Thread Rating:
  • 37 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL বিজয়ের বিসিএস জয়
#21
(10-12-2022, 03:06 PM)ddey333 Wrote: অসামান্য লেখনী , আপনার উপস্থিতি এই ফোরামের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে !!
clps Namaskar

সহস্র ধন্যবাদ। এমন আহামরি লেখনী নহে তথাপি চেষ্টা করিব মান রাখার।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(10-12-2022, 06:20 PM)Bumba_1 Wrote: এই ফোরামে এর আগে অনেকগুলি নন-ইরোটিক অথবা সম্পূর্ণরূপে প্রেমের (যৌনতা ছাড়া) উপন্যাস, গল্প বা অনুগল্প লেখা হয়েছে .. তার মধ্যে আমিও বেশ কিছু লিখেছি। কোনো কোনো লেখকের গল্প নিজেদের মতো করে সফলতা পেয়েছে আবার হয়তো কোনো গল্প মুখ থুবড়ে পড়েছে। morning shows the day .. তাই প্রথম পর্ব পড়ে আপনার লেখা এই উপন্যাস যে অনেক দূর যাবে এ কথা বলা যায়। 

এবার আসি এই পর্বের প্রসঙ্গে .. খুব ছোট হলেও পর্বটা বেশ উপভোগ্য। 'সাধু ভাষায়' লিখতে আপনি স্বাচ্ছন্দ বোধ করেন এবং ওটাই আপনার ইউএসপি সেটা এতদিনে বুঝে গিয়েছি। কিন্তু এই উপন্যাসের প্রথম পর্ব পড়ে কেন জানিনা আমার মনে হলো, এটি বোধহয় 'চলিত ভাষায়' লিখলেই অতিমাত্রায় দৃষ্টি আকর্ষণ করতো পাঠকদের।

ধন্যবাদ মহাশয়, চেষ্টা করিব ভাষাখানি প্রাঞ্জল রাখিতে। চলিত ভাষায় লেখা তেমন সমস্যার নহে সমস্যা হইল মহাবীর্য্যের কলম যবে ইস্তক ধরিয়াছি তবে হইতে চলিত তুলিতে সরিতে চাহে না। তথাপি আপনার উপদেশ স্মরণে রাখিব। পরবর্ত্তী পর্ব্ব গুলিতে পদধূলি দিয়া যাইবেন এই আশা রাখিতে পারি নিশ্চয়ই।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#23
(10-12-2022, 08:29 PM)S.K.P Wrote:
সম্মানিত লেখক,

আপনার প্রতিটি কাহিনী অসাধারণ। নন-ইরোটিক গল্পের পাঠক সংখ্যা সীমিত হওয়াটা স্বাভাবিক ধরেই আপনাকে এগিয়ে যাওয়ার অনুরোধ করছি। যেহেতু, ফোরামটি চটি গল্পের তাই পাঠকগণ যৌন সাহিত্য পড়তেই এখানে আসেন। তারমানে এই নয় যে, নন-ইরোটিক সাহিত্যের পাঠক নেই। অনেক পাঠক এখানে গল্প পড়েন কিন্তু কমেন্ট করেন না, আবার অনেক গেস্ট পাঠক রয়েছেন তারা রেজিস্ট্রেশন না করায় কোন প্রকার মন্তব্য করতে পারেন না। আপনি নিশ্চিত থাকুন, আপনার লেখার নিজস্ব কিছু পাঠক রয়েছেন। তাই অনুরোধ থাকবে তাদের জন্য লিখুন, ভিউয়ার কাউন্ট না করাই শ্রেয়।

মহাশয়,
  সহস্র ধন্যবাদ ও প্রণাম। বহুদিন পূর্ব্বে একদা একটী অনুরোধ আসিয়াছিল, যখন সর্বত্র কামের ছায়া রহিয়াছে তখন একটী অ-কাম ছায়া আসিলে কেমন হয়, এমন একটী যাহা এইকালের হইবে, যাহা জীবনের মহা গল্পের কাহিনী বলিবে, ত্বমসো মা জ্যোতির্গময়ঃ, অন্ধকার হইতে আলোকে প্রবেশের কথা বলিবে, তাহাতে গল্পের গরু একটু আধটু গাছে চড়ুক ক্ষতি নাই, না চড়িলে উহা গল্প হইবে না। কিন্তু, তবু যদি তাহার নির্ম্মাণ ঘটে তবে কেমন হয়। সেইহেতু বিজয়ের বিসিএস জয়।
এই কয়দিনে আমি একটী সম্যক সিদ্ধান্ত লহিয়াছি, যদি পাঠকসংখ্যা শূণ্য হইয়া যায় তথাপি এই কাহিনী বন্ধ হইবে না। তাহা করিলে উহা শুধু আমার নহে সেই সকল অজস্র যোদ্ধাদের যাহাদের প্রতি এই কাহিনী নিবেদিত হইয়াছে, তাহাদিগকে অপমান করা হইবে।
কিন্তু, যতদিন আপনাদের ন্যয় পাঠক রহিয়াছেন ততদিন এই মহাবীর্য্য জানে, ইহার পাঠক সংখ্যা সীমিত হইতে পারে কিন্তু শূণ্য কোনভাবেই হইবে না।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#24
(10-12-2022, 09:47 PM)saibalmaitra Wrote: EKHON E BOLAR SAMOY ASENI, TOBU .....  BHALO LAGCHE.

ধন্যবাদ। আসিবেন আবার আসিবেন…
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#25
(11-12-2022, 12:18 AM)Baban Wrote: এই নিয়ে একদা আমিও অনেক ভেবেছি ভায়া। আমার লিখিত নন - ইরোটিক ও ইরোটিক এর মধ্যে পাঠকদের সংখ্যার তফাৎ অনেক। তখন ভেবেছি আর এগোবো না এদিকে। কিন্তু তারপরে যখন দেখেছি যারা যারা পড়েছে তাদের অনেকেরই কমেন্ট জ্বলজ্বল করছে। সেগুলো দেখে পুনরায় অনুপ্রেরণা পেয়েছি ও একের পর এক লিখে গেছি। তুমি যখন সেসব পড়া শুরু করবে নিজেই বুঝতে পারবে। আমি সেদিন হাল ছেড়ে দিলে এতগুলো অন্যরকম লেখা কি এক পর্যন্ত লিখতে পারতাম? তোমায় pm করে যেটা লিখেছি সেটা সেটা নিয়ে ভেবো। ঐভাবে এতো তাড়াতাড়ি কোনো ডিসিশন নিওনা যেন। 

আমি আগেই বলেছি পাঠক সংখ্যায় পরিবর্তন আসবে কিন্তু কিছু মানুষ সর্বদা মনে রেখে দেবে তোমায়। তোমার লেখা হোক তাদের জন্য। তাই লিখে যাও।

এবারে আসি পর্বে আবারো মনকারা পর্ব একটা!! হটাৎ সন্তানের ইউ পরিবর্তন গুরুজনের পক্ষে মেনে নেওয়া কষ্টকর তাই ওই শেষের অংশটুকু বেশ মজার ছিল কিন্তু তার পূর্বের বাকি সমস্ত অংশটুকু সত্যিই মানুষ হিসেবে চিনতে শেখায়। আজ যা শক্ত কাল তাই সরল হতে বাধ্য। শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে। সাথে যদি ভালোবাসাও বৃদ্ধি পায় সেই কাজের প্রতি তবে তো কথাই নেই!!

এমন গল্প এখানে দেখে আমার এক সত্তা বলছে এসব কি দেখছি এখানে!! আরেক সত্তা বলছে ওরে পাগলা তুইও তো এই পাগলের দলেই পড়িস  Big Grin


হে বন্ধু, পাঠক, মম পরম সুহৃদ তুমি সর্ব্বদা নিজের এই অধম মিত্রকে চিয়ার আপ করিয়াছ, যতই তুচ্ছ হউক, অসাধারণ সৃষ্টি অসাধারণ সৃষ্টি বলিয়া পিঠ চাপড়াইয়া দিয়াছ আজও তাহার ব্যতিক্রম হইল না। তবুও বলিব, গোপালের মাসী হইও না টুকটাক খুঁত ধরিও না হইলে দেখা যাইবে, কেলাস ওয়ানে যা ভুল করিয়াছি কেলাস ইলেভেনেও সেই ভুলই রহিয়াছে, ভুল আর শুধরায় নাই।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#26
(11-12-2022, 02:00 PM)nextpage Wrote: সাধু ভাষায় আপনার দখল অনবদ্য তবে আমার মত নিতান্তই সাধারণ চলিত ভাষার মানুষের পক্ষে শব্দের অর্থ বুঝিয়া হজম করা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই হয়তো অনেকেই এতো সুন্দর একখানা রচনা এড়িয়ে যাবার চেষ্টা করে। আমি বলছি না যে আপনি আপনার স্ট্রং জোন ছেড়ে বেড়িয়ে আসুন আমি কেবল আমজনতার কথা বলার চেষ্টা করেছি।


এবার আসি আপনার রচনা সম্পর্কে, খুবই সাধারণ একটা প্লট তবে সেটাই অতুলনীয় হয়ে উঠেছে অসংখ্য শিক্ষিত যৃবক যুবতীদের জীবনের সাথে এটা কানেক্টেড হয়ে গিয়ে। আমার মত বেকার দের কিংবা একটা কাজের সন্ধানে অবিরাম ছোটে চলা একজন যুবকের মনের ভেতরের হাহাকার এখানে স্পষ্ট হয়ে উঠছে। আসন্ন আপডেটের জন্য অপেক্ষায় রইলাম।

মহাশয়, আপনার লেখনীর আমি পরম ভক্ত ইহা নিশ্চয়ই আপনাকে নূতন করিয়া বলার দরকার নাই। আপনার অতিথি আমি সর্ব্বদা।
এই কাহিনীর নির্ম্মাণকাল হইতেই চলিতের গুরুত্ব সম্পর্কে আমি সচেতন। একটু খেয়াল করিলে দেখিবেন শুধু ক্রিয়াপদে আছি আছ ছাড়া আর কোথাও সাধুর চিহ্নমাত্র রাখি নাই। যাঁহাদের কথা তাঁহাদের জন্য চলিত লিখিলেই ভাল হইবে উহা জানি দুর্ভাগ্য ইহা যে, এই কলম যদিও দু চারিটা অপাঠ্যবস্তু নির্ম্মিত করিয়াছে যাহা পাঠ করিলেও করা যায়, চলিত ভাষায় লিখিলে উহা সম্পূর্ণ দুষ্পাঠ্য হইবে।
পরবর্ত্তী পর্ব্বগুলিতে আশা করি পুনরায় দর্শন দিবেন।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#27
(12-12-2022, 02:31 AM)Laila Wrote: অসামান্য লেখনীখানি তেজে বলীয়ান হইয়াছে। তাহার বল মধ্যাহ্ন সূর্যের ন্যায় দীপ্যমান। এই শর্ম্মা সত্যই দেবলোকের আশীর্ব্বাদ ধন্য।

 অশেষ ধন্যবাদ। কাহিনী আপনাকে তৃপ্তি দিয়াছে ইহাই এই অধমের পরম সৌভাগ্য। পুনরায় পদধূলি দিবেন।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#28
(12-12-2022, 06:12 AM)Jibon Ahmed Wrote: চমৎকার আপডেট দাদা

অশেষ ধন্যবাদ ভাই। আশা করি কুশল মঙ্গলে আছ? সময় করিয়া আসিতে থাকিবে।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#29
(13-12-2022, 12:27 PM)chitrangada Wrote: বড় ভাল্লাগল

  এতদিনে বেশ কিছু মুখ চেনা হইয়া গিয়াছে দেবী। আপনি অনন্যা, আপনার পুনরায় আগমণ আমার এই সামান্য কুটীরকে বড় অলঙ্কৃত করিয়াছে। আসিবেন আবার এই প্রার্থনা রহিল।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#30
(14-12-2022, 09:32 AM)ddey333 Wrote: পরের আপডেটের প্রতীক্ষাতে আছি। 

 প্রতীক্ষার অবসান আশা করি সূর্যাবসানের সাথে সাথেই অদ্য শেষ হইবে। সব কিছু ঠিকঠাক থাকিলে আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ, বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় নবপর্ব্ব প্রকাশিত হইবে।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#31
(14-12-2022, 12:39 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: হে বন্ধু, পাঠক, মম পরম সুহৃদ তুমি সর্ব্বদা নিজের এই অধম মিত্রকে চিয়ার আপ করিয়াছ, যতই তুচ্ছ হউক, অসাধারণ সৃষ্টি অসাধারণ সৃষ্টি বলিয়া পিঠ চাপড়াইয়া দিয়াছ আজও তাহার ব্যতিক্রম হইল না। তবুও বলিব, গোপালের মাসী হইও না টুকটাক খুঁত ধরিও না হইলে দেখা যাইবে, কেলাস ওয়ানে যা ভুল করিয়াছি কেলাস ইলেভেনেও সেই ভুলই রহিয়াছে, ভুল আর শুধরায় নাই।

খুঁত ধরা সেই সৃষ্টিকর্তাকে আরও সতর্ক ও পারফেক্ট যেমন করে তোলে, তেমনি অনেক সময় যে ধরছে তাকেও অনেক সময় নিজের কাছেই অহংকারী করে তোলে। যেটা সে হয়তো নিজেও বুঝতে পারেনা। আমি সেই মাসি হতে চাইবোনা যে খুঁত ধরার নামে নিজের সন্তানের গৌরব প্রচার করিয়া বেড়ায়। কোথাও কিছু মনে হলে নিশ্চই বলবো।

তাই সেই গোপাল বাবুর প্রিয় মাসি হয়েই আজ বলছি একটা কথা। তুমি যেথায় এসে লেখক হিসাবে নিজ নাম নথিভুক্ত করিয়েছো সেথায় বড্ড দুস্টু ছাত্র ছাত্রী প্রতিদিন আসা যাওয়া করে। তাদের যোগ্য জ্ঞান ও শিক্ষা দেওয়া যেমন তোমার কর্তব্য তেমনি তোমার আরেকটি কাজ হইলো সঠিক উপায়ে তাদের মনোরঞ্জন করা। নইলে শুধুই ক্লাসের ফাস্ট বেঞ্চের শিক্ষার্থীরা তোমার পড়ায় মনোযোগ দেবে কিন্তু বাকিরা গল্প করে দিন পার করিবে।

বাঘের গুহায় আসিয়া হরিণ সোনার জীবন সম্পর্কে তাকে জ্ঞান দেওয়ায় কোনো ভুল নেই কিন্তু ভুললে চলিবেনা যে তাকেও বেঁচে থাকতে শিকার করতে হয়। রিপুকে তেমনি উপেক্ষা করা যায়না ভায়া। তাই বলছি এমন অসাধারণ সৃষ্টির পাশাপাশি ওই দুস্টু ছাত্র ছাত্রীদের জন্যেও একটু ভেবো। নইলে গোপাল বালক হইয়া থাকিয়া যাইবে। তাতে মোটেও দোষ নেই। কিন্তু ঐযে...... যে দায়িত্ব পালনকর্তা হিসেবে এসেছো তা অসমাপ্ত হইয়া থাকিয়া যাইবে।
[+] 2 users Like Baban's post
Like Reply
#32
একটা সাধারণ অলস ছেলের জীবনধারা,  কি অবলীলায় তুলে ধরেছেন। তার সফল  হওয়ার পথটা কেমন হবে .... , জানার আশায় রইলাম!!!  লাইক রেপুটেশন সবই  রইলো। Namaskar
 








PROUD TO BE KAAFIR  devil2


                                 
[+] 2 users Like Kallol's post
Like Reply
#33
bah, besh lekha
[+] 1 user Likes nalin's post
Like Reply
#34
উত্তরণ সিরিজ

বিজয়ের বিসিএস জয়
© মহাবীর্য্য দেবশর্ম্মা 

১৪ই অগ্রহায়ণ, মঙ্গলবার
দ্বিতীয়াংশ

সাইকেলটা নিয়ে ঝটপট বাড়ী হইতে বাহির হইয়া পাড়ার মোড়ে পৌঁছিয়া গিয়াছি এমন সময়, "আরে সূর্য্য যে আজ পশ্চিমে উঠিয়াছে জানিতাম না তো! এত সকাল সকাল নবাব সাহেব ঘুম থেকে উঠে সাইকেলে হাওয়া খাইতে বাহির হইয়াছেন বুঝি!" মুখ ঘুরাইয়া দেখি, হাতে একটী ফাইল সাথে মুখে কৌতূকের হাসি লইয়া চকোত্তিদের বাসার মেয়ে চন্দ্রানী দাঁড়াইয়া আছে। এই মেয়েটা! এর কোন কাজ নাই, শুধু আমার পিছনে লাগা! সাতসকালেই ম্যুডটা খচিয়া গেল। "শোন বুঁচি ফালতু বকিস না। আমি হাওয়া খাইব নাকি হাওড়া যাইব সেটা আমার ব্যাপার। আর তুই এত সকালে মোড়ে কিজন্য আসিয়াছিস?" চন্দ্রানী ধমক দিয়া বলিল, "তোমায় না কত্তোবার বলিয়াছি বিজুদা অমন রাস্তাঘাটে আমায় বুঁচি বলে ডাকিবে না! আমি মোটেও বুঁচি নই, আমার নাম চন্দ্রানী, চন্দ্রানী চক্রবর্ত্তী।" আমি মুখ বেঁকাইয়া বলিলাম, "তাহা হইলে চাঁদু বলিয়া ডাকি।" চন্দ্রানী কাঁদকাঁদ মুখে, "খুব খারাপ হয়ে যাবে কিন্তু বিজুদা! কেন এমন সব যাচ্ছেতাই নামে ডাক আমাকে।" আমি বলিলাম, "বেশ করি! এত সকালে মোড়ে কী রাজকার্য্য উদ্ধার করিতে আসিয়াছিলি শুনি? ইশকুল নাই? সকাল সকাল দু-দণ্ড পড়িলেও তো কাজে দিত।" চন্দ্রানী মুখ ভেঙ্গাইয়া কহিল, "আহা! চালুনি ডাকিয়া কহে সূঁচ তোর পিছে ছ‍্যাঁদা! আমাকে পড়ার কথা বলতে কী এমন বিদ্যেসাগর এয়েছেন আমার! আর ইশকুল কীসের গো! আমি কি এখনও ইশকুলে পড়ি নাকি!" আমি অবাক হইয়া বলিলাম, "ইশকুলে পড়িস না আর মানে? ইশকুল ছাড়িয়া দিয়াছিস নাকি? বাড়ীর কারণে? নিশ্চয়ই ওই টেকোচাঁদ তোকে পড়াতে চায় না? বিয়ে দেবে! দাঁড়া আজকেই ওই চকোত্তি শালার টাকে যদি না ফুটো করে দিই!" চন্দ্রানী গর্জিয়া উঠিল, "খবরদার! আমার বাবাকে টেকোচাঁদ বলবে তো তোমার একদিন কি আমার একদিন! আমার বাবা মোটেও অমন না। আর, ইশকুলে তো কেউ সারা জীবন পড়িবে না, কাউকে কাউকে ইশকুল শেষে কলেজেও যাইতে হয়! খোঁজ খবর কিছুই তো রাখো না, আমার থার্ড সেমিস্টার শেষ হইতে চলিল বলে! তা, তুমি কোথায় চলিলে একদম ব্যস্তম্যস্ত হয়ে সাতসকালে?" আমি বিরসবদনে বলিলাম, "গজেনের দোকানে! কিছু হাট আনিতে হইবে, আর তারপর একটু সুনীলের রেশন দোকান যাইব!"
চন্দ্রানী আকাশ হইতে পড়িল যেন, "তুমি আর গজেনের দোকান! রেশন আনিবে! বিজুদা তুমি ঠিক আছো তো? কোন রাত্তিরে খাওয়া দাওয়ার গোলমাল বা মাথায় কোন জোরে আঘাত লাগা এরম কিছু হইয়াছে কি?" আমি এইবার বেশ বিরক্ত হইয়া গেলাম, "কেন আমি এসব কাজ করিতে পারি না?" চন্দ্রানী ফাইলটা বুকে চেপে খিলখিল করে হাসিতে হাসিতে বলিল, "না পার না! তুমি বেলা নয়টা অব্দি নাক ডাকাইয়া ঘুমাইতে পার, তোমার মা বাবার সহিত পায়ে পা তুলিয়া বাড়ী মাথায় করিয়া ঝগড়া করিতে পার, মদ খাইয়া আমার বাড়ির সামনে আসিয়া আমার বাবাকে, 'ওরে টেকু! আয় তোর টাকে হাত বুলাইয়া দিই' বলিয়া বাওয়াল করিতে পার এমনকী আমাদের ইশকুলের পুরোনো হেডমাস্টারের সামনে গিয়া ফস করিয়া বিড়ি ধরাইয়া, 'আহা!মাস্টারমশাই কী শিক্ষা দিয়াছেন!' বলিয়া মুখ ভেঙ্গাইয়া দিতে পার কিন্তু হাট আনা রেশন আনা সাতসকালে ঘুম থেকে উঠিয়া যাওয়া এইসবের কোনটাই পার না!"
আমি রাগিয়া গেলাম, "মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিস নে তো! বিস্তর বেলা হইয়া গেল, আমি চললুম" বলিয়া সাইকেলে চাপিতে যাইব চন্দ্রানী আবার বাধা দিল, "আরে দাঁড়াও! যাইবেই তো! বলছিলাম কি, আজ সন্ধ্যায় আমার বাসায় একটু আসতে হইবে! সেজেগুজে এসো কিন্তু!" আমি বিস্ময়ের সুরে বলিলাম, "তোর বাসায়! তোর মাথা খারাপ হইয়াছে! টেকোচাঁদ আর তোর ওই মোটা হাতি আমারে নিজেদের বাসায় দেখলে এমন কেত্তন শুরু করিবে না যে তার সামনে খোল কত্তাল ফেল মারিয়া যাইবে। খামোখা সুস্থ শরীর ব্যস্ত করিব কেন রে?"
চন্দ্রানী হাসিয়া বলিল, "কিস্যু বলিবে না! আর শেষবার বলছি বিজুদা আমার মাকে মোটা হাতি বলিবে না, আমার মা মোটেও হাতি নয়!" আমি বলিলাম, "তবে কি হিপোপটেমাস বলিব?" চন্দ্রানী কহিল, "না! কোনটাই বলিবে না। এত বলার বাতিক কেন? চুপচাপ চলিয়া আসিবে বুঝেছো?" অগত্যা, "ঠিক আছে" বলিয়া প্যাডেলে চাপ দিলাম, একবার ঘাড় ঘুরাইয়া দেখিলাম, চন্দ্রানী যায় নাই, তখনও ফাইল হাতে আমার হাসিমুখে আমার যাত্রাপথের দিকে চাহিয়া আছে! জীবনে প্রথমবার মনে হইল, চন্দ্রানীকে কেন যেন একটু অন্যরকম লাগিতেছে, ঠিক যেন ভোরবেলায় শিশির বিন্দু গায়ে ঝরে পড়া একটা শিউলি ফুল! হাসিটা! ওর মুখের ওই হাসিটা ভীষণ, ভীষণ সুন্দর লাগিল! পরমুহূর্তেই মাথা নাড়া দিলুম, " কীসব ভাবিতেছি! বুঁচি কোথাকার!"


(ক্রমশঃ)


বিঃ দ্রঃ আজ বহু চেষ্টা করিয়াও দ্রুত ছুটি পাইলাম না। সেইহেতু বাসায় ফিরিয়া পাণ্ডুলিপি ধরিয়া অক্ষর বিন্যাস বা টাইপ করিতে করিতে বিস্তর সময় লাগিয়া গেল, তাহার পরেও ইহার বেশী টাইপ করিতে পারিলাম না। অবশিষ্ট অংশটী আশা করি আগামীকল্য প্রকাশ করিয়া দিতে পারিব। পাণ্ডুলিপিতে লেখায় আছে শুধু টাইপ করিতে যা দেরী, বাঙ্গালা টাইপিং তেমন দ্রুত গতির নহে তাই মার্জ্জনা চাহিতেছি। শেষের ফিনিশিং টাচ ও আর দিবার সময় পাই নাই তাই পুনরায় ক্ষমা চাহিতেছি।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#35
প্রেম আসিতেছে ,

এভাবেই হইয়া থাকে , কোনো ঢাক ঢোল পিটাইয়া নয়
সহজ ভাবে আসে , কিন্তু
অনেক গুলা "কিন্তু" ... , আসে একের পর এক ...
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#36
Great writing
[+] 1 user Likes Jibon Ahmed's post
Like Reply
#37
''বুঁচি''-র সহিত , আদ্যন্ত নাইই হউক , আদ্যাক্ষর পরিবর্তন করিয়া ''চ''বর্গের একটি বর্ণ বসাইয়া দিলেই আাপাশতলা 'র্ণি' হইয়া যাইবে  - । ঘটনার গতি-প্রকৃতিও , অনুমাণ , সেই দিগনির্দেশই করিতেছে । - সালাম-জনাবজী ।
[+] 1 user Likes sairaali111's post
Like Reply
#38
বড্ড পুঁচকে আপডেট, তবে বেশ দুষ্টু মিষ্টি খুনসুটিতে ভরা‌  clps দেখা যাক এরপর কি হয় ..
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
#39
(14-12-2022, 10:17 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:
উত্তরণ সিরিজ

বিজয়ের বিসিএস জয়
© মহাবীর্য্য দেবশর্ম্মা 

১৪ই অগ্রহায়ণ, মঙ্গলবার
দ্বিতীয়াংশ

সাইকেলটা নিয়ে ঝটপট বাড়ী হইতে বাহির হইয়া পাড়ার মোড়ে পৌঁছিয়া গিয়াছি এমন সময়, "আরে সূর্য্য যে আজ পশ্চিমে উঠিয়াছে জানিতাম না তো! এত সকাল সকাল নবাব সাহেব ঘুম থেকে উঠে সাইকেলে হাওয়া খাইতে বাহির হইয়াছেন বুঝি!" 
সম্মানীয় লেখক, একটি প্রস্তাব রাখিব। আপনি সংলাপ কথ্য ভাষায় দিন ও বিবরণ সাধু। এই রচনায় মহা গোল হইয়া যাইতেছে দেখিতেছি। যাহাকে গুরুচন্ডালী বলে। একবার কথ্য ও একবার সাধু ভাষার যোগে সংলাপ গুলাইয়া যাইতেছে।
[+] 1 user Likes samareshbasu's post
Like Reply
#40
পুঁচকে আপডেট টা বুঁচির মত ধুক্কু চাঁদু এই যা চন্দ্রানীর মতই চঞ্চল। 


প্রেম ভালবাসা জিনিসটা পৃথিবীর মত গতিশীল ভূখণ্ডে বড়ই আপেক্ষিক বস্তু। কখন আসে কোথা দিয়ে আসে কেউ বলতে পারে না। কিন্তু সে ঠিকই আসে আর যখন আসে তখন সবকিছুই ভাসে...
প্রেমিক ভাসে প্রেমিকা ভাসে বাতাস ভাসে আকাশ ভাসে। স্বপ্নে ভাসে বাস্তবে ভাসে।
এভাবেই ভাসিয়ে রেখো।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply




Users browsing this thread: