Thread Rating:
  • 80 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)
(24-02-2023, 02:17 PM)Sanjay Sen Wrote: এই কথাগুলো এর আগেও তুমি অনেকবার বলেছ। বারবার এই কথাগুলো repeat করে পক্ষান্তরে তুমি তোমার গুণমুগ্ধ পাঠকদের অপমান করছ বলে আমি মনে করি। সতীলক্ষ্মীর সর্বনাশ, নাগপাশ, চক্রব্যূহে শ্রীতমা -- এই যৌন উপন্যাসগুলোর পাহাড় প্রমাণ সাফল্যই কিন্তু তোমাকে আজ বুম্বা বানিয়েছে। এই গল্পগুলো লিখেছিলে বলেই তুমি আজ এই ফোরামের একজন স্বনামধন্য লেখক বলে পরিচিত সবার কাছে। হ্যাঁ, এখন হয়তো তোমার আর যৌন উপন্যাস লিখতে ভালো লাগে না বা লেখার কোনো দায় নেই বা আমার ধারণা ভবিষ্যতে আর লিখবেও না। কারণ, তুমি এখন একজন main stream লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। তাই বলে তোমার অতীতকে বা ওই উপন্যাসগুলিকে ছোট করে দেখার কোনো অধিকার নেই। এই ধরনের মন্তব্য করার আগে, আমার কথাগুলো ভবিষ্যতে মনে রাখার চেষ্টা করো‌।

(24-02-2023, 04:13 PM)Baban Wrote:
আমি পূর্ণ সমর্থন করি এ কথার। হ্যা লেখক হিসেবে নিজের লেখা নিয়ে অনেক কিছু বলাই যায় কারণ তার সৃষ্টি স্বয়ং ওই মানুষ দ্বারাই।

আসলে লেখক /লেখিকা হলেন মায়ের মতো। যারা অন্য মায়েদের সামনে নিজের সন্তানকে নামিয়ে তাদের সন্তানকে উচ্চ মানে রেখে বলে দেখ ও কত্ত ভালো আর তুই কি?

কিন্তু সেই মাই জানে তার হাত ধরে দাঁড়িয়ে থাকা মানুষটা তার কাছে কি? তাই আমি বলি আমি হই বা বুম্বা দা বা যে কোনো লেখক যে সত্যিই সৃষ্টির সম্মান করে তার কাছে নিজের আবিষ্কার কি জিনিস ভালো ভাবেই বুঝি।

তবে বুম্বাদাকে এটাও মনে রাখতে হবেওই লেখাগুলো আর তার নেই, ওগুলো ততক্ষনই তার ছিল যতক্ষণ ওগুলো প্রকাশ পায়নি। আজ ওগুলো আমাদের লেখা। তাই সাহস কি করে হয় ওগুলোকে ছোট করার  Angry Tongue Big Grin

আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই ধরনের কথা ভবিষ্যতে আর বলবো না। তোমাদের দু'জনের বক্তব্যের সঙ্গেই আমি একমত।  Namaskar

তবে সত্যি কথা বলতে কি আমি ছোটবেলা থেকে যে জিনিসটা করেছি সফলতার সঙ্গেই করেছি বা এখনো করে চলেছি। পড়াশোনা থেকে উচ্চশিক্ষা, সাধারণ খেলাধুলা থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করা, বাড়িতে গান গাওয়া থেকে স্টেজ প্রোগ্রাম, পরবর্তীতে চাকরি .. সব ক্ষেত্রেই আমি সফল। কিন্তু লেখার চেষ্টা করিনি কোনোদিন, কলেজ লাইফের কয়েকটা বোকা বোকা প্রেমের কবিতা লেখা ছাড়া। তারপর যখন এই ফোরাম চোখে পড়লো এবং বিভিন্ন লেখকের লেখা পড়লাম (বাবান যদিও আমার পছন্দের লেখক, তাই ওর প্রতি আমি বরাবরই একটু biased), তখন মনে মনে ভাবলাম আমিও লেখার চেষ্টা করি, যদি সফল হই। কিন্তু লিখতে গিয়ে বুঝতে পারলাম আমার লেখার মধ্যে এমন কোনো এক্স-ফ্যাক্টর নেই বা সেই সময় খুঁজে পাইনি যাতে আমি একটা মেইন স্ট্রিমের গল্প লিখলে (যেটাতে যৌনতার লেশমাত্র নেই) লোকজন হামলে পড়ে পড়বে। তাই সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করার জন্য যৌন উপন্যাস লেখা শুরু করলাম। তার মাঝখানেই শুরু হলো আমার সৃষ্টি থ্রেড। যেখানে আমি শুধুমাত্র আমার মনের পুষ্টির জন্য লিখতাম। তারপর একসময় দেখলাম এই থ্রেডে আমার পাঠকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাঠকরা প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে এই থ্রেডের এক একটা গল্পে প্রচুর লাইক পড়েছে/পড়ছে। তখনও যদিও আমার কিছুই মনে হয়নি। কিন্তু যখন গোলকধাঁধায় গোগোল উপন্যাসের অন্তিম খন্ড লেখা শুরু করলাম। তখন দেখলাম আমাকে আর বেগ পেতে হচ্ছে না লেখার ক্ষেত্রে। যেমনটা চাইছি ঠিক তেমনটা করেই লিখতে পারছি। সবাই বললো আমার লেখা স্টাইল নাকি চেঞ্জ হয়ে গিয়েছে আমার লেখনীর ধার নাকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে অন্তিম খণ্ডে সেই অর্থে কোনো যৌনতার বর্ণনাই নেই। অথচ খুব কম দিন চলা অন্তিম খন্ড যখন শুরু হয়েছিল তখন ওই উপন্যাসের views ছিলো আড়াই লক্ষর থেকে একটু বেশি, এখন উপন্যাস শেষ হওয়ার পর প্রায় চার লক্ষ ছুঁই ছুঁই। এর থেকে এটাই বুঝলাম পাঠকেরা যৌনদৃশ্যের বর্ণনাগুলি ছাড়াও আমার লেখনীকে ভালবাসতে শুরু করেছে। তখন আমি মনে মনে ভাবলাম, 'এখন তাহলে আমাকে সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করতে হলে যৌনতার আশ্রয় নিতে হবে না। যৌনতার আশ্রয় ছাড়াই আমি আমার কলমকে কথা বলাতে পারছি।' তাই ভবিষ্যতে আর ওই রাস্তায় ফেরার ইচ্ছে নেই।
[+] 6 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(24-02-2023, 04:34 PM)Bumba_1 Wrote: আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই ধরনের কথা ভবিষ্যতে আর বলবো না। তোমাদের দু'জনের বক্তব্যের সঙ্গেই আমি একমত।  Namaskar

তবে সত্যি কথা বলতে কি আমি ছোটবেলা থেকে যে জিনিসটা করেছি সফলতার সঙ্গেই করেছি বা এখনো করে চলেছি। পড়াশোনা থেকে উচ্চশিক্ষা, সাধারণ খেলাধুলা থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করা, বাড়িতে গান গাওয়া থেকে স্টেজ প্রোগ্রাম, পরবর্তীতে চাকরি .. সব ক্ষেত্রেই আমি সফল। কিন্তু লেখার চেষ্টা করিনি কোনোদিন, কলেজ লাইফের কয়েকটা বোকা বোকা প্রেমের কবিতা লেখা ছাড়া। তারপর যখন এই ফোরাম চোখে পড়লো এবং বিভিন্ন লেখকের লেখা পড়লাম (বাবান যদিও আমার পছন্দের লেখক, তাই ওর প্রতি আমি বরাবরই একটু biased), তখন মনে মনে ভাবলাম আমিও লেখার চেষ্টা করি, যদি সফল হই। কিন্তু লিখতে গিয়ে বুঝতে পারলাম আমার লেখার মধ্যে এমন কোনো এক্স-ফ্যাক্টর নেই বা সেই সময় খুঁজে পাইনি যাতে আমি একটা মেইন স্ট্রিমের গল্প লিখলে (যেটাতে যৌনতার লেশমাত্র নেই) লোকজন হামলে পড়ে পড়বে। তাই সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করার জন্য যৌন উপন্যাস লেখা শুরু করলাম। তার মাঝখানেই শুরু হলো আমার সৃষ্টি থ্রেড। যেখানে আমি শুধুমাত্র আমার মনের পুষ্টির জন্য লিখতাম। তারপর একসময় দেখলাম এই থ্রেডে আমার পাঠকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাঠকরা প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে এই থ্রেডের এক একটা গল্পে প্রচুর লাইক পড়েছে/পড়ছে। তখনও যদিও আমার কিছুই মনে হয়নি। কিন্তু যখন গোলকধাঁধায় গোগোল উপন্যাসের অন্তিম খন্ড লেখা শুরু করলাম। তখন দেখলাম আমাকে আর বেগ পেতে হচ্ছে না লেখার ক্ষেত্রে। যেমনটা চাইছি ঠিক তেমনটা করেই লিখতে পারছি। সবাই বললো আমার লেখা স্টাইল নাকি চেঞ্জ হয়ে গিয়েছে আমার লেখনীর ধার নাকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে অন্তিম খণ্ডে সেই অর্থে কোনো যৌনতার বর্ণনাই নেই। অথচ খুব কম দিন চলা অন্তিম খন্ড যখন শুরু হয়েছিল তখন ওই উপন্যাসের views ছিলো আড়াই লক্ষর থেকে একটু বেশি, এখন উপন্যাস শেষ হওয়ার পর প্রায় চার লক্ষ ছুঁই ছুঁই। এর থেকে এটাই বুঝলাম পাঠকেরা যৌনদৃশ্যের বর্ণনাগুলি ছাড়াও আমার লেখনীকে ভালবাসতে শুরু করেছে। তখন আমি মনে মনে ভাবলাম, 'এখন তাহলে আমাকে সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করতে হলে যৌনতার আশ্রয় নিতে হবে না। যৌনতার আশ্রয় ছাড়াই আমি আমার কলমকে কথা বলাতে পারছি।' তাই ভবিষ্যতে আর ওই রাস্তায় ফেরার ইচ্ছে নেই।

সব কিছুই বুঝলাম। কিন্তু ঠিক যেরকম ভাবে প্যারালাল ফিল্মের সাথে সাথে হার্ডকোর কমার্শিয়াল ফিল্মে (যেটা এখন আর তিনি করেন না বা করতে চান না) বুম্বাদার প্রয়োজন আছে ফিল্ম ইন্ডাস্ট্রির মঙ্গলার্থে। ঠিক সেইরকম ভাবেই সৃষ্টি থ্রেডের পাশাপাশি যৌন উপন্যাস বা গল্পেও (কিন্তু সে আর ওইসব লিখতে চায় না) আমাদের বুম্বার প্রয়োজন আছে এই ফোরামের মঙ্গলার্থে। কথাটা বিবেচনা করলে খুশি হবো।  Namaskar

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 2 users Like Sanjay Sen's post
Like Reply
(24-02-2023, 04:34 PM)Bumba_1 Wrote: আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই এই ধরনের কথা ভবিষ্যতে আর বলবো না। তোমাদের দু'জনের বক্তব্যের সঙ্গেই আমি একমত।  Namaskar

তবে সত্যি কথা বলতে কি আমি ছোটবেলা থেকে যে জিনিসটা করেছি সফলতার সঙ্গেই করেছি বা এখনো করে চলেছি। পড়াশোনা থেকে উচ্চশিক্ষা, সাধারণ খেলাধুলা থেকে কলেজ এবং ইউনিভার্সিটিতে ফুটবল টিমকে রিপ্রেজেন্ট করা, বাড়িতে গান গাওয়া থেকে স্টেজ প্রোগ্রাম, পরবর্তীতে চাকরি .. সব ক্ষেত্রেই আমি সফল। কিন্তু লেখার চেষ্টা করিনি কোনোদিন, কলেজ লাইফের কয়েকটা বোকা বোকা প্রেমের কবিতা লেখা ছাড়া। তারপর যখন এই ফোরাম চোখে পড়লো এবং বিভিন্ন লেখকের লেখা পড়লাম (বাবান যদিও আমার পছন্দের লেখক, তাই ওর প্রতি আমি বরাবরই একটু biased), তখন মনে মনে ভাবলাম আমিও লেখার চেষ্টা করি, যদি সফল হই। কিন্তু লিখতে গিয়ে বুঝতে পারলাম আমার লেখার মধ্যে এমন কোনো এক্স-ফ্যাক্টর নেই বা সেই সময় খুঁজে পাইনি যাতে আমি একটা মেইন স্ট্রিমের গল্প লিখলে (যেটাতে যৌনতার লেশমাত্র নেই) লোকজন হামলে পড়ে পড়বে। তাই সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করার জন্য যৌন উপন্যাস লেখা শুরু করলাম। তার মাঝখানেই শুরু হলো আমার সৃষ্টি থ্রেড। যেখানে আমি শুধুমাত্র আমার মনের পুষ্টির জন্য লিখতাম। তারপর একসময় দেখলাম এই থ্রেডে আমার পাঠকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাঠকরা প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে এই থ্রেডের এক একটা গল্পে প্রচুর লাইক পড়েছে/পড়ছে। তখনও যদিও আমার কিছুই মনে হয়নি। কিন্তু যখন গোলকধাঁধায় গোগোল উপন্যাসের অন্তিম খন্ড লেখা শুরু করলাম। তখন দেখলাম আমাকে আর বেগ পেতে হচ্ছে না লেখার ক্ষেত্রে। যেমনটা চাইছি ঠিক তেমনটা করেই লিখতে পারছি। সবাই বললো আমার লেখা স্টাইল নাকি চেঞ্জ হয়ে গিয়েছে আমার লেখনীর ধার নাকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে অন্তিম খণ্ডে সেই অর্থে কোনো যৌনতার বর্ণনাই নেই। অথচ খুব কম দিন চলা অন্তিম খন্ড যখন শুরু হয়েছিল তখন ওই উপন্যাসের views ছিলো আড়াই লক্ষর থেকে একটু বেশি, এখন উপন্যাস শেষ হওয়ার পর প্রায় চার লক্ষ ছুঁই ছুঁই। এর থেকে এটাই বুঝলাম পাঠকেরা যৌনদৃশ্যের বর্ণনাগুলি ছাড়াও আমার লেখনীকে ভালবাসতে শুরু করেছে। তখন আমি মনে মনে ভাবলাম, 'এখন তাহলে আমাকে সেই এক্স-ফ্যাক্টরের শূন্যস্থান পূরণ করতে হলে যৌনতার আশ্রয় নিতে হবে না। যৌনতার আশ্রয় ছাড়াই আমি আমার কলমকে কথা বলাতে পারছি।' তাই ভবিষ্যতে আর ওই রাস্তায় ফেরার ইচ্ছে নেই।

এক্স ফ্যাক্টর নেই? ইয়ার্কি হচ্ছে? বলে কিনা অমন সব বর্ণনা পরে কেমন কেমন লাগতো। তা সে দুষ্টু ঐসব বর্ণনা হোক বা একেবারে বিপরীত কাছে আসার গল্প।

আমি যখন শুরু করি লেখা কাম লালসা দিয়ে সেটা আজ দেখলে ভাবি গুরু লিখেছিলাম বটে একটা গল্প। ভালোবাসা বা বাস্তবের সেইভাবে এক বিন্দু নেই কিন্তু যৌনতা ভোরে ভোরে আছে। কিন্তু সেই লেখাটাই বহু পাঠককে আমার কাছে নিয়ে এসেছে। তাই আজ যদি আমি আমার ওই গল্পটাকে বলি ওটা একদম বাজে গল্প ছিল তাহলে বেইমান ছাড়া আর কিছুই হবোনা। তারপরে যত এগিয়েছি ততো লেখার হাত খুলেছে। ভাষা পাল্টেছে। প্রকাশ শৈলী পাল্টেছে।

একদিন যৌন গল্প ছাড়া অন্য কিছু লিখবো ভাবিনি। কিন্তু একদিন ভাবলাম লিখিই না একটা একেবারে অন্যরকম গল্প। লোকেদের ভালো না লাগলেও আমার জন্য লিখি। সেখান থেকে দূরত্ব এলো, তারপরে বন্ধু তারপরে তোমাতে আমাতে দেখা হয়েছিল।তারপরে একের পর এক। এমন কি এই ফোরামে ভুল করে ছোটদের জন্য গল্প পর্যন্ত লিখে ফেললাম। কেন লিখেছিলাম সে রহস্য আজও ভেদ করতে পারিনি। হয়তো ভেতরের কেউ একজন বলেছিলো লিখেই দেখ না।

আমি জানি যে ওসব গল্পের ভিউ ভয়ানক হবেনা যতটা আমার অন্যান্য ইরোটিক গপ্পে পাবো কিন্তু যে কজন পড়বে ওগুলো তারাই আমার পাঠক। লিখবো তাদের জন্যই। তাদের সংখ্যাও কিন্তু বেড়েছে। যখন তুমি শুধুই এখানকার পাঠক ছিলে তখনি তুমি দেখেছো দুই বাবানকে। তোমার মতামত অন্যদের সাথে মিশে আলাদা লেভেলের অনুপ্রেরণা দিয়েছে প্রতিবার।

এতো কিছু বলার কারণ হলো আমি কিন্তু নন ইরোটিক লিখতে লিখতে অন্য বাবান হয়েই থেকে যাইনি। আমি কিন্তু সেই আগের বাবানটাকেও বার বার নিজের কথা বলার সুযোগ দিয়েছি। কিছু কথা ছিল মনে থ্রেডে একের পর এক ভিন্ন গল্প লিখতে লিখতেও নষ্ট সুখ বা লোভে পাপ কিংবা আমার ছোট গল্প ও রসভাণ্ডারে চরম উত্তেজক বর্ণনা দিতে একবারও নিজেকে আটকায়নি। তখন ভোরে ভোরে দুষ্টু বর্ণনা দিয়েছি। এক্স ফ্যাক্টর মানেই শুধু যেমন ইরোটিক বর্ণনা নয়, লেখার শৈলীটাই আসল তেমনি প্রয়োজনে চরম কামুক কিছু লেখাতেও ক্ষতি নেই। তাতে বাস্তবের ব না থাকলেও চলবে। লেখার গুনে সেটা পূরণ করা যায়। তাই বলবো শুধুই সৃষ্টিতে আটকে থেকোনা, যদি উত্তেজক কোনো গল্পের আইডিয়া মাথায় আসে সেটাও লেখার কথা ভেবো। মোটেই উপন্যাস নয়। আমার মতো ছোট গল্প হলেও চলবে। তোমার কাছে যেটা এক্স ফ্যাক্টর নয় সেটা হয়তো অনেকেরই কাছে এক্স ওয়াই জেড সব হয়ে যেতে পারে। তাই কালি কলম ও মনকে বলো মাঝে মাঝে দুস্টু হতে ক্ষতি নেই। অবশ্যই সময় ও শরীর বুঝে।
[+] 2 users Like Baban's post
Like Reply
(24-02-2023, 07:05 PM)Baban Wrote: এক্স ফ্যাক্টর নেই? ইয়ার্কি হচ্ছে? বলে কিনা অমন সব বর্ণনা পরে কেমন কেমন লাগতো। তা সে দুষ্টু ঐসব বর্ণনা হোক বা একেবারে বিপরীত কাছে আসার গল্প।

আমি যখন শুরু করি লেখা কাম লালসা দিয়ে সেটা আজ দেখলে ভাবি গুরু লিখেছিলাম বটে একটা গল্প। ভালোবাসা বা বাস্তবের সেইভাবে এক বিন্দু নেই কিন্তু যৌনতা ভোরে ভোরে আছে। কিন্তু সেই লেখাটাই বহু পাঠককে আমার কাছে নিয়ে এসেছে। তাই আজ যদি আমি আমার ওই গল্পটাকে বলি ওটা একদম বাজে গল্প ছিল তাহলে বেইমান ছাড়া আর কিছুই হবোনা। তারপরে যত এগিয়েছি ততো লেখার হাত খুলেছে। ভাষা পাল্টেছে। প্রকাশ শৈলী পাল্টেছে।

একদিন যৌন গল্প ছাড়া অন্য কিছু লিখবো ভাবিনি। কিন্তু একদিন ভাবলাম লিখিই না একটা একেবারে অন্যরকম গল্প। লোকেদের ভালো না লাগলেও আমার জন্য লিখি। সেখান থেকে দূরত্ব এলো, তারপরে বন্ধু তারপরে তোমাতে আমাতে দেখা হয়েছিল।তারপরে একের পর এক। এমন কি এই ফোরামে ভুল করে ছোটদের জন্য গল্প পর্যন্ত লিখে ফেললাম। কেন লিখেছিলাম সে রহস্য আজও ভেদ করতে পারিনি। হয়তো ভেতরের কেউ একজন বলেছিলো লিখেই দেখ না।

আমি জানি যে ওসব গল্পের ভিউ ভয়ানক হবেনা যতটা আমার অন্যান্য ইরোটিক গপ্পে পাবো কিন্তু যে কজন পড়বে ওগুলো তারাই আমার পাঠক। লিখবো তাদের জন্যই। তাদের সংখ্যাও কিন্তু বেড়েছে। যখন তুমি শুধুই এখানকার পাঠক ছিলে তখনি তুমি দেখেছো দুই বাবানকে। তোমার মতামত অন্যদের সাথে মিশে আলাদা লেভেলের অনুপ্রেরণা দিয়েছে প্রতিবার।

এতো কিছু বলার কারণ হলো আমি কিন্তু নন ইরোটিক লিখতে লিখতে অন্য বাবান হয়েই থেকে যাইনি। আমি কিন্তু সেই আগের বাবানটাকেও বার বার নিজের কথা বলার সুযোগ দিয়েছি। কিছু কথা ছিল মনে থ্রেডে একের পর এক ভিন্ন গল্প লিখতে লিখতেও নষ্ট সুখ বা লোভে পাপ কিংবা আমার ছোট গল্প ও রসভাণ্ডারে চরম উত্তেজক বর্ণনা দিতে একবারও নিজেকে আটকায়নি। তখন ভোরে ভোরে দুষ্টু বর্ণনা দিয়েছি। এক্স ফ্যাক্টর মানেই শুধু যেমন ইরোটিক বর্ণনা নয়, লেখার শৈলীটাই আসল তেমনি প্রয়োজনে চরম কামুক কিছু লেখাতেও ক্ষতি নেই। তাতে বাস্তবের ব না থাকলেও চলবে। লেখার গুনে সেটা পূরণ করা যায়। তাই বলবো শুধুই সৃষ্টিতে আটকে থেকোনা, যদি উত্তেজক কোনো গল্পের আইডিয়া মাথায় আসে সেটাও লেখার কথা ভেবো। মোটেই উপন্যাস নয়। আমার মতো ছোট গল্প হলেও চলবে। তোমার কাছে যেটা এক্স ফ্যাক্টর নয় সেটা হয়তো অনেকেরই কাছে এক্স ওয়াই জেড সব হয়ে যেতে পারে। তাই কালি কলম ও মনকে বলো মাঝে মাঝে দুস্টু হতে ক্ষতি নেই। অবশ্যই সময় ও শরীর বুঝে।

না না, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাকে। তুমি আমাকে ভুল ভাবছো। যৌন উপন্যাস লিখেছি বলে আমি নিজেকে ছোট ভাবছি না বা নন-ইরোটিক গল্পগুলিতে সফলতা পেয়েছি বলে আমি এটা কখনো বলছি না, যে ওই গল্পগুলো লেখা আমার ভুল হয়েছিলো। তুমি যেমন ইরোটিক এবং নন-ইরোটিক গল্প একসঙ্গে লিখেছো এবং সফলতার সঙ্গে লিখেছো, আমিও তো ওই উপন্যাসগুলো লেখার সঙ্গে সঙ্গে সৃষ্টি থ্রেড চালিয়ে গিয়েছি। আমার বক্তব্য হলো আসলে আর যৌন উপন্যাস লেখার জন্য কোনো তাগিদ অনুভব করছি না। যদি আবার কখনো তাগিদ অনুভব করি, তাহলে অবশ্যই শুরু করবো নতুন করে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
(24-02-2023, 06:11 PM)Sanjay Sen Wrote: সব কিছুই বুঝলাম। কিন্তু ঠিক যেরকম ভাবে প্যারালাল ফিল্মের সাথে সাথে হার্ডকোর কমার্শিয়াল ফিল্মে (যেটা এখন আর তিনি করেন না বা করতে চান না) বুম্বাদার প্রয়োজন আছে ফিল্ম ইন্ডাস্ট্রির মঙ্গলার্থে। ঠিক সেইরকম ভাবেই সৃষ্টি থ্রেডের পাশাপাশি যৌন উপন্যাস বা গল্পেও (কিন্তু সে আর ওইসব লিখতে চায় না) আমাদের বুম্বার প্রয়োজন আছে এই ফোরামের মঙ্গলার্থে। কথাটা বিবেচনা করলে খুশি হবো।  Namaskar

আরে দাদা কার সঙ্গে কার তুলনা করছো! নামের মিল থাকলে কি হবে .. কোথায় উনি আর কোথায় আমি! তবে বর্তমানে কোনোরূপ ইচ্ছে না থাকলেও ভবিষ্যতে যদি আবার তাগিদ অনুভব করি তাহলে দুষ্টু বুম্বা হয়ে  ফিরে আসবো স্বমহিমায়। কথা দিলাম  Smile
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
(24-02-2023, 11:52 AM)Bumba_1 Wrote:  এমনও তো হতে পারে খেলাটা অন্য কেউ খেলছে, অর্থাৎ পেছন থেকে ছুরি মারছে! তাই উপযুক্ত প্রমাণ না পেলে মন্তব্য করা উচিৎ নয় বলেই মনে করি.

অপরাধীরা কেউ সরাসরি প্রমান রেখে যায় না ইচ্ছে করে।  
প্রমান পাওয়া যায় খুঁজলে আর একটা কথা , অপরাধীরা যতক্ষন না ধরা পড়ে অপরাধের স্থানে ঘুরে আসতে থাকে বারবার।

এগুলো আমার কথা নয় , বিখ্যাত থ্রিলার গল্প লেখিকা আগাথা কৃষ্টির।
[+] 2 users Like ddey333's post
Like Reply
(24-02-2023, 10:24 PM)ddey333 Wrote: অপরাধীরা কেউ সরাসরি প্রমান রেখে যায় না ইচ্ছে করে।  
প্রমান পাওয়া যায় খুঁজলে আর একটা কথা , অপরাধীরা যতক্ষন না ধরা পড়ে অপরাধের স্থানে ঘুরে আসতে থাকে বারবার।

এগুলো আমার কথা নয় , বিখ্যাত থ্রিলার গল্প লেখিকা আগাথা কৃষ্টির।

[Image: ee9f4f167c2a81b00e014f2d06c6106f.gif]
[+] 2 users Like Bumba_1's post
Like Reply
(24-02-2023, 09:04 PM)Bumba_1 Wrote: না না, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাকে। তুমি আমাকে ভুল ভাবছো। যৌন উপন্যাস লিখেছি বলে আমি নিজেকে ছোট ভাবছি না বা নন-ইরোটিক গল্পগুলিতে সফলতা পেয়েছি বলে আমি এটা কখনো বলছি না, যে ওই গল্পগুলো লেখা আমার ভুল হয়েছিলো। তুমি যেমন ইরোটিক এবং নন-ইরোটিক গল্প একসঙ্গে লিখেছো এবং সফলতার সঙ্গে লিখেছো, আমিও তো ওই উপন্যাসগুলো লেখার সঙ্গে সঙ্গে সৃষ্টি থ্রেড চালিয়ে গিয়েছি। আমার বক্তব্য হলো আসলে আর যৌন উপন্যাস লেখার জন্য কোনো তাগিদ অনুভব করছি না। যদি আবার কখনো তাগিদ অনুভব করি, তাহলে অবশ্যই শুরু করবো নতুন করে।

নানা আমি সেইভাবে বলতে চাইনি যে তুমি তোমার লেখাকে ছোট কোরো। আমি বলছি যে সৃষ্টির পাশাপাশি যদি কখনো ইচ্ছে হয় আবারো উত্তেজক কিছু লিখো। অবশ্যই যদি সত্যি লেখার মতো গল্প ও ইচ্ছা আসে তখনই। ♥️♥️

আর হ্যা..... শুধু আমিই কি ভয়/ভৌতিক নিয়ে লিখে যাবো নাকি? একটু তুমিও কিছু ছাড়ো গুরু। আমরা পড়ি।Big Grin
[+] 2 users Like Baban's post
Like Reply
(25-02-2023, 01:52 PM)Baban Wrote: নানা আমি সেইভাবে বলতে চাইনি যে তুমি তোমার লেখাকে ছোট কোরো। আমি বলছি যে সৃষ্টির পাশাপাশি যদি কখনো ইচ্ছে হয় আবারো উত্তেজক কিছু লিখো। অবশ্যই যদি সত্যি লেখার মতো গল্প ও ইচ্ছা আসে তখনই। ♥️♥️

আর হ্যা..... শুধু আমিই কি ভয়/ভৌতিক নিয়ে লিখে যাবো নাকি? একটু তুমিও কিছু ছাড়ো গুরু। আমরা পড়ি।Big Grin

যথা আজ্ঞ .. পরেরবার না হয় সেই রকমই কিছু আসবে  Smile
[+] 5 users Like Bumba_1's post
Like Reply
(25-02-2023, 05:05 PM)Bumba_1 Wrote: যথা আজ্ঞ .. পরেরবার না হয় সেই রকমই কিছু আসবে  Smile

বাহ্ দারুন খবর banana তা এটা মামদো ভূত, ব্রহ্মদৈত্য, নাকি শাকচুন্নির গল্প হবে?  happy

[Image: Images-2-2-1.jpg]

[+] 2 users Like Somnaath's post
Like Reply
(25-02-2023, 05:05 PM)Bumba_1 Wrote: যথা আজ্ঞ .. পরেরবার না হয় সেই রকমই কিছু আসবে  Smile

  অপেক্ষায় আছি বস 

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 2 users Like Sanjay Sen's post
Like Reply
(26-02-2023, 09:53 AM)Somnaath Wrote:
বাহ্ দারুন খবর banana  তা এটা মামদো ভূত, ব্রহ্মদৈত্য, নাকি শাকচুন্নির গল্প হবে?  happy

tease করছো তো, করো। তারপর গল্প পড়ে মায়ের আঁচলের তলায় মুখ লুকিয়ে না আবার।  Tongue

(26-02-2023, 02:19 PM)Sanjay Sen Wrote:
  অপেক্ষায় আছি বস 


অবশ্যই , কাল বা পরশুর মধ্যেই আসবে হয়তো।
[+] 3 users Like Bumba_1's post
Like Reply
(26-02-2023, 06:34 PM)Bumba_1 Wrote:
অবশ্যই , কাল বা পরশুর মধ্যেই আসবে হয়তো।

আরিব্বাস!! গল্প কি রেডি আছে নাকি? মানে আমি রিকোয়েস্ট করলাম আর দেখি গল্প আসছে এতো তাড়াতাড়ি? ক্যা বাত  clps

সেই শিহরণ জাগানো অনুভূতির অপেক্ষায়!
[+] 2 users Like Baban's post
Like Reply
(26-02-2023, 06:47 PM)Baban Wrote: আরিব্বাস!! গল্প কি রেডি আছে নাকি? মানে আমি রিকোয়েস্ট করলাম আর দেখি গল্প আসছে এতো তাড়াতাড়ি? ক্যা বাত  clps

সেই শিহরণ জাগানো অনুভূতির অপেক্ষায়!

না না, লেখাই শুরু হয়নি এখনো। তবে একটা প্লট মাথায় আছে।  Smile
[+] 3 users Like Bumba_1's post
Like Reply
(26-02-2023, 06:34 PM)Bumba_1 Wrote:
অবশ্যই , কাল বা পরশুর মধ্যেই আসবে হয়তো।

banana banana 
Like Reply
(23-02-2023, 09:31 PM)Bumba_1 Wrote:
(২)

সেদিন রাতে তাদের বাড়িতে বিধায়কের কুলাঙ্গার ছেলে মুন্না এবং তার তিন সঙ্গীর আবির্ভাব ঘটেছিলো। চার দুর্বৃত্তের অন্তরে কম্পন সৃষ্টি করে চতুর্দশী বালিয়াড়ি। বিকৃত মস্তিষ্কে খেলা করে কামার্ত ভাবনা। অতঃপর নৈঃশব্দ্যে আনমনা বাতাসে ভেসে বেড়ায় বালিয়াড়ির চাপা কান্না, বুকভরা হাহাকার আর দীর্ঘশ্বাস! সবশেষে অমর্ত্যর চোখের সামনেই প্রথমে নিজের সতীত্ব এবং পরে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিলো তার প্রাণের চেয়েও প্রিয় অর্ধাঙ্গিনী অদিতিকে।

অপূর্ব! জরাসন্ধের ধনরাজ তামাং গল্পের কথা মনে করিয়ে দেয়
[+] 1 user Likes chitrangada's post
Like Reply
(27-02-2023, 11:03 AM)chitrangada Wrote: অপূর্ব! জরাসন্ধের ধনরাজ তামাং গল্পের কথা মনে করিয়ে দেয়

অসংখ্য ধন্যবাদ  thanks সঙ্গে থাকুন 
Like Reply
(26-02-2023, 06:53 PM)Bumba_1 Wrote: না না, লেখাই শুরু হয়নি এখনো। তবে একটা প্লট মাথায় আছে।  Smile

বাহ্ অপেক্ষায় রইলাম।

২০০০ তম রেপুটা আমার পক্ষ থেকে রইলো ♥️♥️

অভিনন্দন  clps clps
[+] 1 user Likes Baban's post
Like Reply
(27-02-2023, 01:37 PM)Baban Wrote: বাহ্ অপেক্ষায় রইলাম।

২০০০ তম রেপুটা আমার পক্ষ থেকে রইলো ♥️♥️

অভিনন্দন  clps clps

অসংখ্য ধন্যবাদ বন্ধু  thanks
Like Reply
হে জ্যেষ্ঠ! এতকাল যাহা দিয়াছ তাহাই খাইয়াছি, কখনও কখনও লবণের মাত্রা হ্রাস আধিক্যে হয়ত কীয়ৎ ঘাড় হেলাইয়াছি কিন্তু খাইয়াছি অবশ্যই পাক সুস্বাদু বলিয়া। 

কিন্তু, এইবার, আবারও বলিতেছি যদি তুমি বাস্তবিক ভূত আনিবার চেষ্টা করিতেছ তবে সময় ধরিয়া যতনে পাক দিয়া আন কারণ যেইরূপ কিছু কিছু ফুচকাপ্রেমী যত ঝালই হোক, নোলা টানিতে টানিতে চক্ষু লাল করিয়া, কান হইতে ধুঁয়া বাহির করিয়া, "ঝাল কৈ দাদা! ও দাদা! আরেকটু ঝাল দেন!" ঘোষণা করে সেইরূপ আমিও ভূতের গল্পতে, "দাদা আরেকটু ভয় দেন!" বলিয়া থাকি। যে ভূত পিলে চমকাইতে পারিল না, যে ভূত বর্ত্তমানের রাত্তিরে জলবিয়োগে যাইতে হৃৎকম্প ধরাইয়া দিতে সক্ষম হইল না, যে ভূতকে পড়িবার পর শূণ্য ঘরে বিবিধ শব্দ শুনিয়া পরিধানের উপবীতের গাছাখানি হস্তে বাগাইয়া আমি কুলশ্রেষ্ঠ ', সন্তান আমার আবার কীসের ভয়! ভাবিবার প্রয়োজন হইল না সেই ভূতকে ভূত দূরে থাকুক আমি নিতান্ত অতীত বলিয়াও সম্মান দিই না। তাই ঢালিয়া দাও, আরও দুই হাঁড়ি ভয় ঢালিয়া দাও! উঁহু তাহার পরেও কম পড়িতেছে মনে হইতেছে, এক কাজ কর, ওই বড় গামলাভর্তি যতটা ভয় আছে, তাহার সবটুকুই ঢালিয়া দাও দিকিনি! নাহ! তাহাতেও পোষাইতেছে না, ওই ড্রামের ভয়টুকুও দিয়া দাও আর শেষ পাতে নাহয় একঘটি ভয় দিয়া দিও মিষ্টতা আনিবার নিমিত্তে! প্রথম লাইনেই প্রস্রাব ছুটিয়া যাউক! তবেই না হইল গিয়া ভয়! আর তবেই হইবে ভূতের সার্থকতা! Big Grin
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)