16-12-2022, 10:31 AM
উদগ্রীব চিত্তে অপেখ্যায় আছি !!
WRITER'S SPECIAL বিজয়ের বিসিএস জয়
|
16-12-2022, 11:42 AM
16-12-2022, 11:48 AM
(15-12-2022, 08:17 AM)sairaali111 Wrote: হাহাহাহাহা! ইহার কী উত্তর দিব বুঝিতে পারিতেছি না। চন্দ্রানী যদিবা বুঁচি সহ্য করিতে পারে, আপনার বর্ণিল নাম সহ্য বোধকরি করিতে পারিবে না। বেচারা বিজয় বিসিএস হইবার আগেই শহীদ হইয়া যাবে ওই নামে ডাকিলে।
16-12-2022, 11:49 AM
16-12-2022, 11:52 AM
(14-12-2022, 01:33 PM)Baban Wrote: খুঁত ধরা সেই সৃষ্টিকর্তাকে আরও সতর্ক ও পারফেক্ট যেমন করে তোলে, তেমনি অনেক সময় যে ধরছে তাকেও অনেক সময় নিজের কাছেই অহংকারী করে তোলে। যেটা সে হয়তো নিজেও বুঝতে পারেনা। আমি সেই মাসি হতে চাইবোনা যে খুঁত ধরার নামে নিজের সন্তানের গৌরব প্রচার করিয়া বেড়ায়। কোথাও কিছু মনে হলে নিশ্চই বলবো। হে মিত্র জন্মাবধি তোমার এই অধম বন্ধু কেবল দায়িত্ত্ব ও কর্ত্তব্য পালন করিয়া যাইতেছে! এ স্থলেও বুঝি করিতে হইবে! বিষম বিপদে ফেলিলে দেখিতেছি।
16-12-2022, 11:53 AM
16-12-2022, 11:55 AM
(15-12-2022, 12:34 PM)nextpage Wrote: পুঁচকে আপডেট টা বুঁচির মত ধুক্কু চাঁদু এই যা চন্দ্রানীর মতই চঞ্চল। সহস্র ধন্যবাদ। আগামী পৃষ্ঠায় কী থাকিবে ইহা আপনি ছাড়া আর অন্য কেহ জানিবে না। এই পুঁচকে লেখর জন্য অত্যন্ত দুঃখিত। সময়ে পুষাইয়া দিব।
16-12-2022, 11:58 AM
(16-12-2022, 10:31 AM)ddey333 Wrote: উদগ্রীব চিত্তে অপেখ্যায় আছি !! অত উদগ্রীব হইলে শরীর খারাপ হইয়া যাইবে ভায়া। জানই তো তোমার এই মিত্রের অক্ষরবিন্যাস শম্বুক গতির উপরন্তু অচিন্ত্যকেও সময় দিতে হইবে। তাই একটু বিলম্ব হোক ক্ষতি নাই। এই পর্ব্ব আমারে এইটুকু বুঝাইয়া দিল অযথা তাড়াহুড়ো বিস্তর ভ্রম ত্রুটির উদ্ভব করিয়া দেয় তাই একটু রয়েবসে লিখিব।
16-12-2022, 12:02 PM
(16-12-2022, 11:58 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: অত উদগ্রীব হইলে শরীর খারাপ হইয়া যাইবে ভায়া। জানই তো তোমার এই মিত্রের অক্ষরবিন্যাস শম্বুক গতির উপরন্তু অচিন্ত্যকেও সময় দিতে হইবে। তাই একটু বিলম্ব হোক ক্ষতি নাই। এই পর্ব্ব আমারে এইটুকু বুঝাইয়া দিল অযথা তাড়াহুড়ো বিস্তর ভ্রম ত্রুটির উদ্ভব করিয়া দেয় তাই একটু রয়েবসে লিখিব।
16-12-2022, 12:02 PM
(15-12-2022, 12:24 PM)samareshbasu Wrote: সম্মানীয় লেখক, একটি প্রস্তাব রাখিব। আপনি সংলাপ কথ্য ভাষায় দিন ও বিবরণ সাধু। এই রচনায় মহা গোল হইয়া যাইতেছে দেখিতেছি। যাহাকে গুরুচন্ডালী বলে। একবার কথ্য ও একবার সাধু ভাষার যোগে সংলাপ গুলাইয়া যাইতেছে। অবশ্যই অবশ্যই। বিস্তর ত্রুটি রহিয়াছে এই পর্ব্বটিতে উহা আমি সম্যক অবহিত মহাশয়। ভবিষ্যতে ধ্যান রাখিব। পুনরায় দর্শন দিবেন
06-01-2023, 12:11 PM
এই গল্পটি কি তাহা হইলে কালের অতল গর্ভে হারাইয়া গিয়াছে !!!
06-01-2023, 04:54 PM
(26-12-2022, 12:50 AM)S.K.P Wrote: দীর্ঘ দিন আপডেট নেই। ইহার নূতন হালনাগাদ আসিতে একটু বিলম্ব হইবে মহাশয়। আপনি চাইলে ইত্যবসরে অচিন্ত্যের কাহিনী পড়িতে পারেন বা আগামী রবিবারে মহাবীর্য্যের আষাঢ়ে গপ্পো আসিতেছে উহাও পাঠ করিতে পারেন। বিজয় আপাততঃ কদিন নিজেকে মহাযুদ্ধের নিমিত্ত তৈয়ার করুক সঙ্গোপনে।
06-01-2023, 04:55 PM
(06-01-2023, 12:11 PM)ddey333 Wrote: এই গল্পটি কি তাহা হইলে কালের অতল গর্ভে হারাইয়া গিয়াছে !!! না না তাহা কেন হইবে। অদ্যাবধি মহাবীর্য্যের এমন কোন লেখনী নাই যাহা শেষ না হইয়াছে। অচিন্ত্য হোক বা বিজয়ের উত্তরণ সকলই শেষ হইবে। সময় লাগিবে, তবে কাহিনী থমকিয়া থাকিবে না। ভাবিয়া লও যে বিস্তর ট্রাফিকের কারণে গাড়ী জ্যামে ফাঁসিয়া গিয়াছে।
06-01-2023, 05:04 PM
(06-01-2023, 04:55 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: না না তাহা কেন হইবে। অদ্যাবধি মহাবীর্য্যের এমন কোন লেখনী নাই যাহা শেষ না হইয়াছে। অচিন্ত্য হোক বা বিজয়ের উত্তরণ সকলই শেষ হইবে। সময় লাগিবে, তবে কাহিনী থমকিয়া থাকিবে না। ভাবিয়া লও যে বিস্তর ট্রাফিকের কারণে গাড়ী জ্যামে ফাঁসিয়া গিয়াছে। জ্যামটা কিসের দাদা। তৃতীয় পর্ব এসেছে লিখেছেন। বেশ ফাঁকে পড়লাম। এপ্রিল মাস তো এখনও আসেনি যে এপ্রিল ফুল হতে হবে।
10-02-2023, 06:15 PM
এই সুন্দর গল্পটির অকালমৃত্যুতে যারপরনাই ব্যথিত হইয়াছি।
11-02-2023, 11:38 PM
|
« Next Oldest | Next Newest »
|