25-06-2023, 03:22 AM
HAVEN - High-Performance Advanced Virtualization and Efficient Networks
2023 এর AI revolution এ বর্তমানে এটাই সবার মুখে মুখে। তোমার ফোনে কি haven এর চিপ?
ল্যাপটপ এ যদি haven এর চিপ না থাকে 1 লাখ দাম তার হবেই না। Intel, Ryzen যখন ক্রমাগত বিবর্তিত হওয়া AI এর সাথে তাল মেলাতে ও ভারতের মত বিপুল জনগোষঠীর দেশে তাদের উচ্চমানের ও উচ্চমূল্যের চিপ বিক্রি করতে অবস্থা কাহিল, haven এর জন্ম আনে বিপ্লব ।
2016 তে ভারতে রেলাইন্স জিও যেমন 4g internet বিপ্লব এনেছিল... Haven এর উত্থান ও তেমন।
তুমি তো ভাবছ, পানূ পড়তে এসে এসব কি খবর পড়ছি?
শোনো শোনো । যে গল্প বলবো সেটা তোমার খুব ভালো লাগবে। আমি তো জানি তুমি গ্লাডিয়েটর এর যুদ্ধ দেখতে আসা দর্শক। এখানে সিংহ আমায় খেলো না আমি সিংহ কে মেরে দিলাম সেটা তোমার জানার ইচ্ছে নেই। তুমি এসেছ মজার জন্য
আর আমি হলাম মহারাজ(কিং ইজ গ্রেট) তো তোমায় মজা তো দেবই। তবে এই গল্পটিও ফ্যান্টাসি। বাস্তব এ এরকম হয় যদিও কিন্তু তোমার কল্পনার সুবিধার্থে ধরে নাও এটি মাল্টিভার্স এর একটি ঘটনা।
চরিত্র:-
1, দেব। : ফর্সা, 5'8" লম্বা, স্বাস্থ্যবান (মোটা নয়) 33 বছর।
Ex-creator, project angel। স্ত্রী : মায়া 31, ছেলে :- প্রহ্লাদ।
কলেজ এ পড়া কালীন বিদেশফেরত প্লেন দুর্ঘটনায় মা বাবা মারা যান। পারিবারিক বন্ধু জিমুত দত্ত এর কোম্পানি তে ইন্টার্ন ও পরে প্রজেক্ট ডেভেলপার হন। জীমুত বাবুরই মেয়ে মাহির সাথে বিয়ে হয় ও এক ছেলে ও হয়। পরে মাহি দেব কে ডিভোর্স করে। আর মায়া দেব কে বিয়ে করে প্রহ্লাদ কে মায়ের অভাব থেকে বাঁচাতে। পরে যদিও দেব আর মায়া স্বামী স্ত্রী হয়েই সংসার করেছে নিজেদের জন্য। প্রহ্লাদ কে অজুহাত করে নয়।
2. মাহি। ফর্সা,5'4" লম্বা, বালিঘড়ির মত শরীর। 31 বছর।
Haven এর ceo। Owner of project angel। Ex wife of Deb। Currently in a live in relationship with David'dave' Michaelson ।
3. জিমূত দত্ত ও মিহিকা দত্ত : 60 ও 50 বছর বয়সী দম্পতি।
মাহি ও মায়ার বাবা মা। Amravati corps এর মালিক ছিলেন এই দম্পতি। Amravati ই পড়ে haven হয়। মানে haven এতই
পপুলার প্রোডাক্ট হয় এই হার্ডওয়্যার কোম্পানির, যে পরে haven nijer দমেই চলা শুরু করে। কাহিনীতে এদের প্রত্যক্ষ ভূমিকা নেই। মাঝে মাঝে এদের দেখা পাওয়া যাবে।
প্রহ্লাদ:- 10 বছরের ছেলে। পায়ে এক বিরল রোগের জন্ন হাঁটতে পারে না। হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করে। Project veerbhadra এর কোডার । মায়ের প্রতি অসম্ভব ঘৃনা নিয়ে বেঁচে আছে।
মায়া:- মাহির জমজ বোন। পেশায় পুলিশ এর sp। প্রহ্লাদ এর পালক মা। আর দেব এর স্ত্রী। বালুঘড়ির মত শরীর এরও।
ইউনিফর্ম এ কড়া sp। কিন্তূ নিজের it professional স্বামী আর জিনিয়াস ছেলের কাছে বোকা বোকা মা/ বৌ হয়েই আছে । যেমন নাম তেমন কাম। মায়া এর মন টাও মায়ার মতোই কোমল, ও নির্মল। সুখের ই সংসার বলা যায় । সমস্যা প্রহ্লাদ এর।
David 'dave' Michaelson:- haven এর international distributor আর সবচেয়ে বড় shareholder। গল্পের ভিলেন।
মাহির লিভ ইন পার্টনার।
2023 এর AI revolution এ বর্তমানে এটাই সবার মুখে মুখে। তোমার ফোনে কি haven এর চিপ?
ল্যাপটপ এ যদি haven এর চিপ না থাকে 1 লাখ দাম তার হবেই না। Intel, Ryzen যখন ক্রমাগত বিবর্তিত হওয়া AI এর সাথে তাল মেলাতে ও ভারতের মত বিপুল জনগোষঠীর দেশে তাদের উচ্চমানের ও উচ্চমূল্যের চিপ বিক্রি করতে অবস্থা কাহিল, haven এর জন্ম আনে বিপ্লব ।
2016 তে ভারতে রেলাইন্স জিও যেমন 4g internet বিপ্লব এনেছিল... Haven এর উত্থান ও তেমন।
তুমি তো ভাবছ, পানূ পড়তে এসে এসব কি খবর পড়ছি?
শোনো শোনো । যে গল্প বলবো সেটা তোমার খুব ভালো লাগবে। আমি তো জানি তুমি গ্লাডিয়েটর এর যুদ্ধ দেখতে আসা দর্শক। এখানে সিংহ আমায় খেলো না আমি সিংহ কে মেরে দিলাম সেটা তোমার জানার ইচ্ছে নেই। তুমি এসেছ মজার জন্য
আর আমি হলাম মহারাজ(কিং ইজ গ্রেট) তো তোমায় মজা তো দেবই। তবে এই গল্পটিও ফ্যান্টাসি। বাস্তব এ এরকম হয় যদিও কিন্তু তোমার কল্পনার সুবিধার্থে ধরে নাও এটি মাল্টিভার্স এর একটি ঘটনা।
চরিত্র:-
1, দেব। : ফর্সা, 5'8" লম্বা, স্বাস্থ্যবান (মোটা নয়) 33 বছর।
Ex-creator, project angel। স্ত্রী : মায়া 31, ছেলে :- প্রহ্লাদ।
কলেজ এ পড়া কালীন বিদেশফেরত প্লেন দুর্ঘটনায় মা বাবা মারা যান। পারিবারিক বন্ধু জিমুত দত্ত এর কোম্পানি তে ইন্টার্ন ও পরে প্রজেক্ট ডেভেলপার হন। জীমুত বাবুরই মেয়ে মাহির সাথে বিয়ে হয় ও এক ছেলে ও হয়। পরে মাহি দেব কে ডিভোর্স করে। আর মায়া দেব কে বিয়ে করে প্রহ্লাদ কে মায়ের অভাব থেকে বাঁচাতে। পরে যদিও দেব আর মায়া স্বামী স্ত্রী হয়েই সংসার করেছে নিজেদের জন্য। প্রহ্লাদ কে অজুহাত করে নয়।
2. মাহি। ফর্সা,5'4" লম্বা, বালিঘড়ির মত শরীর। 31 বছর।
Haven এর ceo। Owner of project angel। Ex wife of Deb। Currently in a live in relationship with David'dave' Michaelson ।
3. জিমূত দত্ত ও মিহিকা দত্ত : 60 ও 50 বছর বয়সী দম্পতি।
মাহি ও মায়ার বাবা মা। Amravati corps এর মালিক ছিলেন এই দম্পতি। Amravati ই পড়ে haven হয়। মানে haven এতই
পপুলার প্রোডাক্ট হয় এই হার্ডওয়্যার কোম্পানির, যে পরে haven nijer দমেই চলা শুরু করে। কাহিনীতে এদের প্রত্যক্ষ ভূমিকা নেই। মাঝে মাঝে এদের দেখা পাওয়া যাবে।
প্রহ্লাদ:- 10 বছরের ছেলে। পায়ে এক বিরল রোগের জন্ন হাঁটতে পারে না। হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করে। Project veerbhadra এর কোডার । মায়ের প্রতি অসম্ভব ঘৃনা নিয়ে বেঁচে আছে।
মায়া:- মাহির জমজ বোন। পেশায় পুলিশ এর sp। প্রহ্লাদ এর পালক মা। আর দেব এর স্ত্রী। বালুঘড়ির মত শরীর এরও।
ইউনিফর্ম এ কড়া sp। কিন্তূ নিজের it professional স্বামী আর জিনিয়াস ছেলের কাছে বোকা বোকা মা/ বৌ হয়েই আছে । যেমন নাম তেমন কাম। মায়া এর মন টাও মায়ার মতোই কোমল, ও নির্মল। সুখের ই সংসার বলা যায় । সমস্যা প্রহ্লাদ এর।
David 'dave' Michaelson:- haven এর international distributor আর সবচেয়ে বড় shareholder। গল্পের ভিলেন।
মাহির লিভ ইন পার্টনার।
-: গল্প শুরু হোক :-
বাবা প্লিজ কিছু করো... মম প্লিজ don't do this...
-- uff mahi, who is this brat!? So obnoxious!
-- you! Shut up you white faced American monkey!
-- পিকু... Shh। মাহি ধমক দেয় আঙ্গুল দিয়ে চুপ করতে বলে।
তো মিস্টার দেব দত্ত ও mrs মাহি দেব দত্ত আপনারা আজকের পর থেকে স্বামী স্ত্রী থাকবেন না। এখন প্রশ্ন হল প্রহ্লাদ দত্তের Custody নিয়ে।
-- milord, আমার পক্ষে পিকু কে 24X7 টাইম দেওয়া সম্ভব নয়।কারণ haven এর ceo হিসেবে অনেক দায়িত্ত্ব আছে।
-- মিস্টার দত্ত? আপনি এই বিষয়ে কিছু বলবেন?
-- milord, আমাদের ছেলের বিশেষ যত্নের প্রয়োজন। ও অনেক স্বাবলমবি ওর বয়সী ছেলেদের তুলনায়(প্রহ্লাদ এর বয়স তখন 7) কিন্তু তবুও... পেশায় আমি একজন আইটি professional।
কিন্তূ বর্তমানে বেকার ।... এর বাইরে আমার কিছু বলার নেই
-- hmm , accha মিস দত্ত, সিইও দের ও পরিবার হয়, আমার ও আছে । আমরা 24X7 somoy দিতে না পারলেও সময় বার করে দি। দিতে হয় মিস দত্ত। টাকা,সন্মান, প্রতিপত্তি নিয়ে আপনি কত দূর যাবেন মিস দত্ত যখন আপনার সাথে উপভোগ করার ই কেউ থাকবে না? আমি 28বছর ধরে এই কোর্ট এ বিচারকের দ্বায়িত্ব পালন করছি, অনেক পরিবার ভাঙতে দেখেছি, নিজের সন্তানের জন্যে কি একবার সুযোগ দেওয়া যায় না?
-- milord, হামি খি খিচু বলিটে ফারি!?
-- আপনি?
-- my name is David Michaelson। I am mahi's live in partner and soon to be husband। Milord, this man here (Deb কে দেখিয়ে) is such an incompetent one।
For his virus the service Haven provides suffered through heavy damages। And through investigation we've found that it was him who provided us that malware and that virus infected software।
We filed lawsuit against him and his wife has removed him from that company।
(Deb Haven এর সরবরাহ করা সফটও়্যারগুলোতে ভাইরাস ও ম্যালওয়্যার থাকা অবস্থায় সেগুলোকে ডেলিভার করে, কোম্পানির বিরাট লস হয় ও শেয়ার পড়ে যায়। তাই দেব এর বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে। ও তার স্ত্রী নিজে ওকে কোম্পানি থেকে বার করেছে) plus milord, his kid intentionally hacked into our main servers and did damage to valuable files, which affected Mahi so much
( প্রহ্লাদ কোম্পানির কম্পিউটার হ্যাক করে ফাইল ঘাটাঘাটি করার ফলে কিছু ফাইল ডিলিট হয়ে যায়, ও যার ফলে মাহির অনেক মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়।)
Milord, we are going to start a new life, we don't this cripple child with us ( নতুন জীবনে এই ল্যাংড়া ছেলেকে চাই না)
-- mr. Michaelson behave! You can't say such word against him(নিজেকে সংযত করুন মাইকেলসন। আপনি ওকে এসব বলে অপমান করতে পারেন না)
মিস দত্ত , আপনি মিস্টার মাইকেলসন এর সাথে সহমত?
-- আমি...মানে... হ.. হ্যাঁ। মাহি হ্যাঁ বলে কিন্তূ প্রহ্লাদ এর দিকে তাকায় না।
-- bravo মিস দত্ত। ব্রাভো! আপনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, এমন মা ও হয় এই পৃথিবীতে। মাহি মানে জানেন তো? ধরণী মা। আর আপনি নিজের নামের মর্যাদাই রাখলেন না। লজ্জা পাচ্ছেন কেনো? আপনি তো বলেই দিলেন আপনি সহমত ।একবার নিজের মুখেই সবটা বলুন যাতে কোর্ট আপনার মত ও রেকর্ড করতে পারে ।
-- আমি দেব দত্তের থেকে বিবাহবিচ্ছেদ চাই। কারণ আমাদের মধ্যে ভালোবাসা নেই। ও একজন এমন মানুষ যার ওপর বিশ্বাস করা যায় না এবং সে আমার ভরণ পোষণ এ অসমর্থ।
আমি প্রহ্লাদ দত্ত কে ও আমার জীবনে আর চাই না। কারণ ওর জন্ম আমি পরিকল্পনা করি নি। উপরন্তু ওর শারীরিক অক্ষমতার ভার আমি বহন করতে চাই না। তবুও আমি ওর জন্মদাত্রী। তাই ওর 18 বছর হওয়া অবধি চিকিৎসা এর ভার আমি নেবো।
-- মম... তুমি ... তুমি আমায় ল্যাংড়া বললে ..! ওই লালমুখোর কথা সমর্থন করলে!?
-- আহ্.. পিকু! কি বলছিস এসব!
-- hmm sorry মম। ওহ আই মিন মিস মাহি দত্ত। আপনার আমায় দয়া করা লাগবে না ma'am। আমার চেয়ে বহু কষ্ট অনেক মানুষ আছেন। আপনি বরং আমার নামে দানের জে অর্থ ছুড়ে দিতে চাইছেন সেটা দিয়ে charity করুন বা stocks কিনুন। যাতে আমার করা আপনার মানসিক যন্ত্রণার কিছু প্রশমন হয়....(চোখ দিয়ে জল পড়ছে ঐদিকে গা কাঁপছে)
-- প্রহ্লাদ দত্ত তুমি কি বাবার সাথে থাকবে না মা এর সাথে?
আমি জানি উত্তর, তবুও এটা procedure।
দাড়ান!
কোর্ট এ মায়া আসে।
-- sp madam আপনি?
-- ক্ষমা করবেন জজ ম্যাডাম, এভাবে আসার জন্ন। কিন্তূ ব্যাপারটা আমার ছেলেকে নিয়ে। দীভাই পিকু কে অনেক কষ্ট দিয়েছে আর নয়। ম্যাডাম, আমি প্রহ্লাদ এর সমস্ত দায় দায়িত্ত্ব নেবো। লিগাল ভাবেই ।
-- মিস্টার দত্ত?
-- milord, প্রহ্লাদ এর আপত্তি না থাকলে আমার ও আপত্তি নেই।
-- বেশ। আজ থেকে আপনি ও মাহি দেবী স্বামী স্ত্রী নন। মাহি দেবী প্রহ্লাদ ও আপনার ওপর থেকে সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ দাবি সমর্পণ করলেন। ভবিষ্যতে মাহি দেবীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর 18 বছর না হওয়া অবধি প্রহ্লাদ এর অধিকার থাকবে। প্রহ্লাদ এর অনুপস্থিতিতে mr. David ও মাহি দেবীর সন্তান এর অধিকার থাকবে। এটা প্রহ্লাদ এর জন্মগত অধিকার। কিন্তূ মাহি দেবী নিজে তার সাংসারিক অধিকার সমর্পণ করেছেন। তাই ভবিষ্যতে দেব ও প্রহ্লাদ দত্তর কোনো সাফল্য,সম্পত্তি,বা অভ্যন্তরীণ সিদ্ধান্ত যেখানে একজন স্ত্রী ও মায়ের দায়িত্ত্ব আর অধিকার আছে সেখানে মাহি দেবী থাকবেন না। তবে বৃদ্ধাবস্থায় যদি মাহি দেবী অসমর্থ হয়ে পড়েন প্রহ্লাদ বাবুকে তার ন্যূনতম চিক্তিসা ও যত্নের ব্যবস্থা করতে হবে। কিন্তূ সেটাও শর্তসাপক্ষে। যদি দেব বা প্রহ্লাদ দত্ত , প্রহ্লাদ এর 18 বছরের আগে তাদের অধিকার দাবি করেন তবেই মাহি দেবীর প্রতি দায়িত্ত্ব পালনে প্রহ্লাদ বাধ্য থাকবে ।
আশা করি আমি পরিষ্কার।
- ডিভোর্স পেপার এ সই হলো।
- প্রহ্লাদ এর জোরে দেব মাহির ওপর সমস্ত অধিকার প্রত্যাহার করল।
- মায়া মাহির থেকে প্রহ্লাদ এর দায়িত্ত্ব নিল।
-- মা.. মানি....আহা হা...হিক..
-- না না আমার বাবু.. কাদে না.... এই তো মা আছে...shh..shh...
-- তুমি আমার মা?
-- হ্যাঁ তো...আমায় তো মায়ের মতই লাগে তোর..
..না!
-- তুমি মম নও। তুমি মা আমার। মম এর চোখ সবুজ ছিল তোমার গুলো নীল।
-- আচ্ছা আচ্ছা বেশ। আমি মা তোর।(তুই আমায় জন্ম দিলি রে বাবু। আজ মা হিসেবে আমার জন্ম হল)বাবু.. আর কাদে না সোনা।
-- বলছি... দেব দা, বাবু তো ঘুমিয়ে গেলো এবার কি করি...?
-- হাহাহা.. তোমার ছেলে তুমিই বোঝো...
--- এভাবে মজা করছ? ঠিক হচ্ছে না কিন্তু...
-- তো মজা করবো না?
-- তুমি ঠিক আছো তো?
-- এক দম 1স্ট ক্লাস।কিন্তু তুমি জিজ্ঞেস করছ?
-- না...মানে দীভাই যেটা করলো...
-- দেখো মায়া, তোমার দীভাই এর সাথে আমার বিয়ে হয় যখন তখন আমি 23 আর ও 21। পিকুর পায়ের রোগ এর কারণ ওর মা । তোমার দিদি যে প্রেগন্যান্ট অবস্থা তেও স্মোক আর ড্রিংক করা ছাড়েনি সেটা আমি জানতাম। বারণ করেছিলাম কাজ হয়নি। আমি যখন প্রজেক্ট এঞ্জেল এ কাজ করছি তোমার দিদির তখন আমার ওপর হঠাৎ করেই যেনো ভালোবাসার বৃদ্ধি পায়। আমিও তখন ওর ডাকে সাড়া দি। মা বাবা কে হারানোর পর আমিও নিজের পরিবার চেয়েছিলাম। কিছু বোঝার আগেই আমরা মা বাবা হৈ এত দ্রুত সব হচ্ছিল। তোমার দীভাই আমায় ভালোবাসতো না। সেটা আমি বুঝেছিলাম অফিস এর পার্টি তে।
যখন ও আমায় নিজের হাসব্যান্ড বলে পরিচয় দিতেও লজ্জা পাচ্ছিলো। সর্বোপরি প্রোজেক্ট এঞ্জেল এর creator হিসেবে ও নিজেকে দেখালো... আমি অত খেয়াল করিনি প্রথম । ভাবছিলাম আমার সবকিছুর ওপর আমার বউ ছেলে ছাড়া কর্ ই বা অধিকার। কিন্তূ জবে থেকে david এলো আমাদের জীবনে সব তো শেষ হয়ে গেলো।
-- তুমি তো আমায় বলতে পারতে...
-- তুমি তখন ট্রেনিং এ ছিলে...তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে,তোমায় বলবো ভেবেছিলাম। কিন্তূ তোমার মা বললেন তোমায় জানলে ট্রেনিং এ সমস্যা হবে।
-- তার মানে মা বাবা সবটা জানত?
-- হ্যাঁ। সবটা।
-- তো কিছু করনি কেনো?
-- কারণ আছে মায়া ।