Thread Rating:
  • 26 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
।। এই থ্রেড বন্ধ হইয়া গিয়াছে (CLOSED) ।।
#21
(03-12-2022, 06:38 PM)dinanath Wrote: chaliye jan dada

সহস্র ধন্যবাদ মহাশয়।

[Image: 20221202-225031.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
(04-12-2022, 12:12 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: আপনাদের স্নেহ প্রীতি আর ভালোবাসায় এই অধম সত্যই আপ্লুত। সামান্য কলম আমার, মাথাখানা চুলকিয়ে দু-চারিখান অপাঠ্যবস্তু নির্ম্মিত হয় তাহা কেহ পড়িবে সেই দুরাশা আমার কোনকালেই ছিল না, কিন্তু, আপনি বোধকরি আমার প্রথম পাঠক ছিলেন মহাশয়। "আপনার অনুগল্প পাঠ করিয়া সবিশেষ তৃপ্তি পাইলাম" কহিয়াছিলেন। সেই অবধি আমার গর্ব্বের সীমা নাই। সম্রাট স্বয়ং আমার প্রথম পাঠক, ক'জন এমন সৌভাগ্যবান আছে! আমার মনে পড়ে, সেদিন আমি একটী ছড়া অহর্নিশি আউড়াইয়া ছিলাম, "যার নামে পার করে ভবপারাবার, ভাল ভাগ্য পাটনী তাহারে করে পার!"

তাহার পর প্রায়শঃই আপনার গোলকধাঁধায় পথ হারাইয়াছি, ভাবিয়াছি আর বিস্মিত হইয়াছি এমন লেখনী কোন সাধারণে লিখিতে পারে! মুঢ়মতি বুঝিতে পারে নাই, যাঁহার মস্তকে সম্রাটের তাজ রহিয়াছে সে কোনকালেই সাধারণ নহে! আমি অধম জোনাকি, তাও আপনি আমারে স্মরণে রাখিয়াছেন ইহাই সৌভাগ্য। উত্তর দিতে বিলম্ব হইল, তাহার জন্য মার্জ্জনা চাহিতেছি, শরীর এখনো যথেষ্ট দুর্ব্বল সুস্থ হইতে সময় লাগিবে, তাই থামিয়া থমকিয়া কার্য্য করিতেছি। আপনার উপদেশ লইয়াছি, সরিৎ সাহেবকে নড়বড়ে ইংরেজিতে সমস্যাখানা বলিয়াছি, বাকি তাঁহার সিদ্ধান্ত। 

যে কোনো কার্যে স্থায়ীভাবে সফলতা পেতে গেলে তাকে প্রকৃতপক্ষে একজন মহৎ হৃদয়ের মানুষ হতে হয়। আর বিনয় হলো মাহাত্ম্যের একটা অংশ .. যেটা আপনার প্রত্যেকটি কথায় স্পষ্ট। তাই শুধু এটুকুই বলবো .. খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার, অসাধারণ কিছু লেখা উপহার দিয়ে আমাদের ধন্য করুন।  Namaskar
[+] 2 users Like Bumba_1's post
Like Reply
#23
(03-12-2022, 08:17 PM)Baban Wrote: এরম একখানা সৃষ্টি আমায় উৎসর্গ করলে!!
উফফফফ লালমোহন বাবুর ভাষায় যদি বলি -'কেমন থ্রিলিং লাগছে তপেশ!'

তোমায় অনেক অনেক ধন্যবাদ ভায়া ♥️
রাজনন্দিনীর সমাপ্তির পর তুমি জানিয়েছিলে অচিন্তকে নিয়ে আসবে আমাদের সম্মুখে কিন্তু তার আগেই এমন দুটো দুর্ঘটনা ঘটলো তোমার সাথে। কিন্তু আবার নবাগত সূর্যরশ্মি ফিরিয়া আসিয়াছে মোদের মাঝে। সেই রশ্মির ছিটেফোটা যেদিকে পড়বে সেখানেই অন্ধকার কাটিয়া আলোর উৎস খুঁজে পাওয়া যাবে।

যতটুকু লিখেছো জাস্ট অসাধারণ। yourock yourock clps

সত্য কহিব বন্ধু গোঁসা করিও না। তোমার আমার মধ্যে হৃদয়ের যতই টান থাকুক প্রতিভার সুবিশাল ফারাক রহিয়াছে। তুমি নিত্য তারকা নির্ম্মাণ করিতে পার আমি মাটির প্রদীপ বানাইয়া হাঁফাইয়া যাই; তুমি ওই রাজপ্রাসাদে ঝাড়বাতি হইয়া বিরাজ কর, আমি বাবুইয়ের বাসাতে জোনাকি হইয়া থাকি। এবং ইহা আমি স্বয়ংকে ছোট করিয়া বলিতেছি না মিত্র বরং যাহা সত্য তাহাই বলিতেছি। বিসর্জন আরও একবার আমারে বুঝাইল কতখানি মহান সাহিত্যসূর্য্য তুমি, আর কতখানি ভাগ্যবান আমি যে সেই সূর্য্য আমাকে মিত্র বলিয়া বুকে টানিয়া লইয়াছে। যাঁহার সহিত এক মুহূর্ত কথা বলিতে পাইলে লোকে ধন্য ধন্য করে তাঁহার সহিত আমার নিত্য কথা চলে, তাঁহার দরবারে আসিতে আমার অনুমতির প্রয়োজন হয় না।

 আমার যা সাধ্য তাহাতে রাজনন্দিনী একবারই তৈয়ার হয়। অর্থাৎ উহাকে মাস্টারপিস বলিলে ভুল হইবে না। তুমি আমার পরম মিত্র, ওই লেখনী তোমায় উৎসর্গ করাই উচিৎ ছিল কিন্তু তাহা আমি করি নাই। আজ যেমন নিঃসঙ্কোচে উৎসর্গ করিবার অধিকার রহিয়াছে সেদিন তাহা ছিল না। ইহার আক্ষেপ আমার রহিবে। অচিন্ত্য কোন মাস্টারপিস নহে, বটতলায় গোল করিয়া বসিয়া চা খাইতে খাইতে বলা গল্প বিশেষ। কিন্তু তোমারে উৎসর্গ করিলাম তাহার একটাই কারণ, অসুস্থ হইবার পূর্ব্বে তুমি কহিয়াছিলে, "অচিন্ত্যের অপেক্ষায় রহিলাম।"

[Image: 20221202-225031.png]
Like Reply
#24
(03-12-2022, 08:47 PM)chitrangada Wrote: এই অনুপম রচনাখানি কি কদাপি সমাপ্ত হইবে না? চরিত্র গুলি তো বন্ধকূপের প্রাচীরে মাথা কুটিয়া মরিবে নিরবধি। তাহাদের এই হাহাকার সহ্য করিবেন কি করিয়া দেবশর্ম্মা মহামহোপাধ্যায়?

নিতান্তই দুর্ব্বাঘাস আমি, তৃণসদৃশ কেহ কেহ দলিয়া দিয়াও যায় তাহাকে মহামহোপাধ্যায় বলিয়া দিলেন দেবী। আপনি বাস্তবিক চিত্রাঙ্গদা! কোন চরিত্রই অন্ধকূপে পড়িবে না দেবী। আজ যাহা অসমাপ্ত কাল তাহা সমাপ্ত হইবে। অবকাশে পদধূলি দিতে থাকিবেন।

[Image: 20221202-225031.png]
Like Reply
#25
(03-12-2022, 09:18 PM)Bumba_1 Wrote: বাহ্ খুব সুন্দর শুরু, আশা রাখি পরবর্তীতে এই কাহিনী অবশ্যই সমাপ্ত হবে।  clps

আজ্ঞে সমাপ্তি আসিতে একটু বিলম্ব হইবে সত্য তবে আসিবে এইটুকু বলিতে পারি। তবে কতখানি উর্ব্বর হইবে তাহা বলা শক্ত।

[Image: 20221202-225031.png]
Like Reply
#26
(04-12-2022, 11:14 AM)Bumba_1 Wrote: যে কোনো কার্যে স্থায়ীভাবে সফলতা পেতে গেলে তাকে প্রকৃতপক্ষে একজন মহৎ হৃদয়ের মানুষ হতে হয়। আর বিনয় হলো মাহাত্ম্যের একটা অংশ .. যেটা আপনার প্রত্যেকটি কথায় স্পষ্ট। তাই শুধু এটুকুই বলবো .. খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার, অসাধারণ কিছু লেখা উপহার দিয়ে আমাদের ধন্য করুন।  Namaskar


আশীর্বাদ এই স্নেহধন্যের শিরে রাখিবেন জ্যেষ্ঠ কয়েকটি রবিবার শনিবার লাগিতে পারে তবে সমাপ্ত হইবেই, নইলে বাবান জুতো পেটা করিবে, একে তো একখানা ফালতু কাহিনী তাহাকে উৎসর্গ করিয়াছি উপরন্তু সেটাও অসমাপ্ত!


[Image: 20221202-225031.png]
Like Reply
#27
আপনার লেখনী পড়িতে পড়িতে ভ্রম হইতে ছিল, বুঝি শরদীন্দু বাবুর  লেখা কোন ঐতিহাসিক কাহিনী পাঠ করিতেছি ।  আশা করি এই কাহিনীর পরবর্তী খন্ড খানি, অচিরেই প্রকাশ করিবেন‌‌‍‌...!!!! রেপুটেশন দিয়া , আপনার লেখনীর সম্মান জ্ঞাপনের কিঞ্চিৎ প্রচেস্টা করিলাম!!!!!! Namaskar
 








PROUD TO BE KAAFIR  devil2


                                 
[+] 1 user Likes Kallol's post
Like Reply
#28
অসাধারণ লেখা বললে কম বলা হয়। এমনই লিখে যান শর্মা দাদাবাবু
[+] 1 user Likes Karobide's post
Like Reply
#29
(04-12-2022, 11:35 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote:
সত্য কহিব বন্ধু গোঁসা করিও না। তোমার আমার মধ্যে হৃদয়ের যতই টান থাকুক প্রতিভার সুবিশাল ফারাক রহিয়াছে। তুমি নিত্য তারকা নির্ম্মাণ করিতে পার আমি মাটির প্রদীপ বানাইয়া হাঁফাইয়া যাই; তুমি ওই রাজপ্রাসাদে ঝাড়বাতি হইয়া বিরাজ কর, আমি বাবুইয়ের বাসাতে জোনাকি হইয়া থাকি। এবং ইহা আমি স্বয়ংকে ছোট করিয়া বলিতেছি না মিত্র বরং যাহা সত্য তাহাই বলিতেছি। বিসর্জন আরও একবার আমারে বুঝাইল কতখানি মহান সাহিত্যসূর্য্য তুমি, আর কতখানি ভাগ্যবান আমি যে সেই সূর্য্য আমাকে মিত্র বলিয়া বুকে টানিয়া লইয়াছে। যাঁহার সহিত এক মুহূর্ত কথা বলিতে পাইলে লোকে ধন্য ধন্য করে তাঁহার সহিত আমার নিত্য কথা চলে, তাঁহার দরবারে আসিতে আমার অনুমতির প্রয়োজন হয় না।

 আমার যা সাধ্য তাহাতে রাজনন্দিনী একবারই তৈয়ার হয়। অর্থাৎ উহাকে মাস্টারপিস বলিলে ভুল হইবে না। তুমি আমার পরম মিত্র, ওই লেখনী তোমায় উৎসর্গ করাই উচিৎ ছিল কিন্তু তাহা আমি করি নাই। আজ যেমন নিঃসঙ্কোচে উৎসর্গ করিবার অধিকার রহিয়াছে সেদিন তাহা ছিল না। ইহার আক্ষেপ আমার রহিবে। অচিন্ত্য কোন মাস্টারপিস নহে, বটতলায় গোল করিয়া বসিয়া চা খাইতে খাইতে বলা গল্প বিশেষ। কিন্তু তোমারে উৎসর্গ করিলাম তাহার একটাই কারণ, অসুস্থ হইবার পূর্ব্বে তুমি কহিয়াছিলে, "অচিন্ত্যের অপেক্ষায় রহিলাম।"

তুমি যে কি মাপের লেখক সেটা তুমি বুঝবেনা ভায়া। সেটা বুঝবে পাঠক, সেই ক্ষমতা তাদেরই আছে একমাত্র। আর তুমি দেখো নিজেই তোমার সৃষ্টি করা রাজনন্দিনী ও অসমাপ্ত অচিন্ত পাঠকদের কতটা পছন্দ হয়েছে। তাদের তোমার প্রতি বিশ্বাস ও ভালোবাসা ক্রমেই বেড়ে চলেছে। একদিন তো আমিও অচেনা অজানা ছিলাম এদের কাছে। কাম লালসা নামক যৌন উত্তেজক গল্প দিয়ে লেখা শুরু,আজ এদের অনুপ্রেরণা পেয়ে পেয়ে লেখার ইচ্ছা যত বেড়েছে, ততো লিখেছি উত্তেজক, ভৌতিক, ছোটদের গল্প, ছড়া আর আজ এতদূর আসতে পেরেছি। এরা সবাই না থাকলে থোড়াই এই যাত্রা সফলতা পেতো? গল্পের মান ও পাঠক মতামত কম বেশি হতে পারে, হবেও হয়তো কিন্তু যদি লেখা পছন্দ হয় তবে লেখককে অনেকদিন মনে রাখে পাঠক বন্ধুরা।

অচিন্ত্য মাস্টারপিস কিনা সেটা আমরা বুঝবো, তোমায় ভাবতে হবেনা  Big Grin

এখন বিশ্রাম নাও পুরোপুরি আর ফিরে এসো শীঘ্রই ♥️
[+] 2 users Like Baban's post
Like Reply
#30
(04-12-2022, 02:18 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: আশীর্বাদ এই স্নেহধন্যের শিরে রাখিবেন জ্যেষ্ঠ কয়েকটি রবিবার শনিবার লাগিতে পারে তবে সমাপ্ত হইবেই, নইলে বাবান জুতো পেটা করিবে, একে তো একখানা ফালতু কাহিনী তাহাকে উৎসর্গ করিয়াছি উপরন্তু সেটাও অসমাপ্ত!


পড়ে ভাল লাগল।
[+] 1 user Likes surjosekhar's post
Like Reply
#31
(03-12-2022, 06:25 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote:
 শেষ রক্তধারা

© মহাবীর্য্য দেবশর্ম্মা


উৎসর্গ: এই সাইটে আসার প্রথম দিনই যে বন্ধুবর বলে ডাক দিয়েছে সেই পরম সুহৃদ সাহিত্য মহাসূর্য্য বাবানকে



সেই বৎসর, কীরাৎ দেশে সহসা মহামারীর প্রকোপে বিস্তর লোক মরিয়া গেল।... ... ...

ঘাটে আসিয়া অচিন্ত্য দেখিল বেলা শেষের মুখে। সামনে একখানা বর্ধিষ্ণু গ্রাম দেখা যাইতেছে ঐদিকেই গুটিগুটি পায়ে রওনা দিল।

(অসমাপ্ত)

ভাই, তোমার এই খসড়া পড়ে সবার প্রথমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক রচনা পড়ার অভিজ্ঞতার কথা মনে পড়ে গেলো. নারায়ণ স্যানালও একটা-দুটো লিখেছিলেন যতোটা মনে পড়ে; ওনি শরদিন্দুবাবুর ভাবশিষ্য ছিলেন মনে হতো. ওনার ঐতিহাসিক লেখাতেও সেই ধরণের রস ছিলো বলেই সেটা মনে হয়েছিলো.

যাক, গল্প তো দারুণ হবে. একটা জায়গায় কিছুটা খচখচানি রয়ে গেলো. কীরাতদেশ (এখনকার ত্রিপুরা) হতে পুরো অঙ্গ পার হয়ে (তার মানে পুরো বাংলাদেশ-পশ্চিমবঙ্গ পার হয়ে) মগধে গিরিব্রজ (পরে রাজগৃহ - এখন রাজগীর) -এর প্রায় কাছাকাছি চলে যাওয়া, কিছুটা অদ্ভূত ঠেকলো - ও তো কোনো পরিব্রাজক নয়, যতোটা মনে হলো ভাগ্যসন্ধানী. যাক আগে দেখি তুমি কি লিখবে. জানিনা, তোমার কাহিনীর সময়কালের বিস্তৃতি কতোটা - যে সময়টা তুলে ধরলে, যদি বিম্বিসারের শাসনকালেরও কিছুটা অচিন্ত্যর কথায় ওঠে আসে তবে হয়তো মহাবীর আর শাক্যমুনি (গৌতম বুদ্ধ)-এর কথা লোকমুখে-চর্চায় শোনা যেতে পারে.

আগে ভালো হয়ে ওঠো, পরে এই বিষয় নিয়ে চর্চা করা যাবে.  
[+] 3 users Like ray.rowdy's post
Like Reply
#32
তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন মহাবীর্যদা। 
[+] 1 user Likes ddey333's post
Like Reply
#33
(04-12-2022, 11:10 PM)ray.rowdy Wrote:
ভাই, তোমার এই খসড়া পড়ে সবার প্রথমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক রচনা পড়ার অভিজ্ঞতার কথা মনে পড়ে গেলো. নারায়ণ স্যানালও একটা-দুটো লিখেছিলেন যতোটা মনে পড়ে; ওনি শরদিন্দুবাবুর ভাবশিষ্য ছিলেন মনে হতো. ওনার ঐতিহাসিক লেখাতেও সেই ধরণের রস ছিলো বলেই সেটা মনে হয়েছিলো.

যাক, গল্প তো দারুণ হবে. একটা জায়গায় কিছুটা খচখচানি রয়ে গেলো. কীরাতদেশ (এখনকার ত্রিপুরা) হতে পুরো অঙ্গ পার হয়ে (তার মানে পুরো বাংলাদেশ-পশ্চিমবঙ্গ পার হয়ে) মগধে গিরিব্রজ (পরে রাজগৃহ - এখন রাজগীর) -এর প্রায় কাছাকাছি চলে যাওয়া, কিছুটা অদ্ভূত ঠেকলো - ও তো কোনো পরিব্রাজক নয়, যতোটা মনে হলো ভাগ্যসন্ধানী. যাক আগে দেখি তুমি কি লিখবে. জানিনা, তোমার কাহিনীর সময়কালের বিস্তৃতি কতোটা - যে সময়টা তুলে ধরলে, যদি বিম্বিসারের শাসনকালেরও কিছুটা অচিন্ত্যর কথায় ওঠে আসে তবে হয়তো মহাবীর আর শাক্যমুনি (গৌতম বুদ্ধ)-এর কথা লোকমুখে-চর্চায় শোনা যেতে পারে.

আগে ভালো হয়ে ওঠো, পরে এই বিষয় নিয়ে চর্চা করা যাবে.  


শরদিন্দুবাবুর ঐতিহাসিক কাহিনী সকলের পুনঃস্মরণ করাইতে পারিয়াছি ইহা আমার পরম ভাগ্য মহাশয় না হইলে ওই প্রশান্ত মহাসাগর সম্মুখে এই রাস্তার এঁদোখালের দাঁড়াইবার সাধ্য কোথায়। নারায়ণ স্যান্যালের লেখনী অবশ্য পড়ার সৌভাগ্য এখনও হয় নাই।
সত্য কহিয়াছেন, ভাগ্যান্বেষীর ভাগলপুর পৌঁছাইয়া যাওয়ার পিছনে কারণ কী! উত্তর দিতে গেলে ভারি লম্বা লিখিতে হইবে আমি সংক্ষেপে দিবার প্রচেষ্টা করিতেছি।
এক কাহিনী লিখিবার কালে বা অন্য কাহারো কাহিনী পড়িবার সময়ই মাথায় আরেক কাহিনীর খাঁচা বাসা বাঁধে। সরলবাবুর কাহিনী লিখিবার সময় রাজনন্দিনীর কথা মাথায় আসিয়াছিল। যদি ভাঙ্গিয়া দেখেন বুঝিবেন দুইটি কাহিনীতেই মৌলিক একটী মিল আছে, এক্ষেত্রে পরকীয়া। সেইরূপ রাজনন্দিনী লিখিবার সময় প্রাচীনকালের ধারণা মাথায় বাসা বাঁধিয়াছিল যে সময়ের সরণি বেয়ে আরও পিছনে চলিয়া গেলে কেমন হয়! সেই হেতু অচিন্ত্যের নির্ম্মাণ। 
যেহেতু সকলই একটী মালার নয় সংযোজিত থাকে তাই এক কাহিনী শেষ হইলে খাতা আর কলম লহিয়া পরবর্তী কাহিনীর সেই খাঁচাকে সামান্য রূপ দেওয়া তাহার পর অবসর সময়ে মালমশলা দিয়া তাহাকে আগাইয়া লহিয়া যাওয়া হয় পরিণতির দিকে। সব শেষে মোবাইলের কীবোর্ডে ওয়ার্ডপ্যাড খুলিয়া পাণ্ডুলিপিকে টাইপ করা বা অক্ষরবিন্যাস করা। এই হইলো আমার পুরা প্রসেস আর এই কারণেই আমি আগেভাগে বলিয়া দিতে পারিতাম কোন কাহিনী ইহার পর আসিবে।
এক্ষণে, সমস্যা হইল অচিন্ত্যের কাঠামো বানাইয়াছিলাম এক মাস পূর্ব্বে তাহার পর জীবনে যে ঝড় আসিয়াছিল তাহা সম্পর্কে আপনি অবহিত। এই ঝামেলায় পড়িয়া সমস্যা হইল ঠিক কোন রাস্তায় গল্পখানি লইয়া যাইব আজ তাহা গুলাইয়া গিয়াছে। পূর্ব্বতন মহাবীর্য্যের মস্তিষ্কে কোন খেয়াল বাজিতেছিল তাহার শেষ চিহ্ন সম্পূর্ণ বিলুপ্ত। বিস্তর কারণ রহিয়াছে ওই সময় আমার আর বাবানের মধ্যে শীতের কালে ভূতের গল্প লইয়াও আলোচনা হইতেছিল তাই হয়তো এই কাহিনীকে অতিপ্রাকৃত করিতাম আবার অন্যদিকে ওই সময় টাইম মেশিন নামের একটী পশ্চিমী গল্প পড়িতেছিলাম তাই হয়তো কালান্তর আনিতাম। এখন যেমন মহাকবি বাণভট্টের কাদম্বরী উপন্যাস পড়িতেছি তো মনোমধ্যে রোম্যান্টিক কাহিনী লিখিবার বাসনা জাগিতেছে তাই বলা ভারী শক্ত!
বিম্বিসারের সিংহাসনে বসিবার আগেই সম্ভবতঃ এই কাহিনী শেষ হইতো। তাই কতজনের উল্লেখ হইতো কহা মুশকিল।

আপনার ওই প্রশ্নের উত্তরে আমার যদ্দুর মনে হয়, খসড়াতে এক স্থানে মাতুলালয়ের উল্লেখ রহিয়াছে। অর্থাৎ অচিন্ত্য ত্রিপুরা ছাড়িয়া বিহারে যাইতেছিল মামাবাড়ির উদ্দেশ্যে কিন্তু যুদ্ধ পরিস্থিতি বুঝিয়া সে উক্ত বাড়ীতে যাইতে নিমরাজী হইয়াছিল।

[Image: 20221202-225031.png]
Like Reply
#34
(05-12-2022, 09:36 AM)ddey333 Wrote: তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুন মহাবীর্যদা। 

হ্যাঁ বন্ধুবর, আপনাদের ভালোবাসায় শীঘ্রই ফিরিয়া আসিব।

[Image: 20221202-225031.png]
Like Reply
#35
(04-12-2022, 09:39 PM)surjosekhar Wrote: পড়ে ভাল লাগল।

সহস্র ধন্যবাদ। সময়ে সময়ে এই দীনের কুটিরে পদধূলি দিয়া যাইবেন।

[Image: 20221202-225031.png]
Like Reply
#36
(04-12-2022, 03:46 PM)Kallol Wrote: আপনার লেখনী পড়িতে পড়িতে ভ্রম হইতে ছিল, বুঝি শরদীন্দু বাবুর  লেখা কোন ঐতিহাসিক কাহিনী পাঠ করিতেছি ।  আশা করি এই কাহিনীর পরবর্তী খন্ড খানি, অচিরেই প্রকাশ করিবেন‌‌‍‌...!!!! রেপুটেশন দিয়া , আপনার লেখনীর সম্মান জ্ঞাপনের কিঞ্চিৎ প্রচেস্টা করিলাম!!!!!! Namaskar

পাঠক তৃপ্ত করিবা হেতুই এই অধম কলম ধরিয়াছে। আমার দুর্ভাগ্য আমি আপনাকে একটি পূর্ণ কথা এখনো শুনাইতে পারি নাই। তৎসত্ত্বেও আপনি আমাকে রেপুটেশন দিয়াছেন ইহাতেই আপনার মহানতা প্রকাশিত হয়। 

শরদিন্দু বাবুর নখের ময়লার যোগ্যও নহি তথাপি যখন বলিয়াছেন তখন একগাল হাসি ছাড়া আর কীইবা করিতে পারি। 

অবশ্যই পাঠক, শীঘ্র লিখিবার ইচ্ছা আমার ষোলআনা আছে কিন্তু ডান দিকের উপর বিশেষ চাপ আনিতে পারিব না আপাততঃ, লিখিতে গেলে দু আঙুলে কলম ধরিতে হইবে বসিয়া লিখিলে পাঁজরে চাপ পড়িবে তাই একটু বিশ্রাম লইয়া স্বল্প সুস্থ হইয়া যাই তাহার পর শুরু করিয়া দিব।

[Image: 20221202-225031.png]
Like Reply
#37
(04-12-2022, 04:27 PM)Karobide Wrote: অসাধারণ লেখা বললে কম বলা হয়। এমনই লিখে যান শর্মা দাদাবাবু

ধন্যবাদ মহাশয়। গরীবের কুটিরে আপনার যাতায়াত থাকিবে এই আশা রহিল।

[Image: 20221202-225031.png]
Like Reply
#38
(04-12-2022, 07:58 PM)Baban Wrote:
তুমি যে কি মাপের লেখক সেটা তুমি বুঝবেনা ভায়া। সেটা বুঝবে পাঠক, সেই ক্ষমতা তাদেরই আছে একমাত্র। আর তুমি দেখো নিজেই তোমার সৃষ্টি করা রাজনন্দিনী ও অসমাপ্ত অচিন্ত পাঠকদের কতটা পছন্দ হয়েছে। তাদের তোমার প্রতি বিশ্বাস ও ভালোবাসা ক্রমেই বেড়ে চলেছে। একদিন তো আমিও অচেনা অজানা ছিলাম এদের কাছে। কাম লালসা নামক যৌন উত্তেজক গল্প দিয়ে লেখা শুরু,আজ এদের অনুপ্রেরণা পেয়ে পেয়ে লেখার ইচ্ছা যত বেড়েছে, ততো লিখেছি উত্তেজক, ভৌতিক, ছোটদের গল্প, ছড়া আর আজ এতদূর আসতে পেরেছি। এরা সবাই না থাকলে থোড়াই এই যাত্রা সফলতা পেতো? গল্পের মান ও পাঠক মতামত কম বেশি হতে পারে, হবেও হয়তো কিন্তু যদি লেখা পছন্দ হয় তবে লেখককে অনেকদিন মনে রাখে পাঠক বন্ধুরা।

অচিন্ত্য মাস্টারপিস কিনা সেটা আমরা বুঝবো, তোমায় ভাবতে হবেনা  Big Grin

এখন বিশ্রাম নাও পুরোপুরি আর ফিরে এসো শীঘ্রই ♥️

ধন্যবাদ বন্ধুবর। আমার যতটা সাধ্য চেষ্টা করিব তোমারে উৎসর্গ করা এই কাহিনীর উপর সুবিচার করার।

[Image: 20221202-225031.png]
Like Reply
#39
(05-12-2022, 10:34 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা (২) Wrote: পাঠক তৃপ্ত করিবা হেতুই এই অধম কলম ধরিয়াছে। আমার দুর্ভাগ্য আমি আপনাকে একটি পূর্ণ কথা এখনো শুনাইতে পারি নাই। তৎসত্ত্বেও আপনি আমাকে রেপুটেশন দিয়াছেন ইহাতেই আপনার মহানতা প্রকাশিত হয়। 

শরদিন্দু বাবুর নখের ময়লার যোগ্যও নহি তথাপি যখন বলিয়াছেন তখন একগাল হাসি ছাড়া আর কীইবা করিতে পারি। 

অবশ্যই পাঠক, শীঘ্র লিখিবার ইচ্ছা আমার ষোলআনা আছে কিন্তু ডান দিকের উপর বিশেষ চাপ আনিতে পারিব না আপাততঃ, লিখিতে গেলে দু আঙুলে কলম ধরিতে হইবে বসিয়া লিখিলে পাঁজরে চাপ পড়িবে তাই একটু বিশ্রাম লইয়া স্বল্প সুস্থ হইয়া যাই তাহার পর শুরু করিয়া দিব।
পাঠক দ্বয় কে তৃপ্ত করিবার সমস্ত গুনাবলী ই  আপনার মধ্যে বিদ্যমান আছে । সেইটি আপনার কলমের আঁচড় দেখিলেই, তৃষ্ণার্ত পাঠকেরা চিনিতে পারিবে । রেপুটেশন নিয়া ভাবনা করিবেন না,  ওই টি  বারী ধারার ন্যায় ঝরিয়া পড়িবে। আদি শক্তির উৎসের পানে প্রার্থনা জানাই, আপনি অচিরেই সুঃস্থ  হইয়া উঠুন...!!!!!
 








PROUD TO BE KAAFIR  devil2


                                 
[+] 3 users Like Kallol's post
Like Reply
#40
(05-12-2022, 03:28 PM)Kallol Wrote: পাঠক দ্বয় কে তৃপ্ত করিবার সমস্ত গুনাবলী ই  আপনার মধ্যে বিদ্যমান আছে । সেইটি আপনার কলমের আঁচড় দেখিলেই, তৃষ্ণার্ত পাঠকেরা চিনিতে পারিবে । রেপুটেশন নিয়া ভাবনা করিবেন না,  ওই টি  বারী ধারার ন্যায় ঝরিয়া পড়িবে। আদি শক্তির উৎসের পানে প্রার্থনা জানাই, আপনি অচিরেই সুঃস্থ  হইয়া উঠুন...!!!!!

এই যে নির্ঝরের ন্যায় স্বতোৎসারিত বাণী ঝরিয়া পড়িতেছে অনিবার -  এ যে লেখক মহাশয়ের লেখনী হইতেই কেবল তাহাই নহে, পাঠকপাঠিকাকূলও যে ইহাতে সর্বান্তকরণে পক্ষ লহিয়াছে, ইহাই সর্বাপেক্ষা আনন্দদায়ক।
[+] 3 users Like ajrabanu's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)