25-11-2023, 09:47 AM
বউরাণী ও ননদিনী- ১
সন্ধ্যে নামার মিনিট কয়েক বাকি। গোধুলির আকাশটা সোনালী আলোয় ভরে উঠেছে। মৃদুমন্দ বাতাস বইছে বাইরে। আজকের বিকেলটা অন্য যেকোনো দিনের চাইতে বেশি সুন্দর। কফির পেয়ালা হাতে বেলকুনিতে দাঁড়িয়ে আছে সুফিয়া। নয়নের ফিরতে এখনো প্রায় ঘন্টাখানেক বাকি। বাড়িতে ও, ওর বর নয়ন, আর ননদ সানাই; এই তিনজনের বসবাস। সানাই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে এখন এমবিএ করছে।
বর নয়ন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। আর সুফিয়া এখন বলতে গেলে পুরোপুরিই হাউস ওয়াইফ। বিয়ের প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে। এখনো বাচ্চাকাচ্চা নেয়নি ওরা। সংসার জীবন বলতে গেলে হেসে-খেলে, সুখ-দুঃখে একরকম কেটে যাচ্ছে। কফির পেয়ালায় চুমুক দিতে দিতে ব্যস্ত শহরের আকাশ আর বাইরের কোলাহল দেখেই আজকের এই সুন্দর বিকেলটা কাটিয়ে দিচ্ছে সুফিয়া।
ঠিক এমন সময়ে ওদের বিল্ডিংয়ের নিচ থেকেই বাইক থামার শব্দ এলো। কে ওটা? সানাই না! হ্যাঁ, সানাই ই তো? বাইক থেকে নামলো সানাই। ফিটিং জিন্স প্যান্ট আর ব্রান্ডেড টপস পড়ে। পোশাক-আশাকে দারুন স্মার্ট সানাই। সুফিয়ারও এমন স্মার্টনেস খুব পছন্দ। ছাত্রী অবস্থায় দিব্যি জিন্স, টপস, শার্ট পড়ে ঘুরে বেড়াতো ও। কিন্তু, এখন আর সেই বয়েস কই। বিয়ের পরে এ ধরনের কাপড় চোপড় পড়া একদমই ছেড়ে দিয়েছে সুফিয়া। আর তাছাড়া গত একবছরে খানিকটা ওয়েট ও পুট অন করেছে ও। এখন এভাবে ফিটিং পোশাক পড়ে বের হলে, রাস্তার লোকজন ওকে চোখ দিয়েই বলাৎকার করে ছাড়বে।
বাইকের ছেলেটাকে ভালো করে লক্ষ্য করে সুফিয়া। নাহ, ছেলেটা পরিচিত নয়। বরং একদমই অচেনা। সানাইয়ের বয়ফ্রেন্ড তো রিয়াদ। আর ওকে সুফিয়া বেশ ভালোভাবেই চেনে। এটা তবে কে? হবে হয়তো ক্লাসমেট বা কোনও বন্ধু। এসব ভাবতে ভাবতে কফিতে শেষ চুমুক দেয় সুফিয়া। সাথে সাথেই কলিংবেলের শব্দ ভেসে আসে। সানাই চলে এসেছে। বেলকুনি থেকে ঘরে এসে দরজা খুলে দিল সুফিয়া। ঘরে ঢুকলো সানাই। ঢুকেই ভাবি বলেই জড়িয়ে ধরলো ওকে।
সুফিয়া- এই, হয়েছে। থাম, থাম। হাত মুখ না ধুয়েই আদিখ্যেতা। যা আগে ওয়াশরুমে যা। ফ্রেশ হয়ে নে।
বয়সের পার্থক্য বছর চারেকের হলেও সানাই(২৪+) আর সুফিয়া(২৮+) একজন আরেকজনের সাথে খুবই ক্লোজ। সম্পর্ক টা ননদ ভাবীর হলেও, ওরা যেন দুই বান্ধবী।
সানাই- যাচ্ছি বাবা যাচ্ছি। একটু আদরও করতে দাও না। হুহ।
সুফিয়া- হ্যাঁ, হয়েছে তোমার আদিখ্যেতা। চা খাবি না কফি।
সানাই- তুমি যেটা নিজ হাতে খাওয়াবে, সেটাই খাবো।
সুফিয়া- আচ্ছা, তুই তাহলে জলদি ফ্রেশ হয়ে আয়। আমি ততক্ষণে চা রেডি করে ফেলছি।
সানাই- যো হুকুম আমার লক্ষী ভাবি।
ফ্রেশ হয়ে একেবারে পোশাক চেঞ্জ করে টিভি রুমে এসে বসলো সানাই। সুফিয়ার চা ও রেডি। দু হাতে দু পেয়ালা চা নিয়ে এসে বসলো সানাই এর পাশে। এক পেয়ালা সানাই এর জন্য, আর এক পেয়ালা সানাইকে সঙ্গ দেয়ার জন্য।
সুফিয়া- এই, বাইকের ছেলেটা কে ছিলো রে?
সানাই- ছেলের কথা পরে শুণো। এই দেখো দেখো, আমার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স।
সুফিয়া- মানে! তুই না গত মাসে নতুন গ্যালাক্সি নিলি। আবার আইফোন টুয়েলভ!!
সানাই- আমি নিয়েছি নাকি। আশিক গিফট করেছে। ঢঙ্গিস্বরে বলে সানাই।
সুফিয়া- মানে? এই আশিক টা আবার কে?
সানাই- ওহ! সরি ভাবি। তোমাকে তো বলাই হয়নি। আশিক! আমার নতুন বয়ফ্রেন্ড।
সুফিয়া- কিহ!! নতুন বয়ফ্রেন্ড মানে?
সানাই- নতুন বয়ফ্রেন্ড ভাবি।
সুফিয়া- আর রিয়াদ?
সানাই- ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। মানে ব্রেকআপ।
সুফিয়া- সামলে সানাই। মানুষ যেভাবে কাপড় চেঞ্জ করে না, তার থেকেও দ্রুত তুই বয়ফ্রেন্ড পাল্টাচ্ছিস।
সানাই- কি করব বলো? রিয়াদের সাথে আমার ঠিক বনছিলো না। আশিক ছেলেটা আমাকে অনেকদিন ধরে পছন্দ করতো। আমাকে বিভিন্নভাবে পটাতে চেয়েছে। কিন্তু আমি ওকে দানা দিচ্ছিলাম না। শেষমেশ, পড়ে গেলাম ওর প্রেমে।
সুফিয়া- বাহ! ভালো। কিন্তু, সামলে। লাইফস্টাইল টাকে একটু সংযত কর।
সানাই- উফ ভাবী। তোমার এখনও কিন্তু থারটি হয়নি। এখনই এমন ওল্ডিদের মতো কথা বলোনা তো। এই ভাবী সোনা, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে কিন্তু। প্লিজ না করতে পারবানা।
সুফিয়া- আমি আবার কি কাজ করে দেবো?
সানাই- আমি আশিকের সাথে ডেটে যাব।
সুফিয়া- হ্যা, ডেট তো করেই এলি। আবার যাবি যা। তাতে আমি কি করবো! ওহ আমার কোনও জুয়েলারি লাগবে তোর? নাকি শাড়ি?
সানাই- না ভাবি প্লেস লাগবে। আর সেই প্লেসটা ম্যানেজ করে দিবে তুমি।
সুফিয়া- আমি কোত্থেকে ম্যানেজ করে দিবো! আর দাড়া দাড়া! প্লেস মানে? তোরা কি রুম ডেট করবি?
সম্মতিসূচক একটা হাসি দেয় সানাই।
সুফিয়া- ভুলেও আমাকে একথা বলতে আসিস না সানাই।
সানাই- আমার সোনা ভাবী। আমার লক্ষী ভাবী। না করে না প্লিজ। হেল্প করে দাওনা।
সুফিয়া- দেখ সানাই, আমার এই জিনিসগুলো একদম পছন্দ না। বিয়ের আগে কিসের রুম ডেট হ্যা। তোর ভাইয়ার সাথে বিয়ে হওয়ার আগে আমরা কি রুম ডেট করেছি? যা করেছি সব বাসর রাতে।এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। তোর কোনও পছন্দ থাকলে তোর ভাইয়াকে বল। ওই ছেলের সাথেই আমরা তোর বিয়ে দেবো। কিন্তু, বিয়ের আগে এসব কি।ছি!
সানাই- ভাবী, তুমি এরকম ওল্ড ফ্যাশন মানুষের মত কথা বলোনা তো। এখন এগুলো সব চলে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন হচ্ছে সেটা দেখেই না বিয়ে করা উচিৎ।
সুফিয়া- আন্ডারস্ট্যান্ডিং দেখবার জন্য রুম ডেট করতে হবে।