Posts: 1,178
Threads: 3
Likes Received: 1,401 in 938 posts
Likes Given: 3,682
Joined: Apr 2022
Reputation:
150
16-12-2022, 11:18 PM
(This post was last modified: 16-12-2022, 11:23 PM by Boti babu. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-12-2022, 01:18 PM)Manali Basu Wrote: আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব লিখে পোস্ট করতে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না , আমার গল্পে এতোদিন ফোর ষ্টার রেটিং ছিল , কিছুদিন আগে সেটা থ্রি ষ্টার হয়েগেলো। কেন ? ফাইভ ষ্টার আমি আশা করিনা , আমি কেন কেউই আশা করেনা। কারণ একটা গল্প কখনোই সব পাঠকদের সাটিসফেকশন দিতে পারেনা, তা আপনি যত ভালোই লিখুন না কেন। কিন্তু সর্বোচ্চ ফোর ষ্টার তো আশা করাই যায়। কেউ কি ইচ্ছে করে আমার গল্পের রেটিং কমিয়ে দিচ্ছে ? এই ফোরামের মডারেটর , ও অ্যাডমিন দের কাছে আমার অনুরোধ তথা অ্যাডভাইস যে দয়া করে কারা কারা কতো রেটিং দিচ্ছে সেটা যেন জনসমক্ষে প্রকাশিত রাখার ব্যবস্থা করা হয়।
আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার মত কেউ নেই । এই ফোরামে লেখা যতই ভালো হোক খুব কম লেখক চার রেটিং ধরে রাখতে পেরেছে তাই ওই দিকে নজর না দিয়ে চেষ্টা করুন এই গল্পটাকে এমন জায়গাতে নিয়ে জেতে যেন যারা আজকে রেটিং কম দিয়েছে তারাও যেন ভাবে কি ভুলটা না করেছে। আপনি গল্পের ভিউ দেখুন কেমন হচ্ছে, কমেন্ট দেখুন পাঠকদের ভেতরে কেমন নাড়া দিচ্ছে । রেটিং এর ব্যাপার টা ইগনোর করে দিন না হলে আপনার মন খারাপ হতে পারে।
তাড়াতাড়ি আপডেট চাই মেডাম।
আমাকে আমার মত থাকতে দাও
Posts: 461
Threads: 14
Likes Received: 2,895 in 417 posts
Likes Given: 1,356
Joined: Apr 2022
Reputation:
770
পর্ব ৪
অরুণের অন্তিম সম্মতি পেয়ে রবি প্রবেশ করলো সেই ঘরে যেই ঘরে মনীষা শায়িত ছিল। রবির বুক ধড়পড় করছিলো। কিভাবে শুরু করবে সে বুঝে পাচ্ছিলো না। মনীষা যথারীতি বিছানার এক ধারে এক পাশ ফিরে শুয়েছিল। রবি বিছানার অপর ধারে এসে উঠলো। মনীষা রবির দিকে পিঠ করে শুয়েছিল। যবে থেকে ওদের বিয়ে হয়েছে তবে থেকে ওরা এভাবেই একে অপরের থেকে মুখ ঘুরিয়ে শোয়ে। আর মাঝখানে থাকে বিস্তর ফাঁকা জায়গা।
মনীষা যে এই বিয়েটা কে বিয়ে বলেই মানে না। সে যা করেছে তা স্বামীর কথা রাখতে , তার স্বামীর দিকটা বিচার বিবেচনা করে। তার স্বামী অর্থাৎ অরুণ রায়। সে এখনো অরুণকেই তার স্বামী মনে করে। আইনত ভাবে সে রবি সেন কে বিয়ে করে এখন মনীষা সেন হয়ে গেলেও মনে প্রাণে সে এখনও মিসেস রায়ই রয়েছে , আর সেটাই খুব স্বাভাবিক।
অরুণের কথা মেনে আজ রবি ঠিক করেছিল মনীষা ছোঁবে। তাই লম্বা নিঃশ্বাস ফেলে সে হাত বাড়ালো নিজের বন্ধু অরুণের প্রাক্তন স্ত্রীয়ের দিকে। আলতো করে মনীষার কাঁধে হাত রাখলো। সঙ্গে সঙ্গে রবির শরীরে যেন ৪৪০ ভোল্টের কারেন্ট দৌড়ে গেলো। মনীষা তখন ঘুমিয়ে পড়েছিল , তাই সেই আলতো স্পর্শ মনীষার চেতনায় আঘাত করলো না।
রবি ধীরে ধীরে মনীষার কাছে এলো। বিছানার মাঝখানের সে বিস্তর ফাঁকা জায়গা কখন যে ভরাট হয়েগেলো তা মনীষা টের পেলো না। রবি এখন মনীষার ঠিক পিছনে ছিল , অর্ধ হেলান দেওয়া অবস্থায়। রবির বাম হস্ত মনীষার ঘাড়েই রাখা ছিল। সেই স্পর্শকে রবি আরেকটু মজবুত করলো , অর্থাৎ আরেকটু সাহস যুগিয়ে মনীষাকে শক্ত করে চেপে ধরলো। এখনো মনীষার ঘুম ভাঙেনি।
এবার ধীরে ধীরে রবি নিজের ঠোঁটটা নামিয়ে আনলো মনীষার কাঁধের কাছে। হালকা একটা চুমু দিলো প্রথমে। মনীষা একটু নেড়ে চেড়ে উঠলো তবে সেটা ঘুমের ঘোরে। আস্তে আস্তে রবি সাপের মতো মনীষাকে নিজের বাম হস্ত দিয়ে জড়িয়ে ধরলো। রবির সাহস ধাবমান গতিতে বাড়ছিলো।
মনীষার চুল একটু এলোমেলো হয়েছিল। ঘুমোনোর সময়ে সবারই হয়ে থাকে , বিশেষ করে যাদের ঘন লম্বা চুল থাকে মনীষার মতো। রবি মনীষার কাঁধের কাছে থাকা চুল গুলো ডান হাত দিয়ে গুছিয়ে একপাশে সড়িয়ে দিলো , যাতে সে মনীষার কাঁধে নিজের ঠোঁটের অবাধ বিচরণ করাতে পারে।
প্রথমে রবি মনীষার ঘাড়ের কাছে গিয়ে তার শরীরের ঘ্রান নাক দিয়ে আহরণ করলো। সেই ঘ্রানে নেশাগ্রস্ত হয়ে রবি কিছুক্ষণ মনীষার কাঁধের জায়গাটি নাক দিয়ে ঘষলো। এরপর ব্লাউজের ওপরের দিকে মনীষার শরীরের ফাঁকা জায়গা পেয়ে রবি কাঁধের উপরে ছোট ছোট চুমু খেতে লাগলো। হাত দিয়ে ব্লাউজের কাপড়কে অল্প অল্প টেনে নামিয়ে শরীরের ফাঁকা জায়গা খুঁজে এদিক ওদিক চুমু খেতে লাগলো।
বাঙালি মদ্ধবিত্ত বাড়ির বউয়েরা সাধারণত ইউ শেপ ব্লাউজ পড়ে থাকে , যার সামনে ও পিঠ উভয় ইউএর মতো কাটা থাকে। মনীষাও সেরকম ব্লাউজ পড়তো। আর মনীষা শুয়েছিল ডান পাশ ফিরে। তাই রবি মনীষার চুলগুলোকে সরিয়ে ওর পিঠে ক্রমাগত চুমু খেতে শুরু করলো।
রবি আরো যেন উত্তেজিত হয়ে পড়লো। সে বাম হাত দিয়ে এক পাশে মনীষাকে জড়িয়ে ধরে রেখেছিলো , অপর হাত দিয়ে মনীষার চুল সড়িয়ে মনীষার পিঠে , কাঁধে , ঘাড়ে অবাধ চুম্বনের বৃষ্টি করাচ্ছিলো। এবার রবির বাম হস্তবন্ধনীর জোড় বাড়তে লাগলো। রবি মনীষাকে নিজের বাম হাত দিয়ে আরো চেপে জড়িয়ে ধরলো।
মনীষার গভীর ঘুমের ঘোর কাটতে শুরু করেছিল। কিন্তু এখনও খেলা কিছুটা বাকি ছিল। কারণ মনীষার মন-মস্তিস্ক তাকে বিপথে চালিত করছিলো। তার মনে হচ্ছিলো সে হয়তো স্বপ্ন দেখছে , আর স্বপ্নে সে অরুণের সাথে এসব করছে, মানে অরুণ তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। কিন্তু বাস্তবে এই ক্রিয়াকলাপ অরুণের বন্ধু তথা তার সদ্য বিবাহীত সো কল্ড নতুন স্বামী রবি করছিলো।
রবি চুমু খেতে খেতে এবার পিঠ থেকে কাঁধ হয়ে মনীষার গলায় নিজের মুখটা নামিয়ে এনেছিলো। তার সাহস এতোটাই বেড়ে গেছিলো যে সে এবার মনীষার বক্ষের কোমল দুধ যুগলের দিকে হাত বাড়াতে লাগলো। রবি এবার ফুল ফর্মে চলে এসছিল। ওর সাময়িক ভয়টা কেটে গেছিলো। মনীষাও তার অবচেতনে অরুণকে নিজের সঙ্গী ভেবে ঘুমের ঘোরে গোঙাচ্ছিল।
মনীষার "ওঃহহহ আঃহ্হ্হ " গোঙানি শুনে রবির সাহস ও উত্তেজনা দুটোই আকাশকুসুম কোনো পথে পাড়ি দিচ্ছিলো। মনীষার শরীরে তার প্রতিটা চুম্বন তীব্র থেকে তীব্রতর হচ্ছিলো। সাথে চলছিলো বাম হস্তের কারুকার্য। বেশ নিপুণভাবে সে নিজের হাত প্রথমে মনীষার খোলা পেটে তারপর ব্লাউজের উপর থেকে দুধ যুগলের চারিদিকে ঘোরাতে লাগলো।
এভাবে কিছুক্ষণ চলার পর রবি মনীষাকে টেনে সোজা করে শুইয়ে দিলো। তারপর রবি ওর উপর চড়তেই যাবে কি তখুনি মনীষার ঘুম ভেঙে গেলো। আসলে রবির হ্যাঁচকা টানেই মনীষা স্বপ্ন থেকে একেবারে বাস্তবের মাটিতে এসে পড়েছিল বা বলা ভালো বাস্তবের অন্তরঙ্গতায়। সে চোখ খুলে যখন অরুণের জায়গায় রবিকে দেখলো , তখন তার চেতনা ফিরে এলো। সে বুঝলো এতোক্ষণ স্বপ্নে সে শুধু মরীচিকার পিছনে দৌড়োচ্ছিলো। সত্যিই তো , অরুণের পক্ষে তো এখন এসব করা আর সম্ভব নয়। অরুণ তার স্বপ্নে সাজানো কল্পনা ছিল , বাস্তবে তো যা করার তা রবি করছিলো।
তার শরীরের উপর চড়ে বসা মানুষটা যে রবি সেটা বোঝা মাত্রই মনীষা রবিকে নিজের উপর থেকে ধাক্কা মেরে ঠেলে সরিয়ে দিলো। দিয়ে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পড়লো। চিৎকার করে বলে উঠলো , "রবি , তুমিই !"
বলেই মনীষা জোড়ে জোড়ে হাঁপাতে লাগলো। শাড়ির আঁচল ঠিক করে নিয়ে নিজের বক্ষ যুগলকে ঢাকার চেষ্টা করলো। রবির টেপাটেপিতে তার দুধ দুটো ব্লাউজ থেকে প্রায় বেড়িয়ে আসছিলো। মনীষা হাত দিয়ে সেটাকে চেপে ধরলো, নিজের সম্মানার্থে। মনীষার এই আতংকিত রূপ দেখে রবিও ভয় পেয়ে গেছিলো।
ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিন্তায় অরুণের রাতে ঘুম হতো না। মৃত্যুভয়ের চেয়েও বড়ো ভয় ছিল তার মনীষা ও পরীর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। সেই কারণে ডাক্তার তাকে ক্যান্সার সম্পর্কিত বাকি সব ওষুধের সাথে রাতে দরকার মতো স্বল্প ডোজের ঘুমের ওষুধও নিতে পরামর্শ দিয়েছিলো। তাই ভাগ্গিস অরুণ প্রতিদিনের ন্যায় ডাক্তারের প্রেসক্রাইব করা ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমোতে গেছিলো , নাহলে মনীষার চিৎকারে হয়তো অরুণের ঘুম ভেঙে যেত , এবং সে এসে কি দেখতো ? তার ঘুম তো আর মেয়ে পরীর মতো অতো গাঢ় নয়।
"আস্তে মনীষা , অরুণ আর পরী জেগে যাবে " , রবি অপ্রস্তুত অবস্থায় পড়ে মনীষাকে যেকোনো মতে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু মনীষা রবির একটাও কথা কানে তুলতে প্রস্তুত ছিলোনা। সে অরুণ ও পরীর ঘুমের খাতিরে নিজের গলার আওয়াজ কম করলেও রবিকে তুলোধোনা করতে বিরত থাকলো না।
- "ছিঃ রবি , ছিঃ। অরুণের মতো আমিও তোমাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম। তুমি সেই বন্ধুত্বের এই দাম দিলে ! তোমাকে বিশ্বাস করেছিলাম , তাই আমি এই পুতুল বিয়েতে রাজি হয়েছিলাম। তুমি খুব ভালো করেই জানো আমি এখনো অরুণের , এবং সারাজীবন শুধু অরুণেরই থাকবো। তোমাকে সব আগেই পরিস্কার করে জানিয়ে দিয়েছিলাম, যে তুমি আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করোনা। অরুণের কথা রাখতে আমি তোমার সাথে এই ঘরটা শেয়ার করতে রাজি হয়েছিলাম। বিশ্বাস ছিল যে তুমি আমার এই পরিস্থিতির ফায়দা তুলবে না। কিন্তু আজ সেই বিশ্বাস তুমি নিজের হাতে দুমড়ে মুচড়ে ভেঙে দিলে রবি। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। "
- "মনীষা , একবার আমার কথাটা শোনো , আমার সত্যিই কোনো খারাপ উদ্দেশ্য ছিলোনা। "
- "কি শোনার বাকি আছে আর রবি ? তুমি আমাকে না জিজ্ঞেস করে আমাকে স্পর্শ করেছো। হতে পারে আইনত আমি এখন তোমার স্ত্রী, কিন্তু তুমি খুব ভালোমতো জানো কোন পরিস্থিতিতে আমি নিজের স্বামীকে ছেড়ে তোমার সাথে এই বিয়েটা করেছি বা বলতে পারো বাধ্য হয়েছি বিয়েটা করতে। "
- "আমি সব জানি মনীষা , সব বুঝি। "
"না , তুমি বোঝোনা , কিচ্ছু বোঝোনা। বুঝলে তুমি এই কান্ডটা আজ ঘটাতে না ", রবিকে থামিয়ে মনীষা বললো , এবং অঝোরে কেঁদে ফেললো। রবি বুঝলো এখন মনীষার মানসিক স্থিতি ঠিক নেই , তাকে যতোই বোঝানো হোক , সে বুঝবে না এখন। তাই কথা বাড়িয়ে আর লাভ নেই। সুতরাং রবি সবশেষে বললো, "ঠিক আছে তোমার যদি তাই মনে হয় , তাহলে আমি আর আজকে কিছু বলবো না। সময় আসলে তুমি ঠিক বুঝবে আমাকে। ততোদিন আমি অপেক্ষা করে থাকবো , তোমার জন্য। "
এই বলে রবি নিজের বালিশ নিয়ে ঘর থেকে বেড়িয়ে গেলো। বেড়িয়ে গিয়ে ডাইনিং রুমের সোফায় বালিশ পেতে শুলো। মনীষা ঘরে একা পড়ে রইলো। চিন্তায় মগ্ন অথচ বিভ্রান্ত। কিছুক্ষণ পর মনীষা নিজের শাড়িটা কে ঠিক করে বিছানায় শরীরটা এলিয়ে দিলো , যে বিছানায় রবি কিছু সময় আগে তাকে চুম্বন দিতে গিয়ে তার শাড়িটা কে এলোমেলো করে দিয়েছিলো। মনীষা বিছানায় শুয়ে ওপরের দিকে তাকিয়ে আকাশকুসুম কিসব ভাবছিলো যেন। ভাবতে ভাবতে তার চোখ আবার লেগে এলো। সে পাড়ি দিলো ফের ঘুমের দেশে। সেদিনের মতো গল্পের ইতি টানলো সেই রাত।
পরের দিন জাগতিক নিয়মে সূর্যোদয় হলো। সবার ঘুম ভাঙলো , কিন্তু রবির একটু আগেই ভেঙেছিল। কারণ সে বাকি রাত সোফায় যেমন তেমন করে শুয়েছিল , তাই আরামের ঘুম সে পায়নি। সে উঠেই নিজের বালিশটা মনীষার ঘরে রেখে এলো যাতে অরুণ কিছু টের না পায় , কি হয়েছিল গত রাতে। অরুণ অসুস্থ , অরুণের উপর এই সাংসারিক সমস্যা সে চাপাতে চাইছিলো না।
অরুণকে এসব বললে অরুণ মনীষার সাথে এই নিয়ে কথা বলতো , বন্ধুর খাতিরে মনীষার উপর অনিচ্ছাকৃত চাপ সৃষ্টি করতো। এইসব রবি চায়না হতে দিতে। তাই রবি চুপচাপ মনীষার ঘরে বালিশ রেখে এসে নিজেই ঘরের সব কাজ করতে লাগলো। সে ভাবলো মনীষা হয়তো কাল ঠিকমতো ঘুমোতে পারেনি। সারারাত হয়তো মেয়েটা কেঁদেছে , তার জন্য রবি নিজেকেই দোষী মনে করে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল নিজেকে।
আর সেই জন্যই মনীষার একটু রেস্টের প্রয়োজন। সে যদি আজ একটু দেরীতে ওঠেও তাতে কোনো সমস্যা নেই, রবি নিজে মনীষার হয়ে ঘরের কাজ একটু এগিয়ে রাখবে বলে ঠিক করলো। আসলে মনে মনে রবি কবে ও কখন যে মনীষাকে ভালোবেসে ফেলেছে সেটা হয়তো ও নিজেই জানে না। সে মনীষাকে সত্যি সত্যি নিজের স্ত্রী বলে মেনে নিতে শুরু করেছিলো।
মনীষা ঘুম থেকে উঠে দেখলো পাশে রবির বালিশ রয়েছে , রবি নেই। সে জানে গত রাতে রবি ডাইনিং হলের সোফায় শুয়েছিল। এখন হয়তো উঠে পড়েছে। ঘর থেকে বেড়িয়ে দেখলো রবি বাড়ির অর্ধেক কাজ করে দিয়েছে। রান্নাঘর পরিষ্কার , ওয়াটার পিউরিফায়ার থেকে জল বোতলে ভরে রাখা , পরীর দুধ গরম করে দেওয়া ইত্যাদি সব রবি করে দিয়েছে।
দুজন একে অপরকে দেখলো , কিন্তু রবি মুখ ফিরিয়ে নিলো। রবিকে দেখে মনীষার একটু খারাপই লাগলো তখন। সে ভাবলো সে কি গতরাতে একটু বেশিই রিএক্ট করে ফেলেছে? রবি তো একটা পুরুষমানুষ , তার শারীরিক একটা চাহিদা থাকতেই পারে। যখন সে রবিকে তিরস্কার করছিলো তখন রবি মুখ বুজে সব সহ্য করে নিলো। সে চাইলে জোর জবরদস্তি করতে পারতো , হুমকি দিতে পারতো। মনীষা মানুক বা না মানুক , রবিই এখন তার স্বামী , তাই সে চাইলেই তখন স্বামীর অধিকার ফলাতে পারতো। ভারতবর্ষে ম্যারিটাল রেপ বলে আইনত কোনো নির্দেশিকা বা প্রবিধান নেই। রবি চাইলেই সেটার সুযোগ নিতে পারতো , কাল কেন তার আগেও নিতে পারতো। কিন্তু রবি সেটা করেনি।
মনীষার তখন রিয়েলাইজেশান হলো যে রবি গত রাতে যা করেছে তা নিছকই শারীরিক টানে। একজন পুরুষ যখন প্রতিরাতে একটি সমবয়সী মেয়ের সাথে এক ঘরে রাত্রি যাপন করে তখন তাদের শোয়ার মাঝে যতই বিস্তর ফাঁকা জায়গা থাকুক না কেন , শারীরিক আকর্ষণ এর বন্ধন ধীরে ধীরে স্থাপন হতে শুরু করে।
মনীষা এখন খুব লজ্জিত বোধ করছিলো। সে বুঝতে পারছিলো না কিভাবে রবির মুখোমুখি হয়ে রবির সাথে বিষয়টা মিটিয়ে নেবে। রবিও কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিলো না মনীষার সাথে কথা বলার। অরুণ ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছিল। ঘুম থেকে উঠেই অরুণ রবিকে খুঁজছিলো এটা জানতে যে গতরাতে কি ঘটলো ? অরুণের কথামতো রবি কি মনীষার কাছাকাছি গেছিলো ? মনীষা রবিকে কতোটা সীমা পর্যন্ত অ্যালাও করলো ? এইসব প্রশ্ন অরুণের মাথায় ঘুড়পাক খাচ্ছিলো।
অরুণ কাল ইচ্ছে করে এক ডোজ বেশি ঘুমের ওষুধ খেয়েছিলো। কারণ সে তার মনীষাকে অন্য কারোর সাথে নিকট অবস্থায় দেখতে বা কল্পনা করতে পারবে না। তাই অরুণ চেয়েছিলো একটা সাউন্ড স্লীপ ঘুম , যাতে তার কৌতূহল তাকে মনীষা ও রবির ঘর পর্যন্ত টেনে নিয়ে গিয়ে তাকে তাদের নিকট ঘনিষ্ট মুহূর্তের সাক্ষী করতে না পারে। তা যে অরুণের কাছে খুব যন্ত্রণাদায়ক হতো।
অরুণ রবির কাছে শুধু জানতে চাইছিলো যে তারা কাছাকাছি এসছে কিনা ? সে কোনো পার্ভার্ট পুরুষের মতো ইন ডিটেলস জানতে চাইছিলো না যে কিভাবে কেমন করে তার বন্ধু তার স্ত্রীকে মর্দন করেছে। সে তো পরিস্থিতির শিকার হয়েই নিজের স্ত্রীকে নিজের বন্ধুর হাতে তুলে দিয়েছে, কোনোরকম কোনো যৌন ফ্যান্টাসির জন্য নয়।
অরুণ যখন রবিকে নিজের ঘরে নিয়ে এসে কথা বলতে লাগলো , ঠিক তখুনি মনীষা আসছিলো অরুণের ঘরে অরুণের খাবার নিয়ে এবং মেয়ে পরীকে ঘুম থেকে তুলতে। তখুনি সে বাইরে থেকে অরুণ ও রবির সব কথোপকথন শুনতে পায়। কি ছিল সেই কথোপকথন ? শুনুন .......
- "অরুণ , তুই হঠাৎ আমাকে এভাবে নিজের ঘরে নিয়ে এলি কেন ? তোর শরীর ঠিক আছে তো ভাই ?"
- "আমি একদম ঠিক আছি। আমি শুধু তোর কাছ থেকে একটা কথা জানতে চাই। ...."
- "কি কথা ?"
- "তুই শুধু আমাকে এইটুকু বল , কালকে আমি যা বলেছিলাম , তা তুই করেছিস ?"
অরুণের কথা রবি বুঝতে পেরে রবি চুপ করে গেলো। কোনো উত্তর দিলো না।
- "কি হলো , চুপ করে গেলি কেন ? বল। ...."
- "তুই এসব কেন জানতে চাস ? জেনে কি করবি ? কেন আমাকে এসব করতে বলছিস বলতো ? তোকে কতোবার বোঝাবো , ও শুধু তোকেই ভালোবাসে , ও শুধু তোর। তুই ওর মন এইভাবে বদলাতে পারবি না। আর আমার কথা বলছিস , আমি তো তোকে কথা দিয়েছি ভাই , সারাজীবন মনীষা আর পরীর খেয়াল রাখবো , কখনো ওদের হাত ছাড়বো না। কিন্তু ওরা সবসময়ে তোরই থাকবে , মনীষা তোর স্ত্রী আর পরী তোর মেয়ে হয়ে , তাই তুই এই পৃথিবীতে থাক বা নাই থাক। "
- "কিন্তু তাও আমি জানতে চাই , কাল তোদের মধ্যে কি হলো ? বা আদেও কিছু হলো কিনা ?"
- "কেন জানতে চাস ?"
- "জানিনা কেন , তবে তবুও জানতে চাই। "
- "দেখ , কাল আমি তোর কথা মতো মনীষার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম , কিন্তু মনীষা আমাকে নিজের কাছে ঘেঁষতে দ্যায়নি। ব্যাস এইটুকু শুধু জেনে রাখ যে আমার আর মনীষার মধ্যে কাল কিচ্ছু হয়নি। "
এইসব কথা মনীষা বাইরে থেকে শুনছিলো। ওর মাথায় যেন আকাশ থেকে বাজ পড়লো , যখন সে জানতে পারলো তার অরুণই রবিকে বলেছিলো তার কাছাকাছি যেতে। সে খামোখা কাল রবিকে ভুল বুঝেছিলো।
The following 23 users Like Manali Basu's post:23 users Like Manali Basu's post
• Ankita b, anrick, Ari rox, Boti babu, Chickfry, cuckincest2000, ddey333, Deedandwork, Erotica erotica, farhn, Fing fing, IncestPagla, Jon Snowl, kapil1989, Moan_A_Dev, nextpage, ojjnath, pradip lahiri, PrettyPumpKin, ray.rowdy, Sad Ash Rafa, Tanvirapu, Voboghure
Posts: 13
Threads: 0
Likes Received: 12 in 11 posts
Likes Given: 1
Joined: Dec 2021
Reputation:
4
Onno golpo gulor updet kobe asbe?
Posts: 1,178
Threads: 3
Likes Received: 1,401 in 938 posts
Likes Given: 3,682
Joined: Apr 2022
Reputation:
150
লাইক রেপু এডেড । ভুল বুঝাবুঝিটা খুব তাড়াতাড়িই শেষ করে দিলেন লেখিকা মহোদয়া একটু ভুল বুঝাবুঝি একটু রাগ অভিমান একটু টক ঝাল মিষ্টি কথা এক তরফে না হতে হবে দুই তরফে সমান ভাবে অবশেষে মিলন যে মিলন কাছে লেখিকার আগের সব গল্পের মিলনের ব্যাখ্যা হেড়ে যাবে তখন গিয়ে বলবো গল্প যমে গেছে । ততদিন চালিয়ে যান মেডাম আপডেট খুব ভালো হয়েছে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের।
আমাকে আমার মত থাকতে দাও
Posts: 87
Threads: 0
Likes Received: 72 in 50 posts
Likes Given: 124
Joined: Jan 2019
Reputation:
12
Nice update eagerly waiting for more to come
Posts: 801
Threads: 0
Likes Received: 357 in 292 posts
Likes Given: 1,597
Joined: Feb 2022
Reputation:
15
অসাধারণ, এক কথায় সেরা হচ্ছে
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,597 in 27,687 posts
Likes Given: 23,802
Joined: Feb 2019
Reputation:
3,266
ভারী সুন্দর লাগছে গল্পটা।
Posts: 6
Threads: 0
Likes Received: 5 in 5 posts
Likes Given: 4
Joined: Sep 2022
Reputation:
0
17-12-2022, 11:35 AM
great story
Posts: 13
Threads: 0
Likes Received: 11 in 8 posts
Likes Given: 61
Joined: Mar 2021
Reputation:
2
Great update. #waiting to see bonding between Manisha and ravi .
Posts: 1,178
Threads: 3
Likes Received: 1,401 in 938 posts
Likes Given: 3,682
Joined: Apr 2022
Reputation:
150
17-12-2022, 10:34 PM
(This post was last modified: 17-12-2022, 10:35 PM by Boti babu. Edited 1 time in total. Edited 1 time in total.)
তা লেখিকা পরবর্তী আপডেট কবে পাবো
আমাকে আমার মত থাকতে দাও
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,597 in 27,687 posts
Likes Given: 23,802
Joined: Feb 2019
Reputation:
3,266
(17-12-2022, 10:34 PM)Boti babu Wrote: তা লেখিকা পরবর্তী আপডেট কবে পাবো
মানালি হয়তো আমাদের আলোচনা দেখে ঘাবড়ে গেছে।
হাঃ হাঃ
Posts: 1,178
Threads: 3
Likes Received: 1,401 in 938 posts
Likes Given: 3,682
Joined: Apr 2022
Reputation:
150
আমাকে আমার মত থাকতে দাও
•
Posts: 87
Threads: 0
Likes Received: 72 in 50 posts
Likes Given: 124
Joined: Jan 2019
Reputation:
12
Posts: 148
Threads: 0
Likes Received: 82 in 53 posts
Likes Given: 163
Joined: May 2021
Reputation:
8
Update next part please!!! ( actually checking every min for next update)..
Posts: 461
Threads: 14
Likes Received: 2,895 in 417 posts
Likes Given: 1,356
Joined: Apr 2022
Reputation:
770
পর্ব ৫
মনীষা তখন চুপচাপ সেখান থেকে ফিরে রান্নাঘরে চলে এলো। মনে মনে সে আত্মগ্লানিতে ভুগছিলো। সে যে রবিকে ভুল বুঝে তাকে অনেক কথা শুনিয়ে ফেলেছিলো। আসল কালপ্রিট তো অরুণ ছিল যে রবিকে একপ্রকার বাধ্য করেছিল এসব করতে।
যাই হোক, মনীষা তারপর অপেক্ষা করতে লাগলো কখন ওদের কথোপকথন শেষ হবে , কখন রবি অরুণের ঘর থেকে বেড়োবে , তারপর মনীষা অরুণকে খাবার দিতে যাবে। অরুণ মনীষাকে নিয়ে যাই ভাবুক না কেন , মনীষা তো শুধু তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাই কষ্ট পেলেও , খারাপ লাগলেও , মনীষার নিজের কর্তব্য থেকে কখনও বিচ্যুতি ঘটবে না।
অরুণের সাথে কথা শেষ করে রবি ঘর থেকে বেড়োনোর পর , মনীষা গেলো খাবার নিয়ে অরুণের কাছে। মনীষাকে দেখে অরুণের অদ্ভুত এক তৃপ্তি ও গর্ব বোধ হলো। কারণ সে রবির কাছ থেকে শুনেছে যে মনীষা রবিকে তার কাছেই ঘেঁষতে দ্যায়নি। সে প্রমাণ করেছে তার স্বামী শয্যাশায়ী হওয়া সত্ত্বেও সে তার স্বামীর প্রতি কতোটা সৎ , প্রতিশ্রুতিবদ্ধ। অরুণের তখন কেন জানিনা মনে হলো যে সে এতোটা বাড়াবাড়ি না করলেও পারতো। যেখানে রবি তাকে কথা দিয়েছে অরুণের মৃত্যুর পরেও সে অরুণের পরিবারের যথাযত খেয়াল রাখবে , যখন তার স্ত্রী কোনো পরিস্থিতিতেই তাকে ব্যাতিত অন্য কোনো পরপুরুষকে নিজের করে নিতে পারবে না , তখন এভাবে সেই পতিব্রতা স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার অন্য পুরুষের সাথে বিয়ে দেওয়ার এই পুতুল খেলার মতো নাটকটা না করলেও পারতো সে।
এটা তো ছিল অরুণের পরিবর্তিত মনোভাব। কিন্তু ততক্ষণে মনীষার মনোভাব অরুণের প্রতি একটু হলেও পাল্টে গেছিলো। মনীষার মনে কিছুটা হলেও অরুণের প্রতি অশ্রদ্ধা জেগে উঠেছিল। কারণ সে জানতে পেরেছিলো, যে স্বামীকে সে এতোটা ভালোবাসে সেই স্বামী তার বন্ধুকে কাল রাতে তার কাছে পাঠিয়েছিল তার সতীত্ব নষ্ট করতে।
মনীষা অরুণের সাথে কোনো কথা না বলে চুপচাপ ওকে খাবার দিয়ে , পরীকে ঘুম থেকে তুলতে লাগলো। অরুণ ভালোবেসে মনীষাকে জিজ্ঞেস করলো , "তুমি খেয়েছো ?"
মনীষা কোনো উত্তর দিলো না। অরুণ ভাবলো কালকে রবির দুঃসাহসিক আচরণে মনীষা হয়তো দুঃখ পেয়েছে, তাই সে চুপচাপ রয়েছে । কিন্তু রবিরও তো এতে কোনো দোষ নেই, সেটা অরুণ জানতো। তাকে তো অরুণই বলেছিল এই পদক্ষেপটি নিতে। অরুণ আবার চেষ্টা করলো মনীষার সাথে কথা বলার। সে মনীষাকে বারবার পরীকে ঘুম থেকে তোলার জন্য ডাকতে দেখে বললো , "থাক না , ওকে একটু ঘুমোতে দাও। এতো তাড়াতাড়ি উঠে কি করবে মেয়েটা ?"
এবার মনীষা না পারতে গম্ভীর ভাবে জবাব দিলো , "ওর খাবার তৈরী হয়েগেছে। রবি ওর দুধ আগে থেকে গরম করে রেখেছে। "
মুখ ফসকে মনীষা রবির কথা তুলে ফেললো অরুণের সামনে। অরুণের ভেবে ভালো লাগলো যে রবি তার পরিবারের জন্য এতো কিছু করছে। সে মনীষার মতো একজন সতীলক্ষী বউ , ও রবির মতো পরোপকারী বন্ধু পেয়েছে। সত্যি এবার সে নিশ্চিন্ত মনে মরতে পারবে। অরুণ মনে মনে ভাবলো বেচারা রবি হয়তো কালকের রাতের প্রায়শ্চিত্ত করার জন্য মনীষাকে বাড়ির কাজে সাহায্য করছে।
এসব ভাবতে ভাবতে অরুণ দেখলো পরী ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বাবার দিকে তাকিয়ে বললো , "গুড মর্নিং বাবা ", তারপর মায়ের দিকে তাকিয়েও গুড মর্নিং বললো। পরীর তো শিশু মন , সে এখনো সংসারের জাঁতাকলে পড়েনি। তাই সে এখনো মনীষা ও অরুণকেই নিজের অভিভাবক বলে মনে করে , আর রবি কে আংকেল। সে জানেনা , সরকারিভাবে তার বাবা পরিবর্তিত হয়েছে। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে গ্যাছে। তার জন্মদাতা বাবাই তার মায়ের বিয়ে তার রবি আংকেলের সাথে দিয়েছে। রবি আংকেলই এখন তার লিগ্যাল বাবা। পরী ছোট বলে পরীকে এসব ব্যাপারে অবগত করা হয়নি। সে জানেও না তার জন্মদাতা বাবা আর বেশিদিন তার সাথে থাকবে না। সে শুধু জানে তার বাবার একটু শরীর খারাপ হয়েছে , আর সেই জন্য রবি আংকেল এখন তাদের বাড়িতে এসে থাকে।
যখন তার বাবা তার মা কে একা ফেলে তাকে নিয়ে পাশের ঘরে শিফট করলো, তখন সে সরল মনে জানতে চেয়েছিলো এর কারণ। তখন তার বাবা বলেছিলো যে রবি আংকেল তাদের অতিথি তাই রবি আংকেল কে বড়ো ঘরটা ছেড়ে দেওয়া তাদের উচিত। মা তাহলে কেন তাদের সাথে এলো না ? জবাবে বাবা উত্তর দিয়েছিলো , নতুন জায়গায় রবি আংকেল এর একা একা ঘুমোতে ভয় করে। তাই মা রবি আংকেল কে ঘুম পাড়ানোর জন্য রবি আংকেলের সাথে থাকে।
আর পরী তো খুব স্ট্রং এন্ড সাহসী মেয়ে, তাই পরীর মাকে দরকার পড়েনা , সে নিজে নিজেই ঘুমিয়ে পড়তে পারে। তাছাড়া তার বাবা তো আছে। এই ভাবে সেই শিশু মনকে ভুলিয়েছিলো অরুণ , মনীষা ও রবির বিয়ে হয়ে যাওয়ার পর। এছাড়াও যেদিন তার বাবা তার মায়ের সাথে রবি আংকেল এর বিয়ে দিয়েছিলো সেদিনও এরকমই কোনো এক বাহানা বানিয়ে পরীর মন ভুলিয়ে ছিল পরীর বায়োলজিক্যাল বাবা অরুণ।
অরুণ ও মনীষা দুজনেই পরীকে আদর করে গুড মর্নিং বললো। তারপর মনীষা অরুণের সাথে আর কোনো কথা না বাড়িয়ে পরীকে নিয়ে চলে গেলো , ওর মুখ হাত ধুইয়ে ওকে খাওয়াতে। অরুণ ভাবছিলো মনীষার মুড অফ হয়েছে রবির জন্য। কিন্তু মনীষা তো রবিকে তখুনি ক্ষমা করে দিয়েছিলো যখন সে ভাগ্যবশত জানতে পারে এসবের পিছনে আসল মাস্টারমাইন্ডটা কে ছিল। এখন তার সব রাগ ছিল অরুণের প্রতি, সেটা অরুণ জানতো না।
এভাবে দেখতে দেখতে দিনটা কেটে গেলো। রাত হলো। রাতে খাওয়ার পর অরুণ নিজের মেয়েকে নিয়ে ঘরে চলে গেলো ঘুম পাড়াতে। মনীষা নিজের ঘরে ছিল। রবিকে মনীষার ঘরে ঢুকতে দেখে অরুণের বুকটা কিরকম চিঁন চিঁন করে উঠলো। সে মনে মনে ভাবছিলো এবার এই খেলাটা তাকে বন্ধ করতে হবে, যে খেলাটা সে নিজেই শুরু করেছিল, মনীষা ও রবির বিয়ে বিয়ে নামক খেলা। কিন্তু এখন অনেক দেরী হয়ে যায়নি তো ? নাকি এখনো হাতে সময় রয়েছে ? সেটা সময়ই বলবে।
The following 18 users Like Manali Basu's post:18 users Like Manali Basu's post
• Abc123def, Ari rox, Boti babu, Chickfry, ddey333, Deedandwork, Erotica erotica, farhn, Fing fing, kapil1989, Moan_A_Dev, nextpage, ojjnath, pradip lahiri, PrettyPumpKin, ray.rowdy, Sad Ash Rafa, Voboghure
Posts: 102
Threads: 0
Likes Received: 80 in 66 posts
Likes Given: 59
Joined: Apr 2021
Reputation:
6
সুন্দর হয়েছে ধন্যবাদ দিদি
Posts: 1,178
Threads: 3
Likes Received: 1,401 in 938 posts
Likes Given: 3,682
Joined: Apr 2022
Reputation:
150
ছোট আপডেট কিন্তু খুব ভালো হয়েছে চালিয়ে যান।
আমাকে আমার মত থাকতে দাও
Posts: 801
Threads: 0
Likes Received: 357 in 292 posts
Likes Given: 1,597
Joined: Feb 2022
Reputation:
15
সুন্দর হচ্ছে, বড় আপডেট চাই
Posts: 87
Threads: 0
Likes Received: 72 in 50 posts
Likes Given: 124
Joined: Jan 2019
Reputation:
12
Short up nice update waiting for more.....
Posts: 18,202
Threads: 471
Likes Received: 65,597 in 27,687 posts
Likes Given: 23,802
Joined: Feb 2019
Reputation:
3,266
লাইক এবং রেপু রইলো !!
|