Thread Rating:
  • 49 Vote(s) - 3.24 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL মহাবীর্য্য ভাণ্ডার (নবকাহিনী শ্যামলবাবুর আখ্যান প্রকাশিত)
(23-09-2023, 08:32 AM)sairaali111 Wrote:
''সতী শর্মিলা''র  ০৫৫ খন্ডাংশ গতকল্যই নিবেদিত হইয়াছে । না না , আপনাকে পড়িতে বলার দুঃসাহস নাই । 'করিতে' বলা  - সে তো হিমালয়-সদৃশ প্রতিবন্ধকতা ( অস্যার্থ - মন্তব্য ''করিতে'' ) । - শুধুমাত্র দেখিতে বলিতেছি  - না , মানে , সনির্বন্ধ প্রার্থণা . . . . .   -  সালাম জী ।

স্বয়ং সায়রা দেবী নিমন্ত্রণ করিয়াছেন তাহার দ্বারে যাইতে মহাবীর্য্যের সাধ্য কী তাহা ঠুকরাইবার! সতী শর্ম্মিলার বেশ কতিপয় পর্ব্ব রহিয়াছে যাহা পাঠ করা হইয়া উঠে নাই দীর্ঘ অনুপস্থিতির কারণবশতঃ। এই সুযোগের সদ্ব্যবহার করিয়া উহাও পাঠ করিব সে দুঃসাহস আমার আছে দেবী। তাহা আমার নিকট হিমালয় সদৃশ প্রতিবন্ধকতা নহে বরং বড়ই সুখকর অভিজ্ঞতা।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
তেত্রিশ হাজার! কতবড় সংখ্যা হইতে পারে তাহা আমা ন‍্যয় এক ক্ষুদ্র লেখকের নিকট। বিস্তর বড় তাহাতে সন্দেহ নাই। মহাবীর্য্য ভাণ্ডার আজি সেই মাইলফলক পার করিয়া দিল। শুধুমাত্র আড়াইটা কাহিনী লহিয়া। এমন বিপুল পাঠকের ভালবাসা পাহিয়া এই ', পরম আপ্লুত। ইহার উৎযাপন হেতু আগামীকল্য আসিতেছে শ্যামলবাবুর আখ্যান। আপনাদিগের সকলের মহাবীর্য্য ভাণ্ডারে সাদর আমন্ত্রণ রহিল। 
ভবদীয়,
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
কখন আসবে দাদাভাই?
[+] 1 user Likes Akash23's post
Like Reply
শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল
 
শ্রী মহাবীর্য্য দেবশর্ম্মা
[Image: images-5.jpg]

সেইবার সনাতনপুরে বিস্তর গোল উঠিল যখন শরৎ ঋষির আশ্রমে শ্যামলবাবুকে ভক্তবৃন্দের মধ্যে দেখা গেল। শ্যামলবাবুর ন্যয় বিষয়ী লোক সহসা ভোগসুখ ছাড়িয়া কীরূপে বানপ্রস্থে যাইবার বিষয়ে সিদ্ধান্ত লহিলেন ইহা লইয়া মদনের চায়ের ঠেকে বহুবিধ আলোচনা হইতে লাগিল। কাহারও মতে, শ্যামলবাবুর মতিভ্রম হইয়াছে আবার কাহারও মতে শ্যামলবাবু নিশিরাতে স্বপ্নাদেশ পাইয়াছিলেন! কাহারও কাহারও ভাবনায় ইহাও ছিল যে হয়ত হুজুগ করিয়া কতিপয় দিবস আশ্রমে আনাগোনা করিতেছেন দিবস কয় অতিক্রান্ত হইলেই তিনি পুনরায় মুষিক হইয়া সংসারে স্থিত হইবেন! কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়া তিন মাস পরও যখন শ্যামলবাবুর বানপ্রস্থকাল কাটিবার সম্ভাবনা দেখা গেল না তখন সকলেই কষ্ট কষ্ট মনে শ্যামলবাবুর এই পরিবর্ত্তন মানিয়া লহিল। কিন্তু, ঠিক কী কারণে শ্যামলবাবুর এমন পদভ্রষ্ট হইল ইহা লইয়া জল্পনা শেষ হইল না তবে কেহই সঠিক কারণ জানিতে পারে নাই, তাহা জানিতেন শুধু নীলিমাদেবী, শ্যামলবাবুর ধর্ম্মপত্নী! একমাত্র নীলিমাদেবীই জানিতেন তাঁহার স্বামীর এহেন আচরণের পিছনে কোন চতুষ্টয় লুকাইয়া আছে, বলা বাহুল্য ইহার পিছনে নীলিমাদেবীর অবদান কম নহে!
বাল্যকাল হইতে নীলিমাদেবী জানিয়া আসিয়াছেন পতি যেমনই হোক সে পরমেশ্বরের সাক্ষাৎ রূপ! প্রয়োজনে জগদীশকে লহিয়া হেলাফেলা করা যাইলেও আপন স্বামীকে লহিয়া কিঞ্চিৎ পান হইতে চুন খসিবার জো নাই! তাহাতে পতি মদ্যপই হউক আর তাহার জুয়ার নেশাই থাকুক! তবে, নীলিমাদেবীর ভাগ্য সহায় ইহার কোনটাই শ্যামলবাবুর মধ্যে ছিল নাই, যদি কিছু ছিল তাহা ছিল কেবল বৌঠান প্রীতি! 'পরস্ত্রী' দেখিলেই শ্যামলবাবু কেমন জানি হইয়া যাইতেন, একগাল হাসিয়া 'বৌঠান!' বলিয়া সম্বোধন করিয়া সহজেই আলাপ জমাইয়া লইতেন। মাঝেমধ্যে নীলিমাদেবীর মনে হইত তিনি যদি শ্যামলবাবুর বউ না হইয়া বৌঠান হইতেন তবে বোধকরি স্বামীর মন তাঁহার প্রতি কিঞ্চিৎ বেশীই পড়িত! তবে, স্বামীর প্রতি কোনকালই তাঁহার ভক্তিশ্রদ্ধার অভাব ঘটে নাই। তাহার কারণ শ্যামলবাবু বড্ড পরোপকারী ছিলেন। নিত্য তিনি সেই বৌঠানদের বাটীতে কলাটা-মুলাটা লইয়া যাইতেন। উদার প্রতিবেশীর এক আদর্শ চরিত্র তাঁহার! যদিও তিনি কর্ণ ছিলেন না তবুও পড়শীদিগের মধ্যে দাতা বলিয়া খ্যাতি ছিল! দুঃখ ইহা যে এতদসত্ত্বেও নিন্দুকে কহিত, শ্যামলবাবুর এহেন উদারতা কেবল সুন্দরী পরস্ত্রীদিগের কারণেই! নইলে অবিবাহিত কিম্বা বিগতযৌবনাদের প্রতি তাঁহার দাতব্য কর্ত্তব্য সেইরূপ দেখিতে পাওয়া যায় না। তথাপি নীলিমাদেবী উহা কেবল গুজব ভাবিয়াছিলেন! "সামান্য বৌঠান প্রীতি আছে উনার! একটু হাসিয়া কথা কহে, এই যা!" এইসব ভাবিয়া চিন্তিয়া তিনি নিজেকে সান্ত্বনা দিয়াছিলেন। অন্য কোন গূঢ় বা নিগূঢ় কিছু থাকিতে পারে ইহা তিনি দুঃস্বপ্নেও ভাবেন নাই। সুতরাং বলা চলে, মোটের উপর স্বামীপ্রীতি লহিয়া তিনি সুখেই সংসার করিতেছিলেন। কিন্তু সে সুখে বাধ সাধিল যখন ভূবন সামন্ত নিজের ধর্ম্মপত্নী মালিনীদেবীকে লহিয়া সনাতনপুরে আসিলেন এবং নীলিমা দেবীদের পাশের বাসাখানি ভাড়ায় লহিলেন।
মালিনীদেবীকে রূপসী কহিলে কম কহা হইবে। স্বর্গের অপ্সরাদের যেন জীবন্ত প্রতিমূর্তি মালিনীদেবী! শ্যামলবাবু সেই দিবসেই পড়শীর বাটীতে গিয়া তাঁহাদের সহিত ভারি ভাব জমাইয়া লহিলেন। তবে ভূবনবাবুর সহিত তাঁহার সখ্য তেমন জমিল না! সম্ভবতঃ ভূবন সামন্তের এমনধারা উদার পড়শী পছন্দ নহে। তাই দেখা যাইতে লাগিল শ্যামলবাবু ভূবনবাবুকে কেমন যেন এড়াইয়া চলিতে লাগিলেন; ভূবনবাবুর বাসায় তিনি নিত্ত্য যান ইহা সত্ত্য কিন্তু তাহা কেবল ভূবন বাবু নিজ বাটীতে অনুপস্থিত থাকিলে তবেই! 
সেইদিনও শ্যামলবাবু ভূবন সামন্তের বাসায় গিয়াছিলেন কিন্তু গোল বান্ধিল যখন তিনি ফিরিয়া আসিলেন। তাঁহার রূপ দেখিয়া নীলিমাদেবী চমকাইয়া উঠিলেন, শ্যামলবাবুর ফতুয়াখানি ছিঁড়িয়া গিয়াছে, বামচক্ষু ফুলিয়া গিয়াছে উপরন্তু কালশিটের দাগ! সারা মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! কেহ যেন শ্যামলবাবুকে 'প্রহারেণ ধনঞ্জয়!' প্রবাদের অর্থ বাস্তবের কষ্টিপাথরে যাচাই করাইয়া দিয়াছেন! স্বামীর এহেন দুর্দশা দেখিয়া নীলিমাদেবী ছুটিয়া আসিলেন এবং শীতল জল দ্বারা ব্যথার স্থান উপশমের কার্য্যে নিবৃত্ত হইলেন। অনতিক্ষণ পরে, একটী বাটিতে কীয়ৎ চুন ও হলুদ গরম করিয়া শ্যামলবাবুর হাড়ে মালিশ করিতে করিতে শুধাইলেন, "ওগো! তখন হইতে জিজ্ঞাসা করিতেছি, তোমারে এমনধারা কোন আটকুড়ার ব্যাটা পিটাইল শুনি?" শ্যামলবাবু যন্ত্রণাই কাতরাইতে কাতরাইতে কোনমতে কহিলেন, "আবার কে! ওই ভূবন হতভাগা! কোন বাড়া ভাতে আমি উহার ছাই দিতে গিয়াছিলাম কও দেখি গিন্নী!" নীলিমা দেবী বিস্মিত হইয়া শুধাইলেন, "অকারণে তোমারে এমন খড়ম-পেটা পিটিয়া দিল! আটকুড়ার ব্যাটার কি বোধগম‍্যি নাই নাকি!" শ্যামলবাবু নাক সিঁটকাইয়া কহিলেন, "তবে! মানিতেছি হতভাগার গায়ে জোর আছে, তাহা বলিয়া সে জোর আমার উপর ফলাইতে হইবে! আমি কী কুস্তীর আখড়ার বালিবস্তা যে যতজোর গায়ে আছে সকল দিয়া আমাকে পিটিয়া তক্তা বানাইয়া দিবে! কী দোষ আমার কও গিন্নী! আমি তো উপকারই করিতেছিলাম, বৌঠানের শাড়ি তুলিয়া দিতে গিয়াছিলাম তাহার জন্য আমারে এমন কুমড়া পটাশের ন্যয় পিষিয়া দিল! আহ্হঃ! কী যন্ত্রণা গিন্নী!" নীলিমা দেবী কিঞ্চিৎ অবাক হইলেন, "ওমা! ইহার জন্য গায়ে হাত তুলিতে হয়! শাড়িখানা ভূলুণ্ঠিত হইতে দিতে পারিতে, তুলিয়া দিবার কী প্রয়োজন ছিল! এইজন্য কহে, 'ভাল করিতে যাই গো মনে; মন্দ হয় কপালগুণে!' তোমার একদমই উচিৎ হয় নাই ঐ ছোটলোকদের বাটীতে যাওয়া! আহা! রে!" নীলিমাদেবী গরম চুন-হলুদের প্রলেপ শ্যামলবাবুর আহত গাত্রে লাগাইতে লাগাইতে স্বামীর সমব্যাথী হইয়া ভূবন সামন্তের চৌদ্দগুষ্টির ত্রি-ভূবন এক করিয়া দিতে লাগিলেন। 
শ্যামলবাবু কিঞ্চিৎকাল চুপ করিয়া, ধীর কণ্ঠে কহিলেন, "না মানে, শাড়িখানা যখন আমি তুলি তখন তাহা ঠিক ভূ-লুণ্ঠিত ছিল না!" নীলিমাদেবী বিস্ময়াবিষ্ট হইয়া কহিলেন, "তবে! তারে মেলা ছিল বুঝি? কাচিয়া শুকাইবার পর!" 
শ্যামলবাবু ঘাড় নাড়িলেন, তাহার পর দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন, "নাহ! মাটিতেও পড়ে নাই আর তারেও শুকাইবার জন্য মেলা ছিল নাই! আমি যখন শাড়িখানা তুলিতে যাই, তখন মালিনী বৌঠান উহা পরিয়াই ছিল! প্রায় কোমর অবধি তুলিয়া দিয়াছিলাম কিন্তু তখনই কোনখান হইতে সহসা ভূবন ব্যাটা চলিয়া আসিল! উহার তো এখন দপ্তরে থাকিবার কথা, আসিবার কথা নহে!" 
শেষের কথাগুলি নীলিমাদেবী আদৌ শুনিতে পাইয়াছিলেন কীনা ইহা জানা নাই তবে এটুকু জানা গিয়াছিল যে, নীলিমা দেবী পালঙ্ক হইতে উঠিয়া গিয়া কামরার কপাটখানি বন্ধ করিয়া দিয়াছিলেন। তাহার পর তিনি শ্যামলবাবুর সহিত কী করিয়াছিলেন ইহা সঠিক বুঝিতে পারা যায় না। তবে নিন্দুকে কহে, সেইদিন নাকি শ্যামলবাবু অনুভব করিয়াছিলেন, কেবল পতিই পরমেশ্বর হয় না, স্ত্রীও আদ্যাশক্তি হয়। এবং প্রয়োজনে নিজ পতিকে পরমেশ্বর হইতে মুহূর্তেই মহিষাসুর বানাইয়া বধ করিয়া দিবার ক্ষমতা ধরে। 


এই ঘটনার পর দিন সাতেক শ্যামলবাবু নিবারণ ডাক্তারের চেম্বারে ভর্ত্তি হইয়াছিলেন আর সুস্থ হইতেই তিনি শরৎ ঋষির আশ্রমে দীক্ষা লহেন। ইদানীং তাঁহাকে সনাতনপুরে সেইরূপ পরোপকার করিতে দেখা যায় না।



(সমাপ্ত)
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
পাঠক সমীপেষু,
লেখকের লিখিতে বড়ই কষ্ট হয়। ভাবিতে ভাবিতে সন্ধ্যা হয়, লিখিতে লিখিতে সকাল। কিন্তু লেখক লিখে তো পাঠকের নিমিত্তে। সুতরাং তাঁহাদের অভিমত না শুনিলে লেখকের ভাত হজম হইবে না। 

তাই, এই কথকের বিনীত অনুরোধ, গল্প শুনিয়া দক্ষিণা বাবদ চারিটি ভাল-মন্দ সহযোগে মতামত ও রেপুটেশন দিলে বাধিত হইব।
ত্রুটি মার্জনীয়,
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
আর যেখানেই যাও না রে ভাই, সপ্তসাগর পার 
বৌদিবাজি করতে গিয়ে, কেস খেও না খবরদার,
পড়বে পিঠে নিজের বউয়ের কিল, চড় আর জুতো
তারপরেতে খুঁজতে হবে আশ্রমে যাওয়ার ছুঁতো।

ঘরে ঘরে নীলিমাদেবীর মতো এরকম পত্নী থাকলে তাদের পতি পরমেশ্বরেরা আর বিরিয়ানি খাওয়ার জন্য এত ছোঁকছোঁক করবে না। তখন ঘরের ডালভাতই অমৃত সমান মনে হবে। দারুন মজার এবং অবশ্যই শিক্ষামূলক এই পর্বটি।  clps

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
ছি ছি! কি দিন কাল পড়লো গা! ভালো কাজের দাম নেই কো! মানুষটা কোথায় একটু পরোপকার করে মানুষের মুখে হাসি ফোটাচ্ছিলো সেটা লোকের চোখে পড়লোনেগা! একটু শাড়ি তোলার এই এমন সাজা? নানা! আর না। এইজন্য কারো সাহায্য করতে নেই গো। কলিকাল হে!

নিচের ছবিখান দিলাম তোমারে। আহাগো! অবস্থা খান কি করেছে মানুষটার


[Image: 20230924-155457.png]
[+] 2 users Like Baban's post
Like Reply
(24-09-2023, 01:55 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: পাঠক সমীপেষু,
লেখকের লিখিতে বড়ই কষ্ট হয়। ভাবিতে ভাবিতে সন্ধ্যা হয়, লিখিতে লিখিতে সকাল। কিন্তু লেখক লিখে তো পাঠকের নিমিত্তে। সুতরাং তাঁহাদের অভিমত না শুনিলে লেখকের ভাত হজম হইবে না। 

তাই, এই কথকের বিনীত অনুরোধ, গল্প শুনিয়া দক্ষিণা বাবদ চারিটি ভাল-মন্দ সহযোগে মতামত ও রেপুটেশন দিলে বাধিত হইব।
ত্রুটি মার্জনীয়,

গল্পটা কমন হলেও আপনার লেখনীর জাদুতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই রচনায়। আর এখানেই তো আপনার মত মহান লেখকের সার্থকতা। এইভাবে লিখতে থাকুন আর আমাদের আনন্দ দিতে থাকুন। সঙ্গে ছিলাম এবং আছি। লাইক আর রেপু আগেই দিয়ে দিয়েছি।


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply
শ্যামলবাবু তো দারুন পরোপকার করেন! পরের বৌয়ের শাড়ি কোমর অব্দি তুলে দেন! এটা কিন্তু জব্বর লেখা। হালকা হাসির পরকীয়ার ভালো গল্প দাদা রবিবারের গল্প হিসাবে মন্দ নয়, যদিও আমি ভেবেছিলাম হয় ধুম্রগড় কিংবা আরেক বৌদিবাজীর আপডেট দেবে, তবে ঠিকই আছে পরের বার দিও।
[+] 1 user Likes Akash23's post
Like Reply
(24-09-2023, 02:43 PM)Bumba_1 Wrote:
আর যেখানেই যাও না রে ভাই, সপ্তসাগর পার 
বৌদিবাজি করতে গিয়ে, কেস খেও না খবরদার,
পড়বে পিঠে নিজের বউয়ের কিল, চড় আর জুতো
তারপরেতে খুঁজতে হবে আশ্রমে যাওয়ার ছুঁতো।

ঘরে ঘরে নীলিমাদেবীর মতো এরকম পত্নী থাকলে তাদের পতি পরমেশ্বরেরা আর বিরিয়ানি খাওয়ার জন্য এত ছোঁকছোঁক করবে না। তখন ঘরের ডালভাতই অমৃত সমান মনে হবে। দারুন মজার এবং অবশ্যই শিক্ষামূলক এই পর্বটি।  clps

হেহেহেহে! যাক ভাল লাগিয়াছে তাহা হইলে
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
(24-09-2023, 04:00 PM)Baban Wrote: ছি ছি! কি দিন কাল পড়লো গা! ভালো কাজের দাম নেই কো! মানুষটা কোথায় একটু পরোপকার করে মানুষের মুখে হাসি ফোটাচ্ছিলো সেটা লোকের চোখে পড়লোনেগা! একটু শাড়ি তোলার এই এমন সাজা? নানা! আর না। এইজন্য কারো সাহায্য করতে নেই গো। কলিকাল হে!

নিচের ছবিখান দিলাম তোমারে। আহাগো! অবস্থা খান কি করেছে মানুষটার


[Image: 20230924-155457.png]
 ঘোর কলি সখা আমার! উপকারীকে বাঘে খায় জানোই তো। তোমার ছবিখানি বড়ই সুন্দর। অনেক ধন্যবাদ ভায়া এত সুন্দর উপহারের নিমিত্ত। আমি ছবিখানি প্রচ্ছদ করিতে চাহিতেছিলাম কিন্তু ইমেজবিবির লিঙ্কে কোনমতেই ছবি ওপেন হইতেছে না।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
(24-09-2023, 04:19 PM)Sanjay Sen Wrote: গল্পটা কমন হলেও আপনার লেখনীর জাদুতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই রচনায়। আর এখানেই তো আপনার মত মহান লেখকের সার্থকতা। এইভাবে লিখতে থাকুন আর আমাদের আনন্দ দিতে থাকুন। সঙ্গে ছিলাম এবং আছি। লাইক আর রেপু আগেই দিয়ে দিয়েছি।

 একদম সঠিক পর্যবেক্ষণ সঞ্জয়দা। দুলাইনের একটা চুটকি গত সোমবার হোয়াটস্যাপে পাই। তখনই উহাকে লহিয়া এই গল্প ফান্দিয়া বসি। মহান লেখক অবশ্য একটু বাড়াবাড়ি হইয়া গেল তবে ভাল লাগিয়াছে ইহাই পরম পাওনা। দক্ষিণার জন্য ধন্যবাদ।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
(24-09-2023, 08:30 PM)Akash23 Wrote: শ্যামলবাবু তো দারুন পরোপকার করেন! পরের বৌয়ের শাড়ি কোমর অব্দি তুলে দেন! এটা কিন্তু জব্বর লেখা। হালকা হাসির পরকীয়ার ভালো গল্প দাদা রবিবারের গল্প হিসাবে মন্দ নয়, যদিও আমি ভেবেছিলাম হয় ধুম্রগড় কিংবা আরেক বৌদিবাজীর আপডেট দেবে, তবে ঠিকই আছে পরের বার দিও।

কতশত শ্যামলবাবু এই বঙ্গে আছে ভায়া। ঠিকই বলিয়াছ রবিবারে কষা মাংস ভাতই মধ্যবিত্তের স্বপ্ন। তাই ধুম্রগড় বা বৌদির চুমু-হামি হইলে মন্দ হইত না তবে, খেই ধরিতে একটু সময় লাগিবে। সম্ভবতঃ আগামী রবিবার এই দুয়ের কোন একটি আসিবে। দীর্ঘদিন মহাবীর্য্য ভাণ্ডারও খালি ছিল তাই উহাতে একটু সংযোজন করিলাম।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Manofwords6969 দাদা আপনি আমারে যে ভোলেন নাই তাহা এই একটী লাইকেই বুঝাইয়া দিয়াছেন। তবে স্রেফ লাইকের বদলে কোন মন্তব্য করিলে খুশী হইতাম। আগামী রবিবার সম্ভবতঃ ধুম্রগড় যাইবার পরিকল্পনা আছে। সাথে যাইবেন নাকি? বড়বৌদি আপনারে দেখিলে একটু খুশী হইতেন এই যা।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
শ্যামলবাবুর গায়ের রঙ বোধকরি আদ্যাশক্তির অশেষ কৃপায় নীল বর্ণ ধারণ করিয়া ছিল অস্থানে কুস্থানে
[+] 1 user Likes rakeshdutta's post
Like Reply
অনবদ্য অনুপম রচনা হে মহান লেখক। হৃদয় ভরিয়া গেল
Like Reply
(24-09-2023, 11:00 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: Manofwords6969 দাদা আপনি আমারে যে ভোলেন নাই তাহা এই একটী লাইকেই বুঝাইয়া দিয়াছেন। তবে স্রেফ লাইকের বদলে কোন মন্তব্য করিলে খুশী হইতাম। আগামী রবিবার সম্ভবতঃ ধুম্রগড় যাইবার পরিকল্পনা আছে। সাথে যাইবেন নাকি? বড়বৌদি আপনারে দেখিলে একটু খুশী হইতেন এই যা।

বড়বৌদির গোয়েন্দাগিরি আর তার মাঝে মাঝে লীলাখেলা দেখবো বলে অপেক্ষা করে করে হাল ছেড়ে দিয়েছিলাম। তবে রাগ অভিযোগ কিছুই নেই, এখানে লেখালেখী করে তো আর কেউ টাকা পয়সা পায় না, সবই শখের ব্যাপার। আবার ব্যাক্তিগত জীবনের সুবিধে অসুবিধের ব্যাপারটাও আছে, আমার নিজের কতো লেখার শখ কিন্তু হয়ে ওঠে না। যাকগে, আপনি ফিরে এসেছেন দেখে ভালো লাগলো, বড়বৌদির শাড়িটা আর শেষ আপডেটে খুললো না। এবার যখন আপডেট দেবেনই একটু খুশি করে দিন আরকি Smile
[+] 1 user Likes Manofwords6969's post
Like Reply
Indeed an amazing story. Last time I was wondering why so many people feel delighted upon your return, after reading this short story I guess I can now understand them. You are indeed a very versatile writer and the command over vernacular and vocabulary as well as the way of narration all are fabulous! Amazing work! Kudos!
Warm Greetings!
[Image: 20230912-130230.png]
Like Reply
বড় ভাল লেখা। হৃদয় পরিপূর্ণ হইয়া গেল
[+] 1 user Likes xerexes's post
Like Reply
উরিব্বাস! গত ২৪ ঘণ্টায় তোমার পাঠক সংখ্যা ২০০০। তুমি তো রেকর্ড করে দিচ্ছো দাদাভাই। ধুম্রগড় তাহলে আসছে রোববার! ওয়েটিং ইগার্লি
[+] 1 user Likes Akash23's post
Like Reply




Users browsing this thread: 68 Guest(s)