04-01-2023, 09:36 AM
ডবল ডবল লাইক আর রেপু।
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
|
04-01-2023, 09:36 AM
04-01-2023, 09:39 AM
(04-01-2023, 01:14 AM)nextpage Wrote: সিংহাসন কখনো ফাঁকা থাকে না সেটা রাজারই হোক কিংবা অসুরের। প্রথমেই জানাই অনেক ধন্যবাদ প্রতিমা বিসর্জনের স্থান-কাল এবং কারণ সবই বর্ণনা করেছি এর আগের পর্বে। এখন দেখার বিষয় ওই ঘটনার ফলস্বরূপ কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। সঙ্গে থাকো ..
04-01-2023, 09:40 AM
04-01-2023, 11:15 AM
এই উপন্যাসের সেরা পর্ব গুলির মধ্যে অবশ্যই এটি স্থান পাবে। দুটি আপডেটের মধ্যে দিয়ে খুব গুছিয়ে এবং সুন্দর করে বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে।
অনাদিবাবুর কান্না এবং শেষে ক্ষোভে ফেটে পড়ার বিষয়টা পড়ে খুব খারাপ লাগলো। বিপথে চলে গিয়ে তার স্ত্রী তো অনেকদিন আগেই সংসারটা ভাসিয়ে দিয়েছিল, এখন পৃথিবী ছেড়ে চলে গিয়ে চিরজীবনের মতো একা করে দিল তাকে। সুজাতা আর ডাক্তার দাশগুপ্তর রেজিস্ট্রি ম্যারেজ এবং তাদের ফুলশয্যার দৃশ্য নিজের সাবলীল লেখনীতে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছ। তোমার ভাষাজ্ঞান সত্যিই অতুলনীয়। হিয়ার সঙ্গে গোগোলের প্রথমে ফোনে বার্তালাপ এবং পরে প্রেমের জোয়ারে ভেসে গিয়ে দুজনের মিলনের যে বর্ণনা তুমি করেছ তা যে কোনো মেইনস্ট্রিমের বড় মাপের লেখককে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। তবে এত সুন্দর একটা সিকুয়েন্সে পরেও গোগোলের মনে সুখ নেই কেন সেটাই বড় প্রশ্ন। সবশেষে টগরের কথাগুলো, যা গোগোলের বুকে তীরের মত বিঁধেছে, দুর্দান্তভাবে লেখা হয়েছে পুরো বিষয়টা। আমার ধারণা যদি ঠিক হয়, তবে এবার বোধহয় সত্যিই গোলকধাঁধায় পড়লো আমাদের গোগোল।
04-01-2023, 12:19 PM
(04-01-2023, 11:15 AM)Somnaath Wrote: এই উপন্যাসের সেরা পর্ব গুলির মধ্যে অবশ্যই এটি স্থান পাবে। দুটি আপডেটের মধ্যে দিয়ে খুব গুছিয়ে এবং সুন্দর করে বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। দুর্দান্ত বললে বন্ধু .. দুর্দান্ত বললে এই ধরনের মন্তব্য পেলে মন ভরে যায় আর লেখার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়।
04-01-2023, 12:58 PM
বুম্বা সাহেব আপনার শারীরিক অবস্থা কেমন ? লাস্ট টাইম শুনেছিলাম আপনি অসুস্থ । নিয়মিত লিখেছেন দেখে ভালো লাগছে ।
04-01-2023, 02:14 PM
04-01-2023, 03:30 PM
(This post was last modified: 04-01-2023, 03:30 PM by Chandan. Edited 1 time in total. Edited 1 time in total.)
The story is progressing very well so far Keep writing, I'm with you
04-01-2023, 04:10 PM
04-01-2023, 05:45 PM
পরের দিকে কমেন্ট করার advantage আর disadvantage দুটোই আছে।
disadvantage হলো ভাবি যেটাই লিখতে যাবো দেখি অন্য কেউ সেটা লিখে দিয়েছে আর advantage হলো বেশি লিখতে হয় না দারুন হয়েছে এইটুকু লিখেই ছেড়ে দেওয়া যায় jokes apart আজকের পর্বটি সত্যিই অসাধারণ। হাজার চেষ্টা করেও কোথাও কোনো খুঁত খুঁজে পাইনি। তুমি যে টগরকে এই উপন্যাসের একটা অন্যতম চরিত্র করে তোলার চেষ্টা করছো, সেটা বেশ বুঝতে পারছি। খেলা জমে গেছে বস
04-01-2023, 07:31 PM
(04-01-2023, 05:45 PM)Sanjay Sen Wrote: পরের দিকে কমেন্ট করার advantage আর disadvantage দুটোই আছে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে খাসা বললে কিন্তু কিছু না বলেও তুমি অনেককিছু বলে দাও। অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। থাকো আর পড়তে থাকো।
05-01-2023, 12:10 PM
সময় করে দৃষ্টি আকর্ষণ করছি তে গিয়ে একবার দেখো
06-01-2023, 03:56 PM
(04-01-2023, 12:19 PM)Bumba_1 Wrote: দুর্দান্ত বললে বন্ধু .. দুর্দান্ত বললে এই ধরনের মন্তব্য পেলে মন ভরে যায় আর লেখার ইচ্ছে হাজার গুণ বেড়ে যায়। লেখার ইচ্ছে যখন হাজারগুন বেড়ে যায় তাহলে দাও একটা হাতে গরম আপডেট এখন কোথায় শিলিগুড়ি না দুর্গাপুর? by the way তুমি বন্দে ভারত এক্সপ্রেসের অভিজ্ঞতাটা শেয়ার করলে না আমাদের সঙ্গে, শুধু বললে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়।
06-01-2023, 06:20 PM
(06-01-2023, 03:56 PM)Somnaath Wrote: লেখার ইচ্ছে যখন হাজারগুন বেড়ে যায় তাহলে দাও একটা হাতে গরম আপডেট এখন কোথায় শিলিগুড়ি না দুর্গাপুর? by the way তুমি বন্দে ভারত এক্সপ্রেসের অভিজ্ঞতাটা শেয়ার করলে না আমাদের সঙ্গে, শুধু বললে অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। আচ্ছা তোমরা আমাকে কি মনে করো বলতো? গল্প লেখার মেশিন? চাবি ঘুরিয়ে দিলেই ঝরঝর করে আপডেট ঝরতে শুরু করবে? জানি আমার এই কথায় তোমরা মনে ব্যথা পাবে। তোমরা আমার লেখা পড়তে ভালোবাসো, পছন্দ করো বলেই আব্দার করো সর্বদা। কিন্তু আমার দিকটাও একটু ভাবো! ক'দিন একটু সময় দাও .. একটা দুর্দান্ত পর্ব উপহার দেবো তোমাদের সবাইকে। যাওয়া এবং আসা দুই ক্ষেত্রেই vande Bharat এ experience ভালো নয়। প্রথমতঃ হাওড়া থেকে ছাড়ার timing টা পছন্দ হয়নি আমার। সকাল ছ'টা বাজতে পাঁচ মিনিট আগে ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে। সবাইতো প্রপার কলকাতায় থাকে না .. আমার বাড়ি যেমন দমদমে। অত সকালে, বিশেষত শীতকালে হাওড়া স্টেশন পৌঁছানো কতটা কষ্টকর বুঝতে পারছো নিশ্চয়ই। ট্রেনটা যদি সাতটা নাগাদ ছাড়তো, তাহলে খুব ভালো হতো .. এই বিষয়টা আমি রেল কর্তৃপক্ষকে জানিয়েছি ওখানকার স্টাফেদের মাধ্যমে। আমি ছাড়াও আমার অনেক সহযাত্রী জানিয়েছে .. দেখা যাক টাইম চেঞ্জ করে কিনা। নিউজ চ্যানেলগুলো খাবার মেনু সম্পর্কে যে কথাগুলো ছড়াচ্ছিল, সেগুলো সর্বৈব মিথ্যা। ওখানকার খাবার নিয়ে আমি সাংঘাতিক রকম disappointed .. বাকি খাবারের কথা তো ছেড়েই দিলাম, মাছ ভাজার যে পিসটা দিচ্ছে সেটা আমার বুড়ো আঙুলের সমান। বাঙালিদের সঙ্গে আর যাই হোক, মাছ আর মিষ্টি নিয়ে চ্যাংড়ামি করাটা গর্হিত অপরাধ .. এই বিষয়টিও ওখানকার স্টাফদের জানিয়েছি। আমি যাওয়ার সময় এক্সিকিউটিভ ক্লাসে গিয়েছি, ফেরার সময় এসি চেয়ারকারে ফিরেছি। প্রায় প্লেন ফেয়ারের মতো ভাড়া নিচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে, অথচ সেইরকম পরিষেবা নেই। আমাকে তো ব্যক্তিগত কাজে উত্তরবঙ্গ প্রায়শই যেতে হয়, কিন্তু আমি আর কোনোদিন এই ট্রেনে যাবো না।
06-01-2023, 09:07 PM
(06-01-2023, 06:20 PM)Bumba_1 Wrote: যাওয়া এবং আসা দুই ক্ষেত্রেই vande Bharat এ experience ভালো নয়। প্রথমতঃ হাওড়া থেকে ছাড়ার timing টা পছন্দ হয়নি আমার। সকাল ছ'টা বাজতে পাঁচ মিনিট আগে ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে। সবাইতো প্রপার কলকাতায় থাকে না .. আমার বাড়ি যেমন দমদমে। অত সকালে, বিশেষত শীতকালে হাওড়া স্টেশন পৌঁছানো কতটা কষ্টকর বুঝতে পারছো নিশ্চয়ই। ট্রেনটা যদি সাতটা নাগাদ ছাড়তো, তাহলে খুব ভালো হতো .. এই বিষয়টা আমি রেল কর্তৃপক্ষকে জানিয়েছি ওখানকার স্টাফেদের মাধ্যমে। আমি ছাড়াও আমার অনেক সহযাত্রী জানিয়েছে .. দেখা যাক টাইম চেঞ্জ করে কিনা। নিউজ চ্যানেলগুলো খাবার মেনু সম্পর্কে যে কথাগুলো ছড়াচ্ছিল, সেগুলো সর্বৈব মিথ্যা। ওখানকার খাবার নিয়ে আমি সাংঘাতিক রকম disappointed .. বাকি খাবারের কথা তো ছেড়েই দিলাম, মাছ ভাজার যে পিসটা দিচ্ছে সেটা আমার বুড়ো আঙুলের সমান। বাঙালিদের সঙ্গে আর যাই হোক, মাছ আর মিষ্টি নিয়ে চ্যাংড়ামি করাটা গর্হিত অপরাধ .. এই বিষয়টিও ওখানকার স্টাফদের জানিয়েছি। আমি যাওয়ার সময় এক্সিকিউটিভ ক্লাসে গিয়েছি, ফেরার সময় এসি চেয়ারকারে ফিরেছি। প্রায় প্লেন ফেয়ারের মতো ভাড়া নিচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে, অথচ সেইরকম পরিষেবা নেই। আমাকে তো ব্যক্তিগত কাজে উত্তরবঙ্গ প্রায়শই যেতে হয়, কিন্তু আমি আর কোনোদিন এই ট্রেনে যাবো না।
07-01-2023, 02:42 PM
পরবর্তী আপডেটের অপেক্ষায় .....
07-01-2023, 04:59 PM
বছর চব্বিশের যুবতীটি নিজের শরীরটাকে বেঁকিয়ে নিজেকে যেন তার বসের সাথে আরও বেশী করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিলো। এই আদিম খেলায় এতদিনের অভিজ্ঞ হয়েও লোকটা নিজেকে ক্রমশ হারিয়ে ফেলছিলো সেই সুন্দরী আকর্ষণীয়া যুবতীটির মাদকতাময় শরীরের মায়াজালে।
বাকিটা জানতে হলে পড়তে হবে চক্রব্যূহ
মূল উপন্যাসঃ- গোলকধাঁধায় গোগোল
৯ তারিখ রাতে নিয়ে আসছি কয়েকটি আপডেট সম্বলিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব
07-01-2023, 06:06 PM
(07-01-2023, 04:59 PM)Bumba_1 Wrote: বছর চব্বিশের যুবতীটি নিজের শরীরটাকে বেঁকিয়ে নিজেকে যেন তার বসের সাথে আরও বেশী করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিলো। এই আদিম খেলায় এতদিনের অভিজ্ঞ হয়েও লোকটা নিজেকে ক্রমশ হারিয়ে ফেলছিলো সেই সুন্দরী আকর্ষণীয়া যুবতীটির মাদকতাময় শরীরের মায়াজালে। গোলকধাঁধায় চক্রব্যূহ? এ তো সাংঘাতিক ব্যাপার। অপেক্ষায় থাকবো
07-01-2023, 08:44 PM
|
« Next Oldest | Next Newest »
|