Thread Rating:
  • 56 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL - জবানবন্দি
পর্ব- বারো






চোখ বন্ধ করে কি যেন একটা ভাবছিলাম আমি, হয়তো ভাবনার অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছিলাম একটু একটু করে। ভয় একটাই আমার তো সাঁতার জানা নেই যদি ডুবে যাই! হাত গুলো ভুল বশত অবস হয়ে আসে তবে কেমন করে হাত পা নাড়িয়ে নিজেকে উপরে ভাসিয়ে নিতাম আমি। কিছুই করতে পারতাম না শুধু বোকা বোকা খোলা চোখে তাকিয়ে দেখতাম ভাবনার উত্তাল সাগরে নিজের সলিল সমাধি। আমিই হয়তো পৃথিবীর প্রথম কেউ যে কি না নিজের মৃত্যু নিজেই প্রত্যক্ষ করে গিনেসরেকর্ড বুকে নাম তুলতাম। আহা! ভাবনারা আসলেই কত সহজ সরল ভাবলেশহীন, কর্মে না হোক মর্মে হলেও নিজের অপ্রাপ্তির হিসেবে চোখ বুলাতে বুলাতেও তৃপ্তির ঢেঁকুর তুলতে দ্বিধাবোধ করে না। তবে আমার যে ডুবে মরে হবে না? ঐ যে আমাকে ভাসিয়ে উপরে তোলার জন্য একজন পাশে আছে একদম আঠার মতই লেগে আছে। কিন্তু নির্মম সত্য বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি কেন জানি ওকে কখনো স্বীকার করে নিতে পারেনি আবার কখনো মুখ ফুটে আমার জীবনে ওর অস্তিত্বের অস্বীকার করতে পারে নি। সেটার করার সাধ্য সাহস বা শক্তি কোনটাই কোনকালেই যে ছিল না আমার। বাহিরে যতটা প্রদর্শন করতাম সবটাই তো মনের অহং বোধে জন্মানো মিথ্যে অহংকারের আস্ফালন মাত্র। ওকে অস্বীকার করতে গেলে সবার আগে আমার নিজের অস্তিত্ব কে অস্বীকার করতো হবে সেটাও কি কখনো হয়?

চোখ মেলে তাকালাম, হাতের শক্ত মুঠোতে আবদ্ধ থাকা মুঠোফোন টা চোখের সামনে ধরে আবার আনলক করলাম। চোখের সামনে জ্বলজ্বল করছে কথার কিছুকাল আগে পাঠানো ছোট্ট বার্তাটা,
এখনো জেগে আছিস!

এজন্যই আমি বলি আমাকে যদি আমার থেকেও বেশি কেউ চিনে থাকে তবে সেটা আমার মা আর ঐ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ কথা। আমি মায়ের নাড়ি ছেঁড়া ধন আমার চোখ দেখে শ্বাসের শব্দ শুনেও মা বলে দিতে পারে আমার কি হয়েছে কি বলতে চাই। আর কথা ও তো আমার নীরবতার মাঝেও শব্দ যন্ত্রে না সৃষ্টি হওয়া শব্দ গুলো খুঁজে  নিতে পারে। আর সেই কথার কাছে আমি জেগে আছি নাকি ঘুমিয়ে সেটা জানা বিশেষ দুরূহ কোন কাজই নয়। 
গত কয়েকটা বছরে আমার নিজের জন্য সময় বলতে ঐ গভীর রাতটুকুই যে বেঁচে থাকে আমার কাছে। সেই রাতটাই নিজের মত করে কাটাতে পারি আর তাই সেটা ঘুমিয়ে নষ্ট করার মত উচ্চাভিলাসী হওয়া কখনো কল্পনাতেও ভাবতে পারি না। ফলস্বরূপ চোখের নিচের কালো কালির মত দাগটা ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। নিদ্রাহীন রাতের স্বাক্ষী হিসেবে জেগে উঠা ব্রর্ণের দাগগুলো মিলিয়ে যাবার আগে ছোপছোপ কালো দাগ রেখে গিয়েছে মুখ জুড়ে৷ রাতটাও যে শুধু আমার হয়ে থাকে না মাঝে মাঝে, চোখ বন্ধ করতেই কত কি ভেসে উঠে বন্ধ চোখের সামনে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা একটা সংসার দাঁড় করানো, মায়ের অসুখ, ভাই বোনের পড়ালেখার খরচ সবকিছু গুছিয়ে নিজেকে গুছাবার জন্য সময় বাঁচানো বড্ড কঠিন কাজ। তাই বুঝি এখন চাইলেও ঠিকমত আয়েশ করে ঘুমোতে পারি না সময়ে অসময়ে স্বপ্ন বা দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। 

কথা অপেক্ষা করছে ওকে ছোট্ট করে উত্তর দিয়ে দিই,
এইতো, না মানে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ভেঙে গেল আর কি। 

কথা যেন মোবাইলটা হাতে নিয়ে আমার রিপ্লাইয়ের অপেক্ষাই করছিলো। সাথে সাথেই উত্তর এলো,
এতো অজুহাত দাঁড় করাতে হবে না আমার সামনে বুঝেছিস। ভালো লাগছে না রে চা খাবি?

এতো রাতে চা খাবার বায়না শুনতেই আমার পিলে চমকে উঠলো, মেয়েটা পাগল টাগল হয়ে গেল নাকি? আর এখন চা ই বা পাবে কোথায়? হোটেলের রেস্টুরেন্ট তো সেই কখন বন্ধ হয়ে গিয়েছে। চারদিকের সবকিছু ভীষন রকমের শান্ত হয়ে আছে। আচ্ছা ও এখনো জেগে আছে কেন? হয়েছে টা কি? কোন সমস্যা হলো না তো আবার? আবার চোখজোড়া বন্ধ করে নিলাম, কল্পনায় ডুব দিলাম...
এইতো বিশাল বিছানায় ওরা তিনজনে শুয়ে আছে শান্ত হয়ে, না না দুজন শান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে তবে একপাশে শুয়ে থাকা একজনের শরীর বড্ড চঞ্চল। বারবার এপাশ ওপাশ করছে, একবার ডান পা ভাজ করছে তো আরেকবার বা পা। একবার সোজা হয়ে শুয়ে থাকছে তো পরক্ষণেই কাত হয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের দিকে। এত বড় বিছানায় কেউ কারও কাছে নেই, নাহ এবারও ভুল করলাম দুজন কাছাকাছিই আছে আরেকজন কিছুটা দূরে। ওদের দুজনের মাঝে কাব্যের দেয়াল। কাব্যকে নিজের বুকের কাছে নিয়ে কিছুটা একপাশে সড়ে এসেছে কথা, অন্য পাশটায় নিঃসঙ্গ দীপু দা। দীপুদার জন্য মনটা হাহাকার করে উঠলো কেন জানি। ওদের মাঝের এই দূরত্ব টা আমার জন্যই কি? তা হলে কি তখন আমার জন্যই কাব্যকে নিজের কাছে রাখার জেদ করছিলো কথা! নইলে তো ওরা নিজেদের মত করে কিছুটা সময় কাটাতেই পারতো কিন্তু সেখানে এখন আমি হয়তো ঢুকে পড়েছি অনাকাঙ্ক্ষিত একজন হয়ে৷ আমার হঠাৎ আগমনে ওদের মাঝে একটা দূরত্ব তৈরী হয়ে গিয়েছে, আমি কি কথা কে ছিনিয়ে নিতে চাইছি? মাথাটা ঝিমঝিম করছে আর কিছু ভাবতে পারছি না। আবারও টুং করে মোবাইলটা বেজে উঠলো, কথার মেসেজ এসেছে
কিরে বোবা হয়ে গেলি নাকি? রুম থেকে বের হ আমি আসছি...

মেয়েটার বুঝি এবার সত্যি সত্যিই মাথাটা গিয়েছে, কিন্তু কেন জানি ওর আদেশের সুরে বলা কথাটা এড়িয়ে যেতে পারি না। তবে কিছুক্ষণ আগেই যে আমি আমার মনকে কিছু প্রশ্ন করেছিলাম সেগুলোর উত্তর কি কখনো খুঁজে পাবো? তবে মন কিছু বলতে চাইছে খুব এলোমেলো ভাবেই,
ভাবনাটা ভুল ছিল না, প্রশ্নটা ভুল ছিল, প্রশ্নটা শুধু উত্তর দিয়েছিল, হয়তো ছোট ছিল, আর হ্যাঁ ভাবনাধারায় এমন একটা প্রশ্ন উঠে এসেছে যে মন উত্তর দিলেও কিছুই বোঝা যাবে না....
আমি কখনোই নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারি নি, তাই এবারও আমার সিদ্ধান্ত নেবার প্রশ্নই উঠে না। বিছানা ছেড়ে উঠে গায়ে থাকা টিশার্টের উপর একটা শার্ট চাপিয়ে নিলাম। বাইরে শীত শীত একটা ভাব এসে গিয়েছে। দরজা খুলে বের হতেই দেখি কথাদের রুমের দরজাটা খুলে গেল, গায়ে একটা শাল জড়িয়ে ও বেড়িয়ে এসেছে।
কৌতূহলী মনের চাপা স্বরে বলে উঠলাম,
এতো রাতে চা পাবি কোথায়? হঠাৎ চা খাবার সখ জাগলো কেন রে তোর?

শালের আড়াল থেকে হাতটা বের করতেই দেখি ছোট্ট একটা ফ্লাক্স আছে ওর হাতে,
চা আমার কাছেই আছে, খেতে যখন আমি চেয়েছি তোর এত টেনশন কিসের? চল নিচে ঐ খোলা জায়গাটাতে গিয়ে বসি। 

বেশ হিমেল হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগছে। লিফট ধরে আমরা নিচে নেমে এগিয়ে গেলাম হোটেলের বাইরে খোলা সাজানো বাগানের দিকে। মাঝখানটাতে জোড়ায় জোড়ায় চেয়ার আর টেবিল পাতা রয়েছে। চারিদিকে সমান্তরালে রঙিন বাতি জ্বলছে ল্যাম্পপোস্টে। বাতাসের সাথে থেকে থেকে হালকা কুয়াশা উড়ে আসছে আমাদের দিকে। নিশাচর ফুলেরা একে একে পাপড়ির আবরণ ভেদ করে ফুটিয়ে তুলছে নিজেদের আর মাতাল করা গন্ধ ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আজ্ঞাবহ বাতাসের দলের ঘাড়ে চেপে ফুলের সুঘ্রাণ যখনি নাসিকাগ্রে নিজেদের জানান দিয়ে যায় তৎক্ষণাৎ মস্তিষ্কের স্নায়ু তন্ত্রের উদ্দীপনা গ্রন্থির হরমোন নিঃসরণে সমস্ত দেহ জুড়ে অবাক করা ভালোলাগা ছুটে বেড়াতে থাকে। চোখ বন্ধ করে হারিয়ে যেতে মন চায় সেই মায়ার জগতে। চারদিক টা ভীষন রকমের নীরব নিস্তব্ধ হয়ে আছে, পৃথিবীর বুকের বেশির ভাগ জীব গভীর নিদ্রায় আচ্ছন্ন গোটা কয়েক নিশাচর প্রাণী ঘর ছেড়ে বাইরে বেড়িয়ে এসেছে জীবনের প্রয়োজনে। দূর থেকে মাঝে মাঝে কুকুরের হাঁকডাক শুনা যাচ্ছে। এক জোড়া চেয়ারে বসে পড়লাম আমরা, কথা দুখানা ছোট্ট কাপে চা ঢেলে আমার দিকে এগিয়ে দেয়।
এতো রাত জাগিস কেন? চোখের নিচে যে কালির আস্তরণ পড়ে গিয়েছে সে খেয়াল আছে! তবু তো এ কদিন তবু একটু নিয়ম মানিস দেখছি।

চায়ের কাপে চুমুক দিতে দিতে কথার দিকে ফিরে তাকাই আমি,
না মানলেই তো আবার বকাবকি করবি, তারচেয়ে ভালো তোর মন মতই চলি। তুই জানিস তো ঐ রাতটুকুই তো আমার মত করে পাই তাই এত সহজে ঘুম আসে না যে।


মুচকি একটা হাসি দিয়ে, 
ঘুম যেন আসে তার একটা ব্যবস্থা করতে হয় দেখি তাহলে! আন্টি কে বলবো নাকি?

বোকা বোকা চোখে আমি কথার দিকে তাকিয়ে থাকি,
কিসের ব্যবস্থার কথা বলছিস রে তুই?

চেয়ারটা নিয়ে কথা কিছুটা আমার দিকে সরে আসে,
আমাকে নিয়ে যাবি তোর সাথে? অনেক দূরে....

হঠাৎ এমন কথা শুনে আমি হতবাক হয়ে পড়ি,
কি হয়েছে রে তোর?

মুখের গম্ভীর ভাবটা দূরে সরিয়ে দিয়ে খিল খিল করে হাসতে থাকে,
ভয় পেলি নাকিরে! না না তোকে আমাকে নিয়ে কোথাও যেতে হবে নারে। চাইলেও কি এখন আর যেতে পারবো নাকি? হয়তো পারতাম তবে এখন তো আরেকজন আছে ওকে রেখে কিভাবে যাবো বলতো? কাব্য না থাকলে ঠিক কোথাও হারিয়ে যেতাম মনের খেয়ালে। কিন্তু ও যে আমার নিজের অংশ ওকে রেখেও যেত পারবো না আবার নিয়েও যেতে পারবো না। নিজের কথা ভাবতে গিয়ে ওকে আমি অবহেলা করতে পারবো না।

আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে, কত সহজে ওত কঠিন কঠিন কথা গুলো বলে গেল এক নিঃশ্বাসে। ওর হয়তো আমার কাছে কোন প্রত্যাশা নেই নইলে ওমন করে বলতো না। সত্যিই আমি কারও প্রত্যাশা পূরণের মত করে হয়েই উঠিনি হয়তো,
তুই যাবি আমার সাথে? তোকে আর কাব্যকে নিয়ে দূরে চলে যাবো, নিজেদের মত করে থাকবো। আমার কাছে তুই যতটুকু ইম্পর্ট্যান্ট কাব্যও ততটুকু।

হাত বাড়িয়ে আমার মাথায় একটা চাটি মারে,
ধুর বোকা! তুই চলে গেলে আন্টির কি হবে? আর তোর ভাই বোন ওদের কে দেখবে। তোর উপর তো অনেকের দায়িত্ব আছে রে। আর চাইলে কি আর সব হয় রে, যখন সুযোগ ছিল তখন....

তাতে কি? বাকিদের মত তোদের দায়িত্ব টাও নিতে পারবো। আগে হয়তো ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলাম এবার আর সেটা হবে না। তোর হাতটা আর ছাড়তে চাই না কখনো।

তোর মাথাটা পুরো গেছে। কি আবোলতাবোল বকছিস বলতো, আমি কি ওমন কিছু বলেছি কখনো তোকে? এই যে এখন তুই আমার পাশে আছিস এমন করেই সবসময় থাকিস তাতেই হবে।

(হোটেলের চারতলার বারান্দা থেকে নিচে বাগানের দিকে তাকিয়ে থাকা একজোড়া চোখ হঠাৎ করেই সরে গেল মনে হলো)
তোর বলতে হবে কেন! আমি কি বুঝি না? হু আগে অবুঝের মত অনেক কিছু করেছি তবে এখন আর সেটা হবে না। আমি চাই আজীবন তোর পাশে থেকে বাকিটা পথ চলতে।

বুঝেছি বুঝেছি তুই এখন অনেক বুঝদার হয়ে গেছিস। (চেয়রটা আমার দিকে আরও সরিয়ে এনে আমার গা ঘেসে বসে) এখন আর কিছু বলতে হবে না। আমার না ইচ্ছে করছে কারও কাঁধে মাথা রেখে চুপটি করে বসে থাকতে আর আকাশের বুকে জ্বল জ্বল করতে থাকা তারা গুনতে।

হঠাৎ করেই গুমোট হয়ে যাওয়া পরিবেশটা পাল্টাতে কথাকে ঠেস দিয়ে বলে উঠলাম,
তাহলে যাই আমি দীপু দা কে গিয়ে পাঠিয়ে দেই।

রাগে জ্বল জ্বল করতে থাকা রক্তিম চোখের চাহনিতে আমাকে ভস্ম করার অভিপ্রায়ে ঝাঁজিয়ে উঠলো,
তোর ইচ্ছা না হলে তুই চলে যা না, কে বসে থাকতে বলেছে? তোকে পন্ডিতি করতে বলিছি কি?

রাগে লাল হয়ে যাওয়া গাল দুটো দেখে আমি আর নিজের ভেতরে চেপে রাখা হাসিটা আর ধরে রাখতে না পেরে ফিক করে হেসে দিলাম। খানিকের মাঝেই ব্যাপারটা কি সেটা বুঝতে পেরে দু হাত বাড়িয়ে তেড়ে আসলো আমাকে মারার জন্য। আমি বা হাত বাড়িয়ে কথাকে জড়িয়ে নিলাম নিজের সাথে। আমার উষ্ণ আলিঙ্গনে নিজেকে খুঁজে পেয়ে আমার দিকে আড় চোখে তাকিয়ে প্রশান্তি হাসি ফুটায় নিজের মুখে,
এবার ঠিক আছে কি ম্যাডাম!

শুধু মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে আর একহাতে ওর গায়ে জড়ানো শালটাতে আমাকেও জড়িয়ে নেয়। আমার কাঁধে মাথা রেখে স্নিগ্ধ নয়নে তাকিয়ে আছে আকাশের দিকে আর আমি তাকিয়ে আছি কথার সন্তুষ্টি মাখা শ্রী বদনের দিকে। সত্যিই মেয়েটা খুব অল্পতেই খুশি হয়ে যায়, আর ওকে পাশে পেয়ে আমার মনে হচ্ছে 
I'm the happiest man in the world.







★★★★★

গত হয়ে যাওয়া মাসটা খুব চাপের মাঝেই কেটেছে। ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য দম ফেলার সময় পাওয়াটাই যেন অমাবস্যার চাঁদ হয়ে গিয়েছিল আমার কাছে। এমনিতে মায়ের শাসনে টুকটাক ছাড় পেলেও এ কটা দিন সেটাতেও যেন অবরোধ লেগেছিল। সত্যি বলতে মা নিজেও অপারগ, কারণ বাবা আমাকে কিছু না বললেও সেটার প্রভাব ঠিকই মায়ের উপর পড়বে। বাবাকে আমি বাঘের মত ভয় পাই, তাই যা আবদার সব মায়ের কাছে। বাবাকে খুব কম সময়ই কাছে পেয়েছি জীবনে। ব্যবসা সামলানো সেই সাথে কিছুটা রাজনৈতিক দলের সাথে উঠাবসা আর সেই সুবাদে এলাকার অনেক কর্মকাণ্ডে যোগসাজশের কারণে বাড়িতে আমাদের জন্য আলাদা করে সময় দেয়ার মত পরিস্থিতি হয়তো তেমন ছিল না। তবে একে বারেই যে সময় দিতো না সেটাও আবার না। তবে আমার কাছে সেই সময় টুকু কমই ছিল। তাই আবদার গুলো মায়ের কাছেই করতাম তবে সেগুলো পূরণ তো বাবাই করে দিতো। হয়তো রাতে মায়ের কাছে কিছু স্পেশাল একটা খেতে চাইলাম আর সকালে ঘুম থেকে উঠে সেটা মাথার কাছে পেতাম।
তবে মা প্রায় সময় ঠেস দিয়ে বলে যে ছোট থাকতে আমি নাকি বাবার ন্যাওটা ছিলাম খুব। হয়তো আমাকে নিয়ে মা কোন আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছে দিন কয়েকের জন্য কিন্তু আমার কান্না কাটির জন্য বেড়ানোটা বেশি দিনের হতো না৷ কারণ আমি নাকি বাবা বাবা বলে কান্না করতে করতে জ্বর উঠিয়ে ফেলতাম৷ বাধ্য হয়ে মাকে ফিরে আসতে হতো আর যেই কিনা বাসায় এসে হাজির হতো সাথে সাথে আমারও জ্বর কমে যেত অদ্ভুত ভাবে। সেই আমিই নাকি বড় বড় হতে হতে বাবাকে ভয় পেতে পেতে একটা দূরত্ব তৈরী করে ফেলেছি। তবে বাবা তার বাবা হবার কর্তব্য ঠিকি করে যেত, ঘুরতে নিয়ে যাওয়া, শপিং করা, আমার টিউশন কোচিং এ খবর নেয়া, কোথায় যাচ্ছি কার সাথে মিশছি সে সবের খেয়াল রাখা সবই করে যেত।


দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল আবার এদিকে কাকার বিয়ের তোড়জোড়। নতুন বছরের প্রথম মাসেই কাকার বিয়ে। একদিকে পরীক্ষার টেনশন অন্যদিকে বাড়িতে বিয়ের উদ্দীপনা। দুটোই মিশে একাকার হয়ে গিয়েছে আমার মস্তিষ্কে। তবে একটা দিকে ভালোই হয়েছে বিয়ের আনন্দের মাঝে পরীক্ষার চাপটা কিছুটা হলেও কম কাজ করেছে মনের মাঝে। তবে একটা চাপ তো আছেই, আসলে আমার তো পরীক্ষা দিতে হয় দুবার একবার পরীক্ষার হলে তো আরেকবার আন্টির কাছে। আর এটাও ঐ শাঁকচুন্নির জন্য, এটা তার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি এতে করে তাড়াতাড়ি ভুল গুলো পয়েন্ট আউট করা যায়। তবে শাঁকচুন্নির পঁচা বুদ্ধি টার জন্য হলেও প্রতিদিন আন্টির হাতে মজাদার রান্না খেতে পারি, হালকা পেটুক হওয়াতে ঐটুকুতেই আমার প্রশান্তি। তবে আমাদের পড়াশোনার চেয়ে খুনসুটি আর ঝগড়া হয় বেশি মাঝে মাঝে সেটা হাতাহাতি পর্যায়ে চলে যায়।
ইদানীং কথার সাথে মারামারি টা কমই হয়। মা সাবধান করে দিয়েছে এখন যত ঝগড়াঝাঁটি সব মুখে মুখেই যেন থাকে আমি যেন কথার গায়ে হাত না তুলি। আমরা দুজনই বড় হচ্ছি তাই ওর গায়ে যেন হাত না তুলি। আজকাল কথাও যেন একটু শান্ত হয়ে গিয়েছে হয়তো আন্টিও আমার মায়ের মত ওকেও সাবধান করে দিয়েছে। তবুও এখনো মাঝে মাঝে আমাদের খুনসুটি হাতাহাতি পর্যায়ে চলেই যায় তবে সেটা ক্ষান্ত হয় মা কিংবা আন্টির মিষ্টি ধমকে।

সেদিন নতুন হবু কাকির সাথে মোবাইলে কথা হলো কিছুক্ষণ, আমি প্রথমে বুঝতে পারি নি কার সাথে কথা বলছি। আমি পড়তে বসেছিলাম হঠাৎই মা কানের কাছে মোবাইলটা ধরে বললো কথা বলতে। কিন্তু আমি পড়লাম মহা ফ্যাসাদে কার সাথে কথা বলবো কি বলবো সেটাই তো জানি না, এমনিতেও আমি অপরিচিতদের সাথে কথা বলতে বেশ ইতস্তত বোধ করি। তবে ওপাশ থেকে প্রথমেই "ছোটবাবু" ডাকটা শুনেই বিপরীতের মানুষটাকে আমার বেশ পরিচিত ছিল। বাসায় অন্যান্য কাকিরা আমাকে ছোটবাবু বলেই ডাকে। মূহুর্তের মাঝেই আমার মনের মাঝে চলতে থাকা অস্বস্তি ভাবটা কেটে গেল। মা আগেই বলেছিল নতুন কাকি যেহেতু বাসার সবার ছোট তাই আমরা যেন ছোটমা বলেই ডাকি৷ সেই মোতাবেক আমি ছোটমা বলেই সম্বোধন করলাম নতুন কাকি কে, গলার স্বরের উচ্ছাসে বেশ বুঝতে পারছি তিনি কতটা আপ্লুত হয়েছে আমার ডাকে। সেদিন খুব বেশি কথা হয় নি টুকটাক কথার বলার পরই ফোনটা মা কে ধরিয়ে দিয়েছিলাম, সত্যি বলতে বলার মত তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না।

আজ শেষ পরীক্ষা ছিল, পরীক্ষা বলতে থিউরি কোন বিষয় ছিল না ওটা জাস্ট একটা অ্যাসাইনমেন্ট মাত্র। দেখতে দেখতে একটা বছর চলে গেল, আর কয়েকদিন পরেই নতুন শ্রেণিতে প্রমোশন  হয়ে যাবে সবার। আপাতত কয়েকদিনের জন্য সবকিছু থেকে ছুটি। নো ক্লাস নো কোচিং নো টিউশনি একদম মুক্ত বাতাসে উড়ে বেড়ানো পাখির মত স্বাধীনতা। তবুও মনটা কেমন খচখচ করছে কারণ এ কটা দিন অনেকের সাথে দেখা হবে না যে। তাই তো এই স্বাধীনতা সুখের চেয়ে কষ্ট দেয় বেশি। প্রতিদিন একসাথে দিনের বেশিরভাগ সময় কাটানোতে অভ্যস্ত জীবন একলা হতে ভয় পায়।
অনেকক্ষণ ধরে খেয়াল করছি দোলন মেয়েদের দলটার আশেপাশে ঘুরঘুর করছে। সেটা কোন উদ্দেশ্যে করছে সেটা তো আমার অজানা নয়। দোতলার বারান্দা থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দোলনের হাবভাব সবটাই আমার নজরবন্দী। ও বারবার ইনিয়ে বিনিয়ে কথার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে হয়তো কিছু বলতে চায়। কিন্তু কথা বাকি বান্ধবীদের সাথে গল্পে মশগুল তাই দোলন কে তেমন একটা পাত্তা দিচ্ছে না। মাঝে মাঝে হাতের ইশারায় বলার চেষ্টা করছে একটু পরে কথা বলবে। তবে দোলন যেন নাছোড়বান্দা, এখনো আশেপাশেই অপেক্ষায় রয়েছে। আমার ওর এই কাজগুলো একদম পছন্দ না বিশেষ করে কথার সাথে ওকে সহ্যই করতে পারি না। বাকিদের সাথে কি হলো সেটা দেখতেও যাই না। 
নিচ থেকে হঠাৎ কথা উপরের দিকে তাকাতেই আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। আমি ইশারায় বুঝিয়ে দেই তেমন কিছু না, সাথে সাথেই একটা মিষ্টি হাসি ছুড়ে দেয় আমার দিকে আর ইশারায় বলে দেয় আমি যেন অপেক্ষা করি। হয়তো একসাথেই বের হবে কলেজ থেকে।

সবাই বেড়িয়ে যাবার পর আমি কথার সাথে ওদের বাসায় চলে যাই। আন্টি পিঠা বানিয়েছে সেটা খাবার জন্যই কথা আমাকে নিয়ে এসেছে। ওর এমন একটা ভাব যেন ও না বলবে আন্টি আমাকে পিঠা দিবে না। তবে গুড়ের শিরায় ভেজানো আলুর পুলি, মুগের পুলি আমার কত পছন্দের সেটা তো কথার জানা তাই ওর সাথে করেই আমাকে নিয়ে এসেছে। আমি হয়তো আজ না এলেও কাল পরশু আসতাম। পিঠা খাওয়া শেষে আমি বাসায় চলে আসি, ঘুরে ঢুকতে যাবো তখনি হঠাৎ একজন কে দেখে আমি একটু থমকে দাঁড়াই। খেয়াল করলাম একটা মেয়ে বড়মাদের ঘর থেকে বেড়িয়ে আরেক কাকির ঘরের দিকে যাচ্ছে। পেছন থেকে দেখার কারণে বুঝতে পারছি না কে এটা, তবে এটা বুঝতে পারছি যে ওকে আগে কখনো দেখে নি আমাদের বাসায়। তাহলে কার সাথে এলো সে? আমার কৌতূহলী মন সহজে শান্ত হবার নয় তাই টেবিলে কোনমতে হাতে থাকা ফাইলটাকে ছুড়ে দিয়েই মা কে খুঁজতে চলে গেলাম। খুঁজতে খুঁজতে মাকে পেলাম সেই কাকির ঘরের, আমাকে দেখতে পেয়েই বলল
কিরে কলেজ থেকে কখন আসলি? দেরি হলো কেন?

মাত্রই, আন্টির ওখানে গিয়েছিলাম তো তাই। (বিছানায় বসা মেয়েটাকে দেখতে পেলাম এবারও মুখটা দেখা যাচ্ছে না পাশে আরেকজন বয়স্ক মতো একজন বসে আছে, ইশারায় মা কে তাদের ব্যাপারে জিজ্ঞেস করলাম)

মা আমাকে তার কাছে ডেকে বললো,
বাবা প্রণাম করো উনি তোমার নতুন কাকির বাবা আর সাথে তোমার কাকির কাকাতো বোন এসেছে।

এবার আমি মেয়েটাকে দেখতে পেলাম, টিয়ে রঙের লং ফ্রক পড়া, বব কাটিং চুল, চড়া রঙে রাঙানো ঠোঁট আর চোখে গোল গোল চশমা। দাদুকে প্রণাম করতে করতে আরেকবার ওরদিকে ফিরে তাকালাম। আমাদের বয়সীই হবে কিংবা একটু ছোট, আমার দিকে তাকিয়েই মৃদুভাবে একটা হাসি দিতেই ওর গজদন্ত আমার চোখের সামনে প্রকাশিত হলো। তাতেই তো আমার মনের ঘন্টা বাজতে শুরু করে দিলো, আমি বুঝি সেই অপরিচিতা জনের উপর ক্রাশ খেয়ে গেলাম। নাকি তার থেকেও বেশি কিছু, যাকে বলে
Love at first sight.

Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
অদ্ভুত মায়াবী লেখা , অনেক পুরোনো কথা মনে পড়িয়ে দেয় আর বিষন্নতা গ্রাস করে। 
[+] 2 users Like ddey333's post
Like Reply
প্রেমের গল্প লেখা সোজা কথা নয় ভায়া। আমি 'তোমাতে আমাতে দেখা হয়েছিলো ' মতো চার পর্বের গল্প লিখতে অতটা কষ্ট পাইনি যতটা এক পর্বের 'দূরত্ব' লিখতে গিয়ে হয়েছি। কারণ তাতে ছিলোনা কোনো মায়াবী ব্যাপার। পুরটাই বাস্তবের মাটির সাথে যুক্ত। তাতে ছিল ঠিক ভুলের হিসেব। তাই সেটা বড্ড কষ্টকর।

আজ এই গল্প পড়তে পড়তে বারবার ভাবি লাইন গুলো লেখার সময় লেখক হিসাবে কি যায় তোমার ওপর দিয়ে। সাথে যদি থাকে অতীতের কিছু অংশের ছিটেফোঁটা। অন্যতম সেরা পর্ব ছিল এটা এই গল্পের। রঙিন বর্ণে জ্বল জ্বল করতে থাকা ওপরের লাইনে যে ভাবে পুরুষের ভেতরের চিন্তাশীল রূপটার পাশাপাশি অন্তরের চাহিদার পাগলামিটা ফুটিয়ে তুল্লে উফফফফফ সাংঘাতিক! আর তার সাথে এক মেয়ের অন্তরের ইচ্ছে কিন্তু তার মধ্যেকার মাতৃত্বের সংঘাত। অসাধারণ ♥️♥️♥️♥️
[+] 2 users Like Baban's post
Like Reply
[Image: 11.gif]


Over your rainbow
A unicorn flew,
He was sent to find me...
He said by you.
"Climb aboard", he whispered,
"We must go for a ride..."
And into a portal of light
We rode inside.
The sky was so blue,
The fields so green,
With each explosion of light
Was a wonderful scene.
So happy we seem
And always together,
There was no end to your dream,
It just went on forever.
Then the unicorn said
"I have one more surprise..."
So we took off quickly
And pierced the sky.
Then I saw you sleeping
And dreaming in your bed...
I caressed your hair gently
And kissed you on your head.
The unicorn interrupted...
"I must now get you home,
But now that you've seen her dream,
May you never feel alone."
My heart is feeling heavy,
A fire burns inside.
Thank you so much my darling
For the unicorn's ride...............................
[+] 1 user Likes ddey333's post
Like Reply
মন ভরে যাওয়ার মতো একটি পর্ব উপহার পেলাম আমরা। এইভাবেই লিখতে থাকো ভাই। সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। সবশেষে উনাকে নিয়ে তো কিছু বলতেই হয়। তাই "কথা"কে নিয়ে কথা দিয়ে বলি ..

কিছু কথা যায় না বলা খুব সহজে
কিছু কথা বুঝতে যে হয় নিজ থেকে।
কিছু কথা হাওয়া হয়ে যায় উড়ে
কিছু কথা স্বপ্ন নামায় দুই চোখে।
কিছু কথা বলতে যে হয় গোপনে
কিছু কথা শুনতে যে হয় নীরবে।
কিছু কথা হয় যে বড় আবেগী
কিছু কথায় হয় যে আবার মন ভারী।
কিছু কথা যায় না বলা মুখ দিয়ে
কিছু কথা বলতে যে হয় চোখে চোখে।
কিছু কথা ফুটায় হাসি ওই ঠোঁটে
কিছু কথায় জল গড়ায় গাল বেয়ে।
কিছু কথা কাঁপায় শরীর খুব রাগে
কিছু কথায় ভালোবাসার ফুল ফুটে।
কিছু কথা ভয় পাওয়ায় খুব বেশী
কিছু কথায় অভিমানী হয় সবই।
কিছু কথা শুনে ও আমরা না শুনি
কিছু কথায় আটকে আছি এই আমি।
কিছু কথা হয় যে সত্য, কিছু কথা মিথ্যে
কিছু কথায় ভালো খারাপ থাকে যে একত্রে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
(10-02-2023, 11:50 AM)ddey333 Wrote: অদ্ভুত মায়াবী লেখা , অনেক পুরোনো কথা মনে পড়িয়ে দেয় আর বিষন্নতা গ্রাস করে। 

পুরনো সবই কি বিষন্নতা বয়ে নিযে আসে নাকি সেই স্মৃতির সাথে কিছু ভালোলাগা ভালোবাসাও জীবনের কঠোর বাস্তবতার খিড়কির ফাঁকে উঁকি দিয়ে মুখ লুকায় মনের চোরাগলিতে।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
(10-02-2023, 12:54 PM)Baban Wrote: প্রেমের গল্প লেখা সোজা কথা নয় ভায়া। আমি 'তোমাতে আমাতে দেখা হয়েছিলো ' মতো চার পর্বের গল্প লিখতে অতটা কষ্ট পাইনি যতটা এক পর্বের 'দূরত্ব' লিখতে গিয়ে হয়েছি। কারণ তাতে ছিলোনা কোনো মায়াবী ব্যাপার। পুরটাই বাস্তবের মাটির সাথে যুক্ত। তাতে ছিল ঠিক ভুলের হিসেব। তাই সেটা বড্ড কষ্টকর।

আজ এই গল্প পড়তে পড়তে বারবার ভাবি লাইন গুলো লেখার সময় লেখক হিসাবে কি যায় তোমার ওপর দিয়ে। সাথে যদি থাকে অতীতের কিছু অংশের ছিটেফোঁটা। অন্যতম সেরা পর্ব ছিল এটা এই গল্পের। রঙিন বর্ণে জ্বল জ্বল করতে থাকা ওপরের লাইনে যে ভাবে পুরুষের ভেতরের চিন্তাশীল রূপটার পাশাপাশি অন্তরের চাহিদার পাগলামিটা ফুটিয়ে তুল্লে উফফফফফ সাংঘাতিক! আর তার সাথে এক মেয়ের অন্তরের ইচ্ছে কিন্তু তার মধ্যেকার মাতৃত্বের সংঘাত। অসাধারণ ♥️♥️♥️♥️

সবই তাদের আশীর্বাদ অনুপ্রেরণা শক্তি।

আমি হয়তো আমার দিকটা লিখি বলে এতোটা সহজে লিখে ফেলি যদি কখনো কথার দিকটা লিখতে হতো তবে দু লাইন লেখার মত মানসিক অবস্থায় থাকতাম না। ওর লড়াইটা আলাদা মাত্রায়...
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
(10-02-2023, 12:58 PM)ddey333 Wrote: [Image: 11.gif]


Over your rainbow
A unicorn flew,
He was sent to find me...
He said by you.
"Climb aboard", he whispered,
"We must go for a ride..."
And into a portal of light
We rode inside.
The sky was so blue,
The fields so green,
With each explosion of light
Was a wonderful scene.
So happy we seem
And always together,
There was no end to your dream,
It just went on forever.
Then the unicorn said
"I have one more surprise..."
So we took off quickly
And pierced the sky.
Then I saw you sleeping
And dreaming in your bed...
I caressed your hair gently
And kissed you on your head.
The unicorn interrupted...
"I must now get you home,
But now that you've seen her dream,
May you never feel alone."
My heart is feeling heavy,
A fire burns inside.
Thank you so much my darling
For the unicorn's ride...............................


speechless  Heart Heart
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
(10-02-2023, 03:10 PM)Bumba_1 Wrote: মন ভরে যাওয়ার মতো একটি পর্ব উপহার পেলাম আমরা। এইভাবেই লিখতে থাকো ভাই। সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। সবশেষে উনাকে নিয়ে তো কিছু বলতেই হয়। তাই "কথা"কে নিয়ে কথা দিয়ে বলি ..

কিছু কথা যায় না বলা খুব সহজে
কিছু কথা বুঝতে যে হয় নিজ থেকে।
কিছু কথা হাওয়া হয়ে যায় উড়ে
কিছু কথা স্বপ্ন নামায় দুই চোখে।
কিছু কথা বলতে যে হয় গোপনে
কিছু কথা শুনতে যে হয় নীরবে।
কিছু কথা হয় যে বড় আবেগী
কিছু কথায় হয় যে আবার মন ভারী।
কিছু কথা যায় না বলা মুখ দিয়ে
কিছু কথা বলতে যে হয় চোখে চোখে।
কিছু কথা ফুটায় হাসি ওই ঠোঁটে
কিছু কথায় জল গড়ায় গাল বেয়ে।
কিছু কথা কাঁপায় শরীর খুব রাগে
কিছু কথায় ভালোবাসার ফুল ফুটে।
কিছু কথা ভয় পাওয়ায় খুব বেশী
কিছু কথায় অভিমানী হয় সবই।
কিছু কথা শুনে ও আমরা না শুনি
কিছু কথায় আটকে আছি এই আমি।
কিছু কথা হয় যে সত্য, কিছু কথা মিথ্যে
কিছু কথায় ভালো খারাপ থাকে যে একত্রে।

দাদা তোমরা ছিলে বলেই তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল এসব অখাদ্য লেখা লেখে চলেছি..
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
দোলন নামটা কি ছেলেদের নাম ?  
আমার এক প্রাক্তন প্রেমিকার নাম (শুধুমাত্র বেড পার্টনার)  আমার জীবনের বেষ্ট সাকার এবং নটংকীবাজ। 
আপনার লিখা আমার খুবই পছন্দের। পরবর্তী আপডেট এর অপেক্ষায়। 
লাইক, রেপু ও রেটিং দিলাম। 


---------------অধম
Like Reply
(14-02-2023, 01:42 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: দোলন নামটা কি ছেলেদের নাম ?  
আমার এক প্রাক্তন প্রেমিকার নাম (শুধুমাত্র বেড পার্টনার)  আমার জীবনের বেষ্ট সাকার এবং নটংকীবাজ। 
আপনার লিখা আমার খুবই পছন্দের। পরবর্তী আপডেট এর অপেক্ষায়। 
লাইক, রেপু ও রেটিং দিলাম। 


---------------অধম

হুম এখানের দোলন একজন ছেলে..
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply




সম্বোধন করবো কি বলে!
আপনি নাকি তুমি? মন চাচ্ছে তুমি'ই বলি!
তোমাকে দেখেই মুগ্ধ হলাম।
টিনেজার'রা এই অনুভিতিকে বলে ক্রাশ,
তবে আমার ধারণা তোমার রূপ
আর নিষ্পার সরলতায় হচ্ছি গ্রাস।








লেখা টা আমা নেশা তাই শত ব্যস্ততার মাঝেও যখনি ফুসরত পেয়েছি তখনি দু লাইন লেখার চেষ্টা করেছি। খুব বড় কোন আপডেট নয় তবুও আগামীকাল রাতেই আসছে গল্পের নতুন পর্ব। সঙ্গেই থাকুন....
[+] 3 users Like nextpage's post
Like Reply
আমার দ্বিতীয় প্রেমিকার নাম ছিল দোলন .

ভালো নাম হচ্ছে অমৃতা
[+] 2 users Like ddey333's post
Like Reply
(23-02-2023, 10:47 PM)ddey333 Wrote: আমার দ্বিতীয় প্রেমিকার নাম ছিল দোলন .

ভালো নাম হচ্ছে অমৃতা

অমৃতার অমৃতসুধা কি পান করা হয়েছিল??

আজ্ঞে দাদা আপনার গার্লফ্রেন্ড কয়টা ছিল??
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
পর্ব- তেরো







মাঝে মাঝে মনে হয় আমার শৈশব কালটা তখনকার সময়ের তুলনায় বেশ ভালই কেটেছে। হয়তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষতে গেলে অনেক কিছুই অপ্রাপ্তি হয়ে বেড়িয়ে আসবে, তবে ঐ পাওয়া না পাওয়ার অক্ষেপ ছাড়া কার জীবন আছে পৃথিবীতে? এক বেলা ঠিক মত খেতে না পাওয়া মানুষটা থেকে শুরু করে হাজার কোটি টাকার মালিক সবারই কিছু না কিছু অপ্রাপ্তি থেকেই থাকে। আর এই না পাওয়ার আফসোস টা বয়ে বেড়াতে হয় মৃত্যু অব্দি। এরপরই চট করে বন্ধ হয়ে যায় হৃদপিণ্ডের ধুকপুকানি সমস্ত কোলাহল এগিয়ে আসে স্নিগ্ধ শান্ত সুন্দর মৃত্যু, ব্যাস সবকিছুর হিসেব এখনেই শেষ।

না না আমি তো এখানে সেই হিসেবের খাতা খুলে বসিনি আমি বসেছি আমার জবানবন্দি লিখতে, সেটাই বরং শুরু করি।

আমাদের মন আর শরতের আকাশের রঙ কখন যে তার রঙ পাল্টাবে সেটার পূর্বাভাস দেয়া বড়ই কষ্টসাধ্য কাজ। মন কখন কি চায়, কার পিছু নেয়, কাহাতে নিজেকে মজায় কিংবা কিসের লাগি নিজেকে ভাসায় ডুবায় সেটা মনের মালিক নিজেও মাঝে মাঝে উপলব্ধি করতে পারে না। যেমন এখন আমি সেই রকম ঝুলন্ত অবস্থায় ঝুলে আছি, বেখেয়ালি মন কখন যে কি আবদার করে বসে থাকে বুঝা মুশকিল। অতৃপ্ত পিয়াসী মন কখন যে কার জন্য নিজের উঠুন জোড়ে কল্পিত সাজানো বাগানের ভ্রমর হয়ে উঠে সেটা যদি আগে আন্দাজ করা যেত তবে তো এতো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হতো না। কে শুনে কার কথা, যেমনি করে আমার মনও ভীষণ ভাবেই আমার অবাধ্য৷ এক নজর দেখতে না দেখতেই রাশি কে নিয়ে পড়ে রয়েছে সেই কখন থেকে। বয়সটাই ওমন সরাসরি দেখাতেও অদ্ভুত রকমের অস্বস্তি, আবার এক পলক না দেখতে পেলেও এ কেমন যন্ত্রণা। যতটা পেরেছি যতবার পেরেছি নানা কৌশলে অদ্ভুত সব অজুহাতে রাশির কাছাকাছি যাবার চেষ্টা করেছি যেন এক নজর ওকে দেখতে পারি।

ওহ রাশি কে সেটাই বলা হলো না, ঐ যে বাড়িতে আসা নতুন অতিথি। আমার নতুন কাকির কাকাতো বোন, মিষ্টি মেয়ের মিষ্টি নাম রাশি৷ ততোক্ষণে পরিচিতি পর্ব শেষ হয়ে গিয়েছিল, আমার সমবয়সী একই ক্লাসে পড়ে। সেদিনের মত আমাদের বাড়িতে ওর স্থায়িত্ব ছিল সন্ধ্যা অব্দি। কিন্তু আমার মনে.... সেটা হয়তো সময় বলে দিবে। হিসেব মতে আমি বয়সে অপরিণত সেই সাথে আমার মনটাও তাই আগে থেকেই কিছুর ভবিষ্যৎ বানী করা যে বেশ মুশকিল। তবে রাশির ক্ষীণ উপস্থিতিও যে আমার মনে গভীর দাগ কেটেছে সেটা খানিক হলেও বুঝতে পারছি।
বিকেল অব্দি মন টা বারবার গুনগুণ করে গিয়েছে কত শত ভাবনায় ডুবে গিয়ে আবার ভেসে উঠেছে। নিজের পাগলামো দেখে নিজেই মুচকি হেসে উঠেছে। তবুও কি থেমে থাকা যায়! আজও সেই পাগলামি গুলোর কথা চিন্তা করলে আপন খেয়ালেই হাসির ফোয়ারা ছুটে উঠে ঠোঁটের কোনে। অবুঝ মন সম্পর্কের বেড়াজালে নিজেকে জড়াতে চায় নি যতটুকু করেছে নিজের সাথে নিজের পাগলামি...


মনের গহীন কোনে স্মৃতিপটে অনুরণে শৈশব কাল
মধুর ছিলো সে ক্ষন তনু মন শিহরণ স্মরণে অতল,
মায়ের মুখের বোল হামাগুড়ি ডামাডোল কথা বলা শেখা
সময়ের প্রয়োজনে নানাবিধ আয়োজনে জীবনকে দেখা।
বাল্যকালের স্মৃতি আদেশ নিষেধ প্রীতি মধুর লগন
পাঠ ভুলে কলেজে কান মলা ঢের হলে অ-আ ক-খ মন,
খেলায় পাগল প্রাণ মন করে আনচান বন্ধুদের মিছিলে
প্রাইমারী চৌকাঠ নামতা ও ধারা পাঠ মুখে তুলে নিলে।
কৈশোরের আগমন বয়ঃসন্ধি-র শিহরণ উড়িবার ডানা
পরিবর্তনের বেড় সময়ের হেরফের যৌবনের হানা,
ঋতুস্রাব স্বপ্নদোষ নবোদয়ে পরিতোষ অজানা সীমানা
শিশুকাল চলে গেল এই সবে শুরু হলো নতুন ঠিকানা।
বলে বীর বলবান যেই রূপে সম্মান আয়োজনের ছন্দ
কচু পাতার পানি যৌবনের হাতছানি ভালাে নয় মন্দ,
শ্রেষ্ঠ সেই ক্ষণকাল জীবনের হালচাল যেই সুরে গায়
জীবন এ তরণী তার ধীরে নয় দুর্বার সেই দিকে ধায়।
প্রৌঢ়ত্বের সুর ক্ষয়ে যাওয়া সুমধুর গ্রামোফোনের গান
এই বুঝি চলে গেল সময় তো বেশ হলো সাঁঝ বাতি ঘ্রাণ,
সলতের কেরােসিন রং চটা তার্পিন হাতা ভাঙ্গা চেয়ার
বসে না তো আর ঠিক দরবার চৌদিক ক্ষমতার পেয়ার!


ঐটুকু এক চিলতে রোদের মত ওকে দেখার পর আরেকবার ভালো করে দেখার সুযোগ হলো দুপুরের খাবারের সময়। আন্টির ওখান থেকে উদরপূর্তি করে আসার পর কোন ভাবেই আবার ভাতের খিদে পেটে থাকার কথাই না। কিন্তু ঐ যে মনের প্রবল ইচ্ছেতে কিভাবে যেন বেহায়া খিদে টা লেগেই গেল। মা ওটা নিয়ে হালকা বকাবকিও করেছে কিন্তু আমার মন যে তাকে আরেকবার কাছ থেকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। তাই বুঝি পেটের খিদে নয় চোখের খিদেটাই বড় হয়ে ধরা দিয়েছে। আঙুল গুলো ভাত মাখিয়ে চলেছে আর নির্লজ্জ চোখ জোড়া বুভুক্ষের মত রাশির দিকে তাকিয়ে আছে। তবে মনে বড় ভয়, চোখে চোখ মিলে যাবার ভয়, ওর চোখে ধরা পড়ে যাবার ভয়, ওর চোখে হারিয়ে যাবার ভয়, আর কত কিসের ভয়...
মন টা খুব করে চাইছিলো রাশির সাথে কথা বলতে কিন্তু কিভাবে কি শুরু করবো সেটাই তো বুঝতে পারছি না। সামনে যদি ও না থেকে কথা থাকতো তবে হয়তো এতটাো ইতস্তত বোধ করতাম না কখনো কিন্তু রাশি সে তো আমার পূর্ব পরিচিত কেউ নয়। তাই বুঝি এত উৎকন্ঠা মনের ভেতর হাপিত্যেশ করে চলেছে। হঠাৎ করেই একবার রাশির চোখ গুলো পরশ বুলিয়ে গেল আমার চিন্তায় মগ্ন কুঞ্চিত হয়ে আসা মুখখানার উপর। আমি প্রতিক্রিয়ায় একটু হাসতে চেয়েছিলাম তার আগেই যে ওর দৃষ্টি নেমে গেল নিচের দিকে। মেয়েটা বেশ লাজুক নাকি আমিই একটু ইন্ট্রুভাট, তাই সামনে বসে থাকা আমার মন হরণী কে একবার নাম ধরে সম্বোধন পর্যন্ত করতে পারছি না...


সম্বোধন করবো কি বলে!
আপনি নাকি তুমি? মন চাচ্ছে তুমি'ই বলি!
তোমাকে দেখেই মুগ্ধ হলাম।
টিনেজার'রা এই অনুভিতিকে বলে ক্রাশ,
তবে আমার ধারণা তোমার রূপ
আর নিষ্পার সরলতায় হচ্ছি গ্রাস।
তোমার প্রতিটা কথাতেই প্রলুব্ধতা মাখনো,
চিকন ফ্রেমের চশমার কাচ ভেদ করে
জ্যোতি ছড়ায় তোমার হরিনী চোখের মণি।
মনোহরা তোমার দেহের গড়ন
কি অপরূপ দুধে-আলতা রঙ
যুগল ঠোট যেন গোলাপ পাপড়ি।
আখিতে রয়েছে কারুকাজ
মাথার ঘনকেশে অপরূপ সাজ
মনে হচ্ছে যেন জীবন্ত অপ্সরী।
কি বলে সম্বোধন করবো তোমায়
একবার বলে যাও
ও আমার হৃদয় হরণী...

না সেদিনের লীলা সেখানেই হয়েছিল ক্ষান্ত শত চেষ্টার পরেও কথা বলা হয়ে উঠেনি। তার মাঝে যতটুকু মন বিনিময় সবটুকুই তড়িৎ গতিতে ছুটে চলা চোখের পলকে পলকে। কখনো বা ভুবন ভোলানো মিষ্টি হাসিতে বা রাজে রাঙা হয়ে উঠা টুকটুকে গালে। যে কতবার পেরেছি লুকিয়ে দেখেছি ওকে, রাশির দিকে ছুটতে থাকা মনের রাশ টেনে ধরাতে ভীষন রকমের ব্যর্থ আমি। এ কেমন নিদারুণ পরাজয় যেটাতে কষ্ট না পেয়ে উল্টো বিজয়ের হাসি ফুটে উঠে৷
সন্ধ্যায় ওদের প্রস্থানে মন ক্ষণ গগনা শুরু করে কবে আসবে সেই তারিখটা যেদিন আমার যাবার পালা ওদের ওখানে। বিয়ের আনন্দটা বদলে গিয়ে ওকে দেখার জন্য মন খুব করে নিসপিস করছে। এখনকার সময়ে হলে চট করে মোবাইলে একটা ফোন করে নিতাম কিন্তু তখন তো হাতে হাতে মোবাইল ছিল না। আর বাসার মোবাইল থেকে কল করলেও কি অজুহাত দেখাতাম ওর সাথে কথা বলার জন্য। তাই কষ্ট হলেও অপেক্ষা করাই এখন সবচেয়ে শ্রেয়, আর শুনেছি অপেক্ষার ফল নাকি মিষ্ট হয়। দেখি আমার কপালে কি অপেক্ষা করে আছে, চেখে দেখা ছাড়া তো আর ফলাফল বলা যাবে না।




★★★★★


"হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। সব মানুষেরই জীবনে প্রেম আসে ।"
প্রেম আমারও এসেছিলো দুয়ারে, অতি নিরবে । বসন্তের সবটুকু শুভ্রতা আর জানা অজানা ফুলের সুবাস নিয়ে । তপ্ত মরুভমির অসহ্য উত্তাপের তৃষিত হৃদয়ে সে এসেছিল একফোঁটো জল হয়ে। বসন্তের নির্মল হাওয়ায় আমার হৃদয় ভেসেছিলো ভালোবাসার প্লাবনে । একরাশ প্রশান্তির আবেশ ছড়িয়ে পড়েছিল দেহ মনে ।।

রবীন্দ্রনাথের গানের মতো -
" কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করেছে কোলাকুলি ।"

পাখির কলকাকলীর মতো সেই মধুর দিনগুলো ছিল স্বর্গীয় ভালোবাসায় ভরপুর । সেই প্রথম শুনেছিলাম পৃথিবীর সবচেয়ে আকাঙ্খিত , প্রচন্ড ভালো লাগার শব্দটি। " ভালোবাসি" ।
বলেছিলাম -
আমিও যে  ভালোবাসি তোকে ।

-কতটুকু ?

-যতটুকু হলে তোকে আমার করে পাওয়া যায় ।

- তাহলে বলিসনি কেন এতদিন ? কেন রেখেছিলি নিজ অন্তরে লুকিয়ে ?

- যদি তুই প্রত্যাখ্যান করিস আমার নিবেদন সেই ভয়ে ।

- বোকা ছেলে একটা এতদিন একসাথে এতো সময় পাড়ি দিলাম। তুই কি কখনোই বুঝতে পারিস নি আমার মনের কথা !

-হয়তো আমি বোকা, কিন্তু তুইও তো আমার হৃদয়ের কথা বুঝতে পারিস নি। শুধু তোর ঐ নির্মল হাসিমুখটা দেখব বলে, শুধু তোর সেই নিষ্পাপ চাহনি দেখার জন্য বারবার ছুটে আসি তা কি কখনো তুই বুঝিস নি?

-বুঝিরে অনেক সময় বুঝলেও সব কিছু যে মুখে বলা যায় না, মেয়ে হয়ে জন্মেছি তো তাই অনেক বাঁধা। জানিস শুধু আজকের দিনটির জন্য কতদিন অপেক্ষায় রয়েছিলাম। বারবার যে আমি শুধু তোকেই চেয়েছি, আমার নিজের করে চেয়েছিলাম। অপেক্ষায় ছিলাম তোর মুখ থেকে একবার শুনবো বলে...

চুপ করে ছিলাম, অনেক কিছু বলার ছিল কিন্তু আমি শুধু শুনছিলাম। গভীর ভালো লাগা আর ভালোবাসায় হয়ে ছিলাম আচ্ছন্ন, সে আমার চোখে চোখ রাখল । এ এক অন্য রকম চাহনী, যে চাহনীতে সবকিছুই বদলে যায়। আমিও ওর কাজল কালো মায়াবী আঁখিতে মুগ্ধ বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। কত কথাই যেন সে চোখে জমে রয়েছে, আমার বলার জন্য উচ্ছলিত হয়ে পড়েছে। কত কিছুই না ও দুটি চোখ বলতে চায়, আমার অনুভূতি জুড়ে নিজেদের ছাপ রেখে যেতে চায়। মনে হচ্ছিল আমি অনন্ত কাল ধরে সেই মায়া ভরা চোখের দিকে চেয়ে থেকেই কাটিয়ে দিতে পারব। সেই থেকেই ভেসেছিলাম ভালোবাসার স্বপ্ন সুখের ভেলায়, হৃদয়ের কত আকুলতা , না বলা কথা , কিছু জমানো ব্যথা বিনিময় আর ভালোবাসার রঙ্গীন সব জাল বোনা। সেই ভালোবাসার জাল অনেকদূর বিস্তৃত হয়েছিলো মনের অজান্তেই। নিশ্চুপ আমি একা একাই বলে গিয়েছিলাম...
"তোমাকেই যেন ভালোবেসেছি শত রূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার।"

মুখে না বললেও ওর চোখের উচ্ছাসে বেশ বুঝতে পেরেছিলাম ও আমার মনের গোপন বাক্যটাও পড়ে নিয়েছে। খুব করে চাইছিলাম কথা একবার মুখ ফুটে বলুক,
"ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি....
আমিও তোকে অনেক ভালোবাসি।"


প্রচন্ড শব্দে বাজতে থাকা ফোনের শব্দে আমার ঘুমটা ভেঙে গেলো সেই সাথে সুন্দর স্বপ্ন টাও। না না সেটা তো স্বপ্ন নয়, এ তো পুরোটাই বাস্তব। তবে বলতে পারি ঘুমের ঘোরে আমার অতীতের সাথে পুনর্মিলনীতে একাত্ম হয়ে যাচ্ছিলাম। কিন্তু বে রসিক মোবাইলটা আর সময় পেল না বেজে উঠার, ইসস! আরেকটু হলেই তো কথার মুখ থেকে আকাঙ্ক্ষিত বাক্যটা শুনে নিতে পারতাম। মোবাইলের ব্যাপারটা ভাবতেই মনে পড়লো যে রিংটোনের আওয়াজ টা শুনলাম সেটা তো আমার মোবাইলের না। তবে কার মোবাইলের আওয়াজ সেটা, আর আমার ঘরেই বা কে এসেছে কেমন করে এসেছে। ভাবতেই মস্তিষ্ক সজাগ হয়ে উঠে, আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকিয়ে দেখলাম। না আমি তো আমার ঘরেই আছি তবে! হঠাৎ করেই আমার মুখের সামনে ধপাস করে বসে পড়ে কাব্য। ওকে চোখের সামনে দেখতে পেয়ে আমি তো পুরোই অবাক, ও কেমন করে ঢুকলো আমার রুমে। রুম তো রাতে লক করেই ঘুমিয়েছি আমি, তবে কাব্য আমার সামনে কেমন করে? আমি কি আবার স্বপ্ন দেখছি নাকি? কাব্যের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে দু হাতে চোখ কচলাতে কচলাতে ও পাশ ফিরতেই দেখি মহারানী বসে আছে কিছুটা দূরে চায়ের কাপ হাতে। আমার চক্ষু কি চড়কগাছ! সকাল সকাল কি সব হচ্ছে আমার সাথে! আমি কি নেশা টেশা করে ফেলেছি নাকি? না হলে কিসব ভুলভাল দেখছি...

আরেকবার চোখ বন্ধ করে পরিস্থিতি বুঝার চেষ্টা করছি কিন্তু এর মাঝেই কাব্য জোর চেষ্টা চালাচ্ছে চোখের পাতি টেনে চোখ খোলার জন্য। না এবার বেশ বুঝতে পারছি আমি স্বপ্নে নয় বাস্তবেই আছি আর কাব্য কথা দুজনেই সশরীরে আমার রুমে আছে। হ্যাঁ এবার মনে পড়েছে কাল রাতে বাগান থেকে যখন রুমে ফিরে আসি তখন কথা আমার কাছ থেকে রুমের চাবিটা চেয়ে নিয়েছিল আর বলেছিল ছিটকিনি না দিতে। তাই তো সকাল সকাল মা ছেলে হানা দিয়েছে আমার রুমে। কাব্য ততোক্ষণে আমার বুকের উপর চড়ে বসেছে আর কাতুকুতু দেবার চেষ্টা করছে। হঠাৎ করেই কথা বলে উঠলো,
কাব্য এখন দুষ্টুমি করো না, সড়ে এসো তুমি আঙ্কেল ফ্রেশ হবে এখন। (আমার দিকে তাকিয়ে) আর এই যে বাংলার শেষ জমিদার দয়া করে একটু জলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন। নইলে যে বাকিদের সঙ্গে বের হওয়া হবে না।

আমি কাব্যকে জাপ্টে ধরে তড়াক করে উঠে বসলাম। কথার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে উঠলাম,
আজ্ঞে মহারানী আপনার আদেশ শিরোধার্য...

কাব্য কি ভেবে খিলখিল করে হেসে উঠলো, তাতেই যেন কথা তেলে বেগুনে জ্বলে উঠে
খুব ভাব হয়েছে না! তোদের দুটোকেই যখন একসাথে পেটাবো তখন বুঝবি মজা।

কথার মিষ্টি শাসানো তেই কাব্য বাবু শান্ত শিষ্ট ছেলে হয়ে গিয়েছে। আমিও আর দেরি না করে মুচকি হাসি হেসে চলে গেলাম বাথরুমের দিকে সকালের কার্য সম্পাদন করতে।


সকালের নাস্তা সেরেই আমরা বেড়িয়ে পড়েছিলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। আজ যেখানে যাচ্ছি সেই ভোলাগঞ্জ এলাকাটা সাদা পাথর আর স্বচ্ছ পানির লেকের জন্য বিখ্যাত। আমি ছোট থেকেই একটু ভ্রমণ পিপাসু কিন্তু তিক্ত হলেও সত্য এটাই যে আমি দেশের ৬৪ জেলার মাঝে এই পর্যন্ত মাত্র গোটা দশেক এর বেশি জেলাতেই ঘুরতে যেতে পারে নি। যেই বয়সটাতে ঘুরতে যাবার সময় ছিল সেই বয়সটাতে না চাইতেই আমার কাঁধে অনেক বড় দায়িত্ব এসো গিয়েছিল। তাই ইচ্ছে থাকলেও যখন দেখতাম আমার সমবয়সীরা কোথাও ঘুরতে যাচ্ছে, আমি তখন মিষ্টি হেসে ওদের প্রস্তাব ফিরিয়ে দিতাম। কেন জানি মনে হতো ঐ রকম পরিস্থিতিতে ঘুরতে যাওয়াটাও আমার জন্য বিলাসিতা। বাকিরা ঘুরতে যেত আর আমি গুগলের কাছে যতটুকু পারতাম সেই জায়গা সম্পর্কে ধারণা নিতাম। পরবর্তীতে বাকিদের সামনে এমন ভাবে উপস্থাপন করতাম যেন আমি নিজেই ঘুরে এসেছি সেই জায়গা থেকে। এই ভোলাগঞ্জ টা আমার আবাস জেলা থেকে একদিনের দূরত্বে চাইলেই আসা যায় কিন্তু এটাও হয়তো আসা হতো না যদি না কথা জোর করে ওর সাথে নিয়ে আসতো।
আমার ঘুরাঘুরি করার সখটার ব্যাপারে কথার জানা আছে। একটা সময় কথা আমাকে বলেছিল, যখন ও চাকরি করবে তখন আমাকে নিয়ে ঘুরতে যাবে। কিন্তু বিধাতা হয়তো অন্য ভাবেই সবটা লিখে রেখেছিল। আমি ওকে পেলাম না আর ও চাকরিটাও করলো না। তবে এখন হয়তো সুযোগ পেয়েছে তাই আমাকেও সাথে করে নিয়ে এসেছে। ও না থাকলে আমার কি যে হতো সেটা ভাবলে গা শিউরে ওঠে, কিন্তু ওকে কি আমি পেয়েছি?

হোটেল থেকে আমাদের নিয়ে যাওয়া গাড়িটা স্পটে পৌঁছাতেই কথা গাড়ি থেকে নেমেই দৌড়ে যেতে লাগলো লেকের দিকে। আমি পেছন থেকে বারবার সাবধান করছি কিন্তু কে শুনে কার কথা? চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর এর মাঝ দিয়েই কথা দৌড়ে যাচ্ছে। তুত রঙের সালোয়ার কামিজে লম্বা বিনুনি করা কথাকে দেখে সেই কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। এমন দুরন্ত স্বভাবের ছিল ও, চঞ্চলতায় ভরপুর। আবার সময়ে সময়ে ভীষন রকমের ঠান্ডা শান্ত  সুস্থির। বয়সটা যত বেড়েছে তার সাথেই পাল্লা দিয়ে বেড়েছে ওর গুনের সংখ্যা, যাকে বলে একদম গুনবতী মেয়ে। অনেকদিন পর সেই উচ্ছল প্রাণবন্ত মেয়েটাকে খুঁজে পেয়ে দু চোখ ভরে দেখে নেবার স্বাধ জেগেছে মনে। আমি কাব্য কে কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছি আর চোখের নজর কথার উপর। কাব্য বারবার কিছু একটা দেখাতে চাইছিলো, বাধ্য হয়ে ওর দিকে তাকিয়ে কিছুটা সময় কি যে দেখাতে চাইছে সেটাই বুঝতে পারলাম না। হঠাৎ করেই কথার দিকে চোখ ঘুরাতেই দেখি ও নিঁচু হয়ে বসে আছে আর পায়ের কাছে কিছু একটা করছে। দেখে মনে হচ্ছে দৌড়াতে গিয়ে নিশ্চিত হোঁচট খেয়েছে। সঙ্গে সঙ্গেই আমিও ছুট দিলাম ওর কাছে
হলো তো, বারবার বারণ করেছিলাম কিন্তু কে শুনে কার কথা। এখন কেমন লাগছে পায়ে যে ব্যাথা পেলি...
(কথাকে উদ্দেশ্য করে বলতে বলতে কাব্য কে কোল থেকে নামিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম কথার পাশেই) দেখি হাত সরা, কোথায় লেগেছে দেখতে দে আমাকে।

আরে লাগে নি তো, জুতার বেল্টটা খুলে গিয়েছে জাস্ট। শুধুশুধু টেনসন করছিস...

মিথ্যে বলিস না, আমি ওখান থেকে দেখেছি তুই পায়ে হাত দিয়ে বসে আছিস। কিছু না লাগলে হাত টা সরা, আমি দেখি...

আচ্ছা বিশ্বাস না হলে দেখাচ্ছি, কিন্তু তাই বলে তুই আমার পায়ে হাত দিতে যাস না..

কেন পায়ে হাত দিলে আবার কি হবে?
ওর হাতটা সরাতেই দেখি সত্যিই ওর জুতোর বেল্টটা খুলে আছে। তারপরও মন কে বুঝ দেবার জন্য একবার উল্টেপাল্টে দেখে নিলাম। ওর চোখের দিকে তাকাতেই দেখি ও মিটি মিটি হাসছে।

হলো তো শান্তি! বলছি কিছু হয়নি কিন্তু সে মানলে তো। ধ্যাত! মাঝ থেকে শুধু শুধু আমার পায়ে হাত দিলি...

কেনো তোর পায়ে হাত দিয়েছি বলে কি হয়েছে?

কিছু হয় নি (লাজুক ভাব করে) তুই জানিস না মেয়েদের পায়ে হাত দিতে নেই।
এটা আবার কেমন নিয়ম? কেনো হাত দিলে কি হবে, আমি যে দিলাম তাতে কি কিছু হয়েছে?

এতো কিছু আমি জানি না, তোর সাথে কথা বলে পারবো না। প্যাঁচ ধরার ওস্তাদ, চল না ওখানে গিয়ে বসি...

জানি জানি কিসের এতো তাড়াহুড়ো, লেকের জলে পা ভিজাবি তাই তো!

হঠাৎ দুহাতে আমার গাল টেনে দিয়ে,
এই জন্যই তো তোকে এতো ভালোবাসি। আমি বলার আগেই তুই সব বুঝে যাস। এতো ভাবিস কেন রে আমাকে নিয়ে তুই? যে পর্যন্ত লেকের জলে পা না ভিজাবো ততোক্ষণ পর্যন্ত আমার মনের ছটফটানি কমবে নারে। চল চল তাড়াতাড়ি চল...

কাব্যের এক হাত ধরে কথা এগিয়ে চলেছে আর আমি পেছন থেকে পল্লবিত আঁখি তে ওর দিকেই তাকিয়ে আছি। ওর বলা কথা গুলো এখনো কানে বাজছে, ও কি বলে গেল! ও এখনো আমাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে...
কোন সন্দেহ!! অবকাশই নেই।
[+] 5 users Like nextpage's post
Like Reply
(24-02-2023, 08:59 PM)nextpage Wrote: "ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি....
আমিও তোকে অনেক ভালোবাসি।"



হঠাৎ দুহাতে আমার গাল টেনে দিয়ে,
এই জন্যই তো তোকে এতো ভালোবাসি। আমি বলার আগেই তুই সব বুঝে যাস। এতো ভাবিস কেন রে আমাকে নিয়ে তুই?

এটা কি ঠিক হচ্ছে , আমার জীবনের কথাগুলো সবার সামনে খুলে ধরছো তুমি  Sad
[+] 1 user Likes ddey333's post
Like Reply
(24-02-2023, 09:23 PM)ddey333 Wrote: এটা কি ঠিক হচ্ছে , আমার জীবনের কথাগুলো সবার সামনে খুলে ধরছো তুমি  Sad

আমি কিচ্ছু জানি না, সব বৌদির কারসাজি...

গল্পটা তো আমার লিখছিলাম কিন্তু তোমার সাথে মিলে যাচ্ছে কি করে??
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
বলার আছে অনেক কিছু কিন্তু কি দিয়ে যে শুরু করি
তার চেয়ে বরং বোবা সেজে এসো তোমার হাতটি ধরি

রাশি যার নাম তার প্রতি একদিকে আকর্ষণ, আরেকদিকে এক অদ্ভুত স্বপ্নের মায়াজাল আর এসবের মাঝে কাব্য। যে স্বপ্ন ও বাস্তবের মাঝের পাহারাদার। উফফফফ কোথায় নিয়ে যাচ্চো এই কাহিনী? দারুন
[+] 1 user Likes Baban's post
Like Reply
(25-02-2023, 02:04 PM)Baban Wrote: বলার আছে অনেক কিছু কিন্তু কি দিয়ে যে শুরু করি
তার চেয়ে বরং বোবা সেজে এসো তোমার হাতটি ধরি

রাশি যার নাম তার প্রতি একদিকে আকর্ষণ, আরেকদিকে এক অদ্ভুত স্বপ্নের মায়াজাল আর এসবের মাঝে কাব্য। যে স্বপ্ন ও বাস্তবের মাঝের পাহারাদার। উফফফফ কোথায় নিয়ে যাচ্চো এই কাহিনী? দারুন

কাহিনি হলে কিছুটা নিজের খেয়ালে সজিয়ে দিতাম, যেহেতু এটাতে অনেকটা বাস্তবতা মিশে আছে তাই সেই হঠকারিতা করার সাহস করছি না।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
(25-02-2023, 10:37 PM)nextpage Wrote: কাহিনি হলে কিছুটা নিজের খেয়ালে সজিয়ে দিতাম, যেহেতু এটাতে অনেকটা বাস্তবতা মিশে আছে তাই সেই হঠকারিতা করার সাহস করছি না।

এইতো , এইতো ধরা পড়ে গেছে এই লেখক।

নিজের জীবনের অংশ না হলে এরকম লেখা লিখতে পারা অসম্ভব।

এই একই জিনিস  হয়েছিল পিনুদার সাথে " ভালোবাসার রাজপ্রাসাদ " লেখার সময়ে।  Namaskar Heart
[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)