29-01-2023, 11:32 PM
আগের থ্রেডে এই গল্পটি পড়েছিলাম। বেশ ভালো। আবারো পড়লাম। আগেও মনে হয়েছিলো এখনো তাই মনে হলো যে শেষটা একটু তাড়াহুড়ো করে লেখা হয়েছে। মনে হচ্ছিলো আরো বিস্তারিত ভাবে লেখা যেত। অবশ্য লেখকের ইচ্ছাই শেষ কথা। লেখককে অনুরোধ এই গল্পতে যদি আরো কিছু সংযোজন করা যেত ভালো হতো। গল্পের প্লটটি বেশ ভালো লেগেছে। আপনি একটু ভেবে দেখতে পারেন। পিনুরামদা,ভার্জিনিয়া বুলসদা আপনার গল্পে কমেন্ট করেছিলো মনে পড়ে। তারাও হারিয়ে গেছে আপনারো কোন খোঁজ নেই। নতুন কিছু নিয়ে ফিরে আসার অনুরোধ রইলো।