেননি এখনও। ফিরতে হয়তো মাঝরাত হয়ে যাবে। প্রতিদিনই তো হয়। হোপলেস!” শেষের কথাটা ফোন থেকে মাথা তুলে সরাসরি চশমার পুরু কাচের ফাঁক দিয়ে ওর দিকে তাকিয়েই বলল ইতু।
কথাটা ওকে বলল নাকি মেয়েকে সেটা জিজ্ঞাসা করার সাহস পেল না। এরইমধ্যে ইতুর মাথা আবার ফোনের দিকে চলে গেছে। বিপদ বাড়ার আগেই খাবার শেষ করে ব্যালকনিতে চলে এল। সাথে ফোন আর সিগারেটের প্যাকেটটা আনতে ভুলল না। ঠোঁটের গোড়ায় জ্বলন্ত সিগারেটটা ধরে রেখে ফোনটা খুলল। অ্যাপটাতে লগইন করে দেখল এর মধ্যে অনেকেই ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আবার অনেকেই ওকে রিকোয়েস্ট সেন্ডও করেছে। তাদের মধ্যে বেছে বেছে কয়েকজনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল। কিন্তু ওর মন পড়ে আছে সেই প্রোফাইলটায়। খুঁজে বের করে প্রোফাইলটায় ঢুকল। নামের পাশে বৃত্তটা জ্বলজ্বল করছে। তার মানে সে এখন অ্যাকটিভ আছে। তাহলে ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে না কেন? মনের মধ্যে একটা অস্থির ভাব অনুভব করল ও। আরো একবার রিকোয়েস্টটা সেন্ড করল। এবার অল্প একটু পরেই সেটা অ্যাকসেপ্টও হয়ে গেল। এবার আর ও দেরী না করে একটা “Hi” লিখে পাঠাল চ্যাটে। এবং আশ্চর্যের কথা প্রায় সঙ্গে সঙ্গেই ফিরতি চ্যাট এল তার কাছ থেকে।
- “Who the fuck you are???”
- “I think you should mind your language.” অল্প একটু বিরক্তি নিয়েই লিখল। সঙ্গে সঙ্গেই এক লাইনে উত্তর এল।
- “Go to HELL.” সঙ্গে একটা ইমোজি। একটা হাত, যার কেবল মধ্যমাটা উঁচু হয়ে আছে।
অর্থটা বুঝতে একেবারেই অসুবিধা হল না ওর। এরসাথে এটাও বুঝতে পারল এটা শক্ত ঘাঁটি। ওর এরকম মেয়েই পছন্দ। অবশ্য এটা যদি কোনো মেয়ে হয়ে থাকে। কথা চালাবার জন্য লিখল,
- “That’s where I have come from.”
- “You are just a pimp. Stay away.”
- “I can’t. I want to talk with you.”
- “And why should I talk with you?”
- “Just because I want to.” কথাবার্তাগুলো ক্রমেই গরম হয়ে উঠছে।
কিন্তু একটা জিনিস ও বুঝতে পারছে। উল্টোদিকে থাকা মানুষটাও কিন্তু সমানে কথা চালিয়ে যাচ্ছে। যদিও বিরক্তি প্রকাশ পাচ্ছে তার প্রতিটা কথায় কিন্তু চুপ করে থাকছে না সে। এতেই ভরসা পেয়ে আরো বেশী করে কথা চালিয়ে যাচ্ছে। পরের প্রশ্নটায় কিছুটা হলেও হকচকিয়ে গেল। আসলে প্রশ্নটার মর্মার্থ একটুও বোধগম্য হল না ওর।
- “Are you a MALE or a FEMALE?”
- “And why do you concern?” একটু ল্যাজে খেলানোর চেষ্টা করল। কিন্তু পারল না।
- “Just Answer me. Or get lost.”
- “I am a guy.” এর বেশী ঘাঁটানোর সাহস হল না।
- “I thought you a are gay.” কথাটা মজা করে বলল কিনা বুঝতে পারা গেল না।
- “Wish to test (taste) me?” ইচ্ছে করেই punning করে কথাটা লিখল যদি বরফ গলে।
- “You wish!!! Are you capable???” বিপক্ষও হারার পাত্র নয়।
- “I think so.” কথাবার্তা চলতে থাকল।
সিগারেটে শেষ টান মেরে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দেখল আরো একটা চ্যাট ঢুকছে ওর অ্যাপে। “Do you really live in Kolkata?” এই প্রশ্নের কারণটা বুঝতে পারল না। ও তাড়াতাড়ি টাইপ করল, “Yeah. But why?” কিছুক্ষণ ওপাশ সম্পূর্ণ নিরুত্তর। তাহলে কি ইনঅ্যাকটিভ হয়ে গেছে? কই না তো, সবুজ বৃত্তটা তো বেশ জ্বলজ্বল করছে। কিছুটা উদ্বিগ্ন হয়েই লিখল, “Hey, are you there?” আবারও কিছুক্ষণের বিরতি। তারপরেই চ্যাটটা এসে পৌঁছাল ওর কাছে। একলাইনের একটা প্রশ্ন। কিন্তু সেটা পড়েই গোটা শরীর জুড়ে ঘাম ছুটে গেল ওর। বারদুয়েক প্রশ্নটায় চোখ বোলাল। বুঝতে পারল না যেটা দেখছে সেটা সত্যি নাকি কোনো মজা। দূর্নিবার চোখ বড়ো বড়ো করে দেখল চ্যাটে লেখা রয়েছে, “Hey man, will you have sex with me??? I badly need this. Coz I am fucked up.”
Posts: 79
Threads: 1
Likes Received: 83 in 60 posts
Likes Given: 97
Joined: Apr 2022
Reputation:
11
•
Posts: 555
Threads: 7
Likes Received: 651 in 352 posts
Likes Given: 2,689
Joined: Nov 2019
Reputation:
66
খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যাও।
•
Posts: 240
Threads: 0
Likes Received: 156 in 111 posts
Likes Given: 389
Joined: Oct 2019
Reputation:
2
অসাধারণ হচ্ছে চালিয়ে যান । পরবর্তী আপডেটের অপেক্ষায়
•
Posts: 234
Threads: 0
Likes Received: 149 in 121 posts
Likes Given: 14
Joined: Dec 2022
Reputation:
2
•
Posts: 1,270
Threads: 1
Likes Received: 7,053 in 1,066 posts
Likes Given: 1,083
Joined: Jan 2023
Reputation:
2,619
17-03-2024, 01:54 AM
(This post was last modified: 17-03-2024, 01:57 AM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
আপনি বেশ গুছিয়ে সুন্দর করে প্লট তৈরি করছেন। পাঠক হিসেবে আগ্রহ নিয়ে পড়ছি। গল্পের চরিত্রগুলো কিভাবে পরষ্পরের সাথে সামনে জড়িয়ে যায় সেইটা দেখার অপেক্ষায় রইলাম। আর আর বেশি বেশি লিখুন।
Posts: 29
Threads: 1
Likes Received: 188 in 29 posts
Likes Given: 0
Joined: Sep 2020
Reputation:
62
ইন্দুমতি – আজকে কিভাবে বাড়ি ফিরেছে সেটা কেবল ও নিজে জানে। না। ওর সঙ্গে কোনো খারাপ ঘটনা বা দূর্ঘটনা কোনোটাই ঘটেনি। তবুও এই কথাটাই ওর বারবার মনে হয়েছে। তার কারণও অবশ্য একটা আছে। সেটা বাড়ি ফেরার পথে বারবার মনে হয়েছে। আজ বিকালে কলেজ থেকে ফেরার পথে ঝোঁকের মাথায় আগের স্টপেজে নেমে পড়েছিল। এখন বাড়ি ফিরছে। একবার মনে হয়েছিল বাস নাহোক একটা অটো বা টোটো ধরা যাক। তারপর মনে হয়েছে, থাক, একদিন হেঁটেই বাড়ি ফেরা যাক। এখন মনে হচ্ছে ভুলই করেছে সে। যাহোক কিছু একটা নিলেই ভালো হতো। হাঁটতে আর ইচ্ছে করছে না। কেমন যেন ক্লান্ত লাগছে শরীরটা। সেই সাথে কিছুটা হলেও মনটাও। ব্যাগের স্ট্র্যাপটা বারবার কাঁধ থেকে খসে পড়ছে। সেইসঙ্গে অসহ্য গরম। সারাশরীর বেয়ে ঘামের ফোঁটাগুলো গড়িয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনবরত। ব্লাউজের পিঠ আর বগলের কাছটা অনেক আগেই ভিজে গেছে। বুকের দিকটাও ভিজতে শুরু করেছে অল্প অল্প। আর সেইজন্য আরো বেশী করে গা ঘিনঘিন করছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে গা ধোওয়া অবধি ঠিক শান্তি পাওয়া যাচ্ছে না। বাড়ি ফেরার তাড়ায় পা জোরে চালানোয় একই সাথে দুটো জিনিস ঘটছে ওর সাথে। এক, ও আরো বেশী ঘেমে যাচ্ছে। এবং দুই, সেই সাথে পাল্লা দিয়ে ক্লান্তও হয়ে পড়ছে। বার তিনেক কাঁধ থেকে খসে পড়া ব্যাগের স্ট্র্যাপগুলোকে সামলে আরো কিছুটা পথ হেঁটে এগিয়ে গেল। তারপর আর পারল না। রাস্তার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে বিরাম নিতে লাগল। জল তেষ্টাও পেয়েছে প্রচন্ড। সঙ্গের ব্যাগে বোতল আছে বটে, কিন্তু জল নেই। একটু আগেই সেই অন্ধগলি থেকে বের হওয়ার আগে শেষ ঢোঁক জলটা খেয়ে এসেছে। রাস্তার ধারে কোথাও কোনো জলের কলও চোখে পড়ছে না। একটু জল ধরে খাবে সে উপায়ও নেই। চারিদিকে এখন ঘোর অন্ধকার নেমে এসেছে। রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে বাঁ হাতের কবজিতে লাগানো ঘড়িটা দেখল। ছ’টা বেজে সাতচল্লিশ। অন্তত আধঘন্টা ধরে হাঁটছে। তার বেশীও হতে পারে। তার গন্তব্যের আগের স্টপেজটা যে এত দূরে সেটা ও আগে বুঝতে পারেনি। পারলে ঐরকম হঠকারী সিদ্ধান্ত নিত না। আরো কয়েক পা এগিয়ে গিয়ে আর পারল না। রাস্তার ধারে দাঁড়িয়ে অটোর অপেক্ষা করতে লাগল। ওর পাশ দিয়ে শাঁ শাঁ করে সব গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই সময়টায় রাস্তায় বেশ ভীড় থাকে। সবারই বাড়ি ফেরার তাড়া থাকে এই সময়টায়। বেশ কয়েকটা অটোও ওর পাশ দিয়ে বেরিয়ে গেল। তবে কোনোটাই দাঁড়ালো না। হয় অটোগুলো ভর্তি, নয়তো বা ওরা ওকে খেয়ালই করেনি। বাধ্য হয়ে ও সামনের একটা ল্যাম্পপোস্টের তলায় এসে দাঁড়াল। যাতে অটোরা ওকে দেখতে পায়। হাত বাড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কিন্তু কোনো অটোই দাঁড়াল না। ইতিমধ্যে আরো মিনিট দশেক কেটে গেছে। ও ঠিক করে উঠতে পারল না, ও কি এখানেই এভাবে দাঁড়িয়ে থাকবে, নাকি আবার হাঁটতে শুরু করবে? হাঁটার কথা মনে আসতেই হাঁটুর ব্যাথাটা আরো একবার নিজেকে জানান দিল। সত্যিই এবার বয়স বাড়ছে। কিন্তু এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। হঠাৎ করে একটা অটোকে আসতে দেখল সে। এটাকে যেভাবেই হোক পাকড়াতে হবে। কাঁধের ব্যাগটা সামলে নিয়ে ও একপ্রকার প্রায় রাস্তায় নেমে পড়ল। জোরে জোরে হাত নাড়াতে শুরু করল। সৌভাগ্যক্রমে অটোর গতিও কমে এল। ধীরে ধীরে গতি কমিয়ে অবশেষে ওর প্রায় গায়ের কাছে এসে ব্রেক কষল অটোটা। তাকিয়ে দেখল ভিতরে দুজন বসে রয়েছে। তার মানে ও হাত না দেখালেও হয়তো ওর কাছে এসে দাঁড়াত। যাই হোক ড্রাইভার মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করল, “কোথায় যাবেন, মাসিমা?” ক্লান্তির মধ্যেও ‘মাসিমা’ শব্দটা বড্ড বেশী কানে লাগল ওর। তবুও সেটা মেনে নিয়ে নিজের গন্তব্যের ঠিকানা জানিয়ে জিজ্ঞাসা করল, “যাবে?” লোকটা মুখটা আবার ঢুকিয়ে নিয়ে বলল, “উঠে আসুন।” ও অটোতে উঠে বসতেই গতিপ্রাপ্ত হল সেটা। খানিক গুছিয়ে বসার পরে মনে হল এই রে, ভাড়াটাতো জিজ্ঞাসা করা হয়নি। নামার সময়ে আবার ঝামেলা করবে না তো? যাই হোক, এরপর আর হাঁটার ইচ্ছা নেই। যা নেয় নেবে। অটোর শক্ত সিটে পিঠটাকে এলিয়ে দিয়ে বসল ও। একটু হলেও আরাম পেল। বাইরে থেকে হাওয়া ঝাপটা এসে মারছে ওর মুখে। অথচ একটু আগেও কি গুমোট গরম ছিল! চোখ বোজা অবস্থাতেই একটা লম্বা দীর্ঘশ্বাস নিল।
- “আমি আবার বলছি, তুমি হঠকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছো। এতে লাভ কিছুই হবে না। উল্টে তোমার ক্ষতি হয়ে যেতে পারে।” তন্নিষ্ঠা ওর হাতটাকে খপ করে ধরে নিয়ে বলল।
- “আমার কি ক্ষতি হবে? তুমিই তো একটু আগে বললে যে, এখানে কেউ নিজের আসল নাম দেয় না। আমিও দেবো না। তাহলেই কেউ আমাকে চিনতে পারবে না। তাহলে আমার ক্ষতি কিভাবে হবে?” নিজের যুক্তির ঘুঁটি সাজিয়ে ও বলে।
- “সেটা ঠিক আছে, কিন্তু তুমি ওদেরকেই বা আইডেন্টিফাই করবে কিভাবে?” পাল্টা যুক্তি ওর দিকে ছুঁড়ে মারে তন্নিষ্ঠা।
- “সেটা তুমি হেল্প করলেই আমার কাজটা সহজ হয়ে যেত। কিন্তু তুমি তো গোঁ ধরে বসে আছো, আমাকে হেল্প করবে না। তাহলে আমার অন্ধকারে ঢিল ছোঁড়া ছাড়া আরো কোনো গতি নেই।” চোখ থেকে নেমে আসা চশমাটাকে আরো একবার যথাস্থানে পাঠিয়ে দিল।
- “দেখো, আমি তোমাকে হেল্প করতে চাইছি না, ব্যাপারটা এরকম নয়। আমি বলতে চাইছি, এত করে তোমার কোনো লাভ হবে না।” পাল্টা যুক্তি সাজানোর মরিয়া চেষ্টা করল তন্নিষ্ঠা।
- “তুমি কি চাইছো, সেটা আমার কাছে প্রাধান্য নয়। আমি কি করতে চাইছি, সেটাই মূল কথা। তুমি এবার খোলসা করে বলো, তুমি আমায় হেল্প করবে কিনা। না করলেও অবশ্য ক্ষতি কিছুই নাই, আমি একাই এসব করে নিতে পারবো। কিন্তু সময় লাগবে এই যা। তুমি থাকলে তাড়াতাড়ি হয়ে যেত দুজনে মিলে।”
- “বেশ, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমার আর কিছু করার নেই। আমি কিন্তু তোমাকে আগেভাগেই সাবধানও করেছি, বারণও করেছি। তুমি আমার কথা না শুনলে আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, বিপদে পড়লে যেন আবার আমাকে ডাকতে এসো না। আমি এসবে নেই, তা আগেভাগেই বলে রাখছি। আমাকে এসবে একদম জড়াবে না।” তন্নিষ্ঠা ওর দিকে সিরিয়াস মুখ করে বলল।
- “বেশ তাই হবে। আজকের পর আমি তোমাকে এই বিষয়ে কিচ্ছু বলবো না। তুমি কেবল আমার প্রোফাইলটা তৈরী করে দাও, তাহলেই হবে।” তন্নিষ্ঠাকে আশ্বস্ত করে বলল।
- “ঠিক আছে, দাও। তোমার ফোনটা দাও।” মুচকি হেসে তন্নিষ্ঠার বাড়িয়ে দেওয়া হাতের তালুতে নিজের ফোনটা রাখল ও।
- “মাসিমা, এসে গেছি।” ড্রাইভারের ডাকে বর্তমানে ফিরল। চোখ চেয়ে দেখল এরইমধ্যে ওকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। অটো থেকে নেমে জিজ্ঞাসা করল, “কত হয়েছে?”
- “আশি টাকা মাসিমা।” নির্লিপ্ত স্বরে বলল ড্রাইভারটা।
অন্যদিন হলে এটা নিয়ে বার্গেনিং করত হয়তো, কিন্তু আজ ইচ্ছা করল না। খুচরো আশিটাকা ধরিয়ে দিয়ে ব্যাগটা কাঁধ নিয়ে আবার হাঁটতে শুরু করল। গলির মুখের দোকানটায় দেখল গরম গরম ফিসফ্রাই ভাজা হচ্ছে। কিছু মনে করে দাঁড়িয়ে কিনে নিল বেশ কয়েকটা। ছেলেটা খেতে খুব পছন্দ করে। বরও করে, তবে ওর ভয়ে কিনতে পারে না। ফিসফ্রাই কিনে নিয়ে আবার বাড়ির পথ ধরল ও। বাড়িতে পৌঁছে দেখল ঘরটা ভেতর থেকে লক। তখনই মনে পড়ল বুবান আজ বাড়িতেই আছে। কলিংবেল টিপল। বারদুয়েক বাজানোর পরে একবার হাঁক পাড়ল, “বুবান, দরজাটা খোলো।” প্রায় সঙ্গে সঙ্গে বুবান দরজাটা খুলে দিল। ওকে পাশ কাটিয়ে ঘরের ভিতরে ঢুকল। কাঁধের ব্যাগটাকে ডাইনিং টেবিলের উপরে রাখতে আরাম হল কিছুটা। কাঁধটা যেন ছিঁড়ে যাচ্ছে ব্যাথায়। শাড়ি ব্লাউজ সবই ঘামে ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। এক্ষুণি গা না ধুলে শান্তি পাওয়া যাচ্ছে না। তোয়ালেটা হাতে নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালো। বুবান কাছেই দাঁড়িয়েছিল। ওকে দেখে ফিস ফ্রাইয়ের কথাটা মনে পড়ে গেল। পিছন ফিরে ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, “ব্যাগে তোমার জন্য ফিস ফ্রাই আছে। বের করে খাও। তা নাহলে ঠান্ডা হয়ে যাবে।” বলে আর দাঁড়ালো না। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে শাড়িটাকে খুলে ফেলল। ব্লাউজটা ঘামে ভিজে যেন ন্যাতা হয়ে গেছে। ঘামের গন্ধও ছাড়ছে। তাড়াতাড়ি ব্লাউজটা খুলে ফেলল। তারপর সায়া। সবশেষে ব্রেসিয়ার। সব জামাকাপড়গুলোকে এক জায়গায় জড়ো করে রাখল। পরে কাচতে হবে। এখন আর ইচ্ছে করছে না। শাওয়ারের হাতলটা ঘোরাতেই বেশ কিছুটা গরম জল গায়ে এসে পড়ল। সারাদিনের রোদে ট্যাঙ্কের জলটা যেন ফুটছে। তবে একটু পরেই ঠান্ডা জল আসতে শুরু করল। আঃ! কি আরাম। আরো একবার চোখ বুজে এল ওর।
গলির ভিতরে ঢুকে অ্যাপটা খুলে নিজের ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে লগ ইন করল। Aphrodite24। নামটা তন্নিষ্ঠাই নেট ঘেঁটে বের করেছে। কোনো এক দেবীর নাম নাকী। গ্রীকদের প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। যত সব ঢং! ওর একদমই পছন্দ হয়নি। তবে তন্নিষ্ঠা বলল এই অ্যাপে নাকি সব এইরকম নামই চলে। তাই অনিচ্ছা সত্ত্বেও এই নামটাকেই রাখতে হয়েছে। খুঁজে খুঁজে একটা ছবি বের করে সেটাকে আবার প্রোফাইল পিকচার করে দিল। একটা মস্তবড়ো ঝিনুকের উপরে একটা নারীমূর্তি দাঁড়িয়ে রয়েছে। সেই নারীর গায়ে যে এককণাও সুতো নেই, সেটা আশা করি বলার অপেক্ষা রাখে না। এক হাত দিয়ে সে নিজের বুক আর অন্য হাত দিয়ে নিজের তলপেটটা ঢেকে কোনোরকমে লজ্জা নিবারণ করছে। বা চেষ্টা করছে। তন্নিষ্ঠার কথায় এতে নাকি ছেলেছোকরারা ওর প্রোফাইলে হামলে পড়বে। মুখে কিছু বলতে পারল না বটে, তবে শুনে গাটা রি রি করে উঠল। কিন্তু কছু উপায় নেই, নাচতে নেমে ঘোমটা মুখের উপরে টানা অন্যায়। সেটা ও করবে না। এরপর শুরু হল প্রোফাইল তৈরী। সে এক পর্ব গেল বটে। প্রথম প্রথম প্রশ্নগুলো ঠিকই ছিল। নর্মাল। বয়স। হাইট। গায়ের রঙ। জেন্ডার – এসব। একমাত্র জেন্ডার বাদে বাকী সবই তন্নিষ্ঠা ইচ্ছা করেই ভুল লিখল। তারপর থেকে যা সব প্রশ্ন শুরু হল, তা দেখে শুনে দুজনেরই গলদঘর্ম অবস্থা। ভাবগতিক দেখে ও তন্নিষ্ঠাকে বলল, “এত বুঝে শুনে গুছিয়ে লেখার দরকার নেই। যাহোক কিছু একটা লিখে প্রোফাইলটা তৈরী করো যেভাবে হোক।” তন্নিষ্ঠাও ওর কথা বাড়ায় নি। কিছুটা আন্দাজে আর বাকিটা যাহোক কিছু একটা ক্লিক করে বেরিয়ে গেল। কেবল Interested in এর বেলায় ও তন্নিষ্ঠাকে দাঁড়াতে বলল। তারপর কিছু একটা ভেবে বলল, “Both অপশনটা দাও।” তন্নিষ্ঠা কৌতুহল ভরে একবার ওর দিকে তাকাল। কিছুটা জবাবদিহির ভঙ্গিতে বলল, “Both না করলে মেয়েগুলোকে ধরতে পারবো না।” তন্নিষ্ঠাও আর কথা বাড়াল না। চুপচাপ করে গেল সব কিছু। সবশেষে ওকে জিজ্ঞাসা করল ফেস ব্লার করবে কিনা। ওতে ও হ্যাঁ বলল। আর লোকেশনও কলকাতাই লিখল। প্রোফাইলটা তৈরী শেষ হওয়ার পর দুজনেই ঘেমে নেয়ে একসা। ফোনটা ওর হাতে ফেরত দিয়ে তন্নিষ্ঠা বলল, “আরো একবার ভেবে দেখো।” ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ও বলল, “আমার ভাবা হয়ে গেছে।”
গলির মধ্যে লগ ইন করার সাথে সাথেই একটা নোটিফিকেশন ঢুকল ওর অ্যাপে। আঙুল বুলিয়ে সেটাকে খুলে ফেলল। দেখল লেখা আছে Baphomet34 wants to be your partner. নীচে দুটো অপশন আছে। Accept আর Decline. মনের মধ্যে একটা দোলাচল শুরু হল। কি করবে একমূহুর্তের জন্য বুঝে উঠতে পারল না। নামটা আরো একবার পড়ল বিড়বিড় করে। Baphomet34। এটা কোনদেশী নাম বুঝতে পারল না। আরো একবার আঙুল বুলিয়ে প্রোফাইলটাকে খুলে ফেলল। 27, Male, Dominant, interested in Women, lives in Kolkata – অপশনগুলোকে এক এক করে চোখ বুলিয়ে যেতে লাগল। খুব বেশীদূর যাওয়ার ইচ্ছা হল না যদিও। গেলও না। এটা কে? কলেজের কেউ? নাকি অন্য কেউ? প্রোফাইল দেখে তো কিছুই বোঝার উপায় নেই? যদি অপরিচিত কেউ হয়? তাহলে তো কেবল সময় নষ্ট করা হবে। আর এটা ও একদমই চায় না। কিন্তু এটা যদি ওর কলেজের কেউ হয়? তাহলে তো একটা সুযোগ নষ্ট হয়ে যাবে। ও ঠিকই বলেছিল। অন্ধকারে ঢিল ছোঁড়াই না হয়ে দাঁড়ায় শেষপর্যন্ত। কিন্তু কিছু তো করার নেই। একটা চান্স নিতেই হবে। আর বেশী না ভেবে Accept অপশনটায় ক্লিক করেই দিল। তারপর তাড়াতাড়ি অ্যাপটা থেকে বেরিয়ে এল। গা ধোওয়া সেরে একটা ম্যাক্সি অঙ্গে জড়িয়ে বাথরুমের বাইরে এল। এসে দেখল বুবান খাওয়া সেরে নিজের ঘরে চলে গেছে। পড়াশোন করছে হয়তো। কিচেনে ঢুকে এক কাপ চা বানিয়ে নিল নিজের জন্য। মাথাটা কেমন যেন টিপটিপ করছে। ডাইনিংয়ের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল আটটা বেজে সাতাশ। ওর ফিরতে অনেকটাই দেরী হয়েছে আজকে। অন্যান্যদিন এই সময় ওর রাতের খাওয়ার তৈরী হয়ে যায়। তারপর বসে কলেজের ছেলেমেয়েদের অ্যাসাইনমেন্ট চেক করতে। আজকে এক্ষুণি রান্না করতে ইচ্ছা করছে না। পরে করবে। তার চেয়ে ছেলেমেয়েদের অ্যাসাইনমেন্টগুলোই একটু চেক করা যাক। বই, নোটস, খাতা, ফোন নিয়ে বসল। আধঘন্টারও বেশী কাজ করার পরে ঘাড়টা টনটন করতে শুরু করল। ডান হাতে ঘাড়টা আলতো ম্যাসাজ করতে করতে ফোনটাকে হাতে তুলে নিল। কি মনে হতে অ্যাপটাকে খুলে ফেলল। তবে খোলার আগে একবার বুবানের ঘরের দিকে তাকিয়ে নিতে ভুলল না। ছেলেটা দেখে ফেললে মুশকিল হবে। নিশ্চিন্ত হয়ে অ্যাপটাকে খুলল। খুলতেই দুটো জিনিস চোখে পড়ল ওর। এক, ব্যাফোমেট ওকে চ্যাট পাঠিয়েছে। “Hi sexy! What’s up!!” ভাষার কি ছিরি!! ইচ্ছে করছে কষে দুটো থাপ্পড় মারি। বিরক্তি সহকারে চ্যাটটাকে কেটে দিতেই আরো একটা জিনিস চোখে পড়ল ওর। আরো দুটো পার্টনার রিকোয়েস্ট এসেছে। নামদুটো পড়ল। একটা হচ্ছে Cupid69। আর অন্যটা হল Eisheth26। নামদুটোর মানে কোনোটাই ও বুঝতে পারল না। শুধু এটুকু বুঝতে পারল। কিউপিড ছেলে আর এইসেথ মেয়ে। অল্প একটু ভেবে দুজনেরই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল ও। তারপর অ্যাপটাকে একটু বোঝার জন্য এদিক সেদিক ঘুরতে লাগল। দেখে যা বুঝল এর থেকে নরকও বুঝি পরিষ্কার হবে। ঘেন্নায় অ্যাপটাকে বন্ধ করতে গেল কিন্তু পারল না। কারণ অ্যাপটা বন্ধ করার আগে একটা চ্যাট এল। কিউপিড পাঠিয়েছে। লেখা আছে, “Hi, Aphrodite, want to be my friend?” লেখাটা পড়ে ও বুঝতে পারল এটা আগেরটার মত কেউ নয়। তা নাহলে এভাবে বন্ধু হতে চাইত না। ও উত্তরে লিখল, “Of course.” ঠিক সেই সময়েই ঘরের দরজাটা খুলে গেল। মুখ তুলে সামনের দিকে তাকিয়ে দেখল। বর ঢুকছে। আজ ওরও দেরী হয়েছে ফিরতে। বরকে ঢুকতে দেখে ফোনটাকে চোখের সামনে থেকে নামিয়ে নিয়ে বলল, “আজ এতো দেরী হল যে।” বর জুতো খুলতে খুলতে উত্তর দিল, “কাজের চাপ তো বোঝোই।” কিন্তু তখন আর বরের কথায় ওর মন নেই। কারণ ওর চোখ চলে গেছে হাতে ধরা ফোনটার উপরে। ও দেখতে পেল চ্যাট বক্সে লেখা ফুটে উঠেছে ইতিমধ্যে, “Are you free now? Want to talk with you.” কপালে ঘাম জমে উঠতে শুরু করল। ফিরতি উত্তরে কেবল “Not now.” টাইপ করে উঠে পড়ল। তারপর ফোনটাকে রেখে দিয়ে কিচেনের দিকে যেতে যেতে ইন্দুমতি বরের উদ্দেশ্যে বলল, “তুমি জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে এসো। আজ ফিস ফ্রাই এনেছি। গরম করে দিচ্ছি। খাও।”
Posts: 2,157
Threads: 24
Likes Received: 3,936 in 1,156 posts
Likes Given: 5,118
Joined: Sep 2023
Reputation:
858
ভালো লাগছে।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 240
Threads: 0
Likes Received: 156 in 111 posts
Likes Given: 389
Joined: Oct 2019
Reputation:
2
নিয়মিত গল্প লিখে যান দাদা!!! শুভকামনা এগিয়ে যান,,,
লাইক রেপু দিয়ে পাশে আছি!!!
•
Posts: 555
Threads: 7
Likes Received: 651 in 352 posts
Likes Given: 2,689
Joined: Nov 2019
Reputation:
66
খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও।
•
Posts: 29
Threads: 1
Likes Received: 188 in 29 posts
Likes Given: 0
Joined: Sep 2020
Reputation:
62
সুনির্মল – আজকের গোটা দিনটাই এককথায় বেকার গেল। যদিও সন্ধ্যের পর থেকে একটু ভালো চলছিল। কিন্তু বাড়ি ফেরার পর আবার যে কে সেই। রাই মাঝেমধ্যে এমন ওভার রিঅ্যাক্ট করে ফেলে, যে বলার কথা নয়। ও যে একজন পুরুষ মানুষ, তার উপর ওর বর, সেটাই বোধহয় মাঝে মাঝে ও ভুলে যায়। শোওয়ার ঘরে বিছানায় শুয়ে শুয়ে এই কথাগুলোই ভাবছিল। এই যে একটু আগে রাই যেটা করল ওর সাথে, সেটা কি উচিত হয়েছে? না হয় একটু আধটু ড্রিঙ্ক করেছে, তাতে কি এমন মাথায় আকাশ ভেঙ্গে পড়ল, সেটাই ও বুঝে উঠতে পারছে না। ও কি বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করা, একটু আনন্দ ফূর্তি করাও বন্ধ করে দেবে? তাও তো এখন শুধু অফিস থেকে ঘর। আর ঘর থেকে অফিস। এর বাইরে জগৎ আছে বলে তো ভুলেই গেছে একপ্রকার। আর বন্ধু বলতে তো ঐ একজনই। তাপস। ওর পাল্লায় পড়ে মাঝেসাঝে এক-দু পাত্তর হয়। সব কথা কি ধরলে হয় রে বাপু। রাই কেমন জানি একটা হয়ে যাচ্ছে দিন দিন। আগে কিন্তু এরকম মোটেও ছিল না। এখন সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে ধরে। আর মুখের উপরে উত্তর দেয়। এই যেমন আজকে সকালেই। রোজই চান টান করে দেখে রাই ব্রেকফাস্ট রেডী করে উঠতে পারে না। তার ফলে রোজই ওর অফিস যেতে দেরী হয়। সেই কথাটাই ও আজকে রাইকে বলেছিল। তার উত্তরে রাই ওকে একগাদা কথা শুনিয়ে দিয়েছিল। তার উত্তরও ওর কাছেও ছিল। কিন্তু ঐ যে বলে না, কথায় কথা বাড়ে। তাই ও আর কথা বাড়ায় নি। কিন্তু অফিসে গিয়েও কি শান্তি আছে? বসের ধাঁতানি ওর কপালে বাঁধা। টিফিন টাইমে ও আর তাপস একই সঙ্গে টিফিন করে। তাপস ব্যাচেলর। বিয়ে করেনি। বয়স ওরই মতো হবে। তিনকূলে কেউই নেই। একদম ঝাড়া হাত পা। ব্যাটার ঐ জন্যেই অত ডাঁট। বিয়ে করলে বুঝতে পারত। সে যাই হোক। রোজই টিফিনের সময় বিভিন্ন জিনিস নিয়ে ওদের মধ্যে কথা হয়। খেলা-সিনেমা-পলিটিক্স সবরকমের পাঁচমেশালী কথা হয়। আজকের বিষয় ছিল সেক্স। এই জিনিসটা নিয়ে এত কানাঘুষো হয় কেন, সেটা ও আজও বুঝতে পারেনি। ওর জীবনে রাইই একমাত্র নারী। কলেজে ওর থেকে জুনিয়র ছিল। তবে প্রেমটা বেশ মাখো মাখোই ছিল দুজনের। রাইকে প্রথম কিস করাটাও ওর মনে আছে। তখন ওরা দুজনেই কলেজে পড়ে। সেই বছর রিলিজ হল শাহরুখ খানের বীর-জারা। রাই যাকে বলে শাহরুখের অন্ধ ভক্ত। আর ও আমীরের। তবুও রাইয়ের বায়না রাখতে দুজনে গিয়েছিল সিনেমাটা দেখতে। তখন চারিদিকে এত মাল্টিপ্লেক্সের রমরমা ছিল না। আর থাকলেও, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার মত রেঁস্ত ওর পকেটে ছিল না। কলেজের কাছেই একটা সিঙ্গল স্ক্রিণে দুপুরের শোতে গিয়েছিল ওরা। টিকিটটা কেটে দিয়েছিল কিন্তু তাপসই। একমাত্র সে-ই জানত ওদের প্রেমের কথা। টিকিট দুটো ওর হাতে ধরিয়ে দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল, “কর্ণারের টিকিট আছে কিন্তু। এবার আর গান্ডুর মতো শুধু সিনেমা দেখেই ফিরে আসিস না যেন। বন্ধুর মুখটা রাখিস, ভাই।” প্রথমে বন্ধুর মুখে এই কথা, তার উপরে মুচকি হাসি দেখে সেদিন সত্যিই ওর লজ্জা লাগছিল। ওর স্পষ্ট মনে আছে সেদিনের টিকিটের টাকাটা আজও তাপসকে দিয়ে ওঠা হয়নি। ও-ও চায়নি অবশ্য। সে যাই হোক। কথাটা বলেই তাপস চলে গিয়েছিল ওখান থেকে। ও চলে যেতেই রাই জিজ্ঞাসা করেছিল, “তোমার কানে কানে কি বলে গেল গো?” ও কথা ঘুরিয়ে বলেছিল, “ও কিছু না। চলো। শো শুরু হয়ে যাবে।” রাই আর কোনো কথা বলেনি। কেবল মাত্র একবার ভ্রু দুটো কুঁচকে ওর দিকে তাকিয়েছিল। রাই কি কিছু বুঝতে পেরেছিল সেদিন? এইকথাটা ও কোনোদিন রাইকে জিজ্ঞাসা করেনি। কি হবে সব কথা জেনে? সিনেমা হলের অন্ধকার ঘরটাতে ঢুকতে গিয়ে ওর সেদিন কি ভয়ই না পাচ্ছিল। আজ সেসব কথা মনে পড়লে হাসি পায়। এর আগে অনেকবার রাইয়ের সঙ্গে একলা সিনেমা দেখতে গেছে। কোনোবার এরকম ফিলিংস হয়নি। আজ মনে হচ্ছে কি যেন একটা নিষিদ্ধ কাজ করতে চলেছে ও। রাইয়ের হাতটাকে শক্ত করে নিজের মুঠোয় ঢুকিয়ে নিয়ে চুপচাপ নিজেদের সিটে গিয়ে বসল। একে দুপুরের শো। তার উপরে কর্ণার সিট। সোনায় সোহাগা যাকে বলে। মনে মনে তাপসকে থ্যাঙ্কস জানতে ভোলেনি। কাছে পিঠে লোকজন বিশেষ নেই। যে কজন আছে সবই ছড়িয়ে ছিটিয়ে। ওদের দু তিনটে রো আগে আরো দুজন বসে আছে। দেখেই বোঝা যায় কাপল। হয়তো ওদের মতোই কলেজ কেটে সিনেমা দেখতে এসেছে। হয়তো ওদেরও কোনো বন্ধুই টিকিটি কেটে এনে দিয়েছে। হবে হয়তো। সিনেমা শুরু হল। পর্দা জুড়ে বুড়ো শাহরুখকে দেখেই রাইয়ের কি চিৎকার! পারলে সিট ছেড়ে পর্দার উপরে গিয়ে পড়ে। অনেক কষ্টে শান্ত করে বসাতে হয় ওকে। কিন্তু এক একটা সিনে বাচ্চা মেয়ের মত হাততালি দিয়ে উঠছে। যদিও তাতে কারোরই অসুবিধা হচ্ছে না। সবাই ওর মতই মজা নিচ্ছে। ইন্টারভ্যালের পর ও উঠে গিয়ে এক প্যাকেট পপ কর্ণ কিনে আনল। সিনেমা আবার শুরু হতেই রাই একটা করে নিজে খাচ্ছে, আর একটা করে ওকে খাইয়ে দিচ্ছে। ওর মন কিন্তু সিনেমায় নেই। বারবার তাপসের বলা কথাগুলো মনে আসছে। একবার আড়চোখে দেখল রাইয়ের চোখ পর্দার সাথে সেঁটে গেছে। ও আলতো করে ওর ডানহাতটা রাখল রাইয়ের বাঁ পায়ের উপরে। এর আগে ও অনেকবার রাইয়ের শরীর ছুঁয়েছে। কখনও অজান্তে। আবার কখনও জেনে শুনে। কিন্তু আজকের স্পর্শটাই যেন আলাদা। ওর গোটা শরীর জুড়ে একটা শিহরণ খেলে গেল। বুকের মধ্যে কিছু একটা লাবডুব করে যাচ্ছে অনবরত। গলার কাছে দলা পাকিয়ে আছে কিছু একটা। এরপরেই একটা চমক। রাই একটা আলতো হাত রাখলো ওর হাতের উপরে। রাইয়ের গরম হাতের স্পর্শ যেন ওর শরীরের ছ্যাঁকা লাগিয়ে দিচ্ছে। ও চাইছে নিজের হাতটা সরিয়ে নিতে। কিন্তু পারছে না। রাই এখন শক্ত করে ওর হাতটা ধরে আছে। ও শরীরের সব ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারল সময় উপস্থিত। তিলার্ধ সময়ও অপচয় না করে ডানহাতটা দিয়ে রাইয়ের পাতলা কোমরটা ধরে নিজের দিকে টান দিল আলতো করে। রাই কোনো বাধা দিল না। কেবল একবার ওর চোখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে নিজের চোখদুটোর বন্ধ করে নিল। ও নিজের মুখটা রাইয়ের মুখের আরো কাছে নিয়ে গেল। চেষ্টা করল ওর নরম ঠোঁট দুটো ছোঁয়ার। পারল না। চেয়ারের হাতল দুটো খামোকা বাধা সৃষ্টি করছে। বিরক্ত হয়েই রাইয়ের শরীরটাকে নিজের দিকে টেনে নিতে চাইল আরো কিছুটা। তাতে বিপদ আরো বাড়ল। ওর আচমকা টানে টাল সামলাতে না পেরে রাইয়ের শরীরটা হুমড়ি খেয়ে পড়ল ওর বুকের উপরে। নিজের বুকের মাঝে সেই প্রথমবার টের পেয়েছিল রাইয়ের নরম বুকদুটোর কোমল স্পর্শ। চুড়িদারের তলায় ব্রা। আর ব্রা ভেদ করে নরম বুকদুটোর স্পর্শ অনুভব করতে পারছিল ও। এতকিছুর পরেও রাই চোখ খোলেনি। এতক্ষণে ওর ঠোঁটদুটো নাগালের মধ্যে এসেছে। এই সুযোগ। আর দেরী না করে রাইয়ের ঠোঁটদুটোর উপরে নামিয়ে আনল নিজের ঠোঁটদুটোকে।
বালিশের পাশে পড়ে থাকা ফোনটা হাতে তুলে দেখল, এখন ন’টা বেজে ষোলো মিনিট। বাইরের ঘর থেকে টিভির আওয়াজ ভেসে আসছে। রাই এখন সিরিয়ালে মত্ত। বিছানা থেকে উঠে বিড়ালের মত করে পা টিপেটিপে দরজার কাছে গিয়ে পৌঁছাল। একবার বাইরে উঁকি মেরে দেখল। রাই সোফায় বসে টিভি দেখছে একমনে। সন্তর্পণে দরজাটা বন্ধ করে দিয়ে ছিটকিনি তুলে দিল। সাবধানের মার নেই। বিছানায় ফিরে এসে ফোনটা হাতে নিয়ে প্রথমেই অ্যাপটা খুলে ফেলল। ইউজার নেম আর পাসওয়ার্ড লিখে লগ ইন করল। Cupid69। নামটা তাপসই দিয়েছে। শালা, জাতে মাতাল হলেও তালে কিন্তু একদম ঠিকঠাক। কিউপিড হচ্ছে নাকী রোমানদের প্রেমের দেবতা। এসব বিষয়ে শালার জ্ঞান প্রচুর। ও এসব জানে শোনে না খুব একটা। “আর 69 টা কেন দিলাম, সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস...” বলে ওর দিকে চোখ মেরে খানিকক্ষণ খিকখিক করে হাসল হারামীটা।
- “দাঁত না কেলিয়ে বলবি এটা কী?” বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল।
- “গুপিযন্ত্র!!” বলে আরেক দফা খিকখিক করে হাসল তাপস।
- “ধুর বাল! বলবি তো বল, তা নাহলে আমি এখনই ডিলিট করে দিচ্ছি।” তাপসের হাত থেকে ফোন ছিনিয়ে নিতে গিয়েও পারল না।
- “অ্যাই খবরদার। একদম ডিলিট করবি না, বলে দিচ্ছি। আমার দিব্যি রইল।” মেয়েদের মত গলা করে বলল তাপস।
- “শালা, মালের ঘোরে আবার ফালতু বকছিস?”
- “যখন এটা চালাবে, তখন বুঝবে কে ফালতু বকছে।”
বলে নিজেই কিসব টেপাটেপি করতে শুরু করল ওর ফোনে। তারপর একটু পরে ওর কোলের উপরে ফোনটাকে ছুঁড়ে দিয়ে বলল, “এই নে, তোর প্রোফাইলটা যা তৈরী করে দিয়েছি না, দেখবি এক একজন মাল এসে ভীড় করছে। তুই শুধু বাবু হয়ে বসে শো দেখে যাবি। আর এঞ্জয় করে যাবি।”
- “আমি কিন্তু এখনও বুঝতে পারছি না, এটায় কি হয়। আলবাল না বকে, বলনা বাবা, এটার কাজটা কি।” বন্ধুর কাছে কাতর মিনতি জানায় ও।
- “তুই পানু দেখেছিস কখনো?” হঠাৎ জিজ্ঞাসা করল তাপস।
- “মানে!?”
- “মানে পানু, ব্লু ফিল্ম, নোংরা ছবি, যাতে ছেলে মেয়েরা মিলে ‘ইয়ে’ করে রে, গান্ডু।” দাঁত খিঁচিয়ে বলে তাপস।
- “পানু মানে কি আমি তা জানি। আমি বলতে চাইছি এই কথা হঠাৎ জিজ্ঞাসা করছিস কেন?” বন্ধুকে বুঝিয়ে বলার চেষ্টা করে।
- “কারণ আছে। বলনা বাবা, দেখেছিস নাকি।” অধৈর্য হয়ে বলে তাপস।
- “দেখেছি।” বাধ্য হয়ে বলে ও।
- “লাইভ দেখেছিস কখনো? মানে তোর নিজের নয়, অন্য কারোর। ধর। তুই বসে আছিস একটা চেয়ারে। আর তোর সামনে একটা ছেলে আর একটা মেয়ে সেক্স করছে। একদম খুল্লামখুল্লা। যেমনটা পানুতে দেখায় সেরকম। কিন্তু এখানে এটা লাইভ। যেন চাইলেই তুই হাত বাড়ালে তাদের স্পর্শ করতে পারবি। ছুঁতে পারবি। তুই চাইলে ওদের যা খুশী অর্ডার করতে পারিস। তুই যেমন যেমন অর্ডার করবি, ওরা তেমন তেমন করেই করবে। বাধ্য ছেলেমেয়ের মত।”
- “বলিস কি?!!” এইটুকু শুনেই ওর কপালে চোখ উঠে যায়।
- “তাহলে আর বলছি কি? শুধু তাইই নয়, তুই চাইলে ওদের সঙ্গে ইনভল্ভও হতে পারবি। অবশ্য তারা যদি এমনটা চায় তবেই। আর তার জন্য পকেট একটু খালি করতে হবে।”
- “তুই তাহলে এসবের কথা বলছিলিস এতক্ষণ?” এখনও ওর এসব বিশ্বাস হয় না।
- “তবে আর বলছি কি, প্রতি রাতে আমার শোওয়ার ঘরে আমার প্রাইভেট শো চলে। বুঝেছিস? তোকেও একদিন দেখাবো।”
- “আমিও এটা করতে পারবো?”
- “আলবৎ পারবি। তাই তো বলছি, এটা অ্যাপ নয়, আলাদিনের চিরাগ। কেবল ঠিকমতো করে ঘষতে জানা চাই। বুঝলি গান্ডু?”
লগইন করার পর ও সোজা চলে গেল পার্টনার সাজেশন অপশনে। এই অ্যাপের প্রতিটা ঘাঁতঘোঁত ওকে তাপস বুঝিয়ে দিয়েছে। এও বুঝিয়ে দিয়েছে কীভাবে চার ফেলে মাছ ধরতে হয়। আর সেই মাছকে কিভাবে খেলিয়ে পাড়ে মানে বিছানায় তুলতে হয়। তাপসের কথা অনুযায়ী ও প্রথমেই কম বয়সী মেয়ের প্রোফাইল খুঁজতে শুরু করল। ২৩-২৪-২৫-২৬ যাই হোক। এর বেশী নয়। সাজেশন অপশনে অনেকগুলো প্রোফাইল ভীড় করে এসেছে। একটা সুবিধে আছে অবশ্য। লোকেশন কলকাতা হওয়ার কারণে সবই নিশ্চয়ই কাছেপিঠের হবে। দেখেশুনে গোটা ছয়েক প্রোফাইলে পার্টনার রিকোয়েস্ট সেন্ড করল। তারমধ্যে একটা অল্পক্ষণের মধ্যেই অ্যাকসেপ্টও করল ওর রিকোয়েস্ট। এত তাড়াতাড়ি যে ব্যাপারটা হবে সেটা ও বুঝতে পারেনি। প্রোফাইলটায় ঢুকতেই নামটা আগে পড়ল ও। Aphrodite24। ২৪ বছরের মেয়ে। নামের মানেটা বুঝতে পারল না। প্রোফাইলটা দেখেও কিছু বুঝতে পারল না। কিন্তু কি করা যায়। তাপসের গুরুবাক্য মনে পড়ল। চার ফেলতে হবে। তাড়াতাড়ি চ্যাট অপশনে গিয়ে লিখল, “Hi, Aphrodite, want to be my friend?” টাইপ করার সময় ওর আঙ্গুলগুলো থর থর করে কাঁপছিল। বুকটা ঢিবঢিব করছে। সেন্ড করার পর অল্প কিছুক্ষণের বিরতি। ও ভেবেছিল ওপাশ থেকে হয়তো কোনো জবাব আসবে না। কিন্তু উত্তর এল। এবং প্রায় সঙ্গে সঙ্গেই এলো বলা চলে। জবাবটা পড়ে ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। দুটো শব্দে উত্তর লেখা আছে। “Of Course.” এত তাড়াতাড়ি যে ফিরতি জবাব পাবে সেটা ও একদমই আঁচ করতে পারেনি। এরপর কি লেখা যায় এটা ভাবতেই কিছুটা সময় কেটে গেল। কিছুটা একটা লিখতে হবে। তা নাহলে ওপাশের মেয়েটা কি ভাববে? কি ক্যাবলা রে বাবা! চ্যাট করতেও জানে না। ও তাড়াতাড়ি টাইপ করতে লাগল। “Are you free now? Want to talk with you.” এবার ও আশা করেছিল সদর্থকই কোনো জবাব আসবে। কিন্তু এবার ওকে নিরাশ হতে হল। কারন আবার দুটো শব্দেই উত্তর এসেছে। কিন্তু এবার উল্টো। “Not Now.” জবাবটা পড়ে বেশ কিছুটা দমে গেল ও। কিন্তু এভাবে হেরে গেলে তো হবে না। কিছু একটা লিখতে যাবে, হঠাৎই প্রোফাইলটা ইনঅ্যাকটিভ হয়ে গেল। মনটা সত্যি করেই খারাপ হয়ে গেল। বোধহয় ও একটু তাড়াহুড়ো করে ফেলেছে। যাইহোক পরে আবার চেষ্টা করে দেখতে হবে। ফোনটা রেখে দিতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যাপে একটা নোটিফিকেশন এল। Eisheth26 accepts your request. Now you can chat with HER. Eisheth26। আগেরটার মতো এর মানেও ও বুঝতে পারল না। তবে আবার আগের মতোই চ্যাটে “Hi, Eisheth, want to be my friend?” লিখে পাঠাল। কিন্তু এবারে ফল হল উল্টো। একটু পরেই জবাব এলো। “Fuck off, Pimp.” ও বুঝতে পারল এটা শক্ত ঘাঁটি। সময় দিতে হবে। আবারও নিরাশ হয়ে ফোনটা রেখে দিতে যাচ্ছিল। কিন্তু বিধি বাম। এবারেও তা পারল না। কারণ একটা নতুন চ্যাট এসে জমা হয়েছে ওর চ্যাট বক্সে। তাড়াতাড়ি সেটা খুলে দেখল আবার অ্যাফ্রোডাইট। চ্যাটে লেখা রয়েছে। “Now I am free. We can talk freely.” নতুন করে একটা জোশ খেলে গেল ওর মনের মধ্যে। ফোনের স্ক্রিণের উপরে প্রায় হুমড়ি খেয়ে পড়ে টাইপ করতে শুরু করল সুনির্মল।
Posts: 555
Threads: 7
Likes Received: 651 in 352 posts
Likes Given: 2,689
Joined: Nov 2019
Reputation:
66
খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছো, দারুণ হচ্ছে। চালিয়ে যাও।
•
Posts: 240
Threads: 0
Likes Received: 156 in 111 posts
Likes Given: 389
Joined: Oct 2019
Reputation:
2
দারুণ গল্প!! এগিয়ে যান, লিখে যান মনের আনন্দে
•
Posts: 284
Threads: 0
Likes Received: 148 in 118 posts
Likes Given: 193
Joined: Jun 2019
Reputation:
10
Golpo ta besh onnorkom. ei forum er sob golper cheye aalada. kintu muskil ta hochhe choritro gulo guliye jachhe.
baki apni mam khub bhalo lekhen.
eta amar first comment jodio kintu apnar lekhar opekkhay thaki
•
Posts: 234
Threads: 0
Likes Received: 149 in 121 posts
Likes Given: 14
Joined: Dec 2022
Reputation:
2
Darun golpo. Taratari update chai
•
Posts: 29
Threads: 1
Likes Received: 188 in 29 posts
Likes Given: 0
Joined: Sep 2020
Reputation:
62
আয়ুষী – এখন সময়ের হিসাবে কটা বাজে ও জানে না। হয়তো সাতটা। কিম্বা আটটা। ন’টাও হতে পারে। আবার দশটা হলেও কিছু করার নেই। আসলে ও সময়ের হিসাবটা বর্তমানে ভুলে গেছে। গুণে গুণে নয় নম্বর সিগারেটটা বের করে খালি প্যাকেটটাকে দূরে অন্ধকারের মুখে ছুঁড়ে মারল। এর আগে এখানে বসেই আটটা সিগারেট খেয়ে শেষ করেছে। লাইটারটা দিয়ে সিগারেটটা ধরিয়ে মুখ ভর্তি ধোঁয়া ছাড়ল। অল্প একটু দূরে অন্ধকারের বুক চিরে দিয়ে বয়ে চলেছে গঙ্গা। তিন্নিদের বাড়ি থেকে বেরিয়ে ও সোজা এসে বসেছে এই গঙ্গার ঘাটে। তারপর থেকে ব্যয় হয়েছে অনেকটা সময় এবং আটটা সিগারেট। ওর চারপাশে এখন জমাট বাঁধা অন্ধকার। কেবল ওর দুই আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সামান্য লালচে আগুন। আবার একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। ঘড়ি নেই ওর হাতে। কোনোদিনই পরার অভ্যাস নেই। থাকলে হয়তো সময়টা দেখতে পারত। কিন্তু ওটা তো ফোনে দেখতে পারে। কিন্তু সেই ইচ্ছাটাও এখন আর নেই। ফোনটা ওর হাতের কাছেই একটু দূরে মাটির উপরে পড়ে রয়েছে। ও যখন এখানে এসে বসেছিল তখন বিকেলের শেষ মরা আলোটা এসে পড়েছিল ওই পৃথিবীর বুকে। ও এসে বসেছিল গঙ্গার ধারে। ও প্রায়ই এখানে আসে। এর আগে অনেকবারই এসেছে। তবে প্রতিবারই তিন্নির সাথে। তিন্নির ফেভারিট জায়গা এটা। ওরা দুজন এখানে এসে বসে। উঁহু। বসত। আর হয়তো সেই সুযোগ পাবে না। তিন্নি। পাগলী মেয়ে একটা। অন্ধকারকে কম বেশী সব মেয়েই ভয় পায়। কিন্তু তিন্নি পায় না। বরং উল্টে ও অন্ধকারকে এঞ্জয় করে। এখানে এসে বসার কারণটাই সেটা। কেবল অন্ধকারের মধ্যে বসে থাকা। আর দূর থেকে গঙ্গার ভেসে আসা জলের শব্দ শোনা। ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলল ও। কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটাকে ঘিরে। মনে আছে আজ থেকে খুব বেশী নয় দুই-তিন বছর আগের এক সন্ধ্যের কথা। এইরকমই একটা সন্ধ্যে। আবার এইরকম নয়। অন্তত এইরকম মনমরা তো নয়ই। সেদিন ওদের হায়ার সেকেন্ডারীর রেজাল্ট বেরিয়েছে। কলেজের সীমা পেরিয়ে এবার একটা নতুন জীবন। উন্মুক্ত জীবন। কলেজ থেকে রেজাল্ট নিয়ে বেরিয়ে এসে ও তিন্নিকে বলেছিল, “চ্।”
- “কোথায়?” অবাক হয়ে বলেছিল তিন্নি।
- “গঙ্গার ঘাটে।”
- “এখন!?” আবারও অবাক তিন্নি।
- “কেন? কি অসুবিধা আছে?” এবার ওর অবাক হওয়ার পালা।
- “না মানে। দ্যাখ্ আকাশের অবস্থা ভালো নয়। যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। সঙ্গে ছাতাও আনিনি। তার চেয়ে চল আমাদের বাড়ি যাই।” মেঘলা আকাশের দিকে তাকিয়ে ইশারা করে বলল তিন্নি।
- “না। আমার যখন ইচ্ছে হয়েছে তখন আমি গঙ্গার ঘাটেই যাবো। তুই বরং বাড়িই যা।” রাগ দেখিয়ে বলল ও।
- “না। তোকেও যেতে হবে না। বৃষ্টি হলে ভিজে মরবি।” তিন্নি বলল।
- “ভিজলে ভিজবো। তোর অত কিসের চিন্তা? তুই বাড়ি যাবি, যা না। কে আটকাচ্ছে!” আবার রাগ দেখিয়ে বলল ও।
- “ওরে, রাগ দেখো! আচ্ছা চ্। আমিও যাবো তোর সাথে।” মুচকি হেসে বলল তিন্নি।
- “না তোকে যেতে হবে না। আমি একাই যাবো।” ও আরোও রাগ দেখিয়ে বলল।
- “থাক। আর গোঁসা করতে হবে না। এবার চ্।” ওর হাত ধরে টেনে বলল তিন্নি।
সেদিন তিন্নির কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। গঙ্গার ঘাটে পৌঁছাবার একটু পরেই নামল ঝেঁপে বৃষ্টি। মূহুর্তের মধ্যে দুজনে বৃষ্টিতে ভিজে চান করে গেল। আকাশ মেঘলা হয়ে অন্ধকার হয়ে গেছে অনেকটাই। তার উপরে মুষলধারে বৃষ্টি। চোখে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আবার তার সাথে হঠাৎ করেই শুরু হল আকাশ চিরে বজ্রপাত। তিন্নি ওর জামার হাতাটাকে খামচে ধরে ভয় ধরা গলায় বলল, “দেখলি। আমার কথা শুনলি না। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজ।” ওর কথা শেষ হওয়ার আগেই তীব্র শব্দে আরো একটা বাজ পড়ল। চারপাশটা সাদাটে আলোয় ভরে গেল। তিন্নি আরো কিছুটা সেঁটে এল ওর শরীরের কাছে। ভয়ে আর বৃষ্টিতে ভিজে তিন্নির শরীরটা থর থর করে কাঁপছে। কাঁপছে ও-ও। কিন্তু সেটা তিন্নিকে দেখানো যাবে না। তাহলে বেচারী আরো ভয় পেয়ে যাবে। এই মুহুর্তে ওদের চারপাশে কোনো জনপ্রাণী নেই। হঠাৎই ওর চোখে পড়ল একটা সামান্য ছাউনি। সেদিকে আঙুল বাড়িয়ে ও বলল, “চল। আপাতত ঐ ছাউনিটার তলায় গিয়ে দাঁড়াই।” বলে দুজনেই তাড়াতাড়ি পা বাড়াল ছাউনিটার দিকে। কাছে এসে দেখল সেটা একটা অস্থায়ী দোকান গোছের। তবে ভিতরে কেউ নেই। মাথায় ত্রিপল থাকায় ভিতরে অন্তত জল পড়ছে না। দুজনে সেই ছাউনির তলায় ঢুকে পড়ল। ভিতরে জল পড়ছে না ঠিকই, তবে বৃষ্টির ছাঁট গায়ে এসে পড়ছে দুজনেরই। এতক্ষণ বৃষ্টিতে ভেজার ফলে দুজনেই ভিজে চান করে গেছে। কেমন যেন শীত শীত করছে। কাছেপিঠে আবার একটা বাজ পড়ল সশব্দে। তিন্নি নিজের চোখ আর কান বুজে ওর শরীরের সঙ্গে লেপ্টে গেল প্রায়। আধো আলো আর আধো অন্ধকারে ও দেখল তিন্নিকে। বেচারী ওর বুকের কাছে মাথাটা নামিয়ে চোখটা বুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। ও হাত বাড়িয়ে ওর ভেজা শরীরটাকে শক্ত করে ধরল। তিন্নি এবার চোখ খুলে ওর দিকে তাকালো। ভয়ার্ত সেই চোখে কি আরো কিছুর ছায়া সেদিন ও দেখতে পেয়েছিল? সাদা ইউনিফর্ম ভিজে গিয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হাল্কা শ্যাওলা কালারের ব্রাটা বিশ্রীভাবে ফুটে উঠেছে ইউনিফ্রমের তলা থেকে। সেইদিকে তাকিয়ে ওর মনটা হঠাৎ করেই কেমন জানি হয়ে গেল। তিন্নি কেবল ওর কাছে বন্ধু নয়। বরং তার থেকে অনেক অনেক বেশী কিছু। এই ভাবটা ওর মনে অনেক দিন ধরেই আছে। কিন্তু ও মুখ ফুটে বলতে পারেনি ওকে। ভয় হয়। যদি তিন্নি ওকে ছেড়ে দিয়ে চলে যায়। ও সেটা কিছুতেই সহ্য করতে পারবে না। তিন্নির মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখল। গোটা মুখটা জলে ভেজা। গালে, কপালে, চিবুকে, ঠোঁটে কতকগুলো বড়ো, মাঝারী, ছোটো জলের ফোঁটা ভীড় করে আছে। কয়েকগাছা চুল লেপ্টে আছে ওর কপালে। দুই আঙুলে সেগুলো সরিয়ে দিল ও। তিন্নি কিছু বলতে গিয়েও বলল না। ঠোঁটদুটোকে একবার খুলেই বন্ধ করে দিল। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল চিবুকে। তারপর আরো নীচে গড়িয়ে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে কোথাও। হঠাৎ কি জানি কিছু একটা ঘটে গেল মুহুর্তের মধ্যে। দুই হাতের মধ্যে তিন্নির মাথাটাকে আলতো করে ধরে ওর ঠোঁটদুটোর উপরে রাখল নিজের ঠোঁট দুটোকে। শক্ত করে জড়িয়ে ধরল তিন্নির ভেজা, কাঁপতে থাকা শরীরটাকে। ভেজা সাদা ইউনিফর্ম আর শ্যাওলা কালারের ব্রাতে ঢাকা কচি লেবুর মত বুকদুটো ওর বুকে ঘষা খেতে লাগল। এই স্পর্শটাই ওকে যেন বেশী করে মাতাল করে তুলছিল। দুজনের ঠোঁটদুটো কতক্ষণ একে অপরের সঙ্গে লেগেছিল ওরা নিজেরাও জানে না। ওর মনে হয় এক যুগ। হবে হয়তো। এর পরে অনেকবার ও তিন্নিকে কিস করেছে। ছুঁয়ে দেখেছে ওর তণ্বী শরীরটাকে। কিন্তু সেই বৃষ্টিভেজা সন্ধ্যের স্পর্শ আর ফেরত পায়নি। হয়তো প্রথম কিস বলেই ওটা এতটা আলাদা। এতটা স্পেশাল। তিন্নি কিন্তু সেদিন বাধা দেয়নি ওকে। নিজেকে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেনি। বরং উল্টে নিজেকে যেন সঁপে দিয়েছিল ওর কাছে। ওর হাতে। ওর বুকে। যখন ওর হাত নেমে এসেছিল ওর বুকে, তখনও ও বাধা দেয়নি। যখন ওর হাত মেপে নিচ্ছিল ওর বর্তুলাকার বুকের পরিধি, তখনও ও মানা করেনি। যখন ওর ঠোঁট শুষে নিচ্ছিল ওর শরীরের সব তাপ, তখনও ও নিষেধ করেনি। তিন্নির ইউনিফর্মের একটা বোতাম সেদিন ছিঁড়ে কোথায় পড়ে গিয়েছিল, অনেক চেষ্টা করেও ওরা খুঁজে পায় নি। কিন্তু তাতেও তিন্নি রাগ করেনি। সেদিন বাড়ি ফিরতে দুজনেরই অনেক রাত হয়ে গিয়েছিল। বকুনিও খেয়েছিল অনেক। কিন্তু তাতেও দুজনের কিছুই মনে হয়নি। বিশেষ করে ওর। তিন্নির প্রতি ভালোবাসাটা অঙ্কুরিত হয়েছিল সেদিন থেকেই। তারপর থেকে অনেকটাই সময় বয়ে গেছে। সেদিনের সেই সদ্য অঙ্কুরিত চারাগাছ আজ অনেকটাই ডালপালা মেলেছে।
দুই আঙুলের ফাঁকে নিভে আসা আগুনটাতে শেষবারের মত একটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। পাশে পড়ে থাকা ফোনের স্ক্রিণটা একবারের জন্য জ্বলে উঠে নিভে গেল। ফোনটা হাতে নিয়ে দেখল একটা নোটিফিকেশন এসেছে। অ্যাপটা গতকাল রাতেই ইন্সটল করেছিল। ওটা দেখাতেই আজ গিয়েছিল তিন্নির কাছে। ইচ্ছা ছিল ওরও একটা প্রোফাইল খুলে দেবে। কিন্তু সেটা আর হল না। ছোট্ট করে দীর্ঘশ্বাসটা ফেলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে লগ ইন করল। Eisheth26। কাল অনেক রাত অবধি জেগে এই প্রোফাইলটা তৈরী করেছে। নামটা নেটে খুঁজে খুঁজে পেয়েছে। Eisheth হচ্ছে একধরনের succubus. এরা একধরনের ডেমন বা শয়তান, যারা ঘুমন্ত মানুষের সাথে সেক্স করে তাদের আত্মাকে গ্রাস করে। নামটা একবারেতেই পছন্দ হয়ে গিয়েছিল ওর। লগ ইন করার পরে প্রথমেই যে নোটিফিকেশনটা দেখতে পেল সেটা হল Himeros07 নামে কেউ একজন ওকে পার্টনার রিকোয়েস্ট সেন্ড করেছে। Male দেখেই ইগনোর করল ও। সোজা চলে গেল সাজেশন অপশনে। পরপর কয়েকটা প্রোফাইল ভিজিট করল। কয়েকটা পছন্দও হল। তাদেরকে পার্টনার রিকোয়েস্ট সেন্ড করল। অল্প একটু পরে তাদের মধ্যে একজন ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করল। নামটা আরো একবার পড়ল ও। Aphrodite24। বয়সটা নাকী ২৪। ফেক প্রোফাইল জেনেও ওটাকেই রিকোয়েস্ট সেন্ড করেছিল। কথা বলার ইচ্ছাও ছিল। কিন্তু এখন আর ভালো লাগছে না। পরে বলবে বলে ঠিক করল। ফোনটাকে রেখে দিতে যাচ্ছিল, হঠাৎই আরো একটা নোটিফিকেশন ঢুকল ওর ফোনে। হিমেরস নামের প্রোফাইলটা থেকে আবার ওকে রিকোয়েস্ট পাঠিয়েছে। অসহ্য একটা! প্রথমে ভেবেছিল decline করে দেবে। কিন্তু তাতে লাভ কি হবে? হয়তো আবার ওকে রিকোয়েস্ট সেন্ড করবে। এইসব ছেলেদের তো আর কাজ নেই! মেয়ে দেখলেই নোলা ঝরে। তার চেয়ে অ্যাকসেপ্ট করে ফেলে রাখলেই হল। রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে মিউট করতে যাবে, তার আগেই একটা চ্যাট ঢুকল তার কাছ থেকে। লেখা আছে, “Hi.” সঙ্গে সঙ্গে তমাল দার মুখটা মনে পড়ে গেল ওর। ও যে বোনের সাথে মিশুক সেটা তমাল দা একদমই চায়নি। হয়তো কিছু একটা আন্দাজ করেছিল। আর আজকের ঘটনাটার পিছনে যে তমালদার হাত রয়েছে তাতে ও দুশো শতাংশ নিশ্চিত। এই জন্যেই ওর কোনো ছেলেকেই পছন্দ হয় না। এটাও মনে হচ্ছে সেইরকমই একজন চ্যাংড়া হবে। একে যে করেই হোক থামাতে হবে। ও লিখে পাঠাল, “Who the fuck you are???” ও ভাবল এতে বুঝি ওর শিক্ষা হবে। কিন্তু কুকুরের লেজ চিরকাল বাঁকাই থাকে। প্রায় মুহুর্তের মধ্যে উত্তর এলো, “I think you should mind your language.” শালা বোকাচোদা! জ্ঞান চোদাতে এসেছে! গা জ্বলে যায়! “Go to HELL.” লিখে একটা middle fingered ইমোজি পাঠিয়ে দিল। ও ভাবল এতেই বোধহয় ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ ওপাশ নিস্তব্ধ। মনে মনে ও খুশীই হল। শান্ত হয়েছে হারামীটা। কিন্তু না। ভুল ভেবেছিল ও। আবার একটা চ্যাট ঢুকল। অনিচ্ছা সত্তেও খুলে দেখল, “That’s where I have come from.” শালা সেয়ানা সাজছে। মুখের মত একটা জবাব দিতেই হবে। তাড়াতাড়ি লিখল, “You are just a pimp. Stay away.” এবার উত্তর এল, “I can’t. I want to talk with you.” এই তো শালা, পথে এসো! মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। “And why should I talk with you?” উত্তর এল, “Just because I want to.” শালা কোথাকার রাজা উজির এলো রে। দাঁড়া তোর ব্যবস্থা করছি। এটা যে কোনো চ্যাংড়া ছেলের প্রোফাইল তাতে কোনো সন্দেহ নেই। তবুও ও লিখল, “Are you a MALE or FEMALE?” ও বাজিয়ে দেখতে চাইল। আবারও ঘোরা পথে জবাব এল, “And why do you concern?” ওভারস্মার্ট সাজা বের করছি। “Just answer me. Or get lost.” এবারের জবাবটা পড়ে ও মুচকি হাসল। এতক্ষণে ওষুধে কাজ ধরেছে। “I am a guy.” ও মুচকি হেসে তাতাবার জন্য লিখল, “I thought you are a gay.” কিন্তু শালা ভাঙ্গবে তবু মচকাবে না। লিখে পাঠিয়েছে, “Wish to test (taste) me?” সারাদিন তো মাথায় কেবল একটা জিনিসই ঘুরছে। মুখ বাঁকিয়ে লিখল, “You wish!!! Are you capable???” উত্তর এল “I think so.” ও কিছু একটা লিখতে যাচ্ছিল। তার আগে একটা নোটিফিকেশন ঢুকল। ক্লিক করে দেখল কে একটা Cupid69 নামের প্রোফাইল থেকে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আরো একটা ছ্যাঁচড়া। ঝোঁকের মাথায় ওকেও অ্যাকসেপ্ট করে দিল। তাকে কড়া করে একটা চ্যাট লিখবে ভাবল। কিন্তু তার আগেই সেখান থেকে চ্যাট এল। “Hi, Eisheth, want to be my friend?” পড়েই গা জ্বলে গেল ওর। শালা এখনো কথা বলতে শেখেনি। জবাবে লিখল, “Fuck off, Pimp.”
আবার একটা নোটিফিকেশন ঢুকল ফোনে। না। এবার আর অ্যাপে নয়। বরং হোয়াটসঅ্যাপে। খুলে দেখল ওদের বাউন্ডুলে ব্যান্ডের গ্রুপে মেসেজ ঢুকেছে। তমাল দা লিখেছে। “Guys, আমি আর তিন্নি এই ব্যান্ডে থাকব না। আমরা ব্যান্ড ছেড়ে দিচ্ছি।” প্রায় সাথে সাথেই আরো খান চারেক ম্যাসেজ ঢুকল গ্রুপে। সবাই জানতে চাইছে কারণ কি। তমাল দা আবার মেসেজ করল, “কালকে বিকালে সবাই আমাদের বাড়িতে এসো। এই বিষয় নিয়ে আলোচনা হবে।” সবাই জানতে চাইছে কারণ কি। ও চুপচাপ গ্রুপ থেকে বেরিয়ে তিন্নিকে একটা মেসেজ করল। “এমনটা করিস না, তিন্নি। প্লিজ। একবার আমার কথাটা শোন।” মেসেজটায় মুহুর্তের মধ্যে নীল দুটো টিক পড়ল। তার মানে তিন্নি ওর মেসেজটা পড়েছে। ও কিছুটা অপেক্ষা করল। ভাবল তিন্নি হয়তো ওকে মেসেজ করবে। তিন্নি মেসেজ করল ওকে। কিন্তু না করলেই হয়তো ভালো করত। তাকিয়ে দেখল তিন্নি ওকে লিখেছে, “তুই আর আমার কাছে আসিস না। আমি তোকে সত্যিই ঘেন্না করি।” ফোনটার দিকে তাকিয়ে কিছুক্ষণ বেকুবের মত বসে রইল। কি লিখবে এর উত্তরে ভেবে পেল না। কিছু কি লেখা উচিত? সেটাও ও বুঝতে পারল না। ততক্ষণে তিন্নি অফলাইন হয়ে গেছে। গ্রুপে মেসেজের ঝড় উঠেছে ততক্ষণে। গ্রুপের নোটিফিকেশনটাকে মিউট করে দিয়ে আনমনে আরো একবার অ্যাপে ফেরত গেল ও। কি মনে হতে হিমেরসকে লিখল, “Do you really live in Kolkata?” সঙ্গে সঙ্গে জবাব এল, “Yeah. But why?” কারণটা এককথায় লিখতে পারবে না সেটা ও ভালো করেই জানে। চোখের সামনে তিন্নির মুখটা ভেসে উঠছে। কি করবে ও ভেবে পেল না। অ্যাপে আরো একটা চ্যাট ঢুকল, “Hey are you there?” চোখের কোণটা জ্বলতে শুরু করেছে। কাঁপা কাঁপা হাতে ও টাইপ করল, “Hey man, will you have sex with me??? I badly need this. Coz I am fucked up.”
রাত এখন একটা বেজে আটচল্লিশ। খিদেয় পেটটা জ্বলে যাচ্ছে। হাতের ফোনটায় মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আছে। এটা শেষ হলেই ফোনটা আজকের মত চোখ বুজবে। কিন্তু ও চোখ বুজতে পারবে কি আজ রাতে? মনে পড়ে গেল সন্ধ্যের কথাটা। চ্যাটে কথাটা লিখেই ও লগ আউট হয়ে গিয়েছিল। কথাটা কেন লিখেছিল ও নিজেও জানে না। ঠিক করেছে নাকি ভুল, তাও ও জানে না। ফোনটা হাতে নিয়ে অ্যাপটা খুলে লগ ইন করতেই দেখল হিমেরসের একটা চ্যাট ওর চ্যাট বক্সে পড়ে রয়েছে। খুলে দেখল লেখা রয়েছে, “Are you alright? If you want, I can hear you.” লেখাটা পড়ে মনটা একটু হলেও অন্যরকম হয়ে গেল। সারাজীবন ওকে কেউ বুঝতে পারেনি। বাবা-মা-ভাইয়া। কেউ না। এমন কি তিন্নিও পারেনি। এ কি পারবে? মনটা দোলাচলে দুলে উঠল। ও লিখল, “Thanks. Can we meet?” ও লক্ষ্য করেনি, হিমেরস এত রাতেও অ্যাকটিভ আছে। সঙ্গে সঙ্গে জবাব এল, “Of course. Tell me where?” শরীরটা খুব ক্লান্ত লাগছে। ফোনের স্ক্রীণটা লাল হয়ে এসেছে। চার্জ প্রায় শেষ। যেকোনো মুহুর্তে বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি আয়ুষী লিখল, “I’ll talk with you later.” কিন্তু চ্যাটটাকে সেন্ড করার আগেই ফোনটা সুইচড অফ হয়ে গেল।
~ অত্র দ্বিতীয়োৎধ্যায়ঃ সমাপ্তঃ ~
Posts: 29
Threads: 1
Likes Received: 188 in 29 posts
Likes Given: 0
Joined: Sep 2020
Reputation:
62
23-03-2024, 07:29 PM
(This post was last modified: 23-03-2024, 07:30 PM by রতিদেবী. Edited 1 time in total. Edited 1 time in total.)
যাদের গল্পটি পড়তে একটু জটিল মনে হচ্ছে এবং কার কোন ইউজারনেম তা গুলিয়ে যাচ্ছে, তাদের জন্য রইল -
অনুরাধা – Lilith99
আয়ুষ – Baphomet34
দূর্নিবার – Himeros07
ইন্দুমতি – Aphrodite24
সুনির্মল – Cupid69
আয়ুষী – Eisheth26
|