Thread Rating:
  • 159 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
আগুন আর কতোটুকু পোড়াতে পারে? সীমাবদ্ধ তার ক্ষতি করার ক্ষমতা, সীমিত তার বিনাশের প্রচেষ্টা। কিন্তু মন .. মন‌ যখন এক অবশ্যম্ভাবী ক্ষতির আশঙ্কায় জ্বলে-পুড়ে শেষ হয়ে যায়, তখন তার না থাকে কোনো সীমানা, না থাকে কোনো পরিমাপ। দেহের আগুনে পুড়লে তবু কিছু থাকে .. হোক না তা শ্যামল রঙের ছাই। কিন্তু মনের আগুনে পুড়লে অবশিষ্ট আর কিছু থাকে না‌ .. পুরোটাই শূন্য, পুরোটাই ফাঁকা। নানারকম চিন্তার গোলকধাঁধায় তলিয়ে যেতে যেতে কোথায় যেন হারিয়ে গেছিলো গোগোল।


"গোগোল দাদা .." টগরের গলার আওয়াজে ঘোর কাটলো গোগোলের।

"এইতো .. আমার ফরফরানির ঘুম ভেঙেছে .." টাগরের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো গোগোল।

- "আবার ওই কথা? আমাকে একদম ফরফরানি বলবে না তো .. আমি পছন্দ করি না  .." 

- "বলবো .. বলবো .. বলবো .. একশো বার বলবো .."

- "বুড়ো বয়সে আমার হাতে মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি?"

গোগোল আর টগরের কথোপকথনে পূর্বের ন্যায় সেই একইভাবে কপট রাগ দেখিয়ে কথাগুলো বললো টগর। কিন্তু সেই কথায় আগের মতো জোর ছিলো না .. যেন অতি কষ্টে গভীর থেকে গভীরতর কোনো গহ্বর থেকে সে বের করে আনার চেষ্টা করছিলো তার গলার স্বর। তারপর একসময় দু'জনেই হেসে উঠলো।

 "তোকে কোনোদিন বলিনি, আজ একটা কথা বলবো টগর? তোকে না রাগাতে আমার খুব ভালো লাগে। এমনিতেই তোকে খুব সুন্দর দেখতে, তবে রাগলে তোকে আরো সুন্দর দেখায়।" হাসতে হাসতে বললো গোগোল।

- "আমাকে সুন্দর দেখতে লাগবে .. তাই বুঝি আমাকে তুমি রাগাও সবসময়?" 

- "কি জানি .. হয়তো তাই .. কিংবা হয়তো তোকে প্যাম্পার করতে আমার ভালো লাগে .. সেই জন্য .."

"আমাকে একটু উঠিয়ে বসিয়ে দেবে গোগোল দাদা?" গোগোলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো টগর।

টগরের পিছনে একটা বালিশ রেখে সাপোর্ট দিয়ে ওকে ধীরে ধীরে উঠিয়ে বসালো গোগোল। "একটা কথা বলবো, রাখবে?" জিজ্ঞাসা করলো টগর।

- "হ্যাঁ রাখবো .. বল .."

- "এই পৃথিবীতে হিয়া দিদি তোমাকে যতটা ভালোবাসে, ততটা বোধহয় আর কেউই বাসেনা। তুমি কিন্তু ওকে কোনোদিন কষ্ট দিও না। ওকে সুখী করো, কেমন?"

- "এসব কথা এখন থাক টগর। তুই এখনো ছোট, তাই জীবনের জটিলতা বুঝিস না। আমার জীবনের মানে পাল্টে গিয়েছে এখন। সত্যের সম্মুখীন হতে হবে এবার আমাকে।"

- "মানে?" 

- "এখন নয় .. তুই সুস্থ হয়ে ওঠ, তোকে সবকিছু .. বলবো।"

- "আমার আর সুস্থ হয়ে ওঠা হবে না গো গোগোল দাদা। আমার প্রাণশক্তি ধীরে ধীরে কমে আসছে আমি এটা বেশ বুঝতে পারছি। বাবার শরীরের অবস্থা একদম ভালো নেই। তার উপর আমার যদি কিছু হয়ে যায় বাবার কি হবে আমি জানিনা। শিউলিটা এখনো অনেক ছোট। ওকে একটু দেখো প্লিজ .."

"এটাও তোকে বলে দিতে হবে টগর? আমি .. আমি .." আর কিছু বলতে পারল না গোগোল। গলা ধরে এলো তার।

"জানো তো গোগোল দাদা .. আমি চাইনি এভাবে বিদায় নিতে। এই পৃথিবীটা কত সুন্দর, বলো! আমি বাঁচতে চেয়েছিলাম গোগোল দাদা। চাইনি মায়া ভরা তোমার ওই দু-চোখে অশ্রু ঝরাতে। চাইনি এক পলক দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকতে। চেয়েছি সকালবেলা শিশির ভেজা ঘাসে পা ভিজাতে। আমি চাইনি এইভাবে মৃত্যুর প্রহর গুনতে। চাইনি এই চেনা জীবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া অচেনা পথের দিকে চেয়ে থাকতে। আমি চাইনি মরা কোনো নদীর বুকে হাঁটতে। চাইনি গরম বালিতে পা পোড়াতে। চেয়েছি ঝর্ণায় ফুলেফেঁপে ওঠা জলে হাবুডুবু খেতে। কিন্তু যা চাই, তা তো এ জন্মে আর পাওয়া হবে না। যদি তোমার খুব আপত্তি না থাকে, তাহলে আমায় একটু জড়িয়ে ধরবে গোগোল দাদা? বিদায় বেলায় তোমার স্পর্শসুখ অনুভব করতে চাই আমি।" গোগোলের দিকে নিজের দুই হাত বাড়িয়ে তার চোখে চোখ রেখে কথাগুলো বললো টগর।

"ও মা গো .. এভাবে বলিস না প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না রে .." এই বলে টগরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললো গোগোল।

"বিশ্বাস করো গোগোল দাদা .. আমি চাইনি তোমার দুঃখের কারণ হতে। আমি তো চেয়েছিলাম তোমার জীবনের সঙ্গী হতে। চাইনি মনে মনে দুঃস্বপ্ন দেখতে, ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠতে। আমি তো চেয়েছি আলতো ভিজে তোমার ঠোঁটে আমার ঠোঁট রাখতে। আমি চাইনি চাঁদনী রাতে রাত জাগা পাখির মতো একা একা বসে থাকতে। চাইনি আলো ভরা জ্যোৎস্নার মাঝে নিরবে কাঁদতে। চেয়েছি মরুভুমির বুকে বৃষ্টি নামাতে। আমি চাইনি পথহারা পথিক হতে। চাইনি কাঁটাতারে আবদ্ধ থাকতে। আমি তো চেয়েছিলাম পাথরের বুকে ফুল ফোটাতে।" টগরের শেষ কথাগুলো শুনতে পেলো না গোগোল। কারণ সে কথাগুলো বলতেই পারেনি .. বলার আগেই তো ..

অবশেষে আসন্ন মৃত্যুর ঘোর চারিপাশে বনবন করে ঘুরতে ঘুরতে ক্রমশ এগিয়ে আসছে কাছে, আরো কাছে। মৃত্যুর হাতছানি .. কুহকীর সুরে। সব স্বপ্ন ক্ষয়ে ক্ষয়ে শেষে, সম্মোহন আর আচ্ছন্নতায় ভেসে।‌ মৃত্যুর বার্তা আসে বর্ষায় ভেজা সেই একাকিনী শালিকের মতো। অস্পষ্ট জীবনের দৃশ্য ছিঁড়েখুঁড়ে, মায়ার দৃশ্যে ঘিরে প্রবল শেকড়ে জড়িয়ে ধরে। একরত্তি মেয়েটা কিভাবে ফেরায় তাকে! বন্দরে নোঙ্গর ফেলা হয়ে গিয়েছে যে! এত নিশ্চয়তা! এত অনন্ততা! পঞ্চমীর চাঁদের সাথে তাকে বোধছানি দিয়ে ডাকে। সব তৃষ্ণা মিটে গিয়ে, সব বোধবুদ্ধি বিচক্ষণতা কেমন যেন গুলিয়ে যায়। চাঁদ যেতে যেতে নুয়ে পরে, সাধ জাগে এক জাঁকজমক মৃত্যুর। 

সারা জীবন ধরে শুধু বাঁচার জন্য লড়াই, অথচ কেউ ফিসফিস করে বলে না, আরও একটু পথ চলা বাকি। মৃত্যু তো আছে, ছিলো, থাকবে .. এটা তো চিরন্তন সত্য .. কেউ বলে না। যে কোকিলটা এইমাত্র উড়ে গেলো, বসন্তের মৃত্যুতে সেও ব্যাথাতুর। সে আর এই জীবনে কাউকে বিরক্ত করতে চায় না, কারোর গলগ্রহ হতে চায় না। তবুও যাওয়ার আগে থমকে দাঁড়ায় চিলেকোঠার শেষ প্রান্তে। হঠাৎ করেই চোখ ধাঁধিয়ে যায়, সবকিছু অন্ধকার। যে ধূসর ঘুঘুটা  
মৃত বৃক্ষবন ছেড়ে এসেছে, সেও উড়ে উড়ে ফিরতে চায় তার ফেলে আসা বাসায়। মৃত্যুর ডাক যে এবার খুব কাছে চলে এসেছে .. আর যে থাকার কোনো উপায় নেই। সব বাধা, সব বিপত্তি, সব মায়া অতিক্রম করে চলে গেলো টগর। পুনরায় তাকে সযত্নে বিছানায় শুইয়ে দেওয়ার আগে তার কপালে সস্নেহে একটা চুম্বন করলো গোগোল।

★★★★

চিরকালের জন্য সে চলে গিয়েছে জেনেও তার খুব চেনা, খুব কাছের মানুষটির গভীর ক্ষতে সে প্রলেপ লাগায় গোলাপের পাঁপড়ি ছড়িয়ে। খুঁজে চলে শেষ মুহূর্তের চুম্বন এবং নিবিড় আলিঙ্গন। স্নেহের তরী বেয়ে জলজ প্রেম ভেসে গেছে উজানি স্রোতে। ডাঙায় যাপন নিয়ে পাথরের ছায়াতলে শরীর খোঁজে কিঞ্চিত শান্তি। অথচ অসহ্য রোদে পুড়ে গেছে সমগ্র ছায়াতল। সরলরেখায় লুট হয়েছে যাবতীয় আহরণের মধু। অসাড় কঙ্কাল দাহ হচ্ছে লেলিহান প্রণয়ের অনলে।

দাহকার্য শেষ করে ফেরার পথে গোগোল একটাও কথা বলেনি কারোর সঙ্গে। শ্মশানে মেয়েরা যায়নি শুধুমাত্র শিউলি ছাড়া। ওকে হাজার বারণ করা সত্ত্বেও ও শোনেনি .. শিউলির কান্না থামানো যাচ্ছিলো না। এদিকে সবাই চাইছিল স্বপনবাবু একটু হলেও চোখের জল ফেলুক .. কিন্তু তিনি শোকে দুঃখে পাথর হয়ে গিয়েছিলেন। গোগোল ফেরার পর সুজাতা তাকাতে পারছিল না তার দিকে। একটা অপরাধবোধ গ্রাস করছিল তাকে .. যে মেয়েটা আজ ইহকালের মায়া ত্যাগ করে চলে গিয়েছে, তার সম্পর্কেই তো কাল কটু কথা বলেছিল সে। হিয়া গোগোলের পাশে বসে তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলো পরম যত্নে।

"যাক বাবা, সব ভালোয় ভালোয় মিটে গেছে। না মানে আমি বলতে চাইছি .. অনির্বাণ যে ওই দুজনের মৃত্যুর জন্য দায়ী নয়, এটা তো ইন্সপেক্টর সেনগুপ্ত নিজের মুখেই তখন বললেন। তার উপর টগরও চলে গেলো, যদিও সেটা খুব কষ্টের। জানি এসব কথা বলার এটা আইডিয়াল প্লেস এবং আইডিয়াল সিচুয়েশন নয়।তবুও আমি এখানে একটা এনাউন্সমেন্ট করতে চাই। এতদিন আমি ওদের, আই মিন হিয়া আর অনির্বানের বিয়ে এমনকি মেলামেশারও ঘোরতর বিরোধী ছিলাম। কিন্তু, ওদের বিয়েতে এখন আর আমার কোনো আপত্তি নেই।" হঠাৎ করে কাবেরী দেবীর এইরকম একটা অপ্রত্যাশিত উক্তিতে হিয়া এবং ইন্সপেক্টর সেনগুপ্ত কিছু একটা বলতে যাচ্ছিলো।

কিন্তু তাদের কিছু বলার আগেই গোগোল বলে উঠলো "কিন্তু এই বিয়ে তো আর সম্ভব নয়!" 

"মানে? এতদিন তো হিয়ার জন্য পাগল ছিলে। এখন আমি বলছি বলে, দর নিচ্ছ নাকি?" নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পুনরায় এই উক্তি করলেন কাবেরী দেবী।

"আপনি কিন্তু অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করে চলেছেন কাবেরী দেবী .. দিস ইজ টু মাচ। এবার আপনি নিজের মুখটা বন্ধ রাখুন। না হলে আমি বাধ্য হবো আপনাকে এখান থেকে চলে যেতে বলতে।" বিরক্তি প্রকাশ করে কথাগুলো বললেন ইন্সপেক্টর সন্দীপ।

"এতক্ষণ ধরে আপনারা অনেকেই অনেক কথা বলে গেলেন। কিন্তু বিশ্বাস করুন, এইসব কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। কারণ, আমি আবার হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি আবার পরাজিত হলাম .. টগরের চলে যাওয়াটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। তাছাড়া যেদিনকে মামণির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই যে ওদের বিরুদ্ধে, মানে ওই কামরাজ আর মিস্টার সামন্তর বিরুদ্ধে আমি অস্ত্র তুলতে পারবো না বা ওদের কোনো ক্ষতি করতে পারবো না, সেদিন থেকে আমার ভেতর প্রতিশোধের আগুনটা ধীরে ধীরে নিভে যেতে থাকে। আমি ওদের সম্পর্কে ধীরে ধীরে উদাসীন হয়ে পড়ছিলাম। অথচ আমার ভিতরে একটা পরস্পরবিরোধী সত্তা কাজ করছিলো। একদিকে আমি ভাবছিলাম ঠিকই তো, আমি কেনো প্রতিশোধের আগুনে জ্বলছিলাম এতদিন? ভবিষ্যতটা কেনো নষ্ট করবো আমার? আমি তো ভদ্রবাড়ির সন্তান, আমার তো এইসব শোভা পায় না। অন্যদিকে মনে পড়ে যাচ্ছিল আমার মা আর বাবার সেই ভয়ার্ত করুন মুখটা। আমি কি দোষ করেছিলাম বলতে পারেন? আমার শৈশব কি দোষ করেছিলো? আমার শৈশব কৈশোর শেষ করে দিয়েছে ওই দুটো লোক। এমনকি আমার যৌবনও ধ্বংসের মুখে .. একটা অপরাধবোধ গ্রাস করছিলো আমাকে .. তার কারণ .." এইটুকু বলেই থেমে গেলো গোগোল।

"তার কারণ? থেমে যাবেন না প্লিজ অনির্বাণ বাবু .. বলুন .. আপনার মনে যা কিছু আছে সব খুলে বলুন আজ। এটাই প্রকৃত সময় নিজেকে উন্মুক্ত করার। তাহলেই আপনি মুক্তি পাবেন ঘন অন্ধকারাচ্ছন্ন গোলকধাঁধা থেকে, মনের অপরাধবোধ থেকে, নতুন জীবনের সন্ধান পাবেন। না হলে এই ভাবেই একা একা গুমড়ে মরতে হবে আপনাকে। স্পিক আউট মিস্টার অনির্বাণ মুখার্জি .." উচ্চকন্ঠে বলে উঠলো সন্দীপ। 

"অলিখিত নিয়ম অনুযায়ী .. আমি ভেঙ্গে পরে যাই আবার কুড়িয়ে জড়ো করি নিজেকে। আগামীর ভবিষ্যৎ গন্তব্যে পৌঁছাতে রূপকথার গল্পের মতো স্বর্গ সুতোর বাঁধনে ঝুলে থাকে প্রেম। নগ্ন রাতের খোলস ভাঙে নিশিথের জোনাকিরা অন্ধকারে বুকের উঠোন জুড়ে খেলে অনন্ত আদিম প্রাচীনত্ব। মায়া জালে আটকা পরে স্মৃষ্টির উল্লাসে মেতে উঠি সেই আমি। আবার পৃথিবী জন্ম দিয়ে যায় চেনা মুখের অবয়ব। আমার কিছু করার নেই মামণি আমাকে ক্ষমা করো, হিয়া আমি জানি, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তবুও চেষ্টা করো ক্ষমা করার। আমাকে বলতেই হবে .. এখন এই মুহূর্তে না বললে কথাগুলো আমি আর কোনোদিন বলতে পারবো না। একটু আগেই তুমি বলছিলে না মামণি .. আমার গোগোল কোনোদিন কোনো অন্যায় করতেই পারে না! তোমার গোগোল অন্যায় করেছে মামণি। অন্যায় করেছে তোমার লাটসাহেব .. হিয়া .. শুনছো তুমি? নো ওয়ান উড হ্যাভ বিন হ্যাপিয়ার দ্যান মি, যদি এই দুই দুর্বৃত্তকে আমি নিজের হাতে মারতে পারতাম। কিন্তু আমার দুর্ভাগ্য এই কাজ আমি করিনি। তবে আমার মা-বাবার মৃত্যুর কারণ এবং আমাদের পরিবারটা শেষ হয়ে যাওয়ার পিছনে যাদের হাত ছিলো তাদের একে একে আমি সরিয়েছি, হ্যাঁ আমি নিজের হাতে সরিয়েছি তাদের এই পৃথিবী থেকে।" চিৎকার করে কথাগুলো বললো গোগোল।

"এসব কি বলছো তুমি লাটসাহেব? তোমার মাথার ঠিক আছে তো?" বিস্ময় প্রকাশ করে বললো হিয়া।

"আমি এতক্ষণ ধরে যা বলে চলেছি এবং এরপরে যা ব্যক্ত করবো সব সজ্ঞানে বলছি এবং বলবো। যারা আমাদের পরিবারকে শেষ করেছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের হাত আছে আমার মা এবং বাবার মৃত্যুর পেছনে .. তাদের একে একে শেষ করেছি আমি। প্রথমে দিদা, মানে আমার মায়ের মামী .. ওই যে বসে আছে আমার মামণি .. ওনার নিজের পিসি। তারপর গুরুকুলের প্রধান শিক্ষক, না না .. প্রাক্তন প্রধানশিক্ষক নিশীথ বটব্যাল। আর সব শেষে দুই নরপিশাচ ওসমান এবং জ্যাকি .. এদের সবাইকে খুন করেছি আমি নিজের হাতে। এরা কি করে, কবে, কোথায়, কখন মারা গিয়েছে পুলিশ রেকর্ড দেখলেই সেগুলো পেয়ে যাবেন ইন্সপেক্টর সেনগুপ্ত। আমাকে অ্যারেস্ট করতে পারেন অথবা আপনার যা খুশি তাই করতে পারেন .. আই ডোন্ট কেয়ার। তবে একটা কথা আপনি ঠিকই বলেছিলেন সন্দীপ বাবু .. মনের ভেতরটা অনেক হাল্কা লাগছে এখন আমার।" 

সেই মুহূর্তে ইন্সপেক্টর সেনগুপ্তর ফোনটা বেজে উঠলো। কলটা রিসিভ করে দু-একটা কথা বলার পর ফোনটা রেখে দিয়ে বললেন "মিস পর্ণার জ্ঞান ফিরেছে আর মিস্টার আলম এখন বিপদমুক্ত। কাল রাতে এক্সাক্টলি ওখানে কি ঘটেছিল, এটা জানার জন্য ওদের দু'জনের বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ।" 

(ক্রমশ)


ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন
লাইক এবং রেপু দিয়ে উৎসাহিত করবেন

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 13 users Like Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
আজকের পর্ব নিয়ে কিছুই বলবো না আজ যে বড়ই দুঃখের দিন টগর রানি ফরফরানি আজকের পর্ব পুরোটাই টগর ময় । উপন্যাসটা যখন শুরু হয়েছিল তখন ভাবতেই পারিনি এমন দিকে গড়াবে তখন শুধু পড়তাম মজা করার জন্য কিন্তু যত উপন্যাস এগিয়েছে তত এই উপন্যাসের প্রেমে পড়ে গেছি, জয় হোক এমন লেখার বহুদিন এই লেখা মনের গভীরে থেকে যাবে । মন থেকে ধন্যবাদ বর্তমান সময়ের সেরা লেখক বুম্বাদাকে। তুমি সব সময়ই ভালো থেকে দাদা।
প্রতি পর্বে যে ভাবে আমাদের অফুরন্ত আনন্দ দিয়ে গেছ তা ভাষাতে প্রকাশ করতে আমি অক্ষম। অনেক সময় পর্ব পড়ে খুশি হয়েছি আবার অনেক সময় রাগ করে কটু কথা হয়তো বলেছি কিন্তু তুমি তবু থেমে থাকনি। জানিনা এমন উপন্যাস তুমি ছাড়া আর কেউ ভবিষ্যতে লেখতে পারবে কিনা। যে জায়গাতে নিয়েগেছ এই উপন্যাসকে তা বহুদিন মনে থাকবে। ভালো থাকবেন দাদা।
horseride আমাকে আমার মত থাকতে দাও horseride
[+] 1 user Likes Boti babu's post
Like Reply
আমি কি বলবো....... নিজেই বুঝতে পারছিনা। বহু ইমোশান একসাথে ধাক্কা দিচ্ছে অন্তরে। বেরিয়ে আসতে চাইছে একটা চিৎকার!!

এই কাহিনী শুরু হয়েছিল গোগোল নামের এক বালককে কেন্দ্র করে। যার জীবনে সুখের চেয়ে দুখের পাল্লা অনেক বেশি ভারী। কিন্তু তার পথে এসে যারা যারা আজ পর্যন্ত দাঁড়িয়েছিল, তার অশ্রু মুছিয়ে তাকে কাছে টেনে নিয়েছিল সেই দলের এলজন আজ সারাজীবনের মতো বিদায় নিলো। আর কেউ নেই যাকে সেই পুরুষ রাগাবে। যার মুখটা একটু হলেও তার বুকে শান্তি দিতো। যাকে কাছে পেয়েছিলো সে এক প্রকৃত বন্ধু হিসেবে, আজ সেই বন্ধু তার পাশে নেই। আজ সে মুক্ত। আর আজ গোগোলও মুক্ত অনেক বিশ্রী জঘন্য ভার থেকে। আজ সত্যিই বমি করে ভেতরের বিষ বার করে দিলো সে।

আমার আর বেশি কিচ্ছু বলার নেই। কিচ্ছু বলার নেই.....
[+] 1 user Likes Baban's post
Like Reply
লাইক রেপু ইত্যাদি দিয়ে রাখলাম কিন্তু কাল পড়বো।  একটা সাংঘাতিক কিছু হয়েছে বলে মনে হচ্ছে।  Sad

[+] 1 user Likes ddey333's post
Like Reply
(30-01-2023, 09:47 PM)Boti babu Wrote: আজকের পর্ব নিয়ে কিছুই বলবো না আজ যে বড়ই দুঃখের দিন টগর রানি ফরফরানি আজকের পর্ব পুরোটাই টগর ময় । উপন্যাসটা যখন শুরু হয়েছিল তখন ভাবতেই পারিনি এমন দিকে গড়াবে তখন শুধু পড়তাম মজা করার জন্য কিন্তু যত উপন্যাস এগিয়েছে তত এই উপন্যাসের প্রেমে পড়ে গেছি, জয় হোক এমন লেখার বহুদিন এই লেখা মনের গভীরে থেকে যাবে । মন থেকে ধন্যবাদ বর্তমান সময়ের সেরা লেখক বুম্বাদাকে। তুমি সব সময়ই ভালো থেকে  দাদা।
প্রতি পর্বে যে ভাবে আমাদের অফুরন্ত আনন্দ দিয়ে গেছ তা ভাষাতে প্রকাশ করতে আমি অক্ষম।  অনেক সময় পর্ব পড়ে খুশি হয়েছি আবার অনেক সময় রাগ করে কটু কথা হয়তো বলেছি কিন্তু তুমি তবু থেমে থাকনি। জানিনা এমন উপন্যাস তুমি ছাড়া আর কেউ  ভবিষ্যতে লেখতে পারবে কিনা। যে জায়গাতে নিয়েগেছ এই উপন্যাসকে তা বহুদিন মনে থাকবে। ভালো থাকবেন দাদা।

অনেক ধন্যবাদ  thanks এরকম মন্তব্য পেলে লেখার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়। সঙ্গে থাকো এবং পড়তে থাকো।

(30-01-2023, 09:52 PM)Baban Wrote: আমি কি বলবো....... নিজেই বুঝতে পারছিনা। বহু ইমোশান একসাথে ধাক্কা দিচ্ছে অন্তরে। বেরিয়ে আসতে চাইছে একটা চিৎকার!!

এই কাহিনী শুরু হয়েছিল গোগোল নামের এক বালককে কেন্দ্র করে। যার জীবনে সুখের চেয়ে দুখের পাল্লা অনেক বেশি ভারী। কিন্তু তার পথে এসে যারা যারা আজ পর্যন্ত দাঁড়িয়েছিল, তার অশ্রু মুছিয়ে তাকে কাছে টেনে নিয়েছিল সেই দলের এলজন আজ সারাজীবনের মতো বিদায় নিলো। আর কেউ নেই যাকে সেই পুরুষ রাগাবে। যার মুখটা একটু হলেও তার বুকে শান্তি দিতো। যাকে কাছে পেয়েছিলো সে এক প্রকৃত বন্ধু হিসেবে, আজ সেই বন্ধু তার পাশে নেই। আজ সে মুক্ত। আর আজ গোগোলও মুক্ত অনেক বিশ্রী জঘন্য ভার থেকে। আজ সত্যিই বমি করে ভেতরের বিষ বার করে দিলো সে।

আমার আর বেশি কিচ্ছু বলার নেই। কিচ্ছু বলার নেই.....

প্রথমেই জানাই অনেক ধন্যবাদ  thanks সত্যের সম্মুখীন হওয়ার সময় এবার এসেছে। দেখা যাক পরবর্তীতে কি হয় .. সঙ্গে থাকো এবং অবশ্যই করতে থাকো। 

(30-01-2023, 09:57 PM)ddey333 Wrote: লাইক রেপু ইত্যাদি দিয়ে রাখলাম কিন্তু কাল পড়বো।  একটা সাংঘাতিক কিছু হয়েছে বলে মনে হচ্ছে।  Sad


অনেক ধন্যবাদ দাদা  thanks
Like Reply
ঠোঁটের কাছে নোনতা জলের উৎস খুঁজতে গিয়ে খবর পেলাম চোখ দুটো ভেজা। প্রহেলিকায় মেতে থাকা সময় জ্ঞান নিয়ে ভাবনার অবসর না দিয়েই অন্তরালে থাকা হৃদয় প্রকোষ্ঠে কষ্টের চাপ সইতে পারলাম না। ভারী ভারী শব্দের ওজনে মস্তিষ্ক নত হয়ে আসে শব্দার্থের গুপ্ত খেলায়।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে- তবে টগর রানি ফরফরানি যে অমর হয়ে গেল। ওর বিশ্বাস ওর নিঃস্বার্থ ভালোবাসা মনের গুপ্ত কুঠুরিতে লুকানো একান্ত অনুভূতির বহিঃপ্রকাশে সে নিজেকে অমর করে নিয়েছে। তাই বুঝি ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেবার সৌভাগ্য সে পেয়ে গেছে অন্তে।
বাকি অংশ নিয়ে আজ কিছুই বলবো না, আজ যে আমার মন ভালো নেই।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
তুমি সেরা ছিলে, সেরা আছো এবং সেরাই থাকবে। এই পর্ব পড়ার পর কোনো বিশ্লেষণের দরকার নেই, এমনকি, ভালো হয়েছে না খারাপ হয়েছে না মাঝারি হয়েছে - এইসব অবান্তর কথা বলারও প্রয়োজন বোধ করছি না। যতবার পড়ছি, শুধু দু'চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। আর গুরুদেবের এই গানটা মনে পড়ছে‌ ..............

আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে।

[Image: Images-2-2-1.jpg]

[+] 1 user Likes Somnaath's post
Like Reply
এরকম একটা উপন্যাস যে এখানে আমরা পাবো তা কল্পনাতীত ছিল কোনো সন্দেহ নেই।

বুম্বা তুমি সেরাদের সেরা !!

clps clps 

Champion of the Champions !!

yourock Namaskar
[+] 2 users Like ddey333's post
Like Reply
(30-01-2023, 11:55 PM)nextpage Wrote: ঠোঁটের কাছে নোনতা জলের উৎস খুঁজতে গিয়ে খবর পেলাম চোখ দুটো ভেজা। প্রহেলিকায় মেতে থাকা সময় জ্ঞান নিয়ে ভাবনার অবসর না দিয়েই অন্তরালে থাকা হৃদয় প্রকোষ্ঠে কষ্টের চাপ সইতে পারলাম না। ভারী ভারী শব্দের ওজনে মস্তিষ্ক নত হয়ে আসে শব্দার্থের গুপ্ত খেলায়।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে- তবে টগর রানি ফরফরানি যে অমর হয়ে গেল। ওর বিশ্বাস ওর নিঃস্বার্থ ভালোবাসা মনের গুপ্ত কুঠুরিতে লুকানো একান্ত অনুভূতির বহিঃপ্রকাশে সে নিজেকে অমর করে নিয়েছে। তাই বুঝি ভালোবাসার মানুষের কাঁধে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেবার সৌভাগ্য সে পেয়ে গেছে অন্তে।
বাকি অংশ নিয়ে আজ কিছুই বলবো না, আজ যে আমার মন ভালো নেই।

প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ  thanks ভালো থাকো, পড়তে থাকো এবং অবশ্যই লিখতে থাকো।
 
(31-01-2023, 09:48 AM)Somnaath Wrote:
তুমি সেরা ছিলে, সেরা আছো এবং সেরাই থাকবে। এই পর্ব পড়ার পর কোনো বিশ্লেষণের দরকার নেই, এমনকি, ভালো হয়েছে না খারাপ হয়েছে না মাঝারি হয়েছে - এইসব অবান্তর কথা বলারও প্রয়োজন বোধ করছি না। যতবার পড়ছি, শুধু দু'চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। আর গুরুদেবের এই গানটা মনে পড়ছে‌ ..............

আমার প্রাণের পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো,
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে,
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না
সে কোথায় গেলো ফিরে এলো না।
সে যেতে যেতে চেয়ে গেল,
কী যেন গেয়ে গেল।
তাই আপন মনে বসে আছি কুসুম-বনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে।
যেখান দিয়ে হেসে গেছে,
হাসি তার রেখে গেছে রে।
মনে হল আঁখির কোণে,
আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল
ঘুমেরও ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল
ফুলেরও ডোর।
কুসুমবনের উপর দিয়ে
কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে
সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল,
নয়ন আমার মুদে এলে রে..
কোথা দিয়ে কোথায় গেল সে।

প্রথমে জানাই অনেক অনেক ধন্যবাদ  thanks গানটা যে আমারও ভীষণ কাছের, ভীষণ প্রিয়। মন খারাপ হলেই এই গান আমি গাই .. তোমরা অনেকেই শুনেছ। 

(31-01-2023, 10:02 AM)ddey333 Wrote: এরকম একটা উপন্যাস যে এখানে আমরা পাবো তা কল্পনাতীত ছিল কোনো সন্দেহ নেই।

বুম্বা তুমি সেরাদের সেরা !!

clps clps 

Champion of the Champions !!

yourock Namaskar

অসংখ্য ধন্যবাদ দাদা  Namaskar  thanks
Like Reply
একদম শেষের দিকে এসে গোগোলের confession উপন্যাসের বাকি চরিত্রগুলোর মতো আমাকে অবাক করে দিলেও कुछ तो बात है , এত সরলীকরণ করে দাঁড়ি টানবে না তুমি সেটা আমি ভালো করেই জানি। মনে একটা কিছু উঁকি দিচ্ছে, কিন্তু সেটা আমি অবশ্যই এখন বলবো না। শেষ পর্বের পরেই বলবো। তবে কাবেরী দেবী বাড়াবাড়িটা সত্যিই আর মেনে নেওয়া যাচ্ছে না। ওনার উচিৎ শিক্ষা পাওয়ার সময় এসেছে এবার। আর টবরের কথা কি বলবো?


 ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলন ছলে বিরহ আনো। 
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মন ভুলানো মোহনতানে গান গাহিয়া
হে ক্ষণিকের অতিথি

বড্ড কান্না পাচ্ছে যে , এই উপন্যাস চিরকাল সকলের মনের গভীরে থেকে যাবে  Namaskar

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply
We got another best episode from the best writer, thank you very much Bumba  yourock
[+] 1 user Likes Chandan's post
Like Reply
(31-01-2023, 11:28 AM)Sanjay Sen Wrote: একদম শেষের দিকে এসে গোগোলের confession উপন্যাসের বাকি চরিত্রগুলোর মতো আমাকে অবাক করে দিলেও कुछ तो बात है , এত সরলীকরণ করে দাঁড়ি টানবে না তুমি সেটা আমি ভালো করেই জানি। মনে একটা কিছু উঁকি দিচ্ছে, কিন্তু সেটা আমি অবশ্যই এখন বলবো না। শেষ পর্বের পরেই বলবো। তবে কাবেরী দেবী বাড়াবাড়িটা সত্যিই আর মেনে নেওয়া যাচ্ছে না। ওনার উচিৎ শিক্ষা পাওয়ার সময় এসেছে এবার। আর টবরের কথা কি বলবো?


 ওগো অকরুণ, কী মায়া জানো,
মিলন ছলে বিরহ আনো। 
চলেছ পথিক আলোকযানে আঁধার-পানে
মন ভুলানো মোহনতানে গান গাহিয়া
হে ক্ষণিকের অতিথি

বড্ড কান্না পাচ্ছে যে , এই উপন্যাস চিরকাল সকলের মনের গভীরে থেকে যাবে  Namaskar

হাতের পাঁচটা আঙুল কি সমান হয় তাই নাকি আমাদের চারপাশে আমরা যত মানুষ দেখি তারা সবাই perfectly alright হয়? কিছু মানুষ সুজাতার মতো হয় আবার কিছু মানুষ কাবেরীর মতোও হয়। সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলাটাই তো একজন প্রকৃত পারিবারিক মানুষের সার্থকতা। 
তুমি যে রবীন্দ্র সংগীতের অংশটি ব্যবহার করেছো, সেটিও আমার ভীষণ প্রিয় এবং ভীষণ কাছের। অনেক ধন্যবাদ thanks সঙ্গে থাকো এবং পড়তে থাকো। 


(31-01-2023, 12:03 PM)Chandan Ghosh Wrote: We got another best episode from the best writer, thank you very much Bumba  yourock

I'm overwhelmed .. stay blessed  Heart
Like Reply

যখন অজানা আশঙ্কা মননকে আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরে, তখন মনুষ্যজাতির বুদ্ধিমত্তা গ্রাস করে দুশ্চিন্তা। তার হৃদয় উদয়স্থ মুক্তি পেতে চাইলেও, বন্দী অবস্থায় থাকতে বাধ্য হয়। আবির্ভূত কষ্টগুলো বাতাসে পথের ধুলো উড়িয়ে যত্ন করে সাজানো বাগান এলোমেলো করে দেয়।


[Image: Polish-20220303-195512411.jpg]

বাকিটা জানতে হলে পড়তে হবে মুক্তি
মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল

আগামী পরশু ৪ তারিখ রাতে নিয়ে আসছি এই উপন্যাসের অন্তিম পর্ব

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 7 users Like Bumba_1's post
Like Reply
feeling sad  Sad that such a great novel is coming to an end
[Image: Polish-20231010-103001576.jpg]
[+] 1 user Likes Chandan's post
Like Reply
পথ চলতি পথিক ওগো দাঁড়াও একটুখানি
থেমে একটু না হয় এসে খেলে গৃহের পানি
একটু না হয় জিরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ো
নতুন যাত্রার পথে মোদের আবার সঙ্গী করো


জেনে সত্যিই কেমন যেন লাগছে যে আর অপেক্ষা থাকবেনা গোগোলের জন্য। একজন তো বিদায় নিয়েই নিলো একেবারের মতো। শেষ বারের মতো অপেক্ষায় রইলাম এই গোলোকধাঁধার ♥️♥️
[+] 3 users Like Baban's post
Like Reply
তোমার লেখা প্রথম যৌন উপন্যাস সতীলক্ষ্মীর সর্বনাশ উপন্যাসের পরিসমাপ্তিতে সেই অর্থে কোন চমক ছিল না। পরবর্তীকালে চক্রব্যূহে শ্রীতমা উপন্যাস অসাধারণভাবে শেষ হয়েছিল -- যেটা আজও অনেক পাঠক মনে রেখে দিয়েছে। শুধু এই ফোরামে তো নয়, অন্যান্য ফোরামেও ওই masterpiece নিয়ে এখনো আলোচনা হয়। এমনকি আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দের নয় নাগপাশ উপন্যাসের সমাপ্তিটাও মারাত্মকভাবে হয়েছিল। এখন দেখার গোলকধাঁধায় গোগোল এদের সবাইকে ছাপিয়ে গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা! অপেক্ষায় রইলাম।

[Image: Images-2-2-1.jpg]

[+] 1 user Likes Somnaath's post
Like Reply
আমার কিছু বলিবার নাই জ্যেষ্ঠ, যাহা বলিবার দেবু ভায়া কহিয়া দিয়াছেন, তুমি শ্রেষ্ঠতম। এই উপন্যাসের অন্তিম চরণের প্রারম্ভে আমার আগমণ হইয়াছিল। নিছক আদিম সাহিত্য ভাবিয়া পড়া শুরু করিয়াছিলাম আর তাহার পর কখন যেন ভ্রম ভাঙ্গিয়া গেল তা বুঝি নাই, যখন টের পাইলাম দেখিলাম ডুব দিয়াছি অতলে, অতল গোলকের ধাঁধায়। একপ্রকার প্রতিযোগিতা চলিতেছিল বড় ভাই, জিদ চাপিয়া গিয়াছিল, উপন্যাসের অন্তিমের আগেই আমি এই মহাচক্র সম্পূর্ণ করিব, এবং আজ তাহা করিলামও আর করিবার পর সকলের আবেগের কারণও আত্মস্থ করিলাম! এখন, বাকীদের সাথে সমাসনে বসিয়া শেষের শেষ পড়িব! গোলকধাঁধা হইতে বাহির হইব ইহা ভাবিয়া খারাপই লাগিতেছে। সঞ্জয় সেন মহাশয়ের সহিত একমত, শেষকালে আসিয়া বাস্তবিক মন খারাপ হইয়া গিয়াছে। আমি তো উত্তরকালে যোগ দিয়াছি, যাঁহারা প্রথমকাল হইতে আছেন তাঁহাদের খারাপ লাগা তো বড্ড স্বাভাবিক।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
(02-02-2023, 04:03 PM)Chandan Ghosh Wrote: feeling sad  Sad  that such a great novel is coming to an end

Everything has to end sometime my dear friend  Smile stay blessed  Heart
Like Reply
(02-02-2023, 04:59 PM)Baban Wrote: পথ চলতি পথিক ওগো দাঁড়াও একটুখানি
থেমে একটু না হয় এসে খেলে গৃহের পানি
একটু না হয় জিরিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ো
নতুন যাত্রার পথে মোদের আবার সঙ্গী করো


জেনে সত্যিই কেমন যেন লাগছে যে আর অপেক্ষা থাকবেনা গোগোলের জন্য। একজন তো বিদায় নিয়েই নিলো একেবারের মতো। শেষ বারের মতো অপেক্ষায় রইলাম এই গোলোকধাঁধার ♥️♥️

খুব ভালো লিখেছো  clps এই উপন্যাস শেষ হলে যদি আবার নতুন যাত্রা শুরু করি, আর সেই যাত্রা পথের সঙ্গী তোমরা হলে নিজেকে ধন্য মনে করবো।  Namaskar
Like Reply
(02-02-2023, 05:07 PM)Somnaath Wrote: তোমার লেখা প্রথম যৌন উপন্যাস সতীলক্ষ্মীর সর্বনাশ উপন্যাসের পরিসমাপ্তিতে সেই অর্থে কোন চমক ছিল না। পরবর্তীকালে চক্রব্যূহে শ্রীতমা উপন্যাস অসাধারণভাবে শেষ হয়েছিল -- যেটা আজও অনেক পাঠক মনে রেখে দিয়েছে। শুধু এই ফোরামে তো নয়, অন্যান্য ফোরামেও ওই masterpiece নিয়ে এখনো আলোচনা হয়। এমনকি আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দের নয় নাগপাশ উপন্যাসের সমাপ্তিটাও মারাত্মকভাবে হয়েছিল। এখন দেখার গোলকধাঁধায় গোগোল এদের সবাইকে ছাপিয়ে গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে কিনা! অপেক্ষায় রইলাম।

দারুন বলেছো  clps তবে তোমার মন্তব্যটা শুনে আমার মিডিয়ার লোকজনদের, বলা ভালো রিপোর্টারদের কথা মনে পড়ে গেলো। পারবে কি পাঠান শাহরুখের করা আগের সিনেমাগুলির সমস্ত রেকর্ড ভেঙে দিতে? কিংবা পরপর দুই একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছে বিরাট কোহলি, পারবে কি এই ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড সৃষ্টি করতে? কিংবা দৃষ্টিকোণ এবং জ্যেষ্ঠপুত্র এর পর কাবেরী অন্তর্ধান কি তৃতীয়বারের জন্য সুপারহিট হয়ে বুম্বা'দা (আমি নই) আর কৌশিক গাঙ্গুলীর জুটিকে সেরা প্রমাণ করতে? 

তোমার এই মন্তব্যের পর যদি এই উপন্যাস সম্পর্কে তোমাদের আশা এবং আকাঙ্ক্ষা fullfil না করতে পারি, এই ভয় এবং চিন্তা আমার উপর কি পরিমাণ মানসিক চাপ সৃষ্টি করবে/করছে বুঝতে পারছো? রাগ করোনা যেন, একটু মজা করলাম  Smile
[+] 2 users Like Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 30 Guest(s)