Posts: 1,409
Threads: 2
Likes Received: 1,435 in 991 posts
Likes Given: 1,761
Joined: Mar 2022
Reputation:
82
যেরকম কবিতাটা সুন্দর, সেইরকম অসাধারণ হয়েছে আঁকাটা। আর লেখা অর্থাৎ ভিতরের বিষয়বস্তু সম্বন্ধে বলি, কাকোল্ড আর ইনসেক্ট উপন্যাসের দুই দিকপাল Baban আর Jupiter10 সম্পর্কে ওদের দাবিগুলো একদম যথার্থ। আর বাকি লেখকদের সম্পর্কে কারোর কোনো দাবি নেই? বিশেষ করে তোমার সম্পর্কে?
Posts: 1,255
Threads: 2
Likes Received: 2,307 in 1,023 posts
Likes Given: 1,629
Joined: Jul 2021
Reputation:
666
(16-03-2023, 04:47 PM)Bumba_1 Wrote:
কিছু কথা এবং ..
ছবি এবং লেখাঃ- বুম্বা
আমাদের মধ্যে যেমন উত্তম না সৌমিত্র, হেমন্ত না মান্না, ইস্টবেঙ্গল না মোহনবাগান থেকে শুরু করে, মেসি না রোনাল্ডো .. কে সেরা , এই লড়াই যেমন চিরকাল ছিলো, আছে এবং থাকবে! ঠিক সেইরকম এই ফোরামে incest না cuckold এই দুই ধরনের বিভাগের গল্পগুলির মধ্যে কোন বিভাগ সেরা এবং কোন লেখক সেরা .. এই লড়াই তাদের ভক্তদের মধ্যে চিরকাল থেকে যাবে। তবে খুব সচেতনভাবেই incest এবং cuckold এই দুটি বিভাগ থেকে, বা বলা ভালো এই বিভাজন থেকে নিজেকে বাইরে রাখা আমি মনে করি একটা healthy competition থাকার অবশ্যই প্রয়োজন আছে। তবেই তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য বা আরো ভালো কিছু সৃষ্টির জন্য তাগিদ অনুভব করবে লেখকেরা। কিন্তু এই প্রতিযোগিতায় যেন কোনো নোংরা রাজনীতি না ঢোকে, এটাই কাম্য।
আমি এমনি এমনি কোনো কথা বলি না। তাই উপরোক্ত কথাগুলি বলার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের এখানকার একটি টাউন হলে বেশ কয়েকজন সংস্কৃতিমনস্ক মানুষের আড্ডা বসেছিলো। সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র, খেলাধুলা, রাজনীতি .. এইসব বিষয় কথা হতে হতে একসময় আলোচনা এসে দাঁড়ায় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা কাহিনী বা উপন্যাসগুলি নিয়ে। এই প্রসঙ্গে কথা হবে, অথচ আদিরসাত্মক সাহিত্যের এক নম্বর ফোরাম গসিপি নিয়ে কথা হবে না, তা তো হয় না! এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তির বক্তব্য ছিলো পুরাতন গসিপের তুলনায় বর্তমানের গসিপিতে লেখা গল্পগুলি অধিকমাত্রায় উন্নত ধরনের (যদিও দু'একজন এর বিরোধিতা করেছিলো, এটাও ঠিক)। আমি যে গসিপিতে লেখালেখি করি সেটা ওনাদের মধ্যে সবাই জানতেন। কিন্তু আপনারা যারা এখানে লেখালেখি করেন, তারা একটা ব্যাপার শুনলে অবাক হয়ে যাবেন .. এখানকার বেশিরভাগ লেখককে তারা চেনেন (অর্থাৎ নাম শুনেছেন) এবং বেশ কিছু লেখকের ভালোরকম fan base তৈরি হয়েছে। নিষিদ্ধ বিষয় নিয়ে মানুষের মনে সর্বদা কৌতূহলের মাত্রা অধিক থাকে, এ কথা অনস্বীকার্য। তাই অজাচার এবং কাকোল্ড .. এই দুটি বিভাগ নিয়ে দেখলাম সবার আগ্রহটাই বেশি। তাদের কথাতে স্পষ্ট অজাচার গল্পের সম্রাট Jupiter10 এর বর্তমানে চলতে থাকা দুটি উপন্যাস যেন কোনোদিন শেষ না হয়, এই ভাবেই যেন চলতে থাকে বছরের পর বছর ধরে। কাকোল্ড গল্পের বেতাজ বাদশা Baban যেন একটি নতুন উপন্যাস শুরু করে .. এটাও স্পষ্ট হয়েছিলো তাদের কথায়। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তা হলো, এই ফোরামের registered users এর থেকে guest users এর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। ওরাই ঠিক করে দেয় গল্পের views , যেখানে কোনোরকম তঞ্চকতা চলে না। ভালো-মন্দ মিশিয়ে আরও আরও, আরও আলোচনা হয় গসিপি নিয়ে .. সব কথা তো এখানে বলা সম্ভব নয়। তবে আমার সবথেকে বেশি গর্ববোধ হচ্ছিল এই ভেবে যে, এখানে তারা নিষিদ্ধ বিষয় নিয়ে লেখালেখি করে বলে নিজেদের পরিচয় গোপন রাখলেও (যদিও এটাই স্বাভাবিক) বাইরে তাদের ছদ্মনামের এত ক্রেজ এবং এরকম একটা ফোরামের একজন সামান্য সদস্য আমি। যাই হোক, আমি একজন আদ্যোপান্ত শিল্পী মানুষ, বিশেষ জটিলতা পছন্দ করি না। তাই কোনো বিষয়ে কথা হলে এবং সে কথাগুলি যদি আমার মন ছুঁয়ে যায়, তবে সেগুলিকে আমার মতো করে একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই করেছি .. অর্থাৎ incest এবং cuckold এই দুটি বিভাগের মধ্যে কে সেরা নিয়ে এই দ্বন্দ্বের প্রসঙ্গে নিজের মতো করে একটি কবিতা সৃষ্টি করে ফেলেছি। সবশেষে এটাই বলবো, আগেও যা বলেছি .. দ্বন্দ্ব চিরকাল থাকুক, কিন্তু স্বাস্থ্যকর প্রতিযোগিতাই কাম্য। তবেই তো গসিপির উন্নতি সাধন হবে, না হলে নয়, ভালো থাকবেন।
তুমি ভুলভাল, আমি সদাঠিক
আমি মেইনস্ট্রিম , তুমি প্রান্তিক।
আমি নাইভ নাইভ, তুমি সদা লাইভ
আমি বোকা বোকা, তুমি স্মার্ট টাইপ।
তুমি বিন্দাস , আমি ঝড়ে হাঁস।
আমি ক্রন্দন , তুমি উচ্ছাস।
আমি উত্তাল , তুমি নতমুখ
আমি গর্জন , তুমি খুব চুপ
তুমি চাল কলা , আমি উড়ো খই
আমি অনলাইন , তুমি ছেঁড়া বই।
তুমি সেমিনার , আমি আলপথ
আমি খালি পা, তুমি রাজরথ।
তবু বিষয়েই , চাই তোমাকেই
তুমি হালফিলে , খুব ঠিকঠিক
বলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক !
তাই জেনে নাও, আমি সন্ন্যাস
মেঠো বনপথ , জুড়ে সন্ত্রাস
তাই বিষয়ের , মোড় ঘোরাবোই
তুমি কাটা ব্যাঙ , হতে বাধ্যই
যত দিন যায় , বেলা গড়িয়ে
সব প্রান্তিক , যাবে ছড়িয়েই।
কিছু নির্ভুল, কিছু কম ঠিক
বলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক।
তোমার মত একজন গুণী মানুষকে পেয়ে এই ফোরাম ধন্য। এইসব আঁকার কদর করার মত মানুষ এখানে নেই গো! লেখা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে কবিতাটা জাস্ট অসাধারণ।
Posts: 6,161
Threads: 42
Likes Received: 12,437 in 4,169 posts
Likes Given: 5,340
Joined: Jul 2019
Reputation:
3,799
16-03-2023, 07:05 PM
(This post was last modified: 16-03-2023, 07:12 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-03-2023, 04:47 PM)Bumba_1 Wrote:
কিছু কথা এবং ..
ছবি এবং লেখাঃ- বুম্বা
আমাদের মধ্যে যেমন উত্তম না সৌমিত্র, হেমন্ত না মান্না, ইস্টবেঙ্গল না মোহনবাগান থেকে শুরু করে, মেসি না রোনাল্ডো .. কে সেরা , এই লড়াই যেমন চিরকাল ছিলো, আছে এবং থাকবে! ঠিক সেইরকম এই ফোরামে incest না cuckold এই দুই ধরনের বিভাগের গল্পগুলির মধ্যে কোন বিভাগ সেরা এবং কোন লেখক সেরা .. এই লড়াই তাদের ভক্তদের মধ্যে চিরকাল থেকে যাবে। তবে খুব সচেতনভাবেই incest এবং cuckold এই দুটি বিভাগ থেকে, বা বলা ভালো এই বিভাজন থেকে নিজেকে বাইরে রাখা আমি মনে করি একটা healthy competition থাকার অবশ্যই প্রয়োজন আছে। তবেই তো ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য বা আরো ভালো কিছু সৃষ্টির জন্য তাগিদ অনুভব করবে লেখকেরা। কিন্তু এই প্রতিযোগিতায় যেন কোনো নোংরা রাজনীতি না ঢোকে, এটাই কাম্য।
আমি এমনি এমনি কোনো কথা বলি না। তাই উপরোক্ত কথাগুলি বলার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় আমাদের এখানকার একটি টাউন হলে বেশ কয়েকজন সংস্কৃতিমনস্ক মানুষের আড্ডা বসেছিলো। সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্র, খেলাধুলা, রাজনীতি .. এইসব বিষয় কথা হতে হতে একসময় আলোচনা এসে দাঁড়ায় কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা কাহিনী বা উপন্যাসগুলি নিয়ে। এই প্রসঙ্গে কথা হবে, অথচ আদিরসাত্মক সাহিত্যের এক নম্বর ফোরাম গসিপি নিয়ে কথা হবে না, তা তো হয় না! এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তির বক্তব্য ছিলো পুরাতন গসিপের তুলনায় বর্তমানের গসিপিতে লেখা গল্পগুলি অধিকমাত্রায় উন্নত ধরনের (যদিও দু'একজন এর বিরোধিতা করেছিলো, এটাও ঠিক)। আমি যে গসিপিতে লেখালেখি করি সেটা ওনাদের মধ্যে সবাই জানতেন। কিন্তু আপনারা যারা এখানে লেখালেখি করেন, তারা একটা ব্যাপার শুনলে অবাক হয়ে যাবেন .. এখানকার বেশিরভাগ লেখককে তারা চেনেন (অর্থাৎ নাম শুনেছেন) এবং বেশ কিছু লেখকের ভালোরকম fan base তৈরি হয়েছে। নিষিদ্ধ বিষয় নিয়ে মানুষের মনে সর্বদা কৌতূহলের মাত্রা অধিক থাকে, এ কথা অনস্বীকার্য। তাই অজাচার এবং কাকোল্ড .. এই দুটি বিভাগ নিয়ে দেখলাম সবার আগ্রহটাই বেশি। তাদের কথাতে স্পষ্ট অজাচার গল্পের সম্রাট Jupiter10 এর বর্তমানে চলতে থাকা দুটি উপন্যাস যেন কোনোদিন শেষ না হয়, এই ভাবেই যেন চলতে থাকে বছরের পর বছর ধরে। কাকোল্ড গল্পের বেতাজ বাদশা Baban যেন একটি নতুন উপন্যাস শুরু করে .. এটাও স্পষ্ট হয়েছিলো তাদের কথায়। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তা হলো, এই ফোরামের registered users এর থেকে guest users এর সংখ্যা প্রায় ১০ গুণ বেশি। ওরাই ঠিক করে দেয় গল্পের views , যেখানে কোনোরকম তঞ্চকতা চলে না। ভালো-মন্দ মিশিয়ে আরও আরও, আরও আলোচনা হয় গসিপি নিয়ে .. সব কথা তো এখানে বলা সম্ভব নয়। তবে আমার সবথেকে বেশি গর্ববোধ হচ্ছিল এই ভেবে যে, এখানে তারা নিষিদ্ধ বিষয় নিয়ে লেখালেখি করে বলে নিজেদের পরিচয় গোপন রাখলেও (যদিও এটাই স্বাভাবিক) বাইরে তাদের ছদ্মনামের এত ক্রেজ এবং এরকম একটা ফোরামের একজন সামান্য সদস্য আমি। যাই হোক, আমি একজন আদ্যোপান্ত শিল্পী মানুষ, বিশেষ জটিলতা পছন্দ করি না। তাই কোনো বিষয়ে কথা হলে এবং সে কথাগুলি যদি আমার মন ছুঁয়ে যায়, তবে সেগুলিকে আমার মতো করে একটি সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই করেছি .. অর্থাৎ incest এবং cuckold এই দুটি বিভাগের মধ্যে কে সেরা নিয়ে এই দ্বন্দ্বের প্রসঙ্গে নিজের মতো করে একটি কবিতা সৃষ্টি করে ফেলেছি। সবশেষে এটাই বলবো, আগেও যা বলেছি .. দ্বন্দ্ব চিরকাল থাকুক, কিন্তু স্বাস্থ্যকর প্রতিযোগিতাই কাম্য। তবেই তো গসিপির উন্নতি সাধন হবে, না হলে নয়, ভালো থাকবেন।
তুমি ভুলভাল, আমি সদাঠিক
আমি মেইনস্ট্রিম , তুমি প্রান্তিক।
আমি নাইভ নাইভ, তুমি সদা লাইভ
আমি বোকা বোকা, তুমি স্মার্ট টাইপ।
তুমি বিন্দাস , আমি ঝড়ে হাঁস।
আমি ক্রন্দন , তুমি উচ্ছাস।
আমি উত্তাল , তুমি নতমুখ
আমি গর্জন , তুমি খুব চুপ
তুমি চাল কলা , আমি উড়ো খই
আমি অনলাইন , তুমি ছেঁড়া বই।
তুমি সেমিনার , আমি আলপথ
আমি খালি পা, তুমি রাজরথ।
তবু বিষয়েই , চাই তোমাকেই
তুমি হালফিলে , খুব ঠিকঠিক
বলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক !
তাই জেনে নাও, আমি সন্ন্যাস
মেঠো বনপথ , জুড়ে সন্ত্রাস
তাই বিষয়ের , মোড় ঘোরাবোই
তুমি কাটা ব্যাঙ , হতে বাধ্যই
যত দিন যায় , বেলা গড়িয়ে
সব প্রান্তিক , যাবে ছড়িয়েই।
কিছু নির্ভুল, কিছু কম ঠিক
বলো মেইনস্ট্রিম , বলো প্রান্তিক।
জেনেও ভালো লাগছে যে আমার এসব ভুলভাল লেখাগুলো নিয়ে আলোচনায় হয়। জুপিটারদা এতদিন ধরে দুটো গল্পকে সন্তানের মতো আগলে রেখে এগিয়ে নিয়ে চলছে সফল ভাবে এটা সত্যিই একটা উদাহরণ হয়ে থাকবে লেখকের তার সৃষ্টির প্রতি আবেগ ও ভালোবাসা কতটা তাহার। এমনি এমনি তো আর এতো পাঠক পড়ে না সেসব।
কিন্তু এই কাকোল্ড আর অজাচারের মধ্যে সেরা কে এটা নিয়ে বিবাদ না হওয়াই শ্রেয়। দুই নিজের নিজের স্থানে সেরা হোক না। গল্পকে আমরা যদি সত্যিই ভালোবাসি তবে তার বিভাগগুলোর মধ্যে কে সেরা এটা নিয়ে কেন এমন ভাগাভাগি করবো? মনে রাখতে হবে এই সেক্স ফোরামকে কিন্তু দুই স্বাদের গপ্পো অনেকটা এগিয়ে নিয়ে গেছে নিজের মতো করে। আমি এখানে অন্য বিভাগ গুলো নিয়ে কথা বলছিনা মানে এটা নয় তাদের আকর্ষণ কিছু কম। কিন্তু সেক্স গল্পের ফোরামে এই দুই বিশেষ বিভাগ লোকের মনে আলাদা জায়গা করে রেখেছে এটা মানতেই হবে। অন্তরের সুপ্ত ইচ্ছা গুলো যখন গল্পের মাধ্যমে চরিতার্থ হয় তখন পাঠক ও লেখকের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ জন্ম নেয়। সেগুলো সৃষ্টি ও মতামত এর মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় কিছু কিছু মতামত এমন উত্তেজিত করে তোলে লেখককে যে পরবর্তী কোনো পর্বে তার ছাপ পাওয়া যায়। লেখকের সৃষ্টির ইচ্ছা বহুগুন বেড়ে যায়।
এই যেমন জুপিটার দা এতদিন ধরে গল্প চালিয়ে যাচ্ছে সেটা এই জন্যই কারণ তার পাঠক আজও অপেক্ষায় থাকে কবে আবার নতুন ভাবে সৃষ্ট চরিত্র গুলো ফিরে আসবে পাঠকদের মাঝে। আর পাঠকদের এই ভালোবাসা বাধ্য করে লেখক জুপিটার কে লিখতে তো অবশ্যই সাথে নিজের চরিত্র দের সাদা পাতায় ফুটিয়ে তুলতে। নিজের কল্পিত মানুষ গুলোকে রঙ দিয়ে রাঙিয়ে বিলিয়ে দেয় বহু মানুষের মাঝে। এটা তখনি সম্ভব যখন অচেনা অজানা মানুষ গুলোর ভরসা পাশে থাকে।
তেমনি আমিও বা তুমিও এসব একের পরে এক সৃষ্টি করেছি। আমি জানিনা আমার আগে গল্পের সাথে পোস্টার বানিয়ে সংযোজন কে কে করতো কিন্তু এটা আমাকেও ভাবিয়েছিল নিজের সৃষ্টিকে কেননা আরও ভালো ভাবে ফুটিয়ে তুলি পাঠক দের মাঝে। আমার হাতে ফুটিয়ে তুলি আমার গল্পের নায়িকা ও খলনায়ক/ নায়িকা কে।
এই সব একসাথে মিলেমিশে আজ গসিপির দেশে আমরা সবাই একটু মাটি কিনতে পেরেছি। তাই আমি সবসময় বলি যে যে ধরণের গপ্পো পড়তেই মজা পাক না কেন নিজের প্রিয় বিভাগকে এগিয়ে রাখতে যেন অন্য বিভাগকে ছোট কেউ না করে। আমিই তো অজাচার পড়িনা। তার মানে এই নয় যে কোনোদিন চোখ বোলাইনি। বা যে কাকোল্ড একেবারেই পড়েনা সেও কি কোনোদিন ঘুরতে আসেনি এটা দেখতে যে কেমন হয় এসব অসভ্য গল্প একটু দেখি?
হয়তো এর মাধ্যমেই নতুন নতুন পাঠক যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি আগেও বলেছি আবারো বলছি - পুরোটাই লেখনীর ওপর নির্ভর করে। লেখনী শক্তি দারুন হলে তার মান ও আকর্ষণ বাড়বেই।
আমার কাকোল্ড গল্প নিয়ে দু কথা যদি বলি - আমি কোনোদিনই এমন কাকোল্ড গপ্পো লিখতে চাইনি যেখানে একজন তার কাছের মানুষটাকে ওপর একজনের সাথে মিলনে লিপ্ত দেখে তার ভেতরের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বরং আমার গল্পে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে সে বাধ্য হচ্ছে এমন কিছুর সাক্ষী হতে যা কোনোভাবেই তাকে উত্তেজিত তো করছেই না বরং ভেতরে ভয় রাগ ও হালকা দুঃখ নিয়ে আসছে। অনেক সময় তার অজান্তে তার সামনেই তার আপনজন পরপুরুষের দ্বারা সুখলাভ করেছে। বুম্বাদা শুরু থেকেই আমার গপ্পো পড়ে আসছে তাই তুমি জানো। আর এটাই হয়তো সবথেকে বেশি আকর্ষণ করেছে পাঠকদের যে তারা বারবার আমায় বলেছে অমন গল্প আবারো লিখতে। তোমার ওই পরিচিত মানুষজন যারা এসব পড়েছে কিংবা প্রতিনিয়ত যারা এই ফোরামে ঢুকে ওই গল্প গুলো আজও পড়ে তারা হয়তো ওই কিক টা আবারো অনুভব করতে চায়, ঠিক যেভাবে অজাচার বিভাগের কোনো একটা বিশেষ মুহুর্ত চিরকালের জন্য পাঠক মনে জায়গা করে নেয়। তা যে যৌনতার হতে হবে তার কোনো মানে নেই। সেটা প্রেমেরও হতে পারে। কিন্তু সেই লাইন গুলো পাঠের প্রথম অনুভূতি তারা বারবার অনুভব করতে চায় নতুন চরিত্রর মাধ্যমে।
তাই শেষে বলবো এই দুই বিশেষ বিভাগ নিয়ে আরও আরও গল্প আসতে থাকুক। পাঠক আরও বৃদ্ধি পাক। শুধুই বৃদ্ধি পেলে হবেনা, তারা যেন নিজের প্রিয় বিভাগের গল্প পড়তে পড়তে নিজেদের মূল্যবান মতামতও দেয়। তবেই তো লেখক আরও অনুপ্রেরণা পাবে ♥️♥️♥️♥️
আর শেষে বলি - আমাকে বাদশা বানালে, জুপিটার দাকে সম্রাট কিন্তু নিজেরটা বললে না। অমনি চেপে গেলে। তুমি যে গোটা ইনডাস্ট্রি হে
কবিতাটা একেবারে যথার্থ হয়েছে। clp);
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(16-03-2023, 06:09 PM)Somnaath Wrote: যেরকম কবিতাটা সুন্দর, সেইরকম অসাধারণ হয়েছে আঁকাটা। আর লেখা অর্থাৎ ভিতরের বিষয়বস্তু সম্বন্ধে বলি, কাকোল্ড আর ইনসেক্ট উপন্যাসের দুই দিকপাল Baban আর Jupiter10 সম্পর্কে ওদের দাবিগুলো একদম যথার্থ। আর বাকি লেখকদের সম্পর্কে কারোর কোনো দাবি নেই? বিশেষ করে তোমার সম্পর্কে?
ওই দু'জন বহুদিন ধরে গসিপির সঙ্গে যুক্ত এবং একটার পর একটা ব্লকবাস্টার উপন্যাস দিয়ে গেছে। সর্বোপরি দু'জনের পাঠকদের সঙ্গে interaction খুব ভালো, তাই বলাই বাহুল্য ওঁরা দু'জন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সব থেকে বেশি। নতুন অনেক প্রতিশ্রুতিমান লেখক উঠে আসছে/আসবে। ভবিষ্যতে তাদের নিয়েও নিশ্চয়ই অনেক আলোচনা হবে, অনেকের অনেক দাবি তৈরি হবে তাদের লেখার সম্পর্কে।
দেখো, কালকের আলোচনাটা মূলত অজাচার এবং কাকোল্ড বিভাগ নিয়ে হয়েছিলো (কারণ এই দুটি বিভাগের গল্পগুলোই সব থেকে বেশি পড়ে লোকে)। আমি তো এই দুটির মধ্যে কোনো বিভাগকেই represent করিনা (হ্যাঁ আমার প্রথম উপন্যাসে কাকোল্ডারির ছোঁয়া ছিলো, কিন্তু সেটা আমি পরবর্তীকালে নিজেই এনজয় করতে পারিনি)। আমি তো দুটি বা একাধিক চরিত্রের সম্পর্ক নিয়ে গল্প বা উপন্যাস লিখি। যেখানে প্রেম, বিবাহ, বিশ্বাসঘাতকতা, পরকীয়া, ষড়যন্ত্র এবং শেষে সত্যের জয় হয়। তাই ওই আলোচনায় মূলত আমাকে নিয়েই কথা হওয়াটা একটু অস্বাভাবিক। তবে হ্যাঁ, কাকোল্ড হোক বা ইনসেস্ট .. এই দুই ধরনের বিভাগের পাঠকেরাই আমার গল্প পড়েন এবং পছন্দ করেন। ওদের কথা শুনে মনে হয়েছিল ওরা যতটা না আমার উপন্যাসের প্রেমে পড়েছে তার থেকে বেশি প্রেমে পড়েছে আমার করা কিছু প্রাকৃতিক বর্ণনা, আমার ব্যবহৃত কিছু রূপকের এবং রোমান্টিক সিকোয়েন্সের মুহূর্তগুলোর। আমার কাছে দাবি বলতে বিশেষ কিছু নয়। ওদের বক্তব্য আমার মোটামুটি সবকটা বিষয় নিয়েই লেখা হয়ে গিয়েছে, শুধু কমেডি ছাড়া। আমি যেন এবার সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি। ব্যাস এইটুকুই ..
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(16-03-2023, 06:46 PM)Sanjay Sen Wrote: তোমার মত একজন গুণী মানুষকে পেয়ে এই ফোরাম ধন্য। এইসব আঁকার কদর করার মত মানুষ এখানে নেই গো! লেখা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে কবিতাটা জাস্ট অসাধারণ।
বরাবরের মতোই তোমার মন্তব্য পেয়ে আমি অভিভূত, আপ্লুত এবং আনন্দিত। ভালো থেকো দাদা
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(16-03-2023, 07:05 PM)Baban Wrote: জেনেও ভালো লাগছে যে আমার এসব ভুলভাল লেখাগুলো নিয়ে আলোচনায় হয়। জুপিটারদা এতদিন ধরে দুটো গল্পকে সন্তানের মতো আগলে রেখে এগিয়ে নিয়ে চলছে সফল ভাবে এটা সত্যিই একটা উদাহরণ হয়ে থাকবে লেখকের তার সৃষ্টির প্রতি আবেগ ও ভালোবাসা কতটা তাহার। এমনি এমনি তো আর এতো পাঠক পড়ে না সেসব।
কিন্তু এই কাকোল্ড আর অজাচারের মধ্যে সেরা কে এটা নিয়ে বিবাদ না হওয়াই শ্রেয়। দুই নিজের নিজের স্থানে সেরা হোক না। গল্পকে আমরা যদি সত্যিই ভালোবাসি তবে তার বিভাগগুলোর মধ্যে কে সেরা এটা নিয়ে কেন এমন ভাগাভাগি করবো? মনে রাখতে হবে এই সেক্স ফোরামকে কিন্তু দুই স্বাদের গপ্পো অনেকটা এগিয়ে নিয়ে গেছে নিজের মতো করে। আমি এখানে অন্য বিভাগ গুলো নিয়ে কথা বলছিনা মানে এটা নয় তাদের আকর্ষণ কিছু কম। কিন্তু সেক্স গল্পের ফোরামে এই দুই বিশেষ বিভাগ লোকের মনে আলাদা জায়গা করে রেখেছে এটা মানতেই হবে। অন্তরের সুপ্ত ইচ্ছা গুলো যখন গল্পের মাধ্যমে চরিতার্থ হয় তখন পাঠক ও লেখকের মধ্যে একটা অদৃশ্য যোগাযোগ জন্ম নেয়। সেগুলো সৃষ্টি ও মতামত এর মাধ্যমে প্রকাশ পায়। অনেক সময় কিছু কিছু মতামত এমন উত্তেজিত করে তোলে লেখককে যে পরবর্তী কোনো পর্বে তার ছাপ পাওয়া যায়। লেখকের সৃষ্টির ইচ্ছা বহুগুন বেড়ে যায়।
এই যেমন জুপিটার দা এতদিন ধরে গল্প চালিয়ে যাচ্ছে সেটা এই জন্যই কারণ তার পাঠক আজও অপেক্ষায় থাকে কবে আবার নতুন ভাবে সৃষ্ট চরিত্র গুলো ফিরে আসবে পাঠকদের মাঝে। আর পাঠকদের এই ভালোবাসা বাধ্য করে লেখক জুপিটার কে লিখতে তো অবশ্যই সাথে নিজের চরিত্র দের সাদা পাতায় ফুটিয়ে তুলতে। নিজের কল্পিত মানুষ গুলোকে রঙ দিয়ে রাঙিয়ে বিলিয়ে দেয় বহু মানুষের মাঝে। এটা তখনি সম্ভব যখন অচেনা অজানা মানুষ গুলোর ভরসা পাশে থাকে।
তেমনি আমিও বা তুমিও এসব একের পরে এক সৃষ্টি করেছি। আমি জানিনা আমার আগে গল্পের সাথে পোস্টার বানিয়ে সংযোজন কে কে করতো কিন্তু এটা আমাকেও ভাবিয়েছিল নিজের সৃষ্টিকে কেননা আরও ভালো ভাবে ফুটিয়ে তুলি পাঠক দের মাঝে। আমার হাতে ফুটিয়ে তুলি আমার গল্পের নায়িকা ও খলনায়ক/ নায়িকা কে।
এই সব একসাথে মিলেমিশে আজ গসিপির দেশে আমরা সবাই একটু মাটি কিনতে পেরেছি। তাই আমি সবসময় বলি যে যে ধরণের গপ্পো পড়তেই মজা পাক না কেন নিজের প্রিয় বিভাগকে এগিয়ে রাখতে যেন অন্য বিভাগকে ছোট কেউ না করে। আমিই তো অজাচার পড়িনা। তার মানে এই নয় যে কোনোদিন চোখ বোলাইনি। বা যে কাকোল্ড একেবারেই পড়েনা সেও কি কোনোদিন ঘুরতে আসেনি এটা দেখতে যে কেমন হয় এসব অসভ্য গল্প একটু দেখি?
হয়তো এর মাধ্যমেই নতুন নতুন পাঠক যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি আগেও বলেছি আবারো বলছি - পুরোটাই লেখনীর ওপর নির্ভর করে। লেখনী শক্তি দারুন হলে তার মান ও আকর্ষণ বাড়বেই।
আমার কাকোল্ড গল্প নিয়ে দু কথা যদি বলি - আমি কোনোদিনই এমন কাকোল্ড গপ্পো লিখতে চাইনি যেখানে একজন তার কাছের মানুষটাকে ওপর একজনের সাথে মিলনে লিপ্ত দেখে তার ভেতরের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বরং আমার গল্পে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে সে বাধ্য হচ্ছে এমন কিছুর সাক্ষী হতে যা কোনোভাবেই তাকে উত্তেজিত তো করছেই না বরং ভেতরে ভয় রাগ ও হালকা দুঃখ নিয়ে আসছে। অনেক সময় তার অজান্তে তার সামনেই তার আপনজন পরপুরুষের দ্বারা সুখলাভ করেছে। বুম্বাদা শুরু থেকেই আমার গপ্পো পড়ে আসছে তাই তুমি জানো। আর এটাই হয়তো সবথেকে বেশি আকর্ষণ করেছে পাঠকদের যে তারা বারবার আমায় বলেছে অমন গল্প আবারো লিখতে। তোমার ওই পরিচিত মানুষজন যারা এসব পড়েছে কিংবা প্রতিনিয়ত যারা এই ফোরামে ঢুকে ওই গল্প গুলো আজও পড়ে তারা হয়তো ওই কিক টা আবারো অনুভব করতে চায়, ঠিক যেভাবে অজাচার বিভাগের কোনো একটা বিশেষ মুহুর্ত চিরকালের জন্য পাঠক মনে জায়গা করে নেয়। তা যে যৌনতার হতে হবে তার কোনো মানে নেই। সেটা প্রেমেরও হতে পারে। কিন্তু সেই লাইন গুলো পাঠের প্রথম অনুভূতি তারা বারবার অনুভব করতে চায় নতুন চরিত্রর মাধ্যমে।
তাই শেষে বলবো এই দুই বিশেষ বিভাগ নিয়ে আরও আরও গল্প আসতে থাকুক। পাঠক আরও বৃদ্ধি পাক। শুধুই বৃদ্ধি পেলে হবেনা, তারা যেন নিজের প্রিয় বিভাগের গল্প পড়তে পড়তে নিজেদের মূল্যবান মতামতও দেয়। তবেই তো লেখক আরও অনুপ্রেরণা পাবে ♥️♥️♥️♥️
আর শেষে বলি - আমাকে বাদশা বানালে, জুপিটার দাকে সম্রাট কিন্তু নিজেরটা বললে না। অমনি চেপে গেলে। তুমি যে গোটা ইনডাস্ট্রি হে
কবিতাটা একেবারে যথার্থ হয়েছে। clp);
যথার্থ বলেছো , শুধু তুমি কেন Jupiter10 এই একই কথা বলবে যে, দুই বিভাগের মধ্যে কে সেরা এটা নিয়ে কখনোই দ্বন্দ্ব হওয়া উচিৎ নয়। তার চেয়ে বরং দুই বিভাগ থেকেই আরো ভালো ভালো গল্প আসুক, যাতে গসিপি আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। কিন্তু একটা কথা বুঝতে হবে .. মেসি বা রোনাল্ডো কখনো নিজেদের মধ্যে মারপিট করে না বরং তারা সাক্ষাৎকারের সময় একে অপরের প্রশংসা করে। কিন্তু মারামারি করে তাদের ভক্তরা। আমিও সেটাই বলছি cuckold না incest এর মধ্যে কোনো বিভাগের গল্পগুলি বেশি popular এটা নিয়ে পাঠকদের মধ্যে একটা রেষারেষি থেকেই যাবে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মতো। তুমি আর Jupiter10 সম্পর্কে যে বিশেষণ ব্যবহার করা হয়েছে, সেটা মোটেও আমি করিনি, করেছে তোমাদের ভক্তকুল। সত্যিই তো তোমরা বাদশাহ এবং সম্রাট।
আর আমি? না না আমি ইন্ডাস্ট্রি নই .. ইন্ডাস্ট্রি তো স্বয়ং অরুণ চ্যাটার্জী :)
Posts: 915
Threads: 3
Likes Received: 694 in 453 posts
Likes Given: 1,471
Joined: Dec 2022
Reputation:
51
good one ....….. your painting was just awesome r poem tao appropriate clp);
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(17-03-2023, 10:27 AM)Chandan1 Wrote: good one ....….. your painting was just awesome r poem tao appropriate clp);
thank you very smooch , oops sorry I mean very much
Posts: 1,409
Threads: 2
Likes Received: 1,435 in 991 posts
Likes Given: 1,761
Joined: Mar 2022
Reputation:
82
(17-03-2023, 11:58 AM)Bumba_1 Wrote: thank you very smooch , oops sorry I mean very much
প্রথমে ইচ্ছাকৃতভাবে smooch বলে, পরে আবার সেটাকে শুধরে নিয়ে much বলার অর্থ কি? বিস্তারিত জানতে চাই।
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(17-03-2023, 08:34 PM)Somnaath Wrote: প্রথমে ইচ্ছাকৃতভাবে smooch বলে, পরে আবার সেটাকে শুধরে নিয়ে much বলার অর্থ কি? বিস্তারিত জানতে চাই।
কথাটা যাকে বলেছি সে ঠিকই বুঝেছে :)
•
Posts: 1,544
Threads: 4
Likes Received: 11,710 in 2,466 posts
Likes Given: 4,988
Joined: Jan 2019
Reputation:
2,927
"কিছু কথা এবং..." প্রসঙ্গে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমাকে অনেকেই বহুবার অনুরোধ করে থাকেন "পরকীয়া" নিয়ে গল্প লিখতে। আমিও বহুবার বলে থাকি আমি অবশ্যই চেষ্টা করব। সে'কথা ভেবেই বেশ কিছু দিন ধরে পরকীয়া লেখার কথা মাথায় এসেছিল।একটা দুর্দান্ত প্লটও মাথার মধ্যে এসে গিয়েছিল সে'মুহূর্তে। একদিন ঠিক করলাম লিখতে বসার আগে গসিপের কিছু জনপ্রিয় লেখা পড়ে নেওয়া যাক। সেই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় পরকীয়া গল্প বলতে বুম্বা দার "চক্রব্যূহে শ্রীতমা" আমার ল্যাপটপ স্ক্রিনে ভেসে এল। পড়া শুরু করলাম। কিন্তু আশ্চর্য রূপে আমাকে থামতে হল।মনে মনে বললাম, "একি!! এটা তো আমার প্লট। আমি ঠিক যেভাবে কল্পনা করেছিলাম। হুবহু এটাই তো"। বুঝলাম, মানে আমি এখন যেটা চিন্তা করছি সেটা "চক্রব্যূহের..." লেখক বহু আগেই ভেবে ফেলেছেন।
একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম। জানিনা এটা কাকতালীয় ভাবে না লেখকের সৃজনশীলতা। লেখকের প্রত্যেকটা গল্পের "নামকরণে" এটা বিশেষ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ট্র্যাপ যাকে বলে। যেমন ধরুন "চক্রব্যূহ","নাগপাশ","গোলকধাঁধাঁ" সব কটায় কিন্তু একধরণের মরণফাঁদকে নির্দেশ করছে। ভীক্টীম যদি সঠিক উপায় না জানেন সেখান থেকে বেরনোর তাহলে তার মৃত্যু নিশ্চিত। জানি কোন কিছুই কাকতালীয় ভাবে হয়না। তবে গল্পের এই নামকরণেও লেখক আলাদা প্রশংসার দাবী করেন।
অজাচার, কাকওল্ড বহু ক্ষেত্রেই চূড়ান্ত ফ্যান্টাসির মধ্যে পড়ে। যার পাঠকও অনেক ক্ষেত্রেই নবযুবকরা হয়ে থাকেন। অপর দিকে পরকীয়া বাস্তবিক। সমাজের একটা কঠোর দিক। যার পাঠক অনেকটাই পরিণত পরিপক্ক বয়সের হয়। বলা যায় একটা নির্দিষ্ট বয়সের পর বাস্তবিক জগতের পরকিয়ার সঙ্গে সম্মুখীন হয় এবং ফ্যান্টাসির জগতেও পরকীয়া টাকে উপভোগ করে থাকে এবং যদি জীবনে পরকীয়ার সঙ্গে জড়িত হয় অথবা শিকার হয়। তবে তার পরিনতি গুলোকে ভালো ভাবে বুঝতে পারে।লেখক এখানে উপভোগও করিয়েছেন এবং ফলাফলও দেখিয়েছেন।
শেষে আসি ছবির বিষয়ে "রাতের আঁধারে একলা নর্তকীর ভিক্টোরিয়ান স্ট্রিট আলোর স্নান"। ছবিটা আমার স্ত্রী হঠাৎ করে দেখে বললেন, "ওয়াও! এটা তুমি এঁকেছো!" আমি বললাম, "না,না...তবে আমি এইরকম এঁকে দিতে পারি"। ও বলল, "খুব সুন্দর পেন্তিং! তুমি এই রকম একটা এঁকে দাও আমার জন্য। আমি দেওয়ালে টাঙ্গিয়ে রাখব"। :)
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(19-03-2023, 08:28 PM)Jupiter10 Wrote: "কিছু কথা এবং..." প্রসঙ্গে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমাকে অনেকেই বহুবার অনুরোধ করে থাকেন "পরকীয়া" নিয়ে গল্প লিখতে। আমিও বহুবার বলে থাকি আমি অবশ্যই চেষ্টা করব। সে'কথা ভেবেই বেশ কিছু দিন ধরে পরকীয়া লেখার কথা মাথায় এসেছিল।একটা দুর্দান্ত প্লটও মাথার মধ্যে এসে গিয়েছিল সে'মুহূর্তে। একদিন ঠিক করলাম লিখতে বসার আগে গসিপের কিছু জনপ্রিয় লেখা পড়ে নেওয়া যাক। সেই মুহূর্তে সর্বাধিক জনপ্রিয় পরকীয়া গল্প বলতে বুম্বা দার "চক্রব্যূহে শ্রীতমা" আমার ল্যাপটপ স্ক্রিনে ভেসে এল। পড়া শুরু করলাম। কিন্তু আশ্চর্য রূপে আমাকে থামতে হল।মনে মনে বললাম, "একি!! এটা তো আমার প্লট। আমি ঠিক যেভাবে কল্পনা করেছিলাম। হুবহু এটাই তো"। বুঝলাম, মানে আমি এখন যেটা চিন্তা করছি সেটা "চক্রব্যূহের..." লেখক বহু আগেই ভেবে ফেলেছেন।
একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম। জানিনা এটা কাকতালীয় ভাবে না লেখকের সৃজনশীলতা। লেখকের প্রত্যেকটা গল্পের "নামকরণে" এটা বিশেষ প্যাটার্ন দেখতে পাওয়া যায়। ট্র্যাপ যাকে বলে। যেমন ধরুন "চক্রব্যূহ","নাগপাশ","গোলকধাঁধাঁ" সব কটায় কিন্তু একধরণের মরণফাঁদকে নির্দেশ করছে। ভীক্টীম যদি সঠিক উপায় না জানেন সেখান থেকে বেরনোর তাহলে তার মৃত্যু নিশ্চিত। জানি কোন কিছুই কাকতালীয় ভাবে হয়না। তবে গল্পের এই নামকরণেও লেখক আলাদা প্রশংসার দাবী করেন।
অজাচার, কাকওল্ড বহু ক্ষেত্রেই চূড়ান্ত ফ্যান্টাসির মধ্যে পড়ে। যার পাঠকও অনেক ক্ষেত্রেই নবযুবকরা হয়ে থাকেন। অপর দিকে পরকীয়া বাস্তবিক। সমাজের একটা কঠোর দিক। যার পাঠক অনেকটাই পরিণত পরিপক্ক বয়সের হয়। বলা যায় একটা নির্দিষ্ট বয়সের পর বাস্তবিক জগতের পরকিয়ার সঙ্গে সম্মুখীন হয় এবং ফ্যান্টাসির জগতেও পরকীয়া টাকে উপভোগ করে থাকে এবং যদি জীবনে পরকীয়ার সঙ্গে জড়িত হয় অথবা শিকার হয়। তবে তার পরিনতি গুলোকে ভালো ভাবে বুঝতে পারে।লেখক এখানে উপভোগও করিয়েছেন এবং ফলাফলও দেখিয়েছেন।
শেষে আসি ছবির বিষয়ে "রাতের আঁধারে একলা নর্তকীর ভিক্টোরিয়ান স্ট্রিট আলোর স্নান"। ছবিটা আমার স্ত্রী হঠাৎ করে দেখে বললেন, "ওয়াও! এটা তুমি এঁকেছো!" আমি বললাম, "না,না...তবে আমি এইরকম এঁকে দিতে পারি"। ও বলল, "খুব সুন্দর পেন্তিং! তুমি এই রকম একটা এঁকে দাও আমার জন্য। আমি দেওয়ালে টাঙ্গিয়ে রাখব"। :)
এরকম মন্তব্য পেলে আনন্দে এবং আবেগে মনটা ভরে যায়। আমার মা একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বলতেন "ভালো শিল্পী হতে গেলে প্রথমে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন।" সেই কথা সূত্র ধরে বলতে পারি .. আপনার মতো একজন মহান লেখক যে আমার মতো একজন অতি সাধারণ লেখকের প্রত্যেকটি উপন্যাসের নাম এবং লেখনীর যে এইভাবে বিশ্লেষণ করলেন তাতেই বোঝা যায় আপনি কত বড় মনের মানুষ, by the way আপনার স্ত্রীর যে আমার আঁকা পছন্দ হয়েছে তার জন্য আমার তরফ থেকে উনাকে ধন্যবাদ জানাবেন।
Posts: 1,544
Threads: 4
Likes Received: 11,710 in 2,466 posts
Likes Given: 4,988
Joined: Jan 2019
Reputation:
2,927
(19-03-2023, 09:19 PM)Bumba_1 Wrote: এরকম মন্তব্য পেলে আনন্দে এবং আবেগে মনটা ভরে যায়। আমার মা একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বলতেন "ভালো শিল্পী হতে গেলে প্রথমে একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন।" সেই কথা সূত্র ধরে বলতে পারি .. আপনার মতো একজন মহান লেখক যে আমার মতো একজন অতি সাধারণ লেখকের প্রত্যেকটি উপন্যাসের নাম এবং লেখনীর যে এইভাবে বিশ্লেষণ করলেন তাতেই বোঝা যায় আপনি কত বড় মনের মানুষ, by the way আপনার স্ত্রীর যে আমার আঁকা পছন্দ হয়েছে তার জন্য আমার তরফ থেকে উনাকে ধন্যবাদ জানাবেন।
অবশ্যই দাদা। ছোট বেলা থেকে শুনে আসতাম, ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরী। এই নিয়ম সম্ভবত সব ক্ষেত্রেই প্রযোজ্য । আর শিল্পীর ধর্মই হল স্রোতের বিপরীতে হাঁটা। আমি মহান নই। তবে আপনাদের সমতুল হতে পারলেও নিজেকে ধন্য মনে করবো।
আপনার ছবিটা আমি নিয়ে রাখলাম দাদা। :)
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(19-03-2023, 09:50 PM)Jupiter10 Wrote: আপনার ছবিটা আমি নিয়ে রাখলাম দাদা। :)
হ্যাঁ অবশ্যই .. রাখুন।
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
|| ফার্স্টক্লাস ||
শিবরাম চক্রবর্তীর জীবনেও প্রেম এসেছিল একদিন নীরবে। গ্রামের একটি কিশোরী মেয়ের সঙ্গে শিবরামের হাল্কা প্রেমের পরশ জেগেছিল। মেয়েটির নাম ছিল রিনি। শিবরাম মুখে কোনোদিন বলেননি, রিনি তোকে আমি ভালবাসি। ভালবাসা মুখে বলা হয়নি কোনোদিন। হৃদয় শুধু জেনেছিল।
শিবরাম সেইসময় কলেজের ছাত্র। গোপনে স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। রিনিও তখন কিশোরী। সেও সেইসময় শিবরামের সঙ্গে স্বদেশী আন্দোলনে অল্প-বিস্তর জড়িয়ে পড়েছিল। একদিন শিবরামের বাবা কলকাতা থেকে নতুন গুড়ের সন্দেশ আনলেন। শিবরাম বাড়ি থেকে লুকিয়ে রিনির জন্য সন্দেশ নিয়ে গেল, একসঙ্গে দু'জনে বসে খাবে বলে। রিনি শিবরামের হাতে দুটো সন্দেশ দেখেই সোজা মুখে পুরে দিল।
শিবরাম বলে ওঠে, "এ্যাই রিনি কি করলি? দুটোই মুখে পুরে দিলি? আমাকে একটাও দিলি না?"
রিনি তখন মুখের ভেতর থেকে একটা সন্দেশ বার করে শিবরামের মুখে সেই সন্দেশ পুরে দিলো।
হাত দিয়ে নয়। মুখে মুখ লাগিয়ে শিবরামের মুখের ভিতর রিনি সেই সন্দেশ পুরে দিয়েছিল। দুজনের ঠোঁটে ঠোঁট মিলে গেল। এ যেন সেলুলয়েডের বুকে আঁকা এক অপূর্ব রোমান্টিক মুহূর্ত!
শিবরাম আস্তে করে শুধু বলল, "রিনি! এই প্রথম আমি তোকে 'মিষ্টি চুমু' খেলাম।" তবে এই প্রথম আর এই শেষ চুমু। রিনি লজ্জায় দু'হাত দিয়ে মুখ ঢাকল।
শিবরাম বলেছিলেন, “আমার জীবনে তুই একমাত্র মেয়ে। তুই প্রথম আর তুই-ই শেষ”।
এর কিছুদিন পর স্বদেশী করার অপরাধে রিনি কলকাতায় জেলে এলো। শিবরামও একদিন স্বদেশী করার জন্য একই জেলে এলো। জেলে আবার দু'জনের মিলন হলো। কিন্তু কিছুদিন পর রিনি অন্য জেলে স্থানান্তরিত হয়ে গেলো। শিবরামের সঙ্গে আর জীবনে রিনির দেখা হলো না। শিবরামের প্রেম চিরতরে হারিয়ে গেলো!
এজন্যই হয়তো শিবরাম চক্রবর্তী জীবনে কোনোদিন বিয়ে করলেন না .. কে জানে জীবন যে বড়ই বিচিত্র..!
★★★★
সুনীল গঙ্গোপাধ্যায় তখন আনন্দবাজার-এ চাকরি করেন। একদিন বেলার দিকে এক সাহিত্যিক এসে খবর দিলেন শিবরামবাবুকে দেখলাম, অফিসের কাছেই ফুটপাথে চিৎ হয়ে শুয়ে আছেন। মনে হয় শরীরটরির...!’’
সর্বনাশ! সে কী কথা!
সুনীল সদলবলে ছুটলেন। গিয়ে দেখেন, সিল্কের পাঞ্জাবি আর ধুতি পরে শিবরাম টানটান শুয়ে রয়েছেন ফুটপাতে।
‘‘কী হল? শরীর খারাপ লাগছে?’’
‘‘না না, ফার্স্টক্লাস আছি। আসলে যেতে যেতে হঠাৎ মনে হল ফুটপাতে শুয়ে আকাশটাকে কেমন দেখতে লাগে একবার দেখাই যাক।’’
একটা ট্যাক্সি পেলেই চলে যাব..
শরীরটা কিন্তু সত্যিই ঠিক যাচ্ছিল না। স্মৃতি কমে আসছিল। কথাবার্তা অসংলগ্ন। শেষ জীবনে প্রায় কপর্দকহীন।
প্রায়ই বলতেন, ‘‘জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব।’’
চিরকাল লোককে বিশ্বাস করেছেন আর বারবার ঠকেছেন। অনেক প্রকাশক ঠকিয়েছে।
এমনকী শেষদিকে সেই সময়ের রাজ্য সরকার এবং কয়েকটি সংস্থা মিলে তাঁর চিকিৎসা ও ভরণপোষণের জন্য যে মাসিক ছ’শো টাকা তারই এক পাড়াতুতো পরিচিতের কাছে পাঠাত, সেই টাকারও সঠিক ব্যবহার হত না।
শুকনো-রিক্ত চেহারা। অথচ কেমন আছেন জিজ্ঞাসা করলেই উত্তর ‘‘খাসা আছি। ফাইন আছি।’’
কোনও দিন কোনও অভিযোগ নেই কারও কাছে।
তারমধ্যে আবার একদিন ঘরে চোর ঢুকে শেষ পাঞ্জাবিটাও নিয়ে গেছিল, গেঞ্জি পরেই থাকতেন।
মুখে বলতেন, ‘‘দরকার কী? এই তো দিব্বি চলে যাচ্ছে গেঞ্জিতে।’’
হঠাৎ কয়েক দিনের প্রবল জ্বর। দুর্বল শরীরে টলতে টলতে বাথরুমে ঢুকেই সংজ্ঞা হারালেন।
সারারাত পড়ে রইলেন ওখানেই। পরদিন বেলায় খবর জানাজানি হতে ভর্তি করা হল হাসপাতালে।
১৯৮০ সালের ২৮ অগস্ট সকাল। হাসপাতালের বেডে আচ্ছন্ন বাড়ি থেকে পালিয়ে’র নায়ক।
ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, ‘‘শিবরামবাবু, এখন কেমন লাগছে শরীর?’’
‘‘ফার্স্টক্লাস।’’
জড়ানো গলায় তখনও একই উত্তর।
তার ঠিক পাঁচ মিনিট পরেই সেই অপেক্ষার অচেনা ট্যাক্সিতে চেপে বসলেন শিবরাম।
রেডিয়োতে সন্ধেবেলায় যখন সেই খবর ঘোষণা হচ্ছে, তখন হয়তো হর্ষবর্ধন আর গোবর্ধনের সঙ্গে চাঁদে জমি কেনা নিয়ে তুমুল ব্যস্ত তাঁদের স্রষ্টা..!
তথ্যসূত্রঃ- শিবরাম চক্রবর্তীর আত্মজীবনী মূলক উপন্যাস, "ঈশ্বর পৃথিবী ভালবাসা", "ভালবাসা পৃথিবী ঈশ্বর" এবং আরো কিছু লেখা।
Posts: 172
Threads: 1
Likes Received: 314 in 102 posts
Likes Given: 220
Joined: Mar 2023
Reputation:
159
"চা খাও বা না খাও আমাকে তো চাখাও!" শিবরাম যিনি নিজেকে শিব্রাম বলতে বেশি পছন্দ করতেন, সবচেয়ে পছন্দের ছিল শব্দ নিয়ে খেলা। মনে হয় না কোনদিন এমন কেউ আসবেন যিনি সত্যি সত্যিই শব্দের ওই খেলাটা আবার খেলতে পারবেন, সহাস্যে বলবেন এই বেদানা আমাকে বড়ই বেদনা দিল! তাঁর পন্ডিচেরি বনাম মস্কো কিংবা আপনি কী হারাইতেছেন আপনি জানেন না এরকম বহু লেখা যেগুলো ভাবতে শেখায় ভিন্ন ভাবে। সাহিত্যিক থেকে দর্পণ সবেতেই তিনি অনন্য।
তোমার এই সৃষ্টির পাতায় এই একটুকরো লেখা মন ছুঁয়ে গেল আবার।
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(21-03-2023, 02:16 PM)মহাবীর্য দেবশর্মা Wrote: "চা খাও বা না খাও আমাকে তো চাখাও!" শিবরাম যিনি নিজেকে শিব্রাম বলতে বেশি পছন্দ করতেন, সবচেয়ে পছন্দের ছিল শব্দ নিয়ে খেলা। মনে হয় না কোনদিন এমন কেউ আসবেন যিনি সত্যি সত্যিই শব্দের ওই খেলাটা আবার খেলতে পারবেন, সহাস্যে বলবেন এই বেদানা আমাকে বড়ই বেদনা দিল! তাঁর পন্ডিচেরি বনাম মস্কো কিংবা আপনি কী হারাইতেছেন আপনি জানেন না এরকম বহু লেখা যেগুলো ভাবতে শেখায় ভিন্ন ভাবে। সাহিত্যিক থেকে দর্পণ সবেতেই তিনি অনন্য।
তোমার এই সৃষ্টির পাতায় এই একটুকরো লেখা মন ছুঁয়ে গেল আবার। 
শিবরাম অর্থাৎ শিব্রাম পেটুক প্রকৃতির মানুষ ছিলেন .. মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন। বিশেষ করে রসগোল্লা, রাবড়ি ইত্যাদি মিষ্টান্ন। খাবারের ব্যাপারে তিনি লাজ-লজ্জার ধার ধারতেন না। ‘'নকুড়মামার মাথায় টাক'’ থেকে শুরু করে বহু গল্পে তার উল্লেখ আছে।
যাইহোক, বুদ্ধদেব বসুর জ্যেষ্ঠা কন্যার বিয়েতে সাহিত্যিক শিবরাম আমন্ত্রিত। একে ওকে জিজ্ঞেস করে ইতিমধ্যেই খবর সংগ্রহ করে ফেলেছেন মেনুতে ছানার পায়েস আছে, রাবড়ির মতো সেটাও ওঁর আরেকটা প্রিয় বস্তু। অনেক সময় বিয়েতে ভালো ভালো জিনিস ফুরিয়ে যায়... ভি-আই-পি টেবিলে বসলে সে ভয় নেই। খাবার ডাক পড়তেই টুক করে গিয়ে বসে পড়লেন বরের বাবার পাশে।
হায়, সবই এল শুধু স্টার অ্যাট্রাকশনটাই এল না। শিবরাম মাঝে মাঝেই হাঁক দিচ্ছেন, '‘ছানার পায়েস কিন্তু এদিকে আসেনি।''
কয়েকবার সেটা শোনার পর বুদ্ধদেববাবুর বেয়াই আর পারলেন না। হাত জোর করে বললেন, ''শিবরামবাবু, এবার প্লিজ থামুন। আমি বরের বাবা, এটা ভালো দেখায় না।''
এরকম ছোট ছোট অনেক ঘটনা রয়েছে শিবরাম চক্রবর্তী জীবন নিয়ে। শুনতে চাইলে সময় করে আরো অনেক গল্প শোনাবো।
Posts: 6,161
Threads: 42
Likes Received: 12,437 in 4,169 posts
Likes Given: 5,340
Joined: Jul 2019
Reputation:
3,799
সত্যিই ফার্স্টক্লাস। ♥️
হারিয়ে ফেলেছে সব কিছুই সে বাস্তবিক ভাবে কিন্তু সব একি ছিল ওই ছোট্ট অন্তরেতে। নেই যে পাশে আজ আর কেউ তার একাই নিজের সাথী। সেই সাথীর হাত ধরেই ট্যাক্সি করে নতুন বাড়ি পৌঁছে গেলেন তিনি। অনেক জমানো ব্যাথা ওই বুকেই রেখে হালকা হয়ে নতুন করে বাঁচার লক্ষ এখন তার। কিন্তু তাও কি সব ভুলতে পেরেছেন? কে জানে?
Posts: 4,432
Threads: 6
Likes Received: 9,366 in 2,850 posts
Likes Given: 4,330
Joined: Oct 2019
Reputation:
3,226
(21-03-2023, 02:34 PM)Baban Wrote: সত্যিই ফার্স্টক্লাস। ♥️
হারিয়ে ফেলেছে সব কিছুই সে বাস্তবিক ভাবে কিন্তু সব একি ছিল ওই ছোট্ট অন্তরেতে। নেই যে পাশে আজ আর কেউ তার একাই নিজের সাথী। সেই সাথীর হাত ধরেই ট্যাক্সি করে নতুন বাড়ি পৌঁছে গেলেন তিনি। অনেক জমানো ব্যাথা ওই বুকেই রেখে হালকা হয়ে নতুন করে বাঁচার লক্ষ এখন তার। কিন্তু তাও কি সব ভুলতে পেরেছেন? কে জানে?
বুকে জমানো ব্যথা-বেদনা তো ছিলোই এবং সেই নিয়েই তার মতো একজন মহান লেখককে নিরবে চলে যেতে হয়েছিলো। আসলে সেই সময় তো সত্যিকারের লেখকেরা কদর পেতেন না, সেই সঙ্গে উপযুক্ত পারিশ্রমকও পেতেন না। তাই তাঁর শেষ জীবনটা খুবই কষ্টের ছিলো। বিশেষ করে অর্থকষ্ট। এই নিয়েই একটা ঘটনা বলি .. ‘'কল্লোল যুগ'' বইয়ে বন্ধুবর অচিন্ত্য সেনগুপ্ত শিবরাম সম্পর্কে শুধু ভালো ভালো কথা লেখেননি, প্রকাশক ডি এম লাইব্রেরিকে বলে রেখেছিলেন ওঁর কমপ্লিমেন্টারি কপি থেকে শিবরামকে একটা দিতে। ডি এম লাইব্রেরির কর্ণধার শিবরামকে চিনতেন। শিবরাম সেই বই চাইতে গেলে বললেন, ‘'কী করবেন বই নিয়ে, ফুটপাথে বেচে দেবেন তো? নাম খারাপ হবে আমাদের। তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই। এই নিন পাঁচ টাকা।’'
হাতে টাকা পাওয়া মাত্রই শিবরাম ফুটপাথের উলটোদিকে চাচার হোটেলে গিয়ে ভালোমন্দ খেলেন, যা হান্ড্রেড পার্সেন্ট গল্পের শিব্রামীয়।
Posts: 6,161
Threads: 42
Likes Received: 12,437 in 4,169 posts
Likes Given: 5,340
Joined: Jul 2019
Reputation:
3,799
21-03-2023, 02:57 PM
(This post was last modified: 21-03-2023, 02:59 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-03-2023, 02:43 PM)Bumba_1 Wrote: বুকে জমানো ব্যথা-বেদনা তো ছিলোই এবং সেই নিয়েই তার মতো একজন মহান লেখককে নিরবে চলে যেতে হয়েছিলো। আসলে সেই সময় তো সত্যিকারের লেখকেরা কদর পেতেন না, সেই সঙ্গে উপযুক্ত পারিশ্রমকও পেতেন না। তাই তাঁর শেষ জীবনটা খুবই কষ্টের ছিলো। বিশেষ করে অর্থকষ্ট। এই নিয়েই একটা ঘটনা বলি .. ‘'কল্লোল যুগ'' বইয়ে বন্ধুবর অচিন্ত্য সেনগুপ্ত শিবরাম সম্পর্কে শুধু ভালো ভালো কথা লেখেননি, প্রকাশক ডি এম লাইব্রেরিকে বলে রেখেছিলেন ওঁর কমপ্লিমেন্টারি কপি থেকে শিবরামকে একটা দিতে। ডি এম লাইব্রেরির কর্ণধার শিবরামকে চিনতেন। শিবরাম সেই বই চাইতে গেলে বললেন, ‘'কী করবেন বই নিয়ে, ফুটপাথে বেচে দেবেন তো? নাম খারাপ হবে আমাদের। তার চেয়ে দামটাই না হয় দিয়ে দিই। এই নিন পাঁচ টাকা।’'
হাতে টাকা পাওয়া মাত্রই শিবরাম ফুটপাথের উলটোদিকে চাচার হোটেলে গিয়ে ভালোমন্দ খেলেন, যা হান্ড্রেড পার্সেন্ট গল্পের শিব্রামীয়।
সত্যিই...... এই লাট্টু ঘুরতে ঘুরতে কত রঙ্গ যে দেখায় সবাইকে। কি আর বলার  সেই সব দেখেই দর্শক হয়ে ওঠে লেখক আর সাদা পাতা ভরিয়ে দেয় আজব সব লেখায়। যা পড়ে অনেকেই বাহ্ বাহ্ করে তারপরে কদিন পরে মনেও রাখেনা। আবার অনেকে মনেও রাখে। বুকে স্থান দেয় কিন্তু ব্যাস ঐটুকুই। তার বেশি কিছুই করার থাকেনা। বোধহয় সেটাই সেরা প্রাপ্তি হয় সেই লেখকের।
•
|