Thread Rating:
  • 26 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
।। এই থ্রেড বন্ধ হইয়া গিয়াছে (CLOSED) ।।
#41
(05-12-2022, 04:05 PM)ajrabanu Wrote: এই যে নির্ঝরের ন্যায় স্বতোৎসারিত বাণী ঝরিয়া পড়িতেছে অনিবার -  এ যে লেখক মহাশয়ের লেখনী হইতেই কেবল তাহাই নহে, পাঠকপাঠিকাকূলও যে ইহাতে সর্বান্তকরণে পক্ষ লহিয়াছে, ইহাই সর্বাপেক্ষা আনন্দদায়ক।

আজরা দিদি,

আপনার এই লেখা আমাকেও সাধু ভাষায় লিখিতে উদবুদ্ধ করিয়াছে। জীবনে সর্বাপেক্ষা দুর্মূল্য আমাদের সামাজিক আলাপচারণ। ইহাতে সঙ্গ ও যোগ দিতে পারিয়া আপনাকে আমি যৎপরোনস্তি সৌভাগ্যবতী গণ্যা করিতেছি।
[+] 1 user Likes Karobide's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
দারুন লিখাছেন। চালিয়ে যান। সাথে আছি
[+] 1 user Likes bidur's post
Like Reply
#43
(05-12-2022, 03:28 PM)Kallol Wrote: পাঠক দ্বয় কে তৃপ্ত করিবার সমস্ত গুনাবলী ই  আপনার মধ্যে বিদ্যমান আছে । সেইটি আপনার কলমের আঁচড় দেখিলেই, তৃষ্ণার্ত পাঠকেরা চিনিতে পারিবে । রেপুটেশন নিয়া ভাবনা করিবেন না,  ওই টি  বারী ধারার ন্যায় ঝরিয়া পড়িবে। আদি শক্তির উৎসের পানে প্রার্থনা জানাই, আপনি অচিরেই সুঃস্থ  হইয়া উঠুন...!!!!!

আপনার কল্লোলে আমি মুগ্ধ। আপনি তৃষ্ণার্ত, আমার জানা নাই আমি তাহা আর পূরণ করিতে পারিব কী না, যথাসাধ্য চেষ্টা করিব। গুরুবার হইতে পুরাতন ভাণ্ডারে আসিবেন তথায় মহাবীর্য্য আপনাকে নূতন কাহিনী শুনাইবে। আমার যাত্রা এই অবধি ছিল। এইবারে আমি বিশ্রামে যাইতেছি।

[Image: 20221202-225031.png]
Like Reply
#44
(05-12-2022, 04:05 PM)ajrabanu Wrote: এই যে নির্ঝরের ন্যায় স্বতোৎসারিত বাণী ঝরিয়া পড়িতেছে অনিবার -  এ যে লেখক মহাশয়ের লেখনী হইতেই কেবল তাহাই নহে, পাঠকপাঠিকাকূলও যে ইহাতে সর্বান্তকরণে পক্ষ লহিয়াছে, ইহাই সর্বাপেক্ষা আনন্দদায়ক।

 এক প্রাচীন প্রবাদ রহিয়াছে, লেখক কোনকালেই মহান নহে, পাঠকই মহান সর্ব্বদা। আপনাদের মননে চেতনায় যতটুকু আমি দাগ কাটিয়াছি তাহার সকল কৃতিত্ব এই সকল পাঠকদিগের যাঁহারা আমার ন্যায় এক কালান্তরকেও শিরে স্থান দিয়াছেন। তাঁহাদের জয় হউক। ফিরিয়া আসিয়াছি ইঁহাদের জন্য। বাঙ্গালা চলিত হোক বা সাধু, তৎসমে হউক তদ্ভবে কীইবা যায় আসে, শুধু সে বাঁচিয়া থাকুক সহস্র সহস্র বর্ষ পরেও এই বঙ্গ বাঁচিয়া থাকুক।

[Image: 20221202-225031.png]
Like Reply
#45
(07-12-2022, 08:18 PM)bidur Wrote: দারুন লিখাছেন। চালিয়ে যান। সাথে আছি

অশেষ ধন্যবাদ।

[Image: 20221202-225031.png]
Like Reply
#46
 হে পাঠকবর্গ,

      আপনারা সকলেই অবগত আছেন যে প্রাক্ অসুস্থকালে আমি একখানি কাহিনীর কথা ভাবিয়াছিলাম যাহা অচিন্ত্যকথা বলিয়া সুপরিচিত। শেষ রক্তধারা নাম দিয়া এই কাহিনীর খসড়া আমি প্রকাশ করিয়াছিলাম এবং উৎসর্গ করিয়াছিলাম প্রিয় মিত্র বাবানকে।
রাউডি সাহেবের সহিত আমার কথোপকথন আশা করি সকলেই পড়িয়াছেন (এই থ্রেডেই উক্ত কথোপকথনটী আছে)। আশা করি, আপনারা সম্যক ভাবেই জানেন, ঐ কাহিনীর গতিপথ আমি এতদিনে ভুলিয়া গিয়াছি। এহেন সমস্যার মুখোমুখি হইয়া সমাধানের কারণে দুইটী পথ খোলা ছিল, এক, এই কাহিনীকে সম্পূর্ণ ভুলিয়া কোন নবকাহিনী নিৰ্ম্মাণ করা, অথবা, দুই, এই কাহিনীকে পুনঃনির্ম্মাণ করা ভিন্ন আঙ্গিকে। যেহেতু, এইটী আমার প্রথম কাহিনী ছিল যাহা আমি নিজের পরম সুহৃদকে উৎসর্গ করিয়া ছিলাম তাই এই কাহিনীকে পত্রপাঠ বিসর্জন করিতে মন সায় দিতেছিল না!
বিস্তর ভাবনা-চিন্তা করিয়া ঠিক করিলাম এই কাহিনীকে পুনঃনির্ম্মাণ করিব। সেই হেতু পুনরায় কলম ধরিয়াছি। আশার কথা, কাহিনীর প্রারম্ভ পর্ব্ব শেষ হইয়াছে। অক্ষরবিন্যাসের অন্তিম চরণের কার্য্য চলিতেছে। আগামীকাল, ২১ অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দে শেষ রক্তধারা কাহিনীর প্রারম্ভ পর্ব্ব প্রকাশিত হইবে। আপনাদের নিকট অনুরোধ, কাহিনীর নবপরিবেশন কেমন লাগিল সে বিষয়ে এই অধমকে অবশ্যই মতামত দিয়া জানাইবেন।


[Image: 20221202-225031.png]
Like Reply
#47
বিশেষ ঘোষণা

তাং - ২০শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

মহাবীর্য্য বার্ত্তার প্রয়োজন ফুরাইয়াছে। একই সাথে ফুরাইয়াছে এই দ্বিতীয় মহাবীর্য্যের অস্তিত্বের প্রয়োজনও। যেইরূপ রাত্রি শেষ হইয়া ঊষার আগমণ ঘটিলে আর ঘরের বাতিটুকু জ্বালাইয়া রাখিবার প্রয়োজন রহে না সেইরূপ আসল মহাবীর্য্যের প্রত্যাবর্তনের কারণে এই মহাবীর্য্যের থাকিবার প্রয়োজনও শেষ হইয়া গিয়াছে। ইহার পর হইতে সকল কাহিনীই পুরাতন মহাবীর্য্য ভাণ্ডারে আসল মহাবীর্য্যের কলমেই আসিবে। অচিন্ত্যের নবরূপও সেখানেই প্রকাশিত হবে।

এই কঠিন সময়ে যেইরূপ আপনারা সকলে আমার সঙ্গে ছিলেন, যেইভাবে সাহায্যের হাত বাড়াইয়া দিয়াছেন তাহা আমি জন্মজন্মান্তরেও ভুলিব না। আপনারা পুনরায় প্রমাণ করিলেন পাঠক সঙ্গে থাকিলে আমার ন্যায় তুচ্ছ লেখকও বুকে বল রাখিতে পারে। আপনাদের সকলের নিকট এই অধম চিরঋণী রইল। 

সুস্থ থাকুন, হাসি খুশীতে আজীবন থাকুন এই কামনা রহিল। আসিতে থাকিবেন পুরাতন ভাণ্ডারে (যেথায় সরলবাবু ও রাজনন্দিনী রহিয়াছে); রবিবার শনিবার করিয়া আপনাদিগের নিমিত্ত নিত্য নূতন কাহিনী থাকিবে। 

বিদায়,

[Image: 20221202-225031.png]
Like Reply
#48
এটি পাগলা দাশু হবেনা তো? হলেই ভাল যদিও। আবার সে এসেছে ফিরিয়া!!!!
[+] 1 user Likes samareshbasu's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)