06-01-2023, 11:52 AM
বাঙালির সাহিত্য সমৃদ্ধকারী উপন্যাস এটি।
Adultery হেমন্তের অরণ্যে
|
06-01-2023, 12:38 PM
(This post was last modified: 06-01-2023, 12:42 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
কি বলবো নিজেই বুঝে উঠতে পারছিনা। অনেক কিছু বলা যায় কিন্তু লিখতে গিয়ে দেখি কিছুই বলার নেই। সবকিছু যে নিজের সৃষ্টিতে স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন আপনিন। শুধুই এই টুকুই বলতে পারি এ কাহিনীকে দুভাবে চেনা সম্ভব।
এক হলো এই গল্প এক নারীর। যে শিক্ষিত, যে ভালো খারাপ এর বিভেদ বোঝে। যে জানে কখন চুপ থাকতে হয় আর কখন জবাব দিতে হয়। সে এক মা। তার ভিতরের মাতৃত্ব আজও বর্তমান। তা সে ছোট্ট শিশুর জন্য হোক কিংবা এক হিংস্র পুরুষের ভিতরের লুকানো বাচ্চাটা। আবার সে এক নারী যে ভালোবাসা চায়। স্বামী কি তাকে ভালোবাসে না? অবশ্যই বাসে কিন্তু কেন তাও এই নতুন পুরুষকে মনে স্থান দেওয়া যে কিনা উগ্র? হয়তো এর উত্তর সেই নারীই দিতে পারবে। হয়তো সে এমনই পুরুষ চায় যে প্রয়োজনে স্বার্থপর হতে রাজি, সে সুযোগ খোঁজে শরীরী খেলায় মেতে ওঠবার জন্য, যে নিজের ইচ্ছাপূরণের ক্ষমতা রাখে, যে ছেলেমানুষিও করতে পারে আবার সত্যিকারের পুরুষও হয়ে উঠতে পারে প্রয়োজনে। যে মাগি বলে ডাকলেও সেই নারীর সম্মানে জান লরিয়ে দিতে প্রস্তুত। হয়তো এসব ভুল...... কিন্তু বিচারক কে? সেই নারীই না হয় শেষে এর জবাব দিক।
আরেক ভাবে বললে এসব অগ্রাহ্য করে আদিম চোখে দেখলে প্রচন্ড কামুক এক গল্প। বর বাচ্চা থাকা সত্ত্বেও পরপুরুষ নিয়ে শরীরের মজা নেবার গল্প। যাতে আছে নানান সব উত্তেজক মুহুর্ত।
এবার যে যেভাবে দেখতে চায় এই কাহিনী। কিন্তু একটা কথা মানতেই হবে সকলকে যে যেমন চোখেই দেখুক না কেন...... চোখ ফেরানো সম্ভব নহে।
06-01-2023, 07:02 PM
শক্তিশালী লেখকের আরেকটা শক্তিশালী লেখা । যে একবার লর্ড হেনরির লেখা পড়া শুরু করবে সেই ব্যক্তি হেনরি দার লেখার প্রেমে আটকে যাবে। মাঝে মধ্যে ভাবি এই লেখক যদি কোনও দিন ইরোটিক থ্রিলার লেখা শুরু করে তখন কি হবে । আমি গেরান্টি দিয়ে বলতে পারি শুধু এই ফোরামের নয় তখন ইনি সর্বকালের সেরা চটি উপন্যাস লেখকদের মাঝেই থাকবেন।
এবার কিছু কথা কাবেরীর উপর আমার কাছে কাবেরী হলো প্রকৃত ব্যভিচারিণী। জানি অনেকের কাছে কথাটা বিষের মত লাগবে তবু কথাটা বলছি ওর একটা হাসি খুশি পরিবার ছিল নিজেও বলতে গেলে বনেদি ঘরের উচ্চ শিক্ষিত মেয়ে ছিল। ভুল ঠিক বুঝার মত মন মানসিকতার পরিপূর্ণ মহিলা। মানে কোনও কিছুর অভাব বোধ ছিল না শুধু যা একটু স্বামীর সাথে যৌনতাটা কম ছিল । হয়তো কাবেরীর স্বামীর বুধনের মত শারীরিক ক্ষমতা কোন দিন হবেই না । তারপরেও কাবেরীর স্বামীর জন্য সত্যিই খুব খারাপ লাগে যদি তাদের ভেতর ভালোবাসা না থাকতো তাহলে এতোগুলো বছর সংসার দুই ছেলে হলো কি ভাবে । গল্পতো সমাজের আইনা আমাদের আশেপাশে এমন অনেক কাবেরী আছে আমার নিজের চোখে অনেক কাবেরীকে দেখেছি তখন খুব আনন্দ হতো এই কাবেরীদের সাথে অবৈধ বন্ধুত্ব করে। কিন্তু আজকে যখন কোনটা ঠিক কোনটা ভুল বুঝার বয়স হয়েছে তখন ঐ কাবেরীদের দেখলে কষ্ট হয় যারা নিজেদের শরীরের ক্ষণিকের ক্ষুধা মেটানোর জন্য নিজের অধোপতনের সাথে সুন্দর সুস্থ পরিবার ধংস করে দিয়েছে। সমাজ এই সব কাবেরীদের কি বলে জানি না কিন্তু আমার চোখে এরা শুধুমাত্র একজন ব্যভিচারিণী। জানি কাবেরীর নিজের আত্ম পক্ষ সমর্থন করবে যে স্বামীর ছেলেদের অবহেলা কারণে এই পথে এগিয়ে গেছে বূধনের গলার হার হয়েছে । কিন্তু সবার পরিবারের মহিলারা যদি এমন চিন্তা করে এই পথে এগিয়ে যায় তাহলে এই দুনিয়ার কি হবে ভগবান শুধুমাত্র জানে। আমার নিজের পরিবারে যদি এমন হয় আমি কি করবো সত্যিই জানি না। কাবেরী নিঃসন্দেহ ভালো মা(অন্যের বাচ্চার) , ভালো প্রেয়শী , ভালো অবৈধ যৌন সঙ্গি । কিন্তু স্ত্রীর রুপে স্বামীর বিশ্বাস হত্যাকারী । একজন মানুষ হত্যাকারী হত্যাকাণ্ডের পর নিজের জঘন্য কাজের ভালো ব্যাখ্যার পাবেন সে যা করেছে ঠিক করেছে কিন্তু আইনে, চোখে সে একজন হত্যার আসামি মাত্র । ঠিক তেমনই যে দিন কাবেরীর ভাই, বন্ধু , স্বামী, নিজের ছেলে সামনে কাবেরীর সত্যিকারের চেহারা উদঘাটন হবে ব্যভিচারিণী রূপ সে দিন কি হবে সে দীন কাবেরী সবার চোখে চোখ রেখে কথা বলতে পারবেতো এখন যেমন কথা বলতে পারে তখন গলা দিয়ে কথা আসবেতো। আজকে না হয় কাবেরীর আনন্দের সময় কিন্তু এই আনন্দ তো আর চিরস্থায়ী নয়, তাড়ি খোড় মানুষ কত দিন এক নাগারে কাবেরীকে এ ভাবে যৌন আনন্দ দিতে পারবে কত বছর এই অবৈধ কাজ চালিয়ে যেতে পারবে।। ভবিষ্যতের দিনের কথা যত ভেবছি তত উত্তেজিত বেশি হচ্ছি।
আমাকে আমার মত থাকতে দাও
06-01-2023, 08:15 PM
(06-01-2023, 07:02 PM)Boti babu Wrote: এবার কিছু কথা কাবেরীর উপর আমার কাছে কাবেরী হলো প্রকৃত ব্যভিচারিণী। জানি অনেকের কাছে কথাটা বিষের মত লাগবে তবু কথাটা বলছি ওর একটা হাসি খুশি পরিবার ছিল নিজেও বলতে গেলে বনেদি ঘরের উচ্চ শিক্ষিত মেয়ে ছিল। ভুল ঠিক বুঝার মত মন মানসিকতার পরিপূর্ণ মহিলা। মানে কোনও কিছুর অভাব বোধ ছিল না শুধু যা একটু স্বামীর সাথে যৌনতাটা কম ছিল । হয়তো কাবেরীর স্বামীর বুধনের মত শারীরিক ক্ষমতা কোন দিন হবেই না । তারপরেও কাবেরীর স্বামীর জন্য সত্যিই খুব খারাপ লাগে যদি তাদের ভেতর ভালোবাসা না থাকতো তাহলে এতোগুলো বছর সংসার দুই ছেলে হলো কি ভাবে । গল্পতো সমাজের আইনা আমাদের আশেপাশে এমন অনেক কাবেরী আছে আমার নিজের চোখে অনেক কাবেরীকে দেখেছি তখন খুব আনন্দ হতো এই কাবেরীদের সাথে অবৈধ বন্ধুত্ব করে। কিন্তু আজকে যখন কোনটা ঠিক কোনটা ভুল বুঝার বয়স হয়েছে তখন ঐ কাবেরীদের দেখলে কষ্ট হয় যারা নিজেদের শরীরের ক্ষণিকের ক্ষুধা মেটানোর জন্য নিজের অধোপতনের সাথে সুন্দর সুস্থ পরিবার ধংস করে দিয়েছে। সমাজ এই সব কাবেরীদের কি বলে জানি না কিন্তু আমার চোখে এরা শুধুমাত্র একজন ব্যভিচারিণী।আমি একমত নই। কাবেরী প্রতিবাদিনী। অরুনাভর এতদিনের প্রতিদিনের উগরানো শ্লেষ সে এতদিন নিঃশব্দে হজম করে এসেছে। নিজের দায়িত্ব পালন করে এসেছে। এবারে সে খুঁজে পেয়েছে স্বাধীন আকাশ। উড়ুক পাখি। উড়ুক উন্মুক্ত আকাশে। অপমানহীন নির্বিষ বাতাসে নিঃশ্বাস নিক।
06-01-2023, 08:18 PM
06-01-2023, 08:21 PM
(06-01-2023, 12:42 AM)Henry Wrote: কিছুক্ষনের মধ্যেই উঠে দাঁড়ালো কাবেরী। মুখটা ধুয়ে নেবার আগেই বুধন জাপটে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল আচমকা। চুম্বন থামতেই বিরক্তি প্রকাশ করল কাবেরী---তোমার কি ঘৃণা বলে কিছু নেই, ওই মুখে... কাবেরীর জায়গায় নিজেকে কল্পনা করবেন আমার মতন অসংখ্য নারী।
06-01-2023, 09:35 PM
(This post was last modified: 07-01-2023, 01:39 AM by Boti babu. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-01-2023, 08:15 PM)rijuguha Wrote: আমি একমত নই। কাবেরী প্রতিবাদিনী। অরুনাভর এতদিনের প্রতিদিনের উগরানো শ্লেষ সে এতদিন নিঃশব্দে হজম করে এসেছে। নিজের দায়িত্ব পালন করে এসেছে। এবারে সে খুঁজে পেয়েছে স্বাধীন আকাশ। উড়ুক পাখি। উড়ুক উন্মুক্ত আকাশে। অপমানহীন নির্বিষ বাতাসে নিঃশ্বাস নিক। আপনি আপনার দিক থেকে বলছেন আমি আমার দিক থেকে বলছি । সাইকোলজিতে একটা কথা আছে প্রতিটা মানুষ আলাদা আলাদা যেমন ঠিক তেমনই প্রতিটা মানুষের চিন্তার ভবনা আলাদা আলদা। আপনার যখন 10 বছর বয়স ছিল তখন যেমন ছিলেন এখন যখন আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন এখনও কি একরকম আছেন । এটা সময়ের দাবি একটা মানুষ কখনোই একরকম থাকতে পারে না , বয়সের সাথে সাথে চিন্তা ভাবনা চেঞ্জ হয়। কিন্তু তারপরেও আমরা সমাজে যারা বসবাস করি তারা সামাজিক দিকটাও দেখতে হয়। যদি এমন না হতো তাহলে কেউ বিয়ে করতো না সবাই লিভ ইন সম্পর্ক নিয়ে থাকতো । আপনার কাছে কাবেরীর যা করেছে ঠিক করছে, যা ভূল সব অরুনাভর আর তাদের ছেলেদের । এত বছর এক সাথে থেকে সংসার করাটা ভূল ছিল এখন কাবেরী প্রতিবাদী হয়ে অন্য লোকের সাথে যৌন সম্পর্ক করছে তা ঠিক তাই তো। কিন্তু আমার চোখে যেটা আমি দেখছি দুটো মানুষের মধ্যে যদি কোনও প্রকারের ভালোবাসা টান না থাকতো তাহলে এতো বছর এভাবে সংসার করলো কীভাবে। এখন যেটা কাবেরী করছে সেটা ঠিক হয়ে থাকে আপনার কাছে তাহলে এই জিনিষটা যদি অরুনাভ করে তাহলেও কি ঠিক বলবেন কারন আরুণাভ একজন ওয়েল সেটেল্ড ব্যাঙ্কার টাকা পয়সার কোনও অভাব নেই । মনে রাখবেন আমরা কিন্তু পয়সার একটা দিক দেখতে পারছি আরেকটা দিক কিন্তু দেখতে পারছি না যা শুনছি কাবেরীর তরফ থেকে শুনছি যে এই এই কারনে কাবেরী ব্যভিচারিণী হয়েছে । আরেক দিকের কোনও কথা কিন্তু শুনছি না যেখানে কাবেরীর দাদা কাবেরীর স্বামী কাবেরীর ছেলেরা দারিয়ে আছে। অরুণাভ কখনওই জোর করেনি জোর খাটাই নি কাবেরীর সাথে । জোর করে বলে নি এই রেন্ডি কাবেরী তুই আমার বাড়াটা চুষে দে বা তোকে আমার বাড়া চুষতেই হবে । একজন স্বামী তাঁর স্ত্রীকে যথার্থ সম্মান দিয়ে এসেছে তার পছন্দ অপছন্দের প্রকৃত পুরুষ হিসেবে এটাই কি অরুণাভর ভূল। যখন দুইজন স্বামী স্ত্রী নিজেদের সংসার ভাঙ্গে তখন তাদের সাথে যারা জরিয়ে থাকে তখন তাদের কি হয় কখনও ভেবে দেখেছেন। অরুনাভর সব কিছুই বুঝি খারাপ তা হলে এতো দিন কাবেরী সংসার করলো কি ভাবে । কাবেরী চাইলে কবেই অরুনাভর সংসার ছারতে পারতো। কিন্তু ছাড়তে পারেনি । এ সব করার থেকে ওর স্বামীকে ডিভোর্স দিলেই পারতো। যখন অরুনাভ ফোন করলো তখন কেন অরুনাভকে জানালো না যে দেখো আমি একজনের সাথে দিন রাত লাগাচ্ছি আমাকে আর জ্বালাবে না বলবেন কি । কারণ মনের গভীরে কাবেরী নিজেও জানে সে অরুনাভকে ঠকাচ্ছে যে এক সময় তার যৌবনের প্রেমিক ছিল তাদের দুই জনের ভালোবাসর ফল তাদের দুই ছেলে। যে পাঁকে কাবেরী জরিয়ে গেছে সে পাঁক থেকে কাবেরী আর বেরিয়ে আসতে পারবে না । যে মনের রীপু কে দমিয়ে রাখতে পারে সে নারী অন্যন্না হয়ে উঠে এই জায়গাতে কাবেরী ১০ এর ভেতর 0 আমার কাছে। আসলে যখন বুধনের মতো হাট্টাকাঠ্ঠা বেটার অপশন যে ২৪ ঘন্টা কাবেরীকে যৌন শুখ দিতে পারে এমন মানুষ হাতের নাগালে চলে এসেছে কাবেরীর তখন স্বাভাবিক ভাবেই অরুনাভর সব কিছুই খারাপ হবে। আর এই রুপের কারনে আমি কাবেরীকে ব্যভিচারিণী বলেছি। আর এই রুপের মহিলারা আমাদের সমাজের চারদিকে ছরিয়ে আছে । যারা আজকে এই লোকের সাথে কাল ঐ লোকের সাথে। জানি পরকিয়া আইনত বৈধ । তারপরেও যার সাথে যার সংসারের এমন হয় সে শুধুমাত্র বলতে পারবে কেমন লাগে । আমরা শুধুমাত্র দর্শক এর মতো দেখে যাবো। ব্যভিচারের আরেকটা উদাহরণ দিচ্ছি প্রথম বার বুধন কিন্তু কাবেরীকে জোর পূর্বক ;., করেছিল। সে এখন ধর্ষিতা হয়ে ধর্ষকের প্রেমে ভেসে যাচ্ছে কোনও সতি সাবিত্রি মেয়ে, বৌ , আন্টি এটা করবে কি??? প্রকৃত ব্যভিচারিণী ছাড়া এমন কে করতে পারে আপনার জানা থাকলে জানাবেন ।।।। সত্যিই কিছু লেখে হেনরি দা মাথা খালি ভোঁ ভোঁ করছে । লর্ড হেনরির লেখা পড়লে সে যে লেখাই হোক শরীরে যৌবনে রক্ত টগবগ টগবগ করে উঠে। গল্পের চরিত্ররা একদম জীবন্ত হয়ে উঠে।
আমাকে আমার মত থাকতে দাও
07-01-2023, 01:21 AM
Fantastic update...really worth the wait....obosese budhoner ta mukhe nilo kaberi....hats off to your writing Henry da....really really fatiye diacho....ebare next update a asakori Budhon kaberi r mukhe mal felbe....chalye jao...one of the best stories currently in xossipy
07-01-2023, 07:00 AM
(06-01-2023, 07:02 PM)Boti babu Wrote: শক্তিশালী লেখকের আরেকটা শক্তিশালী লেখা । যে একবার লর্ড হেনরির লেখা পড়া শুরু করবে সেই ব্যক্তি হেনরি দার লেখার প্রেমে আটকে যাবে। মাঝে মধ্যে ভাবি এই লেখক যদি কোনও দিন ইরোটিক থ্রিলার লেখা শুরু করে তখন কি হবে । আমি গেরান্টি দিয়ে বলতে পারি শুধু এই ফোরামের নয় তখন ইনি সর্বকালের সেরা চটি উপন্যাস লেখকদের মাঝেই থাকবেন। (06-01-2023, 09:35 PM)Boti babu Wrote: আপনি আপনার দিক থেকে বলছেন আমি আমার দিক থেকে বলছি । সাইকোলজিতে একটা কথা আছে প্রতিটা মানুষ আলাদা আলাদা যেমন ঠিক তেমনই প্রতিটা মানুষের চিন্তার ভবনা আলাদা আলদা। ... ... ... প্রকৃত ব্যভিচারিণী ছাড়া এমন কে করতে পারে আপনার জানা থাকলে জানাবেন ।।।। বটিবাবু, তুমি তোমার দৃষ্টিভঙ্গীটা জানালে, এবার আমার যেটা মনে হয়েছে গল্পটি পড়ে কাবেরীর চরিত্র সম্পর্কে সেটা বলছি.
১. অনেক পাঠক-পাঠিকাই বলছে যে অরুনাভ কাবেরীর প্রতি অন্যায় করেছে - কখনও সেটা আমার মনে হয়নি. কেউই কাবেরীর প্রতি কোনো অন্যায় করেনি. আমার মনে হয়েছে কাবেরী কিছুটা taken-for-granted. সেটা হয়ে থাকে. সেটা আমরা করি না ??? বাড়ীতে বাবাকে-মাকে, দাদাকে-দিদিকে, স্ত্রীকে-প্রেমিকাকে বেশীরভাগ সময়েই হালকাভাবে নিই না ??? হয়তো পরিবারে আমার-তোমার সঙ্গেও হয়ে থাকে.
২. কাবেরী কি এই দীর্ঘ সংসার জীবনে নিজের কোনো দায়িত্ব-কর্তব্য থেকে নিজেকে বিরত রেখেছে ? ও যতোটা পেরেছে একাগ্র ভাবে করে গিয়েছে, হয়তো একটু বেশীই করেছে, নিজের ক্যারিয়ারকে উপেক্ষা করে.
৩. আমরা কেন ভুলে যাই যে আমাদের বাড়ীতে যারা গৃহবধূ রয়েছেন যারা ঘর-সংসার সামলান, বাচ্চা মানুষ করেন তাদেরও অনেক সাধ-আহ্লাদ রয়েছে, বিয়ের আগে অনেক স্বপ্ন থাকতে পারে. তাই বলে বলছি না যে ব্যভিচারিনী হতে হবে. সেই বলছিলাম না যে taken-for-granted - মানে তাদের ছোটো ছোটো ভালো লাগা-মন্দ লাগাগুলো সম্পর্কে আমরা উদাসীন.
৪. এখনও পর্যন্ত কাবেরী সম্পর্কে আমারা গল্পে যেটুকু জানতে পেরেছি, তাতে এখনও পর্যন্ত তার মনের এমন আভাস পাইনি যে সে পুরোপুরি ভাবে এই সুখে ভেসে গেছে, নিজের সংসারকে পুরো পাশে সরিয়ে রেখেছে. সে শুধু কিছু সময়ের জন্য এই সুখটাকে, এই মুক্তিটাকে যতোটা পারছে ততোটা উপভোগ করে নিতে চাইছে - এই সহজ সরল মানুষগুলোর সঙ্গে.
হ্যাঁ, এই ধরণের প্রগতিশীল, নারীবাদী কথাগুলো বলাটা খুবই সহজ - যদি আমার পরিবারে এমন হয় আর আমি জানতে পারি তাহলে আমি হয়তো এর একাংশও সহ্য করতে পারবো না, আমার মনের উপর দিয়ে একটা বিশাল বিধ্বংসী ঝড় বয়ে যাবে. গল্পের খাতিরে এই কথাগুলো বলা যায়.
আগামীতে লর্ড আমীর হেনরী গল্পে কি মোড় নিয়ে আসেন তা জানার জন্য সাগ্রহে অপেক্ষা করছি, কেননা এই মুহূর্তটা আসবেই কাবেরীর সামনে - ও তো একেবারের জন্য এই জঙ্গল-পাহাড়ে আসেনি, কিছু কাজে বেড়াতে এসেছে মাত্র.
07-01-2023, 02:01 PM
(04-10-2022, 05:04 PM)Henry Wrote: ---আমি এসব আসর টাসর এড়িয়ে যাই বুঝলি। তুইও লিখিস টিখিস নাকি? আমি কিন্তু অরুণাভকে দেখেছি কাবেরীকে বারবার হেয় করে উপহাস করতে। শ্লেষে বিঁধতে। ছোট করতে। উপরেরটা বোধহয় প্রথম উপহাস।
07-01-2023, 04:36 PM
07-01-2023, 04:42 PM
(This post was last modified: 07-01-2023, 04:48 PM by Karobide. Edited 2 times in total. Edited 2 times in total.)
(04-10-2022, 05:08 PM)Henry Wrote: অরুণাভর এমন কথায় আহত হল কাবেরী। তার কি নিজের কোনো স্বাধীনতা নেই? অরুণাভ বারণ করলে কি সে যেত না? ক্ষীণ প্রতিবাদ করে বলল---আমি একা একা যাবো অদ্দুর...এই লাইনটা দেখে গা রিরি করে। উপদেশ দেওয়ার অহমিকা কোথা থেকে পেল অরুণাভ? পুরো লাইনেই পুরুষের ইগো এবং স্বার্থপরতা ফুটে বেরোচ্ছে। এখন আমায় ঘুমোতে দাও। আই অ্যাম দি ইম্পর্ট্যান্ট ওয়ান হিয়ার। ইয়ু শুড মেক সুউর দ্যাট আই অ্যাম কম্ফর্টেবল। ওয়েল, কাবেরী এনজয় করছে নিজেকে এখন। দ্যাট সার্ভস ইয়ু রাইট মিস্টার ইগোটিস্টিক্যাল ব্যাংকার।
08-01-2023, 07:54 AM
Just fatafati
08-01-2023, 09:29 AM
কি আর বলবো
08-01-2023, 01:33 PM
(06-01-2023, 09:35 PM)Boti babu Wrote: আপনি আপনার দিক থেকে বলছেন আমি আমার দিক থেকে বলছি । সাইকোলজিতে একটা কথা আছে প্রতিটা মানুষ আলাদা আলাদা যেমন ঠিক তেমনই প্রতিটা মানুষের চিন্তার ভবনা আলাদা আলদা। আপনার যখন 10 বছর বয়স ছিল তখন যেমন ছিলেন এখন যখন আপনি প্রাপ্ত বয়স্ক হয়েছেন এখনও কি একরকম আছেন । এটা সময়ের দাবি একটা মানুষ কখনোই একরকম থাকতে পারে না , বয়সের সাথে সাথে চিন্তা ভাবনা চেঞ্জ হয়। কিন্তু তারপরেও আমরা সমাজে যারা বসবাস করি তারা সামাজিক দিকটাও দেখতে হয়। যদি এমন না হতো তাহলে কেউ বিয়ে করতো না সবাই লিভ ইন সম্পর্ক নিয়ে থাকতো । আপনার কাছে কাবেরীর যা করেছে ঠিক করছে, যা ভূল সব অরুনাভর আর তাদের ছেলেদের । এত বছর এক সাথে থেকে সংসার করাটা ভূল ছিল এখন কাবেরী প্রতিবাদী হয়ে অন্য লোকের সাথে যৌন সম্পর্ক করছে তা ঠিক তাই তো। কিন্তু আমার চোখে যেটা আমি দেখছি দুটো মানুষের মধ্যে যদি কোনও প্রকারের ভালোবাসা টান না থাকতো তাহলে এতো বছর এভাবে সংসার করলো কীভাবে। এখন যেটা কাবেরী করছে সেটা ঠিক হয়ে থাকে আপনার কাছে তাহলে এই জিনিষটা যদি অরুনাভ করে তাহলেও কি ঠিক বলবেন কারন আরুণাভ একজন ওয়েল সেটেল্ড ব্যাঙ্কার টাকা পয়সার কোনও অভাব নেই । মনে রাখবেন আমরা কিন্তু পয়সার একটা দিক দেখতে পারছি আরেকটা দিক কিন্তু দেখতে পারছি না যা শুনছি কাবেরীর তরফ থেকে শুনছি যে এই এই কারনে কাবেরী ব্যভিচারিণী হয়েছে । আরেক দিকের কোনও কথা কিন্তু শুনছি না যেখানে কাবেরীর দাদা কাবেরীর স্বামী কাবেরীর ছেলেরা দারিয়ে আছে। অরুণাভ কখনওই জোর করেনি জোর খাটাই নি কাবেরীর সাথে । জোর করে বলে নি এই রেন্ডি কাবেরী তুই আমার বাড়াটা চুষে দে বা তোকে আমার বাড়া চুষতেই হবে । একজন স্বামী তাঁর স্ত্রীকে যথার্থ সম্মান দিয়ে এসেছে তার পছন্দ অপছন্দের প্রকৃত পুরুষ হিসেবে এটাই কি অরুণাভর ভূল। যখন দুইজন স্বামী স্ত্রী নিজেদের সংসার ভাঙ্গে তখন তাদের সাথে যারা জরিয়ে থাকে তখন তাদের কি হয় কখনও ভেবে দেখেছেন। অরুনাভর সব কিছুই বুঝি খারাপ তা হলে এতো দিন কাবেরী সংসার করলো কি ভাবে । কাবেরী চাইলে কবেই অরুনাভর সংসার ছারতে পারতো। কিন্তু ছাড়তে পারেনি । এ সব করার থেকে ওর স্বামীকে ডিভোর্স দিলেই পারতো। যখন অরুনাভ ফোন করলো তখন কেন অরুনাভকে জানালো না যে দেখো আমি একজনের সাথে দিন রাত লাগাচ্ছি আমাকে আর জ্বালাবে না বলবেন কি । কারণ মনের গভীরে কাবেরী নিজেও জানে সে অরুনাভকে ঠকাচ্ছে যে এক সময় তার যৌবনের প্রেমিক ছিল তাদের দুই জনের ভালোবাসর ফল তাদের দুই ছেলে। যে পাঁকে কাবেরী জরিয়ে গেছে সে পাঁক থেকে কাবেরী আর বেরিয়ে আসতে পারবে না । যে মনের রীপু কে দমিয়ে রাখতে পারে সে নারী অন্যন্না হয়ে উঠে এই জায়গাতে কাবেরী ১০ এর ভেতর 0 আমার কাছে। আমার মতে ;., করেনি। বুধন দেখতে পেয়েছিল কাবেরীর ভিতরের চাওয়া। কাবেরী ওকে চাইতে শুরু করেছিল অনেক আগেই। "আপনার কাছে কাবেরীর যা করেছে ঠিক করছে, যা ভূল সব অরুনাভর আর তাদের ছেলেদের । " না, এমন জেনেরিক ধারণার দিকে যাচ্ছি না। আমি গল্পে যতটুকু ডেটা দেওয়া আছে, সেটার ভিত্তিতেই কথা বলছি। গল্পের প্রথম দিকে অরুণাভর কথাবার্তা খুবই শ্লেষাত্মক, অপমান জনক যেটা করবী ম্যাডামও দেখিয়ে দিয়েছেন। অরুণাভ খুবই আমি কেন্দ্রিক। কাবেরীর সূক্ষ্ম অনুভূতির ধার ধারেনি, বরং অপমান করেছে, উপহাস করেছে। অরুনাভর সব কিছুই বুঝি খারাপ তা হলে এতো দিন কাবেরী সংসার করলো কি ভাবে । কাবেরী চাইলে কবেই অরুনাভর সংসার ছারতে পারতো। কিন্তু ছাড়তে পারেনি । এ সব করার থেকে ওর স্বামীকে ডিভোর্স দিলেই পারতো। প্রতিবাদ কেবল এক দিক থেকে আসে না। কাবেরী এখনও প্রতিবাদ করেনি। সে কেবল নিজের স্বাধীন জীবন খুঁজে নিচ্ছে। ঠিক এমনই এক বিষয় নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের এমন এক গল্প পড়েছিলাম অনেকদিন আগে। সেখানে নারী এক মাঝির প্রেমে পড়েছিল। মঝির খেটে খাওয়া সুঠাম পেশী, জিমে যাওয়া ফোলান পেশী নয়।
08-01-2023, 03:01 PM
(08-01-2023, 01:33 PM)rijuguha Wrote: আমার মতে ;., করেনি। বুধন দেখতে পেয়েছিল কাবেরীর ভিতরের চাওয়া। কাবেরী ওকে চাইতে শুরু করেছিল অনেক আগেই। আমি আপনার সাথে অনেকটাই সহমত। অরুণাভ সেই সব পুরুষদের মধ্যে পড়ে যে কি চায় সেটা হয়তো নিজেও আজও জানেনা। সে একদিকে চায় স্ত্রীর আধুনি হয়ে ওঠা নতুন রূপ, আবার সত্যিই যদি কাবেরী স্বামীর ইচ্ছা পূরণ করে তবে তখন সে ভাববে কেন এতো পরিবর্তন আসলো তার মধ্যে? এর চেয়ে তো আগের নারীই ভালো ছিল। আবার তার ভিতরের পুরুষ অনেকবার স্ত্রীকে এমন কিছু কথা বলে সুখ পেয়েছে যেগুলো হয়তো স্ত্রী হিসেবে বা সর্বোপরি নারী হিসাবে কাবেরীকে একটু হলেও কষ্ট দিয়েছে। লাইফ টা এনজয় করতে শেখো - এই কথাটার অনেক মানে বেরোতে পারে। স্বামী কি সত্যিই চায় তার স্ত্রী লাইফ এনজয় করুক? আর চাইলে সেটা কিভাবে? হয়তো উত্তর তারও জানা নেই। অনেক সময় স্বামীরা অপর সুঠাম দেহের পুরুষ নিয়ে স্ত্রীকে টিজ করে কিন্তু তার উত্তরে স্ত্রীও যদি স্বামীর সাথে সহমত পোষণ করে তখনই স্বামীর দুস্টু হাসি মিলিয়ে যায়। অর্থাৎ তার ইচ্ছে মতো স্ত্রী চলবেও, তাকে কাতুকুতু দিয়ে হাসতে বাধ্য করবে আবার তাকে স্বামী সন্তানের জীবনের বাইরে বেরিয়ে এনজয় করার জ্ঞানও দেবে। আমারও তাই এই চরিত্রটা পছন্দ হয়নি। হেনরি দা সেইভাবেই ফুটিয়ে তুলেছেন অরুণাভ কে। কিন্তু বটি বাবুর কথা গুলোও সম্পূর্ণ ফেলে দেবার মতো নয়। আমি মোটেও বলবোনা সে স্বার্থপর এক নারী। সে সত্যিই এক স্ত্রী আর এক যোগ্য মা। যার মধ্যে আজও এক মা বর্তমান। যার বুক শুধুই আপন পেটের সন্তান ছাড়াও এক অচেনা শিশুর জন্য কাঁদে। যাকে দুধ দিয়ে জীবনের অন্যতম সেরা শান্তি অনুভব করে সে। কিন্তু যেখানে যৌন মিলন ব্যাপারটা চলে আসে সেখান থেকেই নানা মতের সৃষ্টি হয়। আজ আধুনিক যুগে যৌন মিলন যেন খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। আচ্ছা সত্যিই কি সম্ভগ ব্যাপারটা এতটাই সাধারণ? আমার তো তা মনে হয়না। স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকার মধ্যে হওয়া সম্পর্কেও অবাক সময় নোংরামি থাকতে পারে আবার অবৈধ সম্পর্কেও ভালোবাসা থাকতে পারে। স্বামীর অত্যাচার সহ্য করা নারী যদি কোনো ভালোবাসার মানুষ খুঁজে পেয়ে তাকে আপন করে নেয় তাতে অন্তত সে সুখ পায়। দুনিয়া তো অপমান করার জন্য বসেই আছে। কিন্তু অন্তত সেতো শান্তি পাক। কিন্তু এখানে অর্থাৎ এই গল্পে ব্যাপারটা একটু যেন আলাদা। কাবেরীর স্বামীর খারাপ দিক গুলোর সাক্ষী আমরা হলেও সে হয়তো পুরোপুরি একজন খলনায়ক চরিত্র নয়। হয়তো এতদিনের একসাথে থাকা মানুষটা তার কাছে অভ্যেস হয়ে উঠেছে তাই তাকে বড্ড হালকা ভাবে নেয় অরুণাভ। ঠিক অনেকটা বাচ্চার খেলনা কেনার আবদারের মতো। যে বাবা মার কাছে যে খেলনা বায়না করে কেনে, একদিন সেটাকেই ফেলে দেয়। কিনে নেয় আরও দামি খেলনা। কিন্তু সেটা একটা বাচ্চাকে মানায়। যদি সেটাই সে প্রাপ্ত বয়স্ক হবার পরেও নিজের আপন জনের সাথে করে তবে তাকে মেনে নেওয়া যায়না। কিন্তু এক্ষেত্রে অরুণাভ সেই একই কাজ করলেও বোধহয় নতুন খেলনার প্রতি আকৃষ্ট হয়নি। নিজের পুরানো মানুষটাকেই সে আজও চায়। তাকে কথা শোনাতে ভোলেনা কিন্তু তাকে ভুলে যেতেও পারবেনা। বুকের একটা কোণে আজও সেই নারীই বসবাস করে। সেই জায়গায় কাবেরী যেটা করে ফেললো সেটা কি পুরোপুরি ঠিক? গল্পেই হয়তো ব্যাপারটা মানায় কিন্তু বাস্তবে কি মানাবে? সে উড়ছে আজ মুক্ত আকাশে কিন্তু উড়তে উড়তে কি একবারও মনে হবেনা এই ওড়ার উদ্দেশ্য কি? আমি মোটেই এটা পুরুষ হিসাবে বলছিনা যে সে চুপচাপ করে সব মেনে মানসিক কষ্ট পাক কিন্তু তার থেকে মুক্তির উপায় কি শুধুই এইটা? এর উত্তরে যদি বলি সে আজ খুঁজে পেয়েছে এমন এক পুরুষ যাকেই হয়তো সে চাইতো কিন্তু নিজেও জানতোনা নিজের ইচ্ছার কথা। তার প্রয়োজন ছিল এমন পুরুষের যে সত্যিই বড্ড তীব্র, বীর্যবান বড্ড কামুক। তার প্রতি আকর্ষণ শুধুই ওই দেহের জন্য নয়, ওই পুরুষের রূদ্র রূপ সবচেয়ে বেশি আকর্ষিত করেছে কাবেরী কে। অনেকটা ওই ক্লাসের সেরা ছাত্রীর পেছনের বেঞ্চে বসা খারাপ ছেলেটার প্রতি হয়। তার ওপর রাগও হয় আবার একা সময় হয়তো ওই বদ ছেলের মুখটা মনে পড়তেই ঠোঁটে হাসি খেলে যায়। বুধন এর মুখে মাগি কথাটাও উত্তেজনা বাড়ায় কিন্তু সেই একি কাজ যদি অরুণাভ করতো? নিজের যৌন পিপাসা মেটানোর জন্য বারবার মাগি বলে তাকে বাধ্য করতো মিলিত হতে? তখন কি অরুণাভকে আমরা সত্যিকারের ভালো স্বামীর চোখে দেখতাম? কাবেরী কি তখন সেও স্বামীকে সেরা স্বামী মেনে নিতো? হয়তো হ্যা কিংবা হয়তো একদমই না। আমরা দুই পুরুষকে দুই ভাবে দেখছি। আর হয়তো দ্বিতীয় পুরুষের কাছে গল্পের নারী চরিত্র সুখ পাচ্ছে তাই শুধু ওই প্রথম পুরুষ আমাদের চোখে কাঁটা। তাই এই গল্পে বোধহয় তিনজনেই কোনো না কোনো দোষে দোষী। তবে এটাও ঠিক একটু খারাপ হতেও কোনো ক্ষতি নেই যদি ভালোটা শুধুই দুঃখ দেয়। তাই এই চরিত্র নিয়ে আলোচনা করা আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় সঠিক।
08-01-2023, 03:27 PM
(08-01-2023, 03:01 PM)Baban Wrote: আমি আপনার সাথে অনেকটাই সহমত। অরুণাভ সেই সব পুরুষদের মধ্যে পড়ে যে কি চায় সেটা হয়তো নিজেও আজও জানেনা। সে একদিকে চায় স্ত্রীর আধুনি হয়ে ওঠা নতুন রূপ, আবার সত্যিই যদি কাবেরী স্বামীর ইচ্ছা পূরণ করে তবে তখন সে ভাববে কেন এতো পরিবর্তন আসলো তার মধ্যে? এর চেয়ে তো আগের নারীই ভালো ছিল। আবার তার ভিতরের পুরুষ অনেকবার স্ত্রীকে এমন কিছু কথা বলে সুখ পেয়েছে যেগুলো হয়তো স্ত্রী হিসেবে বা সর্বোপরি নারী হিসাবে কাবেরীকে একটু হলেও কষ্ট দিয়েছে। লাইফ টা এনজয় করতে শেখো - এই কথাটার অনেক মানে বেরোতে পারে। স্বামী কি সত্যিই চায় তার স্ত্রী লাইফ এনজয় করুক? আর চাইলে সেটা কিভাবে? হয়তো উত্তর তারও জানা নেই। মাগী কথাটা কিন্তু মা থেকে এসেছে। শহুরে মানুষদের কাছে এই কথাটার অর্থবিকৃতি হয়েছে। গ্রামের লোকেরা মাগী, মেয়েছেলে ইত্যাদি অরিজিন্যাল অর্থেই বলে থাকেন। এর মধ্যে কোনও ডেরোগেটরি অর্থ নেই। কাবেরী শিক্ষিকা। সুতরাং এই কথাটা সে নিশ্চয়ই জানে। আর একটা কথা। ভার্বাল ও ননভার্বাল কমিউনিকেশন। গলার সুরেই ব্যক্ত হয়ে যায় আমরা কি বলতে চাই। মাগী কথাটা গালাগালি, নাকি আদরের।
08-01-2023, 03:36 PM
(This post was last modified: 08-01-2023, 03:38 PM by chitrangada. Edited 1 time in total. Edited 1 time in total.)
(07-01-2023, 04:42 PM)Karobide Wrote: এই লাইনটা দেখে গা রিরি করে। উপদেশ দেওয়ার অহমিকা কোথা থেকে পেল অরুণাভ? পুরো লাইনেই পুরুষের ইগো এবং স্বার্থপরতা ফুটে বেরোচ্ছে। এখন আমায় ঘুমোতে দাও। আই অ্যাম দি ইম্পর্ট্যান্ট ওয়ান হিয়ার। ইয়ু শুড মেক সুউর দ্যাট আই অ্যাম কম্ফর্টেবল। একমত। যে নিজেকে সুপিরিয়র ভাবে, সেইই অযাচিত উপদেশ দেয়। আমায় "ঘুমোতে দাও" কথার মধ্যে অনেক বিরক্তি ও ব্লেম আছে। ফিঙ্গার পয়েন্টিং আছে। implicit
08-01-2023, 03:47 PM
(This post was last modified: 08-01-2023, 03:52 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(08-01-2023, 03:27 PM)chitrangada Wrote: মাগী কথাটা কিন্তু মা থেকে এসেছে। হ্যা জানিতো। প্রথমত আমার মতামতের উত্তর দেবার জন্য ধন্যবাদ। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে কাবেরীর সাথে বুধন ঠিক যা যা করছে একই জিনিস স্বামী মানুষটা বারবার করলে কি মনে হতোনা সে শুধুই নিজের ইচ্ছে পূরণ করছে। আমাদের দৃষ্টিভঙ্গি কি পুরোপুরি একই থাকতো দুটো মানুষের প্রতি? বুধন এর মনে কাবেরীর প্রতি ভালোলাগা একশোবার আছে। সে যে তার সন্তানকে দুধ দিয়েছে। কিন্তু বুধন যা যা করেছে পুরোটাই কি ঠিক? যেমন অরুণাভও কোনো মহান পুরুষ নয় তেমনি সেও নয়। এর মাঝে কাবেরী হয়তো মুক্ত আকাশে উড়ার জন্য তেজি বাজ পাখিটাকেই বেছে নিয়েছে। তাতে দোষ যেমন নেই তেমনি সেটা ঠিকও নয়। ওই যে আমার আগের পাতায় লেখা মতামতেই বলেছি কিছু খারাপে দোষ নেই যেখানে ভালো শুধুই দুঃখ দেয়। হয়তো এটাই মানুষকে আলাদা করে অন্য প্রাণী থেকে। সাদা কালোর মাঝেও সে নতুন রঙ আবিষ্কার করতে জানে। |
« Next Oldest | Next Newest »
|