Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(02-12-2023, 12:29 AM)xanaduindia Wrote: জম্পেশ জমে উঠেছে গল্প!
আপনাদের ভালোবাসার টানে।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 694
Threads: 3
Likes Received: 589 in 350 posts
Likes Given: 2,252
Joined: Nov 2022
Reputation:
69
এক কথায় লাজবাব
কি গল্পকে কোথায় নিয়ে গেলেন ভাই।
পরবর্তী আপডেট এর অপেক্ষায়।
-------------অধম
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(20-11-2023, 01:48 PM)xanaduindia Wrote: opekkhay achi
(12-12-2023, 02:42 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: এক কথায় লাজবাব
কি গল্পকে কোথায় নিয়ে গেলেন ভাই।
পরবর্তী আপডেট এর অপেক্ষায়।
-------------অধম
বিজয় বাবুর দোকানপাট গল্পটা পুরোপুরি অকুপাই করে রেখেছে মাথাটা। যার জন্য অন্যদিকে নজর দিতে পারছি না। মনে হয় এই গল্পটাই আগে শেষ হবে।
একটু মনটা অন্যদিকে ঘোরাতে পারলে; তবেই, ওই গল্পটা নিয়ে আবার শুরু করব।
ধন্যবাদ। সঙ্গে থাকুন পড়তে থাকুন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
অশনি সংকেত
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
কালী বাঁড়ুজ্জের বয়স বেশি না হলেও, গ্রামের আপামর জনসাধারণের কাছে ঠাকুর মশাই বলেই পরিচিত। নাম ধরে ডাকার মত গুটিকতক লোক এই গ্রামে আছেন। শয্যাশায়ী মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন কালিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ওরফে কালী বাঁড়ুজ্জে। মাটিতে মাথা থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো নরেন ঘটক,
- - বৌঠানের সন্ধান পেয়েছি ঠাকুর মশাই। পাশের গ্রামেই বাড়ি। তবে কিনা পুজুরি বামুনের মেয়ে, ভঙ্গ কুলীন। এখন আপনি বিচার করুন কি করবেন? হাতের কাছে ঘর গৃহস্তি চালাবার মত মেয়ে আর পাচ্ছিনা!
- - মেয়ের বয়স কত ঘর গেরস্থির কাজ পারে তো?
- - তা নিয্যস পারে ঠাকুর মশাই। মায়ের কোলে এট্টা ডেড় বছরের ছ্যানা। ওই মেয়েই টেনে যাচ্ছে সবাইকে। তবে পুজোরি বামুনের মেয়ে দেয়া-থোওয়া কিছু নেই ঠাকুর মশাই। এখন আপনি দয়া করলে সব হয়।
- - সেতো আগেই বলেছি, শাঁখা সিঁদুর দিয়ে মেয়ে তুলব আমি।
<><><><><><><><>
মঙ্গলের ঊষা বুধে পা; সেই বুধবারেই নমোনমো করে বিয়ে হয়ে গেল কালি বাঁড়ুজ্জ্যের। বৃহস্পতিবার সস্ত্রীক বাড়ি ঢুকলেন কালিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। মা শয্যাশায়ী, চলৎ শক্তিহীন। পাড়ার গৃহিনীরাই, বধূবরণ করে ঘরে তুললেন নববধূকে। বউ নিয়ে মায়ের ঘরে গেল কালিপ্রসাদ, মায়ের আশীর্বাদ নিতে। রোগাতুর মা বললেন,
- - কি আর বলবো বাছা, তোমার সংসার, তুমি নিজেই একটু কষ্ট করে বুঝে নাও। আমি তো চলৎশক্তিহীন হয়ে বিছানায় পড়ে আছি; নিজের মত একটু গুছিয়ে সংসার করো মা। কিছু বুঝতে অসুবিধা হলে, কালিকে বা আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো।
সেদিন কালরাত্রি মায়ের ঘরেই ঠাঁই হলো নবোঢ়া পুত্রবধূর। পরদিন ফুলশয্যা। পাড়ার মেয়ে বউরাই সমস্ত আয়োজন করে দিলো। কিন্তু সংসারের সমস্ত কাজ, নতুন বউকেই করতে হলো।
রাতের বেলা, ফুল দিয়ে সুসজ্জিত ঘরে, প্রবেশ করলেন কালীপ্রসাদ। নবোঢ়া বধূ বিছানায় বসে আছে। নিজের পোষাক পরিবর্তন করে বিছানায় এসে বসলেন কালীপ্রসাদ। নতুন বউকে বললেন,
- - সারাদিনে অনেক খাটাখাটনি গেছে। আজ আর কিছু করতে হবে না। এই ভারী জামাকাপড়গুলো, ছেড়ে এসে শুয়ে পড়ো। কাল থেকে পুরোদস্তুর সংসার করতে হবে। তোমার সঙ্গে আলাপ তো হতেই থাকবে।
নিঃশব্দে, বেশ পরিবর্তন করে এসে; বিছানার একপাশে, গুটিসুটি মেরে, শুয়ে পড়ে নতুন বউ। ঘরের আলো বন্ধ করে বিছানায় শুয়ে পড়েন কালীপ্রসাদ।
চোখ বন্ধ করে, নিদ্রা দেবীর আরাধনা করতে থাকেন।
মাঝরাতে, শরীরের একটা দম বন্ধ করা অনুভূতি। অস্থির লাগছে। কে যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে তাকে। অকস্মাৎ ঘুম ভেঙে গেল কালীপ্রসাদের। বুকের উপর একটা নারী দেহ।
হাত বাড়িয়ে ঘরের আলো জ্বেলে দিলেন কালীপ্রসাদ। তাকিয়ে দেখবেন নবোঢ়া বধু, আলুথালু পোষাকে; শরীরে শরীর ঘষছে।
ফিসফিস করে যেন কথা বলছে। অধীর আগ্রহে, অনেক্ক্ষণ পরে, বুঝতে পারলেন কালীপ্রসাদ। নববধূ, তার বুকে মাথা ঘষতে ঘষতে, নিজের ভাইকে খোঁজার চেষ্টা করছে।
স্তম্ভিত কালীপ্রসাদ; মেরুদন্ড সোজা করে উঠে বসলেন বিছানায়।
নববধূকে ডেকে বললেন, "যাও, মুখেচোখে জল দিয়ে এসো। শয্যামধ্যে পদ্মাসনে বসলেন নবীন কালীসাধক। হঠাৎ ঘুম ভাঙ্গা চোখে নতুন বউ; কিছু না বুঝেই, মুখেচোখে জল দিয়ে এসে দাঁড়ালেন বিছানার সামনে। কালি প্রসাদ বললেন, জল খেয়ে উঠে বোসো বিছানায়। তোমার সঙ্গে আলাপ করি। জল খেয়ে, জায়গা মতো গ্লাস রেখে, বিছানায় উঠে বসলো নতুন বউ।
সাংসারিক আলোচনার মধ্যে দিয়ে শুরু হলো; সত্য অনুসন্ধানের প্রয়াস।
- - তোমাদের বাড়িতে ক'জন লোক?
- - মা, বাবা আর দুই ভাই। এই চারজন। আমি তো চলে এলাম।
- - তোমাদের কটা ঘর?
- - দুটো, একটা দোচালা, আমি আর ভাই থাকি। আরেকটা বড় চার চালা ঘর। বাবা থাকেন চৌকিতে। মা মাটিতে বিছানা করে ছোট ভাইকে নিয়ে থাকে। পাশেই রান্না করার জন্য ছোট একটা একচালা ঘর আছে।
- - তোমার ভাই তোমার চেয়ে কত ছোট?
- - ছুটকু আমার চেয়ে দু বছরের ছোট; আর পুচকু এই সবে দেড় বছর হল।
- - তোমার বাবার জন্যে তো রাতে চৌকিতে বিছানা হয়। তোমাদের ঘরে কি চৌকি আছে?
- - না আমাদের একটাই চৌকি; আমি আর ভাই, মাটিতে বিছানা করে একসঙ্গে শুয়ে পড়ি। … সাংসারিক জ্ঞানহীন বালিকার, নিঃশঙ্ক উত্তর,
- - তুমি বাড়ির বাইরে যাও কখনো?
- - না, আগে যেতাম। এখন আর বাড়ির বাইরে যাবার সময় পাইনা। মা তো পুচকুকে নিয়ে ব্যস্ত থাকে। সংসারের যাবতীয় কাজ, আমাকেই করতে হয়।
- - বাড়ির বাইরের কেউ আসে তোমার বাড়িতে?
- - আমাদের মত গরিবের সংসারে কে আসবে?
- - না তাই জিজ্ঞেস করলাম।
আরো অন্যান্য কিছু প্রশ্নোত্তরের পরে, কালিকাপ্রসাদ এই সিদ্ধান্তে উপনীত হলেন; এই কন্যাটির, বাইরের পুরুষ সংসর্গ হবার কোনো সম্ভাবনা ছিল না। বাড়িতে পুরুষ বলতে বৃদ্ধ পিতা আর সদ্য কৈশোর উত্তীর্ণ ভাই। চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেল কালিকাপ্রসাদের। নিজের মনেই কিছু ভাবলেন নবীন সাধক। তারপর, সদ্য বিবাহিত স্ত্রীকে বললেন,
- - ঠিক আছে তুমি শুয়ে পড়ো। এখনো রাত আছে। আমার জপ করবার সময় হয়ে গেছে। আমি মন্দিরে গেলাম।
মাতৃমূর্তির সামনে পদ্মাসনে বসলেন কালিকাপ্রসাদ। ঠোঁটের কম্পন দেখে বোঝা গেল না; জপ করছেন নাকি ঈশ্বরের কাছে নিজের অভিযোগের বার্তা নিবেদন করছেন।
নিঃশব্দ সময়, গড়িয়ে যেতে লাগলো। একসময় সকাল হয়ে গেল। নিজের মায়ের ঘরে গিয়ে দাঁড়ালেন কালিকাপ্রসাদ। নিজের সন্দেহের কথা মাকে জানালেন। ধৈর্য্য ধরে সব শুনলেন। তারপর বললেন,
- - শোন বাবা কালি, সংসারের এখন যা অবস্থা, একজন লোক না হলে চলবে না। আর, সন্দেহের বশে কোন পদক্ষেপ নেওয়ার মতো ভুল তুমি করবে না; সেটা আমি জানি। অষ্টমঙ্গলার আগে, শ্বশুর-শাশুড়ির সঙ্গে কথা বলার সু্যোগও নেই। আর জোড় না ভেঙে, গুরুদেবের আশ্রমেও যেতে পারবে না। কারণ, যেতে আসতে দু'দিন। অষ্টমঙ্গলার আগে যেতে পারবে না। … একটু থেমে আবার বললেন,
- - তার চেয়ে বধূমাতাকে বল, ফুলশয্যার পরদিন থেকে, তোমার ব্রত আছে। তুমি বধূমাতার সাথে এক শয্যায় শয়ন করবে না। অষ্টমঙ্গলের পরেই সেটা হতে পারবে। এবার জোড় ভাঙতে তেরাত্তির শশুর বাড়িতে কাটাতে হয়; শশুর-শাশুড়ি থেকে সব বুঝে নিয়ে, তুমি দু'রাত্তিরের জন্য, গুরুদেবের আশ্রমে চলে যাবে। … একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন,
- - এরপর গুরুদেবের আদেশ, আর তোমার বিবেচনা; যেটা ঠিক হয়, তাই করবে। আপাতত লোক জানাজানি করে কোন লাভ নেই। বৌমাকে আমার কাছে পাঠিয়ে দাও; আমি দেখি, তুমি যেটা সন্দেহ করছ, সেটা কতটা সত্যি।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
The following 11 users Like মাগিখোর's post:11 users Like মাগিখোর's post
• achinto, crappy, Dodoroy, gobar, kapil1989, ojjnath, ray.rowdy, Sage_69, Somnaath, swank.hunk, অভিমানী হিংস্র প্রেমিক।
Posts: 66
Threads: 0
Likes Received: 50 in 38 posts
Likes Given: 165
Joined: Aug 2022
Reputation:
6
গল্পের সিরিয়াস মোড়। চমৎকার আঁকা হয়েছে পট। এবারে রঙের কারসাজি সুরু
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(16-12-2023, 12:17 PM)gobar Wrote: গল্পের সিরিয়াস মোড়। চমৎকার আঁকা হয়েছে পট। এবারে রঙের কারসাজি সুরু
ধন্যবাদ বন্ধু। বাকি গল্পগুলো, পড়ে বলবেন, কি রকম লাগছে। পাঠকের মন্তব্যই লেখক এর প্রাণ। সুস্থ থাকুন। পড়তে থাকুন। আনন্দে থাকুন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 1,379
Threads: 2
Likes Received: 1,412 in 975 posts
Likes Given: 1,720
Joined: Mar 2022
Reputation:
81
দারুন দারুন দারুন
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(17-12-2023, 08:18 AM)Somnaath Wrote: দারুন দারুন দারুন
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 2,733
Threads: 0
Likes Received: 1,206 in 1,062 posts
Likes Given: 43
Joined: May 2019
Reputation:
26
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(18-12-2023, 04:52 PM)chndnds Wrote: valo laglo
ধন্যবাদ। সঙ্গে থাকুন। পড়তে থাকুন। আনন্দে থাকুন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 694
Threads: 3
Likes Received: 589 in 350 posts
Likes Given: 2,252
Joined: Nov 2022
Reputation:
69
গল্পে চালাক স্বামী না থাকলে কি আর ভালো লাগে।
অধিকাংশ গল্পের স্বামী থাকে বোকা,যেটা আমার আবার না পছন্দ।
-------------অধম
Posts: 66
Threads: 0
Likes Received: 50 in 38 posts
Likes Given: 165
Joined: Aug 2022
Reputation:
6
(18-12-2023, 07:25 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: গল্পে চালাক স্বামী না থাকলে কি আর ভালো লাগে।
অধিকাংশ গল্পের স্বামী থাকে বোকা,যেটা আমার আবার না পছন্দ।
-------------অধম
ekdam hak katha
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(18-12-2023, 07:25 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: গল্পে চালাক স্বামী না থাকলে কি আর ভালো লাগে।
অধিকাংশ গল্পের স্বামী থাকে বোকা,যেটা আমার আবার না পছন্দ।
-------------অধম
(18-12-2023, 11:05 PM)gobar Wrote: ekdam hak katha
আরেকটা মোড় নেবে সুরেশের জন্মের গল্পটাতে।
সঙ্গে থাকুন। পড়তে থাকুন। আনন্দে থাকুন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 694
Threads: 3
Likes Received: 589 in 350 posts
Likes Given: 2,252
Joined: Nov 2022
Reputation:
69
৬ দিন হলো নতুন কোন আপডেট নেই।
পরবর্তী আপডেট এর অপেক্ষায়।
-------------অধম
•
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
28-12-2023, 06:20 AM
(This post was last modified: 09-01-2024, 01:46 PM by মাগিখোর. Edited 1 time in total. Edited 1 time in total.)
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
অষ্টমঙ্গলায় শ্বশুর বাড়ি
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
আপাতত লোক জানাজানি করে কোন লাভ নেই। বৌমাকে আমার কাছে পাঠিয়ে দাও; আমি দেখি, তুমি যেটা সন্দেহ করছ, সেটা কতটা সত্যি।
<><><><><><><><>
নতুন বৌ উঠে পড়েছে। মায়ের ঘরে যেতে বলে, কালিপ্রসাদ বেরিয়ে পড়লেন হাটের দিকে। আজ শনিবারের হাট। দুরের গাঁ গঞ্জ থেকে ব্যাপারিরা, নানা পশরা নিয়ে আসে। এতদিন তো মা-বেটার সংসার ছিলো। এখন একজন লোক বাড়লো। কয়েকটা ডেয়ো ডাকনা, বাসন কোসন, থালা বাটি কিনতে হবে। মনটা বিষন্ন হয়ে আছে।
কেন জানিনা, কালি বাঁড়জ্জ্যের মনে হচ্ছে; এই অসতী স্ত্রী নিয়ে ঘর করাই তার ভবিতব্য।
শাশুড়ির কাছ থেকে, দৈনন্দিন সাংসারিক জীবনের পাঠ নিয়ে, নিজে নিজেই সংসার করতে লাগলো নতুন বৌ দূর্গা। কালীপ্রসাদের অভিজ্ঞা মা, নতুন বউয়ের বিভিন্ন লক্ষণ; বাপের বাড়ি সম্বন্ধে আলোচনা করে কালিপ্রসাদের সন্দেহেই; নিশ্চয়তা প্রদান করলেন।
এই মুহূর্তে নতুন বৌ প্রায় দু মাসের গর্ভবতী।
'তাইরে নাইরে না' করে কেটে গেল সাত দিন। কালি বাঁড়ুজ্জ্যে অশান্ত মন নিয়ে, দিনের বেলায়, এখানে ওখানে ঘুরে কালক্ষেপ করতে লাগলেন। মায়ের সম্বল, বিছানায় শুয়ে শুয়ে ইষ্ট মন্ত্র জপ। আর ভবিষ্যৎ সম্মন্ধে অবোধ নতুন বৌ, হাঁড়িকুঁড়ি নিয়ে, খেলনাবাটির সংসার সংসার খেলতে লাগলো।
হাঁড়িকাঠের তলায় অপেক্ষারত বলির পশু, জানেনা কালের গর্ভে কি আছে।
অষ্টমঙ্গলার দিন দুপুরে বৌ নিয়ে শ্বশুরবাড়ি পৌঁছোলেন কালি বাঁড়ুজ্জ্যে। একহাত ঘোমটা দিয়ে, শাশুড়ি তাড়াতাড়ি একঘটি জল আর গামছা দিয়ে, দাওয়ায় একটা আসন পেতে দিলেন। শ্বশুর মশাই হাত জোড় করে সামনে দাঁড়িয়ে।
ঘটির জল দিয়ে, হাত-পা ধুয়ে, গামছা দিয়ে মুছে, শাশুড়ির হাতে গামছাটা দিয়ে বললেন,
- - আমি দিবাকালে স্বপাক আহার করি। আপনার মেয়ে জানে। আপনি অনুগ্রহ করে ব্যবস্থা করে দেবেন।
- - সেকি বাবা? তুমি কিছু খাবে না।
- - সান্ধ্যকালীন জপের শেষে, যৎসামান্য ফলাহার করি। কোন বাহুল্যের প্রয়োজন নেই। আপনি আজকেই জোড় খোলার ব্যবস্থা করবেন। আগামীকাল প্রত্যুষে, আমি গুরুদেবের আশ্রমে যাবো। আরেকটা কথা, আপনাদের আহারের শেষে, আমার ঘরে আসবেন। কিছু আলোচনা আছে।
কথা শেষ করে, নিশ্চুপ হয়ে, ঋজু মেরুদণ্ড নিয়ে, উন্নত শিরে, পদ্মাসনে বসে রইলেন। ঠোঁট নড়ছে।
জপ করছেন না মঙ্গলময়ের কাছে অভিযোগ জানাচ্ছেন;
বোঝা গেলো না।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
নিজেই বুঝতে পারছ, আপডেটটা ভীষণ ছোট হয়ে গেছে। আসল কথা, বিজয়বাবুর দোকানপাট গল্পটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম।
এই আপডেট টা আগেই লেখা ছিল। ১২ দিন কোন আপডেট দিতে পারিনি বলে; এই লেখাটাই দিয়ে দিলাম।
কথা দিলাম, পরের আপডেটে পুষিয়ে দেবো।
দেখতে থাকুন। পড়তে থাকুন। আনন্দে থাকুন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 66
Threads: 0
Likes Received: 50 in 38 posts
Likes Given: 165
Joined: Aug 2022
Reputation:
6
Posts: 1
Threads: 0
Likes Received: 0 in 0 posts
Likes Given: 667
Joined: Jul 2019
Reputation:
0
(04-11-2023, 06:44 AM)মাগিখোর Wrote: <×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
ঠিক দুক্কুরবেলা, ভুতে মারে ঢ্যালা
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
আমি সুরেশ, সুরেশ ব্যানার্জি, সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে, চাকরি খুঁজছি। কটা টিউশনি করি; হাত খরচ মেটাতে। হাজার দুয়েক হয়। তার থেকে বৌদিকে সংসারের জন্য হাজার টাকা দিই। ওহ! বলা হয়নি, বাড়িতে আমার দাদা নরেশ, বৌদি রমা আর আমার বিধবা মা দুর্গা ব্যানার্জি থাকেন। এই চার জন আর আমার পুচকি ভাইঝি উমা, তিন বছর বয়েস হলো।
আমাদের বাবা মারা গেছেন এই বছর দুয়েক। উমার তখন এক বছর বয়েস। আমি ২২ বছরের হাট্টা-কাট্টা ছেলে। মাথায় ৫'১০" হবে। ফর্সা। বাবার মতো দেখতে। দাদার চেহারার সঙ্গে আমার বা বাবার কোন মিল নেই। দাদা রোগা, পাতলা, প্রায়ই সর্দি কাশিতে ভোগে। হাইট এই মেরে কেটে ৫'৪" হবে। মায়ের চেয়ে সামান্য লম্বা। মা বলে দাদা নাকি মামা বাড়ির ধাত পেয়েছে। ঠিকই, আমার মামা বাড়ির সবাই নাটা মতন।
দাদার সঙ্গে আমার বয়েসের অনেক তফাৎ। দাদা প্রায় পনেরো বছরের বড় আমার থেকে। এখন সাঁইত্রিশ হবে। আমাদের বাড়ি ত্রিবেণী। ব্যান্ডেল কাটোয়া লাইনে।
আমার দাদা; কলকাতায় বড়বাজারে, এক মাড়োয়াড়ির দোকানে খাতা লেখে। কলকাতা থেকে ত্রিবেণী; রোজ যাতায়াত করতে অসুবিধে হয় বলে; দাদা, মালিকের গোডাউনে থাকে রাতে। শনি রবিবার বাড়ি আসে। ঐ দু'দিন গোডাউন পাহারা দেবার অন্য লোক থাকে। রান্না খাওয়া ঐ গোডাউনে এক খোট্টা দারোয়ান থাকে; তার সঙ্গে হয়ে যায়। এর জন্য দাদা, মালিকের কাছ থেকে কিছু বাড়তি অর্থ পায়। সাধারনত দাদা শনিবার অফিস করে, বাড়ি চলে আসে। আর সোমবার, ভোরবেলা বেরিয়ে যায়।
আমার বৌদি রমা, আমার থেকে বয়েসে অন্তত আট বছরের বড়। বৌদির আর দাদার একটাই বাচ্ছা উমা, বয়স তিন। বিয়ে হওয়ার অনেক দিন পরে, বৌদির মেয়ে হয়। বৌদি আমার দেখতে ঘরোয়া, মুখটা খুব সাধারন। রঙটা ফর্সা, তবে মেয়ে হবার পরে মোটা হয়ে গেছে, তাই একটু বেঢপ লাগে। দাদার সাথে বৌদির বয়েসের ফারাক সাত বছরের। বৌদির কম বয়েসে বিয়ে হয়েছিল, আমি তখন খুবই ছোট।
দাদা তখন, বৌদিকে নিয়ে, চন্দননগরে বাড়ি ভাড়া করে থাকতো। বাচ্ছাটা হবার পর দাদা চাকরি পাল্টায় আর বৌদি ব্যান্ডেলে আমাদের বসত বাড়িতে এসে থাকতে শুরু করে। বারো বছর সংসার করে; বৌদির মুখে, একটু বয়েসের ছাপ এসে গেছে। চলাফেরা, কথাবার্তায় গিন্নিবান্নি টাইপের, তবে বৌদির বয়েস কিন্তু, বেশী নয় মাত্র ত্রিশ। আজকাল তো অনেক মেয়ে; পড়াশুনো শেষ করে, চাকরি বাকরি করে ওই বয়েসেই বিয়ে করে।
বাড়িতে বৌদি ছাড়া, আমার মা থাকেন। বাবা মারা গেছেন দু'বছর। আমাদের দোতলা বাড়ি। নীচে রান্নাঘর আর ঠাকুর ঘর। আর একটা ঘরে মা আর বাবা থাকতেন। আর ওপরের তিনটে ঘরের মধ্যে, একটায় আমি আর দুটো ঘর নিয়ে দাদা বৌদি থাকে। পায়ে বাতের ব্যাথার জন্য, মা দোতলায় উঠতে পারে না। যাই হোক আসল ব্যাপারটা হলো,
মাস চারেক আগে আমার আর বৌদির মধ্যে হঠাৎ করে,
'শারীরিক সম্পর্ক' হয়ে যায়।
এই ঘটনাটা ঘটার আগে; আমাদের মধ্যের সম্পর্ক, সাধারন দ্যাওর-বৌদিই ছিল। ভাইফোঁটায় নিজের ভাইয়ের সাথে, আমাকেও ফোঁটা দিত বৌদি। আর বৌদির মুখে একটু বয়স্ক ভাব এসে যাওয়ায়, বড় হবার পরও, আমি বৌদিকে গুরুজনের মতই মান্য করতাম। বৌদির সাথে কোন খারাপ ঠাট্টা ইয়ার্কিও কোনদিন করিনি। আমার অনেক বন্ধুরাই বৌদিদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করে।
কত বার; আমার সামনেই, বৌদিকে কাপড় ছাড়তে দেখেছি। কিন্তু, কখনো কোন খারাপ চিন্তা মনে আসেনি। শুধু তাই নয় বাচ্চা হওয়ার পর, অনেক বার উমাকে দুধ খাওয়ানোর সময়; অসাবধানতাবসত, বুকের কাপড় সরে গেলে; বৌদির খোলা বুক, আমার নজরে এসেছে। আমি নিজেই মুখ ঘুরিয়ে নিয়েছি। বৌদিও; আমাকে মুখ ঘুরিয়ে নিতে দেখে, বুঝতে পেরে খুব সাধারন ভাবেই বুকে আঁচল টেনেছে।
কিন্তু চার মাস আগের সেই দুপুরটা; কেমন যেন সব ওলট-পালট করে দিল। হঠাৎ, আমার আর বৌদির মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গেল কি ভাবে; এখনো ঠিক বুঝতে পারি না। সেদিন ছিল মঙ্গল বার, সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। দাদাতো কলকাতায়, আমি সেদিন কলেজ যাইনি। দুপুরে খাওয়া দাওয়ার পর, বৌদির ঘরে টিভিতে সিনেমা দেখছিলাম। বৌদি, বাসন টাসন মেজে, রান্না ঘর ধুয়ে; তিনটে নাগাদ ঘরে এলো। আমি বিছানায় বসে টিভি দেখছি আর উমা পাশে ঘুমোচ্ছে। বৌদি আমার পাশে কাত হয়ে এলিয়ে বসে, টিভি দেখা শুরু করলো।
তখন ঘন ঘন বিদ্যুৎ চমকিয়ে বাজ পড়া শুরু হলো। টিভি বন্ধ করতে না করতেই; কারেন্ট চলে গেল। একতলা থেকে, মা বৌদিকে ডাকলো বাথরুমে যাবে বলে। লোডশেডিংয়ে অন্ধকার, যেতে পারছে না। এমন মেঘ করেছে যে মনে হচ্ছে যেন নিশুতি রাত। বৌদি নিচে গেল মায়ের কাছে। আর আমি কারেন্ট আসার অপেক্ষা করতে করতে, বৌদির বিছানায় ঘুমিয়ে পড়ি।
বাজ পড়াটা কমে গিয়ে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। কতক্ষন ঘুমিয়ছি জানি না। হঠাৎ, ভীষণ জোরে বাজ পড়ে একটা। ঘুম ভেঙ্গে যায়, চোখ মেলে দেখি অন্ধকার; কারেন্ট তখনো আসেনি। আমি কাত হয়ে শুয়ে ছিলাম। চোখে অন্ধকার একটু সয়ে আসতেই দেখি আমার মুখের কাছে বৌদির মুখ। বৌদি নিচ থেকে ফিরে এসে, আমার পাশেই ঘুমিয়ে পড়েছে।
বউদি পাশ ফিরে আমার দিকে মুখ করে শুয়ে আর আমার মুখ বৌদির দিকে। আবার প্রচণ্ড শব্দ করে, বাজ পড়লো, বিদ্যুতের ঝলকে, অন্ধকার ঘর আলোকিত হয়ে ওঠে, দেখি বৌদি চোখ খুলে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে। মানে বাজের শব্দে বৌদিরও ঘুম ভেঙ্গে গেছে।
বৌদির ঠোঁট থেকে আমার ঠোঁটের দূরত্ব মাত্র হাফ ইঞ্চি।
জানি না, কি হয়ে গেল, আমি নিজেকে সামলাতে পারি না, বৌদির ঠোঁটে ঠোঁট চেপে ধরি। টানা পনের সেকেন্ড ধরে উপভোগ করি বৌদির নরম ঠোঁটের উষ্ণতা।
বৌদি বাধা দেয় না, গভীর শ্বাস নেওয়া দেখে বুঝতে পারি , বৌদিও উপভোগ করছে এই চুম্বন। সাহস করে বৌদির ঠোঁট চুষতে শুরু করি, জিভ ঢুকিয়ে দিই বৌদির মুখের ভেতর। বৌদির জিভে নিজের জিভ রাখি, বৌদি এবারেও বাধা দেয় না, শুধু নিজের জিভে আমার জিভের স্পর্শ পেয়ে
"উ-ম-ম-ম"
করে একটা মৃদু শব্দ করে।
•
Posts: 2,116
Threads: 24
Likes Received: 3,903 in 1,141 posts
Likes Given: 5,009
Joined: Sep 2023
Reputation:
849
(28-12-2023, 09:34 AM)gobar Wrote: besh update. chaliye jan
সঙ্গে থাকুন। পড়তে থাকুন। আনন্দে থাকুন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।
•
Posts: 2,733
Threads: 0
Likes Received: 1,206 in 1,062 posts
Likes Given: 43
Joined: May 2019
Reputation:
26
•
|